Tamralipi - তাম্রলিপি

Tamralipi - তাম্রলিপি তাম্রলিপি বিশ্বাস করে তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে তাম্রলিপি সবসময় তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের আগ্রহকে প্রাধান্য দিয়ে বই প্রকাশ করে থাকে। আত্নপ্রকাশের পর থেকে তাম্রলিপি সাহিত্যের প্রায় সব শাখাতেই বই প্রকাশ করে আসছে। এখন পর্যন্ত তাম্রলিপি থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় এক হাজার।

আলোকিত সমাজ বিনির্মাণে তাম্রলিপি নিরলস বই প্রকাশ করে যাচ্ছে। তাম্রলিপির বিশ্বাস- তরুণ প্রজন্ম বই পড়ায় অভ্যস্থ হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।

শিশিরকন্যা জয়িতা- এর বই “একটু কথা ছিল” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!!! 🔥🔥🛒অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।📍...
29/05/2024

শিশিরকন্যা জয়িতা- এর বই “একটু কথা ছিল” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!!! 🔥🔥

🛒অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ।

📍বইয়ের ফ্ল্যাপ থেকেঃ
অনেকের মতে আমি লাইফ সেভার। আমাকে
ব্যবহার না করলে কারো চোখে ঘুমই আসে না।
কারো কারো রাত জাগা সঙ্গী আমি। আমিই সবাইকে
পরিচয় করিয়ে দেই, কাছে টেনে আনি। হারানো
সাথিকে খুঁজে নিয়ে আসি। সবার গোপন তথ্য জানি
আমি। সবার লুকানো ইতিহাস আমার নখদর্পণে।
দুনিয়ার এত এত মানুষের পছন্দ, অপছন্দ, ভালো
কর্ম, অপকর্ম, অভিযোগ, অনুযোগ, সফলতা,
ব্যর্থতা সবই আমি ধারণ করি অকপটে, নীরবে।
বলুন তো আমি কি?

বইঃ একটু কথা ছিল
লেখকঃ শিশিরকন্যা জয়িতা
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ৩৮০ টাকা
২০% ছাড়ে ২৮৫ টাকা

পছন্দের বই কিনতে ভিজিট করুনঃ www.tamralipi.com

#বইমেলা২০২৪ #তাম্রলিপি #উপন্যাস

19/05/2024

একবার ভেবে দেখুন তো আপনার শিশুর ভবিষ্যত আপনার হাতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা?
আপনার শিশুর সব কাজ করে দিতে গিয়ে উল্টো তার ভবিষ্যতের স্বাবলম্বী হওয়ার ইচ্ছাকে অঙ্কুরেই নস্ট করে ফেলছেন না তো ?
আমাদের দেশে মা-বাবাদের/অভিভাবকদের ধারণা সব কাজ করে দিলেই বুঝি একটি শিশুকে সাহায্য করা হয়। কিন্তু এই ধারণাটি ভুল। উন্নত শিক্ষাব্যবস্থার শীর্ষে থাকা জাপানে শিশুদের ছোটোবেলা থেকেই নিজের কাজ নিজে করে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাই তাদেরকে পরবর্তী জীবনে দায়িত্বশীল ও সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।
আপনিও যদি আপনার শিশুকে ভবিষ্যতে দায়িত্বশীল ও সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আজই আপনার শিশুর হাতে তুলে দিন তাম্রলিপি থেকে প্রকাশিত “আমি পারি” সিরিজ।
এই সিরিজে আছে ৫ টি বই-
আমি দাঁত ব্রাশ করতে পারি
আমি হাত ধুতে পারি
আমি গোসল করতে পারি
আমি নখ কাটতে পারি
আমি সাঁতার কাটতে পারি
এই ৫ টি বই শিশুরা নিজেরাই করতে পারবে এমন ৫ টি কাজের উপর ভিত্তি করে লেখা। বইগুলোতে গল্পের মাধ্যমে শিশুদের নিজের কাজ নিজে করার জন্য উৎসাহিত করার পাশাপাশি কাজগুলো সঠিকভাবে করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি বইয়ের শেষে আছে ইন্টারেক্টিভ ক্যালেন্ডার যেখানে প্রতিদিন নিজের কাজ নিজে করা শেষে টিক দিতে । বাচ্চাদের স্বাবলম্বী হওয়ার ইচ্ছাকে বাড়তি উৎসাহ জোগানোর জন্য বইশেষে থাকছে আরেক চমক!!
তাহলে আর দেরি কেনো....?
বইটি অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!
লেখকঃ এস এম নাজনীন মোনালিসা
নূরে আশরাফী জান্নাত
প্রকাশনীঃ তাম্রলিপি
মুদ্রিত মূল্যঃ ১৬০ টাকা করে প্রতিটি বই।
২০% ছাড়ে ১২৮ টাকা করে প্রতিটি বই!
"একসাথে পুরো সিরিজের ৫ টি বই ৫০০ টাকা"
অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/
তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ
তাম্রলিপি YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1
#অর্ডার #তাম্রলিপি

বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন নুজাইরার গল্প নিয়ে রাহাত রাস্তি'র নতুন উপন্যাস "অগ্নিতে নৈর্ঋতে"অর্ডার করুন ২০% ছাড়ে!দক্ষ...
15/05/2024

বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাপ্টেন নুজাইরার গল্প নিয়ে
রাহাত রাস্তি'র নতুন উপন্যাস
"অগ্নিতে নৈর্ঋতে"

অর্ডার করুন ২০% ছাড়ে!

দক্ষিণ-পূর্ব কোণের নাম অগ্নি। দক্ষিণ-পশ্চিম কোণের নাম নৈর্ঋত। বাংলাদেশী বংশোদ্ভূত ক্যাপ্টেন নুজাইরা। এথেন্স থেকে জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ব্রাজিলের উদ্দেশ্যে। সেই জাহাজের সাথেও দক্ষিণের সম্পর্ক। কারণ জাহাজের নাম সাউথ ফ্লাওয়ার।

শোনো গো দখিনও হাওয়া, প্রেম করেছি আমি চোখেতে লেগেছে নেশা দিক ভুলেছি আমি। হাসে নুজাইরা। ক্যাপ্টেনদের দিক ভুলে যেতে নেই। নির্ভুল দিকে কি শেষ পর্যন্ত যেতে পেরেছিল নুজাইরা?

গুস্তাভ নামের এক জলদস্যু কাকে বেঁধেছিল প্রেমে ও কামে? নাটকীয়ভাবে জেনে গিয়েছিল নুজাইরা, বেঁচে আছেন বাবা। শেষ পর্যন্ত বাবার সাথে কি দেখা হয়েছিল ক্যাপ্টেনের? নানা রোমাঞ্চকর ঘটনায় এগিয়েছে ক্যাপ্টেন নুজাইরার জাহাজ। পৃথিবীর নানা দিকে। নানা কোণে। অগ্নিতে নৈর্ঋতে।

বইঃ অগ্নিতে নৈর্ঋতে
লেখকঃ রাহাত রাস্তি
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২০% ছাড়ে মূল্যঃ ৩২০ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি
See less

উদ্যোক্তাদের গল্প নিয়ে অসাধারণ একটি বই "বাংলাদেশের এগিয়ে যাওয়া নারীরা"অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!স্মার্ট আইসিটি এওয়ার্...
15/05/2024

উদ্যোক্তাদের গল্প নিয়ে অসাধারণ একটি বই "বাংলাদেশের এগিয়ে যাওয়া নারীরা"

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

স্মার্ট আইসিটি এওয়ার্ড ২০২৩ প্রাপ্ত উইমেন এন্ড ই কমার্স ( উই) এর প্রতিষ্ঠাতা ‘নাসিমা আক্তার নিশা’। ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা নিশা প্রযুক্তির সাথে সখ্য গড়েন প্রযুক্তি ব্যবসার সাথে। গেইমিং এবং সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি দিয়ে ব্যবসায়িক উদ্যোগের সূচনা করে যুক্ত হোন ডিজিটাল ইন্ডাস্ট্রিতে। ই-ক্যাবের সাথে যুক্ত হওয়ার পর প্রতিষ্ঠা করেন নারী উদ্যোক্তাদের আশার বাতিঘর Women & e-Commerce (WE) ওমেন এন্ড ই-কমার্স (উই)।

করোনাকালীন হতাশাগ্রস্থ নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ভরসাস্থল হয়ে এখন লাখো নারীর পথের দিশা নাসিমা আক্তার নিশা ও উই। ঢাকার এই মেয়ে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে নিজে জড়িয়ে যান প্রযুক্তিগত উদ্যোগে। বিগত কয়েক বছরে দেশে বিদেশে অসংখ্য সেমিনারে এই বিষয়ে নানা বক্তব্য দিয়েছেন, পত্রিকা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাঁর লেখা এবং তাঁকে নিয়ে বহু ফিচার। আর মানুষ হর-হামেশাই জানছে উইয়ের উদ্যোক্তাদের নানা গল্প।

বইঃ বাংলাদেশের এগিয়ে যাওয়া নারীরা
লেখকঃ উই এর নারী উদ্যোক্তাগণ
প্রকাশনীঃ তাম্রলিপি

উই-এর নতুন বই "বাংলাদেশের এগিয়ে যাওয়া নারীরা” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
২০% ছাড়ে ৪০০ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি
See less

বাউল সাজু- এর নতুন বই "জোছনার জলে প্রতিবিম্ব"অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! 🔥🔥জীবন যুদ্ধে পযুর্দস্ত মাহফুজ। মনে অবর্ণনীয়...
14/05/2024

বাউল সাজু- এর নতুন বই "জোছনার জলে প্রতিবিম্ব"

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! 🔥🔥

জীবন যুদ্ধে পযুর্দস্ত মাহফুজ। মনে অবর্ণনীয় কষ্ট পুঁজি করে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। পথ চিনিয়ে দেবে ঠিকানা। অদৃষ্টের হাতে সঁপে দিয়েছে নিজেকে। স্রোতের শ্যাওলা হয়ে ভেসেছে এ ঘাট থেকে ওঘাটে। অবশেষে স্থির হয় এক পরিবারে। সেই পরিবারের অতি আদরের বুদ্ধিমতি সোফিয়ার চোখে অন্য রকম এক আলোর খেলা দেখতে পায় সে। মনের গহীনে দগদগে ঘা। মাহফুজ ঘা শুকানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি, বরং সারাক্ষণ অতীত রোমন্থনে ব্যস্ত রাখে নিজেকে।

সোফিয়া নিজেকে মেলে ধরার চেষ্টা করে নানাভাবে। উদ্দেশ্য একটাই মুখচোরা মাহফুজকে আপন করে কাছে পাওয়া। মাহফুজ ঠিক তার উল্টো। মাহফুজ নিজেকে গুটিয়ে খোলসের আড়ালে বন্দী করে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। সাপলুডু খেলার প্রতিযোগিতায় কে জিতবে? নাকি অলক্ষ্যে বিধাতা নতুন কোন কাহিনী রচনা করবেন? টানাপোড়েনের কাহিনী “জোছনার জলে প্রতিবিম্ব”। শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে টান টান উত্তেজনা। ভালোবাসা, বিরহ আর জীবন সংগ্রামের এক চুম্বকসম ইতিহাস জানতে আপনাকে পড়তে হবে “জোছনার জলে প্রতিবিম্ব।”

বইঃ জোছনার জলে প্রতিবিম্ব
লেখকঃ বাউল সাজু
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ৩৪০ টাকা
২০% ছাড়ে ২৭২ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি #বাউল_সাজু
See less

২০% ছাড়ে রাহাত রাস্তি-এর নতুন শিশুতোষ গল্পের বই ‘‘বর্ণনা ও পিংকি বেগম’এক দেশে ছিল এক ভাল্লুককন্যা। তার নাম পিংকি বেগম। প...
14/05/2024

২০% ছাড়ে রাহাত রাস্তি-এর নতুন শিশুতোষ গল্পের বই ‘‘বর্ণনা ও পিংকি বেগম’

এক দেশে ছিল এক ভাল্লুককন্যা। তার নাম পিংকি বেগম। পিংকি বেগমের খেলতে খুব ভালো লাগে। সে সারাদিন তাদের বাসার সামনে ফুল পাতা ঘাস নিয়ে খেলা করে।
একদিন পিংকি বেগমের বাবা বললেন, আমরা বেড়াতে যাচ্ছি। পিংকি বেগম বলে, কোথায় বেড়াতে যাব, বাবা?

বইঃ বর্ণনা ও পিংকি বেগম
লেখকঃ রাহাত রাস্তি
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা
২০% ছাড়ে ৩২০ টাকা

#অর্ডার #তাম্রলিপি
See less

তাম্রলিপি'তে "টেলিমার্কেটিং এক্সিকিউটিভ" পদে নিয়োগ দেয়া হবে।দায়িত্বঃ১. ফোনের মাধ্যমে গ্রাহকদের বই সম্পর্কে প্রয়োজনীয় তথ্...
14/05/2024

তাম্রলিপি'তে "টেলিমার্কেটিং এক্সিকিউটিভ" পদে নিয়োগ দেয়া হবে।
দায়িত্বঃ
১. ফোনের মাধ্যমে গ্রাহকদের বই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।
২. গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বইয়ের অর্ডার সংগ্রহ করতে হবে।
৩. প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সেলস রিপোর্ট তৈরী করতে হবে।
৪. সেলস টার্গেট অনুযায়ী কাজ করতে হবে।

চাকুরির স্থান/ কর্মক্ষেত্রঃ
তাম্রলিপি অফিস (৫০ পুরানা পল্টন লাইন, ঢাকা)

বেতনঃ
# ২০,০০০- ২৫,০০০ টাকা

অন্যান্য সুবিধাঃ
মোবাইল বিল
উৎসব বোনাস: ২ (বার্ষিক)
সিভি মেইল করার ঠিকানা
[email protected]
আবেদনের শেষ সময়ঃ
৩১/০৫/ ২০২৪ ইং পর্যন্ত
অবশ্যই মেইল এর Subject এ “Applying for the post of Telemarketing Executive" লিখে সিভি মেইল করবেন।

মাহবুবুর রহমান তুহিন- এর নতুন বই “চেকবই”অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!"স্বপ্ন দেখেন দুঃস্বপ্নের দুর্গে বসে। বেদনার মহাসাগ...
12/05/2024

মাহবুবুর রহমান তুহিন- এর নতুন বই “চেকবই”

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

"স্বপ্ন দেখেন দুঃস্বপ্নের দুর্গে বসে। বেদনার মহাসাগরে আনন্দে অবগাহন করেন। তাই পাতাঝরা রোদ্দুর সকালে সোনাঝরা ফসল ফলাতে ভূমিকে কর্ষণ করেন। ক্ষয়ে যাওয়া বিকেলের নিস্ফলা মাঠে স্বপ্নগুলো ম্লান-মলিন-ম্রিয়মান। ধূসর পান্ডুলিপি ঝরা পালকের মতো ঝরে যায় কালের যাত্রায়। নগ্ননির্জন হাতে কবি লেখেন দিন শেষের দিনলিপি।

সেখানে ফোটে ওঠে মাটি-মদ-মাংস, শিল্প ও সুন্দরের প্রতি কবির প্রচ্ছন্ন পক্ষপাত। শব্দের নিখুঁত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে অক্ষরগুলো শপথের স্বাক্ষর ঘোষণা করে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলোকে নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে। ঝরাপাতার পদ্য-অনবদ্য হয়ে সময়ের সাক্ষ্য হয়ে আগামীর পথে হেঁটেছে। কবিতার জন্য আশা কবির জন্য ভালোবাসা।"

বইঃ চেকবই
লেখকঃ মাহবুবুর রহমান তুহিন
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
২০% ছাড়ে ১৬০ টাকা

#অর্ডার #তাম্রলিপি
See less

শ্যামসুন্দর সিকদার- এর নতুন বই “যদি এমন করে বলা যেত”অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!“মরণ রে!এজন্যই তোমারে বলি : এখনও কত কাজ...
12/05/2024

শ্যামসুন্দর সিকদার- এর নতুন বই “যদি এমন করে বলা যেত”

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

“মরণ রে!
এজন্যই তোমারে বলি : এখনও কত কাজ করা হয় নাই
তাই তুমি এখন এসো না
ওই পদ্মা সেতুটা ঘুইরা ফিরা দেখে তুমি একটু সময় কাটাও
আর এদিকে আমার কাজগুলো একটু শেষ হোক
তারপর আমিই তোমারে ডাক দিব যাবার জন্য;
অতএব আমার প্রার্থনা মঞ্জুর করো।
মরণ রে ! তুমি এখন এসো না
এই আমি এখন মানুষের মঙ্গল কাজে ব্যস্ত আছি ॥”

বইঃ যদি এমন করে বলা যেত
লেখকঃ শ্যামসুন্দর সিকদার
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
২০% ছাড়ে ১৬০ টাকা

#অর্ডার #তাম্রলিপি
See less

বিশ্ব মা দিবস--------------পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃ...
12/05/2024

বিশ্ব মা দিবস
--------------

পৃথিবীর মধুরতম ডাক মা। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা নামের ওই মমতাময়ী নারীর আঁচল। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় বিশ্ব মা দিবস।

আসলে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না। প্রতিটি মায়েরই সন্তানের ভালোবাসা প্রাপ্য প্রতিদিনই। তবুও দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান, নিজের সব স্বাদ-আহ্লাদ সন্তানের নামে করে দেন যে মা, তার সম্মানে আলাদা করে একটু ভালোবাসা জানাতেই এই দিনটি পালন করা হয়।

পৃথিবীর সকল যুগের সকল ধর্মে মা সম্মান রাখা হয়েছে সবচেয়ে উঁচুতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আমি মানুষকে তার মা-বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে। তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার শোকরিয়া ও তোমার মা-বাবার শোকরিয়া আদায় করো।’ (সুরা লোকমান, আয়াত: ১৪)।

পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় ‘মা’ ডাকের শব্দগুলোর মধ্যেও আছে উচ্চারণগত অদ্ভূত এক মিল। সবগুলো শব্দের শুরুই ‘এম’ অথবা ‘ম’বর্ণটি দিয়ে। জার্মান ভাষায় ‘মাট্টার’, ওলন্দাজ ভাষায় ‘ময়েদার’, ইতালিয়ান ভাষায় ‘মাদর’, চীনা ভাষায় ‘মামা’, প্রাচীন মিশরীয় ভাষায় ‘মাত’, সোয়াহিলি ভাষায় ‘মামা’ এবং আফ্রিকান, হিন্দি ও বাংলা ভাষায় ‘মা’।

জানা যায়, মা দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে। সেখানে প্রচলিত ছিল মাতৃরূপী দেবী সিবেল ও দেবী জুনোর আরাধনা। এছাড়া ইউরোপ এবং যুক্তরাজ্যে প্রচলিত ছিল মাদারিং সানডের মতো বেশ কয়েকটি আচার-অনুষ্ঠান। সবসময় মায়েদের সম্মানে মাদারিং সানডে পালিত হতো নির্দিষ্ট একটি রোববার।

এনামুল হক এর বই "অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার"অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!"অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্য...
07/05/2024

এনামুল হক এর বই "অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার"

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

"অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার” একটি সময়োপযোগী বই যা আপনাকে এই গিগ-ইকোনমির যুগে আধুনিকরণের জন্য যথেষ্ট সাহায্য করবে। এই বইটি ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন থেকে শুরু করে, গিগ-অর্থনীতি ব্যবসায় বেঁচে থাকার বা অনলাইন ক্যারিয়ার করার সব বস্তুনিষ্ঠ বিষয়গুলোতে আপনাদের হিতাহিত জ্ঞান দান করবে।

আমরা জানবো গিগ প্ল্যাটফর্মে লাভজনক ব্যবসার পদক্ষেপসমূহ, ডিজিটাল শ্রমের বাজারে কীভাবে নিজেকে দাঁড় করবো। কী শিখবো, কোথায় কীভাবে ক্যারিয়ার করবো, ভবিষ্যতের নতুন নতুন চাকরির বাজারগুলো কী হবে। ভবিষ্যতের মোক্ষম দক্ষতাসমূহ এবং তা করায়ত্ত করার উপায়গুলো।

ফ্রিল্যান্সিং জগতে পদচারনের সঠিক স্টেপ বাই স্টেপ গাইডলাইন, ডিজিটাল এন্ট্রেপ্রেনিউরশিপই বা কীভাবে করবো। কীভাবে আমি একজন সফল ডিজিটাল উদ্যোক্তা হবো। স্টার্টআপ স্টার্ট করার সুম্পূর্ণ গাইডলাইন । অনলাইন লেনদেন এবং অর্থ উপার্জন করার উপায়গুলো, কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। ক্রিপ্টোকারেন্সি ইনভেসমেন্ট এবং এটা কিভাবে কাজ করে, এ নিয়ে বিস্তারিত।

ডিজিটাল নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটির সাবধানতা নিয়েও রয়েছে বিশাল আলোচনা। নানান টিপস এন্ড ট্রিকস। সব শেষে এই বইতে আমি অনেক অত্যাধুনিক উদীয়মান প্রযুক্তির সংজ্ঞা দিয়েছি সহজ সরল ভাষায়, যা আপনাকে মডার্ন টেকনোলজি সমন্ধে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। ডিজিটাল ব্যাবসায় বা ফ্রিল্যানসিংয়ের জন্য কতিপয় এঙ্কুসিভ রিসোর্স আমি পরিচয় করিয়েছি এই বইতে। এক কথায়, অনলাইন ব্যবসা করা আর ডিজিটাল কর্মজীবনের এটি আপনার "Go-To” রেফারেন্স। "

বইঃ অনলাইন বিজনেস অ্যান্ড ডিজিটাল ক্যারিয়ার
লেখকঃ এনামুল হক
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

মুদ্রিত মূল্যঃ ৪৬০ টাকা
২০% ছাড়ে ৩৬৮ টাকা

#অর্ডার #তাম্রলিপি
See less

মাসুদ রায়হান এবং জামাল উদ্দিন জামি- এর নতুন বই “অদম্য”অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!অদম্য … স্টোরিজ অফ ট্যালেন্টস। শ্রেষ্...
07/05/2024

মাসুদ রায়হান এবং জামাল উদ্দিন জামি- এর নতুন বই “অদম্য”

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অদম্য … স্টোরিজ অফ ট্যালেন্টস। শ্রেষ্ঠত্ব এবং সফলতা এক দিনের কোন বিচ্ছিন্ন ঘটনা না। প্রতিদিনের তীক্ষ্ণ মাইন্ডসেট, নিরলস পরিশ্রম আর অপ্রতিরোধ্য দুঃসাহসিক অভিগমন আমাদেরকে চূড়ান্ত গন্তব্যস্থলে নিয়ে যায়। আমাদের চারপাশের এই স্বীকৃতিবিহীন ট্যালেন্ট আর তাদের প্রতিদিনের স্বতন্ত্র অবদান নিয়েই ষোলোটি গল্পে সাজানো হয়েছে অদম্য।

দুইজন লেখকের পেশাদারি অভিজ্ঞতার প্রতিচ্ছায়া এই ষোলোটি গল্প। প্রতিটি গল্প কাল্পনিক হলেও মূল উপজীব্য প্রতিদিনের সাধারণ জীবন থেকেই নেয়া। প্রয়োজন সাপেক্ষে গল্পগুলোতে রেফারেন্স সহ সম্পৃক্ত থিওরিগুলো জুড়ে দেয়া হয়েছে। আত্ম-উন্নয়ন এবং অনুপ্রেরণার পাথেয় হিসেবে এই বইটি আপনার জীবনে স্বীকৃত মাইলফলক হয়ে থাকবে।

বইঃ অদম্য
লেখকঃ মাসুদ রায়হান এবং জামাল উদ্দিন জামি
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

মুদ্রিত মূল্যঃ ৪৮০ টাকা
২০% ছাড়ে ৩৮৪ টাকা

#অর্ডার #তাম্রলিপি #অদম্য
See less

মোবাইলফোনের কার্টুন/ভিডিও ছাড়া সন্তানকে খাওয়ানোর কথা কি আপনি ভাবতে পারেন?এই কাজ কি আপনার কাছে পাহাড়সম কঠিন মনে হয়?তাহলে ...
05/05/2024

মোবাইলফোনের কার্টুন/ভিডিও ছাড়া সন্তানকে খাওয়ানোর কথা কি আপনি ভাবতে পারেন?

এই কাজ কি আপনার কাছে পাহাড়সম কঠিন মনে হয়?

তাহলে ২০% ছাড়ে "আমি খাই" সিরিজের বইগুলো আপনার শিশুর জন্য আজই সংগ্রহ করুন...

খাবারের প্লেট নিয়ে বাচ্চার পেছনে লেগে থাকার(দৌড়ানোর) জন্য প্রচুর সময় ও পরিশ্রম দরকার হয়। তাই অনেকেই সাময়িক সমাধান হিসেবে বেছে নিয়েছেন মোবাইল ফোনকে। কিন্তু এই সাময়িক সমাধান যে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করবে সেই বিষয়ে সচেতন না কেউই। এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কী?

এই সমস্যার সমাধান হলো একটাই — খাবারকে শিশুদের বন্ধু বানানোর চেষ্টা করুন। আর নতুন এই বন্ধু বানানোর যাত্রায় আপনাদের পাশে থাকছি আমরা তাম্রলিপি প্রকাশনি।

বাচ্চাদের বিভিন্ন ধরনের সবজি, ফল, মাছ, ডিম, দুধসহ অন্যান্য সকল পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার জন্য তাম্রলিপি প্রকাশনি থেকে প্রকাশ করা হয়েছে "আমি সব খাই" সিরিজের ৬ টি বই..
১. আমি সবজি খাই
২. আমি ফল খাই
৩. আমি দুধ খাই
৪. আমি ডিম খাই
৫. আমি ভাত খাই
৬.আমি মাছ খাই

চমৎকার সব ইলাস্ট্রেশনে ভরপুর এই বইগুলোতে গল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের মাছ, সবজি, ফলের সাথে পরিচিত করানো হয়েছে এবং একইসাথে খাদ্যের পুষ্টিগুণ ও উপকারিতাও জানানো হয়েছে। এছাড়াও প্রতি বইয়ের শেষে আছে ইন্টারেক্টিভ ক্যালেন্ডার। প্রতিদিন দুধ, ডিম খেয়ে কিংবা বিভিন্ন ধরনের সবজি বা ফল খেয়ে সেই ক্যালেন্ডারে টিক দিয়ে সব ঘর পূরণ করতে পারলেই বইশেষে থাকছে আরেক চমক!!

তাহলে আর দেরি কেনো....?
বইটি অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

লেখকঃ এস এম নাজনীন মোনালিসা
নূরে আশরাফী জান্নাত
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

মুদ্রিত মূল্যঃ ১৬০ টাকা করে প্রতিটি বই।
২০% ছাড়ে ১২৮ টাকা করে প্রতিটি বই!
"একসাথে পুরো সিরিজের ৬ টি বই ৬০০ টাকা"

#অর্ডার #তাম্রলিপি #আমি সব খাই
See less

প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী একজন বাঙ্গালী...
05/05/2024

প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১ – ২৪ সেপ্টেম্বর ১৯৩২) ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী একজন বাঙ্গালী। তিনি জাতীয়তাবাদী বিপ্লবী ছিলেন, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাবশালী ছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় পড়াশোনা শেষ করে, তিনি কলকাতার বেথুন কলেজে ভর্তি হন। তিনি দূরশিক্ষার সঙ্গে দর্শনে স্নাতক হন, এবং পরবর্তীতে একজন স্কুল শিক্ষকা হন। তিনি "বাংলার প্রথম নারী শহীদ" হিসেবে প্রশংসিত হয়েছেন।

প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগদান করেন। তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ১৯৩২ খ্রিষ্টাব্দের সশস্ত্র আক্রমণে, ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত, এই সময়ে একজন নিহত ও ১১ জন আহত হন। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করেন এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেফতার এড়াতে প্রীতিলতা সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন।

দেবদাস ভট্টাচার্য্য- এর নতুন বই “অনলশিখায় কি করিনু খেলা”অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!"নির্মলা নামের খুব সাধারণ পরিবারের ...
04/05/2024

দেবদাস ভট্টাচার্য্য- এর নতুন বই “অনলশিখায় কি করিনু খেলা”

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

"নির্মলা নামের খুব সাধারণ পরিবারের এক গ্রাম্য তরুণী ভুল করে ভালোবেসে ফেলেছিল এক ভুল মানুষকে। মেধাবী মেয়েটির মা বাবার ইচ্ছা ছিল ডাক্তারি পড়াবে। যশ এবং খ্যাতিতে মেয়েটি ঋদ্ধ হবে। কিন্তু মা বাবার আকাঙ্ক্ষার বিপরীতে নিয়তি তাকে টেনে নিয়ে যায় অন্য দিকে। তরুণ বয়সের অপরিণত চিন্তা এবং জীবনবোধের অভাব তার জীবনকে উল্টা স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। বাতাসে আকাশ কুসুম চয়ন করে বেড়ানোর উল্লাসে সে ভুলের গহ্বরে ডুবতে থাকে।

আগুন নিয়ে খেলা খুবই বিপজ্জনক। তবু মানুষ কখনো কখনো জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আগুনের খেলায় মেতে উঠে জীবনকে বিপন্ন করে তোলে। যেমন করে খেলা ভেবে পতঙ্গ অনল শিখায় ঝাঁপ দিয়ে জীবনকে বিসর্জন দেয়, নির্মলা তেমনি করে তার জীবনকে নিয়ে অনল শিখায় খেলতে নেমেছে। কেবল নির্মলা নয়, উপন্যাসটিতে আলোচিত আরো কিছু চরিত্রও মোহগ্রন্থ হয়ে, লোভে বা অন্য কারণে আগুন নিয়ে খেলে তার পরিণতি ভোগ করেছে।
তাই উপন্যাসটির নাম 'অনলশিখায় কি করিনু খেলা'।"

বইঃ অনলশিখায় কি করিনু খেলা
লেখকঃ দেবদাস ভট্টাচার্য্য
প্রকাশনীঃ তাম্রলিপি

অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

মুদ্রিত মূল্যঃ ৩৪০ টাকা
২০% ছাড়ে ২৭২ টাকা

#অর্ডার #তাম্রলিপি #দেবদাস ভট্টাচার্য্য #অনলশিখায় কি করিনু খেলা #২০% ছাড়
See less

04/05/2024

মোবাইলফোন, কার্টুন ও ভিডিও ছাড়া সন্তানকে খাওয়ানোর কথা কি আপনি চিন্তা করতে পারেন?
এই প্রয়োজনীয় কাজটি আপনার কাছে জটিল ও কঠিন মনে হয়?
তাহলে "আমি খাই" সিরিজের বইগুলো আপনার শিশুর জন্য আজই সংগ্রহ করুন।

খাবারের প্লেট নিয়ে বাচ্চার পেছনে লেগে থাকা (দৌড়ানো) জন্য প্রচুর সময় ও পরিশ্রম প্রয়োজন হয়। তাই অনেকেই সাময়িক সমাধান হিসেবে বেছে নিয়েছেন মোবাইল ফোনকে। কিন্তু এই সাময়িক সমাধান ভবিষ্যতে শিশুর দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করবে সেই বিষয়ে সচেতন না কেউই।
এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কী?

এই সমস্যার সমাধান হলো একটা- খাবারকে শিশুদের বন্ধু বানানোর চেষ্টা করুন। আর নতুন এই বন্ধু বানানোর যাত্রায় আপনাদের পাশে থাকছে- ‘তাম্রলিপি’।

বাচ্চাদের বিভিন্ন ধরনের সবজি, ফল, মাছ, ডিম ও দুধসহ অন্যান্য সকল পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলতে আমাদের শিশু গবেষকদের যুগান্তকারী শ্রমের ফসল, নতুন সিরিজের ৬টি বই ‘আমি সব খাই’ যা ‘তাম্রলিপি’ থেকে প্রকাশিত হয়েছে।

১. আমি সবজি খাই
২. আমি ফল খাই
৩. আমি দুধ খাই
৪. আমি ডিম খাই
৫. আমি ভাত খাই
৬.আমি মাছ খাই

#তাম্রলিপি #শিশু সাহিত্য #মেলা #আমি সবজি খাই #আমি ফল খাই #আমি দুধ খাই #আমি ডিম খাই #আমি ভাত খাই #আমি মাছ খাই

সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পর...
02/05/2024

সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়।[৩][৪][৫] সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে মহকুমার (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয়: Ladri di biciclette, বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।

#তাম্রলিপি #উপন্যাস #মেলা #সত্যজিৎ রায়

হুমায়ূন আহমেদ- এর এর যেকোনো বই অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! 🔥🔥🛒অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭অথবা মেসেজ করুন আমাদের...
02/05/2024

হুমায়ূন আহমেদ- এর এর যেকোনো বই অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়! 🔥🔥

🛒অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭
অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক অথবা ইন্সটাগ্রাম পেজ এ।

পছন্দের বই কিনতে ভিজিট করুনঃ www.tamralipi.com

#তাম্রলিপি #উপন্যাস #মেলা #হুমায়ূনআহমেদ
Shop This Photo (6)

আপনি কি আপনার সন্তানের গণিতের ভিত নিয়ে চিন্তিত?আপনার কি ৫-৬ বছরের সন্তান আছে?আপনি কি চাইছেন শিক্ষাজীবনের শুরু থেকেই সন্ত...
02/05/2024

আপনি কি আপনার সন্তানের গণিতের ভিত নিয়ে চিন্তিত?

আপনার কি ৫-৬ বছরের সন্তান আছে?

আপনি কি চাইছেন শিক্ষাজীবনের শুরু থেকেই সন্তানের ভেতর গণিত নিয়ে আগ্রহ তৈরি করতে?

তাম্রলিপির “রঙে রঙে অংক শিখি" বইটি আপনার সন্তানের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারেন আজই।

আমাদের এই বইয়ে শিশুদের অন্যতম পছন্দের কাজ আঁকিবুঁকি ও রঙের সাথে গণিতের প্রাথমিক বিষয়গুলো চমৎকারভাবে সংমিশ্রণ করা হয়েছে। জাপানসহ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়া প্রায় সকল দেশেই এই পদ্ধতিতে ( Color By Math) শিশুদের প্রাথমিক গণিতের হাতেখড়ি হয়। “রঙে রঙে অংক শিখি" বাংলা ভাষায় এই ধরনের প্রথম বই!

তাহলে আর দেরি কেনো! বেরসিক কাঠখোট্টা গণিত বইয়ের বদলে আপনার শিশুর হাতে তুলে দিন “রঙে রঙে অংক শিখি” বইটি। রঙ নিয়ে খেলতে খেলতে আপনার শিশু নিজের অজান্তেই হয়ে উঠুক গণিতে পারদর্শী।

বাচ্চাদের গণিত- এর নতুন বই “রঙে রঙে অংক শিখি” অর্ডার করলেই পাচ্ছেন ২০% ছাড়!

বইঃ রঙে রঙে অংক শিখি
লেখকঃ নূরে আশরাফী জান্নাত
ভুবন দে
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
২০% ছাড়ে ২১৫ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি
See less

সকল পেশার কর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।সবাইকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।
01/05/2024

সকল পেশার কর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
সবাইকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

তাম্রলিপিতে ‘ক্যাশিয়ার কাম সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেয়া হবে।চাকুরির স্থান/ কর্মক্ষেত্রঃতাম্রলিপি বাংলাবাজার শোরুম।ঠি...
30/04/2024

তাম্রলিপিতে ‘ক্যাশিয়ার কাম সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেয়া হবে।

চাকুরির স্থান/ কর্মক্ষেত্রঃ
তাম্রলিপি বাংলাবাজার শোরুম।
ঠিকানাঃ তাম্রলিপি, ৩৮/৪ বাংলা বাজার, ঢাকা।

কাজের ধরনঃ
১. কম্পিউটারে সফটওয়্যারের মাধ্যমে বিক্রয়কার্য সম্পন্ন করা।
২. দৈনিক বিক্রয় ও খরচের বিবরণ তৈরি করা।
৩. বইয়ের স্টকের হিসাব রাখা।
৪. কাস্টমার সার্ভিস নিশ্চিত করা।
৫. শো-রুমের বিভিন্ন ধরনের কাজের তদারকি করা।
৬. মাসিক সেলস রিপোর্ট তৈরি করা।
৭. ম্যানেজমেন্টের নির্দেশনা অনুযায়ী অন্যান্য কাজ করা।

চাকুরির ধরনঃ ফুলটাইম
বেতনঃ
১৫০০০-১৭০০০ টাকা

অন্যান্য সুবিধা
# নাস্তা
# মোবাইল বিল
# উৎসব বোনাস: ২টি (বার্ষিক)

সিভি মেইল করার ঠিকানা
[email protected]
আবেদনের শেষ সময়ঃ
১০ মে ২০২৪ইং পর্যন্ত।
অবশ্যই মেইল এর Subject এ “Applying for the post of Cashier CUM Sales Executive" লিখে সিভি মেইল করবেন।

শুভজন্মদিন "পাইথনে ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম" এবং “ফ্রিল্যান্সিং ও রিমোট জব” বইয়ের লেখক "জাকির হোসাইন" ✨🌹 তাম্রলিপির ...
30/04/2024

শুভজন্মদিন "পাইথনে ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম" এবং “ফ্রিল্যান্সিং ও রিমোট জব” বইয়ের লেখক "জাকির হোসাইন" ✨

🌹 তাম্রলিপির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা 🌹

২৫% ছাড়ে মুহম্মদ জাফর ইকবাল এর বই "সহজ ক্যালকুলাস"সবাই, পাটিগণিত, এলজেব্রা, জ্যামিতির নাম শুনে অভ্যস্ত। ক্যালকুলাসের নাম...
29/04/2024

২৫% ছাড়ে মুহম্মদ জাফর ইকবাল এর বই "সহজ ক্যালকুলাস"

সবাই, পাটিগণিত, এলজেব্রা, জ্যামিতির নাম শুনে অভ্যস্ত। ক্যালকুলাসের নাম শুনলেই কিন্তু অনেকেই নড়েচড়ে বসে। ধরে নেয় এটা বুঝি বড়দের বিষয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে। যোগ, বিয়োগ, গুণ, ভাগের মতো সহজ কয়েকটা গাণিতিক প্রক্রিয়া জানলেই যে ক্যালকুলাস বোঝা কিংবা ব্যবহার করা সম্ভব, সেই খবরটি কিন্তু সবাই জানে না। এই ছোট্ট বইটি লেখা হয়েছে সবাইকে সেই খবরটি দেয়ার জন্যে।

বইঃ সহজ ক্যালকুলাস
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনীঃ তাম্রলিপি

বইটির মুদ্রিত মূল্যঃ- ২২০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ- ১৬৫ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি See less

ঘরে বসে ইংরেজি শেখার সেরা ৩টি বই!মুনজেরিন শহীদ এর “সবার জন্য VOCABULARY” বইটিতে আপনি পাবেনঃ• ছবির মাধ্যমে ইংরেজি শব্দ শে...
29/04/2024

ঘরে বসে ইংরেজি শেখার সেরা ৩টি বই!

মুনজেরিন শহীদ এর “সবার জন্য VOCABULARY” বইটিতে আপনি পাবেনঃ
• ছবির মাধ্যমে ইংরেজি শব্দ শেখা, মনে রাখা এবং এর ব্যবহারের ফর্মুলা।
• Easy, Medium এবং Hard এই তিনটি সেকশনে ভাগ করে vocabulary তে আপনাকে একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার জন্য সুসংগঠিত কন্টেন্ট।
• দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ দিয়ে ইংরেজি বাক্য গঠন, অনুবাদ এবং এর সুন্দর উপস্থাপনের মাধ্যমে সেগুলো আয়ত্ত করার উপায়।
• মুখস্থ ছাড়াই Vocabulary মনে রাখার সহজ পদ্ধতি।
• Vocabulary শিখতে গিয়ে আমরা যে ধরনের ভুল করে থাকি এবং সেগুলো সমাধানের উপায়।
• টিপস অ্যান্ড ট্রিকস যেগুলো আপনার ভোকাবুলারি ভীতি কমিয়ে দেবে।

বইটির মুদ্রিত মূল্যঃ- ৪৪০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ- ৩৩০ টাকা

মুনজেরিন শহীদ- এর “ঘরে বসে SPOKEN ENGLISH” বইটিতে আপনি পাবেনঃ
• যেভাবে বাড়িতে বসেই স্মার্টলি স্পোকেন ইংরেজির চর্চা করবেন।
• যে নিয়মগুলো ফলো করলে দ্রুত ইংরেজিতে কথা বলার জড়তা কেটে যাবে।
• প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করেই ইংরেজিতে দক্ষ হবার উপায়।
• ইন্টারভিউ ও প্রেজেন্টেশনে না ঘাবড়িয়েই কথা বলার পদ্ধতি।
• গ্রামার শেখা ছাড়াই ইংরেজিতে কথা বলার উপায়।

বইটির মুদ্রিত মূল্যঃ- ৩৬০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ- ২৭০ টাকা

মুনজেরিন শহীদের ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ বইটি আপনাকে একজন প্রকৃত বন্ধুর মতো IELTS-এর বাধা পার হতে সাহায্য করবে।
বইটিতে রয়েছে-
- IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation
- পরীক্ষায় ভালো করার Tips and Techniques
- Speaking- এর ১০০+ Common Topics
- ৫০০+ প্রয়োজনীয় IELTS Vocabulary
- Common mistakes নিয়ে আলোচনা
- ৩০+ Detailed টপিকভিত্তিক চ্যাপ্টার

বইটির মুদ্রিত মূল্যঃ- ৭৫০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ- ৫৬৫ টাকা

ঘরে বসে ইংরেজি শেখার সেরা ৩টি বই একসাথে সংগ্রহ করুন ২৫% ছাড়ে!

বই ৩টির মুদ্রিত মূল্যঃ- ১৫৫০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ- ১১৬০ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি #মুনজেরিনশহীদ See less

মুহম্মদ জাফর ইকবাল- এর বই "গণিতের মজা মজার গণিত"২৫% ছাড়ে অর্ডার করুন এখনই।বইটির উদ্দেশ্য গণিত শেখানো নয়, বইটির উদ্দেশ্য ...
25/04/2024

মুহম্মদ জাফর ইকবাল- এর বই "গণিতের মজা মজার গণিত"

২৫% ছাড়ে অর্ডার করুন এখনই।

বইটির উদ্দেশ্য গণিত শেখানো নয়, বইটির উদ্দেশ্য গণিতে উৎসাহী করে তোলা। গণিতের চমকপ্রদ, রহস্যময় ও মজার কিছু বিষয় এখানে তুলে ধরা হয়েছে।

গণিতের সমস্যা না করা হলে গণিতের মজাটুকু পুরোপুরি বোঝা যায় না, তাই খুঁজে পেতে একশ সমস্যা এখানে জুড়ে দেয়া হয়েছে। সমস্যাগুলো এমনভাবে বেছে নেয়া হয়েছে যে, গণিতের জ্ঞান খুব বেশি না হলেও কোনো ক্ষতি নেই, যে-কেউ এখানে দাঁত বসাতে পারবে।সত্যি কথা বলতে কী, কিছু কিছু সমস্যা আসলে খাঁটি গণিতের সমস্যা নয়-যুক্তিতর্ক এবং লজিকের সমস্যা।

এই বইয়ের শেষ পর্বে একশ চমকপ্রদ সংখ্যা তুলে দেয়া হয়েছে, সেগুলোতে একবার চোখ বুলিয়ে গেলে যে কেউ মজা পাবে। বুদ্ধি পরীক্ষা করার জন্যে এর চাইতে মজার কিছু হতে পারে না।

বইঃ গণিতের মজা মজার গণিত
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ৩৬০ টাকা
২৫% ছাড়ে মূল্যঃ ২৭০ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি #জিনিয়া_জেনিস
See less

“ সেলস অফিসার” পদে তাম্রলিপিতে নিয়োগ দেয়া হবে।চাকুরির স্থান/ কর্মক্ষেত্রঃতাম্রলিপি, ৩৮/৪ বাংলা বাজার, ঢাকা। বেতনঃ # আলোচ...
22/04/2024

“ সেলস অফিসার” পদে তাম্রলিপিতে নিয়োগ দেয়া হবে।

চাকুরির স্থান/ কর্মক্ষেত্রঃ
তাম্রলিপি, ৩৮/৪ বাংলা বাজার, ঢাকা।

বেতনঃ
# আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা
# নাস্তা
# মোবাইল বিল
# উৎসব বোনাস: ২টি (বার্ষিক)

সিভি মেইল করার ঠিকানা
[email protected]

আবেদনের শেষ সময়ঃ
৩০ এপ্রিল ২০২৪ইং পর্যন্ত

অবশ্যই মেইল এর Subject এ “Applying for the post of Sales Officer" লিখে সিভি মেইল করবেন।

ঈদ মানেই একতার দিন, সবাই মিলে মিশে আনন্দ উপভোগ করার দিন।আপনাকে ও আপনার পরিবারকে তাম্রলিপি পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্...
11/04/2024

ঈদ মানেই একতার দিন, সবাই মিলে মিশে আনন্দ উপভোগ করার দিন।
আপনাকে ও আপনার পরিবারকে তাম্রলিপি পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

28/03/2024

আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।

– ফ্রাঞ্জ কাফকা

নিঝুম মজুমদার- এর বই "ইনডেমনিটি অধ্যাদেশ" অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়! 🔥🔥১৫ আগস্ট ১৯৭৫ । একটি দেশের জনক; একটি দেশের রাষ...
27/03/2024

নিঝুম মজুমদার- এর বই "ইনডেমনিটি অধ্যাদেশ"

অর্ডার করলেই পাচ্ছেন ২৫% ছাড়! 🔥🔥

১৫ আগস্ট ১৯৭৫ । একটি দেশের জনক; একটি দেশের রাষ্ট্রপতিকে স্বপরিবারে খুন করে চলে গেল ঘাতকেরা। আরো খুন করে চলে গেল জাতির জনকের বর্ধিত পরিবারের প্রায় সকলকে... ভগ্নিপতি, ভাগ্নে। আরো খুন করল মোহাম্মদপুরের ঘুমন্ত ১৩ জন নিরীহ মানুষকে। সে রাতে মোট খুনের সংখ্যা দাঁড়াল ৩৪ । অতঃপর ক্ষমতা দখল করে এই নারকীয় হত্যাকাণ্ডের ঠিক ৪১ দিন পর ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ ‘ইনডেমনিটি (দায়মুক্তি) অর্ডিন্যান্স (অধ্যাদেশ)' নামক এক বিরল, নিষ্ঠুর ও অদ্ভুতুড়ে আইন প্রজ্ঞাপন আকারে জারি করেন। যেখানে বলা হয় ১৫ আগস্টের এই সমস্ত হত্যাকাণ্ড বা এর পরিকল্পনা কোনো কিছুরই বিচার কিংবা এসব কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্নই কোনো আদালতে কখনোই উত্থাপন করা যাবে না।

মোশতাকের জারি করা এই অধ্যাদেশ ১৯৭৯ সালের ৫ এপ্রিল তারিখে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়ার শাসনামলে ৫ম সংশোধনীর মাধ্যমে সংসদে পাশ করা হয়। সংবিধানে ঢুকিয়ে দেওয়া হয় আইনি বৈধতা। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যে দেশের সংবিধানে ‘হত্যাকাণ্ডের বিচার হতে পারবে না', এমন অধ্যাদেশ আইন আকারে ঢুকিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ নভেম্বর এই আইন বাতিল হয় এবং এমন নারকীয় হত্যাকাণ্ডের বিচারও হয়।

কিন্তু এই যে এমন অধ্যাদেশ জারি করা, সংবিধানে আইন আকারে যুক্ত করা, বাতিল হওয়া, বিচার হওয়া এসব কিছুরই একটা দীর্ঘ গল্প রয়েছে। কার মস্তিষ্কপ্রসূত ছিল এই ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স' পরিরকল্পনা? কী হয়েছিল ১৯৭৯ সালের সংসদে? কীভাবে এই কালো আইন ঢুকে গেলো সংবিধানে? কীভাবে সেই বাধা অতিক্রম করে বিচার হলো? এই আইনকে ঘিরে কী কিংবা কেমন রাজনীতি হয়েছিল দীর্ঘ প্রায় ২১ বছর জুড়ে? ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের আইন নিয়ে কারা রিট আবেদন করেছিল সর্বোচ্চ আদালতে? কী বলেছিল তারা? কী ছিল আদালতের ভাষা কিংবা পর্যবেক্ষণ? সমস্ত প্রশ্নেরই উত্তর রয়েছে ইনডেমনিটি নিয়ে বাংলাদেশে প্রথম বারের মতো রচিত এই আইন ও ইতিহাস বিষয়ক গ্রন্থে। আইনজীবী নিঝুম মজুমদার এবার আমাদের সেই দীর্ঘ, অদ্ভুত ও ক্লান্তিকর পথ পরিক্রমার গল্প বলেছেন। এক বিচিত্র ইতিহাস ও আইনি জগতে পাঠকদের আমন্ত্রণ...

বইঃ ইনডেমনিটি অধ্যাদেশ
লেখকঃ নিঝুম মজুমদার
প্রকাশনীঃ তাম্রলিপি

মুদ্রিত মূল্যঃ ১১৮০ টাকা
২৫% ছাড়ে ৮৮৫ টাকা

অর্ডার করতে কল করুন- ০১৭৭২-২৬৯৪৩৭

অথবা মেসেজ করুন আমাদের ফেইসবুক পেজ এ - https://www.facebook.com/TamralipiPublication/

তাম্রলিপি WhatsApp চ্যানেলে জয়েন করতে ক্লিক করুন- https://t.ly/f5RJQ

তাম্রলিপি YouTube চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন - https://t.ly/hDWX1

#অর্ডার #তাম্রলিপি

Address

50, Purana Paltan Line
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Tamralipi - তাম্রলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamralipi - তাম্রলিপি:

Videos

Share

Category

Nearby media companies