30/03/2021
প্রাণের বিস্কুটগুলোর প্যাকেজিং খেয়াল করে দেখুন। বিশেষত প্রায় ৬-৭ বছর আগে যখন প্রাণের ফিট বিস্কুট launch হলো— কী অসাধারণ ইনোভেটিভ এবং প্রিমিয়াম প্যাকেজিং ছিল! প্রথমে অন্য অনেকের মতো আমিও ভেবেছি এটি থাইল্যান্ড-মালয়েশিয়া কিংবা অন্তত ইন্ডিয়ান বিস্কুট! প্যাকেজিং দেখে বোঝার সাধ্য ছিল না যে এটি আমাদের দেশের বিস্কুট, কারণ অন্তত সেই সময় পর্যন্ত আমাদের দেশের বিস্কুটের প্যাক ডিজাইন খুবই সাধারণ ও সেই ট্র্যাডিশনাল রকমের ছিল। এরপর একে একে এল প্রাণের আরও কিছু চমৎকার ডিজাইনের বিস্কুটের প্যাকেজিং— Potata, FunCrack, Europa ইত্যাদি। প্রতিটির ডিজাইন, ফয়েল, এমনকি অ্যারেঞ্জমেন্টেও দারুণ নতুনত্বের ছোঁয়া! হঠাৎ করে দেখলে বোঝাই যায় না যে এগুলো বিদেশি নয়, আমাদের দেশেরই প্রডাক্ট। প্রাণ বিস্কুটের ক্যাটাগরিতে প্যাকেজিংয়ের যে নতুনত্বের সূচনা করে, সেটি আস্তে আস্তে পুরো ক্যাটাগরিকেই বদলে দিয়েছে। এখন প্রায় সব বড় বড় বিস্কুটের ব্র্যান্ডই চমৎকার সব প্যাকেজিং করছে! পুরো ক্যাটাগরির প্যাকেজিংয়ের এই প্রিমিয়ামনেসের জন্য ‘প্রাণ’ ধন্যবাদ পেতেই পারে।
প্যাকেজিং মার্কেটিংয়ের অন্যতম ক্রিটিক্যাল একটি ‘P’। আর এই ‘P’-তে কনজ্যুমার সাইকোলজির খেলাটা খুব দক্ষভাবেই খেলা হয়। ডিজাইন করতে গিয়ে খেয়াল রাখতে হয় আকার-আকৃতি, রং-শেড, ম্যাটেরিয়ালসহ আরও নানা জিনিসের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের ওপর। পুরোটাই এক দারুণ মাইন্ড গেম!
ঠিক-বেঠিক মার্কেটিং
গালীব বিন মোহাম্মদ
📕
বইটি এখন পাওয়া যাচ্ছে বইমেলায় আদর্শের স্টল এবং সাথে বিভিন্ন অনলাইন মাধ্যম গুলোতেও। 💜🥳
বইমেলায় আদর্শ স্টল নম্বর: ৩৮, ৩৯, ৪০, ৪১ (রমনা গেট দিয়ে ঢুকলে ১ম সারির ঠিক পরেই) 🥳🎈
এছাড়াও পাওয়া যাচ্ছে রকমারিতে :
রকমারি অর্ডার লিংক: https://www.rokomari.com/book/209568/thik-bethik-marketing
🥳🎈
#আদর্শ #বই #গালীববিনমোহাম্মদ #ঠিক-বেঠিকমার্কেটিং
😍🎊
Rahman
লেখকঃ গালীব বিন মোহাম্মদ, ক্যাটাগরিঃ ব্র্যান্ডিং, মার্কেটিং ও সেলিং, মূল্যঃ 180, লিংকঃ www.rokomari.com/book/209568 , সার সংক্ষেপঃ ===বই.....