অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা

অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা

সম্পাদক ও প্রকাশক : আবু এম ইউসুফ।
সম্পাদনা পরিষদের সদস্য-
সুলতানা শাহরিয়া পিউ, সোলায়মান সুমন ও চৈতী আহমেদ, শামীম সাঈদ।

অনুপ্রাণন প্রকাশিত হয়েছে ৩৪টি সংখ্যা। ১ম থেকে ৮ম পর্যন্ত প্রতিটি সংখ্যার মূল্য ৫০ টাকা। ৯ম বিশেষ "প্রিয় উপন্যাস" সংখ্যা থেকে ১৫তম সংখ্যার প্রতিটির মূল্য ১০০ টাকা। ১৫তম সংখ্যা থেকে ৩৬ তম সংখ্যার মূল্য ১৫০ টাকা।

বাংলাদেশের ১০০ কবি নির্বাচিত করে অনুপ্রাণন বিশেষ ৪টি সংখ্যা প্রকা

শ করেছে। অনুপ্রাণন ১১তম সংখ্যা ১ম থেকে ৪র্থ। েই বিশেষ কবি ও কবিতা সংখ্যা- প্রথম থেকে চতুর্থ পর্বের এক একটি সংখ্যার মূল্য ৳১০০/- মাত্র। কিন্তু ৪টি কবি ও কবিতা সংখ্যা একসাথে অর্ডার করলে দাম পড়বে মোট ৳৫০০/- ।

অনুপ্রাণন পত্রিকা পেতে আপনার চাহিদা ও ঠিকানা জানিয়ে দিন ফোনে অথবা পেজের মেসেঞ্জার বক্সে। অনুপ্রাণন হাতে পাবার পর টাকা জমা দিন অনুপ্রাণন বিকাশ একাউন্টে এবং টাকা জমা দেবার পর এসএমএস করে জানান।

দ্রুত যোগাযোগ : ০১৭৬৬৬৮৪৪৩৬ এবং ০১৯১৯৫২০৪৭৩
অনুপ্রাণন বিকাশ একাউন্টঃ ০১৭১১ ৫৯২৮৯১ এবং
০১৬১৯ ৮০৯২৩৫

সম্পাদকীয় যোগাযোগ, অনুপ্রাণন প্রদর্শন ও বিক্রয় কেন্দ্রঃ
বি/ ৬৩-৬৪, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স,
কাঁটাবন, ঢাকা ১২০৫।
ই-মেইল: [email protected]
[email protected]

10/05/2024
পৃথিবীর যেদিন জন্ম হয়েছিলো সেই মূহুর্ত থেকে দিন গণনা শুরু হয়নি। কেননা তখন সময় গণনার চেতনা সৃষ্টি হয়নি। মানুষের জন্মেরও ল...
13/04/2024

পৃথিবীর যেদিন জন্ম হয়েছিলো সেই মূহুর্ত থেকে দিন গণনা শুরু হয়নি। কেননা তখন সময় গণনার চেতনা সৃষ্টি হয়নি।

মানুষের জন্মেরও লক্ষ লক্ষ বছর পরে যখন মানুষ একে একে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের আপেক্ষিক অবস্থান পরিবর্তনের সুত্রগুলো বোঝা শুরু করে তখন বাস্তব ঘটনার সাথে সময়ের মাত্রাটি যুক্ত করা শুরু হয়।
যেদিন দিগন্তে প্রথম চাঁদ দেখা গেলো সেদিন একটি তারিখ। আর, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময়টুকু লাগে সেটা এক সৌরবছর।

আজ ৩০ চৈত্র শেষ হলে কাল ১ বৈশাখ ভোর থেকে যে সৌরবছরটি ১৪৩১ সংখ্যা পেলো আগামী ৩০ চৈত্র পর্যন্ত তার আয়ু।

বছরের এসব গণনা, দিন-মাস তারিখের সাথে দিবস এর কোন একটা চরিত্রকে যুক্ত করার যে প্রবণতা- এটা সামন্তবাদ ও পুঁজিবাদের সৃষ্টি। সামন্তবাদ, পুঁজিবাদ তাদের ফায়দা লোটার জন্য এসব করে।

যেদিন শোষণ থাকবে না, মানুষ প্রতিদিনই আনন্দ করবে তখন নিজেকে নতুন করে সাজিয়ে দল বেঁধে আনন্দ করার জন্য জাতীয়/আন্তর্জাতিক বিশেষ কোন একটা দিন হয়তো থাকবে না। কিন্তু সময় গণনার কাজটি তখন থাকবে শ্রম ও উৎপাদনের সাথে আয় ও ব্যয়ের হিসাব রাখার জন্য।

এভাবেই হয়ত পয়লা বৈশাখের উপযোগিতা থাকবে নতুন করে হালখাতা খুলে দিয়ে বছরটা আরম্ভ যে করতে হবে।

আজকে ধর্ম যে পয়লা বৈশাখ উদযাপনের বিরোধিতা করে তার কারন ধর্ম একটি অনুশাসন। যে অনুশাসনের সাথে আনন্দ যায় না, উৎসব যায় না, গান-বাজনা যায় না, নৃত্য যায় না। ধর্ম কোন জাতিরই সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয় না।

বৈজ্ঞানিক বাস্তবতা এই যে জাতি হিসেবে আমরা বাঙালি । বাঙালির একটা নিজস্ব ইতিহাস আছে, বাঙালির একটা ঐতিহ্য আছে। বাঙালির একটা ভাষা আছে, বাঙালির পৌষ সংক্রান্তি আছে, চৈত্র সংক্রান্তি আছে। আছে পয়লা বৈশাখ যেদিন জীর্ণ পুরানোকে বর্জন করে আছে নতুনকে আহ্বান করার, আনন্দ করার।

১৪৩১ শুভ হোক। শুভ হোক পরের সবগুলো বছর।

আমরা তো তিমিরবিনাশীআমরা তো মিলি একসাথেআমরা তো গাই জয়গানআমরা তো আলোর মশাল।
13/04/2024

আমরা তো তিমিরবিনাশী
আমরা তো মিলি একসাথে
আমরা তো গাই জয়গান
আমরা তো আলোর মশাল।

সবাইকে অনুপ্রাণন ও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।  োবারাক
10/04/2024

সবাইকে অনুপ্রাণন ও আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।

োবারাক

জন্মদিনের শুভেচ্ছা -একটা কঠিন সময়, একটা কঠিন সংগ্রাম। যে ভাষার নিজস্ব ইতিহাস-ঐতিহ্য আছে, যে ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে,...
04/04/2024

জন্মদিনের শুভেচ্ছা -

একটা কঠিন সময়, একটা কঠিন সংগ্রাম।
যে ভাষার নিজস্ব ইতিহাস-ঐতিহ্য আছে,
যে ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে,
যে ভাষার নিজ অর্জিত সম্পদ-সম্ভার রয়েছে,
যে ভাষা প্রতিষ্ঠিত রয়েছে হাজার বছর সাড়ে সাত কোটি বাঙালীর হৃদয়ে -
সেই ভাষার ইতিহাসকে খণ্ডিত করার,
বর্ণমালাকে পরিবর্তন করার কূটিল ষড়যন্ত্র নিয়ে তখন পাকিস্তানী শাসকেরা বাঙালীর উপর ঝাঁপিয়ে পড়েছিল।

সেসময় যারা বাঙলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রাণপণ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম পুরোধা একজন-
অধ্যাপিকা ড. সানজীদা খাতুন।

বাঙালী যারা তাঁকে চেনেন-জানেন,
অথবা যারা তাঁর সঙ্গীতশিক্ষণে স্নাত হয়েছেন -
দীর্ঘ অধ্যাপনা জীবনে যারা শ্রেণিকক্ষে তাঁর কাছে সাহিত্যের পাঠ গ্রহণ করেছেন -
সাংস্কৃতিক মুক্তি আন্দোলনে তাঁর সঙ্গে চলেছেন অথবা যারা তাঁর অনুগামী হয়েছেন, অনুসরণ করেছেন এবং শুনেছেন -
যারা তাঁর গান ও তাঁর কৃত গানের ব্যাখ্যা শোনার সৌভাগ্য অর্জন করেছেন,
তাঁর শিক্ষা-সংস্কৃতির সমন্বিত কার্যক্রম দ্বারা যারা ঋদ্ধ হয়েছেন -
তাঁর ব্রতচারী আন্দোলনে শরিক হয়েছেন -
যারা তাঁর প্রবন্ধাদি পাঠ করেছেন,
লোকবোধ্য সহজপাঠ থেকে শুরু করে ভাষা, ধ্বনি ও কবিতাবিষয়ক গূঢ় আলোচনা যার যেমন পছন্দ,
এমত সবাই তাঁর কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন।

সম্প্রীতি ও প্রগতির পক্ষে দুর্মর হেঁটে চলা, বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সন্‌জীদা খাতুনের ৯১তম জন্মবার্ষিকী আজ।

তাঁকে জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা।

ত্রৈমাসিক অনুপ্রাণনে প্রকাশের জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি : প্রিয় বন্ধুরা,আপনারা জানেন যে গত দুই বছর অর্থাৎ ২০২২ ও ২০২৩ সনে...
31/03/2024

ত্রৈমাসিক অনুপ্রাণনে প্রকাশের জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি :

প্রিয় বন্ধুরা,

আপনারা জানেন যে গত দুই বছর অর্থাৎ ২০২২ ও ২০২৩ সনে ত্রৈমাসিক অনুপ্রাণন বিশেষ বিষয়ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করেছে।

২০২২ সনে ত্রৈমাসিক অনুপ্রাণনের প্রকাশিত চারটি সংখ্যায় বাংলাদেশের ১০০ জন কবি যাদের জন্মসাল ১৯০০ থেকে ১৯৬৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত হয়েছে।

এই ধারাবাহিকতায় ২০২৩ সনে ত্রৈমাসিক অনুপ্রাণনের প্রকাশিত চারটি সংখ্যায় বাংলাদেশের ১০০ জন গল্পকার যাদের জন্মসাল ১৮৯৭ থেকে ১৯৬৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য ১টি গল্প এবং গল্পকারের প্রকাশিত গল্পসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত হয়েছে।

২০২৪ সালে এসে ত্রৈমাসিক অনুপ্রাণন প্রকাশিতব্য ৪টি সংখ্যায় সাম্প্রতিক বাংলাদেশের ১০০ জন কবি যাদের জন্ম ১৯৬৬ থেকে ১৯৮৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত করে প্রকাশ করার উদ্যোগ গ্রহন করেছে।

তাই, প্রিয় লেখক বন্ধুদের নিম্নলিখিত ১০০ জন কবি থেকে যে কোন একজনকে বেঁছে নিয়ে তার জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা যুক্ত করে একটি সম্পূর্ণ মননশীল প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।

সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচিত ১০০ কবি ও কবিতা : (জন্মসাল : ১৯৬৬ - ১৯৮৫)

০১.শুচি সৈয়দ, ০২.আহমেদ স্বপন মাহমুদ, ০৩.অনিকেত শামীম, ০৪.মজিদ মাহমুদ, ০৫.সৈয়দ ওয়ালী, ০৬.পরিতোষ হালদার, ০৭.শিমুল মাহমুদ, ০৮.তুষার গায়েন, ০৯.সেলিনা শেলী, ১০.জেবুননেসা হেলেন, ১১.সরকার আমিন, ১২.হাসানআল আবদুল্লাহ, ১৩.মাসুদুল হক, ১৪.রাজু আলীম, ১৫.মাহবুব কবির, ১৬.বায়তুল্লাহ কাদেরী, ১৭.তপন বাগচী, ১৮.মুজিব মেহদী, ১৯.ভাগ্যধন বড়ুয়া, ২০.শাহনাজ মুন্নী, ২১.বীরেন মুখার্জী, ২২.শিবলী মোকতাদির, ২৩.জহির হাসান, ২৪.প্রত্যয় জসীম, ২৫.চঞ্চল আশরাফ, ২৬.মুজিব ইরম, ২৭.মোস্তফা তারিকুল আহসান, ২৮. লতিফ জোয়ার্দার, ২৯.মজনু শাহ, ৩০.ইসলাম রফিক, ৩১.সৌমিত্র দেব, ৩২.খলিল মজিদ, ৩৩.মেঘ অদিতি, ৩৪.শাহেদ কায়েস, ৩৫.জাফর আহমদ রাশেদ, ৩৬. রোকসানা আফরীন, ৩৭.রহমান হেনরী, ৩৮.মামুন মুস্তাফা, ৩৯.মাসুদার রহমান, ৪০.সৌভিক রেজা, ৪১.কামরুজ্জামান কামু, ৪২.আলফ্রেড খোকন, ৪৩.শামীম রেজা, ৪৪.শোয়াইব জিবরান, ৪৫.রাসেল আশেকী, ৪৬.জফির সেতু, ৪৭.শামীম সিদ্দিকী, ৪৮.কাজল কানন, ৪৯.সৈকত হাবিব, ৫০.বদরে মুনীর, ৫১.শামীম নওরোজ, ৫২.ফারহানা রহমান, ৫৩.টোকন ঠাকুর, ৫৪.ওবায়েদ আকাশ, ৫৫.মারজুক রাসেল, ৫৬.কাজী নাসির মামুন, ৫৭.জুনান নাশিত, ৫৮.মাহবুব আজীজ, ৫৯.রনজু রাইম, ৬০.গোলাম মোরশেদ চন্দন, ৬১.মোস্তাক আহমাদ দীন, ৬২.অরূপ কিষান, ৬৩.জাহানারা পারভীন, ৬৪.অতনু তিয়াস, ৬৫.চন্দন চৌধুরী, ৬৬.আপন মাহমুদ, ৬৭.মোহাম্মদ নূরুল হক, ৬৮.মনিরুল মনির, ৬৯.শিকদার ওয়ালিউজ্জামান, ৭০.জাকির জাফরান, ৭১.ফেরদৌস মাহমুদ, ৭২.অনন্ত সুজন, ৭৩.সাকিরা পারভীন, ৭৪.শুভাশিস সিনহা, ৭৫.কুমার দীপ, ৭৬.শিশির আজম, ৭৭.তারেক রেজা, ৭৮.জুয়েল মোস্তাফিজ, ৭৯.রওশন রুবী, ৮০.মাসুদ পথিক, ৮১.ইমতিয়াজ মাহমুদ, ৮২.মাজুল হাসান, ৮৩.আসমা বীথি, ৮৪.শফিক সেলিম, ৮৫.নির্ঝর নৈঃশব্দ্য, ৮৬.আসমা অধরা, ৮৭.অঞ্জন আচার্য, ৮৮.ফিরোজ আহমেদ, ৮৯.চাণক্য বাড়ৈ, ৯০.মাহফুজা অনন্যা, ৯১.আঁখি সিদ্দিকা, ৯২.জাহিদ সোহাগ, ৯৩.আলতাফ শাহনেওয়াজ, ৯৪.শামীম হোসেন, ৯৫.নওশাদ জামিল, ৯৬.শারদুল সজল, ৯৭.আফরোজা সোমা, ৯৮.মৃদুল মাহবুব, ৯৯.পিয়াস মজিদ, ১০০.রিমঝিম আহমেদ।

যেহেতু একজন কবিকে নিয়ে শুধুমাত্র একজনের লেখাই প্রকাশ করার জন্য বিবেচনা করা হবে সুতরাং আপনি যে কবিকে নিয়ে লিখতে আগ্রহী দয়া করে ইমেইলের মাধ্যমে আপনার আগ্রহের কথা অবিলম্বে জানিয়ে দেবেন। একইসাথে আপনি কত তারিখের মধ্যে লেখাটি পাঠাতে পারবেন দয়া করে সেটাও সুনির্দিষ্ট করে জানিয়ে দেবেন।

লেখা পাঠানোর ইমেইল ঠিকানা- [email protected]

তালিকা অনুযায়ী সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচিত ১০০ কবি নিয়ে আয়োজনটি চারটি পর্বে প্রকাশিত হবে। প্রতিটি পর্বে ২৫জন কবিকে নিয়ে লেখা সংকলিত হবে।

অনুপ্রাণন ত্রৈমাসিকের প্রকাশিতব্য এই চারটি পর্বের জন্য লেখা পাঠানোর সর্বশেষ তারিখসমুহ-

প্রথম পর্ব- ১৫ মে ২০২৪, দ্বিতীয় পর্ব- ১৫ জুন ২০২৪, তৃতীয় পর্ব- ১৫ জুলাই ২০২৪ এবং ৪র্থ পর্ব- ১৫ আগস্ট ২০২৪।

নিচের লিংকে অনুপ্রাণন ত্রৈমাসিকের বিশেষ সংখ্যাগুলো সম্পর্কে জানতে পারেন-
https://anupranon.com/product-category/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/?swoof=1&product_cat=বিশেষ-সংখ্যা&really_curr_tax=121-product_cat

প্রিয় বন্ধুরা,আপনাদের নিশ্চয়ই মনে আছে ত্রৈমাসিক অনুপ্রাণনের একাদশ বর্ষের (গ্রেগরিয়ান ২০২২) চারটি সংখ্যায় ১৯০০-১৯৬৫ পর্যন...
30/03/2024

প্রিয় বন্ধুরা,

আপনাদের নিশ্চয়ই মনে আছে ত্রৈমাসিক অনুপ্রাণনের একাদশ বর্ষের (গ্রেগরিয়ান ২০২২) চারটি সংখ্যায় ১৯০০-১৯৬৫ পর্যন্ত জন্ম নেয়া বাংলাদেশের কবিদের মধ্যে থেকে ১০০ জন কবিকে বাছাই করে তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা ও কবিতাকর্ম নিয়ে সামগ্রিক আলোচনা যুক্ত করে প্রকাশ করা হয়েছিলো।

কবি ও কবিতা সংখ্যা নামে এই ৪টি সিরিজ সংখ্যায় যে ১০০ জন কবির নাম অন্তর্ভূক্ত ছিল, অনুপ্রাণন সম্পাদনা পরিষদ মনে করে, তারাই যুক্তভাবে বাংলাদেশের আধুনিক কবিতা সাহিত্যের ভিত্তিভূমি প্রস্তুত করেছেন। যে ভিত্তিভূমির সাথে প্রজন্মের পরিচয় ঘটানো, দেশে ও বিদেশে বাংলাদেশের ভিত্তিভূমির কবিদের তুলে ধরা ইত্যাদী ছিলো এই চারটি সংখ্যা প্রকাশের উদ্দেশ্য।

কিন্তু, এই ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মের কবি কারা? যে কবিদের জন্ম ১৯৬৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এবং বাংলাদেশের আধুনিক কবিতায় যাদের উল্লেখযোগ্য যোগদান আছে?
ত্রৈমাসিক অনুপ্রাণনের ২০২৪ বর্ষের কার্যক্রম প্রস্তুত করার জন্য আমরা আপনাদের মূল্যবান প্রস্তাব পেতে আগ্রহী?

২০২২ এ প্রকাশিত কবি ও কবিতা সংখ্যার তথ্য -
কবি ও কবিতা সংখ্যা- ১ম পর্ব-
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-১১তম-বর্ষ-১ম-সং/
কবি ও কবিতা সংখ্য - ২য় পর্ব-
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-১১ম-বর্ষ-২য়-সংখ/
কবি ও কবিতা সংখ্যা- ৩য় পর্ব -
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-১১তম-বর্ষ-৩য়-সং/
কবি ও কবিতা সংখ্যা- ৪র্থ পর্ব -
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-১১তম-বর্ষ-৪র্থ/

Best Book Collections

আজ শুক্রবার ১৫ মার্চ ২০২৪ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনসমুহের প্রশ্নাতীত নেতা ও কর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ...
15/03/2024

আজ শুক্রবার ১৫ মার্চ ২০২৪ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনসমুহের প্রশ্নাতীত নেতা ও কর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান অভিশংসক সর্বজনশ্রদ্ধেয় গোলাম আরিফ টিপু আমাদের ছেড়ে চলে গেছেন।

গোলাম আরিফ টিপু ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের (তৎকালীন মালদহ জেলা, ব্রিটিশ ভারত) শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আফতাব উদ্দিন আহমদ ছিলেন জেলা রেজিস্ট্রার। ৯ ভাই-বোনের মধ্যে টিপু দ্বিতীয়। তিনি কালিয়াচর বিদ্যালয় থেকে ১৯৪৮ সালে মাধ্যমিক ও রাজশাহী কলেজ থেকে ১৯৫০ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। একই কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

গোলাম আরিফ টিপু একজন মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৯ সালে তাকে একুশে পদক প্রদান করে।

সর্বজনশ্রদ্ধেয় সংগ্রামী কমরেড গোলাম আরিফ টিপুর মৃত্যুতে শোক জানাই। তার স্মৃতির প্রতি জানাই অফুরান শ্রদ্ধা ও ভালোবাসা।

অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা– ২০২৪ সংক্রান্ত ঘোষণা-প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১৫ জন তরুণের একটি করে মোট ১৫টি বই...
13/03/2024

অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা– ২০২৪ সংক্রান্ত ঘোষণা-

প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১৫ জন তরুণের একটি করে মোট ১৫টি বই ২০২৪ সালে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ কবি-সাহিত্যিকদের মধ্যে থেকে নিম্নলিখিত শর্তের অধীনে পাণ্ডুলিপি জমা দিতে অনুরোধ করা হচ্ছে–

১. শুধু বাংলাদেশের নাগরিক, অনূর্ধ্ব ৪০ বয়সের তরুণ ও তরুণীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। অতএব, পাণ্ডুলিপির সাথে নাগরিকত্ব ও বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে।

২. মৌলিক, সৃজনশীল, মননশীল এবং সাহিত্যগুণ ও মানসম্পন্ন পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গৃহীত হবে।

২. যে সকল তরুণ অথবা তরুণীর বই ইতোপূর্বে অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

৩. পাণ্ডুলিপি সাহিত্যের নিম্নলিখিত চার ধরনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। যথাক্রমে– ক. কবিতা, খ. ছোটোগল্প, গ. উপন্যাস অথবা ঘ. সাহিত্য-বিষয়ক প্রবন্ধ। শিশু-কিশোর উপযোগী কোনো পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য গ্রহণ করা হবে না।

৪. অনুপ্রাণন থেকে গঠিত বিশেষ জুরি বোর্ড প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো যাচাই ও বাছাইয়ের মাধ্যমে ৫টি কাব্যগ্রন্থ, ৫টি গল্পগ্রন্থ, ৩টি উপন্যাস ও ২টি প্রবন্ধগ্রন্থ অনুপ্রাণন থেকে এ-বছর অর্থাৎ ২০২৪ সনে প্রকাশের জন্য বাছাই করবেন ।

৫. প্রতিযোগিতায় বিজয়ী ১৫টি পাণ্ডুলিপি অনুপ্রাণন প্রকাশনের নিজ খরচে ছাপা হবে এবং বিজয়ী ১৫ জন লেখককে অনুপ্রাণিত করার জন্য আনুষ্ঠানিকভাবে সনদপত্র, উপহার সামগ্রী ও অর্থমূল্যের চেক পুরষ্কার হিসেবে প্রদান করা হবে।

৬. প্রাপ্ত পাণ্ডুলিপির সংখ্যা প্রকাশ করা হলেও সবক্ষেত্রে শুধু বিজয়ী পাণ্ডুলিপির তালিকা প্রকাশ করা হবে। জুরি বোর্ড কর্তৃক অমনোনীত পাণ্ডুলিপির লেখককে প্রতিযোগিতার ফলাফল ব্যক্তিগত ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।

৭. পাণ্ডুলিপি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে ইমেইলে। ইমেইলের সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে, "অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা- ২০২৪।" পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ৩০ জুন, ২০২৪।

আবু ম ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন
[email protected]
১৩ মার্চ ২০২৪

অনুপ্রাণন অন্তর্জাল— ৬ষ্ঠ সংখ্যার জন্য লেখা আহ্বানপ্রিয় লেখক,অনুপ্রাণন অন্তর্জালের ৬ষ্ঠ আয়োজনে লেখা পাঠানোর বিজ্ঞপ্তি। আ...
03/03/2024

অনুপ্রাণন অন্তর্জাল— ৬ষ্ঠ সংখ্যার জন্য লেখা আহ্বান

প্রিয় লেখক,

অনুপ্রাণন অন্তর্জালের ৬ষ্ঠ আয়োজনে লেখা পাঠানোর বিজ্ঞপ্তি। আপনার মৌলিক সৃজনশীল, মননশীল অথবা গবেষণার কাজ লিখে পাঠান।
যেসব বিষয়ে লেখা পাঠানো যাবে—

১. শ্রদ্ধা-স্মরণ (কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক সমরেশ মজুমদার, কবি মোহাম্মদ রফিক, আবু বকর সিদ্দিক, প্রাবন্ধিক সুফিয়া খাতুন, সুবিমল মিশ্র, মলয় রায় চৌধুরী, কবি ইকবাল হাসান, পান্না কায়সার, কবি তারেক মাহমুদ অথবা সম্প্রতি প্রয়াত কোনো বরেণ্য ব্যক্তিকে নিয়ে নিবন্ধ।
২. স্মৃতিচারণ (এমন কোন ব্যক্তি নিয়ে অভিজ্ঞতা যার সংস্পর্শে এসে ব্যক্তিগত, গোষ্ঠীগত অথবা জাতীগত জীবনে গভীর ইতিবাচক প্রভাব পড়েছে);
৩. সমাজ অথবা সাহিত্য-বিষয়ক প্রবন্ধ,
৪. গুচ্ছকবিতা, ৫. যুগল কবিতা, ৬.দীর্ঘ কবিতা, ৭. একক কবিতা, ৮. ছড়া;
৯. বড়গল্প, ১০. ছোটগল্প, ১১. অণুগল্প, ১২. রম্যগল্প, ১৩. হরর-থ্রিলার গল্প, ১৪. গোয়েন্দা গল্প;
১৫. রম্যরচনা, ১৬. মুক্তগদ্য, ১৭. নাটক,১৮. ভ্রমণকাহিনী;
১৯. অনুবাদ কবিতা, ২০. অনুবাদ গল্প, ২১. অনুবাদ প্রবন্ধ;
২২. বই আলোচনা, ২৩. লিটল ম্যাগাজিন আলোচনা, ২৪. পাঠপ্রতিক্রিয়া; ২৫. চলচ্চিত্র, টেলিভিশন নাটক, মঞ্চ নাটক অথবা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা বা রিভিউ;
২৬. আঞ্চলিক সাহিত্য সংগঠন, সাহিত্য আড্ডা, বই পড়া আন্দোলন, সহ নানাবিধ শিল্প ও সাহিত্য সংবাদ।
সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক ছবি থাকলে ছবিসহ পাঠান।

লেখা পাঠাতে হবে ওয়ার্ড ফাইলে করে ই-মেইলে যে কোন বাংলা ফন্ট ব্যবহার করে।
প্রতিটি বিভাগে অপ্রকাশিত, সৃজনশীল, মননশীল ও মৌলিক লেখা প্রকাশের জন্য গ্রহণ করা হবে। লেখার সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি পাঠালে তা প্রকাশ করা হবে।

লেখা পাঠানোর শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৪।
লেখা পাঠানোর ইমেইল : [email protected]

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের অনুপ্রাণন দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যা, গল্পকার ও গল্প চতুর্থ পর্ব। সংখ্যাটিতে থাকছে অনুপ্রা...
27/02/2024

প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের অনুপ্রাণন দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যা, গল্পকার ও গল্প চতুর্থ পর্ব।

সংখ্যাটিতে থাকছে অনুপ্রাণন নির্বাচিত ১০০ গল্পকারের তালিকা থেকে সর্বশেষ ২৫ জন গল্পকারের জীবনী, প্রকাশনা, পুরস্কার ও সম্মাননা, গল্পকারের গল্পসাহিত্য নিয়ে সামষ্টিক আলোচনা এবং গল্পকারের একটি উল্লেখযোগ্য গল্প (আলোচকের পছন্দে)।

গল্পকার ও গল্পসংখ্যা চতুর্থ পর্বের নির্বাচিত গল্পকার ও যারা তাদের নিয়ে আলোচনা করেছেন সেই তালিকাটা এখানে দেওয়া হলো—
০১. বশীর আলহেলাল— ইলিয়াস বাবর, ০২. দিলারা হাশেম— রুখসানা কাজল, ০৩. আমজাদ হোসেন— আবুল খায়ের নূর, ০৪. মাহবুব তালুকদার— নাহার আলম, ০৫. জাফর তালুকদার— ড. ইমদাদুল হক মামুন, ০৬. শান্তনু কায়সার— আবু ম. ইউসুফ, ০৭. মুহম্মদ জাফর ইকবাল— রবিউল ইসলাম, ০৮. সুশান্ত মজুমদার— শফিক হাসান, ০৯. মঈনুস সুলতান— জান্নাতুল ফেরদৌস, ১০. উম্মে মুসলিমা— নূর কামরুন নাহার, ১১. পারভেজ হোসেন— আমিনুল ইসলাম সেলিম, ১২. মহীবুল আজিজ— মিল্টন বিশ্বাস, ১৩. নাসিমা আনিস— মাইনুল ইসলাম মানিক, ১৪. শামসুল আলম সরদার— সুমন শামস, ১৫. সালমা বাণী— মো. শওকত আযম, ১৬. সেলিম মোরশেদ— মারুফ রায়হান, ১৭. কামরুজ্জামান জাহাঙ্গীর— স্বপঞ্জয় চৌধুরী, ১৮. আনিস রহমান— জান্নাতুল যূথী, ১৯. মণীশ রায়— উদয় শংকর দুর্জয়, ২০. নাসরীন জাহান— বাসার তাসাউফ, ২১. আনিসুল হক— আলভী রহমান শোভন, ২২. কুলদা রায়— সাদিয়া সুলতানা, ২৩. জাকির তালুকদার— নুসরাত সুলতানা, ২৪. পাপড়ি রহমান— ইসরাত জাহান ও ২৫. ইমতিয়ার শামীম— স.ম. শামসুল আলম।

সংখ্যাটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশন প্রধান কার্যালয়ে এবং কাঁটাবন ও বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্রে এবং চলমান একুশে বইমেলা অনুপ্রাণন স্টল নম্বর – ৪৬, লিটল ম্যাগ চত্বর ও অনুপ্রাণন স্টল নম্বর ৮৫-৮৬ সোহরাওয়ার্দী উদ্যানে।

ঘরে বসে ২৪০ পৃষ্ঠারও ৳ ২৫০/- মূল্যের ম্যাগাজিনটি পেতে চাইলে অর্ডার করুন ত্রৈমাসিক অনুপ্রাণন ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণন ওয়েবসাইটের এই লিংকগুলো থেকে—

-প্রকাশিত গল্পকার ও গল্প সংখ্যা চতুর্থ পর্বের লিংক -
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-দ্বাদশ-বর্ষ-চত/
-প্রকাশিত গল্পকার ও গল্প সংখ্যা তৃতীয় পর্বের লিংক—
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-দ্বাদশ-বর্ষ-তৃ/
-প্রকাশিত গল্পকার ও গল্প সংখ্যা দ্বিতীয় পর্বের লিংক—
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-দ্বাদশ-বর্ষ-দ্/
-প্রকাশিত গল্পকার ও গল্প সংখ্যা প্রথম পর্বের লিংক—
https://anupranon.com/books/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/বিশেষ-সংখ্যা/অনুপ্রাণন-দ্বাদশ-বর্ষ-প্/

অনুপ্রাণনের প্রধান কার্যালয়ের ঠিকানা— স্যুইট ৯০৩, রোজভিউ প্লাজা, ১৮৫ বীরউত্তম সি. আর. দত্ত রোড, হাতিরপুল, ঢাকা ১২০৫।
অনুপ্রাণন বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা—
বি ৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
বাংলাবাজার শাখা : ৩৮/২ খ, মান্নান মার্কেট, বাংলাবাজার, ঢাকা ১১০০।

ত্রৈমাসিক অনুপ্রাণন ফেসবুক পেজের লিংক—
https://www.facebook.com/AnuprananaTraimasikaSahityaPatrika

অনুপ্রাণন প্রকাশনের সাথে যোগাযোগ করার ফোন নম্বর— ০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ)।
অনুপ্রাণন প্রকাশনের ব্যক্তিগত বিকাশ একাউন্ট নম্বর— ০১৬১৯৮০৯২৩৫ ও ০১৭১১৫৯২৮৯১।
অনুপ্রাণন বিকাশের মার্চেন্ট একাউন্ট নম্বর— ০১৭০৮৫২০৪৬৮।

আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ একটি অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো ত্রৈমাসিক অনুপ্রাণনের দ্বাদশ...
27/02/2024

আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ একটি অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হলো ত্রৈমাসিক অনুপ্রাণনের দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যা, গল্পকার ও গল্প চতুর্থ পর্ব।

এই সংখ্যাটি প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত ১০০ গল্পকারদের গল্পসাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি তাদের জীবনী, প্রকাশনা, প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা এবং একজন গল্পকারের একটি করে গল্প সংকলিত করার কাজ সম্পন্ন হলো।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক মণীশ রায়, দীলতাজ রহমান, সরকার আব্দুল মান্নান, আনিস রহমান, নাসিমা আনিস ও পারভেজ হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম মানিক, সৈয়দ নূরুল আলম, ইসমত শিল্পী, সৈয়দ মাজহারুল পারভেজ, হানিফ ওয়াহিদ, জ্যোৎস্নালিপি, আনোয়ার কামাল, মামুন মুস্তাফা, পুলক হাসান, অমিত কুমার কুণ্ডু, অনিরুদ্ধ দিলওয়ার, আমিরুল বাসার সহ অনুপ্রাণনের শুভানুধ্যায়ী প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিকবৃন্দ।

অনুপ্রাণন সম্পাদক, অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের কর্মসূচি সফল করে তোলার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুপ্রাণন প্রকাশন

প্রিয় বন্ধু, প্রকাশিত হতে যাচ্ছে ত্রৈমাসিক অনুপ্রাণনের দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যা - গল্পকার ও গল্প সংখ্যা ৪র্থ পর্ব। চতুর...
24/02/2024

প্রিয় বন্ধু,

প্রকাশিত হতে যাচ্ছে ত্রৈমাসিক অনুপ্রাণনের দ্বাদশ বর্ষ চতুর্থ সংখ্যা - গল্পকার ও গল্প সংখ্যা ৪র্থ পর্ব।

চতুর্থ ও শেষ পর্বটি প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচিত ১০০ জন গল্পকার, তাদের গল্প-সাহিত্যকর্ম নিয়ে সামষ্টিক আলোচনার পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী, প্রকাশিত বই, পুরস্কার ও সম্মাননা এবং আলোচকের দৃষ্টিতে সংশ্লিষ্ট গল্পকারের নির্বাচিত একটি গল্প সংকলিত করার কাজ সম্পন্ন হচ্ছে।

বাংলাদেশের নির্বাচিত ১০০ গল্পকারকে নিয়ে ত্রৈমাসিক অনুপ্রাণনের আয়োজনের চতুর্থ ও শেষ পর্বটি একটি অনাড়ম্বর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক পারভেজ হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক নাসিমা আনিস, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিস রহমান ও বিশিষ্ট কথাসাহিত্যিক মণীশ রায়।

স্থান: স্টল নম্বর ৪৬, লিটল ম্যাগ চত্বর, অমর একুশে বইমেলা, সোহরাওয়ার্দী উদ্যান।
সময়: মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৪। সন্ধ্যা- ৬ টা ।

ত্রৈমাসিক অনুপ্রাণন গল্পকার ও গল্প ৪র্থ পর্বে যে ২৫ জন নির্বাচিত বরেণ্য গল্পকারদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং যারা আলোচনা করেছেন সেই তালিকাটি নিচে দেয়া হলো-

০১. বশীর আলহেলাল— ইলিয়াস বাবর, ০২. দিলারা হাশেম— রুখসানা কাজল, ০৩. আমজাদ হোসেন— আবুল খায়ের নূর, ০৪. মাহবুব তালুকদার— নাহার আলম, ০৫. জাফর তালুকদার— ড. ইমদাদুল হক মামুন, ০৬. শান্তনু কায়সার— আবু ম. ইউসুফ, ০৭. মুহম্মদ জাফর ইকবাল— রবিউল ইসলাম, ০৮. সুশান্ত মজুমদার— শফিক হাসান, ০৯. মঈনুস সুলতান— জান্নাতুল ফেরদৌস, ১০. উম্মে মুসলিমা— নূর কামরুন নাহার, ১১. পারভেজ হোসেন— আমিনুল ইসলাম সেলিম, ১২. মহীবুল আজিজ— মিল্টন বিশ্বাস, ১৩. নাসিমা আনিস— মাইনুল ইসলাম মানিক, ১৪. শামসুল আলম সরদার— সুমন শামস, ১৫. সালমা বাণী— মো. শওকত আযম, ১৬. সেলিম মোরশেদ— মারুফ রায়হান, ১৭. কামরুজ্জামান জাহাঙ্গীর— স্বপঞ্জয় চৌধুরী, ১৮. আনিস রহমান— জান্নাতুল যূথী, ১৯. মণীশ রায়— উদয় শংকর দুর্জয়, ২০. নাসরীন জাহান— বাসার তাসাউফ, ২১. আনিসুল হক— আলভী রহমান শোভন, ২২. কুলদা রায়— সাদিয়া সুলতানা, ২৩. জাকির তালুকদার— নুসরাত সুলতানা, ২৪. পাপড়ি রহমান— ইসরাত জাহান ও ২৫. ইমতিয়ার শামীম— স.ম. শামসুল আলম।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপরে উল্লেখিত ত্রৈমাসিকের সংখ্যাটিতে যারা আলোচক রয়েছেন তাদের বিশেষ করে আমন্ত্রণের পাশাপাশি, ত্রৈমাসিক অনুপ্রাণন ও অনুপ্রাণন প্রকাশনের লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

আবু মোহাম্মদ ইউসুফ
সম্পাদক
শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক, অনুপ্রাণন
ফোন- ০১৭৬৬৬৮৪৪৩৬

Address

৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন।
Dhaka
ঢাকা১২০৫

Opening Hours

Monday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801766684436

Alerts

Be the first to know and let us send you an email when অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা:

Videos

Share

Category

Nearby media companies