14/11/2024
তুলসী গ্যাবার্ডের খ্রিস্টান মা প্রথমে হিন্দুধর্ম গ্রহণ করেছিলেন। পরে তার পিতাও তার মাকে অনুসরণ করেন। মন্ত্র, ধ্যান ও স্তবে খুব আগ্রহ তার বাবার। তিনি তার পিতামাতার চতুর্থ মেয়ে। তার চার ভাই ও এক বোন। তার মায়ের প্রেরণায় তারা হিন্দু ধর্মের অনুসারী। এই দম্পতির পাঁচ সন্তানের নাম হল: ভক্তি, জয়, আরিয়ান, তুলসী ও বৃন্দাবন।
গ্যাবার্ডের মা প্রতিদিন ভগবদ্গীতা পড়তেন এবং শিশুদের এর গুরুত্ব বোঝান। তিনি পাঁচ সন্তানের মধ্যে ভগবদ্গীতার গুরুত্ব বুঝাতে পেরেছিলেন। কিশোরী অবস্থায় তুলসীও তার মায়ের মত হিন্দুধর্ম অনুশীলন করতেন।
তুলসী গৌড়ীয় বৈষ্ণব মত অনুসরণ করেন ও তিনি নিরামিষভোজী। ঢাকার নারিন্দাতে গৌড়ীয় বৈষ্ণব মঠ আছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ - ইসকনও এই মতের অনুসারী একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের ১৫৪টি দেশে সনাতন ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মত প্রচার করছে।
তুলসী গ্যাবার্ড অনেককে গুরু হিসেবে শ্রদ্ধা করেন, তবে তিনি জগদ্গুরু সিদ্ধস্বরূপানন্দ পরমহংসের সরাসরি শিষ্য। বৈষ্ণব হিন্দু হিসেবে তিনি বিষ্ণুর অবতার ও রামায়ণ সম্পর্কে জানেন। তিনি মহাভারতকে গ্রহণ করেছিলেন। এই মহান গ্রন্থগুলির গ্যাবার্ডের মনের উপর দুর্দান্ত প্রভাব রয়েছে। তিনি ভগবদ্গীতাকে একটি আধ্যাত্মিক নির্দেশিকা হিসাবে প্রশংসা করেন। গ্যাবার্ড নিজেকে একজন কর্মযোগী হিসাবে বর্ণনা করেন।
তিনি ২০১৩ সালে প্রথম হিন্দু হিসেবে পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্গীতায় হাত রেখে মার্কিন সিনেটে শপথ গ্রহণ করেন।২০১৫ সালে হাওয়াইয়ে তিনি চলচ্চিত্রগ্রাহক এব্রাহাম উইলিয়ামসকে বৈদিক রীতিতে বিয়ে করেন।
তিনি গর্বের সাথেই বলেন, "আই অ্যাম্ হিন্দু।"