HinduNews24.com Bangla

HinduNews24.com Bangla মানবতা বা মনুষ্যত্ব বা সনাতন ধর্মীয় সংস্কৃতি ,ঐতিহ্য ও নিত্যদিনের সংবাদ সহজলভ্য করা আমাদের লক্ষ্য।

মানুষের একমাত্র ধর্ম হল মানবতা বা মনুষ্যত্ব, আর এই মানবতা এবং মনুষ্যত্বের সাথে সনাতন হিন্দু ধর্মের কোন পার্থক্য নেই। কারণ হিন্দু ধর্মের প্রতিটি গ্রন্থে সমস্ত মানুষ এবং সমস্ত জীবের জন্য কার্য বলা হয়েছে। বিশ্বের সকল মানুষ, জীব - জগৎ ও সমগ্র সৃষ্টির মঙ্গল কামনায় আমরা বিশ্বাসী। আমরা যেকোন পরিস্তিতিতে মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে এবং ক্রমাগত সাম্পদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্পদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে অবস্থান করে তথ্যগুলি প্রকাশ করে থাকি।

03/12/2024

কেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা যেতে পারেনি আদালতে?
বিস্তারিত প্রথম কমেন্টে।

সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী অ্যাডভোকেট রামেন রায়কে বাংলাদেশে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে পুরো শরীরের ধারালো...
03/12/2024

সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী অ্যাডভোকেট রামেন রায়কে বাংলাদেশে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে পুরো শরীরের ধারালো অস্ত্রের কোপানোর দাগএবং তিনি বর্তমানে গুরুতর অবস্থায় আইসিউতে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন।

এমতাবস্তায় কোন আইনজীবীই পাচ্ছে না চিন্ময় কৃষ্ণ দাস তারপক্ষে জামিন শুনানীতে অংশ নেয়া এডভোকেট রিগ্যান আচার্য্যকেও মারধর করে তার চেম্বার ভাঙ্গা হয়েছে

অসংখ্য আইনজীবী যারা চিন্ময় কৃষ্ণ দাসের জন্য শুনানী করেছিল সবাইকে হুমকি দেয়া হয়েছে।
এবং ১১৪ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে

বাংলাদেশে মানবাধিকার চরমভাবে লংগিত হচ্ছে।

03/12/2024

চিন্ময় প্রভুর আইনজীবিদের হুমকি, হামলা ও মাডার কেসের আসামি করায় আদালতে চিন্ময় প্রভুর পক্ষে কোন আইনজীবি আসেনি

বাংলাদেশী হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী, রমেন রায়, ইসলাম - পন্থীদের দ্বারা নির্মমভাবে আক্রমণের পর আইসিইউতে তা...
03/12/2024

বাংলাদেশী হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী, রমেন রায়, ইসলাম - পন্থীদের দ্বারা নির্মমভাবে আক্রমণের পর আইসিইউতে তার জীবনের জন্য লড়াই করছেন

02/12/2024

চিন্ময় প্রভু কেন গ্রেপ্তার হলেন,কঠোর ভাবে প্রতিবাদ শ্রী গোপীনাথ ব্রহ্মচারী

01/12/2024

রক্ত দিয়ে হলেও ইতিহাস লিখে যাব - শ্রীমান গোপীনাথ ব্রহ্মচারী।

সুপ্রিম কোর্টের এডভোকেট রমেন রায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। গতকাল রাতে হার্ট অ্যাটাক হয়েছে। ওর সুস্হতার জন্য প্রার্থনা...
30/11/2024

সুপ্রিম কোর্টের এডভোকেট রমেন রায়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। গতকাল রাতে হার্ট অ্যাটাক হয়েছে। ওর সুস্হতার জন্য প্রার্থনা করবেন।
চিন্ময় প্রভুকে যেদিন ডিবি গ্রেফতার করে, সেদিন রাতে শাহবাগে মিছিলে দুর্বৃত্তদের লোহার রডের আঘাতে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আজ ৬ দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে হার্ট অ্যাটাক হয়েছে।
এডভোকেট রমেনের চিকিৎসায় প্রতিদিন ২ লাখ টাকা প্রয়োজন হচ্ছে।

29/11/2024

চট্টগ্রামে একেরপর এক মন্দিরে দিন দুপুরে হামলা হচ্ছে।
প্রশাসন চুপ কেনো??

28/11/2024

অদ্য পুষ্পিতা গুপ্তা ১৭তম জাতিসংঘ সংখ্যালঘু অধিকার বিষয়ক ফোরামের বৈঠকে
বাংলাদেশি সংখ্যালঘুদের দুর্দশা ও বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিয়ে জাতিসংঘকে ব্রিফ করেছেন।


#হিন্দুনিউজ২৪

28/11/2024

বাংলাদেশে চলমান অস্থিতিশীলতা, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন এর নিন্দা জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন বব ব্লাকম্যান, এমপি।

#হিন্দুনিউজ২৪

আজকে যাদের জন্য নিজের সবটুকু  বিলিয়ে দিল পাশে দাড়ালো, তারাই  আজকেএর প্রতিদান দিচ্ছে 🙂
27/11/2024

আজকে যাদের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিল পাশে দাড়ালো,
তারাই আজকেএর প্রতিদান দিচ্ছে 🙂

চট্টগ্রামে আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত...আটককৃতরা হলেন মামুনুর রশিদ, শহীদ উদ্দীন, ইয়াছিন, আবু হেনা,...
27/11/2024

চট্টগ্রামে আইনজীবী হত্যায় ভিডিও ফুটেজের মাধ্যমে ছয়জন শনাক্ত...

আটককৃতরা হলেন মামুনুর রশিদ, শহীদ উদ্দীন, ইয়াছিন, আবু হেনা, মোমিনুল ও রহিম।

ফুটেজ দেখে ৬ জন কে সনাক্ত করা গিয়েছে যাদের একজনও হিন্দু নয়।

বিশিষ্টজনদের মত, ঢাকার তিন কলেজের সংঘর্ষ ও শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঢাকতে চিন্ময় প্রভুকে গ্রেফতার করে সাম্প্রদায়িক রাজনীতি করতেছে।

কারন তালগাছ আমার 🙃
27/11/2024

কারন তালগাছ আমার 🙃

27/11/2024

সবইতো প্রমাণ হ‌লো। এবার হিন্দু‌দের না‌মে মি‌থ্যে গুজব ছ‌ড়ি‌য়ে যে ম‌ন্দিরগু‌লো ভা/ ঙ্গ‌লো তার বিচার কি হ‌বে? কখ‌নোই কি হিন্দুরা ন‌্যায় বিচার পা‌বে না? এই বৈষম‌্য কি শেষ হ‌বে না?

সমন্বয় সারজিদ যে ইসকনের নাম বলল এটার বিচার কখন হবে?

27/11/2024

ঢাকার তিন কলেজে হামলা ও ছাত্রদের কাছে অস্ত্র মজুদের ঘটনা ঢাকতে চিন্ময় প্রভুকে আটক করে দেশের অবস্থা ঘোলাটে করছে সরকার

27/11/2024

হিন্দু ও মুসলিমকে উস্কে দিয়ে, হিন্দু ও মুসলিমের উপসনালয়ে হামলা করে বিশেষ মহল সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চাইছে।

আইনজীবী সাইফুল ইসলাম কে হ-ত্যা করার আগে, হেলমেট রামদা অস্ত্র হাতে যাদের আদালত প্রাঙ্গণে দেখা গিয়েছে, তাদের মধ্যে একজন ছ...
26/11/2024

আইনজীবী সাইফুল ইসলাম কে হ-ত্যা করার আগে, হেলমেট রামদা অস্ত্র হাতে যাদের আদালত প্রাঙ্গণে দেখা গিয়েছে, তাদের মধ্যে একজন ছিলেন চট্টগ্রাম বাকলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দিন ফাহিম, আজম নাছিরের ডান হাত বাম হাত, অতএব বলা যায় যে এই ধর্মীয় হামলার পিছনে ছাত্রলীগের অনেক বড় হাত রয়েছে।

Address

Raksha Mandir
Chandgaon
4225

Alerts

Be the first to know and let us send you an email when HinduNews24.com Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HinduNews24.com Bangla:

Videos

Share