চলন্তিকা

চলন্তিকা নান্দনিক বই প্রকাশনী "চলন্তিকা" সব সময় আপনাদের ভাল কিছু দেয়ার চেষ্টা করে আসছে । পাঠকের মন জয় করা এতটা সহজ কাজ না, কিন্তু আমরা বদ্ধপরিকর ।
(2)

05/10/2024

একজন একই ক্যাটাগরিতে একের অধিক ভোট দিলে, তার দেয়া সব ভোট বাতিল বলে গন্য হবে।

এবারই প্রথম চলন্তিকা উৎসবে সাহিত্যের পাশাপাশি শিল্প বিভাগের গান ও নাটক যুক্ত করা হয়েছে। ঘোষণা পোস্টে বলা হয়েছিল, ২০২৩ এর...
05/10/2024

এবারই প্রথম চলন্তিকা উৎসবে সাহিত্যের পাশাপাশি শিল্প বিভাগের গান ও নাটক যুক্ত করা হয়েছে। ঘোষণা পোস্টে বলা হয়েছিল, ২০২৩ এর জানুয়ারি থেকে ২০২৪ এর জুন পর্যন্ত শুধুমাত্র ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান ও নাটক থেকে সেরা পছন্দের গান ও নাটক নির্বাচন করতে। গানের ক্ষেত্রে সহজেই চারটি নমিনি পেলেও নাটকের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছিল। অধিকাংশ ভোটই টিভি নাটকের নামে পড়েছিল। এছাড়াও বরাবরের মতোই চলন্তিকা উৎসবে নবীনদের উৎসাহ দিতে গিয়ে চারটি নমিনি নির্বাচনে আমরা অসুবিধার সম্মুখীন হই। অবশেষে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে চারটি নাটকের নাম নমিনেশনে অন্তর্ভুক্ত করা হলো।

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "শিল্প" বিভাগের নাটকের চারটি নমিনেশন হলো ---

ক্যাটাগরি: নাটক

ক) নাটক : এমন ও তো প্রেম হয়,
প্রধান চরিত্র : সাব্বির অর্নব ও মাহিমা।

খ) নাটক : তবুও জীবন,
প্রধান চরিত্র : আরশ খান ও তাসনোভা তিশা।

গ) নাটক : বড় ভাবির সংসার,
প্রধান চরিত্র : মনিরা মিঠু ও তন্ময় সোহেল।

ঘ) নাটক : প্রাণের স্বামী,
প্রধান চরিত্র : তন্ময় সোহেল ও সামিয়া আক্তার।

★ ভোটের নিয়ম
১. একজন শুধুমাত্র একটি কমেন্টে একটি ভোটই দিতে পারবেন।
২. কমেন্টে ক,খ,গ, ঘ এই ক্রমিক নম্বরসহ নাটকেরর নাম ও প্রধান চরিত্রের নাম লিখবেন।
৩. আজ ৫ই অক্টোবর থেকে শুরু করে ২৫শে অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

আজ থেকে শুরু হলো চলন্তিকায় ধামাকা সেল অফার। চলন্তিকার সকল বইয়ের উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ৩০% থেকে শুরু করে সর্বোচ্চ ৮০% প...
03/10/2024

আজ থেকে শুরু হলো চলন্তিকায় ধামাকা সেল অফার। চলন্তিকার সকল বইয়ের উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ৩০% থেকে শুরু করে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড় থাকছে চলন্তিকার সকল বইয়ের উপর। আপনার পছন্দের বইটি সর্বচ্চো কত % ছাড়ে নিতে পারবেন জানতে ইনবক্স করুন। এই ধামাকা অফার চলবে পুরো অক্টোবর মাস জুড়ে।

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম, চলছে "চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর চূড়ান্ত ভোট গ্রহণ পর্ব। আমাদের তিনটি ক্যাটাগরিতে বর্তমানে ভোট...
03/10/2024

আসসালামু আলাইকুম,
চলছে "চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর চূড়ান্ত ভোট গ্রহণ পর্ব। আমাদের তিনটি ক্যাটাগরিতে বর্তমানে ভোটগ্রহণ চলছে। আপনার পছন্দের দুজন লেখক ও তাদের বইকে দুই ক্যাটাগরিতে, দুইটি পোস্টে ভোট দিতে পারবেন । সেইসাথে পছন্দের গান ও তার শিল্পীকে গানের ক্যাটাগরিতে ভোট দিতে পারেন।

অনেকেই আমাদের পেইজের ইনবক্সে ভোট দিচ্ছেন, এমনটা করবেন না। সেই ভোট বাতিল হয়ে যাবে। ভোট দিবেন পেইজে পোস্টকৃত নমিনেশন ক্যাটাগরির নির্দিষ্ট পোস্টে।
আবার অনেকেই একটি ক্যাটাগরিতে একাধিক ভোট দিচ্ছেন সেইক্ষেত্রে আপনার সকল ভোটই বাতিল বলে গন্য করা হবে।

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর  "শিল্প" বিভাগের  গানের চারটি নমিনেশন হলো ---ক্যাটাগরি: গানক) গান: যে জলে প্রেম আছে,...
01/10/2024

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "শিল্প" বিভাগের গানের চারটি নমিনেশন হলো ---

ক্যাটাগরি: গান

ক) গান: যে জলে প্রেম আছে,
শিল্পী : শামীম হাসান।

খ) গান: কালা হইলো ভীষণ জ্বালা,
শিল্পী: পলক হাসান।

গ) গান: আমি এক এমন পাখি,
শিল্পী: সাথী খান।

ঘ) গান: দেরে দে আমায় ছাইড়া দে,
শিল্পী: নুজহাত সাবিহা পুষ্পিতা।

★ ভোটের নিয়ম
১. একজন শুধুমাত্র একটি কমেন্টে একটি ভোটই দিতে পারবেন।
২. কমেন্টে ক,খ,গ, ঘ এই ক্রমিক নম্বরসহ গানের নাম ও শিল্পীর নাম লিখবেন।
৩. আজ থেকে শুরু করে ২০ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের চারটি থ্রিলারের নমিনেশন হলো ---ক) ইলিয়ানা,লেখক : কাওছার আহমেদ নিলয়।...
01/10/2024

চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের চারটি থ্রিলারের নমিনেশন হলো ---

ক) ইলিয়ানা,
লেখক : কাওছার আহমেদ নিলয়।

খ) টোয়েন্টি সেকেন্ডস,
লেখক : তওহিদ মাহমুদ।

গ) কারকুন,
লেখক : কানিজ ফাতেমা সোমা।

ঘ) বহ্নিসময়,
লেখক : শারমিন আঞ্জুম।

★ ভোটের নিয়ম
১. একজন শুধুমাত্র একটি কমেন্টে একটি ভোটই দিতে পারবেন।।
২. কমেন্টে ক,খ,গ, ঘ এই ক্রমিক নম্বরসহ বইয়ের নাম ও লেখকের নাম লিখবেন।
৩. আজ থেকে শুরু করে ২০ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের  উপন্যাসের চারটি নমিনেশন হলো ---ক)  দহনের দিনে জোছনার ফুল,লেখক : আ...
01/10/2024

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের উপন্যাসের চারটি নমিনেশন হলো ---

ক) দহনের দিনে জোছনার ফুল,
লেখক : আফিফা পারভীন।

খ) নাটাই
লেখক : সায়লা সুলতানা লাকী।

গ) নিশাবসান
লেখক : প্রভা আফরিন।

ঘ) অথৈ জলের পুষ্পমাল্য
লেখক : কামরুন নাহার মিশু।

★ ভোটের নিয়ম
১. একজন শুধুমাত্র একটি কমেন্টে একটি ভোটই দিতে পারবেন।
২. কমেন্টে ক,খ,গ, ঘ এই ক্রমিক নম্বরসহ বইয়ের নাম ও লেখকের নাম লিখবেন।
৩. আজ থেকে শুরু করে ২০ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

নমিনেশন লিস্ট ★"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের  উপন্যাসের চারটি নমিনেশন হলো ---১. দহনের দিনে জোছনা...
01/10/2024

নমিনেশন লিস্ট

★"চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের উপন্যাসের চারটি নমিনেশন হলো ---

১. দহনের দিনে জোছনার ফুল,
লেখক : আফিফা পারভীন।

২. নাটাই
লেখক : সায়লা সুলতানা লাকী।

৩. নিশাবসান
লেখক : প্রভা আফরিন।

৪. অথৈ জলের পুষ্পমাল্য
লেখক : কামরুন নাহার মিশু।

★ চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২৪" এর "সাহিত্য" বিভাগের চারটি থ্রিলারের নমিনেশন হলো ---

১. ইলিয়ানা,
লেখক : কাওছার আহমেদ নিলয়।

২. টোয়েন্টি সেকেন্ডস,
লেখক : তওহিদ মাহমুদ।

৩. কারকুন,
লেখক : কানিজ ফাতেমা সোমা।

৪. বহ্নিসময়,
লেখক : শারমিন আঞ্জুম।

★ ক্যাটাগরি: গান

১. গান: যে জলে প্রেম আছে,
শিল্পী : শামীম হাসান।

২. গান: কালা হইলো ভীষণ জ্বালা,
শিল্পী: পলক হাসান।

৩. গান: আমি এক এমন পাখি,
শিল্পী: সাথী খান।

৪. গান: দেরে দে আমায় ছাইড়া দে,
শিল্পী: নুজহাত সাবিহা পুষ্পিতা।

★ নমিনেশন প্রাপ্ত সকলের জন্য শুভেচ্ছা আর শুভকামনা রইলো। আমাদের এই তিন ক্যাটাগরিতে ভোট গ্রহণ শুরু হবে আজ রাত ৮ টা থেকে, শেষ হবে আগামী ২০ শে অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।

সুলেখক আফসানা নীতুকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক আফসানা নীতুর রোমান্টিক  উপন্যাস ...
30/09/2024

সুলেখক আফসানা নীতুকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক আফসানা নীতুর রোমান্টিক উপন্যাস "অতি সাধারণ " ২০২৪ এ অমর একুশে বইমেলায় চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। লেখকের সাহিত্য জীবনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সুন্দর হোক আগামীর পথচলা।

শুভ জন্মদিন।

30/09/2024

চলন্তিকা সাহিত্য পুরষ্কারএর নমিনেশন ঘোষণা

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার - ২০২৪" এর সাজেশন পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। দ্বিতীয় ধাপ...
29/09/2024

"চলন্তিকা সাহিত্য পুরষ্কার - ২০২৪" এর সাজেশন পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। দ্বিতীয় ধাপ নমিনেশন ও ভোটিং নিয়ে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আগামীকাল সোমবার রাত ১০ টায় লাইভে। লাইভটি পরিচালনা করবেন কথাসাহিত্যিক ও চলন্তিকার পরিচালক ফৌজিয়া খান তামান্না।

সকলকে লাইভটি দেখার আমন্ত্রণ রইলো।

 #চাঁদের_কাছে_রোদের_চিঠি রিভিউতে আলেয়া আরমিন আলোরুকসাত্ জাহানের লেখা উপন্যাস "চাঁদের কাছে রোদের চিঠি"। প্রচ্ছদ এবং নাম দ...
29/09/2024

#চাঁদের_কাছে_রোদের_চিঠি

রিভিউতে আলেয়া আরমিন আলো

রুকসাত্ জাহানের লেখা উপন্যাস "চাঁদের কাছে রোদের চিঠি"। প্রচ্ছদ এবং নাম দুটোই খুব আকর্ষণীয় মনে হওয়ার কারণে গোগ্রাসে পড়ে শেষ করেছি উপন্যাসটি। পড়তে শুরু করে প্রথমেই চরিত্রের নামগুলোর প্রেমে পড়ে গেছি। আর যেহেতু উপন্যাসের পটভূমি ১৯৮৬/ নব্বই দশকের সেহেতু শুরুর দিক থেকেই নিজের শৈশবকে বইয়ের পৃষ্ঠার পরতে পরতে ছুঁয়ে দেখেছি। পড়ার সময় অবচেতন মনে নিজেরও কিছু অতীতে ফেলা আসা স্মৃতিকে ছুঁয়ে এসেছি। পড়তে পড়তেই চোখের সামনে ছায়াছবির মতো ভেসে উঠেছে পুকুরের ঘাট, ববুল, কৃষ্ণচূড়া কিংবা হিজলতলার শীতল ছায়া। চারপাশে ঘিরে বয়ে গেছে চিরচেনা সেই কিশোরীবেলার দূরন্তপনার সুখ ও সুগন্ধি।

প্রথমদিকে আয়েশার প্রগাঢ় ব্যক্তিত্ব এবং তার জটিল প্রেম কাহিনির জন্য দুই চাচাতো ভাইয়ের পারিবারিক সম্পর্কের টানাপোড়েন দিয়ে ঘটনার বর্ণনা শুরু হলেও, কিছু পৃষ্ঠা অতিক্রম করতেই রোদ আর চাঁদের কিশোর বয়সের নিটোল প্রেমের সহজসরল ও সুন্দর একটা কাহিনি এসে গল্পটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চাঁদের বড়ো দুই বোন বৃষ্টির আবেগ, কিরণের দস্যিপনা অথবা তাদের রোদ আর চাঁদের দাদিদের চরিত্র ও বিদ্বেষী সংলাপ, সব মিলিয়ে বইটি আমাকে আমার পুরো শৈশব আর কৈশোরের টুকরো টুকরো মধুময় স্মৃতির সরোবরে সাঁতার কাটতে বাধ্য করেছে। আমি যখন কোনো একটি বই পড়ি তখন নিজের অজান্তেই বইয়ের বিশেষ কোনো চরিত্রে নিজেকেও সমর্পণ করে ফেলি। এই বইটি পড়ার সময় বইয়ের মূল চরিত্র "রোদ" কিংবা "চাঁদ" নয়, বরং আমি নিজের চরিত্রের সাথে কিরণের চরিত্রের বেশ মিল খুঁজে পেয়েছি।

বইটিতে চিঠি ও চিরকুটের আদান-প্রদান দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। যা থেকে আমার মনে হয়েছে আসলেই চিঠির যুগটাকে খুব মিস করি আমি। চিঠিতে মনের সবটুকু আবেগ ঢেলে হৃদগহীনের গোপন অনুভূতিগুলো যেভাবে শব্দে গাঁথা যায়, তা মুখের কথায় কিংবা দূরালাপনিতে কখনোই সম্ভব নয়। কারণ চিঠিটা লেখার সময়ও মানুষটা নিভৃতে একা বসে লিখে ,আবার পড়ার সময়ও সবার অগোচরেই পড়ে। তাই এখানে অনুভূতি প্রকাশের ঢের স্বাধীনতা থাকে এবং সংকোচের আড়ষ্টতাও এসে অদৃশ্য কোনো প্রাচীরের সৃষ্টি করে না। চিঠির রাজ্য প্রেরক আর প্রাপক দুজনেই স্বাধীন। তাই চিঠির ভাষাও হয় কিছুটা কাব্যিক ও শ্রুতিমধুর।

ঘটনা প্রবাহে কাহিনি এগিয়ে যায়। দুটো পরিবারের জীবনের সংঘর্ষ, ঘাত প্রতিঘাত, অহংকার অহমিকা, আত্মসম্মানবোধ এবং কারো অসহায়ত্বকে সাথে নিয়ে ধারাবাহিকতায় এগিয়ে যায় সময়। কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ ঘটে মূল চরিত্র দুটোর। এমনি এক পর্যায়ে আকস্মিক চাঁদের অপমৃত্যুতে বইয়ের শেষদিকে এসে যেন চরমভাবে একটা ধাক্কা খেয়েছি আমি! চোখ দুটোও ঝাপসা হয়েছে, মনেও আক্ষেপ জমেছে। কেন এমন হলো? রোদ আর চাঁদের মিলন হলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ , হয়তো কোনো ক্ষতি হতো না। কিন্তু পাঠকেরা এমন একটা ধাক্কাও খেত না। হয়তো গল্পের প্রয়োজনেই লেখক সমাপ্তিটা এভাবে টেনেছেন।
অতঃপর চাঁদের মৃত্যুর পরও চাঁদের কাছে রোদের চিঠি লেখা কিন্তু থেমে থাকেনি। রোদ তার চাঁদকে নিয়ম করে চিঠি লিখে গেছে এবং সংকল্প নিয়েছে সে আজীবন চাঁদকে চিঠি লিখেই যাবে। এমন নিগূঢ় প্রেম কেবল নব্বইয়ের দশকেই সম্ভব ছিল। এখনকার প্রেমে এতটা বিসর্জন তেমন চোখেই পড়ে না। তাই বইটি পড়ার পরও ভালো লাগার রেশটুকু কাটছে না। যারা আমার মতো পড়তে ভালোবাসেন, তাদের কাছে বইটি থাকলে সময় করে অবশ্যই পড়ে নিবেন। আর যারা উপন্যাসটি সংগ্রহ করেননি তারা রকমারি কিংবা বুকমার্ক অথবা প্রজ্ঞা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন।

জনপ্রিয় থ্রিলার লেখক সালমা সিদ্দিকাকে  জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক সালমা সিদ্দিকা...
27/09/2024

জনপ্রিয় থ্রিলার লেখক সালমা সিদ্দিকাকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক সালমা সিদ্দিকা - Salma Siddika একক রম্য সংকলন "চুরমার হিউমার " ২০২২ এর অমর একুশে বইমেলায় চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চলন্তিকার জনপ্রিয় রহস্য সিরিজ রহস্যলীনায় ও লিখেছেন।
লেখকের সাহিত্য জীবনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সুন্দর হোক আগামীর পথচলা।

শুভ জন্মদিন।

সুলেখক কামরুন নাহারকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক কামরুন নাহারের রোমান্টিক রম্য উ...
26/09/2024

সুলেখক কামরুন নাহারকে জানাই চলন্তিকা পরিবারের পক্ষ থেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। লেখক কামরুন নাহারের রোমান্টিক রম্য উপন্যাস "প্রেমপত্র " ২০২৩ এর চলন্তিকা পান্ডুলিপি বিজয়ী এবং বইটি সেই বছর অমর একুশে বইমেলায় চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। লেখকের সাহিত্য জীবনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। সুন্দর হোক আগামীর পথচলা।

শুভ জন্মদিন।

আর মাত্র দু'দিন বাকি "চলন্তিকা সাহিত্য উৎসবে সাজেশন দেয়ার জন্য। আগামী ২৫ তারিখ রাত ১২ টায় কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হবে...
23/09/2024

আর মাত্র দু'দিন বাকি "চলন্তিকা সাহিত্য উৎসবে সাজেশন দেয়ার জন্য। আগামী ২৫ তারিখ রাত ১২ টায় কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হবে কিন্তু।
আপনি আপনার পছন্দের বই, নাটক ও গানটি আমাদের নির্ধারিত পোস্টে সাজেস্ট করেছেন তো?

সাজেশন পোস্টের লিংক কমেন্টে।

19/09/2024

চলন্তিকা সাহিত্য পুরস্কার ২০২৪ এর পাঠক জরিপ চলছে, আপনি কী আপনার পছন্দের মতামত দিয়েছেন, না দিলে আর দেরি নয়, দিয়ে ফেলুন আপনার পছন্দের মতামত।

প্রথমবারের মতো চলন্তিকা উৎসবে দু'টো বিষয় যুক্ত করা হয়েছে - নাটক  ও  গান। বছরের সেরা সাহিত্যের পাশাপাশি সেরা গান ও সেরা ন...
17/09/2024

প্রথমবারের মতো চলন্তিকা উৎসবে দু'টো বিষয় যুক্ত করা হয়েছে - নাটক ও গান। বছরের সেরা সাহিত্যের পাশাপাশি সেরা গান ও সেরা নাটককেও "চলন্তিকা উৎসব ২০২৪"এর পঞ্চম আসরে সম্মানিত করা হবে।

যেভাবে আপনারা নাটক ও গান মনোনয়নের জন্য নির্বাচন করবেন :
২০২৩ এর জানুয়ারি থেকে ২০২৪এর জুন মাস পর্যন্ত ইউটিউবে প্রকাশিত আপনার পছন্দের সেরা নাটক এবং গান নির্বাচন করবেন।
মাথায় রাখবেন,
ক) উক্ত সময়সীমার আগের বা পরের কোনও নাম সাজেস্ট করবেন না।
খ) টেলিভিশন মিডিয়ার নাটক বা গানও নির্বাচন করবেন না।
গ) সিনেমার গানও নির্বাচন করবেন না।

নাটকের ক্ষেত্রে নাটকের নাম ও প্রধান চরিত্রের নাম লিখে কমেন্ট করবেন। কমেন্টের ডেমো ---
"নাটক
নাম - ****
প্রধান চরিত্র - ****, *****"

গানের ক্ষেত্রে গানের শিরোনাম ও শিল্পীর নাম লিখবেন।
কমেন্টের ডেমো ---
"গান
শিরোনাম- *** ***** **
শিল্পী - *** ****"

একজন ব্যক্তি একাধিক নাম মনোনয়ন করতে পারবেন।

আরেকটি জরুরি কথা, প্রতিযোগিতার প্রাথমিক মনোনয়ন পর্ব চলবে ২৫শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত। এরপর কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হবে। তাই আপনি ভুলে যাওয়ার আগেই আপনার পছন্দের গান ও নাটকের যথাযথ কমেন্ট করে অংশগ্রহণ করুন।

এই পোস্টে মনোনয়ন কমেন্ট নেওয়া হবে না।
নাটক ও গানের মনোনয়নের জন্য কমেন্টের লিংকের পোস্টে যান।

পাঠকপ্রিয় লেখক রুকসাত জাহানের জন্মদিনে চলন্তিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইলো। লেখক রুকসাত জাহানের প্রথম একক ...
17/09/2024

পাঠকপ্রিয় লেখক রুকসাত জাহানের জন্মদিনে চলন্তিকা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইলো। লেখক রুকসাত জাহানের প্রথম একক সামাজিক ও গ্রামীণ পটভূমিতে লেখা উপন্যাস "হৃদয়ে তার পায়ের ছাপ" ২০২২ এর বইমেলায় চলন্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিলো। এরজন্য লেখক চলন্তিকা সাহিত্য পুরষ্কার ২০২২ এর বেস্ট সেলার পুরষ্কারে সন্মানিত হয়েছিলেন। ২০২৩ এর মেলায় তার দ্বিতীয় উপন্যাস "স্বপ্ন কেনার দামে " প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি চলন্তিকার রহস্যলীনা সিরিজ, গল্পকথার কল্পলোকে,ঈদ সংখ্যা,অপরাজিত ৯৯ এবং তাবাসসুম নাজ সম্পাদিত ভৌতিক ও রহস্য সংকলন "প্রিয় ভূতেরা" সহ সকল সংকলনের সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িত। এবার ২০২৪ অমর একুশে বইমেলায় লেখকের নব্বই দশকের প্রেম কাহিনি নির্ভর চমৎকার রোমান্টিক ও সামাজিক উপন্যাস "চাঁদের কাছে রোদের চিঠি " চলন্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
রুকসাত জাহানের লেখক প্রতিভার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।

শুভ জন্মদিন।

আজ সুলেখক সানজিদা হোসাইন এর জন্মদিনে চলন্তিকা পরিবার জানায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। লেখক সানজিদা হোসাইনের প্রথম সংলা...
16/09/2024

আজ সুলেখক সানজিদা হোসাইন এর জন্মদিনে চলন্তিকা পরিবার জানায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। লেখক সানজিদা হোসাইনের প্রথম সংলাপ ধর্মী রোমান্টিক উপন্যাস "গল্প না কল্পনা " চলন্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিলো। এছাড়াও ২০২২এর বইমেলায় চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে ২১ জন কিংবদন্তির জীবনী নিয়ে লেখা তার প্রথম প্রবন্ধ " কিংবদন্তির রাজকাহন" এবং ২০২৩ এর বইমেলায় মনছবি বিষয়ক বই " প্যাথেটিক ফ্যালাসি"।
লেখক সানজিদা হোসাইনের জন্মদিনে তার লেখক প্রতিভার উত্তরোত্তর সমৃদ্ধির শুভাশিস রইল।

শুভ জন্মদিন।

শিল্প ও সাহিত্যের জন্য আলাদা আলাদা পোস্ট করা হয়েছে। পোস্ট পড়ে কমেন্ট করুন।
15/09/2024

শিল্প ও সাহিত্যের জন্য আলাদা আলাদা পোস্ট করা হয়েছে। পোস্ট পড়ে কমেন্ট করুন।

আসসালামু আলাইকুম, আজ থেকে শুরু হলো, শিল্প সাহিত্যে নবীনদের অনুপ্রেরণা "চলন্তিকা সাহিত্য পুরষ্কার" এর ৫ম আসর ""চলন্তিকা উ...
15/09/2024

আসসালামু আলাইকুম,

আজ থেকে শুরু হলো, শিল্প সাহিত্যে নবীনদের অনুপ্রেরণা "চলন্তিকা সাহিত্য পুরষ্কার" এর ৫ম আসর ""চলন্তিকা উৎসব ২০২৪" এর প্রাথমিক মনোনয়ন পর্ব।

যেভাবে আপনারা নাটক ও গান মনোনয়নের জন্য নির্বাচন করবেন :
২০২৩ এর জানুয়ারি থেকে ২০২৪এর জুন মাস পর্যন্ত ইউটিউবে প্রকাশিত আপনার পছন্দের সেরা নাটক এবং গান নির্বাচন করবেন।

ক) উক্ত সময়সীমার আগের বা পরের কোনও নাম সাজেস্ট করবেন না।
খ) টেলিভিশন মিডিয়ার নাটক বা গানও নির্বাচন করবেন না।
গ) সিনেমার গানও নির্বাচন করবেন না।

নাটকের ক্ষেত্রে নাটকের নাম ও প্রধান চরিত্রের নাম লিখে কমেন্ট করবেন। কমেন্টের ডেমো ---

"নাটক
নাম - ****
প্রধান চরিত্র - ****, *****।"

গানের ক্ষেত্রে গানের শিরোনাম ও শিল্পীর নাম লিখবেন।
কমেন্টের ডেমো ---

"গান
শিরোনাম- *** ***** **
শিল্পী - *** ****।"

একজন ব্যক্তি একাধিক গান ও নাটক মনোনয়ন করতে পারবেন।

বিঃদ্রঃ প্রতিযোগিতার প্রাথমিক মনোনয়ন পর্ব চলবে ২৫শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১২টা পর্যন্ত। এরপর কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হবে। আশা করি সকলের অংশগ্রহণ আমাদের আয়োজনটি সুন্দর হবে।

(দয়া করে এই পোস্টে শুভকামনা, স্টিকার, অথবা কমেন্টে বাড়তি কোন প্রশ্ন করবেন না। এখানে শুধুমাত্র আপনার পছন্দের নামগুলো সাজেস্ট করুন।)

আসসালামু আলাইকুম, আজ থেকে শুরু হলো, ❝শিল্প সাহিত্যে নবীনদের অনুপ্রেরণা "চলন্তিকা সাহিত্য পুরষ্কার " এর ৫ম আসর "চলন্তিকা ...
15/09/2024

আসসালামু আলাইকুম,
আজ থেকে শুরু হলো, ❝শিল্প সাহিত্যে নবীনদের অনুপ্রেরণা "চলন্তিকা সাহিত্য পুরষ্কার " এর ৫ম আসর "চলন্তিকা উৎসব ২০২৪"।❞

◾বইয়ের ক্ষেত্রে :
প্রথম পর্বে পাঠকদেরকে মনোনয়ন দিতে হবে ২০২৩ ১লা মার্চ থেকে ২০২৪ ৩০ শে জুন পর্যন্ত প্রকাশিত সেরা বই এবং লেখকদের নাম, পাশাপাশি জনরাও লিখে দিতে চেষ্টা করবেন। এতে আমাদের কাজ একটু সহজ হবে।
একজন একাধিক নাম মনোনয়ন করতে পারবেন।

(বি. দ্র.) প্রতিযোগিতার প্রাথমিক মনোনয়ন পর্ব চলবে ২৫সে সেপ্টেম্বর ২০২৪ রাত ১২ টা পর্যন্ত। এরপর কমেন্ট সেকশন বন্ধ করে দেয়া হবে। উক্ত সময়সীমার আগের বা পরের কোন নাম সাজেস্ট করলে তা প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা করা হবে। আশা করি সকলের অংশগ্রহণ আমাদের আয়োজনটি সুন্দর হবে।

(দয়া করে এই পোস্টে শুভকামনা, স্টিকার, অথবা কমেন্টে বাড়তি কোন প্রশ্ন করবেন না। এখানে শুধুমাত্র আপনার পছন্দের নামগুলো সাজেস্ট করুন।)

জনপ্রিয় লেখক শারমিন আন্জুমের জন্মদিনে চলন্তিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। লেখক শারমিন আন্জুমের একাধিক বই চলন্তিকা...
14/09/2024

জনপ্রিয় লেখক শারমিন আন্জুমের জন্মদিনে চলন্তিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো। লেখক শারমিন আন্জুমের একাধিক বই চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। 'দ্রোহত্রয়ী' গল্প সংকলন, 'মৌতাত' উপন্যাস তার একক বই। এছাড়াও 'ভাঙা কাচেঁর আয়না' রহস্য ডিটেকটিভ নির্ভর উপন্যাসটি তারই সুযোগ্য হাতে সম্পাদিত হয়েছিলো। যেখানে একই সাথে ১০জন সুলেখক রয়েছেন। তার লেখা চমৎকার একটি গল্প 'সার্টিফিকেট' চলন্তিকা ঈদ সংখ্যা ২০২৩ এ প্রকাশিত হয়েছে। এছাড়াও চলন্তিকার জনপ্রিয় রহস্য সিরিজ রহস্যলীনা ৩,এবং ৪ এ তার লেখা গল্প রয়েছে। গতবছর তার প্রথম একক থ্রিলার সংকলন 'যে থাকে আঁধারে' চলন্তিকা থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও ২০২৪ অমর একুশে বইমেলায় তার লেখা একক থ্রিলার উপন্যাস "বহ্নিসময় " চলন্তিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে,যা ছিলো এবারের বইমেলায় চলন্তিকা বেস্ট সেলার বই। লেখকের সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করছি।

শুভ জন্মদিন।

14/09/2024

ফিরে দেখা চলন্তিকা উঠসব ২০২২ - (নিউজ)

Address

11/6 Free School, Street Kathal Bagan
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when চলন্তিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলন্তিকা:

Videos

Share

Category

Nearby media companies