Book Farm

Book Farm বাংলা সাহিত্যের আকর্ষনীয় লেখা, চমকপ্রদ প্রোডাকশন, বৈচিত্র্যময় প্রচ্ছদ, সেরা মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন Unique Quality book

আপনাকে ধন্যবাদ
23/12/2024

আপনাকে ধন্যবাদ

"ডায়াল ১০০" 📕লেখক : চিত্রদীপ চক্রবর্তী📗প্রচ্ছদ : সপ্তদীপ দে সরকার 📘প্রকাশক : বুক ফার্ম 📙দাম : ২৭৫ টাকা ************** Bo...
23/12/2024

"ডায়াল ১০০"

📕লেখক : চিত্রদীপ চক্রবর্তী
📗প্রচ্ছদ : সপ্তদীপ দে সরকার
📘প্রকাশক : বুক ফার্ম
📙দাম : ২৭৫ টাকা

**************

Boichitro.in লিংক : https://boichitro.in/?product=dial-100-chitradeep-chakraborty

Amazon লিংক : https://www.amazon.in/dp/B0DN19M6ZT

বিশেষ ছাড় সহ 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন। *(Boichitro.in WhatsApp নাম্বারে দয়া করে কল করবেন না, আপনার অর্ডার/ কোয়ারি WhatsApp করে রাখবেন, ওনারা ওয়ার্কিং আওয়ারে আপনাকে যোগাযোগ করে নেবে। দয়া করে ধৈর্য ধরবেন।)

**************

বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা : 🔶

১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,

ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের বাঁ পাশের গলির শেষ বাড়ি।
(গলির মুখে বুক ফার্ম লেখা বোর্ড দেখুন)

🕑 সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (রবিবার সহ ছুটির দিন বন্ধ)

📞 বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন : 9163644438/ 9093640105/ 9831058040

**************

"অফিসারদের সম্বল বলতে ছিল, স্রেফ দুই শুটারের কোড নেম। ব্যস, ওই পর্যন্তই! সামান্য পুঁজির ওপর নির্ভর করে তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়েছিলেন একটা মিশনে, যার নাম দেওয়া হয়েছিল, - ‘অপারেশন এপ্রিলফুল’"
আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে মুম্বই পুলিশের প্রতিটি অপারেশন বলিউডের কোনো সুপারহিট হিন্দি সিনেমার স্ক্রিপ্ট অথবা ওয়েব সিরিজের টান টান কাহিনির থেকে কম নয়।
১৯৯৩ সালে মায়ানগরীতে সিরিয়াল ব্লাস্ট-এর পর থেকে ওই অভিযান জোরদার করে মুম্বই পুলিশ। দাউদ গ্যাং-কে নিকেশ করতে নেওয়া হয় জিরো টলারেন্স নীতি। একইসঙ্গে শুরু হয় এনকাউন্টার পর্ব। নব্বইয়ের দশকে শুরু হওয়া সেই অপারেশনগুলি আন্ডারওয়ার্ল্ড-এর কোমর ভেঙে দেয়। কিন্তু যতটা সহজ বলে বিষয়টা মনে হচ্ছে, বাস্তবে তা ছিল বেশ কঠিন কাজ। এর নেপথ্যে ছিল একঝাঁক দ্যুঁদে পুলিশ অফিসারের মগজাস্ত্র এবং নিখুঁত পরিকল্পনা। এই বইতে রয়েছে একাধিক পুলিশি অভিযানের সেইসব রুদ্ধশ্বাস বর্ণনা।

আসছে
23/12/2024

আসছে

বইমেলায় আসছে.... গৌতম কর্মকারের তুলিতে
23/12/2024

বইমেলায় আসছে.... গৌতম কর্মকারের তুলিতে

'কালরাত্রি' খ্যাত মনোজ সেন ও 'হেরুক' খ্যাত সৌমিত্র বিশ্বাস আড্ডার আসরে এক ফ্রেমে। বড় খবর আসছে। আপডেটের জন্য চোখ রাখুন 'ব...
23/12/2024

'কালরাত্রি' খ্যাত মনোজ সেন ও 'হেরুক' খ্যাত সৌমিত্র বিশ্বাস আড্ডার আসরে এক ফ্রেমে।
বড় খবর আসছে। আপডেটের জন্য চোখ রাখুন 'বুক ফার্ম'-এর পেজে।

ধন্যবাদ রেডিও মির্চি! কফিটা দারুণ ছিল।
23/12/2024

ধন্যবাদ রেডিও মির্চি! কফিটা দারুণ ছিল।

বছর শেষের বড় খবরটা পেয়েছেন তো?
23/12/2024

বছর শেষের বড় খবরটা পেয়েছেন তো?

অভিনন্দন সৌমিত্রদা। রেডিও মির্চির অফিসে কিছুদিন আগে।
23/12/2024

অভিনন্দন সৌমিত্রদা। রেডিও মির্চির অফিসে কিছুদিন আগে।

ধন্যবাদ আপনাকে
23/12/2024

ধন্যবাদ আপনাকে

পাগলু খাবি কী?পাগলু আর আলাদা করে খাবে কী। আমাদের সবার মতই জল, বাতাস, খাবার, ধোঁয়া, ধুলো, মুলো, দুর্নীতি সবই খেয়ে থাকে।...
23/12/2024

পাগলু খাবি কী?

পাগলু আর আলাদা করে খাবে কী। আমাদের সবার মতই জল, বাতাস, খাবার, ধোঁয়া, ধুলো, মুলো, দুর্নীতি সবই খেয়ে থাকে। তবে এবারে খাবে আরেকটা নতুন জিনিস - 'রিপোর্ট অ্যাবিউজ'।

পাগলু চরিতের প্রথম পর্বে নানান কেস খাওয়ার পর সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে পাগলু কি সরেস তারকাটা আর সাথে কেস মেকাপ দেওয়া তার ফুটপাথী রুমমেট নেড়ি কুকুর তিনকড়ি কি লেভেলের সংসারী! তাই আলাদা করে সেই ঢাক আর পেটালাম না।

তাহলে এই পর্বে নতুন কী আছে? উত্তর হল- কী নেই! চোখের সামনে যা দেখে দেখে চোখে পিচুটি পড়ে আর যা শুনে কানে খোল জমে, সেই সবই আছে এই বইতে।
যেমন- গরু পাচার, প্রতিবাদ, গাধার গাধামি, নিউজ চ্যানেলের খিল্লি, বাঙালির বেড়াতে যাওয়ার হুজুগ, মুলোর ঢেঁকুর, গ্যাস-অম্বল, গ্রামের রাজনীতি, ইত্যাদি...ইত্যাদি...ইত্যাদি।

এই সব ঘটনা মিলিয়ে মিশিয়ে গাড্ডায় পড়ে পাগলু এমন রিপোর্ট অ্যাবিউজ খেল, যে তার গায়ের জামাটুকুও হল ছিঁড়ে কুটিপাটি। তাই ওর জামার মতো আপনারাও হেসে কুটিপাটি হতে হলে চট করে কিনে পড়ে ফেলুন 'পাগলু চরিত' সিরিজের ২ নম্বর কমিকস বই 'রিপোর্ট অ্যাবিউজ'।
মাইরি! নারকেল ছুঁয়ে প্রমিস করছি, একটুও পস্তাবেন না।

Disclaimer: হেসে চোয়াল আটকে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। রিপোর্ট অ্যাবিউজ করা চলবে না কিন্তু।

23/12/2024
বই প্রকাশনা শুধুমাত্র কেনা বেচা নয়। লেখক, পাঠক, প্রকাশক, আর্টিস্ট, মুদ্রণকর্মী, সকলের এক মেলবন্ধন। সিনিয়র জুনিয়রের  শ...
23/12/2024

বই প্রকাশনা শুধুমাত্র কেনা বেচা নয়। লেখক, পাঠক, প্রকাশক, আর্টিস্ট, মুদ্রণকর্মী, সকলের এক মেলবন্ধন। সিনিয়র জুনিয়রের শ্রদ্ধা এবং স্নেহ, সব মিলিয়ে এটাই বুক ফার্ম পরিবার।

অয়ন রাহা-র ফেসবুক ওয়াল থেকে ....
-------------------------------------

ছবিটা গত ২০২৪ বইমেলার। সদ্য প্যারানর্মাল প্রকাশিত হয়েছে। এক দুপুরে বুক ফার্মের স্টলে উপস্থিত হলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাহিত্যিক মনোজ সেন। আমি কাছে এগিয়ে যেতেই আমাকে পাশে বসালেন, অনেক গল্প হল... তারপর নিজেই বললেন, 'অয়ন তোমার বইটা দাও। ছবি তুলব।'

ধবধবে সাদা চুলের মানুষটির ব্যক্তিত্বে, পোষাকে, আলাপচারিতায় বনেদি বাঙালিয়ানা। আমি শুধু ওঁর লেখার ভক্তই নই, অসম্ভব শ্রদ্ধা করি। আর উনিও আমায় অত্যন্ত স্নেহ করেন, সেই প্রথম দিনের আলাপ থেকেই। মনে আছে রিড বেঙ্গলি বুক স্টোরে প্রথম দেখা হয়েছিল ওঁর সঙ্গে। এমন গল্পবাজ মানুষ কয়েক মিনিটের মধ্যেই বয়সের পার্থক্যটা মুছে দিলেন নিমেষে।

এটা আমার কাছে অত্যন্ত আনন্দের যে এ বছর ২০ ডিসেম্বর, ২০২৪, বুক ফার্ম থেকে মনোজ বাবুর 'এবং কালরাত্রি ২' আর আমার বই 'প্যারানর্মাল ২' একই দিনে এক সঙ্গে প্রকাশিত হল। এই মুহূর্তটা স্মৃতিতে থেকে যাবে অমলিন। আশি আর নব্বই-এর মাঝে, মন চাইলেও বয়সজনিত কারণে এখন আর লেখালিখির ধকল নেওয়া বড়ই কঠিন। হয়তো আর বই আসবে না। কিন্তু দীর্ঘ ৫৪ বছরের লেখালেখি জীবনের শেষ পর্বটি হয়তো চলবে অন্তরালে।

মনোজ সেনের নিজের কথায়, 'কলম বড় অদ্ভুত শব্দ, একবার শুরু হলে থামতে চায় না।'

এই স্পিরিট আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। আমার এবং অগণিত পাঠককুলের তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। কলম আপনার চলতে থাকুক ...

~ অয়ন রাহা

শীতের মরশুমে জঙ্গলে হাড়হীম অভিযানের জন্য প্রস্তুত তো?জোর কদমে সেই অভিযানের অলংকরণের কাজ চালাচ্ছেন শিল্পী গৌতম কর্মকার। আ...
23/12/2024

শীতের মরশুমে জঙ্গলে হাড়হীম অভিযানের জন্য প্রস্তুত তো?

জোর কদমে সেই অভিযানের অলংকরণের কাজ চালাচ্ছেন শিল্পী গৌতম কর্মকার।

আর লেখক কে অনুমান করুন তো?

শিল্পী গৌতম কর্মকারের হাতে "অদ্ভুতুড়ে ভাতের হোটেল।"**************আছে এক ভাতের হোটেল। তবে, তা স্রেফ নামেই। বাংলা সাহিত্যে...
23/12/2024

শিল্পী গৌতম কর্মকারের হাতে "অদ্ভুতুড়ে ভাতের হোটেল।"
**************
আছে এক ভাতের হোটেল। তবে, তা স্রেফ নামেই। বাংলা সাহিত্যের আর পাঁচটা ভাতের হোটেলের মতো এই হোটেল নয়। এই হোটেল যত না অদ্ভুত, তার চেয়ে বেশি অদ্ভুত খোদ হোটেলের মালিক। তিনি কে?
প্রাপ্তবয়স্ক উপযোগী সুপারন্যাচারাল নভেলা সংকলণ ; এমন স্বাদের বই বাংলায় আগে পড়েননি।
**************
লেখক : নিয়াজ মেহেদী
প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
অলংকরণ : গৌতম কর্মকার
প্রকাশক : বুক ফার্ম
দাম : ৩৯৯ টাকা
**************
Boichitro.in লিংক :
https://boichitro.in/...
Amazon লিংক :
https://www.amazon.in/dp/B0DMFBDF7K

'লেখায় শিব্রাম রেখায় শ্রীশৈল-১' পাতায় পাতায় মজার কার্টুন ছবিতে ঠাসা এই বইতে রয়েছে দমফাটা হাসির ২২ টি গল্প ও শিবরামের অজা...
23/12/2024

'লেখায় শিব্রাম রেখায় শ্রীশৈল-১'

পাতায় পাতায় মজার কার্টুন ছবিতে ঠাসা এই বইতে রয়েছে দমফাটা হাসির ২২ টি গল্প ও শিবরামের অজানা জীবন নিয়ে ৩০টি দুষ্প্রাপ্য রচনা

📕লেখক : শিবরাম চক্রবর্তী
📙অলংকরণ : শৈল চক্রবর্তী
📘প্রকাশক : বুক ফার্ম
📙দাম : ৩৪৯ টাকা
🔴 Boichitro.in অনলাইন অর্ডার লিঙ্ক- https://boichitro.in/?product=lekhay-sibram-rekhay-srisaila-vol-1-shibram-chakraborty

**************************
*(নতুন প্রচ্ছদ সহ পরিমার্জিত সংস্করণ)

লোকাল ট্রেন চলছে মানে সেখানে ঝগড়াও চলছে। কিছু করার নেই। ট্রেনের সিট এর মাপ সাড়ে তিনজনের। এই সাড়ে তিন নম্বর ব্যক্তি হল...
23/12/2024

লোকাল ট্রেন চলছে মানে সেখানে ঝগড়াও চলছে। কিছু করার নেই। ট্রেনের সিট এর মাপ সাড়ে তিনজনের। এই সাড়ে তিন নম্বর ব্যক্তি হলেন বাপের গোপনে বিয়ে করা মায়ের সন্তান এর মতন। তাঁকে নিয়ে সম্পত্তি ভাগ মানে ট্রেনের সিট ভাগে সমস্যা হবেই। এছাড়া ট্রেনে উঠলে সব কেঁচোই নিজেকে অ্যানাকোন্ডা মনে করে। টিকিট কেটে উঠছে মানে গোটা ট্রেনে তাঁদের বাপের। এছাড়াও আছে অভিজ্ঞতা! কাজের অভিজ্ঞতা নয় ডেলি প্যাসেঞ্জারির অভিজ্ঞতা না থাকলে ট্রেনে চড়ার যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। সকলের পেটে গ্যাস আর বুকে বারুদ নিয়ে ট্রেনে ওঠেন। তাই আগুন লাগতে দেরি হয়না। কেউই বিনা যুদ্ধে একটুও মেদিনীপুর ছাড়তে রাজি নন। এভাবেই ঝগড়া করতে করতে চলে আসবে হাওড়া। কবি বলেছেন -
" ভিড় ট্রেনে লোকে খায় কত শুকনো কেস ,
হালুয়া এসে গেলেই সব যুদ্ধ শেষ!
সারা ট্রেন লোকে উস্কায়,
ফাইট কোনি কোনি ফাইট,
হাওড়ার নেমে গেলে সব হালুয়া টাইট!"
বইমেলায় আসছে সুমন সরকারের নতুন বই " কেস খাওয়ার কিসসা "।
ছবি: শুভম ভট্টাচার্য

"সচিত্র টারজান সিরিজ ২"লেখক : সব্যসাচী (সুধীন্দ্রনাথ রাহা)অলংকরণ : নারায়ণ দেবনাথসম্পাদনা : ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রচ...
23/12/2024

"সচিত্র টারজান সিরিজ ২"

লেখক : সব্যসাচী (সুধীন্দ্রনাথ রাহা)
অলংকরণ : নারায়ণ দেবনাথ
সম্পাদনা : ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : অর্ক চক্রবর্তী
প্রকাশক : বুক ফার্ম
দাম : ৪৪৯।

*******************

বিশেষ ছাড় সহ 'অনলাইন অর্ডার' করতে চাইলে Boichitro.in এর হেল্পলাইন নাম্বারে 9674480588 WhatsApp Order করতে পারেন।
*(Boichitro.in WhatsApp নাম্বারে দয়া করে কল করবেন না, আপনার অর্ডার/ কোয়ারি WhatsApp করে রাখবেন, ওনারা ওয়ার্কিং আওয়ারে আপনাকে যোগাযোগ করে নেবে। দয়া করে ধৈর্য ধরবেন।)
🔴 Boichitro.in অনলাইন অর্ডার লিঙ্ক-
https://boichitro.in/?product=sachitra-tarzan-series-2-sudhindranath-raha

🔴 আমাজন অনলাইন লিঙ্ক-
https://www.amazon.in/Sachitra-Adventure-Nostalgia-Sudhindranath-Illustrations/dp/B0DLN3VP4V/ref=sr_1_1

************************

বুক ফার্ম কলেজস্ট্রিট শোরুম ঠিকানা :
🔶 ১৬, সূর্য সেন স্ট্রিট, (কলেজ স্কোয়ারের বিপরীতে), কলকাতা ১২,
ল্যান্ডমার্ক : কলেজ স্কোয়ার 'পুঁটীরাম মিষ্টি'র দোকানের/ সিটি কলেজ স্কুলের বাঁ পাশের গলির শেষ বাড়ি।
(গলির মুখে বুক ফার্ম লেখা বোর্ড দেখুন)
🕑 সময় : বেলা ১২- সন্ধ্যা ৭ টা (রবিবার বন্ধ)
📞 বুক ফার্ম শো-রুম খুঁজে না পেলে যোগাযোগ করুন: 9163644438/ 9093640105/ 9831058040

****************

🇧🇩 বাংলাদেশে বই পেতে গেলে :
(ছাড় ছাড়া)
বাতিঘর, বুকস অফ বেংগল, ইন্দোবাংলা বুক শপ, রকমারি, Vest pocket তে অর্ডার দিলে ওনারা আনিয়ে দেবেন। বইয়ের নামের সাথে উল্লেখ করে দেবেন প্রকাশক : 'বুক ফার্ম

*******************

অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর কৈশোরের হারিয়ে যাওয়া নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে এল ‘বুক ফার্ম’। প্রায় ৫০ বছরের আগের পত্রিকার পাতায় হারিয়ে যাওয়া ‘অগ্রন্থিত’ টারজান উপন্যাস যা এডগার রাইজ বারোজের টারজান অনুবাদে নয়, এক মৌলিক টারজান কাহিনি হিসেবে ফিরে এল – ‘সব্যসাচী’ (সুধীন্দ্রনাথ রাহা)-র স্বাদু কলমের ছোঁয়ায়। এই সংকলনের পাতায় পাতায় নারায়ণ দেবনাথের দুষ্প্রাপ্য অলংকরণ বইটিকে অন্য মাত্রা দিয়েছে।
১৯৫২-১৯৯৩ অবধি প্রায় ৪১ বছর ধরে সুধীন্দ্রনাথ রাহা ও নারায়ণ দেবনাথ জুটি টারজান সিরিজের মণিমুক্তো বাংলা সাহিত্যে ছড়িয়ে দিয়ে গেছেন। এই দীর্ঘ সফরে প্রায় ৪১ বছরে নারায়ণ দেবনাথের অলংকৃত ছবি ৯০০-রও বেশি! বাংলা গ্রন্থ অলংকরণের ইতিহাসে এ এক বিরল রেকর্ড!
নারায়ণ দেবনাথ প্রথম টারজান অলংকরণ শুরু করেন ২৬ বছর বয়সে এবং এই সিরিজের শেষ যখন হয় তখন তাঁর বয়স ৬৮ বছর!
আত্মবিস্মৃত বাঙালি আজ ভুলতে বসেছেন ‘সব্যসাচী’রূপী সুধীন্দ্রনাথকে, টারজান-অলংকরণ শিল্পী নারায়ণ দেবনাথকে। সেইজন্যেই ‘বুক ফার্ম’-এর পক্ষ থেকে তাঁদের কথা স্মরণ করে পাঠকদের হাতে বইটি তুলে দেওয়া হল।

Address

16, Surya Sen Street, College Square, College Street, Kolkata (BESIDES PUNTIRAM SWEET SHOP)
Kolkata
700012

Opening Hours

Monday 12am - 7pm
Tuesday 12am - 7pm
Wednesday 12am - 7pm
Thursday 12am - 7pm
Friday 12am - 7pm
Saturday 12am - 7pm

Telephone

+919831058040

Alerts

Be the first to know and let us send you an email when Book Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Farm:

Videos

Share

Category