আম্বানিদের লীলাখেলা | The Big fat Wedding
ছোটবেলায় পুজোর পরে ভাসানের নাচ বা বিশ্বকর্মা পুজোর পরে পাড়ার মোড়ে মাইক বসিয়ে ডিস্কো-নাচ যারা দেখেছেন বা নেচেছেন, তাদের জন্য সুখবর। আপনাদের প্রত্যেকের নৃত্যশৈলী গোটা আম্বানি পরিবারের থেকে বেশি। বেশি মানে বেশ অনেকটাই বেশি। ভিডিও-ক্লিপ যা দেখলাম সে কি আশ্চর্য গ্যালাখ্যালা, সে কি খিল্লি। একে তো হিন্দি সিনেমার একেবারে ওঁছাস্য ওঁছা কিছু গান বাজছে নেপথ্যে, আর তার সেইরকম-ই জবড়জং স্টেজ, ওর থেকে এই আমাদের সুরুচি সংঘ ফি বছর অনেক সুন্দর স্টেজ নামাচ্ছে হেসেখেলে।
আমাদের তেত্রিশ কোটি দেবদেবী লাগেনা, কারণ ভূভারতে একমাত্র আমাদেরই ঈশ্বরের নাম বিদ্যাসাগর আর ঠাকুরের নাম রবীন্দ্রনাথ। আমাদের চালুনি দিয়ে চাঁদ দেখতে হয়না, কারণ, আমাদের বিজ্ঞানীর নাম জগদীশ-চন্দ্র আর বাঁকা চাঁদের নাম বঙ্কিমচন্দ্র। আমাদের ধনে কোনো ত্রাস নেই, কারণ, আমাদের মজার নাম হর্ষবর-ধন-গোবরধন। আমাদের রাম-হনুমান লাগেনা, হেলায় লঙ্কা জয় করতে বিজয়সিংহ একাই একশ।
আমরা ব্রিটিশকে বোমা মেরেছি, সেলুলার জেলে ঘর বেঁধেছি। খান-দুই দুর্ভিক্ষ আমাদের পোড়াতে পারেনি, দেশভাগ আমাদের ওড়াতে পারেনি। আমরা শিশুকালে আগস্ট বিপ্লব করেছি, কৈশোরে তেভাগা-তেলেঙ্গানা, বড় হয়ে মুক্তিযুদ্ধ, নকশালবাড়ি। বর্গী থেকে বিজয়বর্গী, নিয়াজি থেকে পেঁয়াজি, পরেশ রাওয়াল থেকে উটকো বাওয়াল, সবই আমরা হজম করে নিই। আমাদের চলন হাতির মতো, সংস্কৃতে যাকে বলে গজেন্দ্রগমন, সাদা বাংলায় ল্যাদ
ওরে লক্ষ্মণ ভাইটি | রামের বিলাপ | Ore lokkhon bhaiti
আপনার বাপ-ঠাকুদ্দা কড়েয়া চৌথ কাকে বলে জানতো? জানতনা। কিন্তু আপনি জানেন, যে, ওই মহাতিথিতে চালুনি হাতে ছাদে উঠে ফুটো দিয়ে চাঁদ দেখতে হয়। আপনার পিসি-মাসি-কাকা-কাকি কস্মিনকালেও ধনতেরাসের নাম শুনেছে? শোনেনি। কিন্তু আপনি জানেন, লাক্সমীর কৃপা পেতে হলে ওই শুভদিনে ঘটিবাটি বন্ধক দিয়ে সোনাচাঁদি কিনতে হয়। আপনার পাড়া-পড়শি-লালু-ভুলু কখনও জানত কি, নবরাত্রি কারে কয়? কিন্তু আপনি জানেন, নভ্রাত্রি (বানান ভুল নয়) হল সেই মহা উৎসব যেখানে ডান্ডা হাতে নাচ মানাতে হয়।
এতদূর যখন জেনেছেন, তখন এও জানুন, যে, রাম খেয়ে নবার বমি করলেই তাকে রামনবমী বলেনা। রামনবমী অন্য জিনিস। ওইদিন মাথায় রাম লেখা ফেট্টি বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার মসজিদের সামনে গিয়ে 'মন্দির ওহি বানায়েঙ্গে' বলতে হয়। অন্যত্র বললেও চলে, কিন্তু তাতে উতনা জোশ নেহি হ্যায়। বলার সময় পিছনে একটা ল্যাজ লাগিয়ে নিলে ভালো। না লাগাল
জয় গোস্বামী বললেন তাঁর বই 'দগ্ধ' নিয়ে
জয় গোস্বামী বললেন তাঁর বই 'দগ্ধ' নিয়ে। পড়লেন বই থেকে দুটি কবিতাও।
ইউটিউবে দেখুনঃ https://youtu.be/TUHUzejjIR8
স্বাধীনতা, দেশভাগ
আমারও দেশ ছিল, জীবন বেশ ছিল, তবু কোথাও ছিল বিষ
সে দেশ ঘুচে গেল, সাকিন মুছে দিল, উনিশশো সাতচল্লিশ
আমরা ভুলবো না..
আমরা ভুলবো না..
প্রত্যেক মৃত্যুর হিসেব রাখবো।
সব শোক ভাগ করে নেবো।
স্মরণে সৃজনে গানে কথায়
সৈকত বন্দ্যোপাধ্যায়
সঞ্জয় তেওয়ারি
সুমেলি চক্রবর্তী
তাপস মৌলিক
রূপকথা সুহা
অরুন্ধতী ঘোষ
#CountEveryDeath #ApnonKiYaad
উল্কি
এবার ভোট এবং ফলাফলের মধ্যে একটি দিন হয়ে দাঁড়িয়ে আছে মে দিবস। যুদ্ধ ও হিংসা, হানাহানি ও প্রতিজ্ঞার মধ্যের একটি দিন। সেই নিয়েই Debesh Chattopadhyay এর ছোটো ছবি -- উল্কি। প্রকাশিত হল একযোগে Guruchandali গুরুচণ্ডা৯ , Late 66Z , Debesh Chattopadhyay , বর্গী এল দেশে - borgi elo deshe থেকে।