Darul Quran Ideal Madrasha Chattogram

Darul Quran Ideal Madrasha Chattogram পরিচালক:
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা, চট্টগ্রাম।01816436256

ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  আগামী ০৭-০৪-'২৪ইং রবিবার হতে ১৬-০৪-'২৪ইং মঙ্গলবার পর্যন...
06/04/2024

ঈদুল ফিতর উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ০৭-০৪-'২৪ইং রবিবার হতে ১৬-০৪-'২৪ইং মঙ্গলবার পর্যন্ত " দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা"এর একাডেমিক সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৭-০৪-'২৪ইং বুধবার দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার একাডেমিক সকল কার্যক্রম যথারীতি আরম্ভ হবে ইনশাআল্লাহ।

#মা-আচ্ছালাম!
এইচ এম আলমগীর ইসলামাবাদী
#পরিচালক:
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব নাসিরাবাদ খুলশী চট্টগ্রাম।
+01816-436256
+01632-252752

শোক-সংবাদ:-বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখ...
04/04/2024

শোক-সংবাদ:-

বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার মেধাবী ছাত্র কক্সবাজার নিবাসী মোহাম্মদ রিয়াদ হাসানের আম্মাজান আজ সকাল ১১ টার দিকে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রিয়াদ হাসানের আম্মার ইন্তেকালে দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার সকল ছাত্র /শিক্ষকদের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন।

এইচ এম আলমগীর ইসলামাবাদী
পরিচালক :
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা,
পূর্ব নাসিরাবাদ খুলশী চট্টগ্রাম।

ভর্তি চলছে !       ভর্তি চলছে !       ভর্তি চলছে  !জাকির হোসেন রোড, বাই লেইন, বিল পাড়া, নওয়াব আলী মসজিদের সামনে, পূর্ব ন...
31/03/2024

ভর্তি চলছে ! ভর্তি চলছে ! ভর্তি চলছে !

জাকির হোসেন রোড, বাই লেইন, বিল পাড়া, নওয়াব আলী মসজিদের সামনে, পূর্ব নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম / আগামী ১৭ এপ্রিল হতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ,

একটি উন্নত মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান,
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা।
মোবাইল+ 01816-436256/01632252752

প্রিয় ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্........
সন্তানের ভবিষ্যত নিয়ে সব মা_বাবাই চিন্তামগ্ন থাকেন। প্রতিবছর শেষে প্রত্যেক বাবা-মা’ই একটি বিষয় নিয়ে খুব চিন্তিত থাকেন; তা-হলো নতুন বছরে সন্তানের পড়াশোনার জন্য একটা ভালো ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খোঁজা। ইনশাআল্লাহ এই লেখনি আপনার মনের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান দিতে পারবে বলে আমি আশাবাদী। কাঙ্ক্ষিত সে শিক্ষা প্রতিষ্ঠানের নাম–
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা

☞ঠিকানা:
২ নং গেইট,আল-ফালা গলি, পূর্ব নাসিরাবাদ,জাকির হোসেন রোড বাই লেইন বিল পাড়া নওয়াব আলী মসজিদের সামনে পূর্ব নাসিরাবাদ খুলশী চট্টগ্রাম।

☞ আপনি কেন এই প্রতিষ্ঠানে আপনার ছেলে/ভাইকে ভর্তি করাবেন?

☞ কারণ
আমরা চাই– “একটি যুগোপযোগী শিক্ষা কারিকুলামের মাধ্যমে এমন একদল শিক্ষার্থী গড়ে উঠুক; যারা একজন নৈতিকতাসম্পন্ন মানুষ হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।”

☞ এখানে যা যা আছে:
১. #নাজেরা_বিভাগ
★ হিফজ বিভাগের পাশাপাশি আমাদের রয়েছে আলাদা নাজেরা বিভাগ যেখানে রয়েছে অভিজ্ঞ ও সু-দক্ষ শিক্ষক দ্বারা নিয়মিত মাশকের মাধ্যমে হিফজের জন্য ছাত্রদের উপযোগী করে গড়ে তোলা হয়:

২. #হিফজ_বিভাগ:
* এ বিভাগে গতানুগতিক ধারার বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন পাঠদানের পাশাপাশি জেনারেল বিষয়েও পাঠদান করাহয়।

৩. #নূরানী কিন্ডারগার্টেন :
যুগোপযোগী নূরানী প্লে-নার্সারী হতে ৩য় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।

এখানে রয়েছে সকল বিভাগের জন্য আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার (সারাদিনের সুব্যবস্থা)

#ভর্তি_কার্যক্রম_শুরু: ইনশাআল্লাহ,,

26/03/2024

প্রিয় এলাকাবাসী এই রমজান মাসে দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও ইয়াতিমখানার খবরাখবর রাখিয়েন। অসংখ্য ছাত্র ছাত্রীদের বেতনস্কেল ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

22/03/2024

এতিমকে লালন-পালনকারীরা জান্নাতি হবেন, শুধু তাই না তারা জান্নাতে রাসূল (সাঃ) এর সাথে থাকবেন।

22/03/2024

যাকাতের জরুরী মাসআলা
--------------------------------------
◑ যাকাতযোগ্য সম্পদ পাঁচ ধরণের: ১. স্বর্ণ-রুপা ২. টাকা-পয়সা ৩. ব্যবসায়িক পণ্য ৪. পশু-জন্তু
৫. উশরী জমি।

প্রথম প্রকারের ব্যাখ্যা:
স্বর্ণ-রুপা গয়না হোক বা না হোক, ব্যবহার হোক বা না হোক। সোনা-রুপার সামগ্রী, কাপড় বা লেইস ইত্যাদি।

দ্বিতীয় প্রকারের ব্যাখ্যা:
মৌলিক প্রয়োজন বাদে উদ্বৃত্ত টাকা নেসাব পরিমাণ হলে। চাই তা জমা থাকুক বা ব্যবসায় খাটানো হোক, ব্যাংকের ব্যক্তি মালিকানাধীন সকল প্রকার একাউন্ট। কারেন্ট, সেভিংস, ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, লকার, লাইফ ইন্সুইরেন্স সহ সব ধরণের একাউন্ট, এফডিআর এবং সিকিউরিটি মানি, এডভান্সের টাকা (যা পরে ফেরত পাবে) ও প্রভিডেন্ট ফান্ড (যেটা বাধ্যতামূলক নয়), এমনকি হজ্ব, বাড়ি নির্মাণ ও বিয়ের জন্য জমা করা হলেও।

◑ বায়না নামার টাকার মালিক বিক্রেতা। তাই এগুলো বিক্রেতার মালিকানার সাথে হিসাব হবে এবং তার উপর উপর যাকাত আসবে।
◑ ঋণ বা বিক্রিত পণ্যের বকেয়া টাকার যাকাত ঋণদাতা ও বিক্রেতার উপর আসবে।
◑ পেনশনের টাকা হস্তগত হলে যাকাত দিতে হবে, যদিও উত্তলন না করা হয়।

তৃতীয় প্রকারের ব্যাখ্যা:
দোকান বা অন্য কোথাও রাখা ব্যবসায়িক পণ্য হিসেবে যা কিছুই থাকুক না কেন, যেমন ব্যবসার নিয়তে জমি বা ফ্ল্যাটের ন্যায় স্থাবর কোনোকিছু ক্রয় করলে অথবা মুদি সামগ্রী, কাপড়, স্বর্ণ-রুপা, গরু-ছাগল, গাড়ি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, বই বা ফার্ণিচারের ন্যায় অস্থাবর কোনোকিছু ক্রয় করলে।
◑ মিল/কারখানা, বিল্ডিং, ভাড়ার ফ্ল্যাট অথবা প্লটের উপর যাকাত না আসলেও উৎপাদিত পণ্য, কাঁচামাল ও আয়ের উপর যাকাত আসবে।

★ প্রশ্ন: ব্যবসায়িক পণ্যের মূল্য তো তিন ধরনের: খুচরা, পাইকারি, গড় মূল্য, তাহলে কোনটা দিবে?
উত্তর: পাইকারি মূল্য উত্তম, তবে গড় মূল্যও দিতে পারবে।
★ প্রশ্ন: মূল্য কোন দিনের ধরা হবে? উত্তর: আদায়ের দিনের।

যাকাত ফরয হওয়ার জন্য পাঁচ শর্ত
-------------------------------------------------
প্রথম শর্ত:
সুস্থ মস্তিষ্ক, বালেগ, মুসলিম হওয়া।

দ্বিতীয় শর্ত:
মৌলিক প্রয়োজন উদ্বৃত্ত নেসাবের মালিক হওয়া। অর্থাৎ নিত্যপ্রয়োজনের অতিরিক্ত যাকাতযোগ্য সম্পদ তথা স্বর্ণ-রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য ইত্যাদি নেসাব পরিমাণ থাকা।
আর মৌলিক প্রয়োজনের বস্তু দ্বারা উদ্দেশ্য হল, যা জীবনধারণকে সংকটময় করা থেকে নিরাপদ করে। যেমন: খাবার-দাবার, বসবাসের ঘর, ফ্রিজ, ব্যবহারের মোবাইল ও কম্পিউটার, সমরাস্ত্র, শীত ও গরম থেকে বাঁচার প্রয়োজনীয় পোশাক ইত্যাদি। অথবা সংশ্লিষ্ট পেশার হাতিয়ার বা আসবাবপত্র, বাহন-জন্তু, জ্ঞানী সমাজের প্রয়োজনীয় বই।

একথা স্বতসিদ্ধ যে, সবার প্রয়োজন এক পর্যায়ের হয় না। যেমন যে ব্যক্তি আলেম নয়, তার জন্য ইলমী কিতাব মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। তেমনিভাবে, কারো নিকট মেহমান বেশি আসে। তাই অনেক বিছানাপত্র তার প্রয়োজনের অন্তর্ভুক্ত। কিন্তু অন্যের ক্ষেত্রে তা প্রয়োজনের অতিরিক্ত বিবেচিত হবে। মোটকথা, ঐসব আসবাবপত্র, যেগুলো কখনো ব্যবহারের সুযোগই আসে না বা আসলে বৎসরে দু' এক বার, তা নিত্যপ্রয়োজনের অতিরিক্ত।

নেসাব
---------
নেসাব হলো, সাড়ে সাত ভরি স্বর্ণ ও সাড়ে বায়ান্ন তোলা রূপা।
◑ টাকা-পয়সা ও ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে রূপার নেসাব তথা সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্য হিসাব করবে। যেমন রূপার তোলা যদি ১০০০ টাকা হয়, তাহলে সাড়ে ৫২ হাজার টাকা নেসাব হবে। (এ বছর ২০২৪ সালে ৭৫ হাজার টাকা নেসাব)

◑ কিছু স্বর্ণ আর কিছু টাকা থাকলে সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য হলে যাকাত আসবে।

তৃতীয় শর্ত:
সম্পদগুলোর উপর এক বছর অতিবাহিত হওয়া। তবে চাইলে অগ্রিম দিতে পারবে।

◑ বছরের শুরু ও শেষে নেসাব পূর্ণ থাকলে যাকাত দিতে হবে অর্থাৎ বছরের মাঝে ও শেষে যা যোগ হবে, তা পূর্ণ হওয়া লাগবে না।

◑ বছরের হিসাব আরবি মাস এবং যে মাস থেকে মালিক হবে তখন থেকে শুরু ধরতে হবে, ইংরেজি মাস বা রমযান মাস থেকে শুরু নয়। আর যেদিন/তারিখ নেসাবের বছর পূর্ণ হবে, তখন থেকে ধরতে হবে।
উল্লেখ্য, অনেকে শুধু রমযানকে যাকাতের বছর মনে করেন, আবার এর জন্য কোন নির্দিষ্ট দিন বা তারিখ ঠিক করেন না। এগুলো ভুল পদ্ধতি।

চতুর্থ শর্ত:
নেসাবের ক্ষেত্রে সাধারণ ঋণ প্রতিবন্ধক না হওয়া।
মোহরের ঋণ, ব্যাংক লোন/ডেভলপমেন্ট লোন প্রতিবন্ধক নয়। ডেভেলপমেন্ট লোনে কিছু ব্যাখ্যা আছে কোন আলেমের থেকে জেনে নিবেন।

পঞ্চম শর্ত:
সম্পদ হালাল হতে হবে। কেননা হারাম সম্পদের উপর যাকাত আসে না। বরং তা মালিককে ফিরিয়ে দিতে হবে।
◑ হালাল ও হারাম সম্পদ মিশ্রিত থাকলে শুধু হালাল পরিমাণ সম্পদের উপর যাকাত আসবে।

যাকাত আদায় সহিহ হওয়ার জন্য এবং পূর্ণভাবে দায়মুক্ত হওয়ার জন্য শর্ত
--------------------------------------------------------------------------------
১. যাকাত প্রদানের সময় নিয়ত করা জরুরী। তবে পৃথক করে রাখলে নতুন করে করতে হবে না।
◑ যাকাতের টাকা চুরি হলে বা নষ্ট হলে পুনরায় দিতে হবে।

২. বংশগতভাবে নিজের উপরের ও নিচের দিকের কাউকে দিতে পারবে না। যেমন মাতা-পিতা, দাদা-নানা ও ছেলে-মেয়ে, নাতি- নাতনি। তবে মেয়ের জামাই ও ছেলের বউকে দিতে পারবে।

৩. নির্দিষ্ট খাত তথা আটটি খাতে দিতে হবে।
◑ নির্দিষ্ট খাতের ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদ নেসাব পরিমাণ নেই, কিন্তু অন্যান্য সম্পদ, যেমন- ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, জুতো, গার্হস্থ সামগ্রী ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত আছে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হয়ে যায়, তাকেও যাকাত দেওয়া যাবে না। তবে এ ব্যক্তির ওপর কুরবানী ও সদকায়ে ফিতর ওয়াজিব।
সারকথা, যার উপর কোরবানি ও সাদকায়ে ফিতর ওয়াজিব, সে যাকাত খেতে পারবে না।
* যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদ নেসাব পরিমাণ নেই, কিন্তু অন্যান্য সম্পদ, যেমন- ঘরের আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, জুতো, গার্হস্থ সামগ্রী ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত আছে, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার সমপরিমাণ হয়ে যায়, তাকেও যাকাত দেওয়া যাবে না। এ ব্যক্তির ওপর কুরবানী ও সদকায়ে ফিতর ওয়াজিব। (আল-মুহীতুল বুরহানী ৩/২১৬)

* যে ব্যক্তি এমন ঋণগ্রস্ত যে, ঋণ পরিশোধের পর তার কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে না, তাকে যাকাত দেওয়া যাবে। (আল-মুহীতুল বুরহানী ৩/২১০)

৪. মুসলমান ও প্রাপ্ত বয়স্ককে দিতে হবে।

৫. পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না। যেমন কাজের লোককে, ইমাম-মুয়াজ্জিন...

৬. যাকাত গ্রহণকারীর মধ্যে মালিক হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং তাকে পূর্ণ মালিক বানিয়ে দিতে হবে।
◑ মৃত ব্যক্তির কাফন-দাফন, জনকল্যাণ মূলক কাজ, মসজিদ মাদরাসা নির্মাণ, টিভি চ্যানেলের জন্য যাকাত দিলে আদায় হবে না।

৭. আরবি বছর হিসেবে দিলে শতকরা ২.৫% দিতে হবে। আর ইংরেজি বছর হিসেবে দিলে ২.৬% দিতে হবে।

◑ বিকাশের মাধ্যমে দিলে খরচ নিজেকে বহন করতে হবে।
◑ যাকাতের জন্য নিম্নমানের আলাদা কোন কাপড় শাড়ি লুঙ্গি ইত্যাদি নেই।

মনে রাখবেন, যাকাত গরিবের উপর আপনার অনুগ্রহ নয়; বরং এটা তার হক, যা আপনার কাছে রয়েছে। কাজেই হকদারকে তার হক সম্মানের সাথে প্রদান করা উচিত।

কেন ভার্সিটির শিক্ষকরা সন্তানদেরকে কওমিমাদরাসায় পড়াচ্ছেন...!!?(দৈনিক যায়যায়দিন পত্রিকায় কওমী মাদরাসা নিয়ে একটি রিপোর্ট ক...
15/03/2024

কেন ভার্সিটির শিক্ষকরা সন্তানদেরকে কওমি
মাদরাসায় পড়াচ্ছেন...!!?
(দৈনিক যায়যায়দিন পত্রিকায় কওমী মাদরাসা নিয়ে একটি রিপোর্ট করেছেন সাংবাদিক এসএম মামুন হোসেন, চুম্বক অংশ তুলে ধরেছি..)

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের অনেক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ডাক্তার, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার উচ্চ শিক্ষিতরা তাদের সন্তানদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় না পড়িয়ে বরং কওমি মাদ্রাসায় ভর্তি করেছেন। এমনকি এসব উচ্চ শিক্ষিতরা অন্যদেরও নিজেদের সন্তানকে কওমি মাদ্রাসায় দেয়ার জন্য চেষ্টা করছেন। তাদের এমন চেষ্টার কারণ হিসেবে তারা বেশ কিছু কারণ সামনে আনছে। তারা বলছেন, পশ্চিমাদের আদলে তৈরি বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেকটাই নৈতিকতার সারসত্তা শূন্য হয়ে পড়েছে। এছাড়া এ শিক্ষা মানুষকে অতি বস্তুবাদি করে তোলার পাশাপাশি সমাজের প্রতি তরুণদের দ্বায়িত্ববোধ, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হ্রাস করাসহ নানা অবক্ষয়ের জন্ম দিয়েছে। এ কারণে তারা নিজেরা সাধারণ শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তরে পদার্পণ করেও নিজেদের সন্তান বা পরিবারের অন্য সদস্যদের কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর লিয়াকত সিদ্দিকী যায়যায়দিনকে বলেন, 'আমার মাত্র একটি সন্তান (ছেলে)। তাকে আমরা সাধারণ শিক্ষায় না পড়িয়ে কওমি মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছি। এর ফলে আমি নিশ্চিত থাকতে পারছি যে আমার সন্তান এমন কোনো ব্যক্তির সঙ্গে মিশে যাচ্ছে না যেখান থেকে তার চরিত্র নষ্ট হতে পারে। সে অত্যন্ত নিরাপদে থাকছে ও বেড়ে উঠছে।'

শুধুমাত্র ধর্মীয় কারণে ও মৃত্যুর পরের জীবনে জান্নাতের আশায় সন্তানকে ধর্মীয় শিক্ষায় পড়াচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে আইন বিভাগের সিনিয়র এ শিক্ষক বলেন, 'জান্নাত তো পরকালের বিষয়, এ কালেই আমরা আমাদের সন্তানদের যেসব অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে দেখছি তা থেকেও তো সাধারণ শিক্ষার প্রতি আস্থা রাখতে পারছি না।

চারপাশে এমন কোনো খারাপ কাজ নেই যাতে বর্তমান প্রজন্ম যুক্ত হচ্ছে না। এর বিপরীতে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত বেশিরভাগ ছেলেমেয়েই আদর্শ চরিত্রবান হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হচ্ছে। উচ্চ নৈতিক মান ধারণ করছে। এ কারণেই ছেলেমেয়েদের কওমি শিক্ষায় শিক্ষিত করছি।'

তবে মৃত্যুর পরবর্তী জীবনে ভয় ও আশাও যে এর পেছনে কাজ করছে তাও অস্বীকার করেননি এ শিক্ষক। তিনি জানান, তার জানামতে দেশের অনেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ারও তাদের সন্তানদের কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন, এবং এ প্রবণতা দিনে দিনে আরও বাড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের আরেক শিক্ষক ড. মো. গোলাম রব্বানী যায়যায়দিনকে বলেন, তার দুই সন্তানের ছোটজনের বয়স চার বছর। এবং বড়জন এবার নাজেরানা পর্যায়ে পড়াশোনা করছে। তিনি তার ছেলের কথা বলতে গিয়ে বলেন, তার ছেলের মাদ্রাসার খতমে বুখারির (সমাবর্তন) অনুষ্ঠানের হাদিসের সনদ বলার সময়ে শিক্ষকের নাম বলতে গিয়ে শ্রদ্ধায় শিক্ষার্থীদের তিনি কাঁদতে দেখেছেন।

আর সাধারণ শিক্ষার্থীরা পত্রিকা খুললেই দেখা যায় শিক্ষক, ভিসি, প্রো-ভিসি, রেজিস্ট্রার, অন্য ছাত্র সংগঠনের ওপর, অনেক সময় নিজেরা নিজেরা মারামারি করছে। পড়াশোনা করতে এসে একজন অন্যজনকে আঘাত করার মতো জঘন্য পথেও পা বাড়াতে দ্বিধাবোধ করছে না। তারা একবারও সহপাঠীর মা-বাবার কথা ভাবছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন এ শিক্ষক।

তিনি হতাশার সঙ্গে বলেন, 'আমরা শিক্ষক হিসেবে আদর্শ মানুষ তৈরিতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছি। আমরা আমাদের শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছি না।' এ কারণে নিজের সন্তানকেও আধুনিক শিক্ষায় না পড়িয়ে কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন বলে জানান বিজ্ঞান অনুষদের এ শিক্ষক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ হোসেন। বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে সরকারি-বেসরকারি চাকরি না খুঁজে যোগদান করেন ময়মনসিংহের এক কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে। সেখানে বাংলা, ইংরেজি ও অংকের ক্লাস নিয়ে থাকেন তিনি।

অসাধারণ কণ্ঠের অধিকারী এ বক্তির কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে জানান, অতীতে এক সময় বড় গায়ক হওয়ার ইচ্ছা থাকলেও তিনি কওমি মাদ্রাসার শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এর কারণ হিসেবে তিনি কওমি ব্যবস্থার সঙ্গে জড়িতদের সহজ সরল, কলুষমুক্ত ও আনাড়ম্বর জীবনই তার পছন্দ বলে জানান।

শুধু প্রফেসর লিয়াকত সিদ্দিকী, ড. মো. গোলাম রব্বানী বা সংগীত বিভাগ থেকে পড়াশোনা শেষ করা মুহাম্মদ হোসেনই শুধু নয়, দেশের অসংখ্য সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ক্রমেই কওমিয়া শিক্ষার প্রতি ঝুঁকছে।

সরকারের সচিব থেকে শুরু করে রাজনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের লোকেরা এ শিক্ষার প্রতি আগ্রহী হচ্ছে। ফলে শিক্ষাবিদরা এ শিক্ষাকে আধুনিক করার জন্যও তাদের দাবি জোরদার করছে।
কপিঃ মাওঃ ফাইজুল্লাহ শেখ ভাইয়ের ওয়াল থেকে।
ফারুক ভায়ের পোস্ট থেকে সংগৃহীত।

13/03/2024
আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমযান উপলক্ষে মাস ব্যাপি ইফতার মাহফিল দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানায় আজ প্রথম রোজার...
12/03/2024

আলহামদুলিল্লাহ
পবিত্র মাহে রমযান উপলক্ষে মাস ব্যাপি ইফতার মাহফিল দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানায় আজ প্রথম রোজার প্রথম ইফতার মাহফিল অত্র মাদরাসার পরিচালক এইচ এম অালমগীর ইসলামাবাদীর সভাপতিত্বে সম্পন্ন হলো, ইনশাআল্লাহ প্রতিদিন নিয়মিত আমাদের ইফতার মাহফিল চলবে,

১২/০৩/২০২৪

আজ পহেলা রমযান থেকে-ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আইডি...
12/03/2024

আজ পহেলা রমযান থেকে-ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ খুলশী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানায়-
পবিত্র মাহে রমযান উপলক্ষে মাস ব্যাপি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

আহলান সাহলান এলোমাহে রমযান।
11/03/2024

আহলান সাহলান
এলো
মাহে রমযান।

03/03/2024

বরাবর
জনাব /জনাবা, মহোদয় :

#আচ্ছালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।
আলহামদুলিল্লাহ এখন দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানায় ৪০ জনের মধ্যে ০৫ জন মাতা-পিতাহীন এতিম ছাত্র আছে, একদম ফ্রি, ওদের পিছনে প্রতি মাসে প্রায় ৫০০০×৫=২৫.০০০ হাজার টাকা পর্যন্ত আমি ব্যক্তিগত ফাউন্ড থেকে করচ করতেছি এককভাবে আমার কষ্ট হয়ে যাচ্ছে, একটু বন্ধদের কে বলে যদি কিছু মাদরাসার জন্য আর্থিক অনুধান সংগ্রহ করতে পারলে ছদকায়ে জারিয়ার ছওয়াব হিসেবে আজীবন জারি থাকবে,ইনশাআল্লাহ।
#বি:দ্র: আলহামদুলিল্লাহ আসন্ন পবিত্র মাহে রমজানে মাদরাসায় খতমে তারাবি নামাজ হবে, সেহেরি এবং ইফতারিতে ৩০ জন ছাত্র ও ০৫ জন শিক্ষক সহ ৩৫ জনের জন্য মাদরাসার হোস্টেলেই উদের সেহেরি এবং ইফতারির আয়োজন করা হবে। কেউ যদি শরিক হতে পারেন,ধন্যবাদের সহিত গ্রহণ করা হবে।

মা-আচ্ছালাম-

পরিচালক:
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা,
পূর্ব নাসিরাবাদ খুলশী চট্টগ্রাম,
+01816-436256

24/02/2024

সামনে কড়া নাড়ছে পবিত্র রমজান। তারাবির জন্য হাফেজ নিয়োগের নামে কিছু কিছু মসজিদ পরিচালনা কমিটি আগে থেকে তাদের (পরিচিত/আত্মীয়/পছন্দের) লোক ঠিক রেখে পরিক্ষার নামে অন্যদের হয়রানী করবেন না। হাফেজদের সম্মান দিতে না জানলে অন্তত অসম্মান করবেন না। কিছু কিছু মসজিদ কমিটির মূর্খ সভাপতি-সেক্রেটারি এসময় হয়ে যায় পরিক্ষাকর্তা। এক্ষেত্রে বিজ্ঞ আলেম বা হাফেজ দিয়ে তারাবি নামাযের জন্য হাফেজ' নির্বাচন করবেন। কোরআনের হাফেজদের সাথে কোনমতেই প্রতারণার আশ্রয় নিবেন না।

22/02/2024

আসসালামু আলাইকুম। একটা এতিমখানার জন্য ৩০ টা কুরআন মাজিদ লাগবে যদি কেউ হাদিয়া দিতে আগ্রহী থাকেন, যোগাযোগ করুন,জাযাকাল্লাহ খাইরান।
01632-252752

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারুল কোরআন আইডিয়াল মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ভাষা শহীদের আত্মার মা...
21/02/2024

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারুল কোরআন আইডিয়াল মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

#ভাষা_শহীদের_স্মরণে

#খতমে_কুরআন_ও_দোয়া_মাহফিল

দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা, জাকির হোসেন রোড, বাই লেইন বিল পাড়া, নওয়াব আলী মসজিদের সামনে, পূর্ব নাসিরাবাদ, খ...
21/02/2024

দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা,
জাকির হোসেন রোড, বাই লেইন বিল পাড়া, নওয়াব আলী মসজিদের সামনে, পূর্ব নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।

17/02/2024

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠিয়ে দিন আপনার সন্তানকে, আমাদের দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসায়। মাত্র ৩ হাজার টাকা ভর্তি ও ৫ হাজার টাকা মাসিক খরচ!
+01816-436256

13/01/2024

জরুরী নিয়োগ:

একজন ভালো মানের হাফেজ সাহেব প্রয়োজন,দ্রুত নিয়োগ দেওয়া হবে,লোকেশন পূর্ব নাসিরাবাদ খুলশী, চট্টগ্রাম ,হাদিয়া-আলোচনা সাপেক্ষে!থাকা-খাওয়া সহ।যোগাযোগ - 01816-436256
01632-252752

09/01/2024

আহ, আফসোস।
ধর্মীয় শিক্ষা না দেওয়ায় এমন পরিস্থিতির শিকার হতে হলো।

03/01/2024

(দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম) জাকির হোসেন রোড, বাই লেইন বিল পাড়া, নওয়াব আলী মসজিদের সামনে, পূর্ব নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।+01816-436256/01632252752

তারিখ:- ০৩/০১/২০২৪ ইং

#জরুরী_এলান

আচ্ছালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ্।

এতদ্বারা দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার সকল শিক্ষার্থী ও অভিভাবক মহোদয়গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্তণালয়ের ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০২.১২-২২৭ নং প্রজ্ঞাপণের আলোকে আগামী ০৫ জানুয়ারী হতে ৮ জানুয়ারী-২৪ ইং, সোমবার পর্যন্ত "জাতীয় নির্বাচন-২০২৪" উপলক্ষ্যে মাদরাসার সকল শ্রেণির ক্লাস বন্ধ রাখব এবং ০৯ জানুয়ারী-২৪ ইং, মঙ্গলবার হতে যথারীতি ক্লাস চালু করা হবে ইনশাআল্লাহ।

#আদেশক্রমে

এইচ এম আলমগীর ইসলামাবাদী
#পরিচালক:
দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম।
+01816-436256

30/12/2023

ভর্তি চলছে-
সীমিত আসন এ দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা,
পূর্ব নাসিরাবাদ খুলশী চট্টগ্রাম।
+01816-436256

মাশাআল্লাহ...আজকের সেরা ছবিমাদ্রাসার ছাত্ররা হচ্ছে আসল দেশ প্রেমিক
16/12/2023

মাশাআল্লাহ...

আজকের সেরা ছবি
মাদ্রাসার ছাত্ররা হচ্ছে আসল দেশ প্রেমিক

16/12/2023

আজকের বিজয় দিবসে মাদ্রাসার ছাত্রদেরই সেরা প্যারেড
নীলফামারী বড় মাঠে
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।

12/12/2023

একবার শুনলে বার বার শুনতে মন চাইবে.....










10/12/2023

🔵এক‌টি_মানবিক_আবেদন
মা‌সে প্রয়োজন ১০বস্তা। বছ‌রে ১২০ বস্তা। প্রতি বস্তা : ৩২০০৳
ছাত্র : ১০০+
শিক্ষক : ০৫ জন।
স্টাফ : ২ জন।
প্রতিষ্ঠাকাল :০১ জানুয়ারি ২০২০ঈ.
যোগা‌যোগ : 01632-252752

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুলল্লাহ!
আপনি অবগত আছেন, “দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম” দেশের বিজ্ঞ ওলামা মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি সুপ‌রি‌চিত ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও সহযোগিতায় “দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা ” জানুয়ারি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষাকার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। দারুল কোরআন আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানা বর্তমানে প্রতিষ্ঠার ৪র্থ বর্ষে পদার্পণ করেছে। এ বছর ১০০+ ছাত্র ০৫ জন নবীন প্রবীণ দক্ষ শিক্ষকের নিপুণ পাঠদান ও সুদক্ষ পরিচালনায় কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়‌তে সক্ষম হ‌য়ে‌ছে।
আপনি অবগত আ‌ছেন, এধর‌ণের দীনী মাদরাসাসমূহ আল্লাহর অ‌শেষ রহমত ও দীনদরদী মুস‌লিম ভাই‌বোন‌দের সহ‌যো‌গিতায় প‌রচিা‌লিত হ‌য়ে থা‌কে। আমা‌দের ব্যয়ের বড় এক‌টি খাত হ‌লো বো‌ডিং‌য়ের চাল। আমা‌দের প্রতি মা‌সে ১০ বস্তা চাল প্রয়োজন হয়। এ‌ত চাল নগদ মূ‌ল্যে ক্রয় করা আমা‌দের প‌ক্ষে স‌ত্যি কষ্টকর বিষয়। বর্তমা‌নে আমরা ২৮ মি‌নি‌কেট চাল কি‌নে থা‌কি। যা প্রতি বস্তার মূল্য ৩০০০-৩২০০৳
আপনার প্রতি আমা‌দের বিনীত অনু‌রোধ, সম্ভব হ‌লে বছ‌রের যে কো‌নো সময় মাত্র এক বা একা‌ধিক বস্তা চাল প্রদান ক‌রে ১০০+ নিষ্পাপ এ‌তিম অসহায় ছাত্রদের পা‌শে দাড়া‌বেন, যারা রাত‌দিন কুরআন-হাদী‌সের জ্ঞানার্জনে লিপ্ত র‌য়ে‌ছে।
রাসুলুল্লাহ সা. ব‌লে‌ছেন, ৩ কাজ কর‌লে নিরাপ‌দে জান্না‌তে যাওয়া যায়। ত‌ন্মো‌ধ্যে অন‌্যতম হ‌লো (অসহায়‌কে) খাবার খাওয়ানো। (সুনা‌নে তির‌মি‌জি)

🔵অংশগ্রহ‌ণের_পদ্ধ‌তি
১. সরাস‌রি চাল বা সমমূল্য প্রদা‌নের সু‌যোগ আ‌ছে।
২. বছ‌রের যে কো‌নো সময়। ত‌বে মাস নির্ধা‌রিত থাক‌লে আমরা যোগা‌যোগ কর‌বো
৩. এক বা একা‌ধিক বস্তা বা সাধ্য ম‌তো প্রদা‌নের সু‌যোগ আ‌ছে।
৪. জাকাত ফান্ড থে‌কেও চাল প্রদান কর‌তে পার‌বেন।
৫. অনুগ্রহপূর্বক বিস্তা‌রিত তথ্য ফো‌নে বা মে‌সেঞ্জা‌রে জে‌নে নেওয়ার অনু‌রোধ রই‌লো।
আল্লাহ তাআলা আমা‌দেরকে তাঁর দী‌নের জন্য কবুল করুন।

🔵বিকাশ পারসোনাল : 01816-436256(সেন্ট মানি)
🔵নগদ পার‌সোনাল (‌সেন্ট মানি) : 01816-436256
আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।বাসায় কোনো মেহমান আসলে...
10/12/2023

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন? উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।

বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।

এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।

10/12/2023

আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে জ্বর, কাসি ও গলা ব্যথায় ভোকতেছি।
মোনাজাতের মধ্যে অধমকে জন্য দোয়ায় শরীক করিয়েন।

Address

Nasirabad

Telephone

+8801816436256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Quran Ideal Madrasha Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Quran Ideal Madrasha Chattogram:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Nasirabad

Show All