Awsaf & Arham

Awsaf & Arham Hello there ! This is create for personal blog Awsaf and Arham. Hope that you will enjoy.

ধরুন আপনার বাড়িতে আজ  আত্মীয় আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো ...
01/12/2024

ধরুন আপনার বাড়িতে আজ আত্মীয় আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো হাঁড়ি-পাতিল-কড়াই-ডেকচি, কিচেনে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় এখানে একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় ওখানে একটু ঝোল পড়েছে। হাঁড়ির তলাটা কালো হয়েছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেল ছিটকে এসে লেগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো, অনাকর্ষণীয়, মেসি সবকিছু।

আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে। পাউরুটি আছে বাসায়, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়াদাওয়ার পরেও কিচেনটা এতো সুন্দর, এতো সাজানো--মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি।

স্কুল জীবনের কথা মনে করুন। গণিত বইটি এতো বেশি ব্যবহৃত হয়ে এমন ম্যাড়ম্যাড়ে হয়েছে যে দুচারটা পৃষ্ঠা হারিয়ে যাবার জোগাড় ছমাস না পেরুতেই। অন্যদিকে কৃষিশিক্ষা বইটি ঝা তকতকে বছরশেষেও।

মানুষও তো ঠিক তেমনই। যে মানুষ যতো পরিশ্রম, যতো সাধনা, যতো চ্যালেঞ্জ, যতো গভীর চিন্তা, যতো দহন, যতো ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে তার জীবনেও এখানে-সেখানে তেল-ঝোল লেগে আছে, ততো বেশি ক্ষয়ে গেছে সে, ততো বেশি ক্লান্তির ছাপ তার মুখাবয়বে, ততোটা অবিন্যস্ত-এলোমেলো সে।

যার জীবন অতোটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি--সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর, সে যেন স্কুলজীবনের কৃষিশিক্ষা বই।

আপনার জীবনের তেল-ঝোলকে ঘৃণা করবেন না। ঐ ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন।

জীবনের ওজন কি কম,,,,,, বলুন তো ⁉️

31/10/2024

উপর থেকে জমিন দেখতে ভালো লাগে ।

07/05/2024

শহীদ শেখ রাসেল শিশু পার্ক,ধানমন্ডিতে ট্রেন ভ্রমণ Awsaf & Arham

04/05/2024

Shahid Seikh Russel Sishu Park,Dhanmondi| শহীদ শেখ রাসেল শিশু পার্ক,ধানমন্ডি!Awsaf & Arham

28/04/2024

এখন যদি প্রচুর বৃষ্টি হয়, আপনার মুখ দিয়ে প্রথম কোন শব্দ উচ্চারন হবে...

28/04/2024
09/04/2024

Enjoy the Bike Ride..🥰🥰

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্র...
13/03/2024

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় ১৫,০০০৳ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন।
- বাবা, কেমন আছেন?
- হ্যাঁ, মা ভালো। তুই ভালো আছিস ত?
- আছি বাবা ভালো।
- এইভাবে বলছিস কেনো? তোর শ্বশুররা খুশি হয়েছে তো?
- ওরা কিছু বলেনি। ফুফু (জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।
- (তখন আমার চোখের পানি টলটল করছিল) আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।
- বাবা শুনো। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?
- হ্যাঁ মা, দিবো। কেনো?
- তুমি কাপড় দিওনা। খালা (জামাইয়ের খালা) বলেছে, কাপড় দিলে সবার পছন্দ হবে না। কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। ৩০,০০০৳ টাকা দিলে, সবার নাকি হয়ে যাবে।
- আচ্ছা মা। তুই চিন্তা করিস না। আমি এখনও বেঁচে আছি।
(আমার বুঝতে দেরী হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে।)
- আচ্ছা বাবা, এখন রাখি।
- আচ্ছা মা, ভালো থাকিস।
রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।
- বাবা, তুমি আছো?
- হ্যাঁ, আছি। কিছু বলবি?
হ্যাঁ, ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫ হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।
- আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।
না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না।
নতুন জামাই! বাড়িতে মৌসুমী ফলমূল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে ৫০,০০০৳ টাকা তো লাগবে। আবার নিজের জন্য ও একটা লাগবে।
এইখানে শেষ নয়, আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।
এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো, কিছু না বলে শুয়ে পড়েছি।
মাথায় একটা বিষয় কাজ করছে। টাকা! টাকা! আর মেয়ের সুখ।
এইভাবে রাত ১২ টা। হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছে না।
পরদিন সকাল বেলা। সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানি না।
এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা। আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে-মেয়ে। হয়তো অনেকে এখন ও জানে না, তাদের বাবার মৃত্যুর রহস্য।
এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।
আমাদের এই কু-প্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেনো? কেন হচ্ছে না?
শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে ৯০% লোক এই কু-প্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি।
চলুন আমরা জেগে উঠি। ধ্বংস করি এই অপসংস্কৃতি।
- লেখা সংগৃহীত

sunglass lovers Boy.👓🕶️🥽😎
03/03/2024

sunglass lovers Boy.👓🕶️🥽😎

22/02/2024

Bangla Alphabet Exhibition Assembly Arranged by QSC -Awsaf Alam

21/02/2024

কুচকাওয়াজ,

21/02/2024

অমর একুশে আওসাফের স্কুলের পিটি।

18/02/2024
প্রতি বৃহস্পতিবার আওসাফ এর মোরাল লেসন ক্লাস হয়। তার ধারাবাহিকতায় আজকের ক্লাস.....🤲🤲💚
15/02/2024

প্রতি বৃহস্পতিবার আওসাফ এর মোরাল লেসন ক্লাস হয়। তার ধারাবাহিকতায় আজকের ক্লাস.....🤲🤲💚

“The year has turned around and the first Falgun 2024 .Awsaf and Arham wear bosonto Dress.😍😍
13/02/2024

“The year has turned around and the first Falgun 2024 .Awsaf and Arham wear bosonto Dress.😍😍

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
12/02/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আসুন বাচ্চাদের কলম ধরা শিখাই।😍
10/02/2024

আসুন বাচ্চাদের কলম ধরা শিখাই।😍

আওসাফের আজকের ক্লাস প্রজেক্ট: পাখিদের নাম ইংরেজিতে বলা।হাতে কলমে ছবি এঁকে শেখানো হয়।😍
08/02/2024

আওসাফের আজকের ক্লাস প্রজেক্ট: পাখিদের নাম ইংরেজিতে বলা।হাতে কলমে ছবি এঁকে শেখানো হয়।😍

Address

Dhanmondi , Road 3
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Awsaf & Arham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Awsaf & Arham:

Videos

Share