11/01/2024
বাংলাদেশের রাজনীতিতে নীতি, নৈতিকতা ও সততাকে বিসর্জন দেয়াকে; হালকা করার জন্য একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বাক্য আমলে নিলে মিথ্যা বলা জায়েজ হয়। নির্জ্জলা সত্যকে অস্বীকার করার সুযোগ করে দেয়া হয়। নীতি নৈতিকতাকে বিসর্জন দেয়া যায়। রাজনৈতিক শিষ্টাচারকে পাশ কাটানো যায় এবং সর্বোপরি আপনার মধ্যে যা ইচ্ছে তাই বলা ও করার অধিকার জন্মায়।
বাক্যটি বহুল প্রচলিত ও ব্যবহৃত হলেও একে না বলা শিখতে হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য।