চলন্তিকা সাহিত্য পুরষ্কারএর নমিনেশন ঘোষণা
চলন্তিকা সাহিত্য পুরস্কার ২০২৪ এর পাঠক জরিপ চলছে, আপনি কী আপনার পছন্দের মতামত দিয়েছেন, না দিলে আর দেরি নয়, দিয়ে ফেলুন আপনার পছন্দের মতামত।
#challenge #chalanttika
ফিরে দেখা চলন্তিকা উৎসব ২০১৮-২০২২
ফিরে দেখা চলন্তিকা উঠসব ২০২২ - (নিউজ)
ফিরে দেখা চলন্তিকা উৎসব ২০২২।
গানঃ মেঘ ভেসে যায়।
শিল্পীঃ খায়রুল ওয়াসী ।
ফিরে দেখা চলন্তিকা উৎসব ২০২২(পর্ব-০১)
ফিরে দেখা চলন্তিকা উৎসব ২০২২
❝শিল্প সাহিত্যে নবীনদের অনুপ্রেরণা "চলন্তিকা সাহিত্য পুরষ্কার " এর ৫ম তম আসর ""চলন্তিকা উৎসব ২০২৪"।❞
#বিপ্রতীপ_কোণ
ভিডিও রিভিউতে সুস্মিতা জাফর
গতকাল কুমিল্লার মনোহরগঞ্জ এর তুগুরিয়া বাজার পৌঁছাতে পৌঁছাতে সকাল ১১টা, ওখানে আগে থেকেই ৪/৫ টি ত্রাণবাহী গাড়ি দাড়িয়ে ছিলো,আমরা সেখানের রেডক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবক আতিক ভাই সিরায়াল করে একেক গাড়ি একেক দিকে পাঠাচ্ছিলেন, কিন্তু কেউই বেশি ভিতরে যেতে চাচ্ছিল না, কারন কারো সাথেই বোট ছিলো না। আমরা রাজি হই, যেখানে কেউ যায়নি, আমরা সেখানেই যাব। আতিক ভাই একটি ট্রাকটর ও ছোটো একটা বোট ঠিক করে দেন সম্পুর্ন বিনা পয়সায়, যেখানে অন্যরা ট্রাকটর ভাড়া দেয়া লেগেছে।আমাদের ট্রাক থেকে সব মালামাল আমরা সেখানের ট্রাক্টরে তুলে পানির রাস্তা ধরে দক্ষিণ ফেনুয়া (মেইন রাস্তা থেকে ১৫/১৬ কি:মি) একটি দ্বিতল স্কুলে পৌঁছাই, (স্কুলের নিচতলায় পানিতে ডুবে আছে) সেখানে সব ডাম্পিং করে স্কুলের প্রধান শিক্ষকের পরামর্শ মোতাবেক উপহার সামগ্রী বিভিন্ন জনের কাছে পৌঁছে দেই।
আমাদের এক একটা প্যাকেটে প
আসসালামু আলাইকুম,
শুভ সকাল।
আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় এবং চলন্তিকা প্রকাশনীর উদ্যোগে প্রায় দুই টন ত্রাণ সামগ্রী নিয়ে আজ ভোরে কুমিল্লার বুড়িচং এলাকায় চলন্তিকার টিম পৌঁছে গেছে। এই ক্ষুদ্র প্রচেষ্টায় যারা পাশে ছিলেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
আল্লাহ সকল ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত পরিবারের সহায় হোন।
ভিডিও গতকাল চলন্তিকা অফিসে মালামাল প্যাকেট করার সময় ধারন করা।
চলে এসেছে বই। লেখক ইসরাত জাহানের একক সংকলন "দ্বিভূজ"। বইটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন চলন্তিকা প্রকাশনীর পেইজের ইনবক্সে অথবা যেকোনো অনলাইন বুকশপে।
আসসালামু আলাইকুম,
চলন্তিকার সকল লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের স্বাধীন বাংলার নতুন ভোরের শুভেচ্ছা। আমাদের তরুণ ছাত্র সমাজকে তাদের এই অভাবনীয় বিজয়ের জন্য অভিনন্দন। সেইসাথে এই আন্দোলনে শহীদ সকল ছাত্র ও সাধারণ মানুষের জন্য আমরা চলন্তিকা পরিবার শোকাহত। চলন্তিকা প্রকাশনী শুরু থেকেই এই আন্দোলনের পক্ষে ছিল। ইনশাআল্লাহ আগামীতেও আমরা ন্যায়ের পথেই থাকব। আমাদের সংশ্লিষ্ট সকল লেখক এবং পাঠকেরা এটা জানে।
যেই সকল লেখক এবং পাঠক এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। যারা সরাসরি এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন ( যারা বিপক্ষে ছিলেন, নিরব বা বিপদে পড়ে চুপ ছিলেন তারা নন) আজ থেকে চলন্তিকা প্রকাশনী তাদের বই নিয়ে আর কাজ করবে না।
যাইহোক, নিচের এই গানটি আন্দোলন চলাকালীন আমরা রেকর্ড করেছিলাম। বহু মানুষ, লেখকেরা গা
চলে এসেছে লেখক তামান্না স্মৃতির নতুন উপন্যাস "বিপ্রতীপ কোণ" যারা প্রি অর্ডার করেছেন তারা জলদি বইটি হাতে পেয়ে যাবেন। চমৎকার এই প্রচ্ছদটি করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী সাদিতউজজামান।
লেখক শারমিন আন্জুম তার দুটি বই নিয়ে চমৎকার এই ভিডিও করেছেন।