Esmi Creative Blog's

Esmi Creative Blog's Empower yourself so much that your actions are the greatest gift to this creator rather than your id.

I am capable of defining my own limits and setting my own priorities
I have the right to ask for what I need and want
I will rebuild my life on the foundation of my positive traits
I trust my decisions
I am human; I make mistakes
I have a right to be wrong
To dream of what I wish I was is to waste what I am
I deserve it; why settle for less? I have a right to be treated

with respect
It’s okay to change my mind
The only person who can reject me is me
How I think or feel is not what I am

At the end of the day, you have to take care of yourself, live well.
01/02/2025

At the end of the day, you have to take care of yourself, live well.

আল্লাহ রহমতে নতুন বছরে নতুন আরেকটি সকাল সবাই কে নিয়ে শুরু করলাম 💖💕💞💝
01/01/2025

আল্লাহ রহমতে নতুন বছরে নতুন আরেকটি সকাল সবাই কে নিয়ে শুরু করলাম 💖💕💞💝

13/12/2024

গ্রামের শীতের সকালবেলার অপরূপ দৃশ্যটা সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি সকলের কাছে ভালো লাগবে।

কেউ কি বলবেন এই গুলো কি। দয়া করে একটু বলে জান 😃😃
08/12/2024

কেউ কি বলবেন এই গুলো কি। দয়া করে একটু বলে জান 😃😃

Beef Noodles....
08/12/2024

Beef Noodles....

আমার বড় মা খুব অসুস্থ থাকায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি অফিস থেকে আমার বড় মাকে দেখতে যাই ঢাকা মেডি...
07/12/2024

আমার বড় মা খুব অসুস্থ থাকায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি অফিস থেকে আমার বড় মাকে দেখতে যাই ঢাকা মেডিকেল হাসপাতালে। ঢাকা মেডিকেল হাসপাতালের ভিতরের পরিবেশ এত খারাপ ,এত নোংরা যে আমি অবাক হয়ে গেছি যে এখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারা সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হয়ে যাচ্ছে বেশি। খুব অল্প সময় আমি ওখানে ছিলাম কিন্তু পরিবেশটা যে এত নোংরা আমি অবাক হলাম।এই প্রথম ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম। যাই হোক আমি আমার বড়মাকে দেখে গেলাম। আমার বড় মা মানে আমার বড় চাচীর জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের কাছে ফিরে আসতে পারেন।সেই হাসপাতালে যাওয়ার সুবাদে আজকে আমি আসার সময় এই প্রথম মেট্রো ট্রেনে আমার বাসায় আসলাম। মাত্র ২৫ মিনিট লেগেছে আসতে। আমার ভীষণ ভালো লেগেছে এত অল্প সময়ে বাসায় পৌঁছাতে পেরেছি। যেহেতু মেট্রো ট্রেনে উঠেছি সেহেতু ছবি না তুললে কি হয়। তাইতো ছবি তুলেই সবার সাথে শেয়ার করে দিলাম যে আমিও মেট্রো ট্রেনে ভ্রমণ করতে পারছি। সময়ের সাথে সাথে আমাদের দেশ আরো এগিয়ে যাক, আরো সুন্দর হোক ,এই কামনাই করছি।

হঠাৎ করেই মাঝে মাঝে নিজের উপরে এতটা বিরক্ত হয়ে যাই,যে তখন নিজের মনের ভিতরে ভীষণ অসহায় বোধ করি।কাউকে কিছু বলতে পারি না,...
31/10/2024

হঠাৎ করেই মাঝে মাঝে নিজের উপরে এতটা বিরক্ত হয়ে যাই,যে তখন নিজের মনের ভিতরে ভীষণ অসহায় বোধ করি।কাউকে কিছু বলতে পারি না,কারণ নিজের বিরক্তের কারণ যখন আমি নিজেই।যেখানে দেখি আমি নিজেই আমার মতন নই।নিজে নিজেকে বুঝতে না পারাই হচ্ছে সবচেয়ে বড় "অসহায়ত্ব"।

চলার পথে একজন ভালো মানুষের দেখা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার।
28/10/2024

চলার পথে একজন ভালো মানুষের দেখা পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার।

27/10/2024

শিকড়ের টানে যেখানে বারবার ফিরে আসি💝💝

কখনো মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব উপলব্ধি করার মাঝেও থাকে অনেক ভালোবাসা।রাগ,অ...
19/10/2024

কখনো মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব উপলব্ধি করার মাঝেও থাকে অনেক ভালোবাসা।রাগ,অভিমান, হাসি, কান্না, আবদার,এবং আহ্লাদ সবকিছু মিলেই পরিপূর্ণ ভালবাসা।

যায় দিন ভালো, আসে দিন খারাপ। কথাটা একদম সত্যি।সময় তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেউ ...
03/10/2024

যায় দিন ভালো, আসে দিন খারাপ। কথাটা একদম সত্যি।সময় তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া কেউ জানে না।

29/09/2024

Sudden high fever at night....🙏🙏and severe chest pain..

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্...
23/09/2024

প্রত্যেকের জীবনের একটা গল্প আছে । অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় , কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো ।

Chico Xavier

আমরা কি সত্যি সত্যি স্বাধীনতা পেয়েছি,যদি স্বাধীনতা পেয়েই থাকি তাহলে প্রত্যেক টা দিনই কোন না কোন কারনে বিভিন্ন কিছু নিয...
23/09/2024

আমরা কি সত্যি সত্যি স্বাধীনতা পেয়েছি,যদি স্বাধীনতা পেয়েই থাকি তাহলে প্রত্যেক টা দিনই কোন না কোন কারনে বিভিন্ন কিছু নিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে আমাদের মত যারা কর্মজীবী মানুষ আছেন তাদেরকে কেন এত কষ্ট দিচ্ছেন এর মানেটা কি কেউ কি বলতে পারেন।আমি খুব শান্তি প্রিয় মানুষ। কখনো কোনো কিছু নিয়েই কাউকে আঘাত করে কথা বলা আমার শিক্ষার মধ্যে নেই। আজকে বাধ্য হয়ে কথা বলছি যারা রাস্তায় নেমে প্রতিদিন গাড়ি বন্ধ করে হাজার হাজার মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন শুধুমাত্র নিজের সুবিধা আদায় করার জন্য।একবারও কি ভেবেছেন আপনার এই সুবিধা আদায় করার জন্য কত মানুষকে কষ্ট করতে হচ্ছে।দয়া করে এটা করবেন না।নিজের যেমন পরিবারের তাগিদে আপনাকে কর্ম করে খেতে হয় এরকম অনেক মানুষ আছে তাদেরকেও তার পরিবারের জন্য কর্ম করে খেতে হয়। ঠিক মত অফিসে পৌঁছাতে না পারলে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নোটিশ খেতে হয়। রাস্তায় যখন গাড়ি বন্ধ হয়ে যায় তখন রিক্সা চালকরা তাদের মূল্যায়নটা এত উপরে তুলে ফেলে যে মানুষকে মানুষ বলে তখন গণ্য করে না কারন মহিলা মানুষ। আপনার নিজের প্রয়োজনে আপনি অনেকগুলো মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছেন।কেউ কি বলতে পারেন এই সমস্যার সমাধানটা কোথায়।প্রতিদিন মানুষে যে অতিরিক্ত খরচ হচ্ছে সেই অতিরিক্ত টাকার এর দায়ভারটা কে নেবে আমাদেরকে বলে দিন।এমনিতে প্রচন্ড গরম তার উপরে যদি এতটা জ্যাম থাকে তাহলে মানুষের বেঁচে থাকাটাই দায়ী হয়ে যায়।

15/09/2024

ভালবাসা মানেই নিজের সবটুকু দিয়ে তাকে যত্ন করে আগলে রাখা 🌺🌺

আমার শহর জুড়ে বৃষ্টি.......... 🍀🍀
15/09/2024

আমার শহর জুড়ে বৃষ্টি.......... 🍀🍀

08/09/2024

"If he cannot respect himself, how can he respect others"?

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Esmi Creative Blog's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Esmi Creative Blog's:

Videos

Share