ctv.com.bd

ctv.com.bd সমৃদ্ধির পথে চলো একসাথে

"সুখবর বলবো নাকি দুঃসংবাদ বলবো            ভেবে কুল পাচ্ছি না" !!!                          ✍️ এস এ এম নূর হোসাইন মাদ্রাস...
27/06/2024

"সুখবর বলবো নাকি দুঃসংবাদ বলবো ভেবে কুল পাচ্ছি না" !!! ✍️ এস এ এম নূর হোসাইন
মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে ৫হি'ন্দু যুবক পালাক্রমে ধর্ষণ ।

টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক হিন্দু ছেলের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, অপহরণ করে ৫হি'ন্দু যুবক পালাক্রমে ধর্ষণ করেছে। ইসকনের ডেডিকেটেড কর্মী সাগর চন্দ্র শীল পার্শ্ববর্তী এলাকার এক মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রথমে ইভটিজিং করতো পরবর্তীতে প্রেমের প্রস্তাব দেয়। তাতে মেয়েটি রাজি না হওয়ায় এবার সরাসরি বিয়ের প্রস্তাব। তাতেও রাজি না হওয়ায়, ঘটনার দিন সকালে ওই ছাত্রী বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে শালদাইর ব্রিজের কাছে পৌঁছালে সাগর শীল আরো দুইজন বন্ধুকে নিয়ে মেয়েটিকে প্রকাশ্য দিবালোকে জোর পূর্বক সিএনজিতে তোলে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় নিয়ে যায়।

আবার সেখানে মধুপুর চোরাল জানী গ্রামে সাগর শীলের বন্ধু রাজনের বাড়িতে নিয়ে উঠে। সেখানে তারা ৫ হি'ন্দু যুবক মিলে ওই মাদ্রাসা ছাত্রীকে নিয়ে মাস্তি করে এবং মেয়েটিকে সাগর শীলের সাথে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু সাগর শীল হি'ন্দু হওয়াতে মেয়েটি বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। বিয়েতে রাজি না হওয়ার কারণে ওই রাতেই সাগর শীল তার বন্ধু রাজনের বাড়িতে মেয়েটিকে আটকে রেখে বন্ধুরা জনসহ দুইজনে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এতে তারা ক্ষান্ত হয়নি। দিনের বেলায় মেয়েটির উপর চলেছে অমানুষিক নির্যাতন। আর রাতে মেয়েটিকে এবার বংশাই নদীর তীরে নিয়ে গিয়ে সেখানে তারা ৫ জন হিন্দু যুবক মিলে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে রেখে যায়। মেয়েটির আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তাদের ভয়ে কেউ উদ্ধারে এগিয়ে আসেন। আধ মরা অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে গেলে ভোরে পথচারীদের সহায়তায় স্বজনেরা এসে উদ্ধার করে।

এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে, মূল আসামিকে বাদ দিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষনকারীদের মধ্য থেকে দুজনকে গ্রেফতার করা হয়‌। মূল আসামি সহ তিনজন পলাতক। তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। কিছুই করার নাই। বলতে গেলে অঘোষিতভাবে এখন হিন্দুদের রাজত্ব কায়েম করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক কোন বিচার হবে বলে আমার মনে হয় না। দুই একটা মিডিয়া ছাড়া আর কেউ এই নিউজ প্রচারও করবে না। কারণ অতীতে শিক্ষক পরিমলের কোন বিচার হয়নি। মুসলিম গৃহবধূকে ধর্ষণের নের কোন বিচার হয়নি। মুসলিম তরুণীকে জোরপূর্বক মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে এবং ধর্ষণের কোন বিচার হয়নি। মিথ্যা অজুহাতে মুসলিম যুবকদেরকে মন্দিরে সাপের মতো পিটিয়ে হত্যার কোন বিচার হয়নি। বিষয়টি শুনতে গা শিউরে উঠে। ভাবতে অবাক লাগে। একজন বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন !!!

আমি ইতিপূর্বে বেশ কয়েকবার ইসকনের হিন্দু সন্ত্রাসীদের টার্গেট মুসলিম তরুণী, শীর্ষক পোস্ট করেছিলাম। এখন তার সত্যতার প্রমাণ পেয়েছেন তো ?

প্রিয় মুসলিম ভাই-বোনেরা এখনো কি ভাবার সময় হয়নি? বিষয়ে ভাবতে যদি তোমাদের কষ্ট লাগে! মুখ খুলতে যদি লজ্জা লাগে! তাহলে পরিত্রাণের আর কোন উপায় থাকবে না। এখনো সময় আছে। ভাবতে হবে তোমাকে। সোচ্চার হতে হবে। মুসলিম জাতির ঈমান আকিদা সংস্কৃতি, মুসলিম মেয়েদের মান ইজ্জত এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হিন্দুদের গভীর ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। মুসলমানদের ইজ্জত সম্মান এবং আমাদের কলিজার টুকরা মেয়েদেরকে হিন্দুদের ষড়যন্ত্র থেকে বাঁচানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হয়ে রুখে দিতে হবে তাদের সকল নোংরা ষড়যন্ত্র।

এমতাবস্থায় আমাদের শেষ ভরসা, রাষ্ট্র নায়ক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন। আপনি বাংলার নারীদের শিরোমনি। মায়ের জাতি, আপনি পর্দাশীল দ্বীনদার একজন মুসলিম নারী। আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের মুসলিম মা বোনদের এবং আমাদের কলিজার টুকরা মেয়েদের ইজ্জত সম্ভ্রম রক্ষার্থে উক্ত ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
পরবর্তীতে আর যাতে করে কেউ কোনো প্রকার আস্কারা না পায়, সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশ দানে জন্য সারাদেশের মুসলমানদের পক্ষ থেকে বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি।
এই ধরনের ঘটনার স্বীকার হয়ে, বাংলাদেশের ৬৮হাজার মুসলিম তরুণী বর্তমানে ভারতের পতিতালয়ে আটক আছে।
এর সংখ্যা দিন দিন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত অনিবার্য।।

আজ ১লা জুলাই'২৩ খ্রী, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সমবায় দিবস। আইসিএ এবং জাতিসংঘের কমিটি ফর দি প্রমোশন অ্যান্ড অ্যাডভান্সমে...
01/07/2023

আজ ১লা জুলাই'২৩ খ্রী, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সমবায় দিবস। আইসিএ এবং জাতিসংঘের কমিটি ফর দি প্রমোশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব কো-অপারেটিভ এই দিবসটি যৌথভাবে পালন করে থাকে । এ উপলক্ষে ইসলামী কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল কো-অপারেটার্সএলায়েন্স যৌথ উদ্যোগে ভার্চুয়ালী দিবস উদযাপনের আয়োজন করেছে। সারাদেশের সকল সমবায়ীদেরকে ভার্চুয়ালী দিবসের অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য অনুরোধ করা চাচ্ছে। বিশ্ব যখন সমবায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশে অর্থবিল ২০২৩ এ সমবায়কে মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে কোম্পানী সমতুল্য করে ভ্যাট টেক্স আরোপ করে থাকে। যিনি পেট্রোল বাংলার চেয়ারম্যান থাকা কালীন সময়ে কয়লা কেলেঙ্কালির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই লোকটি আজ এনবিআর এর চেয়ারম্যানের হয়ে নিজের দুর্নীতি আড়াল করার মাধ্যমে সরকারকে খুশী করানোর জন্য এহেন তুঘলকি কান্ড। আমরা সারাদেশের সমবায়ীরা এহেন অপব্যাখ্যা প্রদান করে কোম্পানির সমতুল্য করাকে এবং অজাচ্ছিদ ভাবে সমবায়ীদের উপর ভ্যাট ট্যাক্স আরোপের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ২০২৩ অর্থবিলে সংশোধনীর মাধ্যমে সমবায় সমিতিকে জাতীয় সংঘ এবং ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এলায়েন্স ও বাংলাদেশ সংবিধানে প্রদত্ত সাংবিধানিক ব্যাখ্যা ও অধিকার প্রদানের জন্য মাননীয় সরকার বাহাদুরকে সবিনয় অনুরোধ করছি। নচেৎ আমরা সারাদেশের প্রায় এক কোটি সমবায়ীরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। এতে করে সকল সমবায়ীদেরকে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

জমে উঠেছে বাগানবাজার পশুর হাটচট্টগ্রাম ফটিকছড়ির সবচেয়ে বড় পশুর হাট ভারত সীমান্তবর্তী ফেনী নদীর ধারে অবস্থিত বাগানবাজার প...
15/06/2023

জমে উঠেছে বাগানবাজার পশুর হাট

চট্টগ্রাম ফটিকছড়ির সবচেয়ে বড় পশুর হাট ভারত সীমান্তবর্তী ফেনী নদীর ধারে অবস্থিত বাগানবাজার পশুর হাট। এটি ফটিকছড়ি ১নং বাগানবাজার ভারত সীমান্তবর্তী ইউনিয়ন। একদিকে ভারত অন্যদিকে রামগড় এ'দুয়ের মাঝে ফটিকছড়ির সীমানায় অবস্থিত ফটিকছড়ির সর্ববৃহৎ এ পশুর হাট।

প্রায় ১কিলোমিটার রাস্তায় সারি সারি গরু। এ বাজারে নানা বয়েসি মানুষের আনাগোনা। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। ব্যাপারী ও খরিদ্দারদের সংকোচহীন দরাদরি, অনবরত পশুর ডাক, ময়দানের ভেতরই কয়েকটি ভাতের হোটেল।

হাটের পাশ দিয়ে ট্রাক-পিকাপভ্যান-লছিমন-করিমনের বড় বড় গাড়ির সারি অপেক্ষায় গরু নেওয়ার, হাটজুড়ে গমগম আওয়াজ। ফটিকছড়ির বাগানবাজার পশুর হাটের চিত্র এটি।

প্রতি সপ্তাহের শুক্রবার ও রবিবার সকাল সাড়ে সাতটা থেকে হাট শুরু হয়। দশটা-এগারোটায় হাট থাকে পুরো জমজমাট। রাত ৮টার ভেতর হাট ভেঙে যায়।

গ্রামের প্রান্তিক চাষী বা খামারিরা বাছুর কিনে খাইয়ে-দাইয়ে বড় করে হাটে বিক্রি করতে আসে। অনেকসময় খামারিদের বাড়ি থেকে ব্যাপারীরা গবাদিপশু কিনে নিয়ে আসে। ছোট ব্যাপারীদের কাছ থেকে সেগুলো বড় ব্যাপারীরা কিনে নেয়।

গত শুক্রবার হাটের দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, কোথাও পা পেলার লেশমাত্র জায়গা নেই। ক্রেতা-বিক্রেতা ও উৎসুক জনতার উপচে পড়া ভিড়। এ'দিন প্রায় ৫হাজারের অধিক গরু বাজারে উঠেছিল। ১হাজারের বেশি গরু বিক্রি হয় শুক্রবারের বাজারে। যত বড় গরুই হোক সবার ক্ষেত্রে মাত্র ৪০০টাকা হাসিল নির্ধারিত। গরু উঠানামায় কোন খরচ নেই। কত কেজি গরু তা আধুনিক মেশিনে মেপে নেয়ার সুব্যবস্থাও রয়েছে এ বাজারে।

সুযোগ সুবিধা বেশি এবং গ্রামের গরু এ হাটে বেশি বলে চট্টগ্রাম শহর সহ বিভিন্ন উপজেলা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, বগুড়ার প্রচুর ব্যবসায়ী এ বাজারে গরু ক্রয় করার জন্য আসেন। দূরবর্তী স্থান থেকে আগত ব্যবসায়ীদের গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন প্রকার ঝামেলা পোহাতে হয় না। রয়েছে ট্রান্সপোর্ট ব্যবস্থাও।

বাজারের ব্যাপারে জানতে চাইলে ইজারাদার মো. অলি মাস্টার জানান, আগে সপ্তাহে ১দিন হাট বসলেও, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এখন শুক্র ও রোববার ২দিন হাট বসে। বাজারে গরু উঠানামা যে খরচ তা এখন সম্পূর্ণ ফ্রি। রাতের জন্য আলোক সজ্জার ব্যবস্থা রাখা হয়েছে এ বাজারে। ঐতিহ্যবাহী এ বাজারের বিশেষত্ব হল, এখানে ছোট, বড়, মাঝারি যেমন প্রয়োজন ক্রেতার পছন্দসই গরু এখান থেকে ক্রয় করে নিতে পারে।

বিগত বছর ধরে বেচাকেনা করেন ব্যাপারী ওইচ্চিকু মারমা। তিনি জানান, আমি সারাবছর গরু বেচাকেনা করি এ বাজারে। শুক্রবারের বাজারে ১২টি গরু নিয়ে এসেছি এবং ১১টা বিক্রি করে দিয়েছি। দাম নিয়ে আমি সন্তুষ্ট।

হাটহাজারী উপজেলা থেকে গরু কিনতে আসা একজন ক্রেতা জানান, আমি মানুষের মুখে শুনে প্রথমবার এ হাটে এসেছি। ১লক্ষ টাকায় একটি ষাড় গরু নিয়েছি। গরু এবং দাম নিয়ে আমি সন্তুষ্ট। বিশেষ করে দেশীয় জাতের সব সাইজের গরু এখানে দেখেছি।

19/02/2023
19/02/2023
19/02/2023

Ibas++ salary statement of employees 2023
আইবাস++ হতে কর্মচারীর বেতন বিবরণী বের করার পদ্ধতি দেখানো হয়েছে এই ভিডিওতে। যা দেখে ডিডিও আইডি থেকে প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারীর প্রতিমাসের আলাদা আলাদা বেতন বিবরণী নেওয়া যাবে।
ভিডিও লিংক- https://youtu.be/Op_5c2WBnXM


#আইবাস
#বেতন

19/02/2023
19/02/2023
রাজকীয় সংবর্ধনা এবং নগদ ১৫লক্ষ টাকা দিয়ে মসজিদের ইমামকে বিদায় জানাল এলাকাবাসী ।গতকাল পহেলা জানুয়ারী'২৩ নগরীর খুলশী ক...
02/01/2023

রাজকীয় সংবর্ধনা এবং নগদ ১৫লক্ষ টাকা দিয়ে মসজিদের ইমামকে বিদায় জানাল এলাকাবাসী ।

গতকাল পহেলা জানুয়ারী'২৩ নগরীর খুলশী কলোনী জামে মসজিদের ইমাম শাইখ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া সাহেবকে খুলশী কলোনী বায়তুল জান্নাত মসজিদ-মাদরাসা কমপ্লেক্স পরিচালনা কমিটি এবং এলাকাবাসী এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করে নগদ ১৫লক্ষ টাকা এছাড়া বিভিন্ন ব্যক্তি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও নানান উপহার সামগ্রী ইমামের হাতে তুলে ইমামের বিদায়কে জাকজমকপূর্ণ ও অবিস্মরণীয় করে রাখলেন। আজ থেকে প্রায় ৩৫ বছর পূর্বে শাইখ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া শিক্ষাজীবন শেষ করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার এলাকা থেকে এসে খুলশী কলোনী জামে মসজিদে ইমাম হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এলাকার কোমলমতি শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন আধুনিক ফোরকানিয়া মক্তব। পরবর্তীতে তিনি একই ক্যাম্পাসে চালু করেন জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা । এছাড়া দুঃস্থ অসহায় এতিম শিশুদের জন্য গড়ে তোলেন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এতিম খানা ও ফ্রি হোস্টেল। শাইখ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া শুধু একজন মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক ছিলেন না তিনি ছিলেন কুফ্ফার মুশরিক ও তাগুদি অমানিশার অন্ধকারের ধ্রুবজ্যোতি। একজন মোবাল্লিগে দ্বীন বা দাঈ ইলাল্লাহ। সমাজ সংস্কারক হিসেবে শীর্ক, বেদায়াত নিরক্ষরতা যৌতক প্রথা নারী নির্যাতন বাল্যবিবাহ মাদক ও সন্ত্রাস প্রতিরোধে তার সাহসী ভূমিকা প্রশংসনীয়। তিনি একজন মসজিদের ইমাম হয়েও বহু গরিব ছাত্র এবং অসহায় মানুষের সাহায্যে কাজ করে গেছেন । তাঁর বিনয়ী স্বভাব হাস্য উজ্জ্বল চেহারা এবং সুমিষ্ট ভাষা পাষাণ হৃদয়ের মানুষকেও বিগলিত করে ইসলামের সুমহান আদর্শের দিকে বিমোহিত করে। এলাকার শিশু কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে ছিলেন অতুলনীয় শ্রদ্ধারপাত্র।
অবশেষে ৬২ বছর বয়সে পহেলা জানুয়ারি ২০২৩ তারিখে অনাডম্বর রাজকীয় গন সংবর্ধনার মধ্য দিয়ে অবসর নিলেন শাইখ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া। মসজিদ ও মহল্লা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম সিদ্দিকীর সভাপতিত্বে এবং
মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আলহাজ্ব সাব্বির হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং শুলক বহর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মোঃ মোরশেদ আলম সংবর্ধিত অতিথি শাইখ হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, সম্মানিত অতিথি উক্ত মসজিদ’র খতীব আলহাজ্ব মাওলানা ড. আতাউর রহমান নদভী, খুলশী থানা অফিসার্স ইনচার্জ সন্তোষ কুমার চাকমা পিপিএম/বার, সিজাসুর খতীব মাওলানা হাফিজ আহমেদ, খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান, খুলশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আবছার সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন আলেম ওলামা এবং সুধীজনেরা স্মৃতিচারণ করে কাঁদলেন। বিদায়ী অনুষ্ঠানে সর্বস্তরের সাধারণ মানুষ এবং মুসল্লিদের উপস্থিতিছিল লক্ষণীয় যাহা এতদাঞ্চলের স্মরণকালের সমাবেশ হিসেবে অভিহিত করা যায় । বাংলাদেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল খুলশী কলোনীবাসী। বিদায় বেলায় মুসল্লিরা ইমামকে জড়িয়ে কাঁদলেন এবং দোয়া চাইলেন, বিদায়ী ইমাম নিজেও কেঁদে কেঁদে সকলের নিকট দোয়া ও বিদায় চাইলেন।

অবসরের টাকা নিয়ে সন্তানদের দ্বন্দ্ব, ২দিন পর্যন্ত অ্যাম্বুলেন্সে বাবার লাশ পড়ে থাকল পিতার অবসরের টাকার জন্য ভাইবোনদের মধ...
26/12/2022

অবসরের টাকা নিয়ে সন্তানদের দ্বন্দ্ব, ২দিন পর্যন্ত অ্যাম্বুলেন্সে বাবার লাশ পড়ে থাকল

পিতার অবসরের টাকার জন্য ভাইবোনদের মধ্যে দ্বন্দ্বে এ্যম্বুলেন্সে পড়ে আছে পিতার লাশ। চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। রোববার বিকেল চারটার সময়।
অবসরের টাকার জন্য ভাইবোনে দ্বন্দ্বে এম্বুলেন্সে পড়ে আছে পিতার লাশ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। রোববার বিকেল চারটার সময়। ছবি: প্রথম আলো
মৃত্যুর পর এক দিন কেটে গেছে। বাড়ির সামনেই অ্যাম্বুলেন্সে পড়ে আছে বাবার লাশ। দাফন দূরে থাক, লাশ নামানো হয়নি ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্যও। কারণ, বাবার লাশ গাড়িতে রেখেই, অবসরকালীন ভাতার টাকা নিয়ে সন্তানেরা লিপ্ত হয়েছেন কলহে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ঘটে যাওয়া এমন ঘটনা এলাকাবাসী ও নিহতের স্বজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

মৃত ব্যক্তি মনির আহমদ (৬৫) একটি তেল কোম্পানিতে চাকরি করতেন। গত শনিবার সন্ধ্যা সাতটার সময় তাঁর মৃত্যু হয়। রোববার বিকেল গড়িয়ে গেলেও তাঁর দাফন হয়নি। সোমবার ব্যাংক না খোলা পর্যন্ত দাফন হবে না বলে জানা গেছে। নিহতের তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। বাবার অবসরকালীন ভাতার টাকা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব বলে জানা গেছে।

রোববার বিকেল চারটার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মনির আহমদের লাশ বাড়ির সামনে অ্যাম্বুলেন্সে রাখা আছে। বাড়িতে শোকের বালাই নেই। সেখানে ভাই-বোন ও ভাগনেরা ঝগড়াঝাঁটিতে ব্যস্ত। ভাইদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৌশলে ৩০ লাখ টাকা ব্যাংক থেকে সরিয়ে নেন তাঁদের এক বোন।

এ ঘটনায় এলাকায় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। অনেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিহত মনির আহমদের প্রতিবেশী আমেনা বেগম বলেন, ‘কী জমানা এল। মানুষ মারা গেলে লোকজন কোরআন ও দোয়াদরুদ পড়ে এবং কান্নাকাটি করে। কিন্তু লোকটা মারা গেলেও ছেলে-মেয়েদের মধ্যে শোকের চিহ্ন নেই। দাফনও করতে দিল না!’

তবে তাঁর ছেলেরা বলছেন, আগামীকাল সোমবার ব্যাংক খুললে টাকার হিসাব শেষে তাঁরা বাবার লাশ দাফন করবেন। মনির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। কিছুদিন আগে আমার বোন বেবী আক্তার আমার বাবাকে হাসপাতালে থেরাপি দেওয়ার নাম করে ব্যাংকে নিয়ে গিয়ে ৩০ লাখ টাকা উঠিয়ে নেন। আমরা বাবা মারা যাওয়ার পরই টাকা তুলে ফেলার খবর পাই।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট ভাই সৌদি আরব থেকে আসবেন। পাশাপাশি সোমবার ব্যাংক খুললে ব্যাংকে গিয়ে হিসাব পেলে বাবার দাফন করা হবে।’

তবে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন বোন বেবী আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা কোনো টাকা আমাকে দেননি। আমি কোনো টাকাও ব্যাংক থেকে তুলিনি। তাদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় মনির আহমদের লাশ বাড়িতে আনা হলেও টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সমস্যা চলছে। মনির আহমদের আরেক ছেলে বিদেশে আছেন, তিনিও দেশে আসবেন বলে শুনেছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের কে বিনম্র শ্রদ্ধা জানাই সাথে সাথে সকল দেশবাসীকে বিজয়ী সালাম ও শুভেচ্...
16/12/2022

স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদ এবং মুক্তিযোদ্ধাদের কে বিনম্র শ্রদ্ধা জানাই সাথে সাথে সকল দেশবাসীকে বিজয়ী সালাম ও শুভেচ্ছা জানাই পরিশেষে মহান মনিবের দরবারে দোয়া করি হে আল্লাহ তুমি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট ও অক্ষুন্ন রাখো সকল বৈষম্য দূর করে আমাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দাও

ভিসা ছাড়াই সফর করা যাবে রাশিয়াসিটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক ৯ডিসেম্বর ২০২২,  ১:০৩ অপরাহ্নরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব...
09/12/2022

ভিসা ছাড়াই সফর করা যাবে রাশিয়া
সিটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক
৯ডিসেম্বর ২০২২, ১:০৩ অপরাহ্ন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার উচিৎ বিদেশীদের প্রবেশে নতুন একটি পদ্ধতি চালু করা। এর অধীনে ভিসা ছাড়াই বিদেশিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবে। এমনকি যেসব দেশে রুশদের প্রবেশে ভিসা বাধ্যতামূলক, সেসব দেশের নাগরিকরাও ভিসা ছাড়া রাশিয়ায় প্রবেশের সুযোগ পাবে। রোববার এ নিয়ে একটি প্রেসিডেনশিয়াল অর্ডার জারি করেছেন পুতিন। এতে বলা হয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থা এফএসবি’র সমন্বয়ে নতুন এই পদ্ধতি চালু করতে হবে। যাতে করে বিদেশীরা পর্যটন, ব্যবসা, শিক্ষা কিংবা ক্রীড়া আয়োজনে ভিসা ছাড়াই রাশিয়া ভ্রমণ করতে পারে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার স্টেট কাউন্সিলের নির্বাহী কমিটির এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। এই স্টেট কাউন্সিল হচ্ছে প্রেসিডেন্টের তৈরি একটি উপদেষ্টা পরিষদ। এছাড়া পর্যটকদের আরও নানা রকম সুবিধা দেয়ার প্রস্তাব তোলা হয়েছে। এরমধ্যে রয়েছে মাল্টি-এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি। এর আগে রুশ শহর সেন্ট পিটার্সবার্গ পর্যটকদের জন্য ক্রুজ শিপ প্রবেশ এবং অনির্দিষ্টকালের জন্য অবস্থানে ভিসার বাধ্যবাধকতা তুলে নেয়।

এখন পুতিন বলছেন, গোটা রাশিয়ায়ই এখন এই নিয়ম চালু করা উচিৎ।
ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ দেশগুলোর নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়ানদের জন্য ভিসা কড়াকড়ি বৃদ্ধি করার পরই এমন সিদ্ধান্ত এলো পুতিনের কাছ থেকে।

.                      জাগো চট্টলাবাসী জাগোহাজার বছরের সভ্যতা সংস্কৃতি ব্রিটিশ বিরোধী আন্দোলন বায়ান্নের ভাষা আন্দোলন এব...
11/10/2022

. জাগো চট্টলাবাসী জাগো
হাজার বছরের সভ্যতা সংস্কৃতি ব্রিটিশ বিরোধী আন্দোলন বায়ান্নের ভাষা আন্দোলন এবং স্বাধীনতার সূতিকা ঘার বাংলার অর্থনীতির কেন্দ্রবিন্দু প্রাচীনতম বিভাগীয় শহর, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম বিদ্বেষী সরকারি প্রশাসনে ঘাপটি মেরে থাকা নব্য পাকিস্তানি হায়নাদা খন্দকার মোশতাকের প্রেতাত্মা সরকারি আমলাদের ষড়যন্ত্রের শিকার হয়ে বিভাগীয় পর্যায়ের চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের নামে সরকার কর্তৃক নির্ধারিত প্রকল্প যাহা "দেশের অপরাপর ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হলেও
জায়গা সংকটের খোড়া অজুহাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জন্য নির্ধারিত নিউরো সায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন ইউনিট গুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন না করে খন্দকার মোশতাকের কুমিল্লায় নিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্র করতেছে। যাহা কোন অবস্থাতেই যুক্তিযুক্ত নয়, চট্টগ্রামবাসী কখনো তা মেনে নেবেনা। তাই বীর চট্টলা বাসী জাগো চট্টলা বিরোধী সরকারি আমলাদের হীন ষড়যন্ত্র প্রতিহত করে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোল

পরিত্যক্ত পলিথিন থেকে কুড়িগ্রামে  ডিজেল ও পেট্রল উৎপাদন করেছে  কলেজছাত্র পারভেজ মোশাররফ । শুধু তাই নয়, অভিনব  প্রক্রিয়ায...
28/08/2022

পরিত্যক্ত পলিথিন থেকে কুড়িগ্রামে ডিজেল ও পেট্রল উৎপাদন করেছে কলেজছাত্র পারভেজ মোশাররফ । শুধু তাই নয়, অভিনব প্রক্রিয়ায় উৎপাদিত প্রতি লিটার পেট্রল ১০০ টাকা ও ডিজেল ৬০ টাকা দরে বিক্রি করছে। যাহা বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম। সাধারণ মানুষ স্বাচ্ছন্দে কিনছেন।

পারভেজ মোশাররফ ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামের বদিউজ্জামানের ছেলে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদাম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, পারভেজ মোশাররফ ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী। ইউটিউবে পরিত্যক্ত পলিথিন রিসাইকেল করে ডিজেল ও পেট্রল উৎপাদন প্রক্রিয়ায় আগ্রহ জাগে তার। পরে নিজ বাসায় ২০১৯ সালে সরঞ্জামাদি কিনে শুরু করেন ডিজেল ও পেট্রল উৎপাদনের কাজ। ওই সময় আর্থিক সংকটের কারণে তেল উৎপাদন প্রক্রিয়া ব্যহত হয়। সম্প্রতি দেশে জ্বালানি তেল ডিজেল ও পেট্রলের দাম বেশি হওয়ায় আবার শুরু করেন উৎপাদন প্রক্রিয়া। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে উদ্ভাবনী এ কাজের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা তার।

পারভেজ মোশাররফ বলেন, পলিথিন থেকে পেট্রল ও ডিজেল উৎপাদন করতে প্রযুক্তি হিসেবে একটি রিফাইনারি মেশিনের দরকার পড়ে। স্বল্প পরিসরে উৎপাদন করতে বাড়িতেই রিফাইনারি মেশিন তৈরি করা যায়। তবে কম খরচে টিনের তৈরি ড্রাম, লোহা ও প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের বয়াম ও কয়েকটি বোতল দিয়ে এই রিফাইনারি মেশিন বানিয়েছেন তিনি।

এই প্রযুক্তিতে ড্রামের ভেতর পলিথিন রেখে তা আগুনের তাপে গলিয়ে বাষ্পের মাধ্যমে ডিজেল ও পেট্রল উৎপাদন করা সম্ভব।

তিনি বলেন, এক কেজি পলিথিন থেকে প্রায় ৭৫০ গ্রাম জ্বালানি উৎপাদন হয়। এর মধ্যে ৩০০ গ্রাম পেট্রল আর ৪৫০ গ্রাম ডিজেল। এটি অত্যন্ত পরিশোধিত জ্বালানি। সরকার যদি প্রতিটি জেলায় তেল পরিশোধন মেশিন দিয়ে সহায়তা করে তাহলে আমার মতো অনেক যুবকই এ প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারবেন।

তিনি আরো বলেন, পরিত্যক্ত পলিথিন পরিবেশ নষ্ট করার অন্যতম উপাদান হিসেবে জানি আমরা। কিন্তু পলিথিন রিসাইকেল করে যদি এভাবে কাজে লাগানো যায় তাহলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে অন্যদিকে অর্থ উপার্জন সম্ভব হবে।

বিমানের দুর্নীতি ও অব্যবস্থাপনা বেড়েই চলেছে সেপ্টেম্বর মাসের ২২শ’ টিকিট আগে থেকে হাওয়া, ৭৫ হাজার টাকার উমরাহর ভাড়া এখন ...
25/08/2022

বিমানের দুর্নীতি ও অব্যবস্থাপনা বেড়েই চলেছে সেপ্টেম্বর মাসের ২২শ’ টিকিট আগে থেকে হাওয়া, ৭৫ হাজার টাকার উমরাহর ভাড়া এখন দেড় লাখ!

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটের ৭৫ হাজার টাকার টিকিট বর্তমানে বিক্রি হচ্ছে ১ লাখ ৩৬ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার টাকায়। পবিত্র উমরাহ হজের যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় অগ্রিম বুকিং দেখিয়ে এই দুই রুটের সেপ্টেম্বর মাসের সব টিকিট আটকে ফেলেছে দেশের কয়েকটি ট্রাভেল এজেন্সি। আর তাদের জন্য সেই পথ করে দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সিটিভি'র অনুসন্ধানে জানা গেছে, আগামী মাসে (সেপ্টেম্বর) সৌদি আরবের উমরাহগামী যাত্রীদের বেশ চাপ রয়েছে। উমরাহ যাত্রীরা মূলত জেদ্দা ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে প্রবেশ করেন। এই সুযোগে বিমানের কর্মকর্তারা কয়েকটি ট্রাভেল এজেন্সিকে এই দুই রুটের ইকোনমি ক্লাসের প্রায় ২২ শ’ টিকিট ‘গ্রুপ বুকিং’ করার সুযোগ দিয়েছে। ফলে সেপ্টেম্বরে টিকিটের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে ওই রুটে বিমানের ৭৫ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে প্রায় দেড় লাখে।

অনুসন্ধানে আরও জানা গেছে, বর্তমানে বিমানের টিকিট কাটার জন্য নির্দিষ্ট যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বর প্রয়োজন হলেও বিমান কর্মকর্তাদের যোগসাজশে ৫টি ট্রাভেল এজেন্সি কোনো যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর বা অন্য কোনো কাগজপত্র জমা না দিয়েই জেদ্দা ও মদিনা রুটের গ্রুপ টিকিট কেটে নিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূলবাসীরা
23/08/2022

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূলবাসীরা

"দেউলিয়ার পথে ৯ বাণিজ্যিক ব্যাংক"  ব্যাংক কোম্পানি আইন অনুসারে  বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সাধারণ গ্রাহকের আমা...
22/08/2022

"দেউলিয়ার পথে ৯ বাণিজ্যিক ব্যাংক"
ব্যাংক কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক সাধারণ গ্রাহকের আমানত স্থিতি এবং সিকিউরিটি নিশ্চিত করণ, যথাযথ তারল্য সংরক্ষণ, ঋণ বিতরণ ও রিকভারির ক্ষেত্রে চরম অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে দেউলিয়ার পথে ৯টি বাণিজ্যিক ব্যাংক।
দেশের সচেতন নাগরিক সমাজ অত্যন্ত আফসোস করে বলেন, আজ যদি এই ঘটনা ব্যাংকিং সেক্টরে না ঘটে সমবায় সেক্টরে ঘটতো! তাহলে আমাদের অন্ধ সমাজে সমবায় বিদ্বেষী কিছু ইয়েলো জার্নালিস্টদের ঘুম হারাম হয়ে যেত। আবার তাদের অনেকে হার্ট অ্যাটাক করে আইসিইউতে থাকতে হতো! আর এখন দেখি সেই তথা কথিত ইয়েলো মিডিয়ার জার্নালিস্টরা নাকে তেল দিয়ে দিব্যি আরামে ঘুমাচ্ছে। এখন তারা বোবা ও অন্ধের অভিনয় করে মুখে কুলপ এ্যটে চুপ ছাপ বসে আছেন।

মানিকগঞ্জে শিশুকন্যার ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়ায় শিবালয় থানার ভেতরে বাবাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ...
21/08/2022

মানিকগঞ্জে শিশুকন্যার ধর্ষণচেষ্টার বিচার চাইতে যাওয়ায় শিবালয় থানার ভেতরে বাবাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবণী গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, স্ত্রীসহ তিনি ঢাকায় থাকেন। তার ৫ বছরের শিশুকন্যা থাকে দাদির কাছে। গত ২০ জুলাই উপজেলার আওয়ামী লীগের সদস্য মো. মান্নান খানের চাচাতো ভাই রজ্জব খান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি হাতেনাতে ধরে ফেলে শিশুটির দাদি।

পরে স্থানীয় গ্রাম্য মাতবরদের জানানো হলেও প্রভাবশালী হওয়ায় তারা কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। উল্টো তাকেই নানাভাবে ভয়ভীতি দেখানো হতো।

এর পর গত ১৪ আগস্ট শিবালয় থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও থানা থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সন্ধ্যায় অভিযোগের বিষয়ে খোঁজখবর নিতে মা ও শিশুকন্যাকে সঙ্গে নিয়ে থানায় যান তিনি। এ সময় থানার ওসি রুমে ছিলেন না।

শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন পুলিশের এ কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নুরজাহান লাবণী গনমাধ্যমকে বলেন, মারধরের ঘটনায় এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা আবদুল মান্নান বিগত ১৯ আগস্ট  চট্টগ্রাম হতে ডাক্তার দেখিতে বাড়ী ...
21/08/2022

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা আবদুল মান্নান
বিগত ১৯ আগস্ট চট্টগ্রাম হতে ডাক্তার দেখিতে বাড়ী যাওয়ার জন্য কুমিরা ঘাট হতে সার্ভিস বোট যোগে রওয়ানা হয়। গুপ্তছড়া জেটিতে উঠার জন্য মান্নান সারেং সার্ভিস বোট হতে লাল বোটে উঠার সময় বোট মাঝির দায়িত্বে অবহেলায় ফলে নদীতে পড়ে নিখোঁজ হয়।
এরপর লাল বোটের মাঝি কাদের যাত্রীকে বাঁচানোর জন্য কোনো প্রচেষ্টা করেনি বরং ইউএনও'র নিকট বলেছে নদীতে পড়ে যাওয়া যাত্রীকে সে উদ্ধার করার পর যাত্রী বাড়ী চলে গেছে।
২৪ ঘন্টা পর নিখোঁজ মান্নান সারেং এর সন্ধান না পাওয়ার পর গত ২০ আগস্ট তার স্ত্রী থানায় জিডি করার পর ২১ আগস্ট গুপ্তছড়া খালে লাশ পাওয়া যায়।

Address

Ctv Bhoban. 1/D, Khulshi Green Society. Haji Abdul Hannan Lein, Zakir Hossain Road, Khulshi. Chittagong-4209
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ctv.com.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ctv.com.bd:

Videos

Share

Category



You may also like