31/03/2024
ত্রৈমাসিক অনুপ্রাণনে প্রকাশের জন্য লেখা চেয়ে বিজ্ঞপ্তি :
প্রিয় বন্ধুরা,
আপনারা জানেন যে গত দুই বছর অর্থাৎ ২০২২ ও ২০২৩ সনে ত্রৈমাসিক অনুপ্রাণন বিশেষ বিষয়ভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করেছে।
২০২২ সনে ত্রৈমাসিক অনুপ্রাণনের প্রকাশিত চারটি সংখ্যায় বাংলাদেশের ১০০ জন কবি যাদের জন্মসাল ১৯০০ থেকে ১৯৬৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত হয়েছে।
এই ধারাবাহিকতায় ২০২৩ সনে ত্রৈমাসিক অনুপ্রাণনের প্রকাশিত চারটি সংখ্যায় বাংলাদেশের ১০০ জন গল্পকার যাদের জন্মসাল ১৮৯৭ থেকে ১৯৬৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য ১টি গল্প এবং গল্পকারের প্রকাশিত গল্পসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত হয়েছে।
২০২৪ সালে এসে ত্রৈমাসিক অনুপ্রাণন প্রকাশিতব্য ৪টি সংখ্যায় সাম্প্রতিক বাংলাদেশের ১০০ জন কবি যাদের জন্ম ১৯৬৬ থেকে ১৯৮৫, তাদের জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা সংকলিত করে প্রকাশ করার উদ্যোগ গ্রহন করেছে।
তাই, প্রিয় লেখক বন্ধুদের নিম্নলিখিত ১০০ জন কবি থেকে যে কোন একজনকে বেঁছে নিয়ে তার জীবনী, প্রকাশনা, পুরষ্কার ও সম্মাননা, উল্লেখযোগ্য কবিতা এবং কবির প্রকাশিত কবিতাসমুহ নিয়ে সামষ্টিক আলোচনা যুক্ত করে একটি সম্পূর্ণ মননশীল প্রবন্ধ লিখে পাঠাতে অনুরোধ জানাচ্ছি।
সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচিত ১০০ কবি ও কবিতা : (জন্মসাল : ১৯৬৬ - ১৯৮৫)
০১.শুচি সৈয়দ, ০২.আহমেদ স্বপন মাহমুদ, ০৩.অনিকেত শামীম, ০৪.মজিদ মাহমুদ, ০৫.সৈয়দ ওয়ালী, ০৬.পরিতোষ হালদার, ০৭.শিমুল মাহমুদ, ০৮.তুষার গায়েন, ০৯.সেলিনা শেলী, ১০.জেবুননেসা হেলেন, ১১.সরকার আমিন, ১২.হাসানআল আবদুল্লাহ, ১৩.মাসুদুল হক, ১৪.রাজু আলীম, ১৫.মাহবুব কবির, ১৬.বায়তুল্লাহ কাদেরী, ১৭.তপন বাগচী, ১৮.মুজিব মেহদী, ১৯.ভাগ্যধন বড়ুয়া, ২০.শাহনাজ মুন্নী, ২১.বীরেন মুখার্জী, ২২.শিবলী মোকতাদির, ২৩.জহির হাসান, ২৪.প্রত্যয় জসীম, ২৫.চঞ্চল আশরাফ, ২৬.মুজিব ইরম, ২৭.মোস্তফা তারিকুল আহসান, ২৮. লতিফ জোয়ার্দার, ২৯.মজনু শাহ, ৩০.ইসলাম রফিক, ৩১.সৌমিত্র দেব, ৩২.খলিল মজিদ, ৩৩.মেঘ অদিতি, ৩৪.শাহেদ কায়েস, ৩৫.জাফর আহমদ রাশেদ, ৩৬. রোকসানা আফরীন, ৩৭.রহমান হেনরী, ৩৮.মামুন মুস্তাফা, ৩৯.মাসুদার রহমান, ৪০.সৌভিক রেজা, ৪১.কামরুজ্জামান কামু, ৪২.আলফ্রেড খোকন, ৪৩.শামীম রেজা, ৪৪.শোয়াইব জিবরান, ৪৫.রাসেল আশেকী, ৪৬.জফির সেতু, ৪৭.শামীম সিদ্দিকী, ৪৮.কাজল কানন, ৪৯.সৈকত হাবিব, ৫০.বদরে মুনীর, ৫১.শামীম নওরোজ, ৫২.ফারহানা রহমান, ৫৩.টোকন ঠাকুর, ৫৪.ওবায়েদ আকাশ, ৫৫.মারজুক রাসেল, ৫৬.কাজী নাসির মামুন, ৫৭.জুনান নাশিত, ৫৮.মাহবুব আজীজ, ৫৯.রনজু রাইম, ৬০.গোলাম মোরশেদ চন্দন, ৬১.মোস্তাক আহমাদ দীন, ৬২.অরূপ কিষান, ৬৩.জাহানারা পারভীন, ৬৪.অতনু তিয়াস, ৬৫.চন্দন চৌধুরী, ৬৬.আপন মাহমুদ, ৬৭.মোহাম্মদ নূরুল হক, ৬৮.মনিরুল মনির, ৬৯.শিকদার ওয়ালিউজ্জামান, ৭০.জাকির জাফরান, ৭১.ফেরদৌস মাহমুদ, ৭২.অনন্ত সুজন, ৭৩.সাকিরা পারভীন, ৭৪.শুভাশিস সিনহা, ৭৫.কুমার দীপ, ৭৬.শিশির আজম, ৭৭.তারেক রেজা, ৭৮.জুয়েল মোস্তাফিজ, ৭৯.রওশন রুবী, ৮০.মাসুদ পথিক, ৮১.ইমতিয়াজ মাহমুদ, ৮২.মাজুল হাসান, ৮৩.আসমা বীথি, ৮৪.শফিক সেলিম, ৮৫.নির্ঝর নৈঃশব্দ্য, ৮৬.আসমা অধরা, ৮৭.অঞ্জন আচার্য, ৮৮.ফিরোজ আহমেদ, ৮৯.চাণক্য বাড়ৈ, ৯০.মাহফুজা অনন্যা, ৯১.আঁখি সিদ্দিকা, ৯২.জাহিদ সোহাগ, ৯৩.আলতাফ শাহনেওয়াজ, ৯৪.শামীম হোসেন, ৯৫.নওশাদ জামিল, ৯৬.শারদুল সজল, ৯৭.আফরোজা সোমা, ৯৮.মৃদুল মাহবুব, ৯৯.পিয়াস মজিদ, ১০০.রিমঝিম আহমেদ।
যেহেতু একজন কবিকে নিয়ে শুধুমাত্র একজনের লেখাই প্রকাশ করার জন্য বিবেচনা করা হবে সুতরাং আপনি যে কবিকে নিয়ে লিখতে আগ্রহী দয়া করে ইমেইলের মাধ্যমে আপনার আগ্রহের কথা অবিলম্বে জানিয়ে দেবেন। একইসাথে আপনি কত তারিখের মধ্যে লেখাটি পাঠাতে পারবেন দয়া করে সেটাও সুনির্দিষ্ট করে জানিয়ে দেবেন।
লেখা পাঠানোর ইমেইল ঠিকানা- [email protected]
তালিকা অনুযায়ী সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচিত ১০০ কবি নিয়ে আয়োজনটি চারটি পর্বে প্রকাশিত হবে। প্রতিটি পর্বে ২৫জন কবিকে নিয়ে লেখা সংকলিত হবে।
অনুপ্রাণন ত্রৈমাসিকের প্রকাশিতব্য এই চারটি পর্বের জন্য লেখা পাঠানোর সর্বশেষ তারিখসমুহ-
প্রথম পর্ব- ১৫ মে ২০২৪, দ্বিতীয় পর্ব- ১৫ জুন ২০২৪, তৃতীয় পর্ব- ১৫ জুলাই ২০২৪ এবং ৪র্থ পর্ব- ১৫ আগস্ট ২০২৪।
নিচের লিংকে অনুপ্রাণন ত্রৈমাসিকের বিশেষ সংখ্যাগুলো সম্পর্কে জানতে পারেন-
https://anupranon.com/product-category/magazine-শিল্প-সাহিত্যের-ত্রৈমাস/?swoof=1&product_cat=বিশেষ-সংখ্যা&really_curr_tax=121-product_cat