Sristisukh

Sristisukh Sristisukh Prokashan is a leading publishing house based in Kolkata, India.
(6)

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অভীক কুমার মৈত্র-এর লেখা এবং আঁকায় সমৃদ্ধ রম্য ছড়া সংকলন 'চামচিকড়ি'।প্রচ্ছদ ও অলংকরণ - অভী...
04/10/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অভীক কুমার মৈত্র-এর লেখা এবং আঁকায় সমৃদ্ধ রম্য ছড়া সংকলন 'চামচিকড়ি'।

প্রচ্ছদ ও অলংকরণ - অভীক কুমার মৈত্র

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে নীতা মণ্ডল-এর গল্প-সংকলন 'রূপকথা চুপকথা এবং…'।প্রচ্ছদ – রোহণ কুদ্দুসবইটির প্রাপ্তিস্থান ও ...
03/10/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে নীতা মণ্ডল-এর গল্প-সংকলন
'রূপকথা চুপকথা এবং…'।

প্রচ্ছদ – রোহণ কুদ্দুস

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে নীতা মণ্ডল-এর উপন্যাস'মধুরেণ সমাপয়েৎ'।প্রচ্ছদ - এভগেনি করনোদে==========প্রেমের গল্পের মজা ...
03/10/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে নীতা মণ্ডল-এর উপন্যাস
'মধুরেণ সমাপয়েৎ'।

প্রচ্ছদ - এভগেনি করনোদে

==========

প্রেমের গল্পের মজা হল, কেবলমাত্র পরিণতির জন্য সে অপেক্ষা করে না। হয়তো তা অনুমেয়, সে যেমনই পরিণতি হোক না কেন। বরং এই হয়ে ওঠার পর্বেই তার যাবতীয় সুষমা লুকিয়ে। যে কাহিনিকার আমাদের আবেগের তন্ত্রী ছুঁয়ে ফেলতে পারেন, তিনি এই নির্মাণপর্বে এতটা সচেতন থাকেন যে, পাঠক একসময় তাঁর চরিত্রকেই আত্মীয় ভাবতে শুরু করে। যেমন নীতা মণ্ডল তাঁর উপন্যাস ‘মধুরেণ সমাপয়েৎ’-এ করেছেন। মধু আর মানসের সঙ্গে কয়েক পাতা কাটালেই তাদের সঙ্গ ছাড়তে আর ইচ্ছে করে না। আর নীতা তাঁর চরিত্রদের শুধু আপন প্রেমের দুনিয়ায় আটকে রাখেননি। বরং স্পেস দিয়েছেন। ফলে চরিত্রদের ব্যক্তিগত জীবন, জীবন অনুসন্ধানের অছিলায় ধরা পড়ে যায় এক বড় প্রেক্ষাপট। গ্রাম থেকে শহরের কলেজে পড়তে আসা, হস্টেল বাসের অভিজ্ঞতা, দাদাদের র‍্যাগিং, ফাইফরমাস খেটে দেওয়া, অচেনা মেয়েকে প্রপোজের টাস্ক পালন করতে গিয়ে ভেবলে যাওয়া, তারপর নবীনবরণের সুখস্মৃতি, সেমিস্টারে সাপ্লির ভয়, পরীক্ষায় বসা প্রায় প্রস্তুতিহীন হয়ে— এই সবকিছু আসলে শুধু মধু বা মানসের নয়। এ আমাদের অনেকের কথা। এ আমাদের অনেকেরই অভিজ্ঞতা। নীতার কাহিনি গড়গড়িয়ে এগিয়ে যায় আর একটা সময় আমরা মিস করতে শুরু করি সেই ফেলে আসা কলেজজীবনকে। তার ভালো-মন্দ, ভয়-উদ্বেগ নিয়েই আমরা যেন ছুঁতে চাই সেই সময়টাকে। কিন্তু তা তো আর হওয়ার নয়। অথচ মধু আর মানসের জার্নিটা এখনও সম্ভব। পাঠক তাই এই তরুণ-তরুণীকেই আত্মীয় ভেবে নিতে পারে, অপেক্ষা করেন তাঁদের সম্পর্কের পরিণতি। আগেই বলেছি, প্রেমের গল্পের পরিণতি অনুমেয়। কিন্তু যদি কোনও চরিত্র পাঠকের নিজের নিকট আত্মীয় হয়ে ওঠে, তবে সেই পরিণতির জন্যই আগ্রহ ও উৎকণ্ঠা দুইই বাড়ে। নীতা তাঁর গোটা উপন্যাসে এই কৌশলটি কার্যকর করতে পেরেছেন বলেই সুখপাঠ্য হয়ে উঠেছে ‘মধুরেণ সমাপয়েৎ’। অন্তত আমাদের তাই-ই বিশ্বাস। বাকিটা পাঠক বলবেন। তবে প্রেমে পড়া আর প্রেম পড়া— কোনোটাই বোধ হয় নেহাত মন্দ অভিজ্ঞতা নয়। অতএব…

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

লিখেছেন Sabyasachi Sengupta, এঁকেছেন Shree Moyee। এঁদের দুজনের লেখা আর আঁকায় আসতে চলেছে ‘অলম্বুষ আর টুবলুসোনার গপ্পো’।স...
03/10/2024

লিখেছেন Sabyasachi Sengupta, এঁকেছেন Shree Moyee। এঁদের দুজনের লেখা আর আঁকায় আসতে চলেছে ‘অলম্বুষ আর টুবলুসোনার গপ্পো’।

সৃষ্টিসুখের কিশোরসাহিত্য ইমপ্রিন্ট হ য ব র ল থেকে শীঘ্রই প্রকাশিত হতে চলেছে বইটি।

#সৃষ্টিসুখবইমেলা২০২৫ #সৃষ্টিসুখবইমেলা #সৃষ্টিসুখ

আজ-কাল-পরশু…
03/10/2024

আজ-কাল-পরশু…

আজ সৌমেন পাল-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমেন পাল-এর কলমে কবি শঙ্খ ঘোষের বাড়ির আড্ডা নিয়ে বই 'শঙ্খবাব...
01/10/2024

আজ সৌমেন পাল-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমেন পাল-এর কলমে কবি শঙ্খ ঘোষের বাড়ির আড্ডা নিয়ে বই 'শঙ্খবাবুর সঙ্গে'।

প্রচ্ছদ - সম্বিত বসু

==========

বইয়ের ভূমিকায় শ্রীজাত লিখেছেন, “বাঙালির সৃজনশীল আড্ডা যে নিভে আসছে একে একে, এমন আক্ষেপ বা অভিযোগ ইদানীং শোনা যায়। আর সে নেহাত ভ্রান্ত নয়। যে-ধরনের আড্ডায় এক সময়ে বাঙালির ভাবনা রীতিমতো পুষ্ট হয়েছে, যেসব আড্ডা থেকে একদিন উঠে এসেছে কত-না চর্চার অভিমুখ, তেমনটা আজ বিরল বললে ভুল হবে না হয়তো। তারই মধ্যে বাতিঘর হয়ে হাতে-গোনা যে-কয়েকখানা ঐতিহ্যবাহী আড্ডামহল এখনও সেজে ওঠে, তাদের মাঝে শ্রী শঙ্খ ঘোষের বাড়ির রোববারের আড্ডা তুলনারহিত।

“আমাদেরই সুহৃদ সৌমেন সে-আড্ডার বাঁধা সদস্য। এবং সে চুপিচুপি একখানা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। এই রোববারদের সে ধরেবেঁধে বন্দি করেছে দুই মলাটের মধ্যে। কাজ নেহাত সহজ ছিল না। আড্ডার গতিবিধিকে লিপিবদ্ধ করা, সে ভারী দুষ্কর। তবে এও ঠিক যে, কেউ একজন এমন কঠিন কাজে হাত না দিলে এ-ধরনের বিরল অভিজ্ঞতারাশি শেষমেশ কেবল কয়েকজনের স্মৃতিতেই থেকে যায়। সৌমেন বড় যত্নে তাদের নিয়ে এসেছে বইয়ের পাতায়। কেবল আমাদের জন্যই নয়, প্রত্যেক পাঠকের কাছেই এ এক অভাবনীয় সুখবর বৈকি। বিরল এই বাতিঘরের ছবি তুলে রাখার জন্য সৌমেনকে জানাই অনেক কৃতজ্ঞতা, ভালবাসা। আমরা যে শঙ্খ ঘোষকে চাক্ষুষ করেছি, শুনেছি তাঁর কথাদের, আসতে পেরেছি তাঁর নিকট পরিসরের কোথাও, এ-গ্রন্থ তার সাক্ষ্য দেবে চিরকাল। সেই বা কম পাওয়া কী।”

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

বিজন দাসের ছড়া অনেকেই পড়েছেন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছিল তাঁর ছড়ার বই ‘এক যে ছিল ছড়া’। এবার প্রকাশ পেতে চলেছে ত...
01/10/2024

বিজন দাসের ছড়া অনেকেই পড়েছেন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছিল তাঁর ছড়ার বই ‘এক যে ছিল ছড়া’। এবার প্রকাশ পেতে চলেছে তাঁর নতুন বই ‘ছড়ায় পথের পাঁচালী’।

তবে এই বই শুধু বিজনবাবুরই নয়। পাতায় পাতায় ছবি এঁকেছেন Loukik Athoba Partha, এই বই তাই শিল্পী পার্থপ্রতিম দাসেরও।

বইটি সৃষ্টিসুখের কিশোর সাহিত্য ইমপ্রিন্ট হ য ব র ল থেকে প্রকাশিত হতে চলেছে শীঘ্রই।

#সৃষ্টিসুখবইমেলা২০২৫ #সৃষ্টিসুখবইমেলা #সৃষ্টিসুখ

আজ সৌমেন পাল-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমেন পাল-এর কবিতা সংকলন 'গুজবে পা দেবেন না'।প্রচ্ছদ - অভিব্র...
01/10/2024

আজ সৌমেন পাল-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমেন পাল-এর কবিতা সংকলন 'গুজবে পা দেবেন না'।

প্রচ্ছদ - অভিব্রত সরকার

==========

ওহে বন্ধু প্রিয় বন্ধু
এতো সোচ্চার, তবু চুপচাপ
গৃহযুদ্ধের চেনা সাইরেন
গৃহযুদ্ধের চেনা উত্তাপ

ওহে বন্ধু প্রিয় বন্ধু
মৃত মতবাদ নিয়ে হাঁটছ
যত অর্ধনমিত নিশানের
তুমি পদাতিক ধুলো চাটছ

ওহে বন্ধু প্রিয় বন্ধু
সব পন্থাই চেনে ভৃত্য
কোরা জামার আড়ালে খঞ্জর
স্বীয় ক্ষমতায় দুর্বৃত্ত

ওহে বন্ধু প্রিয় বন্ধু
শালা হায়রোগ্রিফিক বিপ্লব
আহা ব্যান্ডেজ মোড়া দুঃখ
কাটে আশ্রয়হীন শৈশব

ওহে বন্ধু প্রিয় বন্ধু
দমবন্ধ, বৃথা নিঃশ্বাস
জেনো ব্রুটাস এখনো জন্মায়
খুন হয়ে যায় যত বিশ্বাস

ওহে বন্ধু প্রিয় বন্ধু
এক খিস্তির নাম ‘সাম্য’
কারা বিলোচ্ছে অনুকম্পা
কিছু তু্ই খা, কিছু আম্মো

ওহে বন্ধু প্রিয় বন্ধু
ফুটো সিক্কায় কেনা বর্ম
সয়ে পশ্চাদ্দেশ পদাঘাত
আহা সর্বংসহা চর্ম

ওহে বন্ধু প্রিয় বন্ধু
জোড় হস্তে দেবতা প্রার্থী
মাপে ক্ষমতার দাঁড়িপাল্লা
কটা মাথাকাটা শরণার্থী

ওহে বন্ধু প্রিয় বন্ধু
চল, গান হোক মৃত জলসায়
বেঁচে উঠবেই মেরুদণ্ড
আলো আতশকাচেই ঝলসায়

ওহে বন্ধু প্রিয় বন্ধু
হাত বাড়িয়ে দিলাম ভরসায়
যারা মাথা নোয়াবেনা কোনওদিন
তারা রোদ্দুর আনে বর্ষায়

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে লুনা রুশদী-র সম্পাদনায় প্রকাশিত হয়েছে সুদেষ্ণা ভট্টাচার্য-এর স্মৃতিকথা 'পেরিয়ে এলাম অন্তহীন পথ'।প্রচ্ছদ –...
30/09/2024

সৃষ্টিসুখ থেকে লুনা রুশদী-র সম্পাদনায় প্রকাশিত হয়েছে সুদেষ্ণা ভট্টাচার্য-এর স্মৃতিকথা 'পেরিয়ে এলাম অন্তহীন পথ'।

প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টবক্সে রইল।

একদিন যোগাযোগ করল Juthika Acharya, রূপকথার গল্প নিয়ে একটা সংকলন করতে চায় সে। গৌরী ধর্মপাল, নবনীতা দেবসেন, জয়া মিত্র থ...
30/09/2024

একদিন যোগাযোগ করল Juthika Acharya, রূপকথার গল্প নিয়ে একটা সংকলন করতে চায় সে। গৌরী ধর্মপাল, নবনীতা দেবসেন, জয়া মিত্র থেকে শুরু করে যশোধরা রায়চৌধুরী হয়ে সঙ্গীতা দশগুপ্তরায়, অনুষ্টুপ শেঠ— কয়েকটা নাম উল্লেখ করলাম মাত্র, সূচিপত্রে জায়গা করে নিয়েছেন নানা সময়ের ১৮ জন সুলেখক।

কেমন রূপকথা?
“যেখানে মিসোজিনি নেই, অহেতুক ভায়োলেন্স নেই, ভিলেনদের যেখানে বোঝালে তাঁরা নিজেদের ভুল বুঝতে পারেন। রাজকন্যারা কেউ প্যাসিভ নন। রাজামশাই যাকে তাকে অর্ধেক রাজত্বের সঙ্গে রাজকন্যা বিলিয়ে দেন না। এক রাজার সাত রানি নেই ইত্যাদি ইত্যাদি।”

বইটা হচ্ছে সৃষ্টিসুখের ছোটদের বইয়ের ইমপ্রিন্ট হ য ব র ল থেকে। রঙিন ছবিতে সাজানো, পাতায় পাতায় রেখায় লেখায় টেনে রাখা এই বই আসছে শীঘ্রই। ছোটদের জন্যে এবং অবশ্যই বড়োদের জন্যেও।

#সৃষ্টিসুখবইমেলা২০২৫ #সৃষ্টিসুখবইমেলা #সৃষ্টিসুখ

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অনিন্দিতা-এর গল্প-সংকলন 'অমিতা ও গল্পের নায়িকারা '।প্রচ্ছদ – অভিব্রত সরকার==========“অনেক ...
30/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অনিন্দিতা-এর গল্প-সংকলন
'অমিতা ও গল্পের নায়িকারা '।

প্রচ্ছদ – অভিব্রত সরকার

==========

“অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ,
ভালোবাসা আর ভালোবাসার সন্তান,’
– জীবনানন্দ দাশ যে-ভালোবাসার মাটি খুঁড়ে নতুন মানুষ গড়ার কথা বলে গিয়েছেন, সেই প্রেমের কানাগলিতেই অমিতা, আমিনা, বন্যাদের নিরন্তর আনাগোনা। যেখানে অমিতপ্রভা আর আমিনার গল্প, গল্প হলেও সত্যি; সেখানে বাকি নায়িকারা কল্পনার আর মানুষের চাওয়া-পাওয়ার জালে বোনা স্বপ্নের স্বরলিপি। সব রাত্রিই ভোরের আলো দ্যাখে না, তবু জীবনের জয়গান ঠিকই তার রাস্তা খুঁজে পায়।
সাদামাটা মধ্যবিত্ত পরিবারে বড়ো হওয়ার সুবাদে এই জীবনকে খুব কাছ থেকেই দেখেছেন, চিনেছেন, স্পর্শ করেছেন অনিন্দিতা। রবি ঠাকুর তাঁর পরম আরাধ্য। পেশাগত নানা কাজের পাশে নিজের কলমটিকেও সজাগ রেখেছেন তিনি। জারি রেখেছেন অক্ষরসাধনা। তারই ফলশ্রুতিতে এক হারিয়ে যাওয়া গেরস্থালি, প্রায় বিস্মৃত অতীত আবার নতুন করে প্রাণ পেয়েছে এই বইয়ের একাধিক আখ্যানে। ‘অমিতা ও গল্পের নায়িকারা’ বইটিতে, প্রতিটি গল্পেই, খুব সহজ-সরল ভাষায় মনের আগল খুলে মানবহৃদয়ের প্রতিফলন ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণকে এক অন্য আঙ্গিকে তুলে ধরতে চেয়েছেন অনিন্দিতা।

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

প্রকাশ্যে এল সৃষ্টিসুখের পডকাস্ট 'পড়া-শোনা'-র পঞ্চম পর্ব। আজ রইল তৃণাঞ্জন চক্রবর্তীর উপন্যাস 'দূর আকাশের আখরে' থেকে নির্...
29/09/2024

প্রকাশ্যে এল সৃষ্টিসুখের পডকাস্ট 'পড়া-শোনা'-র পঞ্চম পর্ব। আজ রইল তৃণাঞ্জন চক্রবর্তীর উপন্যাস 'দূর আকাশের আখরে' থেকে নির্বাচিত অংশ। পাঠে সৌভিক গুহসরকার।

সঙ্গের ইউটিউব লিঙ্ক থেকে শুনতে পারেন পাঠটি। বইটির প্রাপ্তিস্থান ও বিবরণী রইল ভিডিও-র ডেসক্রিপশনে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।

উপন্যাস: দূর আকাশের আখরেলেখক: তৃণাঞ্জন চক্রবর্তীপাঠ: সৌভিক গুহ সরকারপ্রকাশক: সৃষ্টিসুখসৃষ্টিসুখ অনলাইন - https://sristisukh....

29/09/2024

মহিলা বিজ্ঞানী, যাঁরা নানাভাবে বঞ্চিত; মেধাবী ও পরিশ্রমী হওয়ার পরেও যাঁদের নানাভাবে প্রাপ্য সম্মান থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে; তেমন বাইশ জনকে নিয়ে ছোটোদের জন্য লিখেছেন সিদ্ধার্থ মজুমদার।

Siddhartha Majumdar-এর এই কাজটি প্রকাশ করতে চলেছে সৃষ্টিসুখের ছোটোদের বইয়ের ইমপ্রিন্ট হ য ব র ল। আকর্ষণীয় নানা ছবি আর ড্রয়িং দিয়ে ভরিয়ে তোলা সম্পূর্ণ রঙিন এই বইটি বাংলা ভাষায় একটা নতুন রত্ন হিসাবে যোগ হতে চলেছে।

#সৃষ্টিসুখবইমেলা২০২৫ #সৃষ্টিসুখবইমেলা #সৃষ্টিসুখ

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সন্দীপ দাস-এর রহস্য উপন্যাস 'দাবাড়ু'।=========='দাবাড়ু' - একটা প্রাগৈতিহাসিক দাবা আর তাকে ...
28/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সন্দীপ দাস-এর রহস্য উপন্যাস 'দাবাড়ু'।

==========

'দাবাড়ু' - একটা প্রাগৈতিহাসিক দাবা আর তাকে ঘিরে আছে অনেকগুলো মানুষের লোভ, মোহ আর ষড়যন্ত্রের কাহিনি। মুখোশের আড়ালে থেকে কেউ বা কারা ক্রমাগত চেলে চলেছে মারণ চাল। একটি দাবাকে ঘিরে রহস্য, টানটান উত্তেজনা, শিহরণের সংকলন এই বই।

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমনা দাশগুপ্ত-এর রহস্য উপন্যাস 'মাশান রহস্য'।প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস==========সংস্কৃতি,...
28/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সৌমনা দাশগুপ্ত-এর রহস্য উপন্যাস 'মাশান রহস্য'।

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস

==========

সংস্কৃতি, বিশেষত কৌম সংস্কৃতিই আমাদের জাতি-জনজাতির প্রকৃত ইতিহাসের সন্ধান দেয়। রাজারাজড়াদের যুদ্ধবিগ্রহের তুলনায় সেই ইতিহাস কম মূল্যবান নয়। তা বলে মানুষের কথা। তার যাপনের সংগ্রাম, দুখ-বেদন, রাগ-ক্রোধ, আহত অভিমান, আদান-প্রদান এসবেরই সন্ধান দেয় এই ইতিহাস। আদিম মানুষ থেকে আজকের সমাজবদ্ধ মানুষ হয়ে ওঠার ধারবাহিকতার দিকে লক্ষ করলে এবং মিথ ও মৌখিক ইতিহাস মিলিয়ে-মিশিয়ে দেখলে দেখা যায় পুরাণে বর্ণিত দেবদেবীর পুজো করা ছাড়াও ধীরে ধীরে প্রকৃতির কাছে অসহায় মানুষের মধ্যে স্থানীয় নানা প্রতিকূল অবস্থার থেকে রক্ষা পাওয়ার জন্য তৈরি হয় এক সমান্তরাল পূজা-অর্চনার ধারা, যা জন্ম দিয়েছে বিভিন্ন লোকদেবতার। এরকমই ঘন জঙ্গল, বন্য জন্তু, শ্বাপদ, বিপজ্জনক কীটপতঙ্গসংকুল উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স অঞ্চলের এক সুপ্রাচীন লোকদেবতা হলেন মাশান। গবেষকদের মতে, মানুষের ব্যক্তিগত বা সমষ্টিগত কল্যাণ কামনায় এই দেবতার পুজো করা হয়। আবার ভিন্নমতও রয়েছে। প্রায় পাল রাজাদের সময় থেকে মাশানের ভাবনার সূত্র পাওয়া যায়। উত্তরবঙ্গের নানা অঞ্চল, সিকিম, মেঘালয় এবং আসাম ছাড়াও বৌদ্ধ-ধর্ম প্রভাবিত শ্রীলংকা, নেপাল আর বাংলাদেশের কিছু অঞ্চলে মাশানের আরাধনা প্রচলিত রয়েছে। প্রাচীন অঙ্কনশৈলীর ছোঁয়া মাশানের গঠনের মধ্যে এখনও রয়ে গেছে। এর থেকে এই দেবতার অস্তিত্বের প্রাচীনতা সম্পর্কে একটা ধারণা করা যায়। পাওয়া যায় নানা রূপভেদ, যথা– বাড়ীকা মাশান, তিসিলা মাশান, ঘাটিয়া মাশান, ছুঁচিয়া মাশান, চলান মাশান, বহিতা মাশান, কাল মাশান, কুহুলীয়া মাশান, নাঙ্গা মাশান… গভীর আগ্রহে মাশান নিয়ে এইসব গবেষণা করে চলেছিলেন তরুণী মেঘনা। হঠাৎই খোঁজ পেলেন মাশানের বেশ কিছু দুষ্প্রাপ্য পটের। তারপরই রহস্যজনকভাবে উধাও তিনি। সেই সঙ্গে নিখোঁজ হল মাশানের দুষ্প্রাপ্য পটগুলিও। কোথায় গেলেন মেঘনা? কোথায় হারাল এই দুষ্প্রাপ্য সম্পদ? টানটান থ্রিলারের আঙ্গিকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরারই আখ্যান ‘মাশান রহস্য’।

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

27/09/2024

স্মরণজিৎ চক্রবর্তীর সঙ্গে একবারই দেখা হয়েছিল। সৃষ্টিসুখের একটি বইপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসেছিলেন। নম্র ভদ্র স্বভাবের একজন মানুষ। যে বইটা প্রকাশ পেয়েছিল সেটা সম্পর্কে কিছু কথা বলার পাশাপাশিই একটা কথা বলেছিলেন, যেটা মনে থেকে গেছে-- "লেখকদের অনেক কষ্ট করতে হয়।" তারপর ব্যাখ্যায় বলেছিলেন, অনেক কিছু ছেড়ে তাঁদের ঘাড় গুঁজে লিখে যেতে হয়। আজ যখন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার লোভে এক লাইন লিখে শত লাইন ব্যাখ্যা করা হয় ফেসবুকে, তখন স্মরণজিতের সেই কথাটা আরও অমোঘ হয়ে দাঁড়ায়। না, তিনি ফেসবুকে নেই। একান্ত নিভৃতচারী। একদিন শুনেছিলাম কোন একটা বইয়ের খোঁজে আমাদের আগের আউটলেটে (সীতারাম ঘোষ স্ট্রিটের একচিলতে সেই আশ্রয়) এসে হাজির হয়েছিলেন।

দুদিন আগে তাঁর এক সাক্ষাৎকারেও পড়লাম, কলেজ স্ট্রিটে বই কিনতে তিনি আসেন মাঝে মাঝে। খুবই নির্মোহ কিছু কথাবার্তা। আত্মসম্মান আছে, অহেতুক বড়াই নেই। নিজের লেখালিখি কী এবং কেন এই বিষয়ে সুস্পষ্ট মাত্রাজ্ঞান দেখে সম্মান জাগে বইকি লেখক সম্পর্কে। না, আমি তাঁর লেখার ফ্যান নই। টুকিটাকি কিছু পড়েছি এদিক ওদিক, ভালো লেগেছে, এই মাত্র। হয়তো কলেজবেলার শুরুতে পড়লে রোমাঞ্চিত হতাম।

এত কথা বলার কারণ, এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে 'গল্পপত্র' শারদীয় পত্রিকায়। আর কী আছে গল্পপত্রে? লিখতে থাকব। পত্রিকার দাম মাত্র ১৫০ টাকা। গল্প, গল্পভাবনা, অনুবাদ আর এই সাক্ষাৎকার নিয়ে সাজানো পত্রিকাটা পেতে হোয়াটস্যাপ করতে পারেন 89612 37050 নম্বরে।

অন্য অনেক ভালো পত্রিকার মতো 'গল্পপত্র' বিশেষ প্রচার পায় না। তাই চেষ্টা করছি সাধারণ পাঠকের নজরে আনতে।

আজ অমিতাভ প্রামাণিক-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অমিতাভ প্রামাণিক-এর ছড়া সংকলন 'হাফ সেঞ্চুরির পর'।প্রচ্...
27/09/2024

আজ অমিতাভ প্রামাণিক-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অমিতাভ প্রামাণিক-এর ছড়া সংকলন 'হাফ সেঞ্চুরির পর'।

প্রচ্ছদ - রোকু

==========

ভুজুং ভাজুং খুব খাওয়ালেন,
নিজের ঢাকই বাজান, ছিঃ!
ভেবেছিলেম কাব্যি লেখেন,
এখন দেখি খাজাঞ্চি।
নায়ক-ভিলেন কিচ্ছুটি নেই
যা আছে সব নগণ্য,
পদ্য লেখা মক্‌শো করুন
এ তো বেজায় জঘন্য।
আজ জনতা অনেক সজাগ,
যায় না এতে বশ করা –
রামকে নিয়ে ফাজলামি, আর
রবির সাথে মশকরা!
অরিজিন্যাল কোথায় দাদা?
সব তো একেকজন ডামি।
এগুলোকেই পদ্য বলেন,
ইয়ার্কি, না ভণ্ডামি?
এবার কানে দুলটা পরুন,
এক হাতে পরবেন চুড়ি।
এমন ছড়া ছড়িয়ে গেলেন
এতেই তো হাফ সেঞ্চুরি!
ফালতু কিছু গচ্চা গেল,
পয়সা নিলেন গ্যাঁট খুলে –
আবার যদি পাড়ায় দেখি
মারব কিন্তু ব্যাট তুলে।

হায় রে কপাল, পদ্য লিখে
পেলাম এমন গিফট-ই রে!
এখন আমি করবটা কী
পার করে এই ফিফটি রে?

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সুজয় চক্রবর্তী-এর গল্প-সংকলন  'সূর্য এখনও অস্ত যায়নি'।প্রচ্ছদ -  রোকু ==========চলার পথে য...
26/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সুজয় চক্রবর্তী-এর গল্প-সংকলন
'সূর্য এখনও অস্ত যায়নি'।

প্রচ্ছদ - রোকু

==========

চলার পথে যা দেখেছি বা যা দেখি, সবই কি আর পাশ কাটাতে পারি! যখন পাশ কাটাতে পারি না, তখন তা কল্পনার তুলিতে ধরে ফেলি গল্পে। ফলত, খুব চেনা চরিত্রও তখন দেখি খুব অচেনা হয়ে ওঠে। আবার কখনও অচেনা মানুষও কেমন চেনা-চেনা ঠেকে! সংসারে দাম্পত্যের জটিল আবর্তে পড়ে কেউ বা হয় দিশেহারা, কেউ বা খোঁজে মুক্তির পথ। এরা কেউ কেউ নাড়া দিয়ে যায়। আঁতকে উঠি, যখন দেখি আদর করে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছে কশাই! ষড়যন্ত্র জেনেও চুপ করে কি থাকা যায়! তাই এই গল্পকথা।
কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত গল্প নিয়ে এই সংকলন। তবে গল্পগুলোর রচনাকাল প্রায় সমসাময়িক। গল্পগুলো অনেকদিন ধরেই পড়েছিল, এতদিনে প্রকাশের মুখ দেখছে। এখন পাঠকের স্পর্শ পেলে আমি ধন্য।
শব্দের জাল তো বুনেছি আমি, কিন্তু সেগুলো ‘গল্প’ হয়ে উঠল কি না, বলবেন পাঠক, আপনারা। ভালো থাকবেন।

--- সুজয় চক্রবর্তী

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে মোট কুড়িটি প্রবন্ধ নিয়ে 'জন্মদ্বিশতবর্ষে বিদ্যাসাগর ...
26/09/2024

আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে মোট কুড়িটি প্রবন্ধ নিয়ে 'জন্মদ্বিশতবর্ষে বিদ্যাসাগর - বিবিধ প্রসঙ্গ' বইটি। সম্পাদনা করছেন মণিমেখলা মাইতি।

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস

==========

এক - পারিবারিক পরিমণ্ডলে বিদ্যাসাগর ।। রাইকমল দাশগুপ্ত
দুই - বিদ্যাসাগর ও বীরসিংহ ।। শিশিরকুমার বাগ
তিন - বিদ্যাসাগর ও ফোর্ট উইলিয়াম কলেজ ।। মণিমেখলা মাইতি
চার - বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বিদ্যালয়: অতীত ও বর্তমান ।। অশোক পাল
পাঁচ - বিধবাবিবাহ আন্দোলনের পরিণতি ।। অভিজিৎকুমার ঘোষ
ছয় - বাল্যবিবাহ, সহবাস সম্মতি আইন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।। স্বপন বসু
সাত - উনিশ শতকের বাঙালি মেয়ের লেখায় বিদ্যাসাগর ।। অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়
আট - বিদ্যাসাগরের সংস্পর্শে আসা নারী ।। রুমা ঘোষ
নয় - বিদ্যাসাগর ও মুসলমান সমাজ ।। সাইফুল্লা
দশ - ‘ভূগোলখগোলবর্ণনম্’-এর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।। অসিতবরণ গিরি
এগারো - সংস্কৃত সাহিত্যের অনুবাদে বিদ্যাসাগর ও তাঁর মৌলিকতা ।। সুবিমল মিশ্র
বারো - গোপাল ঘোষাল, রাখাল সরকার এবং ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ।। আবীর কর
তেরো - শিশুসাহিত্যে বিদ্যাসাগর ।। রমেনকুমার সর
চোদ্দো - বিদ্যাসাগরের বন্ধুমহল ।। আশিস খাস্তগীর
পনেরো - বিদ্যাসাগর ও আশুতোষ: আত্মিক উত্তরাধিকার ।। রীণা ভাদুড়ী
ষোলো - বিদ্যাসাগর ও গান্ধিজি ।। হরিপদ মাইতি
সতেরো - নীরদচন্দ্র চৌধুরীর সাগর বিচার ।। শ্রুত্যানন্দ ডাকুয়া
আঠারো - রঙ্গমঞ্চে ও যাত্রার আসরে বিদ্যাসাগর ।। প্রভাতকুমার দাস
উনিশ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তালতলার চটি ।। শঙ্করকুমার নাথ
কুড়ি - বিদ্যাসাগরকে নিয়ে কিংবদন্তি: তথ্য ও সত্য ।। রতনকুমার নন্দী

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

'গল্পপত্র' পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশ পেতে চলেছে শীঘ্রই...
26/09/2024

'গল্পপত্র' পত্রিকার শারদীয় সংখ্যা প্রকাশ পেতে চলেছে শীঘ্রই...

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সুজয় চক্রবর্তী-এর গল্প-সংকলন  'যায় যায় দিন'।প্রচ্ছদ - অভিব্রত সরকার ==========মানবজীবনও কখ...
26/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে সুজয় চক্রবর্তী-এর গল্প-সংকলন 'যায় যায় দিন'।

প্রচ্ছদ - অভিব্রত সরকার

==========

মানবজীবনও কখনও কখনও অপেক্ষা করে থাকে একমুঠো ‘শান্তি’র জন্য, একটা ‘নতুন’ দিনের জন্য। যাতে ‘নতুন’ করে সব শুরু করা যায়। এইভাবেই একটা দিন যেন কোথা দিয়ে চলে যায়! অন্ধকার প্রকট হয়। রাত আসে। আবারও আসে দিন। আর এর ফাঁকেই ফাঁকেই তো সংসার জীবনে লেখা হয়ে যায় কতশত গল্প! কতশত কথামালা! থেকে যায় কতশত না-বলা কথাও। — ঠিক এই ভাবনা থেকেই গড়ে ওঠে সুজয় চক্রবর্তীর গল্পেরা, দানা বাঁধে। আটপৌরে আলো-ছায়া খেলে যায় সে-গল্পের শরীরে। অনেকান্ত জীবনের কত না দরজা-জানালা চোখে পড়ে আচম্বিতে। আসলে লেখকই তা চিনিয়ে দেন। অথচ দৈনন্দিনের ভিড়ে সে-সব যেন চোখেই পড়ত না। সুজয়ের মুন্সিয়ানা সেখানেই। সামান্য উপরকরণেই তিনি তৈরি করতে পারেন গল্পের বিস্ময়-পৃথিবী। এই কুশলতার সঙ্গেই এসে মেশে সম্পাদক সুজয়ের পরিমিতিবোধ। তাই স্বল্প পরিসরেই ব্যঞ্জনাময় হয়ে ওঠে তাঁর গল্প। এই বইয়ের ১২ টি গল্পই সে সাক্ষ্য দেয়, আর, পাঠককে হাত ধরে নিয়ে যায় এই চেনা জীবনের অচেনা সংকেতে।

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

আজ বিবস্বান দত্ত-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে বিবস্বান দত্ত-এর একটি গবেষণামূলক প্রবন্ধ 'গুপ্তকথার লুপ্ত...
25/09/2024

আজ বিবস্বান দত্ত-এর শুভ জন্মদিন। সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে বিবস্বান দত্ত-এর একটি গবেষণামূলক প্রবন্ধ 'গুপ্তকথার লুপ্তকথা'।

প্রচ্ছদ - রোকু

==========

সাহিত্যের ইতিহাস নির্মাণে অনেক সময়েই লুকিয়ে থাকে অবদমনের চিহ্ন, ক্ষমতায়নের চির-চেনা রাজনীতি। সেই রাজনীতিতে কোনও সাহিত্য ঠাঁই পায় মূলধারায়। কোনও সাহিত্য ‘অপর’ (other) হিসেবে চিহ্নিত হয়ে যায়। আবার কোনও সাহিত্য থেকে যায় বিচ্ছিন্ন, অপাঙ্‌ক্তেয়, পরিচয়হীন। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, গুপ্তকথা নাম নিয়ে জন্মেছিল এক বিশেষ ঘরানার গদ্য-আখ্যান। বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস নির্মাণে তাদের গায়েও লেগে থাকল উপেক্ষার দাগ। গুপ্তকথা গোত্রের বয়ানগুলি হয়ে উঠল অপাঙ্‌ক্তেয় বিচ্ছিন্ন এক সাহিত্য-সংরূপ। যদিও পৃথক
‘সংরূপ’-এর তকমা গুপ্তকথার কপালে জোটেনি মোটেই। বাংলা কথাসাহিত্যের ইতিহাসও তাকে মূলধারার উপন্যাসের সঙ্গে এক পঙ্‌ক্তিতে বসায় না। কিন্তু উনিশ শতকীয় ‘জনতোষ-সংস্কৃতি’১-র গুপ্তকথাগুলি এক অপরিহার্য অঙ্গ।
উনিশ শতকের দ্বিতীয় ভাগে বিভিন্ন ধরনের সৃষ্টিমূলক গদ্যের স্ফুরণে রোমাঞ্চিত হয়ে উঠছিল বাংলা সাহিত্যের পাঠককুল। অনুবাদ, পাঠ্যবইয়ের প্রয়োজনে রচিত গদ্য, বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ–প্রস্তাব প্রভৃতি পেরিয়ে বাংলা সাহিত্য ধীর পায়ে এগোচ্ছিল তার ‘সর্বার্থসিদ্ধি’-র যুগের দিকে। লেখা হচ্ছিল প্রচুর নকশা, উপন্যাস-ধর্মী বা উপন্যাস হয়ে উঠতে চাওয়া বিভিন্ন গদ্য আখ্যান। এদের মধ্যেই ছিল গুপ্তকথা-জাতীয় রচনাগুলি। গুপ্তকথা-জাতীয় লেখা বলতে সেই আখ্যানগুলিকে বোঝান হচ্ছে যাদের নামকরণে লগ্ন হয়ে আছে ‘গুপ্তকথা’ শব্দবন্ধটি। অনেকসময়েই আত্মজীবনী বা জীবনীর ভঙ্গিতে রচিত এই গদ্য আখ্যানগুলির মর্যাদাসম্পন্ন উল্লেখ পাওয়া যায় না সাহিত্যের ইতিহাস গ্রন্থগুলিতে।
গুপ্তকথা ধারার জনপ্রিয়তম এবং সম্ভবত আদি লেখক ভুবনচন্দ্র মুখোপাধ্যায়। তাঁর রচিত গুপ্তকথা গোত্রের লেখাগুলি হল, ‘তুমি কি আমার?’ (নবন্যাস; ১৮৭৩-১৮৭৯), ‘আশ্চর্য গুপ্তকথা’ (১৮৭৭-৭৮), ‘বিলাতি গুপ্তকথা’ (দুই খণ্ডে, ১৮৮৮-১৮৮৯), ‘বঙ্কিমবাবুর গুপ্তকথা’ (সহযোগী লেখক কৃষ্ণধন বিদ্যাপতি, ২ খণ্ডে, ১৮৯০), ‘হরিদাসের গুপ্তকথা’ (১৯০১), ‘রাজা আদিত্যনারায়ণের গুপ্তকথা’ (?) প্রভৃতি।
গুপ্তকথা ধারার অন্যতম উল্লেখযোগ্য লেখক হলেন পঞ্চানন রায়চৌধুরী। তাঁর এই জাতীয় কয়েকটি রচনা হল, ‘নবীন সন্ন্যাসীর গুপ্তকথা’ (১৮৯৬), ‘কুলকলঙ্কিনী বা কলিকাতার গুপ্তকথা’ (১৯০০), ‘সচিত্র হরিদাসীর গুপ্তকথা’ (১৯২০), ‘হরিদাসের গুপ্তকথা’ (১৯৩০) প্রভৃতি।
এ ছাড়াও এই ধারায় রচিত হয়েছে, বিনোদবিহারী বসুর ‘সরসীলতার গুপ্তকথা’ (১৮৮৩), শম্ভুনাথ বিশ্বাসের ‘ফচকে ছুঁড়ীর গুপ্তকথা’ (১৮৮৩), ননীলাল মুখোপাধ্যায়ের ‘ছোট বউর গুপ্তপ্রেম’ (১৮৮৩), মাখনলাল দত্তের ‘চিত্রগুপ্তের গুপ্তকথা’ (১৮৯৬), দেড়ে বাবাজীর ‘উদাসিনী রাজকন্যার গুপ্তকথা’ (১৯০৮), ‘কুল-কলঙ্কিনী’২, তারাকান্ত কাব্যতীর্থের
‘গুপ্ত-উপন্যাস’৩, কালীকুমার দত্তের ‘কেশব বাবুর গুপ্তকথা’ ইত্যাদি।
বলা বাহুল্য, উক্ত রচনাগুলির বাইরেও এই ধারায় প্রচুর লেখা হয়েছে। কালের প্রবাহে তারা অনেকেই বিলুপ্তপ্রায়।

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অতীশ রায়-এর কবিতা সংকলন 'কাল দেরি হয়ে যাবে'।প্রচ্ছদ - অতীশ রায়==========তারপর একদিন—মহামার...
25/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে অতীশ রায়-এর কবিতা সংকলন
'কাল দেরি হয়ে যাবে'।

প্রচ্ছদ - অতীশ রায়

==========

তারপর একদিন—
মহামারি থেমে যাবে
মাঠে প্রান্তরে দৌড়ে বেড়াবে
শিশুদের দল— কোলাহলে মত্ত হবে
বহুদিনের অদেখা মুখের সারি—
মুখোমুখি হবে, স্পর্শ করবে
মুখ, হাত, নাক, চিবুক
নিঃশ্বাসে মিশে যাবে ভালোবাসার কথকতা

তারপর একদিন—
আবার দেখা হবে উন্মুক্ত চরাচরে—
নির্বিষ পৃথিবীর ব্যস্ততম চৌরাস্তার মোড়ে
আমার উন্মুক্ত ওষ্ঠ— চুম্বন করবে তোমার উন্মুক্ত ঠোঁটে
সারি সারি গাড়ি, বাস থমকে দাঁড়াবে—
যদিও ট্রাফিকের সিগন্যাল সবুজ তখন
ভয়হীন, পথে নেমে আসা মুখোশহীন মানুষের দল—
চিৎকার করে বলবে— স্বাধীনতা!

==========

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে গান সংকলন 'ভদ্রেশ্বরী'।সংকলক - প্রণব কুমার চট্টোপাধ্যায়সম্পাদনা ও ভূমিকা - ঈশা দেব পালপ্রচ...
24/09/2024

সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে গান সংকলন 'ভদ্রেশ্বরী'।

সংকলক - প্রণব কুমার চট্টোপাধ্যায়

সম্পাদনা ও ভূমিকা - ঈশা দেব পাল

প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস

বইটির প্রাপ্তিস্থান ও অন্যান্য বিবরণী কমেন্টে রইল।

Address

72/2a Potuatola Lane
Kolkata
700009

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm

Telephone

+918961237050

Alerts

Be the first to know and let us send you an email when Sristisukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sristisukh:

Videos

Share

Category

Nearby media companies