#investigation
# Crime watch
# program.
#Ntv.
এ যেনো মায়ের চেয়ে মাসির দরদ বেশি!
মায়ের কাছে তার সন্তান ভালো থাকবে না, তাই নকল মা-বাবা সাজিয়ে তাকে দেশের বাইরে পাচারের আয়োজন।
শিশু মাহদির বাড়ি সিলেটে, বাবা মারা যাওয়ার পর তার মা থাকেন সিলেটে।
হঠাৎ করেই জানা গেলো টাঙ্গাইলে মাহদির সাজানো মা-বাবা।
টাঙ্গাইলের ঠিকানায় তার জন্মনিবন্ধন ও পাসপোর্ট করা হয়েছে।
ব্রিটিশ এ্যাম্বাসিতে ভিসার আবেদনও করেছেন সেই সাজানো মা-বাবা।
অথচ ছেলেকে এক নজর দেখার জন্য চোখের জলে বুক ভাসাচ্ছেন মাহদির মা আসমা বেগম।
আসমা কি ফিরে পাবেন তার বুকের ধন, নাকি সাজানো মা বাবার হাত ধরে বিলেতে পাড়ি দেবে শিশু মাহদি?
দেখতে চোখ রাখুন এনটিভিতে,
ক্রাইম ওয়াচ।
মঙ্গলবার, সন্ধ্যা ৬.৪৫ মিনিটে।
ঢাকা টাঙ্গাইল সিলেট ও যুক্তরাজ্য পর্যন্ত বিস্তৃত এই সিন্ডিকেট।
Khulna visit.
জামিন হলেও কারাগার থেকে বের হতে চান না খুলনার শাওন। কারাগারই তার কাছে নিরাপদ!
কারণ তাকে সরিয়ে দিতে এ পর্যন্ত হামলা হয়েছে তিন বার।
একবার অস্ত্রধারী হামকারী সন্ত্রাসীকে ধরে পুরস্কার পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
প্রশ্ন আসতে পারে - শাওন কেনো টার্গেট?
কারণ শাওন বয়রার শেখ পরিবারের সর্বশেষ বংশধর।
ওকে সরিয়ে দিতে পারলে পুরো বংশ শেষ।
শাওনের পূর্ব পুরুষদের সাত জনকে একে একে খুন করেছে সন্ত্রাসীরা।
এখন শাওন গেলেই লেঠা চুকে, কোনো প্রতিবাদকারী থাকে না। তখন কোনো খুনের বিচারই হবে না।
শাওনের পরিবারের মতো আরও আছে, টার্গেট কিলিং এর শিকার।
কেনো এমন খুনোখুনি, কিসের স্বার্থের দ্বন্দ্ব!
ক্রাইম ওয়াচের এবারের পর্বে ধারাবাহিক কিলিং এর গা শিউরে ওঠা গল্প আপনাদের নিয়ে যেতে পারে এরশাদ শিকদার যুগে।
দেখতে চোখ রাখুন -
ক্রাইম ওয়াচ
মঙ্গলবার,
৭ ফেব্রুয়ারি,
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে
এনট
Khulna programme.
জামিন হলেও কারাগার থেকে বের হতে চান না খুলনার শাওন। কারাগারই তার কাছে নিরাপদ!
কারণ তাকে সরিয়ে দিতে এ পর্যন্ত হামলা হয়েছে তিন বার।
একবার অস্ত্রধারী হামকারী সন্ত্রাসীকে ধরে পুরস্কার পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
প্রশ্ন আসতে পারে - শাওন কেনো টার্গেট?
কারণ শাওন বয়রার শেখ পরিবারের সর্বশেষ বংশধর।
ওকে সরিয়ে দিতে পারলে পুরো বংশ শেষ।
শাওনের পূর্ব পুরুষদের সাত জনকে একে একে খুন করেছে সন্ত্রাসীরা।
এখন শাওন গেলেই লেঠা চুকে, কোনো প্রতিবাদকারী থাকে না। তখন কোনো খুনের বিচারই হবে না।
শাওনের পরিবারের মতো আরও আছে, টার্গেট কিলিং এর শিকার।
কেনো এমন খুনোখুনি, কিসের স্বার্থের দ্বন্দ্ব!
ক্রাইম ওয়াচের এবারের পর্বে ধারাবাহিক কিলিং এর গা শিউরে ওঠা গল্প আপনাদের নিয়ে যেতে পারে এরশাদ শিকদার যুগে।
দেখতে চোখ রাখুন -
ক্রাইম ওয়াচ
মঙ্গলবার,
৭ ফেব্রুয়ারি,
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে
এনট
Crime watch program
জামিন হলেও কারাগার থেকে বের হতে চান না খুলনার শাওন। কারাগারই তার কাছে নিরাপদ!
কারণ তাকে সরিয়ে দিতে এ পর্যন্ত হামলা হয়েছে তিন বার।
একবার অস্ত্রধারী হামকারী সন্ত্রাসীকে ধরে পুরস্কার পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
প্রশ্ন আসতে পারে - শাওন কেনো টার্গেট?
কারণ শাওন বয়রার শেখ পরিবারের সর্বশেষ বংশধর।
ওকে সরিয়ে দিতে পারলে পুরো বংশ শেষ।
শাওনের পূর্ব পুরুষদের সাত জনকে একে একে খুন করেছে সন্ত্রাসীরা।
এখন শাওন গেলেই লেঠা চুকে, কোনো প্রতিবাদকারী থাকে না। তখন কোনো খুনের বিচারই হবে না।
শাওনের পরিবারের মতো আরও আছে, টার্গেট কিলিং এর শিকার।
কেনো এমন খুনোখুনি, কিসের স্বার্থের দ্বন্দ্ব!
ক্রাইম ওয়াচের এবারের পর্বে ধারাবাহিক কিলিং এর গা শিউরে ওঠা গল্প আপনাদের নিয়ে যেতে পারে এরশাদ শিকদার যুগে।
দেখতে চোখ রাখুন -
ক্রাইম ওয়াচ
মঙ্গলবার,
৭ ফেব্রুয়ারি,
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে
এনট
Crime watch.
৫৫ বছরের জীবনে যিনি কোনোদিন ঢাকা আসেননি, সেই মা বাবা যখন সন্তানের খোঁজে রাজধানীতে।
হাজারো কবরের ভীড়ে কি আজিমপুর কবরস্থানে বাবার কবরের মাটি স্পর্শ করতে পারবে হতভাগ্য সন্তান!
প্রিয়তমা স্ত্রী কি জানতে পারবে ঠিক এখানেই শুয়ে আছেন তার স্বামী!
এমন সব হদয় ছোঁয়া প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ক্রাইম ওয়াচ।
দেখতে চোখ রাখুন এনটিভিতে,
মঙ্গলবার (১০.০১.২০২৩)।
সন্ধ্যা ৬.৪৫ মিনিটে।
অনুসন্ধান - Shafiq Shahin
প্রযোজনা - Nawaz Morshed Dipu
Videographer - Ainal Ahmed
Reporter- Shofiqul islam
Video editor - khandaker Ripon
Please keep your eyes on ntv. Tuesday at 6.45 pm Crime watch.
মায়ের ক্যান্সার!
দেখুন মানুষকে বোকা বানিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার গল্প।
মানুষের সহানুভূতির টাকায় মাদক সেবন!
Please keep your eyes on ntv.
Crime watch
Tuesday at 6.45 pm
Ntv
Crime watch #
এতিমের সম্পদ হাতিয়ে নিতে নবাব পরিবারের সদস্য দাবী করা ব্যক্তিরা কিভাবে সব আয়োজন সম্পন্ন করেছিলো!
দেখতে চোখ রাখুন -
ক্রাইম ওয়াচ
মঙ্গলবার
সন্ধ্যা- ৬ঃ৪৫ মিনিটে
এনটিভিতে।
Crime watch
প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণার হাতে খড়ি হয়েছিল ছাত্র জীবনে।
তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বখতিয়ারকে।
শত ভাগ ভূ্য়া কাগজপত্র দিয়ে সরকারি চাকুরী দেয়ার জাদু জানে বখতিয়ার।
অবাক হচ্ছেন?
দেখতে চোখ রাখুন, ক্রাইম ওয়াচ।
মঙ্গলবার, সন্ধ্যা ৬ঃ৪৫ মিনিটে,
ntv.
Crime watch promo....
মিশন এক্সট্রিম ১৩ সেকেন্ড!
কোপ খেয়েও বুঝতে পারছে না কেনো?
দেখতে চোখ রাখুন - ক্রাইম ওয়াচ।
মঙ্গলবার, সন্ধ্যা ৬-৪৫ মিনিটে।
এনটিভিতে।।
Crime watch
মিশন এক্সট্রিম ১৩ সেকেন্ড!
কোপ খেয়েও বুঝতে পারছে না কেনো?
দেখতে চোখ রাখুন - ক্রাইম ওয়াচ।
মঙ্গলবার, সন্ধ্যা ৬-৪৫ মিনিটে।
এনটিভিতে।।
Today.
Crime watch.
At ntv.
এনটিভির মধ্যাহ্নের খবর (সরাসরি)
এনটিভির দুপুরের খবর (সরাসরি)
এনটিভির মধ্যাহ্নের খবর (সরাসরি)
এনটিভির দুপুরের খবর (সরাসরি)
এনটিভির মধ্যাহ্নের খবর (সরাসরি)