Bangladesh Knowledge Hub

  • Home
  • Bangladesh Knowledge Hub

Bangladesh Knowledge Hub Bangladesh Knowledge Hub-বাংলাদেশ জ্ঞান কেন্দ্র

09/08/2024

বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল বনাম ২০২৪ সালের স্বাধীনতা যুদ্ধ এবং আমার কিছু কথা ✊

20/05/2024

এভারেস্ট জয়ের নামে প্রকৃতির উপর অনাচার বন্ধ হওয়া উচিত। এভারেস্ট কি সত্যি জয় করা সম্ভব। এটাকে ট্র্যাকিং বা হাইকিং বলা ভালো। বলা উচিত এভারেস্ট পাহাড়ের উপরে উঠেছে। যদি ওখানে উঠার কোন যুক্তি সংগত কারন নেই শুধুমাত্র গবেষনা ছাড়া।

হয়ত আমার এই কথা অনেকের পছন্দ হবেনা কিন্তু সত্যি হলো প্রকৃতিকে প্রকৃতির মত থাকতে দাও। এভারেস্টের উপর সবচেয়ে অত্যাচার করছে খোদ নেপাল আর উন্নত দেশ থেকে আগত ভীনদেশীরা। এ নিয়ে বহু মুভিও আছে। সারভাইভাল মুভি। কি যে আবেগী। আরে ভাই তোমাকে সেখানে যেতেই বলেছে কে? আর বাচাঁর আনন্দ উদযাপনই করছো কেন? বানিজ্যিক আর কর্পোরেটরাই শুধু আনন্দ করে পৃথিবী ধ্বংসের উৎসবে মেতেছে। কিছুদিন আগে হাওরে তার কিঞ্চিৎ দেখা গেল।

18/05/2024

কি বলছেন সেটি বিষয় নয়, কি করছেন সেটাই মূখ্য।
কর্মই ধর্ম

14/05/2024

যদি কারো সাফল্য দেখলে নিজের বুকে ব্যাথা অনুভব করেন তবে তৎক্ষনাত আল্লাহর কাছে দোয়া করুন তার সফলতা যেন আল্লাহ তায়ালা শতগুন বাড়িয়ে দেন। তার সমৃদ্ধির জন্য দোয়া করুন।

যতদিন আপনি অন্যকে দেয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে না পারবেন ততদিন আপনি নিজেও ঈর্ষা করার মত কিছু অর্জন করতে পারবেন না। প্রথমে আপনাকে ভার্চুয়াল (দোয়া যা মন থেকে করা হয়) দান করা শিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কারন এটা আপনি ছাড়া আর কেউ জানতে পারেনা বা দেখতে পারেনা। এখান থেকে আপনার সফলতার দ্বার উন্মোচন হবে। মনের প্রশান্তির প্রজ্জ্বলন ঘটবে।

সফল হলে অ্যাকচুয়ার (ফিজিক্যাল) দান শুরু করুন। যেমন টাকা, সম্পদ বা যে কোন কিছু দান করার কথা বলছি।

আবারও বলছি শুরু করতে হবে মনের দান (দোয়া) থেকে। দুনিয়াতে এটাই সবচেয়ে কঠিন কাজ। শুধু নিজের মধ্যে এটা সীমাবদ্ধ থাকায় আমরা এর অপব্যহার করি এবং যা খুশি তাই চিন্তা করি। আর অশান্তির শুরুটা এখন থেকেই।

#সবারমঙ্গলহোক

27/04/2024

কবিতার নাম 'চুপ আছি লুটে নে'...
গাছ লতা পাতা দেই
ভিডিও দেই কান্নার
নরম পেলে চেপে ধরি
রিল ছাড়ি রান্নার।

শুনি যখন বিলেতে
কোটি পাউন্ড পাচার হয়
চোঁখ বুঝে ভাবি শুধু
পেটে খেলে পিঠে সয়।

সম্পদের ছড়াছড়ি
দেশি পুলিশ কর্তার
ঝামেলায় ডর লাগে
ছবি ছাড়ি ভর্তার।

ফেসুবকে উকি মারি
এতি উতি হেথাতে
লুট হয়ে যায় দেশ
চাপ নেই না মাথাতে।
- মহিউদ্দিন আহমেদ

30/03/2024

ঈদ যাত্রা উপলক্ষে কিছু কথা:
সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যালটার নাম হচ্ছে স্কোপোলামিন। ভয়ংকর মাদক স্কোপোলামিন সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন।

এটা থেকে বাঁচতে এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।
২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. সন্দেহজনক লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা হলে যাত্রী হয়ে কোন প্রাইভেেট বা মাইক্রোতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের বা নাকের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আপনি যদি অজ্ঞান হয়ে যান তার জন্য পাশে বসা লোকটি দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর হলেও এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না। মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে, তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন, পারলে কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. 'আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন' এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই সেটা মুখের কাছে নেবেন এটাই স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

সতর্ক থাকুন এবং যাত্রা নিরাপদ করুন

24/03/2024
14/03/2024

পৃথিবীতে জীবদের মধ্যে একমাত্র মানুষই কম নিষ্ঠুরতায় অন্য প্রানীকে শিকার বা হত্যা করে।

12/03/2024

গাঁজাখোর উম্মার দিন কাটে বিলাসে
পাত ভরা খাসি মুরসি সুরা থাকে গেলাসে
খাদ্যের নিদারুন অভাব ছেয়ে গাজাময়
মুসলিম চুপ থাকে অন্যরা কথা কয়।

রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান ছিল স্বাধীন রাজ্য। ১৭৮৪ সালে বার্মার রাজা বোডপায়া এটি দখল করে বার্মার অধীন করদ রাজ্যে পরিণত...
08/02/2024

রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান ছিল স্বাধীন রাজ্য। ১৭৮৪ সালে বার্মার রাজা বোডপায়া এটি দখল করে বার্মার অধীন করদ রাজ্যে পরিণত করেন। বাংলার সাথে আরাকানের ছিল গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। ১৪০৬ সালে আরাকানের ম্রাউক-উ রাজবংশের প্রতিষ্ঠাতা নরমিখলা ক্ষমতাচ্যুত হয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে পলায়ন করেন। গৌড়ের শাসক জালালুদ্দিন শাহ্ নরমিখলার সাহায্যে ৩০ হাজার সৈন্য পাঠিয়ে বর্মী রাজাকে উৎখাতে সহায়তা করেন। নরমিখলা মোহাম্মদ সোলায়মান শাহ্ নাম নিয়ে আরাকানের সিংহাসনে বসেন। ম্রাউক-উ রাজবংশ ১০০ বছর আরাকান শাসন করেছে।

ভাই আওরঙ্গজেবের সাথে ক্ষমতার দ্বন্দ্বে পরাজিত হয়ে মোগল যুবরাজ শাহ্ সুজা ১৬৬০ সালে সড়ক পথে চট্টগ্রাম-কক্সবাজার হয়ে আরাকানে পলায়ন করেন। তৎকালীন রোসাং রাজা চন্দ্র সুধর্মা তাকে থাকার জন্য নদীর পাড়ে একটি বাঁশের বাড়ি নির্মান করে দেন। কথা ছিল তাকে জাহাজে করে মক্কায় পাঠাবেন। কিন্তু সুজার মেয়ে অসম্ভব রুপবতী আমেনাকে দেখে রাজা সুধর্মা বিয়ের প্রস্তাব দিলে তা সরাসরি প্রত্যাখান করেন শাহ সুজা। এরপরই চক্রান্ত করে শাহ্ সুজা এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেন। এর পর আরাকানে যে দীর্ঘমেয়াদী অরাজকতা সৃষ্টি হয় তার অবসান ঘটে বার্মার হাতে আরাকানের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে।

মিয়ানমার আরাকান জোরপূর্বক দখর করেছে। আরাকান রাজ্যটি হয় স্বাধীন থাকবে না হয় বাংলাদেশের সাথেই এর গাটছড়া বাঁধা উচিত। সময় এসেছে আরাকান নিয়ে আমাদের ও আরাকান বাসিন্দাদের নতুন করে ভাবার।

29/01/2024

পৃথিবীতে একটি দেশে আছে। যে দেশের সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী নিজেরা শত্রুপক্ষ দ্বারা মারা গেলে বা নিজ দেশের নাগরিক মারা গেলে তারা কাঁদতে কাঁদতে লাশ নিয়ে দেশে ফেরে। তারা ভাবে হত্যার পর লাশ ফেরত পাওয়াটাই শত্রুপক্ষের সবচেয়ে বড় বদন্যতা। এটা ভেবে তাদের চোঁখে পানি চলে আসে। তারা ভাবে তারা একদিন সমুচিত জবাব দিবে। এজন্য হাত পাকাতে নিজ দেশের মানুষের উপরই তারা গুলি বন্দুকের প্রয়োগ ঘটায়। তারা যুদ্ধের জন্য প্রক্ষিত হলেও ওই একটা মাত্র কাজ ছাড়া তারা বাকি সব কাজ করে বেড়ায়।

অনেকে অন্যকিছু ভাবতে পারেন বা অনেক দেশের সাথে মিল খুঁজে পেতে পারেন। তাই দেশটির নাম বলে দিচ্ছি।

দেশটির নাম অচিনপুর।

19/01/2024

একজন মন্ত্রী মাসে এক লাখ পাঁচ হাজার টাকা বেতন পান। সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী যদি সরকারি বাড়িতে না থেকে নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পান। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়িভাড়ার সমপরিমাণ টাকা পান।

একজন মন্ত্রী একটি গাড়ির সুবিধা পান। এই গাড়ি পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। জ্বালানি বাবদ মন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। এ ছাড়া সরকারের কাছ থেকে পুরো চিকিৎসা খরচ পান একজন মন্ত্রী। একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতিবছর পাবেন পাঁচ লাখ টাকা।

15/01/2024

তোমরা জেনে অবাক হবে বেনিতো মুসোলিনি, যিনি ফ্যাসিবাদের জনক। তার সম্পর্কে রবীন্দ্রনাথ কি ভাবতেন? ১৯২৬ সালে রোমে যখন মুসোলিনির সঙ্গে দেখা হয় রবীন্দ্রনাথের তিনি তখন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। কিন্তু ভারতীয় ও ইউরোপীয় গনতন্ত্রকামী মানুষ সেটাকে মোটেই ভালোভাবে নেয়নি। সেটা বুঝতে পেরে রবি ১৮০ ডিগ্রী ঘুরে নিজেই আবার বলেছিলেন, মুসোলিনির ওই উচ্ছ্বসিত প্রশংসা তিনি না-জেনেই করেছিলেন।

যে কোন স্বৈরাচারকে ইতিহাসের নিক্তিতে মাপতে তার ক্ষমতা হারানোর বা মৃত্যুর পর গোটা পঞ্চাশেক বছর লেগেই যায়।

14/01/2024

গত ১ মাস ২য় বিশ্বযুদ্ধ আর স্বৈরাচারদের নিয়ে পড়াশোনা করছি। তাতে অনেক জ্ঞান হচ্ছে। ২য় বিশ্বযুদ্ধের সময়কার বেশ কিছু মুভিও ইতিমধ্যে দেখে ফেলেছি। যেমন-
> Downfall > Dunkrik > Valkyrie

স্বৈরাচারদের সম্পর্কে একটি ব্যাপার বুঝলাম। কোন দেশে যদি জনতা পরিশ্রম করে কোন সাফল্য বয়ে নিয়ে আসে তবে তার কৃতিত্ব অবশ্যই স্বৈরাচারের পকেটে যাবে বা তার ঝুলিতে তুলে দেয়া হবে। কিন্তু যখন দেশ সমস্যায় পরবে তখন বলতে হবে এটা হচ্ছে সামগ্রিক সবার ব্যর্থতার ফল।

এমন আর আর কিছু তথ্য সময় সময় জানাবো।

11/01/2024

বাংলাদেশের রাজনীতিতে নীতি, নৈতিকতা ও সততাকে বিসর্জন দেয়াকে; হালকা করার জন্য একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বাক্য আমলে নিলে মিথ্যা বলা জায়েজ হয়। নির্জ্জলা সত্যকে অস্বীকার করার সুযোগ করে দেয়া হয়। নীতি নৈতিকতাকে বিসর্জন দেয়া যায়। রাজনৈতিক শিষ্টাচারকে পাশ কাটানো যায় এবং সর্বোপরি আপনার মধ্যে যা ইচ্ছে তাই বলা ও করার অধিকার জন্মায়।

বাক্যটি বহুল প্রচলিত ও ব্যবহৃত হলেও একে না বলা শিখতে হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Knowledge Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share