Bangladesh Knowledge Hub

Bangladesh Knowledge Hub Bangladesh Knowledge Hub-বাংলাদেশ জ্ঞান কেন্দ্র

11/01/2024

বাংলাদেশের রাজনীতিতে নীতি, নৈতিকতা ও সততাকে বিসর্জন দেয়াকে; হালকা করার জন্য একটি কথা প্রচলিত আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বাক্য আমলে নিলে মিথ্যা বলা জায়েজ হয়। নির্জ্জলা সত্যকে অস্বীকার করার সুযোগ করে দেয়া হয়। নীতি নৈতিকতাকে বিসর্জন দেয়া যায়। রাজনৈতিক শিষ্টাচারকে পাশ কাটানো যায় এবং সর্বোপরি আপনার মধ্যে যা ইচ্ছে তাই বলা ও করার অধিকার জন্মায়।

বাক্যটি বহুল প্রচলিত ও ব্যবহৃত হলেও একে না বলা শিখতে হবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য।

11/01/2024

পাওলো কয়েলহো'র ইলেভেন মিনিটস ( প্রাপ্ত বয়স্কদের জন্য) শেষ করলাম। এডলফ হিটলারের থার্ড রাইখ শেষের পথে।

31/12/2023

কলকাতা নামকরণ নিয়ে একটি মিথ:

ইংরেজরা যখন বর্তমান কলকাতা অঞ্চলে আসে। এক জায়গায় তারা কিছু লোককে বাঁশের কাজ করতে দেখে। তখন তাদের কাছে গিয়ে ইংরেজরা তাদের নিজস্ব ভাষায় জিজ্ঞেস করে যে, এ জায়গার নাম কি? ঐ লোকগুলো ভাবে যে, বাঁশ কবে কাটা হয়েছে এটা জিজ্ঞেস করছে। তখন তারা উত্তরে বলে, কাল কাটা। ইংরেজরা ভাবে জায়গার নাম বুঝি কালকাটা। তারা তাদের নিজস্ব উচ্চারণে বলা শুরু করে ক্যালকাটা। এভাবেই কলিকাতা নামকরণ হয় বলে একটি মিথ আছে।

22/12/2023

ডামি নির্বাচন নিয়ে কুযুক্তি বা ফ্যালাসি!

ধরুন একজন মানুষ খড় দিয়ে একটি মানুষ বানালো। তারপর সেই মানুষের সাথে মল্লযুদ্ধ করার ভাণ ধরলো এবং এক সময় যুদ্ধে জয়ী হওয়ার ভান করলো। এটাই হলো এক ধরনের ফ্যালাসি। এর মাধ্যমে খুব বীরত্ব দেখানো হয়েছে বলে সবাইকে বোঝাতে চাওয়া হয়, এটাকে আর্গুমেন্ট বানিয়ে যুদ্ধে জয়লাভ করার প্রসহন রচিত হয়। এটা হলো কুতর্ক।

18/12/2023

ভাইরাস বনাম স্বৈরশাসক!

ভাইরাস সম্পর্কে তো সবাই কম বেশী জানেন। ভাইরাস প্রথমে বাঁচার জন্য একটি পোষক শরীর খুঁজে নেয়। তারপর শুরু করে শোষন। ওই শরীর থেকে সে পুষ্টি শক্তি সব সংগ্রহ করে। সে যে শুধু শক্তি সংগ্রহ করে তা নয়, একই সাথে আশ্রয়দাতা শরীরের ক্ষতি সাধন করতে থাকে। ভাইরাস নিজেকে সমৃদ্ধ করতে গিয়ে যদি তার আশ্রয়দাতা মারাও যায় তাতেও ভাইরাসের কিছুই যায় আসে না। এভাবেই বেড়ে উঠে ভাইরাস, বেঁচে থাকে ভাইরাস।

ভাইরাস সম্পর্কে বলার পর স্বৈরাচার সম্পর্কে কি আলাদা করে জানাতে হবে?

17/12/2023

শ্রমই মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিলো। যার শুরুটা হয়েছিল আজ থেকে ৩০ হাজার বছর আগে।

সাইরাস দ্য গ্রেট!সাইরাস  ছিলেন পৃথিবীর চতুর্কোণের রাজা। সাইরাস এত দূর সাম্রাজ্য বিস্তার করেছেন যা তার আগের পৃথিবী দেখেনি...
11/12/2023

সাইরাস দ্য গ্রেট!

সাইরাস ছিলেন পৃথিবীর চতুর্কোণের রাজা। সাইরাস এত দূর সাম্রাজ্য বিস্তার করেছেন যা তার আগের পৃথিবী দেখেনি। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে প্রথম মানবিক রাজা বা সম্রাট।তিনি ভূখণ্ড জয় করেননি, করেছেন সেখানকার নাগরিকদের। অগণিত জাতি, ভাষা আর ধর্মবিশ্বাসের মানুষ এসেছিল একই ছাতার নিচে। চলেছে ন্যায়বিচারের চর্চা। বৈচিত্র্যের সাথে সহাবস্থানের যে বিপ্লব তিনি প্রবর্তন করেছিলেন, বিশ্বায়নের যে উদাহরণ জন্ম দিয়েছেন, তাতে আধুনিক পণ্ডিতেরাও বিস্মিত হন।

জুলকারনাইন বা ফারসি শব্দ কুরুশ (Kurus) হতে সাইরাস (Syrus) নামটা এসেছে। অনেক ইসলামি স্কলার বলেন যে সাইরাস দ্য গ্রেটই হলো জুলকারনাইন।
#সাইরাস

04/12/2023

বর্তমান সময়ে বাঙ্গালী জাতি হিসেবে আমরা খুবই অভাগা। একই সাথে চরম মাত্রায় দ্বিচারী। এখানে আপনাকে সেই লোক দেশপ্রেম শেখাবে দেশে যার কেউ থাকেনা। সততার কথা সেই মানুষটি বারবার বলবে যার মনে ভয় তার টাকা পয়সা না আবার কেউ মেরে দেয়। নীতি নৈতিকতার জ্ঞান সে-ই বেশী ঝাড়বে যার মনে হতে পারে তার সাথে অনৈতিক কিছু হওয়ার সম্ভাবনা আছে। সর্বোপরি এসবই এখন বইয়ের পাতায় রচিত বচনের মত। এগুলো পড়বেন বটে কিন্তু আমল করার দরকার নেই।

মোদ্দা কথা বর্তমানে দেশে সত্যবাদিতা, সততা, নীতি, নৈতিকতার বুলি; এসবই শক্তিশালী গোষ্ঠীর একটি হাতির মাত্র প্রজাদের শাসন করার জন্য। শাসকরা বেসুমার মিথ্যা বলবে কিন্তু প্রজারা সত্য বললেই নির্যাতিত হতে পারে। শাসকের পক্ষে থাকবে একদল চাটার গোষ্ঠী। তারা শাসকের সকল কর্মকান্ডকে চোঁখ বুঝে অন্ধের মত সমর্থন জোগাবে উচ্ছিষ্ঠ ভোগের আশায়। তাদের দেখে আপনার মনে হতে পারে জনগন বুঝি দুই ভাগে বিভক্ত। কিন্তু সেটা সত্য নয়। বরং সমাজ দুই ভাগে বিভক্ত। শাসক ও শোষিত এই দুই মেরুতে। আর শাসন করার একটাই উপায়, তা হচ্ছে অস্ত্র। অস্ত্র যার ক্ষমতা তার।

দুর্নীতি নামক বিশাল যে বটবৃক্ষের শীতল ছায়ায় দেশজুড়ে দুর্নীতিবাজদের আস্ফালন চলছে সেটা তো একদিনে মহীরুহে পরিনত হয়নিBarta24
30/01/2022

দুর্নীতি নামক বিশাল যে বটবৃক্ষের শীতল ছায়ায় দেশজুড়ে দুর্নীতিবাজদের আস্ফালন চলছে সেটা তো একদিনে মহীরুহে পরিনত হয়নি
Barta24

একটি দেশের মুল ভিত্তি যেমন তার রাজনৈতিক আচরণ আর অর্থনৈতিক ভিত্তি, তেমনি একটি জাতির

দ্বৈত চরিত্রের মানুষ
09/01/2022

দ্বৈত চরিত্রের মানুষ

সারল্য ও সততার সবচেয়ে বড় ভক্ত ঠকবাজরা। এটি একটি এক লাইনের কৌতুক বটে। তবে এর মধ্যে থাকা নিগূঢ় সত্যটি ফুঁ...

 #দুর্নীতি রুখে দাও
05/01/2022

#দুর্নীতি রুখে দাও

কোন দেশ কতটা সভ্য তা বিচারের অনেক মানদণ্ড থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় পার্থক্য গড়ে...

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Knowledge Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category