আলোর প্রহর

আলোর প্রহর ইহা একটি ইসলামিক পেজ।এ পেজ সম্পূর্ণভাবে ইসলামের বাণী প্রচারের জন্য নিবেদিত।

¤¤¤ হাদীসের আলোকে সুন্দর ব্যবহার ও আচার-আচরণের পুরস্কার ¤¤¤
------------------------------------
১. রাসূল (স:) বলেছেন, ''কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে বা অশোভন আচরণ করে, তাকে মহান আল্লাহ তায়ালা ঘৃণা করেন। আর যার ব্যবহার সুন্দর, সে তাঁর ব্যবহারের কারণে নফল রোযা ও তাহাজ্জুদের সাওয়াব লাভ করবে।'' (সুনানে তিরমিযী ৪/৩৬২-৩৬

৩; সহীহুত তারগীব ৩/৫)
২. রাসূল (স:) আরও বলেছেন, ''সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, তা হলো- মহান আল্লাহ্‌ তায়ালার ভয় এবং সুন্দর আচরণ। আর সবচেয়ে বেশি যা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে, তা হলো- (মানুষের) মুখ এবং লজ্জাস্থান।'' (সুনানে তিরমিযী ৪/৩৬৩; হাকিম আল মুসতাদরাক ৪/৩৬০; সহীহুত তারগীব ২/১৪৮,৩/৫)
৩. হাদীস শরীফে আছে, রাসুল (স:) বলেছেন, ''সুন্দর আচরণ্‌ই নেক আমল।'' (সহীহ মুসলিম)
৪. রাসূল (স:) আরও বলেছেন, ''তোমাদের মধ্যে যার আচার-ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং কিয়ামতের দিন সে আমার সবচেয়ে কাছে থাকবে।'' (সুনানে তিরমিযী)
৫. রাসূল (স:) আরও বলেছেন, ''অশোভন-অশ্লীল কথা ও আচরণের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আর যার আচরণ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর।'' (মুসনাদে আহমদ)
৬. রাসূল (স:) আরও বলেছেন, ''যার আচার-ব্যবহার সুন্দর, আমি তার জন্য সর্বোচ্চ জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি।'' (সুনানে আবু দাউদ ৪/২৫৩; সহীহুত তারগীব ৩/৬)
৭. রাসূল (স:) আরও বলেছেন, ''যদি কেউ বিনম্রতা ও নম্র আচরণ লাভ করে, তাহলে সে দুনিয়া ও আখেরাতের পাওনা সকল কল্যাণই লাভ করল। আর রক্ত সম্পর্কীয় আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সুন্দর আচরণ বাড়িঘর ও জনপদে বরকত দেয় এবং আয়ু বৃদ্ধি করে।'' (মুসনাদে আহমদ ৬/১৫৯; সহীহুত তারগীব ২/৩৩৬)
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে উপরোক্ত হাদীসগুলোর উপর আমল করে সবার সাথে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করার তাওফীক দিন। আমিন!

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর প্রহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর প্রহর:

Share

Brother’s Printing & Packaging

Brother’s Printing & Packaging is a digital platform where customer get any type of printing & packaging support.

Nearby media companies