HinduNews24.com Bangla

HinduNews24.com Bangla মানবতা বা মনুষ্যত্ব বা সনাতন ধর্মীয় সংস্কৃতি ,ঐতিহ্য ও নিত্যদিনের সংবাদ সহজলভ্য করা আমাদের লক্ষ্য।

মানুষের একমাত্র ধর্ম হল মানবতা বা মনুষ্যত্ব, আর এই মানবতা এবং মনুষ্যত্বের সাথে সনাতন হিন্দু ধর্মের কোন পার্থক্য নেই। কারণ হিন্দু ধর্মের প্রতিটি গ্রন্থে সমস্ত মানুষ এবং সমস্ত জীবের জন্য কার্য বলা হয়েছে। বিশ্বের সকল মানুষ, জীব - জগৎ ও সমগ্র সৃষ্টির মঙ্গল কামনায় আমরা বিশ্বাসী। আমরা যেকোন পরিস্তিতিতে মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে এবং ক্রমাগত সাম্পদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে অসাম্পদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে অবস্থান করে তথ্যগুলি প্রকাশ করে থাকি।

দ্বীপাবলি কেন পালন করা হয়?
12/11/2023

দ্বীপাবলি কেন পালন করা হয়?

এটি আধ্যাত্মিক "অন্ধকারের ওপর আলোর বিজয়, মন্দের ওপর ভালোর, এবং অজ্ঞতার ওপর জ্ঞানের প্রতীক"।

শুভ দীপাবলি , ত্রেতাযুগে আজকের দিনে মর্যাদা পুরোষত্তম ভগবান শ্রী রামচন্দ্র ১৪ বছরের বনবাস শেষে শ্রীলঙ্কা থেকে অযোধ্যয় পু...
12/11/2023

শুভ দীপাবলি , ত্রেতাযুগে আজকের দিনে মর্যাদা পুরোষত্তম ভগবান শ্রী রামচন্দ্র ১৪ বছরের বনবাস শেষে শ্রীলঙ্কা থেকে অযোধ্যয় পুষ্পক রথে (বিমান) বসে এসেছিলেন। সন্ধ্যায় অযোধ্যবাসীরা ঘরে -বাইরে- রাজপথে প্রদীপ জ্বলিয়ে ও আলপনায় সাজিয়ে স্বাগত জানিয়েছিল।

28/10/2023
শ্যামা মা আসছে...Today's best photo❤️❤️❤️❤️❤️❤️❤️
28/10/2023

শ্যামা মা আসছে...
Today's best photo
❤️❤️❤️❤️❤️❤️❤️





























Today's best photo❤️❤️❤️❤️❤️❤️❤️
28/10/2023

Today's best photo
❤️❤️❤️❤️❤️❤️❤️





























25/10/2023

শারদীয় দুর্গা পূজা ২০২৩এ বাংলাদেশের সিলেটের বিভিন্ন পূজা মন্ডপ দর্শন।
#𝙳𝚞𝚛𝚐𝚊𝚙𝚞𝚓𝚊


#𝙳𝚞𝚛𝚐𝚊𝚙𝚞𝚓𝚊𝚂𝚢𝚕𝚑𝚎𝚝𝙱𝚊𝚗𝚐𝚕𝚊𝚍𝚎𝚜𝚑


#হিন্দুনিউজ২৪

Happy Durga Puja festivities to those celebrating!😇🌼✨
24/10/2023

Happy Durga Puja festivities to those celebrating!😇🌼✨

শুভ ষষ্ঠীর আগমনে অশুভ শক্তির দ্বারা আক্রমনের শিকার হলো হাতিয়া উপজেলা তে এক সনাতনী মা,,নোয়াখালীর হাতিয়া উপজেলা হিন্দু পর...
20/10/2023

শুভ ষষ্ঠীর আগমনে অশুভ শক্তির দ্বারা আক্রমনের শিকার হলো হাতিয়া উপজেলা তে এক সনাতনী মা,,
নোয়াখালীর হাতিয়া উপজেলা হিন্দু পরিষদ এর সভাপতি সহদেব রায়ের মায়ের উপরে জমিজমা বিষয়ে নিয়ে আতর্কিত হামলা করেছে, প্রতিবেশী মোঃ মুন্না গং।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ৮ নং সোনাদিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড মহিনুদ্দিন মেম্বারের ছেলে মোঃ মাহাতব হোসেন মুন্না আজ সকাল আটটায় সহদেব রায় এর জমি জোরপূর্বক দখল করতে গেলে তার মা বাধা দিলে তার মায়ের উপরে হামলা করে রক্তাক্ত জখম করেছে,সে মারত্বক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন.



২০/১০/২০২৩ইং

বাংলাদেশের সংবিধান [২ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর...
20/10/2023

বাংলাদেশের সংবিধান [২ক। প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন]

Santosh Mitra Square Durga Puja Pandal 2023 RAM MANDIR
20/10/2023

Santosh Mitra Square Durga Puja Pandal 2023 RAM MANDIR

দেবী পক্ষের সূচনার সাথে সাথে আপনার জীবন আনন্দে এবং সুখ ভরে উঠুক। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা এ...
14/10/2023

দেবী পক্ষের সূচনার সাথে সাথে আপনার জীবন আনন্দে এবং সুখ ভরে উঠুক। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন।

13/10/2023

কুমিল্লায় হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
#হিন্দুনিউজ২৪ #হামলা #হিন্দু #বৌদ্ধ #খ্রিস্টান #আল্টিমেটাম

13/10/2023

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার ভিডিও
#হিন্দুনিউজ২৪

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলাকুমিল্লা নগরীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ...
13/10/2023

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা

কুমিল্লা নগরীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে ধাওয়া করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে।
সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের ‘সাম্প্রদায়িক গালিগালাজ’, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘দুর্গাপূজাকে কটাক্ষ করে মন্তব্য’, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে দেশব্যাপী এই প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ঐক্য পরিষদের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার গত ৪ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দেন।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের পূজা চলাকালে মদ খেয়ে মণ্ডপে নাচানাচি না করে ‘মাদকমুক্ত পূজা আয়োজনের আহ্বান জানিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার বলেন, “পূজা চলাকালে মদ খেয়ে নাচানাচি বন্ধ করতে হবে। আসুন, কুমিল্লা থেকেই শুরু হোক মাদকমুক্ত পূজা আয়োজন। মণ্ডপে লিখে দেবেন ‘মাদকমুক্ত পূজা’।”

তার এই বক্তব্য নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। ওই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শুক্রবার সকালে কর্মসূচি ঘোষণা করে। বাহারের বক্তব্যের প্রতিবাদ ছাড়াও এর সঙ্গে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের শাস্তির দাবিটি যুক্ত করা হয়।

এর মধ্যে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে মহানগর পূজা উদযাপন পরিষদের ব্যানারে এক অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য বাহার। ‘শান্তিপূর্ণ কুমিল্লাকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত কিছু স্বার্থন্বেষী মহল শারদীর দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে বিভ্রান্তি ছড়ানোর’ প্রতিবাদে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ওই সভায় বাহার দাবি করেন, তার বক্তব্যকে ‘বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে। তবে আবারও তিনি ‘মদমুক্ত পূজা’ করার আহ্বান জানান এবং ঘোষণা দেন, “কুমিল্লায় মদ ও মাদকমুক্ত পূজা হবেই।”

এ সময় তিনি শুক্রবারের জন্য দুটি কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, কান্দিরপাড়ে সকালে মহানগর ছাত্রলীগ ও যুবলীগ এবং বিকালে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগ শান্তি সমাবেশ করবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাপা ক্ষোভ, অস্থিরতা ও উত্তেজনার মধ্যেই সকালে নগরীর নজরুল এভিনিউ এলাকার রাজস্থলী মন্দিরের সামনে জড়ো হতে থাকেন ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কান্দিরপাড়ে জড়ো হন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

মন্দিরের সামনে ঐক্য পরিষদের একটি সমাবেশ হয়। তাতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের জেলা সভাপতি চন্দন রায়। প্রতিবাদ সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে দিকে যাচ্ছিলেন।

সে সময় পুলিশ নজরুল এভিনিউ সড়কের কর ভবনের সামনে মিছিলকারীদের বাধা দেয়। প্রায় কাছাকাছি সময়ে কান্দিরপাড় পূবালী চত্বর থেকে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী মিছিলকারীদের ওপর হামলা করে বলে অভিযোগ করেন ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক তাপস বকশী।

তিনি বলেন, এ সময় যুব ঐক্য পরিষদের কর্মী আদিত্য দাসের মাথা ফেটে যায় এবং এক নারীসহ আরও তিনজন আহত হন।

ধাওয়া ও হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মিছিলকারীরা রানীর বাজার এবং মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কান্দিরপাড় পূবালী চত্বরে অবস্থান নেন।
ধাওয়া ও হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, “বিএনপি-জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে আয়োজিত আমাদের শান্তি মিছিল দেখে যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা আমাদের নেতা সংসদ সদস্য বাহার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অশালীন স্লোগান দিতে থাকে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।

“পরে আমাদের কিছু কর্মী তাদের ধাওয়া করে। তবে আমাদের নেতাকর্মীরা কারও ওপর হামলা করেননি”, যোগ করেন যুবলীগ নেতা।

#হিন্দুনিউজ২৪

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলাকুমিল্লা নগরীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ...
13/10/2023

কুমিল্লায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলা

কুমিল্লা নগরীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিলে ধাওয়া করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া পুলিশের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গেছে।
সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের ‘সাম্প্রদায়িক গালিগালাজ’, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ‘দুর্গাপূজাকে কটাক্ষ করে মন্তব্য’, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে দেশব্যাপী এই প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ, আরএসএস প্রধান মোহন ভাগবত
12/10/2023

৫ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষ, আরএসএস প্রধান মোহন ভাগবত

আরএসএস প্রধানের মুখে এবার ধর্মনিরপেক্ষতার বুলি। সংঘপ্রধান মোহন ভাগবত বলেছেন, " আজ থেকে নয়, ৫ হাজার বছর ধরেই ভারত ধ.....

07/10/2023

LIVE : Divya Darbar | दिव्य दरबार | 7 October 2023 | Bageshwar Dham Sarkar | Alwar Rajasthan

কুমিল্লা বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে সাদিয়া আক্তার থেকে হলো গৌরি।      নাম:  সাদিয়া আক্তার...
03/10/2023

কুমিল্লা বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে সাদিয়া আক্তার থেকে হলো গৌরি।

নাম: সাদিয়া আক্তার(আগে ছিল)
পিতা: মো: হোসেন আলি
মাতা: আমিনা বেগম
গ্রাম: আসটা(উত্তর দীঘির পাড়)
ডাকঘর: পাইকপাড়া
থানা: ফরিদগঞ্জ
জেলা: চাঁদপুর

২ অক্টোবর ২০২৩ ইং তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছেন।যার ফলে আজ থেকে সাদিয়া আক্তার নয় গৌরি রানী বিশাখা নামে পরিচিত হলো।

এই ধর্মান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,পারলৌকিক মুক্তির মানসে আমি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যায়ন করে দেখেছি একমাত্র সনাতন ধর্মই প্রকৃত সত্য ধর্ম। যেখানে নেই তালাকের ভয়,নেই হিল্লা বিয়ের ভয়,নেই অসম্মান ও বহু বিবাহের ভয়।একমাত্র সনাতন ধর্মেই নারীকে সম্মান দেয়া হয় দেবী রুপে তাই আমি এই ধর্ম গ্রহণ করলাম।আপনার আমাকে আশির্বাদ করুন আমি সনাতনী রীতিনীতি মেনে চলতে পারি।

আবারো প্রতিমা ভাঙ্গার ঘটনাজীবন রায় চৌধুরী- সংখ্যালঘু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা শুরু হওয়ার আগেই শেষ আজও প্রতিমা ...
03/10/2023

আবারো প্রতিমা ভাঙ্গার ঘটনা
জীবন রায় চৌধুরী-
সংখ্যালঘু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজা শুরু হওয়ার আগেই শেষ
আজও প্রতিমা ভাঙচুরের খবরে ঘুম ভাংলো সকালে।
ঝিনাইদহ জেলার সদর থানার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামে কালিতলা মন্দিরে> ০২/১০/২৩ দিবাগত রাত্র ১১ পর্যন্ত পাহারায় ছিলেন মন্দির কমিটি। তার পর খাওয়া দাওয়ার জন্য বাসায় যান। পরবর্তীতে বৃষ্টির কারণে মন্দিরে যেতে একটু দেরি হলে সাড়ে ১২: ৪৫ মিনিটের দিকে আবারো মন্দিরে গিয়ে দেখতে পান, মন্দিরের সকল প্রতিমার মাথা গুলো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।বাংলাদেশ হিন্দু পরিষদ এর পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতির সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটির সত্যতা জানান এবং বর্তমানে মন্দিরে প্রশাসনের লোকজন পরিদর্শনে মন্দিরে পৌঁচেছেন।আর কত মন্দির আর কত প্রতিমা ভাঙচুর হবে?আমরা কি নির্দিধায় নির্বিঘ্নে নিরাপদে আমাদের ধর্ম পালন করতে পারবোনা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আর কত বিচার চাইবো? আমাদের সুরক্ষার জন্য "সংখ্যালঘু সুরক্ষা আইন" বাস্তবায়ন চাই.
#হিন্দুনিউজ২৪

শরীরের ব্যথা কমলেও মনের ব্যথা যাচ্ছে না । জীবন রায় চৌধুরী- চারণকবি রাধাপদ রায়েরকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই চারণকবি...
02/10/2023

শরীরের ব্যথা কমলেও মনের ব্যথা যাচ্ছে না ।

জীবন রায় চৌধুরী- চারণকবি রাধাপদ রায়ের
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই চারণকবির দিন কাটে নিজ গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে স্বরচিত কবিতা শুনিয়ে। এতে লোকে খুশি হয়ে তাকে কিছু টাকা-পয়সা দেয়। তা দিয়েই অন্নের সংস্থান হয় তার।দুর্বৃত্তের মারধরে আহত চারণকবি রাধাপদ রায়ের শরীরের ব্যথা চিকিৎসায় অনেকখানি কমে এসেছে। কিন্তু মনের ব্যথা যাচ্ছে না তার। অশীতিপর এই কবি কোনোভাবেই বুঝে পাচ্ছেন না যে, ঠিক কী কারণে তার গায়ে হাত তোলা হলো? কেউ তার শত্রু হতে পারে এমনটিও ভাবতে পারছেন না তিনি।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই চারণকবির দিন কাটে নিজ গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে স্বরচিত কবিতা শুনিয়ে। এতে লোকে খুশি হয়ে তাকে কিছু টাকা-পয়সা দেয়। তা দিয়েই অন্নের সংস্থান হয় তার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, গত শনিবার উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাধাইখাল গ্রামে রাধাপদ রায়কে মারধর করে রক্তাক্ত করেন স্থানীয় কদু মিয়া (৪২) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম (৩৬)। তারা ভিতরবন্দ ইউনিয়নের বচুয়ারপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় কদু মিয়া ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন রাধাপদ রায়। কিন্তু তিন দিনেও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার সকালে রাধাপদ রায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। কদু মিয়ার নির্দেশে তার ছোট ভাই রফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করে মাটিতে ফেলে দেন। এ সময় আশপাশে থাকা লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায় বলেন, 'আমার ওপর কেন হামলা করা হলো তা এখনো বুঝতে পারছি না। আমার তো কোনো শত্রু নেই।'

রাধাপদ রায়ের ভাষ্য, পাশের গ্রামের বাসিন্দা কদু মিয়া ও রফিকুল ইসলাম গান-বাজনা পছন্দ করেন না। তাকে পেটানোর সময় রফিকুল ইসলাম বলছিলেন, হিন্দু কবিকে পেটালে কিছু হয় না।

হাসপাতালে চিকিৎসায় এখন অনেকখানি ভালো আছেন রাধাপদ। কিন্তু সখেদে তিনি বলেন, 'মনের ব্যথা তো যাচ্ছে না।'

ঘটনার প্রত্যক্ষদর্শীরাও বলছেন, আসামিরা গান-বাজনার সংস্কৃতির বিরোধিতা করেন। কিন্তু এ কারণেই কেন রাধাপদ রায়ের মতো একজন মানুষকে পেটানো হবে, সেটা বুঝে উঠতে পারছেন না তারা।

নাগেশ্বরী উপজেলার সাংস্কৃতিককর্মী কুমার বিশ্বজিত বর্মণ বলেন, 'রাধাপদ রায় এলাকায় চারণকবি হিসেবে পরিচিত। তিনি তাৎক্ষনিক কবিতা রচনা করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। এমন একজন মানুষের ওপর হামলা সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর হামলার সামিল। গান বাজনা ও সাহিত্যচর্চার বিরোধিরা চান না যে রাধাপদ রায় কবিতার চর্চা করুন।'

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিশ্বজিত বর্মণ।

আর ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি বলছেন, প্রায় সাত মাস আগে রফিকুলের বড় ভাই কদু মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল রাধাপদ রায়ের। তার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

রাধাপদ রায়ের প্রতিবেশীদের ভাষ্য, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তার সম্পদ বলতে আছে বসতভিটার ছয় শতাংশ জমি আর একটি বাইসাইকেল। একসময় বিত্তশালী ছিলেন। এখন প্রতিদিন সকালে বাড়ি থেকে বাইসাইকলে চড়ে বের হন। রাতে বাড়িতে ফেরেন। নিজের রচিত কবিতা শুনিয়ে তিনি মানুষকে আনন্দ দেন।

রাধারপদ রায়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি আশিকুর রহমান বলেন, 'আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য তৎপর আছে।'
#হিন্দুনিউজ২৪

বাংলাদেশ হিন্দু   বৌদ্ধ  খ্রিস্টানঐক্য পরিষদের বিবৃতিএমপি মৃণালকে সাম্প্রদায়িক ভাষায় গালিগালাজের জন্যে ফয়সাল বিপ্লবকে অন...
02/10/2023

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদের বিবৃতি
এমপি মৃণালকে সাম্প্রদায়িক ভাষায় গালিগালাজের জন্যে
ফয়সাল বিপ্লবকে অনতিবিলম্বে বহিষ্কারের দাবি
#হিন্দুনিউজ২৪

'আমি যখন ভালো খেলি তখন আমি বাংলাদেশি, আর যখন খারাপ খেলি তখন আমি হয়ে যাই হিন্দু' শীর্ষক এরকম কোনো মন্তব্য লিটন দাস কখনো ...
01/10/2023

'আমি যখন ভালো খেলি তখন আমি বাংলাদেশি, আর যখন খারাপ খেলি তখন আমি হয়ে যাই হিন্দু' শীর্ষক এরকম কোনো মন্তব্য লিটন দাস কখনো করেননি। কিছু মিম পেজ থেকে এটি মজার ছলে প্রকাশ হলেও, অনেকে এটিকে সত্য উক্তি ধরে প্রকাশ করছেন, যা পুরোপুরি ভুয়া।

রানা দাশগুপ্ত বলেন, "২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে হয়নি। এতে প্রমাণিত হয় সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, ন...
01/10/2023

রানা দাশগুপ্ত বলেন, "২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে হয়নি। এতে প্রমাণিত হয় সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, না চাইলে হবে না - এটাই বাস্তবতা। এজন্য গণতন্ত্রের স্বার্থ সকল রাজনৈতিক দলকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।"

#হিন্দুনিউজ২৪

সরকারি দলের সংখ্যালঘু-বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশের তারিখ পরিবর্তন করেছে ...

রানা দাশগুপ্ত বলেন, "২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে হয়নি। এতে প্রমাণিত হয় সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, ন...
01/10/2023

রানা দাশগুপ্ত বলেন, "২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে হয়নি। এতে প্রমাণিত হয় সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, না চাইলে হবে না - এটাই বাস্তবতা। এজন্য গণতন্ত্রের স্বার্থ সকল রাজনৈতিক দলকে এক হয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।"

বিস্তারিত কমেন্টে

#হিন্দুনিউজ২৪

নিউ জার্সিতে উদ্ভোধনের অপেক্ষায় বৃহত্তম মন্দির #হিন্দুনিউজ২৪
29/09/2023

নিউ জার্সিতে উদ্ভোধনের অপেক্ষায় বৃহত্তম মন্দির

#হিন্দুনিউজ২৪

মন্দিরটি নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার থেকে প্রায় ৯৬.৫ কিলোমিটার দক্ষিণে এবং ওয়াশিংটন ডিসি থেকে ৩৮৯.৬ কিলোমি...

সাংবাদিকদের সামনেই ‘অলৌকিক’ ক্ষমতার প্রদর্শন করলেন বাগেশ্বর ধাম মহারাজ! অবাক সবাইভারত আধ্যাত্মিকতার দেশ। সন্ন্যাসী ও ধর্...
27/09/2023

সাংবাদিকদের সামনেই ‘অলৌকিক’ ক্ষমতার প্রদর্শন করলেন বাগেশ্বর ধাম মহারাজ! অবাক সবাই

ভারত আধ্যাত্মিকতার দেশ। সন্ন্যাসী ও ধর্মগুরুরা অনেক সময়েই এমন কিছু কাণ্ড করে থাকেন, যা থেকে মানুষের মনে হয় তাঁরা বোধ হয় ‘অলৌকিক’ ক্ষমতার অধিকারী। এমনই এক ঘটনা ঘটল ছত্তিশগড়ের রায়পুরে। সেখানে ভাগ্যেশ্বর ধাম মহারাজ ( बागेश्वर धाम सरकार) পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী করে দেখালেন কিছু ‘অলৌকিক’ কাজ। তাও সকলের সামনেই।

ভাগ্যেশ্বর ধাম মহারাজ ধীরেন্দ কৃষ্ণ শাস্ত্রী রায়পুরে রামকথা বলছিলেন। তাঁর সভায় অলৌকিক ক্ষমতা নিয়ে নানা রকমের প্রশ্নও উঠছিল। সেই প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগও রয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, তিনি নিজে থেকে কিছু ঠিক করার দাবি করেননি। যা হয় সবই গুরুজীর কৃপায়। এসবের মধ্যেই নিজের ‘অলৌকিক’ ক্ষমতার সরাসরি প্রদর্শন করে উপস্থিত জনতাকে তাক লাগিয়ে দিলেন এই ধর্মগুরু।

সেই সময় সেখানে সাধারণ মানুষের পাশাপাশি দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সকলের সামনেই এমন কিছু ঘটনা ঘটেছে। পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর লেখা চিরকুট নিয়ে প্রশ্ন উঠেছিল। কয়েকজন বলছিলেন, বাবা যা কিছু লেখেন, তাই ঘটে যায়। রায়পুরে এই জিনিসেরই প্রদর্শন করেছেন তিনি। একজন সাংবাদিককে ডেকে একটি চিরকুটে কিছু লেখেন ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ওই সাংবাদিককে তিনি জানান, ওই জায়গায় মোট চারটি প্যান্ডেল রয়েছে। সাংবাদিক যে কোনও প্যান্ডেলে গিয়ে যাকে খুশি ডাকতে পারেন।

সাংবাদিক যাকে ডাকবেন, ওই চিরকুটে লেখা তথ্য তার ব্যাপারেই হবে। তবে সেই ব্যক্তি যেন সাংবাদিকের পূর্ব পরিচিত না হয়। ধীরেন্দ্র কৃষ্ণের কথা মতো ভিড়ের মধ্যে থেকে সাংবাদিক এক মহিলাকে ডাকেন। সেই মহিলা ও তাঁর বাচ্চাকে নিয়ে সাংবাদিক পৌঁছন পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর কাছে। এরপর তিনি সেই চিরকুটটি ওই মহিলাকে দেন। দেখা যায়, সত্যিই ওই চিরকুটে সেই মহিলার ব্যাপারেই লেখা রয়েছে। ওই মহিলা উত্তরপ্রদেশের বিলাসপুরের বাসিন্দা। তিনি বাবার কাছে নিজের সন্তানের অসুস্থতার কারণে এসেছিলেন।

পন্ডিত ধীরেন্দ্র কুমার শাস্ত্রী বলেন, বালাজীর আশীর্বাদে তাঁর সন্তানের ৪০ শতাংশ অসুখ সেরে যাবে। এছাড়াও নিজেদের কূলদেবতাকে পুজো করে যাওয়ার উপদেশ দেন পন্ডিত। এরপর তিনি জিজ্ঞেস করেন, ওই মহিলা আগে তাঁকে তাঁর সমস্যার ব্যাপারে বলেছিলেন কি না। তাতে মহিলা জানান যে তিনি আগে কিছুই বলেননি। এতে ভাগ্যেশ্বর মহারাজ বলেন, আজকের পর থেকে আর কাউকে কোনও কৈফিয়ত দেবেন না তিনি। কেউ তাঁর ‘অলৌকিক’ ক্ষমতাকে কুসংস্কার বললে তাঁকে নগ্ন করে দেবেন। বাবার এই কান্ড বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিদিন বালাজির দরবারে আসেন লক্ষ লক্ষ মানুষ। অলৈকিক ক্ষমতার হাজার হাজার ভিডিও স্যোসাল মিডিয়া ও ভারতের প্রথম সারির সকল নিউজ মিডিয়াতে ইত্যিমধ্যে ভাইরাল হয়েছে। যিনি সকল মিডিয়া (যারা বলে আধাত্মিকতা নাই) ও বিজ্ঞানীদের চ্যালেজ্ঞ করেছেন সনাতন ধর্মের আধাত্মিক শক্তি দেখার জন্য, আমন্ত্রণ করেছেন বাগেশ্বর ধামে যাওয়ার জন্য।

সরকারের দাবি মানার আশ্বাসের প্রেক্ষিতে অনশন ভেঙ্গেছে ঐক্য পরিষদঅক্টোবরের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের ঘোষণা কবির ব...
23/09/2023

সরকারের দাবি মানার আশ্বাসের প্রেক্ষিতে অনশন ভেঙ্গেছে ঐক্য পরিষদ
অক্টোবরের মধ্যেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের ঘোষণা কবির বিন আনোয়ারের।

গত ২২ শে সেপ্টেম্বর ২০২৩,রোজ শুক্রবার থেকেকেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণ...
23/09/2023

গত ২২ শে সেপ্টেম্বর ২০২৩,রোজ শুক্রবার থেকেকেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন ও গণঅবস্থান শুরু হয়েছে।
#হিন্দুনিউজ২৪

গণপতির আরাধনায় মাতালেন কিং খান
20/09/2023

গণপতির আরাধনায় মাতালেন কিং খান

খোদ বলিউডের বাদশাহ শাহরুখ খাঁন তাঁর বাড়িতে পুজো করেন গণপতির

হবিগঞ্জ জেলার মাধবপুরে বিশ্বকর্মা প্রতিমা ভসঙচু ও হিন্দুু সম্প্রদায়ের উপর হামলা:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ই...
20/09/2023

হবিগঞ্জ জেলার মাধবপুরে বিশ্বকর্মা প্রতিমা ভসঙচু ও হিন্দুু সম্প্রদায়ের উপর হামলা:

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে বিশ্বকর্মা মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের লোকজনেরকে মারধর করেছে কিছু দুষ্কৃতকারী।

গত ১৮/০৯/২০২৩ ইং তারিখ রোজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা ছিল।হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামেও বিশ্বকর্মা পুজার আয়োজন করে স্থানীয় হিন্দু সম্পদায়ের লোকজন।দিনের বেলা ধর্মীয় রীতি মেনে পূজা অনুষ্ঠান সম্পন্ন করেন তারা।ঐ দিন দিবাগত রাতে ১১:৩০ মিনিট নাগাদ স্থানীয় চিহ্নিত কিছু ব্যাক্তি ও বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে অতর্কিত মন্দিরে হামলা চালিয়ে মন্দিরের প্রতিমা ভাংচুর করতে থাকে।

মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাঁধা দিলে হামলাকারীরা তাদের উপরেও হামলা চালায়। এ হামলায় হিন্দু সম্পদায়ের ৮/১০ মানুষ গুরুতর আহত করে হামলাকারীরা। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দেয় যেন এবিষয়ে তারা প্রশাসন বা কারো কাছে কোন অভিযোগ না করে,যদি এবিষয় নিয়ে বাড়াবাড়ি করে তবে তাদেরকে এর চরম মূল্য দিতে হবে বলে সেখান থেকে চলে যায়।

এবিষয়ে আহত স্থানীয় হিন্দু পরিবারের সদস্যদের কাছে হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তারা ভয়ে কারো নাম বলতে সাহস পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেঁদে বলেন,আমরা এই দেশের নাগরিক না,আমরা কি আামাদের ধর্ম পালন করতে পারব না,তাহলে সরকার,প্রশাসন থেকে লাভ কি...?আপনারা এসে ছবি তুলে নিয়ে যান,কেউ কেউ প্রতিবাদ করে কিন্তু তাতে তো কোন লাভ হয়না।
#হিন্দুনিউজ২৪

ফরিদপুর সদর উপজেলা থেকে শুরু হলো। কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজার, মাছ বাজার সংলগ্ন মন্দিরে। গতকাল ১৮ই সেপ্টেম্বর,২০২৩...
20/09/2023

ফরিদপুর সদর উপজেলা থেকে শুরু হলো। কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজার, মাছ বাজার সংলগ্ন মন্দিরে। গতকাল ১৮ই সেপ্টেম্বর,২০২৩খ্রি: দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এটা দেখে বুঝলাম পূজা প্রায়ই চলে এসেছে।

প্রতিমা ভাঙ্গে কারা সবাই জানে।
মরলে শহীদ, বাঁচলে গাজী, ধরা পড়লেই পাগল সাজি।

আশ্বিন মাসের শুরুতেই তারা আমাদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে দিলো।

#হিন্দুনিউজ২৪



“উস্কানি দিতে চাই না, কিন্তু…”: ভারতে জাস্টিন ট্রুডোর নতুন বার্তা
19/09/2023

“উস্কানি দিতে চাই না, কিন্তু…”: ভারতে জাস্টিন ট্রুডোর নতুন বার্তা

জাস্টিন ট্রুডো আজ সাংবাদিকদের বলেন, "আমরা উস্কানি দিতে বা বাড়াতে চাই না।"

সংগ্রামী সুধী২০১৮ সালে নিবার্চনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট...
14/09/2023

সংগ্রামী সুধী
২০১৮ সালে নিবার্চনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার গণঅনশন ও গণঅবস্হান কর্মসূচী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগামী ১৬ সেপ্টেম্বর,২৩ ইং (শনিবার) সিলেটের কীনব্রিজ সারদা হলের সম্মুখে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচীতে সকল সনতনীদের উপস্হিত থাকার অনুরোধ করছি।

11/09/2023

ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে আসা। আস্ট্রেলীয়ান পার্লামেন্ট মেম্বারদের আহমেদাবাদ ইসকন মন্দিরে হরিনামের সাথে অসাধারণ নৃত্য।
#হিন্দুনিউজ২৪

Address

Raksha Mandir
Chittagong
4225

Alerts

Be the first to know and let us send you an email when HinduNews24.com Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HinduNews24.com Bangla:

Videos

Share

Nearby media companies



You may also like