বাস্কারভিল কুক্কুর
"বাস্কারভিল কুক্কুর"
সুকুমার রায়ের কাকা, সত্যজিতের 'ধনদাদু' কুলদারঞ্জন রায়ের করা স্যর আর্থার কোনান ডয়েলের সুবিখ্যাত 'দ্য হাউণ্ড অফ দ্য বাস্কারভিলস' উপন্যাসের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ 'বাস্কারভিল কুক্কুর', সঙ্গে সিডনি প্যাজেটের মূল অলঙ্করণ।
ভূমিকা লিখেছেন স্বনামধন্য রাজর্ষি গুপ্ত, পাওয়া যাচ্ছে বৈভাষিকের ৩৯২ নং স্টলে। ভিডিওতে রইলো বইয়ের ভিতরের কিছু ঝলক।
🙂
দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট
এই টাইটেলে ক্যালেন্ডার সিরিজ করার ইচ্ছে আছে। এবারে 'শার্লক হোমস ও সিডনি প্যাজেট' নিয়ে ক্যালেন্ডার হয়েছে। ডিজাইন করেছেন সুমন্ত অধিকারী। এখানে সেই ক্যালেন্ডার নিয়ে একটি ছোট্ট ভিডিয়ো রইল। ভিডিয়োটিও বানিয়েছেন সুমন্ত।
বৈভাষিক
স্টল নাম্বার ৩৯২
বিক্রয় মূল্য ১৫০ টাকা
শার্লক হোমস-এর হাউন্ড অফ দ্য বাস্কারভিলস। নামটাই যথেষ্ট।
সেই বাস্কারভিলস-এর প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ করেছিলেন কুলদারঞ্জন রায়। সেই অনুবাদটি নতুন রূপে প্রকাশিত হয়েছে বৈভাষিক থেকে। সঙ্গে দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রথম ধারাবাহিক আকারে প্রকাশিত বাস্কারভিলস-এর সঙ্গে সিডনি প্যাজেটের আঁকা সমস্ত ইলাস্ট্রেশন রয়েছে বৈভাষিকের এই সংস্করণে।
এই বইটির প্রাক্কথন লিখেছেন সন্দীপ রায়, প্রচ্ছদ নির্মাণ ও গ্রন্থসজ্জার তত্ত্বাবধানে ছিলেন পিনাকী দে। আর, এই বইটির ভূমিকা লিখেছেন গুরুদাস কলেজের অধ্যাপক রাজর্ষি গুপ্ত।
অধ্যাপক রাজর্ষি গুপ্ত এই বইটি নিয়ে কিছু কথা বলেছেন। তাঁর সেই বার্তা রইল এখানে।
প্রবুদ্ধ ঘোষ। লেখক, গবেষক। পাশাপাশি দাবা খেলোয়ার ও দাবা প্রশিক্ষক।
দাবাখেলার রোম্যান্স, মিথ, ইতিহাস, রাজনীতি, রণকৌশল নিয়ে বইমেলায় বৈভাষিক থেকে প্রকাশিত হতে চলেছে প্রবুদ্ধর লেখা 'শাহ্ মাত' বইটি। সেই বইটি নিয়ে পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন প্রবুদ্ধ। এখানে রইল সেই বার্তা।
কৌশিক চক্রবর্তী, কবি, গদ্যকার, অনুবাদক। তাঁর প্রবন্ধের বই 'প্রান্তিকের পরের স্টেশন' আসছে বৈভাষিক থেকে এই বইমেলায়।
কৌশিকদা কিছু কথা বলেছেন তাঁর পাঠকদের উদ্দেশ্যে। এখানে রইল সেই বার্তা।
পীতম চট্টোপাধ্যায়ের গদ্যভাষা অন্য ধাঁচের। সেখানে হিউমার থাকে, পান থাকে, ইমোশন থাকে এবং থাকে গভীরতা।
পীতমদার দেখার চোখটাও অন্য ধাঁচের। হাওড়া সদর থেকে কলকাতা নিত্যদিন যাতায়াতের পথে, দৈনন্দিন টুকিটাকির ফাঁকে, পীতমদা আটপৌরে যাপনেরই ছবি তোলে একদম ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে।
পীতমদা তাঁর সেই স্বভাবজাত ভঙ্গিমাতেই কলকাতাকে দেখেছে, কলকাতা নিয়ে লিখেছে এবারে, 'শহরোক্তি' বইতে। সেই বই নিয়ে দু-চার কথা পীতমদার মুখে, পাঠকদের জন্যে। এখানে রইল।
কথাশিল্পী দেবতোষ দাশ। সুবিদিত, রাজনীতি সচেতন লেখক। দেবতোষ দাশের গল্প সংকলন 'একটি কাঁঠাল ও পাকিস্তানের গল্প' এই বইমেলায় বৈভাষিক থেকে প্রকাশিত হতে চলেছে।
দেবতোষদা তাঁর এই ভিডিয়ো বার্তায় শুধুমাত্র তাঁর প্রকাশিতব্য বইটি নিয়ে নয়, বাংলা গদ্যসাহিত্যে ভাষা ও রাজনীতির ভূমিকা নিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তাঁর পাঠকদের উদ্দেশ্যে। এখানে রইল সেই বার্তা।
রাজর্ষি দাশ ভৌমিক। বন্ধু, লেখক, অধ্যাপক। সর্বোপরি গোয়েন্দা কানাইচরণের স্রষ্টা।
উনি তাঁর পাঠকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। এখানে রইল সেই বার্তা।
বন্ধু, অধ্যাপক, লেখক-সম্পাদক অর্ক চট্টোপাধ্যায় এই বইমেলায় প্রকাশিতব্য তাঁর প্রবন্ধ সংকলন 'জাক লাকাঁ: তত্ত্বে ও প্রয়োগে মনোবিশ্লেষণ' নিয়ে কিছু কথা বলেছেন, বলেছেন বইমেলা নিয়ে কথা। সেই বার্তা এখানে পাঠকদের উদ্দেশ্যে রাখা হল।
বৈভাষিকের অন্যতম লেখক বিশ্বদীপ দে। তাঁর তিনটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বৈভাষিক থেকে-- 'হলুদ ট্যাক্সি', 'গল্পের বাড়ি', 'নক্ষত্রের রাত'। এবারের কলকাতা বইমেলায় তাঁর চতুর্থ বই রূপে নতুন একটি উপন্যাস আসছে-- 'ছায়াদানব'। বিশ্বদীপ দে কিছু কথা বলেছেন কলকাতা বইমেলা নিয়ে তাঁর ভিডিয়ো বার্তায়। এখানে রইল সেই বার্তা তাঁর সকল পাঠকদের উদ্দেশ্যে।
জি-ড্রাইভ আসছে... স্টল ৫২৬
ইরাবান বসুরায়ের প্রবন্ধ সংকলন 'সিনেমা ও কিছু অনান্দনিক ভাবনা' (বৈভাষিক) নিয়ে কিছু কথা