নাশাত পাবলিকেশন

নাশাত পাবলিকেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাশাত পাবলিকেশন, Publisher, ১১/১ বাংলাবাজার, ইসলামী টাওয়ার, Dhaka.

নাস্তিকদের প্রশ্নে আমরা শাখাগত জবাব দিয়ে দায়মুক্ত হই। ধরুন, একজন জিজ্ঞেস করল নবীজি এতো বিবাহ করেছেন কেন... (খিস্তিখেউড়)?...
03/04/2024

নাস্তিকদের প্রশ্নে আমরা শাখাগত জবাব দিয়ে দায়মুক্ত হই। ধরুন, একজন জিজ্ঞেস করল নবীজি এতো বিবাহ করেছেন কেন... (খিস্তিখেউড়)? শুধু এই প্রশ্নের জবাব পেলেই কি সে মুসলিম হয়ে যাবে? তার ক’টা প্রশ্নের জবাব দেবেন আপনি? নাকি তারচেয়ে ভালো হয় তার প্রশ্নগুলোর উৎসমুখে একটা পাথর বসিয়ে দিলে? তা হলে এই বইটিই সেই পাথর। সে যে ‘সেক্যুলার লিবারেল হিউম্যানিজম’ ধর্মে বিশ্বাসী, সেই ধর্মকে প্রশ্নবিদ্ধ করলেই বাকি কাজ সহজ। উসতায ইফতেখার সিফাতকে আল্লাহ উত্তম জাযা দান করুন। আমার এখানে খুব একটা কাজ নেই বার-দুয়েক রিডিং পড়া আর টুকটাক রেফারেন্স জুড়ে দেওয়া ছাড়া। আল্লাহ, এই অসিলায় আমাকে মাফ করে দিন।
আর আমার-লেখকের-পাঠকের-সংশ্লিষ্ট সকলের হেদায়েতের মাধ্যম হোক ‘হিউম্যান বিয়িং’ বইটি।

- ডা. শামসুল আরেফিন শক্তি

হিউম্যান বিয়িং : শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক, ইফতেখার সিফাত
সম্পাদক, মুহাম্মাদ আফসারুদ্দীন
প্রকাশক, নাশাত পাবলিকেশন

আত্মহত্যা মানুষ একদিনে করে, কিন্তু এর প্রস্তুতি পর্ব চলে লম্বা সময় নিয়ে। মানুষের ভেতর এ ভাইরাস প্রবেশ করে গুনাহের সূত্র ...
02/04/2024

আত্মহত্যা মানুষ একদিনে করে, কিন্তু এর প্রস্তুতি পর্ব চলে লম্বা সময় নিয়ে। মানুষের ভেতর এ ভাইরাস প্রবেশ করে গুনাহের সূত্র ধরেই। ছোট ছোট গুনাহ থেকে শুরু করে আমরা ডুবে যাই এক গভীর আঁধারে। সুতরাং হতাশা বা ডিপ্রেশন যেটাই বলুন না কেন, এসব কিছু তৈরি হয় গুনাহের কারণেই। আর হ্যাঁ, মুমিন কখনোই হতাশায় ভোগে না। তাই বলি, গুনাহ থেকে বাঁচুন।

* সুলতান আবদুল হামিদ রাহি. এর শাসনামলের অন্তিমকাল পর্যন্ত মুসলিম বিশ্ব একটি একক শক্তিশালী রাষ্ট্র হিসেবে কার্যকর ছিল। তব...
31/03/2024

* সুলতান আবদুল হামিদ রাহি. এর শাসনামলের অন্তিমকাল পর্যন্ত মুসলিম বিশ্ব একটি একক শক্তিশালী রাষ্ট্র হিসেবে কার্যকর ছিল। তবে তৎকালীন ঔপনিবেশিক জায়ান্ট স্টেটগুলো ইসলাম ও মুসলিমদের ক্ষতিসাধনেও ছিলো সদা তৎপর। তাদের কিছু চক্রান্ত মুসলিম বিশ্বকে হাটুতে বসাতে অব্যর্থভাবে কার্যকর হয়, আবার কিছু ষড়যন্ত্র সুলতান আল্লাহর সাহায্যে অঙ্কুরেই বিনষ্ট করে দেন।
'শেষ পর্যন্ত ঔপনিবেশিক আধিপত্যবাদীদেরই বিজয় হয়!' একথা সকল ইতিহাস বিশ্লেষক স্বীকার করেন। কেননা, উসমানী খেলাফতের অন্তিমকাল ছিলো পুরোপুরি মোশনলেস, গতিহীন। তখন পুরো মুসলিম সালতানাত ছিলো দেশি-বিদেশী নানাবিধ চক্রান্ত-ষড়যন্ত্র, সজাতিদের উদ্দশ্যহীন বিদ্রোহ, প্রশাসনিক ভঙ্গুরতা, শাসনতান্ত্রিক নানা জটিলতা, সাংবাদিকদের ভুয়া সংবাদ প্রচার, হাঙ্গর-রাষ্ট্রগুলোর অসমর্থনসহ আরো বিবিধ সমস্যায় জর্জরিত।
উসমানিয় সাম্রাজ্যের যখন রুগ্নদশা, মুসলিম দেশগুলো যখন একের পর এক ইউরোপীয় সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হচ্ছিলো; তখনই সুলতান তাখতনাশীন হন, ভঙ্গুর খেলাফতকে নবপ্রাণদানে সচেষ্ট হন। এই সময়কালটি ছিলো উসমানিয় সাম্রাজ্যের ও মুসলিম বিশ্বের জন্য একটি কঠিন ও জটিল সময়। সুলতানের কার্যালয় ছিলো এক কথায় ডিডলক!
সুলতান তার সমস্ত শক্তি দিয়ে এসকল সমস্যা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করেন। অবলম্বন করেন নানা কর্মপন্থা, একের পর কৌশল; টেনে তুলতে চেষ্টা করেন ভঙ্গুর উসমানি সালতানাতকে। আর্ধধ্বংসপ্রাপ্ত এই রুগ্ন সালতানাতকে তিনি তার হেকমত ও প্রজ্ঞা দিয়ে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, একথা সত্য; এও সত্য যে, শেষমেশ তিনি খেলাফতচ্যুত হন।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য সুলতানের সকল কর্মপন্থা, সালতানাতকে নিয়ে সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা, উসমানি সাম্রাজ্য ও মুসলিম বিশ্বের শত্রু-মিত্র চিহ্নিতকরণ ও তাদের সাথে ইন্টেলেকচুয়াল ওয়ার; সবকিছুই তিনি নোট করে রেখেছিলেন তার নিজস্ব ভাষায়; তুর্কিতে। তার ঐসকল পলিটিক্যাল থটগুলো পরবর্তীতে তুর্কি ভাষা থেকে আরবিতে অনুদিত হয়, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আরবি ভাষা থেকে 'সুলতান আবদুল হামিদ রহ. -এর রাজনৈতিক ডায়েরী' নামে বাংলায় অনুদিত হয়, যা নাশাত পাবলিকেশন থেকে প্রকাশিত হয়।
সুলতানের লিখিত বইয়ের অনুবাদক আমার (আমাদের) প্রিয় মাহদি ভাই। ভাইয়ের সুন্দর ও ঝরঝরে অনুবাদ, অনুবাদের সহজ-সাবলীল ভাষা, উসমানিয় খেলাফতের প্রতি তার ভালোবাসা বইটিকে দিয়েছে এক অনন্য মাত্রা; বইটি বাংলা অনুবাদসাহিত্যে একটি অমূল্য সংযোজন।
বইটির বিভিন্ন স্থানে অনুবাদক কর্তৃক সংযোজিত অ্যানোটেশন, বইটির বিষয়বস্তু স্পষ্টভাবে বুঝতে ও প্রাসঙ্গিক বিষয়গুলোকে অনুধাবন করতে অনেক সহায়তা করবে। আমি সুলতানের খেলাফত ত্যাগের প্রকৃত কারণটা অ্যানোটেশন থেকেই জানতে পেরেছি।
সর্বোপরি, প্যান-ইসলামিজমের অন্যতম প্রবক্তা, খালিফাতুল মুসলিমিন, খাদেমুল হারামাইনিশ শারিফাইন, খালেস আশেকে রাসুল, সুলতানে আদেল আব্দুল হামিদ খান আস সানী রাহিমাহুল্লাহ; এই উজ্জ্বল নক্ষত্রের অমর কীর্তি কেয়ামত পর্যন্ত যুগে যুগে মানুষের মুখে মুখে উচ্চারিত হবে।
মুসলিম উম্মাহর প্রতি সুলতানের দরদ ও ভালোবাসা, সালতানাতের জন্য তার ত্যাগ ও কুরবানী, ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দিতে তার চিন্তা-ফিকির বাংলা ভাষায়, বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাহদি ভাইয়ের এই উত্তম কাজকে মহান আল্লাহ কবুল করুন, কেয়ামত পর্যন্ত একে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন, আমীন।
বই : সুলতান আবদুল হামিদ রহ. -এর রাজনৈতিক ডায়েরী
লেখক : সুলতান আবদুল হামিদ খান সানী রাহিঃ
অনুবাদক : Mahdi Hasan
প্রকাশক : নাশাত পাবলিকেশন
মুদ্রিত মূল্য : ২০০ টাকা।
লিখেছেন: Siam An Nufais

কেমন ছিল উসমানি খেলাফত?পড়ুন একজনের আত্মকথাবইটি কয়েক শতাব্দীপ্রাচীন। সময়টা তখন উসমানী খেলাফতের। সুলতান সুলেমান দ্য ম্যাগন...
30/03/2024

কেমন ছিল উসমানি খেলাফত?
পড়ুন একজনের আত্মকথা
বইটি কয়েক শতাব্দীপ্রাচীন। সময়টা তখন উসমানী খেলাফতের। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট-এর নির্দেশে বইটির রচনার উদ্যোগ নেন খাইরুদ্দীন বারবারোসা। বারবারোসার মিডিল্লি ত্যাগ থেকে নিয়ে আলজেরিয়ার শাসনভার গ্রহণ, দখলদার স্পেনীয়দের বিতাড়ন ও লাখও নিপীড়িত মুসলিম ও ইহুদিকে উৎপীড়নের নাগপাশ থেকে মুক্ত করার একটা অকপট আখ্যান বিবৃত হয়েছে এতে।
পুরো বই জুড়ে বারবারোসা পাঠককে ধরে রাখতে, নিজ জীবনের ঢেউয়ে পাঠককে আন্দোলিত করতে সিদ্ধহস্ত ছিলেন। তার সঙ্গে পাঠকও হাজির হবেন আলজেরিয়া প্রতিরক্ষাযুদ্ধের ময়দানে, কেঁপে ওঠবেন তিউনিসিয়া, আলজেরিয়া উপকূলে স্পেনের হামলার সমুচিত জবাব দেওয়ার আকাঙ্ক্ষায়; অথচ তিনি কেবল যুদ্ধের সরল ধারাবিবরণীই দিয়ে যাবেন।
নিঃসংশয়ে বলা যায়, বইটি কালের মূল্যবোধ, মানস ও মানুষের এক দর্পণ হয়ে উঠেছে। খাইরুদ্দীন বারবারোসা ও সমকালীনরা যে চোখে প্রত্যক্ষ করেছেন দৈনন্দিন ঘটনা, ঠিক সেভাবেই যেন পাঠক ঘটনাগুলো দেখতে পারেন—তা নিশ্চিত করা হয়েছে বইটিতে। তৎকালের রাজরাজড়া, পদস্থ ব্যক্তিবর্গের ব্যাপারে বারবারোসা ও তার সঙ্গীদের মনোভাব কেমন ছিল সেটাও জানা যাবে এই বই থেকে।

আপকামিং...হেঁটেছি সুদীর্ঘ পথ; কতো কাঁটা, কত রক্তঝরা পথ, দু-পায়ে মাড়িয়ে এসেছি জীবনের এই পড়ন্ত বিকেলে। এখন, অমল প্রত্যুষে ...
28/03/2024

আপকামিং...

হেঁটেছি সুদীর্ঘ পথ; কতো কাঁটা, কত রক্তঝরা পথ, দু-পায়ে মাড়িয়ে এসেছি জীবনের এই পড়ন্ত বিকেলে। এখন, অমল প্রত্যুষে ঘুম ভাঙার পর নিত্য একটি প্রশ্ন দোল খেতে থাকে—কোথায় আমার গন্তব্য? কোথায় মনজিল?
যদি সেই গন্তব্য কবর ধরা হয়, তা হলে খুব বেশি দূরে নয় আমার গন্তব্য। যেকোনো দিন, যেকোনো সময় আমি পৌঁছে যাব সেখানে। কিন্তু জ্ঞানীজন বলে থাকেন, কবর মানুষের প্রকৃত গন্তব্য নয়, স্বল্পায়ু অবস্থানস্থল মাত্র; তারপর তাকে সরিয়ে নেওয়া হবে অন্যত্র।
যদি তাই হয়, তা হলে মানুষের গন্তব্য কোথায়? আমার মনজিল কোথায়?
আপনারা হয়তো আমার এসব কথা শুনে ভেবে বসে আছেন আমি কোনো দার্শনিক, বা বড় কোনো আলেম।
না ভাই, আমি কোনো আলেম বা দার্শনিক নই। আমার বিদ্যের-দৌড় সবেমাত্র ক্লাশ টেইন, মেট্রিক দিয়ে টেনেটুনে তারপর আর এগুইনি ও—পথে।
মেট্রিকের সার্টিফিকেট এখনো আমার ঘরে রক্ষিত রয়েছে।
হ্যাঁ, একথা সত্য, দশ বছর লাগিয়ে যা যা আমি পড়েছিলাম তার বিন্দুমাত্রও এখন আর স্মরণে নেই, ভুলে গেছি। বইপত্রে যেসব জ্ঞান আমি পড়েছিলাম হাড়ভাঙা খাটুনি লাগিয়ে, বহু আগেই ওসব ধূসর হয়ে পড়েছে—একবিন্দুও নেই করোটিতে আর!
এখন যে জ্ঞান আমার কাছে পুঞ্জীভূত তা নিতান্তই মানুষের থেকে নেওয়া। মানুষের কাছ থেকে আমি এসব অর্জন করেছি। বলা যেতে পারে, আমি আসলে মানুষকে পড়েছি।
পুরো পৃথিবীটাই হল উন্মুক্ত একটি বই। যে তার মনমস্তিষ্ক খোলা রাখে, সে এখান থেকে নিতে পারে—মুঠো মুঠো—জ্ঞান বুদ্ধি বিদ্যে; জীবনের আলো।
আমি পৃথিবীর পথে পথে হেঁটে, গায়ে মেখেছি সেই আলো, শরীরে যুক্ত হয়েছে রঙিন অনেক পালক।
একদিন যে বালক, উঠোন ছেড়ে দু-পা ফেলেছিল বোকা বোকা চোখে, ঘুরতে ঘুরতে সে-ই আবার থিতু হয়েছে আপন ঘরে—চোখভরা কৌতূহল, স্থিরচিত্র নিয়ে। অভিজ্ঞতায় ঝানু হয়ে।
আমি আমার পরিবারে, বন্ধুদের আড্ডায়, বহুবার আমার এই সফরনামার কথা বলেছি। তাদের শুনিয়েছি জীবনের লোমহর্ষক দিনগুলোর কথা; তবে, একে লিপিবদ্ধ করব কলমের আঁচড়ে—কোনো দিন ভাবিনি।
একবার একটি বই আমার হাতে পড়ে। ওটা ছিল মুহাম্মদ খানের আত্মজীবনী—‘রাত কে রাহী’।
বইটি পড়ে আমি বিমুগ্ধ হই, তারপর শুরু হয় মনের ভেতর উগ্র উত্তেজনা—দেখা করব তার সঙ্গে! দেখব একনজর লেখককে।
বহুকষ্টে মুহাম্মদ খানের বাসার ঠিকানা জোগাড় করে যাত্রা শুরু করি; কিন্তু ওখানে গিয়ে শুনি তিনি আর নেই, মাসতিনেক হল ইনতেকাল করেছেন!
আমি সুরা ফাতেহা পড়ে দোয়া-দরুদ যেগুলো মুখস্থ ছিল পড়ে কবর জিয়ারত করি। তারপর ফিরে আসি।
এর কিছুদিন পর, সেকান্দর সাহেবের আত্মজীবনীর চারখণ্ডই আমার হস্তগত হয়; আমি সবকটা খণ্ড পড়ে ফেলি।
সেকান্দর সাহেব ছিলেন অতিশয় বৃদ্ধ। মনের ভেতর আমার খচখচানি, তিনি আবার কখন ওপারের যাত্রী হয়ে যান; যাই, দেখা করে আসি।
এই ভেবে আমি গেলাম। নিজের পরিচয় কানে তুলে দিয়ে তাকে শোনাতে থাকি ফেলে আসা আমার দিনগুলোর কথা। তিনি আমার জীবনকাহিনি শুনে বলেন, “এই কাহিনি সঙ্গে করে নিয়ে যেয়ো না যেন কবরে, লিখে ফেলো, লিখে দ্রুত ‘হেকায়েত পাবলিকেশন’-এর ঠিকানায় পাঠিয়ে দাও—ওরা লুফে নেবে। মানুষের কাছে এমনতর সত্য ঘটনা পৌঁছানো দরকার।”
আমি তার সঙ্গে কথা বলে ফিরে আসি। প্রায় আড়াই মাস পর, আবার তার সঙ্গে দেখা করতে যাই; কিন্তু এবার গিয়ে শুনি, সপ্তাহখানেক হল তিনি ইনতেকাল করেছেন। সংবাদটি শুনে আমি ভীষণ মর্মাহত হই।
মুহাম্মদ খান এবং সেকান্দর সাহেবের কথা এজন্য আমি উল্লেখ করলাম, কারণ, তাদের বইদুটি পড়েই আমি আমার কাহিনি লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি।
আমার ভূমিকা এখানেই শেষ। এবার আমরা মূল কাহিনিতে চলে যাব।
তার আগে বলি, আপনারা আমার এই কাহিনি পড়ুন, তারপর নিজেরাই সিদ্ধান্ত নিন কী নাম দেবেন একে; আত্মজীবনী, ভ্রমণকাহিনি, না অন্যকিছু?

সালাফের নির্দেশনায় ইখতিলাফের পন্থাইসলামের বিধিবিধান উদঘাটন ও মানুষের কাছে সেগুলো তুলে ধরাই ফিকহশাস্ত্রের কাজ। এই কাজ করত...
25/03/2024

সালাফের নির্দেশনায় ইখতিলাফের পন্থা
ইসলামের বিধিবিধান উদঘাটন ও মানুষের কাছে সেগুলো তুলে ধরাই ফিকহশাস্ত্রের কাজ। এই কাজ করতে গিয়ে ফকীহদের মধ্যে মতবিরোধ হয়ে থাকে, যেটা আসলে খুবই স্বাভাবিক। কিন্তু সমস্যা বাঁধে গিয়ে তখন, যখন এই মতবিরোধ গড়ায় দ্বন্দ্ব ও সংঘর্ষে। তাই প্রতিটি বিষয়ের মতোই এ বিষয়েও সঠিক পথের নির্দেশনা আছে কেবল সালাফের কাছেই। সালাফের থেকেই পাওয়া যায় কীভাবে ইখতিলাফ করতে হবে। এটা নিয়েই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা “ফিকহী ইখতিলাফ : সালাফের পন্থা ও আমাদের করণীয়”। এতে সালাফগণ কীভাবে ইখতিলাফ করতেন এবং ইখতিলাফ সত্ত্বেও কীভাবে নিজেদের মধ্যে মিল-মহব্বত ধরে রাখতেন, সেই বিষয়ে আলোকপাত হয়েছে। সেইসাথে ইখতিলাফ কেন হয়, এর গুরুত্ব কী, এটি কীভাবে রহমত ও প্রশস্ততার কারণ এবং এ সংক্রান্ত আরো অনেকগুলো মূল্যবান আলোচনা এই পুস্তিকাটির পাতায় পেয়ে যাবো আমরা ইনশাআল্লাহ।

বই : ফিকহী ইখতিলাফ
পৃষ্ঠা : ৪৮
মূল্য : ৬০

আপনার সন্তানকে ফিলিস্তিনের ইতিহাস শোনান। মুসলমানদের শত্রু-মিত্র কারা? এই কথাগুলো এখন থেকেই শেখাতে শুরু করুন। ফিলিস্তিনের...
24/03/2024

আপনার সন্তানকে ফিলিস্তিনের ইতিহাস শোনান। মুসলমানদের শত্রু-মিত্র কারা? এই কথাগুলো এখন থেকেই শেখাতে শুরু করুন। ফিলিস্তিনের ইতিহাস আমাদের অস্তিত্বের ইতিহাস। এর গুরুত্ব তার হৃদয়ে গেঁথে দিন। শুধু ফিলিস্তিন নয়, মুসলমানদের শানশওকতের ইতিহাস সম্পর্কিত ঘটনাবলি এখন থেকে আপনার সন্তানকে পড়তে দিন। তার হাতে খেলনা বা ডিভাইস নয়, শিশু-কিশোরদের হাতে তুলে দিন 'হৃদয়জুড়ে ফিলিস্তিন'।

একজন মনীষীর বয়ানে হাদীসের ব্যাখ্যাদারুল উলুম দেওবন্দের তখন প্রধান মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.। রমাদান মাস এলে তাঁর ত...
21/03/2024

একজন মনীষীর বয়ানে হাদীসের ব্যাখ্যা
দারুল উলুম দেওবন্দের তখন প্রধান মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.। রমাদান মাস এলে তাঁর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন মসজিদে তার ভক্ত ও অনুসারীগণ সম্মিলিত ইতেকাফ করতেন। এই ইতেকাফে কিছু সম্মিলিত নফল আমলও চলমান ছিল। তার মধ্যে একটি হচ্ছে তারাবির নামাজের পর হাদিসের দরস। পরিশুদ্ধ জীবনগঠনের পাথেয় হিসেবে প্রতিদিন নিয়মিত সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ ঘণ্টাব্যাপী হাদিসের দরস হতো। এই দরস দেবার দায়িত্ব থাকত মুফতী মুহাম্মাদ আবুল কাসিম নোমানী হাফি.-এর ওপর।
হাদিসের সেই দরসে আলোচনা হতো মিশকাতুল মাসাবিহ থেকে। তারগীব, তারহীব, তাযকিয়া, ইহসান, আদব-আখলাক এবং সামাজিক শিষ্টাচার বিষয়ক বিভিন্ন হাদিস এবং সেগুলোর শিক্ষা আলোচনা করতেন তিনি। উলামা মাশায়েখের পাশাপাশি স্থানীয় জনসাধারণও এই দরসে উপস্থিত হত এবং উপকৃত হতো। উপকারি সেসব দরসগুলোর গ্রন্থরূপ 'আসবাকে হাদিস।' এতে উপকারী ৯টি দরস সংকলন করা হয়েছে। যে দরসগুলো পড়লে ঈমান যেমন তাজা হবে, তেমনি সুন্নতে নববির প্রতি ভালোবাসাও যেমন বাড়বে ইনশাআল্লাহ।

সিরাত থেকে শিক্ষা____স্বচ্ছ, নির্মল ও নিবিড় পরিবেশকে নিজের জন্য বেছে নেওয়া। বৈরী ও ঘিঞ্জি পরিবেশ থেকে থাকা সুদূর দূরে।...
21/03/2024

সিরাত থেকে শিক্ষা____

স্বচ্ছ, নির্মল ও নিবিড় পরিবেশকে নিজের জন্য বেছে নেওয়া। বৈরী ও ঘিঞ্জি পরিবেশ থেকে থাকা সুদূর দূরে। এটা দায়ির এক প্রাসঙ্গিক প্রয়োজন। এতে তার মেধা স্বচ্ছ হয়। জ্ঞান পোক্ত হয়। শরীর-স্বাস্থ্য হয় সমৃদ্ধ। আত্মশক্তিও বেড়ে ওঠে। শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ চেতনার বিকাশ ঘটে। এজন্য আল্লাহ তায়ালা আরবের রুক্ষ মাটিকে নবুওয়াতের পবিত্র দায়িত্বের পূর্ণতার জন্য নির্বাচন করেননি। বরং মদিনাকে করেছিলেন এর আবাদভূমি। কারণ, সেখানকার অধিবাসীদের হৃদয় ছিল মায়ায় ভরা। ছিল আপাত-সরল। দরিদ্র কিন্তু সম্ভ্রান্ত। চিন্তাচেতনা ছিল স্বচ্ছ। স্বভাব-চরিত্র ছিল মাধুর্যপূর্ণ। যুদ্ধের জন্যও ছিল বেশ উপযুক্ত ঘাঁটি। পৃথিবীব্যাপী দীন প্রচারের উপযুক্ত অবস্থান।

একজন মুমিনের হৃদয়ে ঈমানের প্রকৃত ভিত মজবুত হয় কোরআনুল কারিমের সাথে তার সম্পর্কের গভীরতা দিয়ে। নিয়মিত কোরআন তেলাওয়াত...
20/03/2024

একজন মুমিনের হৃদয়ে ঈমানের প্রকৃত ভিত মজবুত হয় কোরআনুল কারিমের সাথে তার সম্পর্কের গভীরতা দিয়ে। নিয়মিত কোরআন তেলাওয়াত ,কোরআন বােঝার চেষ্টা ,কোরআন নিজে শেখা ও অন্যকে শেখানাে সর্বোপরি কোরআনের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার মাধ্যমে এই সম্পর্ক তৈরি হয়। ঠিক এ জায়গা থেকে বলা যায় ,‘খােলাসাতুল কুরআন’ এক অনবদ্য গ্রন্থ।
লেখক নিজ অন্তরে যেমন কোরআন প্রেম ধারণ করতেন তার, লেখায়ও কোরআন প্রেম জাগ্রত করেছেন। প্রেমের সব মাধুরি মিশিয়ে দিয়েছেন। মায়া জড়ানাে শব্দে সম্বােধন করেছেন পাঠককে। বইটির ছত্রে ছত্রে এর প্রমাণ মিলবে। ‘খােলাসাতুল কুরআন' সর্বমহলের পাঠকের জন্য উপকারী হবে বলে আশাবাদী। বিশেষত আলেম আলােচকের জন্য। রমযানে তারাবি শেষে মুসল্লিদের খুব অল্প সময়ে উদ্দেশ্য করে কোরআনের পঠিত অংশের সার-সংক্ষেপ তুলে ধরা যায়। এক্ষেত্রে বইটি উপকারী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

ইসলাম তখনো সদ্যোজাত শিশু। মক্কার চারপাশের আবহাওয়া উত্তপ্ত। লাত-মানাতের পূজারিরা হয়ে আছে মত্ত। হাতেগোনা কয়েকজন অসহ্য যন্ত...
19/03/2024

ইসলাম তখনো সদ্যোজাত শিশু। মক্কার চারপাশের আবহাওয়া উত্তপ্ত। লাত-মানাতের পূজারিরা হয়ে আছে মত্ত। হাতেগোনা কয়েকজন অসহ্য যন্ত্রণায় পিষ্ট হয়েও ইসলামের চাদর জড়িয়েছেন গায়ে। ক্রমাগত ভুগছেন অত্যাচারের জ্বরে। হজরত বেলাল রাযি. হলেন কুরবান হওয়ায় সে তালিকায় শীর্ষ অনুসারী। তিনি তো শুধু বেলাল নন, তিনি ছিলেন উম্মতের রাহবার, ছিলেন ইসলামের সৌন্দর্য। সেই মহান সাহাবির জীবনী উঠে এসেছে 'বেলালের আত্মস্বর'-এ।

বিখ্যাত 'নুজহাতুল খাওয়াতির'-এর পুঁজি জোগাতে ভারতবর্ষের শ্রেষ্ঠতম লেখক ও ঐতিহাসিক মাওলানা হাকিম আবদুল হাই হাসানি রহ. দিল্...
18/03/2024

বিখ্যাত 'নুজহাতুল খাওয়াতির'-এর পুঁজি জোগাতে ভারতবর্ষের শ্রেষ্ঠতম লেখক ও ঐতিহাসিক মাওলানা হাকিম আবদুল হাই হাসানি রহ. দিল্লি ভ্রমণ করেন। তখন তিনি নিতান্তই তরুণ। সবে পড়াশোনা শেষ করে নেমেছেন মহাকালের আলোকসন্ধানে৷ দিল্লির আনাচে-কানাচে তিনি ছুটে বেড়িয়েছেন৷ নির্জনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক সুফিসাধক থেকে দরস-তাদরিসের সম্রাট বিজ্ঞ প্রবীণ আলেম—সবার সংস্পর্শেই তিনি বসেছেন। তাদের মস্তিষ্কে সুপ্ত ইতিহাসের অজানা বিরল তথ্য উদ্ধার করেছেন নানা কায়দায়। বিশেষভাবে খুঁজে বেড়িয়েছেন বালাকোটের সিপাহসালার সাইয়েদ আহমদ শহিদ রহ.-এর অনুসারীদের। কত সব বিস্ময়কর তথ্য উদ্ধার করেছেন, লিখে নিয়েছেন—যা পরবর্তীকালে বহু দক্ষহাত ঘুরে দিল্লির দিনলিপিরূপে পাঠকের সামনে হাজির হয়েছে।

তিনি বসেছেন মিয়া নজির হুসাইন দেহলবির দরসে, শায়খুল হিন্দের দস্তরখানে, হাজি আবেদ হুসাইনের মজলিসে, রশিদ আহমদ গাঙ্গুহির খানকায়। তাসাওউফের নানা গূঢ়তত্ত্বের সাথে ঘুরেফিরে সবার কাছে শুনতে চেয়েছেন সাইয়েদ আহমদ শহীদের কথা। ফলে পরবর্তীকালে তার বিখ্যাত এই দিনলিপি হয়ে উঠেছে সুযোগ্য সন্তান মিয়া আলী নদবির 'সিরাতে সাইয়েদ আহমদ শহীদ'-এর সূত্রগ্রন্থ। সাইয়েদ সুলাইমান নদবি যে দিনলিপি প্রথমবার হাতে নিয়েই 'মাআরিফ'-এ ধারাবাহিক প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন।

দিল্লির দিনলিপি একটি ঐতিহাসিক দলিলপত্র। ভারতবর্ষের সুফি ও ইলমি ঘরানার নানা অজানা তথ্য এতে হাজির হয়েছে। উপস্থাপিত হয়েছে সুক্ষ্মদর্শী এক ঐতিহাসিকের দিল্লি, সাহারানপুর, পানিপথ, সেরহিন্দ ভ্রমণের আদ্যোপান্ত৷ বইটি সবার জন্য নয়, তবে যাদের জন্য রচিত—তারা জানেন, এটি হচ্ছে সেই প্রবাদতুল্য, 'মণিমুক্তার মূল্য বোঝেন— বাদশা কিংবা জওহরি'।

দিল্লির দিনলিপি
লেখক, সাইয়েদ আবদুল হাই হাসানী নদবী রহ.
অনুবাদ, আবদুল্লাহ আল মুনীর
পৃষ্ঠা, ১৬০

হুম, এজন্যই বলা হয়, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত এমন একটি বই, যে বই হাজার বইয়ের সমান। এ বিষয়ে আপনার অভিমত কী?
16/03/2024

হুম, এজন্যই বলা হয়, বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত এমন একটি বই, যে বই হাজার বইয়ের সমান। এ বিষয়ে আপনার অভিমত কী?

কুরআন তিলাওয়াতের পাশাপাশি পড়তে পারেন...
14/03/2024

কুরআন তিলাওয়াতের পাশাপাশি পড়তে পারেন...

উপন্যাস পড়ে কেঁদেছে, এরকম পাঠক অনেক আছে। আমি নিজেও কেঁদেছি। সপ্তাহখানেক সেই বেদনা নিজের অস্তিত্বে জড়িয়ে রেখেছি। কিন্তু স...
13/03/2024

উপন্যাস পড়ে কেঁদেছে, এরকম পাঠক অনেক আছে। আমি নিজেও কেঁদেছি। সপ্তাহখানেক সেই বেদনা নিজের অস্তিত্বে জড়িয়ে রেখেছি। কিন্তু সেগুলো ছিল ভিত্তিহীন, বানোয়াট কিছু চরিত্র। এরপরও আবেগ নিজেকে ভিজিয়েছে নোনা জলে। "মোঘল পরিবারের দিনগুলি" কোনো উড়ন্ত কেচ্ছাকাহিনি না, লেখক কল্পনার জগতে খুঁটে খুঁটে-ও গল্প সাজাননি। তিনি লিখেছেন করুণ বাস্তবতার চাক্ষুষ সাক্ষী হিসেবে। শাহজাদা-শাহজাদীদের বুভুক্ষু ও যন্ত্রণাময় ইতিহাস কোনো গালগল্প ছিল না। ভাগ্যাকাশে কালো মেঘের আড়ালে ঢাকা পড়েছে হাজার বছরের মোঘল সাম্রাজ্য। প্রতিটি গল্প আমার চোখে অশ্রু নামিয়েছে। ইমরান রাইহানে ভাইয়ের সাবলীল ও সরস অনুবাদ মূল কাহিনিকে আরও জীবন্ত করেছে। পড়ার পর প্রতিটি পাঠক আমার অনুভূতির সঙ্গে সহমত হবেন, এটা আমার পাঠঅভিজ্ঞতা।

বই : মোগল পরিবারের শেষদিনগুলি
মূল : খাজা হাসান নিজামী
অনুবাদ : ইমরান রাইহান
পৃষ্ঠা সংখ্যা : ১৫২
মুদ্রিত মূল্য : ২০০৳

কোরআনের মাখনের স্বাদ পেতে চান?তাহলে “খোলাসাতুল কোরআন” বইয়ের পাতায় ডুবে যান। এভাবে বলার কারণ কী? সহজ ভাষায়, এতে কোরআনের খ...
10/03/2024

কোরআনের মাখনের স্বাদ পেতে চান?
তাহলে “খোলাসাতুল কোরআন” বইয়ের পাতায় ডুবে যান। এভাবে বলার কারণ কী? সহজ ভাষায়, এতে কোরআনের খোলাসা বা অর্থ-মর্ম তুলে ধরা হয়েছে। এই যে আসছে রামাদ্বান, প্রতিরাতে তারাবীহর সালাতে পড়া হবে এক পারা করে কোরআন। সেখানে শুধু শুনেই না গিয়ে যদি সাথে করে পঠিত অংশের অর্থ আর মর্মটাও যদি ধরে ফেলতে পারেন, তাহলে বলুন তো সেই তিলাওয়াত শ্রবণটা কতোখানি আনন্দময় হয়ে উঠবে?
সহজ ভাষা আর সাবলীল উপস্থাপনায় লিখিত এই অনন্য গ্রন্থটি আপনাকে নিয়ে যাবে কোরআনের সেখানে, যেখানে আপনি একবসায় যেতে পারেন না সহসাই। এক আয়াতের সঙ্গে আগের আয়াতের সম্পর্ক কী, একই সূরায় আলোচিত একাধিক আলোচনার মধ্যে সম্পর্ক কী, আল্লাহ তা’আলা সূরার কোথায় কী বলেছেন ও কীভাবে বলেছেন—কী নেই এই বইটিতে! এরপর থেকে যেকোনো সূরা পড়তে বসার আগে একবার এই বইটা থেকে ওই সূরার মর্মে চোখ বুলিয়ে নেবেন, দেখবেন তিলাওয়াতে বসে এক অন্যরকম স্বাদ পাচ্ছেন।
যেন ঘন দুধ থেকে আলাদা করে তোলা তাজা মাখনের স্বাদ!

শহীদ মাওলানা জিয়াউর রহমান ফারুকী একজন পাকিস্তানি আলিম ও রাজনীতিবিদ। এই ক্ষণজন্মা আলিম জিবিত ছিলেন ৪২ বছর। মিশকাত পড়াকালী...
09/03/2024

শহীদ মাওলানা জিয়াউর রহমান ফারুকী একজন পাকিস্তানি আলিম ও রাজনীতিবিদ। এই ক্ষণজন্মা আলিম জিবিত ছিলেন ৪২ বছর। মিশকাত পড়াকালীন ২০ বছর বয়সে প্রথম কারাবরণ করেন। সাহাবায়ে কেরামের মান-মর্যাদা রক্ষায় “সিপাহে সাহাবা” নামক সংগঠনের সাথে আমৃত্যু লেগে থাকেন। এই সংগঠনের হয়ে কাজ করার অপরাধে অথবা এভাবে বলা যায়— সাহাবায়ে কেরামের মান-মর্যাদা রক্ষায় শিয়া প্রভাবিত সরকারদলীয় লোকদের দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন কারাগারে রুদ্ধ জীবন অতিবাহিত করেন। এই বইতে তিনি তাঁর সে কারাবরণের কথা-ই লিখেছেন। এটা শহীদ ফারুকী রাহি.-এর আত্মজীবনীও বটে। এই বইটি লেখা শেষ করার তিন ঘন্টা পর তিনি শহীদ হন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মত মর্যাদা তাঁকে দান করুন।

লিখেছেন মুহাম্মদ হেদায়েতুল্লাহ

কিছু বই আছে শুধু পড়ার নয়—কাছে রাখারও। যেন চাইলেই যখন তখন একটু উলটে যা জানার ইচ্ছা তা জেনে নেওয়া যায়। সব সময় ব্যাগে ...
07/03/2024

কিছু বই আছে শুধু পড়ার নয়—কাছে রাখারও। যেন চাইলেই যখন তখন একটু উলটে যা জানার ইচ্ছা তা জেনে নেওয়া যায়। সব সময় ব্যাগে যত্নের আয়নার মতো রেখে দেওয়ার যায়—হাতছাড়া হওয়ার শঙ্কা নিয়ে।

'খোলাসাতুল কোরআন' সম্পর্কে বলতে গিয়ে এর চেয়ে ভালো বয়ান আর খুঁজে পেলাম না। একটা কাজের বই। একেবারে কোরআনের সারাংশ, মানে মাখনটুকু তুলে এনেছেন লেখক।

এই বই আসলে একটা আইডিয়া মাত্র—একটা নিখুঁত নিপুণ আইডিয়া। একেবারে জ্যামিতির কাঁটা-কম্পাসে মেপে মেপে আঁকা একটা মানচিত্র—গ্রাফ ও গ্রাফিতি ছাড়া কোরআনের মানচিত্র। শুধু লিখে লিখে শিরোনাম সাজিয়ে এমন একটি আয়াসসাধ্য কাজ লেখক সাধন করেছেন, যেন পাঠকের মনে হয়—পুরো কোরআনের নির্যাসটুকু জানা কতই না সহজ।

একেবারে সাধারণ থেকে সাধারণ বাংলা জানা যেকেউ সকালবেলা বাড়ির অলিন্দে একটা পাটি পেতে বসে পাঠ শুরু করবেন, দুপুরবেলা মনে হবে তার অর্ধেক পড়া হয়ে গেছে, এবং সন্ধ্যায় আস্থা হবে তিনি পুরো কোরআন একবার তেলাওয়াত করে উঠেছেন অর্থ ও মর্ম বুঝেই।

ফ্রেশ—একেবারে স্বচ্ছ একটি কাজ। একটি অনবদ্য গ্রন্থ। অসামান্য, অপূর্ব। ছল ছল করে বয়ে চলা নদীর মতোন রমণীয় অনুবাদ। দৃষ্টিবান্ধব কালার কাগজ, ফন্ট সাইজ, রেফারেন্স সজ্জা, মেকআপ, আকার আয়তন—সব দেখে মনে হচ্ছে, অধমের পরবর্তী যদি কখনও কোনও গ্রন্থ প্রকাশের মুখ দেখে, তাহলে প্রকাশককে ঠিক এই বইটি দিয়ে বলব যেন এমন হয় দেখতে অবিকল।

লেখা : মাওলানা মনযূরুল হক

কুষ্টিয়া বইমেলা...
06/03/2024

কুষ্টিয়া বইমেলা...

আপকামিং...
04/03/2024

আপকামিং...

কুষ্টিয়ার নাশাতপ্রেমীদের জন্য সুখবর...আমরা আসছি আপনার শহরে।
04/03/2024

কুষ্টিয়ার নাশাতপ্রেমীদের জন্য সুখবর...

আমরা আসছি আপনার শহরে।

আমাদের স্টক-থাকা সকল বইয়ের নামপরিচয় ও মূল্যতালিকা।(১) খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)লেখক : মাওলানা মুহাম্মদ আস...
03/03/2024

আমাদের স্টক-থাকা সকল বইয়ের নামপরিচয় ও মূল্যতালিকা।
(১) খোলাসাতুল কোরআন (পবিত্র কোরআনের মর্মকথা)
লেখক : মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী
অনুবাদক : মুজাহিদুল ইসলাম মাইমুন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৩৬৮
মুদ্রিত মূল্য : ৩৯০

(২) কুরআন অধ্যয়নের রূপরেখা
লেখক : মাওলানা মুহাম্মদ ওয়াইস নদবী
অনুবাদক : শাহ আবদুল আযীয
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৬৪
মুদ্রিত মূল্য : ১০০

(৩) হিউম্যান বিয়িং : শতাব্দীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব
লেখক : ইফতেখার সিফাত
পৃষ্ঠা : ১৬০
ধরন : হার্ডকভার
মুদ্রিত মূল্য : ২২০৳

(৪) বুদ্ধিবৃত্তিক আগ্রাসন ইতিবৃত্ত
লেখক : মাওলানা ইসমাইল রেহান
অনুবাদক : আহমাদ সাব্বির
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৩৭৪
মুদ্রিত মূল্য : ৪৭৫

(৫) ইসলাম ও কোয়ান্টাম মেথড
লেখক : মুহাম্মাদ আফসারুদ্দীন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ১৬০

(৬) ইসলাম ও মুক্তচিন্তা
লেখক : মুহাম্মাদ আফসারুদ্দীন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১০৪
মুদ্রিত মূল্য : ১৬০

(৭) আধুনিকতা
লেখক : প্রফেসর হাসান আসকারী
অনুবাদক : কাজী একরাম
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৬০

(৮) চিন্তাযুদ্ধ
লেখক : মাওলানা ইসমাইল রেহান
অনুবাদক : মুফতি হারুনুর রশিদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৭৪
মুদ্রিত মূল্য : ২৪০

(৯) ইলমে কালামের সহজপাঠ
লেখক : মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী
অনুবাদক : মুহাম্মাদ বিন ত্বয়্যিব
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ২০৮
মুদ্রিত মূল্য : ২৬০

(১০) আহলে সুন্নাত ওয়াল জামাআত
লেখক : সাইয়েদ সুলাইমান নদবী
অনুবাদক : মাহমুদ সিদ্দিকী
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২০
মুদ্রিত মূল্য : ১৮০

(১১) উসতাদ ছাড়া ইলম অর্জনের পরিণতি
লেখক : মাওলানা ফয়সাল আহমাদ নদবী
অনুবাদক : যহীরুল ইসলাম
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৪৮
মুদ্রিত মূল্য : ৬০

(১২) সুনান ও আদব
লেখক : মাওলানা আবু বকর বিন মুসতফা
অনুবাদক : ইফতেখার সিফাত
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৩৩৬
মুদ্রিত মূল্য : ৩৬০

(১৩) ফরজ ইলমের পরিচয়
লেখক : শাইখ আবদুল কাদির
অনুবাদক : মাহদি হাসান জামিল
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১০২
মুদ্রিত মূল্য : ১৬০

(১৪) গুনাহ থেকে বাঁচুন
লেখক : মুফতি মুহাম্মদ শফি রহ.
অনুবাদক : আবু জারীর আবদুল ওয়াদূদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৬০
মুদ্রিত মূল্য : ২০০

(১৫) সিরাতে রাসুল সা. : শিক্ষা ও সৌন্দর্য
লেখক : ড. মুসতফা সিবায়ী
অনুবাদক : আম্মার আবদুল্লাহ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৪৪
মুদ্রিত মূল্য : ১৮০

(১৬) খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস (২ খণ্ড একত্রে)
(সুলতান জালালুদ্দীন খাওয়ারিজমশাহ ও তাতার আগ্রাসনের গোড়ার কথা)
লেখক : মাওলানা ইসমাইল রেহান
অনুবাদক : আলমগীর মুরতাজা
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৮১৬
মুদ্রিত মূল্য : ১০০০

(১৭) মোগল পরিবারের শেষদিনগুলি
লেখক : খাজা হাসান নিজামী
অনুবাদক : ইমরান রাইহান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৫৫
মুদ্রিত মূল্য : ২০০

(১৮) রাজনৈতিক ডায়েরি
লেখক : সুলতান আবদুল হামিদ রহ.
অনুবাদক : মাহদি হাসান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ২০০

(১৯) নির্বাসিতের জবানবন্দি
লেখক : সুলতান আবদুল হামিদ রহ.
অনুবাদক : মুহাম্মাদ শাহেদ হাসান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৯২
মুদ্রিত মূল্য : ২৬০

(২০) হারিয়ে যাওয়া পদরেখা
লেখক : মাওলানা ইসমাইল রেহান
অনুবাদক : আলমগীর মুরতাজা
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ১৮০

(২১) আমার ঘুম ইবাদত
লেখক : আহমাদ সাব্বির
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৫০

(২২) তুরস্কে পাঁচ দিন
লেখক : ড. মুসতফা কামাল
অনুবাদক : যুবাঈর আহমাদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৫০

(২৩) উত্তাল দিনের কথকতা
লেখক : খাইরুদ্দীন বারবারোসা
অনুবাদক : কাজী আহনাফ তাহমিদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ১৮০

(২৪) দারসুল আকিদা
লেখক : মুফতি হারুন ইজহার
সংকলন : আবদুল্লাহ রফিক
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৬০

(২৫) কিংবদন্তির কথা বলছি
লেখক : আহমাদ সাব্বির
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ১৮০

(২৬) বেলালের আত্মস্বর
লেখক : সাইয়েদ সালিম গিলানী
অনুবাদক : আবদুল্লাহিল কাফি
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ২৭২
মুদ্রিত মূল্য : ৩৩৫

(২৭) কারাবাসের দিনগুলি
লেখক : জায়নাব আল গাজালী
অনুবাদক : ইমরান হুসাইন নাঈম
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ২২৪
মুদ্রিত মূল্য : ২৭০

(২৮) ড. কাজী দীন মুহম্মদ : জীবন ও সাহিত্য
লেখক : জুবাইর আহমদ আশরাফ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৬০
মুদ্রিত মূল্য : ২৬০

(২৯) অগ্রন্থিত রচনাবলি : আল মাহমুদ
সম্পাদক : মুহিম মাহফুজ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ২২৪
মুদ্রিত মূল্য : ৩৯০

(৩০) মুস্তফা (নবী-জীবনের গল্পভাষ্য)
লেখক : নকীব মাহমুদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৯২
মুদ্রিত মূল্য : ২৬৫

(৩১) মরুজাহাজ
লেখক : সাজ্জাদ হুসাইন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৫০

(৩২) দুই ফালি চাঁদ
লেখক : আহমাদ সাব্বির
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৮০
মুদ্রিত মূল্য : ১৪০

(৩৩) ছোটদের হুসাইন আহমাদ মাদানী
লেখক : মাহমুদাতুর রহমান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৪৮
মুদ্রিত মূল্য : ১০০

(৩৪) ছোটদের হজরত আবু বকর
লেখক : নকীব মাহমুদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৬৪
মুদ্রিত মূল্য : ১২৫

(৩৫) ছোটদের হজরত উমর
লেখক : নকীব মাহমুদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৮০
মুদ্রিত মূল্য : ১৪০

(৩৬) ছোটদের হজরত উসমান
লেখক : নকীব মাহমুদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৮০
মুদ্রিত মূল্য : ১৪০

(৩৭) ছোটদের হজরত আলী
লেখক : নকীব মাহমুদ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৮০
মুদ্রিত মূল্য : ১৪০

(৩৮) জায়নামাজ
লেখক : আহমাদ সাব্বির
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৬৪
মুদ্রিত মূল্য : ১২৫

(৩৯) হৃদয়জুড়ে ফিলিস্তিন
লেখক : আবদুল্লাহ আশরাফ
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৫০

(৪০) আলোর ফুল
লেখক : মাহমুদাতুর রহমান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ১৮০

(৪১) সকাল বেলার পাখি
লেখক : মাহমুদাতুর রহমান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১১২
মুদ্রিত মূল্য : ১৮০

(৪২) শেকড়ের খোঁজে
লেখক : ফারহানা হোসেন রুমি, ফাহমিদা আফরিন
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৬০

(৪৩) গল্পে গল্পে ঈমান শিখি (১-৮)
লেখক : মাহমুদাতুর রহমান
ধরন : পেপাব্যাক
মুদ্রিত মূল্য : ১০৪০

(৪৪) ফিকহী ইখতিলাফ : সালাফের পন্থা ও আমাদের করণীয়
লেখক : মাওলানা ফয়সাল আহমাদ নদবী
অনুবাদক : যহীরুল ইসলাম
ধরন : পেপারব্যাক
মুদ্রিত মূল্য : ৬০

(৪৫) কুরআন ও হাদিসের আলোকে ইসতিখারা
লেখক : মুফতি উমর আনওয়ার বাদাখশানী
অনুবাদক : ইশতিয়াক আহমাদ
সম্পাদনা : মুহাম্মাদ মুস্তাফিযুর রহমান
ধরন : পেপারব্যাক
মুদ্রিত মূল্য : ৪০

(৪৬) বরেণ্য আরব সাহিত্যিকদের জবানে ইসলামি সাহিত্য
অনুবাদ ও সংকলন : মুহাম্মাদ জহুরুল ইসলাম
ধরন : পেপারব্যাক
মুদ্রিত মূল্য : ৫২

(৪৭) দিল্লির দিনলিপি
লেখক : মাওলানা সাইয়েদ আবদুল হাই হাসানী নদবী
অনুবাদ : আবদুল্লাহ আল মুনীর
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১৬০
মুদ্রিত মূল্য : ২৪০

(৪৮) জেল থেকে জেলে
লেখক : মাওলানা জিয়াউর রহমান ফারুকী
অনুবাদক : ইমরান রাইহান
ধরন : হার্ডকভার
পৃষ্ঠা : ১২৮
মুদ্রিত মূল্য : ২০০

29/02/2024

আর কয়েক ঘন্টা...

আজই শেষ...
29/02/2024

আজই শেষ...

আর মাত্র একদিন...
28/02/2024

আর মাত্র একদিন...

শেষআজাননবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতেকালের পর আমি আজান দেওয়া বন্ধ করে দিলাম। তবে এজন্য নয় যে আমার ভালো লাগছ...
28/02/2024

শেষআজান

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনতেকালের পর আমি আজান দেওয়া বন্ধ করে দিলাম। তবে এজন্য নয় যে আমার ভালো লাগছিল না। আল্লাহর পানাহ...

আমি ছিলাম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মোয়াজ্জিন। তখন যেমন আজানের আকাঙ্ক্ষা আমার ছিল, এখনো আছে। তখন যেমন নবীজির আদেশ পালন করতাম, এখনও করি। তখন যেমন সওয়াবের আশা ছিল, আছে এখনো। তখন যেমন আজানের ধ্বনি আমার ভালো লাগত, এখনো লাগে। ইসলাম প্রচারের আশা ও আকাঙ্ক্ষা তখন যেমন ছিল, এখনো তেমনি আছে। মোটকথা, আমার মাঝে চিন্তাগতভাবে কোনো পরিবর্তন আসেনি।

কিন্তু, জানি না, কী জন্য মানসিকভাবে একটা বিশাল পরিবর্তন এসেছে আমার মাঝে। আমি আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আজান দিতে দাঁড়ালেই, সকল যোগ্যতা যেন হারিয়ে যায়। শব্দ ভুলে যাই ক্রন্দন ও ভাবাবেগের আধিক্যে।

একদিন আলি এবং আবু জর রাদিয়াল্লাহু আনহুমা জোরপূর্বক আজানের মিম্বরে নিয়ে দাঁড় করিয়ে দিলেন। দুজনই দাঁড়িয়ে ছিলেন আমার দুই পাশে। আমি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করতেই কান্নায় লুটিয়ে পড়লাম। শব্দগুলো স্মৃতিতে যেন উলটপালট হয়ে গেল। অস্পষ্টভাবে আমার মুখ দিয়ে কী ধ্বনি বের হচ্ছিল, সেটা আমি অনুধাবন করতে পারছিলাম না। এরই মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতবাক্য উচ্চারণ করছিলাম, তখন নিজেকে নিবৃত্ত রাখতে পারলাম না। প্রচণ্ড শব্দ করে অঝোরে কেঁদে ফেললাম। সামনে আর এগোতে পারলাম না। দ্বিতীয়বার আজান শুরু করলাম। এবারও হুবহু একই অবস্থা। এরকম চারবারের মতো চেষ্টা করেও এগোতে যখন পারলাম না, তখন দয়া করে আলি এবং আবু জর আমাকে ধরে নিচে নিয়ে এলেন...
অফারের আর একদিন বাকি...

প্রতিদিন ভোর হয়।অরুণিমারাঙা সূর্য পুবের আকাশে হেসে ওঠে।বায়ু বয়।ফুল ফোটে।পাখি কিচিরমিচির করে। আসে। ফল আসে। নির্দিষ্ট সময়...
27/02/2024

প্রতিদিন ভোর হয়।

অরুণিমারাঙা সূর্য পুবের আকাশে হেসে ওঠে।

বায়ু বয়।

ফুল ফোটে।

পাখি কিচিরমিচির করে। আসে। ফল আসে। নির্দিষ্ট সময়ের পর আবার ঝরে যায়। থাকে।

ডানায় বাহারি রঙ নিয়ে প্রজাপতি উড়ে বেড়ায়।

কখনও খাঁ খাঁ রোদে মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়।

আবার কখনও শান্তির পশলা নিয়ে আকাশ থেকে বৃষ্টির ধারা নেমে

ঊষর প্রকৃতি আবার সজীব হয়ে হেসে ওঠে।

গাছে গাছে নতুন কুঁড়ি উঁকি দেয়।

ফুল আসে।

মাটিতে পড়া সামান্য একটি বীজ থেকে অঙ্কুর গজিয়ে ওঠে।

সেই অঙ্কুর ধীরে ধীরে বড় হয়।

এক সময় পরিণত হয় বিশাল মহীরুহে।

কোথাও মরুভূমি। যতদূর চোখ যায় কেবল চিকচিকে সাদা বালির ঢেউ চোখে পড়ে।

কোথাও গহীন অরণ্য দিগন্তপ্রসারী সবুজের রেখা এঁকে চলে।

কোথাও পর্বতশ্রেণি মৌন উদাস দাঁড়িয়ে থাকে।

কোথাও অথৈ সাগর ঢেউয়ের ঝুঁটি মাথায় অন্তহীন বিস্তার নিয়ে জেগে

মাথার উপর গাঢ় নীল আকাশ।

মাঝেমধ্যে কোথা থেকে পুঞ্জ পুঞ্জ মেঘ ধেয়ে আসে।

দিন-রাতের মধ্যেই কত বিবর্তন!

কোনোটার রঙ সাদা, কোনোটার রঙ লাল, কোনোটার রঙ কালো, আবার কোনোটার রঙ খয়েরি-লাল।

সকালের শান্ত প্রকৃতি দুপুরের খররৌদ্রে উন্মত্ততায় নেচে ওঠে। বিকালে তার তেজ ম্লান হয়ে আসে।

আবার সন্ধ্যায় সব কিছু আঁধারের চাদরে ঢাকা পড়ে যায়। আকাশে তারা ফোটে।

একটি তারা... দুটি তারা... লক্ষ তারা...

ক্রমে তারার মিছিলে আকাশের চাঁদোয়া ঢেকে যায়। আবার কোনোদিন চাঁদ ওঠে।

তার বুক থেকে রুপালি জোছনা ঝরে পড়ে।

একটি মানুষ হাসে-খেলে, কথা বলে, আনন্দ করে।

হঠাৎ একদিন সেই হাসি-খুশি মানুষটিই চিরদিনের জন্য ঘুমিয়ে যায়। হাসে না, খেলে না, কথা বলে না। নীরব... চুপচাপ ...

কেমন করে হয় এসব? এত রঙ-রূপ, এত বৈচিত্র্য, এত নিত্য-বিবর্তন কার আদেশে ঘটে? একটি বালক সারাক্ষণ কেবল এসব ভাবে।

ভাবে... অনেক ভাবে..., কিন্তু কোনো কূল-কিনারা করতে পারে না। আশপাশের মানুষ, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সে এ

সম্পর্কে অনেক জিজ্ঞাসা করেছে।

উত্তরে তারা তাদের হাতে গড়া মূর্তিদের দেখিয়ে দিয়েছে। বলেছে, এসব মূর্তিই নাকি তাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা!

এগুলোই নাকি দুনিয়ার সব সৃষ্টি করেছে!

এগুলোর নির্দেশেই নাকি চাঁদ-সূর্য আলো ছড়ায়, বাতাস বয়, ফুল ফোটে!

বালক এসব কথা মোটেই বিশ্বাস করেনি।

না, তাদের কী ক্ষমতা আছে?

যেসব মূর্তি নিজেরাই চলাফেরা করতে পারে না, খেতে পারে না, কথা বলতে পারে না, নিজেদের শরীর থেকে মশা-মাছিটা পর্যন্ত তাড়াতে পারে

যারা নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা কী করে সমগ্র সৃষ্টিকে রক্ষা করবে? এর চেয়ে বড় হাসির কথা আর কী হতে পারে? কিন্তু কে তবে সৃষ্টিকর্তা? কে সে মহান রব?

বালক রাতের আকাশে তারা ফুটতে দেখল। এক, দুই, তিন... করে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর জোনাকির মতো সেগুলো সারা আকাশ ছেয়ে ফেলল। বালক ভাবল হ্যাঁ পেয়েছি। এগুলোই সম্ভবত আমার রব। কত দূর থেকে কত জ্বলজ্বলে চোখে তাকিয়ে আছে! কত উজ্জ্বল আর কত জ্যোতির্ময়!'

কিন্তু ভোর হতে না হতেই সব তারা ডুবে গেল। সাথে সাথে বালকের সব স্বপ্নও ভেঙে গেল। সে ভাবল, 'ওগুলো কি সত্যিই প্রভু! তবে ডুবে গেল কেন? নিশ্চয় এরা প্রভু নয়। প্রভু অন্য কেউ।'

তারপর বালক একদিন আকাশে চাঁদ দেখে ভাবল, 'নিশ্চয় এটা আমার প্রভু! তারাদের চেয়ে এটা কত শতগুণ বেশি উজ্জ্বল! আর কত মায়াবী তার জোছনা!'

কিন্তু সকাল হওয়ার সাথে সাথে তার আলো ম্লান হয়ে গেল। তারপর একসময় বিশাল আকাশে তলিয়ে গেল।

বালক ভাবল, 'না! এটাও আমার রব নয়। নিশ্চয় আমার রব অন্য কেউ! এটা আমার রব হলে কখনও তার আলো মলিন হতো না।

তারপর সকালে পুবের আকাশ রাঙা করে সোনার থালার মতো সূর্য উঠল। অফুরন্ত আলোর বন্যায় চারদিক ভেসে গেল। মাঠ-ঘাট থেকে শুরু করে ঘরের কোণ পর্যন্ত আলোকিত হয়ে উঠল। বালক ভাবল, 'নিশ্চয় এটা আমার প্রভু! চাঁদ থেকে এটা আরও কত

উজ্জ্বল! কত দীপ্তিময়! আকারে কত বড়!'

কিন্তু সন্ধ্যা হতে না হতেই সেই সূর্যও আবির ছড়িয়ে পশ্চিম আকাশে ডুবে গেল। চারদিক অন্ধকারে ছেয়ে গেল। এবার বালকের মন নিরাশায় ভরে গেল।

সাথে সাথে তার মনে নতুন আলোর পরশ লাগল, সে বুঝতে পারল, আকাশ, বাতাস, চাঁদ, তারা, সূর্য এগুলোর কোনোটাই মানুষের রব নয়।

প্রভু একজন আছেন। আকাশ-বাতাস, পাহাড়-সাগর সবই তিনি সৃষ্টি করেছেন; কিন্তু কেউ তাকে দেখতে পায় না। আড়ালে থেকে রঙে রূপে তিনি তার সৃষ্টিকে সর্বদা সাজিয়ে তুলছেন। তিনি এক ও অদ্বিতীয়।

তিনি অনুপম।

তিনিই ইবাদতের উপযুক্ত।

তিনি চিরকাল আছেন, চিরদিন থাকবেন। তার কোনো শরিক নেই। তিনি মহাপরাক্রমশালী।

তিনি আল্লাহ, তিনি মহান।

দুই প্রচ্ছদে ছেপে এসেছে “আসবাকে হাদিস” মুদ্রিত মূল্য : ৩৬০ অফার মূল্য : ২৩৪ বইবসন্ত অফার চলবে ২৯ তারিখ পর্যন্ত।
25/02/2024

দুই প্রচ্ছদে ছেপে এসেছে “আসবাকে হাদিস”

মুদ্রিত মূল্য : ৩৬০
অফার মূল্য : ২৩৪

বইবসন্ত অফার চলবে ২৯ তারিখ পর্যন্ত।

ছাত্র ভাইয়েরা নীড়ে ফিরছেন নাশাত নিয়ে...আপনিও নাশাতের বইবসন্ত অফার লুফে নিন।
24/02/2024

ছাত্র ভাইয়েরা নীড়ে ফিরছেন নাশাত নিয়ে...


আপনিও নাশাতের বইবসন্ত অফার লুফে নিন।

নতুন বইগুলোও পাচ্ছেন ৩৫% ছাড়েবইবসন্ত অফারের আর মাত্র কয়েক দিন বাকি।
24/02/2024

নতুন বইগুলোও পাচ্ছেন ৩৫% ছাড়ে

বইবসন্ত অফারের আর মাত্র কয়েক দিন বাকি।

Address

১১/১ বাংলাবাজার, ইসলামী টাওয়ার
Dhaka

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801712298941

Alerts

Be the first to know and let us send you an email when নাশাত পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাশাত পাবলিকেশন:

Videos

Share

Category

Nearby media companies