23/10/2024
কোন সরকারি কর্মচারী অনলাইনে রিটার্ন দিতে না পারলে হার্ডকপি দিলে নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, অনলাইনে না দিতে পারার কথা না। কারণ ই-রিটার্ন সিস্টেম খুব সহজ। সিস্টেমে আপনাকে শুধু ডেটা দিতে হবে, বাকি কাজ হবে অটোমেটিক ও নির্ভুল। অনেকে ভয় পান যে আমি ট্যাক্স বুঝি না। সেক্ষেত্রে কর আইনজীবী, ভাই, বোন, আত্মীয়—যে কেউ রিটার্ন প্রস্তুত করে দিতে পারবেন। করদাতার দায়িত্ব শুধু ওটিপিটা শেয়ার করা। এক্ষেত্রে দায়-দায়িত্ব কিন্তু করদাতার। ব্যাপারটা এমন না যে—রিটার্ন প্রস্তুত করদাতাকেই করতে হবে।
Rahamat Rahman NBR News & Views Rabeya Begum Abdur Rahman Khan National Board of Revenue, Bangladesh National Board of Revenue, Bangladesh Customs পরিবার। Business Barta Belal Chowdhury Gm Abul Kalam Kaikobad Badal Syed Badiul Alam Chapal Kazi Latifur Rahman MD Lutful Azeem
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আমরা খুব সিরিয়াসলি কাজ করছি যে—আমাদের করপোর....