Guruchandali গুরুচণ্ডা৯

Guruchandali গুরুচণ্ডা৯ পড়ুন, আড্ডা মারুন, মতামত দিন, ব্লগ লিখুন?

আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। আপনার এবং কেবলমাত্র

আপনার জন্যেই নেটে চলে এসেছে আমাদের অনলাইন ওয়ান স্টপ শপ গুরুচন্ডা৯। এখানে আপনি পাবেন কাটিং এজ টেকনোলজির সফ্টওয়্যার থেকে শুরু করে আঁভাগার্দ সাহিত্যের কচকচানি, পোস্টকলোনিয়াল রাজনীতি থেকে দাদের অব্যর্থ মহৌষধ, জ্যানেট জ্যাকসন থেকে রঘুপতি রাঘব রাজারাম,রুশদি থেকে রামমোহন,ব্যান্ড মিউজিক থেকে রবিবাবুর গান, এককথায় আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি প্রয়োজনের জন্য এ এক অনবদ্য দ্রব্য সম্ভার। এর বঁড়শি আপনি গিলতে বাধ্য এবং তারপরে কখনই ওগরাতে পারবেন না।

02/02/2025
বইমেলায় গুরু রয়েছে ৩৭২ নং স্টলে 😊
02/02/2025

বইমেলায় গুরু রয়েছে ৩৭২ নং স্টলে 😊

ক্যাটালগ
01/02/2025

ক্যাটালগ

খাঁচার ভিতর অচিন পাখিপ্রতিভা সরকারজেলের আখ্যান আমরা কম পড়িনি। জাগরী পড়েছি। জুলিয়াস ফুচিক পড়েছি। হন্যমান পড়েছি। জেলের ভিত...
01/02/2025

খাঁচার ভিতর অচিন পাখি
প্রতিভা সরকার

জেলের আখ্যান আমরা কম পড়িনি। জাগরী পড়েছি। জুলিয়াস ফুচিক পড়েছি। হন্যমান পড়েছি। জেলের ভিতরে জেল পড়েছি। কিন্তু সবই বহুদিন আগের। নিদেন পক্ষে সত্তরের দশকের। তাহলে জেল কী উঠে গেছে? রাষ্ট্র কি নরম-সরম-পেলব বার্বি-পুতুলে পরিণত?

আসলে রাষ্ট্র ততটা বদলায়নি, যতটা আমরা বদলে গেছি। যে মস্তিষ্কগুলো চিন্তাভাবনা করত, এখন টিভির সান্ধ্যকালীন খেউড়কেই রাজনীতি ভাবে। মিডিয়াই আপনার জগতের জানলা, তাই জানলা দিয়ে কী দেখা হবে, সেটা তারাই ঠিক করবে।

কনসেন্ট নিয়ে ফাটিয়ে দেওয়া লোকজনকেও এই ম্যানুফ্যাকচারিং নিয়ে কিছু বলতে শোনা যায়না। কারণ মস্তিষ্কই কুয়াশায় ঢেকে আছে।

কিন্তু জিনিসটা সেখানেই ফেলে রাখলে তো হবেনা। তাই এই উপন্যাস, দস্তুরমতো রাজনৈতিক, কিন্তু সেটা টিভির রাজনীতি না। জেলের গরাদের ভিতর যে অচিনপাখিরা আছে রাষ্ট্রীয় নিপীড়ন এবং হিংস্রতার জগতে, তাদের নিয়ে লেখা।

ক্যালিডোস্কোপে দেখিঅমিতাভ চক্রবর্তী"ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলনাগুলোর একটি। তিন আয়নাভরা একটা নলের এক প্রান্তে কয়েকটা রঙ্গ...
01/02/2025

ক্যালিডোস্কোপে দেখি
অমিতাভ চক্রবর্তী

"ছোটবেলার সবচেয়ে প্রিয় খেলনাগুলোর একটি। তিন আয়নাভরা একটা নলের এক প্রান্তে কয়েকটা রঙ্গীন, হালকা, টুকিটাকি টুকরো-ভাঙ্গা চুড়ি, ছোট পুঁতির দানা। নল ঘোরালে, আয়নারা ঘোরে, টুকরোরা ঘুরে ঘুরে রচনা করে ছবির পর ছবি, অজস্র, অফুরান এক মুহুর্তের ছবি পরের মুহুর্তে হারিয়ে যায়।

অন্ধকার গাঢ় হত। তারার মেলা। ... ওটা কালপুরুষ। আমার বুক কেঁপে উঠত। ওটা লুব্ধক, কালপুরুষের শিকারী কুকুর। ওটা ... আমার আর দেখতে ইচ্ছে করত না। বড্ড বেশী রহস্যময়, বড্ড বেশী ভাসিয়ে নিয়ে যাওয়া।

প্রস্ফুটিত কদম ফুলে হাত রেখেছি আমি, ছোঁয়া নিয়েছি গালে, চোখে, ঠোঁটে তুলে নিয়েছি তার শিরশিরে কোমলতা। এখন থেকে সমস্ত পরম স্পর্শ মাপা হয়ে চলবে এই ছোঁয়ায় ছোঁয়ায়, চাই বা না চাই।"

Prativa Sarker এর লেখা -'খাঁচার ভিতর অচিন পাখি' আর Sarada Mandal এর লেখা 'পাকশালার গুরুচণ্ডালি' গুরুর স্টলে চলে এসেছে। ৭...
31/01/2025

Prativa Sarker এর লেখা -'খাঁচার ভিতর অচিন পাখি' আর Sarada Mandal এর লেখা 'পাকশালার গুরুচণ্ডালি' গুরুর স্টলে চলে এসেছে। ৭ নং গেট দিয়ে ঢুকে দু'পা এগোলেই ৩৭২ নং স্টল। চলে আসুন তাহলে😊

31/01/2025
একমনে শতকরার পাটিগণিত কষছে রমিত। রমিতের বই "মহারাজ ছনেন্দ্রনাথের রোমাঞ্চকর গল্পসমূহ" প্রকাশিত হয়েছে এই বছরই। শুধু লেখক-ই...
30/01/2025

একমনে শতকরার পাটিগণিত কষছে রমিত। রমিতের বই "মহারাজ ছনেন্দ্রনাথের রোমাঞ্চকর গল্পসমূহ" প্রকাশিত হয়েছে এই বছরই। শুধু লেখক-ই নয়, শিল্পী হিসেবেও রমিতর জুড়ি মেলা ভার। গুরুচণ্ডা৯-র এই বইমেলার অধিকাংশ বইয়ের প্রচ্ছদ রমিতের আঁকা।

স্টলে দেখলে সেলফি অথবা সই অথবা দুটোই নিতে ভুলবেন না।

কলকাতার বুকে তখন গেরিলা যুদ্ধ চলছে, ছেনু তার সর্বাধিনায়ক। তার বিশাল কেল্লার ঝরোখা থেকে সে শত্রু সৈন্যদের ওপর নজর রাখছে। ...
29/01/2025

কলকাতার বুকে তখন গেরিলা যুদ্ধ চলছে, ছেনু তার সর্বাধিনায়ক। তার বিশাল কেল্লার ঝরোখা থেকে সে শত্রু সৈন্যদের ওপর নজর রাখছে। এই সময় একটা চেয়ার সিংহাসন হিসেবে পেলে মন্দ হত না, বা নেহাৎ একটা ঘোড়া। যাইহোক, নিচের পরিস্থিতি দেখে ছেনু ঠিক করল, আহত সৈন্যদের বোমা মারার কোনো মানে হয়না। তাদের আশেপাশের কিছু বাড়ির ছাদ থেকেও মাঝে সাঝে শেলিং হচ্ছে, তাই যেসব সৌভাগ্যবান সেসব এড়িয়ে তাদের বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পেরেছে, শুধুমাত্র তাদেরকেই সে নিশানা করবে। সাইজে ছোটো হলেও তার টিপ মারাত্মক। সে রেলিংয়ের ফাঁক দিয়ে তাক করে টপাটপ রং-গ্রেনেড ছুঁড়ছে আর গায়ে ঠিকমতো পড়লেই বারান্দা থেকে ছুট। এভাবে অন্তত গোটা ছাব্বিশ লোকের শরীরে সে রক্তলেখা এঁকে দিয়েছিল সেদিন।

যুদ্ধে জয় প্রায় অনিবার্য ছিল। কিন্তু ছেনুর সিরাজদৌল্লার কপাল। অতি লোভে রেলিংয়ের ধার ঘেঁষে এসে দাঁড়ায় ছেনু। আর পা যায় পিছলে । বিপদ কিছু হয়নি, রেলিং ছিল, কিন্তু এ যাত্রা একপাটি চটি ছেনুর পা থেকে খুলে নিচে একদম রাস্তার ওপর পড়ে যায়। যুদ্ধে এইসব ছোটোখাটো ভুলই খেলা ঘুরিয়ে দেয়। শত্রুশিবিরে পৌঁছে যায় এক পাটি চটি। এই চটি তাদের ভীষণই চেনা, যখন যুদ্ধ ছিলনা, তখন এইসব চটিকে সময় বিশেষে গোলপোস্ট বা উইকেট বানিয়ে আকছার তারা গলিপথকে মাঠে রূপান্তরিত করে থাকত। ছোট্টো বাহিনী তৈরি হয় উল্টো দিকেও। তারা দেরি না করে চটির মালিকের বাড়ির দরজায় কড়া নাড়ায়। ছেনুর মা দরজা খুলে বিস্ফারিত চোখে ভৌতিক অবয়বদের দেখে জানান, ছেনুর শরীর মোটে ভাল নেই। তারা সেই শুনে ভালোমানুষের মতো জানায়, একবার ডাকুন না ওকে, ওর চটিটা পড়ে গেছিল তো, দিয়েই চলে যাবো। আর ঠিক এই সময়ই ছেনু তার হারানো চটির সন্ধানে তেতলা থেকে গুটি গুটি পায়ে নেমে এসেছিল। শত্রুবাহিনীর উপস্থিতি সে টের পায়নি।

কালকে এসে পড়েছে চারটে নতুন বই। পরপর সাজানো আছে। এইটা টুকলাম, "মহারাজ ছনেন্দ্রনাথের রোমাঞ্চকর" গল্পসমূহ থেকে। এলে নেড়েচেড়ে দেখবেন। বাকিগুলো থেকেও টুকটাক টুকব, এক এক করে। বইমেলার আপডেটও নিয়মিত দেব। দেখতে থাকুন।

-- Saikat Bandyopadhyay

Address

51/2 A Shree Gopal Mallik Lane, College Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when Guruchandali গুরুচণ্ডা৯ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guruchandali গুরুচণ্ডা৯:

Videos

Share

Category