Bangla Movie Database - BMDb

Bangla Movie Database - BMDb বাংলায় বিনোদনের খবরাখবর
(45)

১৯৫৬ সালে 'মুখ ও মুখোশ' ছবির মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পের যে যাত্রা শুরু হয়েছিল, তা এই ২০১২ তে এসে খুব ভালো নেই। স্বাধীনতার পর চল্লিশ বছর কেটে গেছে কিন্তু বিশ বছর বাদে এ দেশের চলচ্চিত্র শিল্পের যে সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল, চল্লিশ বছর পরে বাস্তবতা অনেকটা হতাশাজনক। বর্তমানের এই অবস্থার কারণ খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে কমপক্ষে এক দশক। অশ্লীলতা আর নোংরামিতে ভরপুর ছবির হঠাৎ উত্থান সবার বিন

োদনের মাধ্যম বাংলাদেশী চলচ্চিত্রকে নির্দিষ্ট এক শ্রেণির দর্শকের জন্য নির্দিষ্ট করে দিয়েছিল। ভালো নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছিল, নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের আগমন রুদ্ধ হয়ে গিয়েছিল, প্রেক্ষাগৃহগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিতে শুরু করেছিল।

কিন্তু আশার দিক হল, এই দুরাবস্থাসত্ত্বেও এ দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষ ও নির্মাতারা পিছিয়ে যান নি, সংগ্রাম করে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পকে সম্ভাবনার অমিত শিখরে স্থান দেয়ার। বর্তমানে দেশে বছরে মাত্র ৪৫-৫০ টি ছবি মুক্তি পেলেও মুক্তি প্রাপ্ত সিনেমা নির্মাতাদের মধ্যে তরুণ, যোগ্য ও দক্ষ নির্মাতারা ধীরে ধীরে স্থান করে নিচ্ছেন। নির্মিত সিনেমা বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার অর্জন করছে, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও মুক্তি পাচ্ছে। নির্মাতাদের পাশাপাশি এদেশের দর্শকরাও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠেছে, দেশীয় চলচ্চিত্র শিল্পে তারা সেই মানের ছবি দেখতে চায় যা পাল্লা দিয়ে টিকে থাকবে বিশ্বের অন্যান্য চলচ্চিত্র শিল্পের সাথে। অতি সম্প্রতি সরকারও চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য কিছু পদক্ষেপও গ্রহন করেছে - বাংলাদেশী চলচ্চিত্রকে 'শিল্প' হিসেবে ঘোষনা করা হয়েছে, প্রেক্ষাগৃহগুলোর জন্য কর অবকাশ দেয়া হয়েছে, সিনেপ্লেক্স নির্মাণে উৎসাহ দেয়া হয়েছে, ডিজিটাল চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসরকারী পর্যায়ে বিনিয়োগে এগিয়ে এসেছে বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠান। সবগুলো বিষয়কে একত্রে দেখলে বোঝা যাবে এদেশের চলচ্চিত্র শিল্পে একটি বিপ্লব ঘটতে যাচ্ছে এবং হয়তো বর্তমান সময়টা একটি বিপ্লবকালীন সময়।

এই বিপ্লবকে বেগবান করে তুলতেই বাংলা মুভি ডেটাবেজ। বাংলাদেশীয় চলচ্চিত্র শিল্পের এই পরিবর্তনকালীন সময়ে বাংলা মুভি ডেটাবেজ এর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এ দেশে নির্মিত চলচ্চিত্র অচিরেই বিশ্ব চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেবে সেই প্রত্যাশা থাকল। ধন্যবাদ।

ভালো হয়ে যাও, মাসুদ?বিস্তারিত জানতে দেখুন মন্তব্যের ঘরে...
03/07/2024

ভালো হয়ে যাও, মাসুদ?

বিস্তারিত জানতে দেখুন মন্তব্যের ঘরে...

‘বেদের মেয়ে জোসনা’র ব্যবসার কারণে মুক্তির কয়েক মাস পরও অন্য সিনেমা মুখ থুবড়ে পড়ে। কারণ তখনও রিপিট দর্শকরা সিনেমাটি দ...
03/07/2024

‘বেদের মেয়ে জোসনা’র ব্যবসার কারণে মুক্তির কয়েক মাস পরও অন্য সিনেমা মুখ থুবড়ে পড়ে। কারণ তখনও রিপিট দর্শকরা সিনেমাটি দেখছিল। আবার এই সিনেমাটি এতবার দেখা হয়েছে যে নতুন কিছু দেখার মতো টাকাও ছিল না তাদের!

তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’র নেট কালেকশন নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক উঠেছে। এর পেছনে রয়েছে এক ...

হঠাৎ হঠাৎ গান গাইতে দেখা গেলেও হুমায়ূন আহমেদের মৃত্যুর পর অভিনয়ে আর দেখা যায়নি মেহের আফরোজ শাওনকে। অবশ্য সিনেমায় আগে থেক...
03/07/2024

হঠাৎ হঠাৎ গান গাইতে দেখা গেলেও হুমায়ূন আহমেদের মৃত্যুর পর অভিনয়ে আর দেখা যায়নি মেহের আফরোজ শাওনকে। অবশ্য সিনেমায় আগে থেকেই অনুপস্থিত ছিলেন। এবার ১৬ বছর পর সিনে ক্যামেরার সামনে ফিরছেন।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

মালেক আফসারীর পুরো ক্যারিয়ারের সেরা কাজ আমার মতে এই সিনেমাটি, যতোদূর জানি এটা উনার নিজের গল্প এবং পরিচালনাও তিনি করেছিলে...
03/07/2024

মালেক আফসারীর পুরো ক্যারিয়ারের সেরা কাজ আমার মতে এই সিনেমাটি, যতোদূর জানি এটা উনার নিজের গল্প এবং পরিচালনাও তিনি করেছিলেন। সব দিক দিয়ে সিনেমাটি তাঁর সর্বেসর্বা খেতাবকেও ছাড়িয়ে গিয়েছেন, সে সময় অনুযায়ী সিনেমার ক্যামেরার কাজ এডিটিং এমনকি লাইটিংটাও ছিলো এক কথায় দারুণ। অবশ্যই এজন্য বর্তমান সময়ের নিভু আলোচিত পরিচালক মালেক আফসারি দুটি ক্ল্যাপ পাবেন।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

যেভাবে 'দি ফাদার' সিনেমার গল্প পান কাজী হায়াৎ... বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...
02/07/2024

যেভাবে 'দি ফাদার' সিনেমার গল্প পান কাজী হায়াৎ...

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

খসরু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে অভিজ্ঞতাকেই তিনি চলচ্চিত্রে দেখিয়েছেন। অভিজ্ঞতা থেকে চলচ্চিত্রে রূপায়ণের জন্যই...
01/07/2024

খসরু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে অভিজ্ঞতাকেই তিনি চলচ্চিত্রে দেখিয়েছেন। অভিজ্ঞতা থেকে চলচ্চিত্রে রূপায়ণের জন্যই অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার সঙ্গে সহ-প্রযোজনা থেকে নির্মাণ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওরা ১১ জন’। প্রথমে ছবিটি পরিচালনার জন্য ভেবে রেখেছিলেন জহির রায়হানকে কিন্তু জহির রায়হান তখন বড়ভাই শহীদুল্লাহ কায়সার-কে খুঁজতে গিয়ে নিজেও নিখোঁজ হন। পরে এর পরিচালনার দায়িত্ব আসে চাষী নজরুল ইসলামের হাতে।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

তুফানের সবচেয়ে ভালো দিক হচ্ছে, হল থেকে বাসায় ফেরার পথে পুরোটা সময়ই আমার শাকিব খানকে বলতে ইচ্ছে করেছে, তুমি কোন শহরের ...
01/07/2024

তুফানের সবচেয়ে ভালো দিক হচ্ছে, হল থেকে বাসায় ফেরার পথে পুরোটা সময়ই আমার শাকিব খানকে বলতে ইচ্ছে করেছে, তুমি কোন শহরের পোলা গো, লাগে উড়াধুরা! হি ইজ সুপার্ব ইন হিজ “তুফান” ক্যারেক্টার। তার আরেকটি চরিত্র শান্তকে আমার এভারেজ মনে হয়েছে, শাকিব খান অন্যান্য সিনেমায় যেমন থাকেন। তুফান চরিত্রটা ডিফরেন্ট, জাস্ট অন্য লেভেলের! ভালো কথা, তুফানের পরা একটা সাদা শার্ট আমার ব্যাপক পছন্দ হয়েছে। ডায়লগ শোনা বাদ দিয়ে আমি শার্টটা দেখছিলাম খুটিয়ে খুটিয়ে।

১৯৯৬-'৯৭ এর সেইসব স্মৃতি আজকে হুট করেই ব্রেনে বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে। এর অন্যতম কারণ রায়হান রাফী নির্মিত "তুফ....

জাজ মাল্টিমিডিয়ার রক্ত বেশ বড় বাজেটের মুভি তাতে কোন সন্দেহ্ নেই। ছবির নায়ক, নায়িকাও দেখতে বেশ সুন্দর। কিন্তু ছবিটির গল্প...
30/06/2024

জাজ মাল্টিমিডিয়ার রক্ত বেশ বড় বাজেটের মুভি তাতে কোন সন্দেহ্ নেই। ছবির নায়ক, নায়িকাও দেখতে বেশ সুন্দর। কিন্তু ছবিটির গল্প রীতিমত বস্তাপচা। তারপরও আমার মতে, ছবিটি বাণিজ্যিক মুভি হিসেবে একেবারে খারাপ না। অন্তত বর্তমান বস্তাপচা ছবির ভিড়ে এ ছবিটি অনেক দিক থেকেই অন্য সাধারণ ছবি থেকে ভালো।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

‘ময়ূরাক্ষী’ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘শুধু আমি নই দর্শকরাও হতাশ। অনেক দর্শকই বলেছেন, আমার চরিত্রটির আরও ব্যাপ্ত...
30/06/2024

‘ময়ূরাক্ষী’ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘শুধু আমি নই দর্শকরাও হতাশ। অনেক দর্শকই বলেছেন, আমার চরিত্রটির আরও ব্যাপ্তির প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাঁকে নিয়ে, তাঁকে যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়। সেটা করতে পারলে সিনেমাটি আরও ভালো হতো। দর্শকরা তৃপ্তি নিয়ে হল থেকে বের হতে পারতেন।’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশের সঙ্গে নায়িকা ইয়ামিন হক ববির তুমুল দ্বন্....

নিজের টাকায় বানানো ছবিটিতে ব্যয় করা তিন ঘণ্টা উসুল করে নিয়েছেন মান্না। দারুণ কেটেছে তার ছবিটি। এএসপি হয়ে সারাক্ষণ ভা...
28/06/2024

নিজের টাকায় বানানো ছবিটিতে ব্যয় করা তিন ঘণ্টা উসুল করে নিয়েছেন মান্না। দারুণ কেটেছে তার ছবিটি। এএসপি হয়ে সারাক্ষণ ভারপ্রাপ্ত হিসেবে এসপির ক্ষমতা ভোগ করেছেন। অধঃস্তন অফিসারদের কিলঘুসি মেরেছেন। অনেকগুলো খুনের জন্য জেল খাটতে হয়েছে ৪ বছর এবং সারা ছবি দিভির সঙ্গে প্রেম করে শেষে পেয়েছেন মৌসুমীকে।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদানের জন্য নির্বাচিত হয়। এরপর একে একে কেটে গেল সাত...
28/06/2024

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদানের জন্য নির্বাচিত হয়। এরপর একে একে কেটে গেল সাত বছর। এবার সিনেমাটির মুক্তির ঘোষণা এল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

আজ থেকে চার মহাদেশের শতাধিক পর্দায় ‘তুফান’
28/06/2024

আজ থেকে চার মহাদেশের শতাধিক পর্দায় ‘তুফান’

বাংলাদেশে সাফল্যের পর রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আজ মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। ২৮ জুন একযোগে মু.....

একবার নয়, দুইবার নয়, ‘তুফান’-এর সাথে আমার মোলাকাত হয়েছে তিন-তিনবার। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিনে ৩ বার সস্ত্রীক/ সপরি...
27/06/2024

একবার নয়, দুইবার নয়, ‘তুফান’-এর সাথে আমার মোলাকাত হয়েছে তিন-তিনবার। ঈদের দিন থেকে পরবর্তী ৭ দিনে ৩ বার সস্ত্রীক/ সপরিবারে/ সবান্ধব গিয়েছি বছরের সবচাইতে আকাঙ্খিত এই সিনেমা প্রত্যক্ষ করতে। সত্যি বলতে, ঈদের দিন রাতে ‘তুফান’ দেখে আমার ভালো লাগেনি। মনের ভেতর বার বার এই কথাটিই জপেছিলাম: যত গর্জে তত বর্ষে না। সিনেমা সংশ্লিষ্টদের ব্যক্তিগতভাবে সেটি জানিয়েছিলাম-ও। ঈদের আগেই কাজিনদের জন্য ঈদের তৃতীয় দিনের সিনেমা দেখার টিকেট কেটে রেখেছিলাম। বাধ্য হয়েই দ্বিতীয়বার অনিচ্ছা নিয়ে বসুন্ধরা সিটি’র ভিআইপি হলে আবারো ‘তুফান’ দেখতে হয়।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন..

কিন্তু যখন আমরা একা একা সিনেমা দেখতে শুরু করলাম, তখন আমাদের ঘুম হারাম করতে এগিয়ে আসেন শাবনাজ, মৌসুমী, শাবনূর। এদের মধ্যে...
27/06/2024

কিন্তু যখন আমরা একা একা সিনেমা দেখতে শুরু করলাম, তখন আমাদের ঘুম হারাম করতে এগিয়ে আসেন শাবনাজ, মৌসুমী, শাবনূর। এদের মধ্যে শুরুতে মৌসুম আমাদের পাগল করে দিয়েছিল তার রুপে, আর অভিনয়ের মাধ্যমে আমাদের জীবনের বড় অংশ দখলে নিয়েছিল শাবনূর। সেদিক থেকে শাবনূর আমাদের দেশীয় প্রথম প্রেম। দেশীয় এজন্য বলছি, আসলে আমাদের জীবন তো ছিল দিব্যা ভারতী, জুহি চাওলা আর মাধুরী দীক্ষিতের দখলে। তো দেশীয় যে নায়িকা হৃদয়ের সবচেয়ে বড় জায়গাটা নিজের করে নিয়েছিল সেটা শাবনূর...

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন

কোন প্রকার নোংরামি, এজেন্সি তান্ডব ছাড়াই জমিয়ে দিলো ঈদের সিনেমার ‘প্রিয়তমা’। এ যেন আরেক ‘পাঠান’। দুর্দান্ত মিল সিনেমা...
27/06/2024

কোন প্রকার নোংরামি, এজেন্সি তান্ডব ছাড়াই জমিয়ে দিলো ঈদের সিনেমার ‘প্রিয়তমা’। এ যেন আরেক ‘পাঠান’। দুর্দান্ত মিল সিনেমা দুটোর মধ্যে। ইন্ডাস্ট্রির সবচে বড় তারকার রাজকীয় প্রত্যাবর্তন, সুপারহিট লুক, সুপারহিট গান, ভক্তদের উন্মাদনায় চারপাশ কেঁপে উঠা এবং এবং এবং সিনেমার আর্থিক ফলাফলের সাথে সিনেমার কোনো মিল না থাকা। অর্থাৎ গল্প-চিত্রনাট্য দুটোই খুব দূর্বল এবং মূল থিম এতটাই কমন যে, আমার মনে হয়, মূল গল্পে ৮/১০ টা নাটক গত বছর কয়েকে হয়ে গেছে

শুরুতে অনুরোধ: প্রিয় হিমেল আশরাফ, হাতে সময় কম থাকলেও আগামীতে আর কখনো তাড়াহুড়া করে পরিচিত কেউ দুই মাসের শর্ট কো...

'নূর'-এর মুক্তি সম্পর্কে যা শোনা যাচ্ছে ...বিস্তারিত মন্তব্যের ঘরে
27/06/2024

'নূর'-এর মুক্তি সম্পর্কে যা শোনা যাচ্ছে ...

বিস্তারিত মন্তব্যের ঘরে

অ্যানিমেল যে পথ দেখিয়েছে, তুফান সেই পথেই হেঁটেছে। সাধারণ দর্শক কিন্তু হলভেঙে উদযাপন করেছে। শাকিব খানের প্রতিটি দৃশ্যেই ...
26/06/2024

অ্যানিমেল যে পথ দেখিয়েছে, তুফান সেই পথেই হেঁটেছে। সাধারণ দর্শক কিন্তু হলভেঙে উদযাপন করেছে। শাকিব খানের প্রতিটি দৃশ্যেই শিস ও করতালি পড়েছে। একেকটা মানুষ খুন হয়েছে, আর হল করতালিতে ভরে গেছে। যেন মানুষ মারাতেই আনন্দ। তাহলে কি দর্শকদের অবদমিত পশু সত্ত্বা জেগে ওঠেছিল, মানুষ মরার দৃশ্যগুলো দেখে!

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

শাকিব খান যদি আর কোনোদিন কোনো সিনেমায় অভিনয় না করেন তবু বাংলা ভাষার শ্রেষ্ঠতম, আমার বিচারে, কমার্শিয়াল মাসালা সিনেমা ...
26/06/2024

শাকিব খান যদি আর কোনোদিন কোনো সিনেমায় অভিনয় না করেন তবু বাংলা ভাষার শ্রেষ্ঠতম, আমার বিচারে, কমার্শিয়াল মাসালা সিনেমা তার মাধ্যমে দেখে ফেললাম। ‘তুফান’ সেই সিনেমা যা কলকাতার রাজ চক্রবর্তী বা অন্য যারা মাসালা ফিল্মমেকার আছে, তারা আজও নির্মাণ করতে পারেনি। কথাটা অপার ঔদ্ধত্য সহকারে বলছি, কারণ অনুর্ধ্ব ৪১ বয়সী ৯৭ শতাংশ বাঙালির চাইতে কমার্শিয়াল বাংলা সিনেমা বেশি দেখা হয়েছে আমার।

'তুফান' নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখাটি পড়তে কমেন্টের ঘরে দেখুন...

ডিপজল আবার গল্প শোনার লোক না। ডিপজল একদিন ডেকে বলল, ‘কই? ছবি বানান একটা!’ আমি তারে একটু হিন্টস দিলাম ‘আম্মাজান’-এর। মান্...
26/06/2024

ডিপজল আবার গল্প শোনার লোক না। ডিপজল একদিন ডেকে বলল, ‘কই? ছবি বানান একটা!’ আমি তারে একটু হিন্টস দিলাম ‘আম্মাজান’-এর। মান্নার সাথে তখন তার গণ্ডগোল : ‘মান্নাকে বাদ দিয়ে’!
আমি বললাম, ‘না! মান্নারে বাদ দিতে পারুম না। মান্নাকে চিন্তা করেই আমি এই ছবি করেছি। আর, মান্নাও স্টোরিটা জানে। মান্নাকে বলেছি।’
সে তখন বলল, ‘রুবেলরে নেন।’ রুবেলের সাথে সে আলাপ করল। হুমায়ুন ফরীদির সাথে আলাপ করল : ‘হুমায়ুন ফরীদি করবে’।
আমি বললাম, ‘না! মান্না।’
মান্নাকে তখন আমি বললাম, ‘মান্না, তোর সাথে ডিপজলের কী হয়েছে? যদি গণ্ডগোল থাকে, মিটায়া ফেল। একটা ভালো সাবজেক্ট চলে যাবে কিন্তু!’
‘কী ওস্তাদ?’
“‘আম্মাজান’ চলে যাবে! ডিপজল কিন্তু বানাবে; এবং ডিপজল কিন্তু খুঁজতেছে– বিকল্প।”
ও খুব চালাক ছেলে ছিল– মান্না। পরের দিন দেখি, সব ঠিকঠাক! এবং আমাকে ডিপজল ডেকে বলল যে, ‘হ, মান্নাই!’

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

রায়হান রাফী একবার বলেছিলেন, ‘তিনি কেজিএফ বানাতে চান’। যার ফলেই হয়তো অনেকে ধরেই নিয়েছেন ‘কেজিএফ’-এর নকল ‘তুফান’। তবে ত...
26/06/2024

রায়হান রাফী একবার বলেছিলেন, ‘তিনি কেজিএফ বানাতে চান’। যার ফলেই হয়তো অনেকে ধরেই নিয়েছেন ‘কেজিএফ’-এর নকল ‘তুফান’। তবে তুফান শতভাগ মৌলিক গল্প যা অসাধারণ ভাবে সকলের কাছে উপস্থাপিত হয়েছে, হ্যাঁ বলা যেতেই পারে কেজিএফ, অ্যানিমেল থেকে অনেক কিছু ইন্সপায়ার্ড তবে গল্প নয় ...

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন ...

সিনেমার গল্প ১৫/২০ বছর আগের বস্তাপচা সিনেমার চেয়েও খারাপ। সংলাপ বলতে যা ছিল, তা দুই আড়াই ঘণ্টা সময় ক্ষেপনের জন্য ব্যব...
25/06/2024

সিনেমার গল্প ১৫/২০ বছর আগের বস্তাপচা সিনেমার চেয়েও খারাপ। সংলাপ বলতে যা ছিল, তা দুই আড়াই ঘণ্টা সময় ক্ষেপনের জন্য ব্যবহার হয়েছে। এগুলোকে সংলাপ বলা যায় কিনা সন্দেহ থেকে যায়। তুই আমার বাবাকে মেরেছিল ঢিসুম, তুই আমার মাকে মেরেছিস ভিসুয়া ইত্যাদি সংলাপে পরিপূর্ণ। আসলেই চিত্রনাট্য বলতেও কিছু ছিল কিনা জানা নাই

এক কথায়:কোনো এক গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় প্রযোজক/পরিচালকের। তিনি শুনতে পান একটি গায়েবী কণ্ঠ। সেই কণ্ঠ তাকে ন...

ছোটবেলায় রুনা লায়লার গান থেকে বেশি ঝোঁক ছিল নাচের প্রতি, নাচ শেখার পাশাপাশি ফাঁকে ফাঁকে গান শেখাও চলছিল নিয়মিত। কে জা...
24/06/2024

ছোটবেলায় রুনা লায়লার গান থেকে বেশি ঝোঁক ছিল নাচের প্রতি, নাচ শেখার পাশাপাশি ফাঁকে ফাঁকে গান শেখাও চলছিল নিয়মিত। কে জানতো নাচ নয় বরং গান দিয়েই তিনি পরবর্তীতে বিশ্ব মাতাবেন? তাইতো স্টেজ প্রোগ্রামে গান পরিবেশনার ক্ষেত্রে রুনার হালকা নাচ দেখে বোঝা যেত তিনি নাচেও কম যান না। .... তার সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ হলো...

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন ...

ভিকি জাহেদ ও মেহজাবিন কম্বো অনেকদিন ধরেই নাটকে জনপ্রিয়। তাদের যে নাটকগুলো হয়েছে ভালো গল্প আর অভিনয় সবসময়ই ছিল। ‘তিথিডোর’...
23/06/2024

ভিকি জাহেদ ও মেহজাবিন কম্বো অনেকদিন ধরেই নাটকে জনপ্রিয়। তাদের যে নাটকগুলো হয়েছে ভালো গল্প আর অভিনয় সবসময়ই ছিল। ‘তিথিডোর’-ও তার ব্যতিক্রম নয়।

বিস্তারিত জানতে দেখুন মন্তব্যের ঘরে..

এর আগে ‘ডেডবডি’ সিনেমার ব্যর্থতার দায় চাপিয়েছিলেন শ্যামল মওলার ওপর। এবার ‘রিভেঞ্জ’ নিয়ে দোষ দিলেন শবনম বুবলি ও জিয়াউল রে...
23/06/2024

এর আগে ‘ডেডবডি’ সিনেমার ব্যর্থতার দায় চাপিয়েছিলেন শ্যামল মওলার ওপর। এবার ‘রিভেঞ্জ’ নিয়ে দোষ দিলেন শবনম বুবলি ও জিয়াউল রোশানকে। কথা হচ্ছিল এমডি ইকবালকে নিয়ে। তবে রোশানও জানিয়েছেন, তিনি এ নির্মাতার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন।

এর আগে 'ডেডবডি' সিনেমার ব্যর্থতার দায় চাপিয়েছিলেন শ্যামল মওলার ওপর। এবার 'রিভেঞ্জ' নিয়ে দোষ দিলেন শবনম বুবলি ও জিয়.....

নায়ক জসিম আর ভিলেন জসিম, যেন দুই সফল অধ্যায়ের নাম। ভিলেন জসিম যেমন সব দর্শকদের ভালোবাসায় সিক্ত ছিলেন তেমনি নায়ক জসিম...
22/06/2024

নায়ক জসিম আর ভিলেন জসিম, যেন দুই সফল অধ্যায়ের নাম। ভিলেন জসিম যেমন সব দর্শকদের ভালোবাসায় সিক্ত ছিলেন তেমনি নায়ক জসিমও ছিলেন সমস্ত দর্শকদের মণিকোঠায়। ‘দোস্ত দুশমন’ বা ‘আসামী হাজির’ ছবির ভয়ংকর ডাকু ধর্মার যেমন তিনি, ঠিক তেমনই ‘সবুজ সাথী’ বা ‘সারেন্ডারে’ করা দায়িত্বশীল ভাই এক নিঃস্বার্থ প্রেমিকের সফল চরিত্রের নাম। আশির দশক তো বটেই নব্বই দশকেও যখন সালমান-সানী-আমিন-নাঈমদের দাপট তখনো একজন জসিম সমানভাবে দিয়ে গেছেন একের পর এক সব জনপ্রিয় ছবি।

বিস্তারিত পড়তে কমেন্টে দেখুন...

আরেকটা সিনে সাদামাটা এক সিনেমা হলে লাল আলোতে এক্সিট লেখা সাইনবোর্ড জ্বলছিল অথচ সময়কাল ১৯৯০। সেট ডিজাইন কোনভাবেই ঢাকার ক...
22/06/2024

আরেকটা সিনে সাদামাটা এক সিনেমা হলে লাল আলোতে এক্সিট লেখা সাইনবোর্ড জ্বলছিল অথচ সময়কাল ১৯৯০। সেট ডিজাইন কোনভাবেই ঢাকার কথা মনে করাচ্ছিল না, মহল্লার সেটের ডিজাইনটাতেও কিছুটা খামতি চোখে পড়েছে। সিনেমাতে ফলি সাউন্ডের উপস্থিতি নেই বললেই চলে। মাথায় হাতুড়ি পেটানোর সাউন্ডটা মোটেও মাননসই হয়নি। দুটো সিনে অতিনাটকীয়তা আনতে গিয়ে হাস্যকর ঠেকেছে। একটা হলো অদৃশ্য ভিলেনের সাথে মারপিট আরেকটা হলো বাঘমার্কা সিনটা। তুফানের গল্প চলনসই, এরচে বেশি না। আর যারা রাফীর সিনেমার প্লট ভালোভাবে ফলো করেন তারা সবক’টা টুইস্টে চমকিত নাও হতে পারেন।

তুফান; পর্দার সামনে— শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, গ...

এই এক রিলে দিয়ে দুটি হলে চালানোর ব্যাপারটি সবচেয়ে বেশি কাজ করতো সে সব ছবির অতিরিক্ত চাহিদার জন্য। আবার অনেক সময় রিল স...
22/06/2024

এই এক রিলে দিয়ে দুটি হলে চালানোর ব্যাপারটি সবচেয়ে বেশি কাজ করতো সে সব ছবির অতিরিক্ত চাহিদার জন্য। আবার অনেক সময় রিল সংকটেও এমনটা হতো। দেখা গেছে, কোথাও একই ছবি দুটি হল চাচ্ছে, কিন্তু রিল সংকট আছে। তখন যদি সেখানকার হল দুটি কাছাকাছির অবস্থানে থাকে তাহলে এই এক রিলে দুটি হলে সিনেমা অনেকেই চালিয়েছে। তবে অবশ্যই ছবির প্রযোজকদের সন্মতিতে।

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন ...

দর্শক উম্মাদনায় বহুদিন পর সিনেমা হলে ‘তুফান’ দেখে আসলাম৷ টান টান উত্তেজনায় এক কথায় দারুন লাগলো ছবিটা৷ সম্ভবত বহুদিন এরকম...
21/06/2024

দর্শক উম্মাদনায় বহুদিন পর সিনেমা হলে ‘তুফান’ দেখে আসলাম৷ টান টান উত্তেজনায় এক কথায় দারুন লাগলো ছবিটা৷ সম্ভবত বহুদিন এরকম মাশালা কমার্শিয়াল ছবি নির্মাণ হয় না৷ আমরা যারা আশি-নব্বই দশকের দর্শকরা ঈদে নাচে-গানে-অ্যাকশনে ভরপুর সিনেমা দেখতাম ‘তুফান’ যেন ঠিক তেমনই এক সিনেমা৷ ঈদে এমনই মাশালা ছবিই হওয়া উচিত৷

দর্শক উম্মাদনায় বহুদিন পর সিনেমা হলে 'তুফান' দেখে আসলাম৷ টান টান উত্তেজনায় এক কথায় দারুন লাগলো ছবিটা৷ সম্ভবত বহুদ....

শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ২০২২ সালে ওয়েব ফিল্ম ‘আগন্তুক’-এর শুটিং শুরু হয়। সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যম...
21/06/2024

শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ২০২২ সালে ওয়েব ফিল্ম ‘আগন্তুক’-এর শুটিং শুরু হয়। সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গণমাধ্যমে খবরও বেরিয়েছিল। দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করা হয়। অবশেষে সেই ‘আগন্তুক’ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে এবারের ঈদুল আজহায়।

জী একটা অবস্থা!

শ্যামল মাওলা ও পূজা চেরীকে নিয়ে ২০২২ সালে ওয়েব ফিল্ম ‘আগন্তুক’-এর শুটিং শুরু হয়। সে সময় ওয়েব ফিল্মটি নিয়ে গ....

মাল্টিপ্লেক্সে একক দিনে গ্রস আয়ের ক্ষেত্রে শাহরুখ খানের ‘জাওয়ান’কে ছাড়িয়ে গেছে শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির অষ্...
21/06/2024

মাল্টিপ্লেক্সে একক দিনে গ্রস আয়ের ক্ষেত্রে শাহরুখ খানের ‘জাওয়ান’কে ছাড়িয়ে গেছে শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির অষ্টম দিনে ভারতীয় সিনেমাটি আয় করেছিল ৬৩ লাখ ৩১ হাজার টাকা। অন্যদিকে চতুর্থ দিনে ‘তুফান’ আয় করেছে ৭০ লাখ ৩২ হাজার টাকা। শুক্রবারে আয় যে আরো বাড়বে সন্দেহ নেই ...

রায়হান রাফীর এর আগের দুই ঈদ রিলিজ (পরাণ ও সুড়ঙ্গ) বড়সড় প্রতিদ্বন্দ্বী পেলেও এবার প্রায় খালি মাঠেই খেলছেন। আগ....

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Movie Database - BMDb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Movie Database - BMDb:

Videos

Share

Our Story

মুখ ও মুখোশ সিনেমার মাধ্যমে বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির যে যাত্রা শুরু হয়েছিল ১৯৬৫ সালে, তা এই ২০১২ তে এসে খুব ভালো নেই। স্বাধীনতার পর চল্লিশ বছর কেটে গেছে কিন্তু বিশ বছর বাদে এ দেশের সিনেমা ইন্ডাস্ট্রির যে সম্ভাবনা লক্ষ্য করা গিয়েছিল, চল্লিশ বছর পরে বাস্তবতা অনেকটা হতাশাজনক। বর্তমানের এই অবস্থার কারণ খুজতে গেলে পিছিয়ে যেতে হবে কমপক্ষে এক দশক। অশ্লীলতা আর নোংরামিতে ভরপুর সিনেমার হঠাৎ উত্থান সবার বিনোদনের মাধ্যম বাংলাদেশী সিনেমাকে নির্দিষ্ট এক শ্রেনীর দর্শকের জন্য নির্দিষ্ট করে দিয়েছিল। ভালো নির্মাতারা মুখ ফিরিয়ে নিয়েছিল, নতুন ও সম্ভাবনাময় শিল্পীদের আগমন রুদ্ধ হয়ে গিয়েছিল, সিনেমা হলগুলো তাদের ব্যবসা বন্ধ করে দিতে শুরু করেছিল। কিন্তু আশার দিক হল, এই দুরাবস্থাসত্ত্বেও এ দেশের সিনেমাপ্রিয় মানুষ ও নির্মাতারা পিছিয়ে যান নি, সংগ্রাম করে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিকে সম্ভাবনার অমিত শিখরে স্থান দেয়ার। বর্তমানে দেশে বছরে মাত্র ৪৫-৫০ টি সিনেমা মুক্তি পেলেও মুক্তি প্রাপ্ত সিনেমা নির্মাতাদের মধ্যে তরুন, যোগ্য ও দক্ষ নির্মাতারা ধীরে ধীরে স্থান করে নিচ্ছেন। নির্মিত সিনেমা বিভিন্ন প্রতিযোগিতায় সম্মানজনক পুরস্কার অর্জন করছে, দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের বাজারেও মুক্তি পাচ্ছে। নির্মাতাদের পাশাপাশি এদেশের দর্শকরাও ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে উঠেছে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে তারা সেই মানের সিনেমা দেখতে চায় যা পাল্লা দিয়ে টিকে থাকবে বিশ্বের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির সাথে। অতি সম্প্রতি সরকারও সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার জন্য কিছু পদক্ষেপও গ্রহন করেছে - বাংলাদেশী চলচ্চিত্রকে 'শিল্প' হিসেবে ঘোষনা করা হয়েছে, সিনেমা হলগুলোর জন্য কর অবকাশ দেয়া হয়েছে, সিনেপ্লেক্স নির্মানে উৎসাহ দেয়া হয়েছে, ডিজিটাল সিনেমাকে স্বীকৃতি দেয়া হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেসরকারী পর্যায়ে বিনিয়োগে এগিয়ে এসেছে বেশ কিছু ব্যক্তি-প্রতিষ্ঠান। সবগুলো বিষয়কে একত্রে দেখলে বোঝা যাবে এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি বিপ্লব ঘটতে যাচ্ছে এবং হয়তো বর্তমান সময়টা একটি বিপ্লবকালীন সময়। এই বিপ্লবকে বেগবান করে তুলতেই বাংলা মুভি ডাটাবেজ। বাংলাদেশীয় সিনেমা ইন্ডাস্ট্রির এই পরিবর্তনকালীন সময়ে বাংলা মুভি ডাটাবেজ এর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এ দেশে নির্মিত সিনেমা অচিরেই বিশ্বসিনেমার তালিকায় স্থান করে নেবে সেই প্রত্যাশা থাকল। ধন্যবাদ।

Nearby media companies


Other Dhaka media companies

Show All