City Story - গল্পের শহর

City Story - গল্পের শহর Stay here to increase your knowledge

02/06/2024

তোয়ালে টা কোথায়
New Video

😆😆
29/05/2024

😆😆

24/05/2024
22/05/2024

ডা: টিপে ধর

19/05/2024

কিরে খুশি হয়েছিস। আজ্ঞে কর্তা।

18/05/2024

হুমায়ূন ফরীদির সেরা কিছু ডায়লগ

16/05/2024

রাজ্যে না বাড়িতেই পা রেখে ফেলেছি।

Send a message to learn more

11/05/2024

স্বামীর দূর্বলতা স্ত্রীর পূঁজি

10/05/2024

আমার টাকায় কেনা জিবি কার্ডে কেনো মেয়াদ থাকবে

10/05/2024

Valentine's Gift for Husband
wife

25/04/2024

সবাই অপেক্ষায় আছে কাংখিত এই বৃষ্টির জন্য ❤️‍🩹🔥❤️‍🩹

" তাপমাত্রা এক দিনে কমায় দেয়া যায় না,আজকে গাছ লাগান বলে চিল্লাচ্ছেন, কোটি কোটি গাছ লাগালেও এর সুফল পাইতে ১৫ বছর অপেক্ষা ...
25/04/2024

" তাপমাত্রা এক দিনে কমায় দেয়া যায় না,
আজকে গাছ লাগান বলে চিল্লাচ্ছেন, কোটি কোটি গাছ লাগালেও এর সুফল পাইতে ১৫ বছর অপেক্ষা করা লাগবে।

নিজেরাই এই শহরের ১৪ গুস্টি উদ্ধার করছেন সব গাছ কেটে বিল্ডিং উঠিয়ে বাড়িওয়ালা সেজে বসে আছেন।

ভু স্বামী জমিদার টাইপ এক টা ভাব নিয়ে ভাড়াটিয়াদের মনে করেন আপনার অনুগ্রহ তে বেচে আছে।

মেয়েটা ইয়াং, এনার্জেটিক, সে নিয়োগ পেয়েছে তাপমাত্রা নিয়ে কাজ করার।

সে অবশ্যই নিজের কাজ নিয়ে সিরিয়াস কিছু করার চেস্টা করবে, তাকে তো সময় দেয়া লাগবে।তাইনা?
গতবছর সে নিয়োগ পেয়েছে এই বছর সে ঢাকায় ফুরফুরে
হাওয়া বইয়ে দেবে আপনাদের এমন ধারনা ছিল নাকি?

সে কি সিনেমার ফাটাকেস্টো?
কাল্কেই ঢাকা সে বরফ বানায় দিবে?

এগুলা কি আদৌ সম্ভব?

আপনিও খুব ভালো করে জানেন সেটা পসিবল না।
পরিবেশের তাপমাত্রা নিয়ে কাজ করা একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট।
হুট করে গরম পড়েছে সে বলেছে ছাতা নিয়ে বের হন,
পানির বোতল রাখেন সাথে।
যদি বলে থাকে ফ্যান নিয়ে বের হতে,
সে ভুল কি বলেছে?

মিনি ফ্যান রাস্তায় ২০০ টাকায় সেল হয় এটা সবাই জানে এই শহরের।
সেটা নিয়ে এই মেয়েটাকে ট্রল করার কি আছে?

আপনি গরমে কস্ট পাচ্ছেন, ফ্রাস্টেটেড হয়ে আছেন দেখে
এই রাগ এই মেয়েটার উপর কেন ঝাড়ছেন?

অপরিকল্পিত শহর কে গড়েছে?
ধারন ক্ষমতার ১৫ গুন বেশি লোক থাকে যে শহরে,
সেই দ্বায়ভার কার?

শত বছর ধরে শহরের টাকা মেরে খেয়ে যারা শত কোটিপতি হয়ে বসে আছেন, এদের উপরে রাগ ঝাড়েন না কেন?

এক ওয়াসার এমডি যত টাকা বেতন আর সুযোগ সুবিধা নেন, এবং যতদিন ধরে তিনি এমডি হয়ে বসে আছেন,
সেই ফিরিস্তি দিতে পুরো একটা রচনা লেখা লাগে,
তাকে নিয়ে তো কিছু বলেন না।

হাজার হাজার কোটি টাকা খেয়ে লোকে দিব্বি প্রিয় অভিভাবক হয়ে বসে আছে।
হেডম নাই তাদের কিছু করার, যেহেতু সে একটা মেয়ে,
যেহেতু তাঁর কাজ খুব ই কঠিন, ফলাফল দেখাতে প্রচুর সময়ের দরকার, তাই তাঁকে বেছে নিয়েছেন নিজের ফ্রাস্টেশান দেখানোর জন্য। "

লিখেছেন: Pir Misbah MP

©

23/04/2024

পদ্মা সেতু থেকে, যত ধরনের প্রশ্ন হয় তা তুলে ধরলাম।
নাম: পদ্মা সেতু
দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত: ১৮.১০ মিটার
মোট পিলারের সংখ্যা: ৪২টি
স্প্যানের সংখ্যা: ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)
পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন
নির্মাণ কাজ শুরু: ২৬ নভেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন
পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন
এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ
যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: বাংলাদেশ, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:
ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)
গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )
ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)
ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা
চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)
ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)
প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)
নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সিন্ধান্ত : ৯ জুলাই ২০১২
প্রথম স্প্যান বসানো হয়: ৩০সেপ্টেম্বর ২০১৭।
সেতুতে বসে শেষ স্প্যান: ১০ ডিসেম্বর ২০২০।
সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।
যানবাহন চলাচল শুরু : ২৬ জুন ২০২২।
(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when City Story - গল্পের শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All