Tarak Aziz

Tarak Aziz I love to travel and like to explore nature.Love to taste the pure air of nature. Its an non profitable page or organization

30/12/2023

পাহাড়,নদী আর সবুজের সমারোহে পরিপূর্ণ কোদালা চা বাগান। এক সাথেই সব কিছুর স্বাদ পাওয়া যায় এখানে।
Kodala Tea Estate, Rangunia

18/10/2023

মানুষের বয়স যত বাড়তে থাকে মানুষ তত নির্জনতাকে ভালোবাসে।মনে হয় বয়স দ্রুতই বেড়ে যাচ্ছে তাই নির্জনতা প্রাধান্য পাচ্ছে।

27/09/2023

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার Tamim Iqbal যার কাছে সততা বড়, মিথ্যার আশ্রয় নেই | যার কষ্টে তিনি নিজে হাসেন অথচ দেশ কাঁদে | বাংলাদেশ ক্রিকেট তোমাকে আজীবন মনে রাখবে ❤️

06/08/2023

বাবাদের ঋণ কখনো শোধ করার মতন না। সারাদিন হাড়ভাংগা পরিশ্রম করে একজন বাবা তার পরিবারকে আগলে রাখে। সৃষ্টিকর্তা সকলের পিতামাতাকে হায়াত এবং সুস্থতা দান করুক।

জীবন ও বাস্তবতাছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্সা...
02/08/2023

জীবন ও বাস্তবতা

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!
!পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! কারণ এটা বাংলাদেশে! 🙂
ছবি: প্রতীকী

01/08/2023

কিছু জিনিষ দূর থেকে উপলব্ধি করাই সুন্দর কাছে পেলে সৌন্দর্য্য এবং মূল্য হারিয়ে ফেলে 🙂

Leo Messi produces magic everywhere he goes 🪄The true Magician 🐐
22/07/2023

Leo Messi produces magic everywhere he goes 🪄
The true Magician 🐐

22/06/2023

অসাধারণ 😊

একটা সময় আমাদের চট্টগ্রামে বলার মত একটা সুন্দর সমুদ্র সৈকত ছিলো। অন্য দেশের মত খুব বেশি সুন্দর না হলেও অন্তত এর কাছাকাছি...
19/06/2023

একটা সময় আমাদের চট্টগ্রামে বলার মত একটা সুন্দর সমুদ্র সৈকত ছিলো। অন্য দেশের মত খুব বেশি সুন্দর না হলেও অন্তত এর কাছাকাছি ছিলো। আজ কালের বিবর্তনে অবহেলা এবং অব্যবস্থাপনার জন্য সৌন্দর্য্য হারিয়ে গিয়েছে।
লোকেশন: চট্টগ্রাম পতেংগা সমুদ্র সৈকত।
ছবিটি তুলেছিলাম ২৬শে অক্টোবর ২০১৯ সাল।

আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক 🌙 পরিবা...
21/04/2023

আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ মোবারক 🌙 পরিবার ও পরিজনদের নিয়ে নিরাপদে এবং সুন্দর কাটুক ঈদ ❤️

16/04/2023

❤️

07/02/2023

ভুমিকম্পের কারণে ধ্বংসস্তুপে আটকে থাকা এক মায়ের গর্ভের সন্তান কে আল্লাহ আলোর পৃথিবীর আলোর মুখ দেখালেন..আল্লাহ চাইলে কি না পারেন ❤️

If you cannot convince them then confuse them সিগারেট মানুষেত যতই ক্ষতি করুক না কেন বরবাদ করার বেলায় মানুষের সাথে প্রতিয...
18/11/2022

If you cannot convince them then confuse them
সিগারেট মানুষেত যতই ক্ষতি করুক না কেন
বরবাদ করার বেলায় মানুষের সাথে প্রতিযোগিতায় পারবেনা

30/09/2022

Responsibility changes to a Person.

30/09/2022

আহারে জীবন।
ভিডিও --Jihad

30/09/2022

বুড়ির বারান্দা ওনেক ভালো লাগে আর দাঁত কিলিয়ে হাসে ❤️

28/09/2022

Every problems, frustrations, failures and disappointments are given by the Almighty Allah for reasons. Never give up no matter how hard it gets. Have Sab'r and tawakkul. None of them can stop you so long as you believe in the plans of Allah. 😊

13/08/2022

সে মৃত মানুষের চিৎকার শোনে........

এই বৃদ্ধ লোকের একটা গল্প আছে।উনার বয়স ৯০ বছর। কিছুদিন হলো উনি উনার স্ত্রীকে হারিয়েছেন। উনার ছেলের সাথে ট্রেইনে করে কোথাও...
08/08/2022

এই বৃদ্ধ লোকের একটা গল্প আছে।

উনার বয়স ৯০ বছর। কিছুদিন হলো উনি উনার স্ত্রীকে হারিয়েছেন। উনার ছেলের সাথে ট্রেইনে করে কোথাও যাচ্ছিলেন। জানালার দিকে তাকিয়ে কেমন যেনো মন মরা হয়েছিলেন।

তখন উনার ছেলে উনার কিছু ছবি তুলে এবং সেই ছবি গুলো দেখিয়ে জিজ্ঞেস করে "এই লোকটা কে?" কিন্তু বৃদ্ধ লোকের কোনো রিয়েকশনই ছিলো না। তারপর সে তার মায়ের একটা ছবি বের করে দেখায় যিনি মারা গিয়েছেন।-

ছবিটি দেখা মাত্র বৃদ্ধ লোক চিৎকার দিয়ে বলে উঠেন "ফালাইয়া গেলিগা রে আমারে ফালাইয়া গেলিগা।" ৯০ বছর বয়সে এসেও উনি উনার স্ত্রী হারানোর ব্যথায় গোমড়া হয়ে আছেন যার সাথে সংসার বয়স ছিলো দীর্ঘ ৬৫ বছর।

কেউ খাবার যোগাতে  কাজের সন্ধানে দৌড়াচ্ছে।  আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।গভীর রাতে, কারো পাজেরো গাড়...
07/08/2022

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে।
আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে।

গভীর রাতে, কারো পাজেরো গাড়ি থামছে, নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে.!
কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা।
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! ,
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

#হিমাদ্র

30/07/2022

স্বাধীনতা কমপ্লেক্স বহদ্দারহাট...

30/07/2022

এরা হচ্ছে আমার ভবিষ্যতের অক্সিজেন সিলিন্ডার..

Address

West Khulsi Residential Area
Chittagong
4225

Telephone

+8801811133733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarak Aziz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tarak Aziz:

Videos

Share


Other Digital creator in Chittagong

Show All