Nasim Mumtajy

Nasim Mumtajy স্বকীয়তাই আমার আভিজাত্য এবং আমি সবার মনজয়ের দায়িত্বপ্রাপ্ত নই
(1)

16/10/2024

বুতির ব্যাপারে সাবের চৌধুরীর বক্তব্য ভালো লেগেছে। “জীবনের শেষ দিকে গিয়ে নিজস্ব বিবেচনা ও ইজতেহাদের ভিত্তিতে তিনি যে রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছিলেন, ব্যক্তিগত অবলোকনে আমি তা সমর্থনযোগ্য মনে করি না। কিন্তু তার জ্ঞানভান্ডার থেকে উপকৃত হওয়া খুবই সঙ্গত বলে মনে করি।”

একটা কথা সবসময় বলি, মানুষ তার ব্যক্তিগত চিন্তা ও মত প্রকাশ করতে পারে। এ ক্ষেত্রে সে স্বাধীন। অবশ্যই শরিয়তের সীমারেখা বিবেচনায় রেখে। আর তার সেই চিন্তা ও মত সবার ওপর যেমন চাপিয়ে দেওয়া হয় না, তেমনই তা গ্রহণ করাও আবশ্যক নয়। কিন্তু নিছক ভিন্নমত ও স্বাধীনচিন্তা প্রকাশের কারণেই কাউকে দোষারোপ করা কি আদৌ ঠিক?

আমরা স্বপক্ষীয় মতের মানুষকে যেমন চেটেপুটে খাই, ভিন্ন মতের মানুষকে সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে ঘৃণা করি, বিদ্বেষ পোষণ করি। এবং অনেক ক্ষেত্রেই এই অপছন্দ করার মানদন্ড দাঁড়ায় সম্পূর্ণ নিজের বুঝ-বিবেচনা। শরিয়ত যেখানে স্পেস দিয়ে থাকে, এসব ক্ষেত্রেও তারা বাড়াবাড়ি করতে পিছপা হয় না। ‘তারপরও আমার মনে হচ্ছে’ সেই সীমারেখাটা তারা অতিক্রম করে ফেলে।

এক ইঁচড়ে পাকা একবার বলেছিল আমাকে, ‘আমাদের কি এমনই দুর্দিন এসে গেছে যে বুতির থেকে ইলম নিতে হবে?’ এ কেমন কথাবার্তা? একজনের বিপক্ষে আমরা দাঁড় করাই আরও বহুজনকে, এবং এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থেকে সীমাতিক্রম করে ফেলি। বিপক্ষে যাকে দাঁড় করাই তিনিও তো ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে নাও যেতে পারেন—নিজে কখনো যাচাই করেছি কি?

এই যেমন মুফতি আজমের আত্মজীবনী পড়ে অনেকে শায়খুল ইসলামকে কাঠগড়ায় দাঁড় করান, তেমনই বাড়াবাড়ি করেন তাঁরই রেফারেন্সে ফকিহুল মিল্লাতের ক্ষেত্রে। আর আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা কারও মত গ্রহণ করি না, নিজের পছন্দমতো যার মত পাই তাকে পছন্দ করি, নইলে তাকেও বর্জন করি। নিরপেক্ষতা তো আজকাল রূপকথাকেউ হার মানিয়েছে। অথচ উপরিউক্ত ব্যক্তিরা আপন অবস্থানে সর্বদিক থেকে যোগ্য এবং প্রতিষ্ঠিত। মতের ভিন্নতা থাকতেই পারে, সেটা প্রকাশও হতে পারে, তাই বলে ভক্তদের তো এটা শোভা পায় না যে অপরজনকে নিন্দা করব।

প্রয়োজনের সময় অপ্রয়োজনীয়!নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না।ঠিক তেমনি জীবনে চলার পথ...
19/03/2024

প্রয়োজনের সময় অপ্রয়োজনীয়!

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাওয়া যায়!

আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

প্রকৃতপক্ষে, মানুষ চিনতে পারা অনেক কঠিন।

জীবন, নাটকের চেয়ে নাটকীয়!!

সংগৃহীত

একটা কাব্যিক ক্যাপশন হলে ভালো হত...
15/12/2023

একটা কাব্যিক ক্যাপশন হলে ভালো হত...

10/07/2023

30/04/2023

নুমাইর (نُمَيْر) অর্থ ছোট বাঘ (Baby Tiger)৷

এক শব্দে নাম রাখাই আমার পছন্দ৷ কিন্তু সবখানেই তো দুই শব্দে নাম প্রয়োজন পড়ে৷ যদিও সেটা উপনাম surname, কিন্ত surname হিসেবে খুব কমই রাখা হয়, বেশির ভাগই এটা থাকে মূল নামের সেকেন্ড পার্ট৷

তো নুমাইরের ক্ষেত্রে surname হিসেবে নুমাইর মুমতাজী বা নুমাইর নাসিম রাখতে চাচ্ছি না৷ সেকেন্ড পার্ট বলা চলে এমন রাখতে চাই এখনো৷ প্রথমে ইচ্ছা ছিল ছেলে হলে যেহেতু দুইটা খাসী আকিকা করা লাগে, তাই সাত দিনের দিন একটা খাসী দিয়ে আকিকা করেছি, ভেবেছিলাম দ্বিতীয় খাসীর সময় দ্বিতীয় অংশ রেখে দেব, কিন্তু তা আর হয়নি মানে অতটা প্রয়োজন পড়েনি৷ কিন্তু, তবুও তো নামটা ফিক্সড করা প্রয়োজন, কাগজপত্র বা লেখাজোকায় তো নামটা লেখা লাগে৷

এখন পর্যন্ত দুইটা নাম জোরালোভাবে সাজেস্টেড—আত্তাফ (আমার নির্বাচন) আদিব (নুমাইরের নানীর নির্বাচন)৷

পরশু আলাপ করছিলাম ফাইনালি কোন নামটা রাখা যায়! বংশ পরম্পরায় আমাদের রাগ একটু বেশিই কিনা, তাই বললাম—বাঘের তো স্বভাব একটু হিংস্রই, তো যদি তার নামের প্রভাবে সেও ওরকম হয় তাহলে সমস্যা! আচ্ছা কী করা যায়? আত্তাফ মানে তো সহনশীল বা উদার, এটা রাখা যায়, তাতে বাঘের বীরত্বও থাকল, আবার উগ্রও হলো না৷

আর যদি আদিব রাখা হয়, আদিব মানে সাহিত্যিক...
এটুকু ভাবতেই কল্পনায় ভেসে উঠল একটা কার্টুন বাঘ, তার চোখে চশমা আর হাতে কলম, বসে আছে টেবিলে একটা খাতা নিয়ে; আর অজান্তেই হাসি চলে এল!

16/04/2023

কারও কারও অভিযোগ—বিদ্যানন্দ বন্ধের দাবি সন্দেহজনক৷
কিন্তু কাউকে দেখিনি বন্ধের দাবি তুলতে৷ আমরা মূলত তাদের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছি...

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
16/04/2023

I have reached 700 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

nasimmumtajy.com
08/02/2023

nasimmumtajy.com

কেউ যখন সাক্ষাতে প্রসংশা করে, তখন সুযোগ করে হুশাপে চলে যাই—নিজের আসল অবস্থা জানতে! ওখানে পরিচয় গোপন রেখেই যেহেতু বলা যায়...
07/02/2023

কেউ যখন সাক্ষাতে প্রসংশা করে, তখন সুযোগ করে হুশাপে চলে যাই—নিজের আসল অবস্থা জানতে! ওখানে পরিচয় গোপন রেখেই যেহেতু বলা যায়, মানুষ মনের কথাটাই বলে৷ এখন এজন্য কারও সম্মুখ-প্রশংসায় কান দিই না..

Anonymous feedback, gossip, confessions.

01/01/2023

একটা ‘হাস্যকর জোকস’ শোনাই—ব্যবসা করতে আসা ধর্মব্যবসায়ী লোকেরাও কখনো স্বার্থসিদ্ধির জন্য অন্য ব্যবসায়ীকে গালি দেন ‘ব্যবসায়ী’ বলে!

28/11/2022

দোল দোল দোলনি

10/11/2022

গাজীপুরে রোড অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলে একজন মহিলা মারা গেছেন৷ অল্পের জন্য বেঁচে গেছি আমরা৷ মহিলা মারা গেছেন দুর্ঘটনায়, আমরা মারা যেতে বলেছিলাম স্বেচ্ছা-আক্রমণে৷ অল্পের জন্য বেঁচে গেছি৷

জনতার আক্রোশ বলে তেমন কিছু নেই৷ দুচারজন হেসেখেলে সহিংসতা ছড়ায়, অন্যেরা মজা দেখে কিংবা মজা নেয়৷

স্বচক্ষে দেখে দুঃখভরা হৃদয়ে বলছি, দোষী ট্রাকটা ছাড়া আশপাশের গাড়িগুলোর কোনো দোষ ছিল না৷ সবাই নিস্তেজ, নীরব ছিল৷ লাইট অফ করে জানালা লাগিয়ে বসে ছিল, হুট করেই কজন ছিঁচকে লোক মজা করতে করতে উৎসবপালনের মতো করেই নিরীহ যাত্রীসুদ্ধ-গাড়িগুলো ভাংতে লাগল, দূর থেকে ছুড়তে লাগল ইট-পাথরের টুকরো৷ আমরা কোনোরকমে নেমে বেঁচেছি৷

08/11/2022
17/10/2022

বায়তুল মোকাররম বইমেলায় পুনরায় প্রকাশনের সকল বই পাওয়া যাবে ‘চেতনা প্রকাশন’-এর স্টলে, স্টল নং ১১৷

মেলা উপলক্ষ্যে আমাদের সকল বইয়ে থাকছে ৩০% মূল্যছাড়!

পুনরায় প্রকাশন | জ্ঞান ও চিন্তার দিগন্তে...

15/09/2022

চিল...

27/08/2022

একটা ব্যাপার বলি, এনায়েতুল্লাহ আলতামাশের উপন্যাস (অনূদিত) ঈমানদীপ্ত দাস্তান পড়ে অনেকেই মানজানিককে মিনজানিক বলে থাকেন, এটাকে ভুল বলছেন আবদুস সাত্তার আইনী৷ এক্ষেত্রে নেসারুদ্দীন রুম্মানের সাথে আমি একমত৷ জনপরিসরে না হোক, যারা পড়েছে তাদের কাছে তো অন্তত মিনজানিক শব্দটি পরিচিত! আর বিদেশি ভাষার শব্দ তো একটু পরিবর্তন হয়েই ব্যবহৃত হয়, যেমন হয় ইলমে মুআররাব..

আসাদ বিন হাফিজ একই বইয়ের অনুবাদে আমর দরবেশকে লিখেছেন উমরু দরবেশ৷ আরবিতে আমর আর ওমর পার্থক্যের জন্য একটা ওয়াও যুক্ত হয় আমরের শেষে৷ (عمرو—আমর, عمر—ওমর) এটাকেই সম্ভবত তিনি উমরু লিখেছেন৷ তো এই উমরু-ভুল আর মিনজানিক ভুল এক ক্যাটাগরির না যে মানজানিকই বাংলায় বলতে হবে, আর মিনজানিককে ভুল বলতে হবে৷

মার্ভ‌ (তুর্কমেনীয় : Merw, ফার্সি : مرو‎‎ Marw)—খোরাসানের প্রসিদ্ধ শহর৷ এটা যেকোনো ভাষায় এনামেই পরিচিত৷ কিন্তু মুজাহিদ হুসাইন ইয়াসিন ‘শয়তানের বেহেশত’ বইতে مرو শব্দের অনুবাদ লিখেছেন মারু৷ মার্ভকে মারু আর আমরকে উমরু বলা ভুল—বিকৃতি, কিন্তু মানজানিককে মিনজানিক বলাটা ভুল নয়৷

পোস্ট শব্দের উচ্চারণ করেছিলাম পুস্ট, এতে এক বন্ধু খুব হাসাহাসি করেছিল৷ অথচ আরকি এরকম অনেক শব্দ, ফারসি শব্দ আমরা বাংলায়ন করে, উচ্চারণে সহজায়নের মাধ্যম বিভিন্নরকম উচ্চারণ করে থাকি, কোনটা واو معروف আর কোনটা واو مجهول বাছবিচার করি না, তেমনই ইংরেজি ফ্রেন্ডের সাথে জড়িয়ে বাংলায় ফ্রেন্ডসুলভ সম্পর্ক বলাটাও দোষণীয় না৷ বলার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, তোমার সুবিধার্থে যেটাকে সহজ ও পরিচিত মনে হয়, সেটাই তো গ্রহণীয়৷ মানুষের বলনে সাহিত্যের বিচার চলে না; বরং কথ্যভাষার বরাতে সাহিত্যের রেফারেন্স গৃহীত হয়৷

(কমেন্টে আইনী আর নেরুদার সংলাপের কিছুটা দেখতে পাবেন, বিস্তারিত পাবেন আইনী ভাইয়ের টাইমলাইনে৷)

25/08/2022

Address

Gandaria

Alerts

Be the first to know and let us send you an email when Nasim Mumtajy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nasim Mumtajy:

Videos

Share

Nearby media companies