Milan K. Das

Milan K. Das Stay tuned with Milan K.

Das,
A RNP 🩺, Public Health Expert ⚕️ & IPC Professional 🏥
বাংলাদেশ ও আন্তর্জাতিক নার্সিং প্র্যাক্টিস, পাবলিক হেলথ, মেডিক্যাল সহ সকল ধরনের (Sarcasm & Fun) তথ্য পেতে পেজটি লাইক, শেয়ার এবং ফলো করে সাথে থাকুন।
ধন্যবাদ।

Anemia:
26/12/2023

Anemia:

26/12/2023

🫠🫡

Calculation of Doses!
26/12/2023

Calculation of Doses!

26/12/2023

ডাকতর আপুর কাহিনী 😐

শুয়ে শুয়ে রস খাবো 😹
25/12/2023

শুয়ে শুয়ে রস খাবো 😹

এমন একটা বেডি কই পাওয়া যাবে ?🤔🥺
25/12/2023

এমন একটা বেডি কই পাওয়া যাবে ?🤔🥺

৩৭ বছরের সংক্ষিপ্ত জীবনে, দারিদ্র্যজর্জর অবস্থায় মানসিক হাসপাতালে দীর্ঘ সময় থাকার পরও ৯০০ পেইন্টিং এবং ১,১০০ ড্রইং রেখে ...
25/12/2023

৩৭ বছরের সংক্ষিপ্ত জীবনে, দারিদ্র্যজর্জর অবস্থায় মানসিক হাসপাতালে দীর্ঘ সময় থাকার পরও ৯০০ পেইন্টিং এবং ১,১০০ ড্রইং রেখে গেছেন। চিঠি লিখেছেন ৮০০। জীবদ্দশায় তাঁর একটি মাত্র ছবি দ্য রেড ভিনিয়ার্ড বিক্রি হয়েছে। বন্ধু গগ্যাঁকে আক্রমণ করতে গিয়ে নিজেরই কান কেটে ফেলেছেন। তাঁর আঁকা একজন চিকিৎসক ডাক্তার গ্যাচেটের পোর্ট্রেট বিক্রি হয়েছে ৮২.৫ মিলিয়ন ডলার। এর চেয়ে আরও বেশি মূল্যবান দ্য স্টারি নাইটস তিনি এঁকেছেন পাগলাগারদে থাকা অবস্থায়।

আহা জীবন ....

ভ্যান গখ 'দ্য পটেটো ইটার্স' এঁকেছেন ১৮৮৫-এর এপ্রিল ও মে মাসে। ক্যানভাসে তেলরঙের ছবি, দৈর্ঘ্য ১১৪ সেন্টিমিটার, উচ্চ.....

স্বজনহীন মুমূর্ষু ইব্রাহীমকে বাংলাদেশে ফিরিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চিকিৎসক।তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে...
25/12/2023

স্বজনহীন মুমূর্ষু ইব্রাহীমকে বাংলাদেশে ফিরিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই চিকিৎসক।

তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইব্রাহীম বলেন, প্যারিসে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। একা এতটা পথ আসার মতো আমার শক্তি ছিল না। স্যার ম্যাথিউ জামেলটকে স্যালুট জানাই। তিনি এতটা পথ পাড়ি দিয়ে আমার সাথে এসেছেন।

লিভার ক্যান্সারের শেষ স্তরে অবস্থান করছেন ইব্রাহীম। তার লেখাপড়া, বিদেশযাত্রা আর চিকিৎসার জন্য বিপুল দেনায় ডুবেছে পরিবার। ধার করা প্রায় ৩০ লাখ টাকার দুশ্চিন্তা সাথে রোগাক্রান্ত ইব্রাহীমের শারীরিক অবস্থায় মুষড়ে পড়েছে সবাই।

উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের মেধাবী শিক্ষার্থী মো. ইব্রাহীম। অনেক কষ্টে ধারকর্য ...

Topic:
25/12/2023

Topic:


যেটা সন্দেহ করছিলাম সেটাই,পরে প্রোফাইলে দেখলাম সিলেটি ফুরির কাম এডা 🥴ভিসার জন্য এরা আর কি করতে পারে!তাও হেতি নাকি আবার ন...
25/12/2023

যেটা সন্দেহ করছিলাম সেটাই,
পরে প্রোফাইলে দেখলাম সিলেটি ফুরির কাম এডা 🥴
ভিসার জন্য এরা আর কি করতে পারে!
তাও হেতি নাকি আবার নার্স 🥴

দুষ্ট চক্র 🥴
25/12/2023

দুষ্ট চক্র 🥴

24/12/2023

Merry Christmas 🎄

শৈশব ❤️২, ৩, ৫ টাকার আইসক্রিম তখন পাওয়া যেত।
24/12/2023

শৈশব ❤️
২, ৩, ৫ টাকার আইসক্রিম তখন পাওয়া যেত।

ডিগ্রি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ইংরেজি খাতা মূল্যায়নকালে দেখা মিললো এক অজানা ভাষার! 🙏😁📸: Hritick Dutta
24/12/2023

ডিগ্রি (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) ইংরেজি খাতা মূল্যায়নকালে দেখা মিললো এক অজানা ভাষার! 🙏😁

📸: Hritick Dutta

ওয়েলকাম টু ঢাকা 🙏
24/12/2023

ওয়েলকাম টু ঢাকা 🙏

এডিরে দেইখা ফার্স্ট লুকে কি মনে হয় ?সে কিন্তু ভুয়া ডাক্তার তাও আবার ঢাকা মেডিক্যাল এর মত জায়গায় গিয়ে টিক টক করে ২২ ...
24/12/2023

এডিরে দেইখা ফার্স্ট লুকে কি মনে হয় ?

সে কিন্তু ভুয়া ডাক্তার তাও আবার ঢাকা মেডিক্যাল এর মত জায়গায় গিয়ে টিক টক করে ২২ হাজার ফলোয়ার বানাইছে 😆😹🙏

হেতির টিকটিক ভিডিওর ক্যাপশন: কেউর হেল্প লাগলে বলবেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল 🫡

নাম: ফিরোজাপদবী: সিনিয়র স্টাফ নার্স সদর হাসপাতাল, নরসিংদী সে গত ১৮-১২-২৩ ইং তারিখে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছে CVD, C...
23/12/2023

নাম: ফিরোজা
পদবী: সিনিয়র স্টাফ নার্স
সদর হাসপাতাল, নরসিংদী
সে গত ১৮-১২-২৩ ইং তারিখে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছে CVD, CKD with BA, Acute LVF নিয়ে। ২০-১২-২৩ইং সে দুই বার কার্ডিয়াক অ্যারেস্টে গিয়েও আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। তার EF-25%, এবং রাত সাড়ে এগারোটার দিকে ইমারজেন্সিভাবে Temporary pacemaker বসানো হয়। এখন সে আই সি উ তে আছে। তার ৪০দিনের ছোট একটা ফুটফুটে মেয়ে আছে। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কা জনক। তার এই চিকিৎসা খুবই ব্যয়বহুল যেটা তার পরিবারের পক্ষে চালিয়ে নেয়া সম্ভব না। আসুন আমরা সবাই মিলে আমাদের সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেই.......🙏

পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: ০১৭৩১৬৮১১৫৫ ( বিকাশ ও নগদ নাম্বার )

*Copied*

শিশুদের প্রাণ রক্ষায় বাংলাদেশি ডাক্তারের অন্যবদ্য আবিষ্কার! বিশ্বের শীর্ষ গণমাধ্যমসমূহের শিরোনাম হওয়া এই ডাক্তার সম্পর্ক...
23/12/2023

শিশুদের প্রাণ রক্ষায় বাংলাদেশি ডাক্তারের অন্যবদ্য আবিষ্কার! বিশ্বের শীর্ষ গণমাধ্যমসমূহের শিরোনাম হওয়া এই ডাক্তার সম্পর্কে জানেন কি?

বিশ্বে প্রতি বছর ৯ লক্ষ ২০ হাজার শিশু [মা]রা যায় নিউমোনিয়ার কারণে যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায় মারা যায়। বর্তমানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল ডিজিস রিসার্চ সেন্টারে (icddr.b), সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে নিয়োজিত ডা. মোহাম্মদ জোবায়ের চিশতি এই নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্প খরচের ডিভাইস উদ্ভাবন করেন যা বাঁচাতে পারে লক্ষ লক্ষ শিশুর মূল্যবান প্রাণ।

নিউমোনিয়া মূলত হয়ে থাকে স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া অথবা রেসপিরাটরি সিনসাইটিকাল ভাইরাসের মতো অণুজীবের কারণে এবং এই রোগটি সরাসরি ফুসফুসকে আক্রান্ত করে। এই রোগের ফলে শরীরের অভ্যন্তরে ফুসফুস ফুলে যায় এবং ফুসফুসে তরল জমে যার কারণে ফুসফুস অক্সিজেন গ্রহণ করতে পারে না। ভেন্টিলেটরের সাহায্যে শিশুদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা সম্ভব কিন্তু, তা অনেক ব্যয়বহুল। ফলে দক্ষিণ এশিয়া বিশেষত বাংলাদেশের মতো দেশে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের [মৃ]ত্যুর হার কমানো অনেক চ্যালেঞ্জিং।

এই একই রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন ডা. চিশতী৷ ১৯৯৬ সালে তিনি ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছিলেন সিলেট মেডিকেল কলেজে৷ সেখানে প্রথম রাতেই তাকে মোকাবিলা করতে হয় অন্তত দুর্বিসহ পরিস্থিতির। একের পর এক নিউমোনিয়ার রোগী আসতে থাকে। সেদিন রাতে প্রায় ১৫-২০টি শিশুকে নিয়ে আসা হয় যার মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তিনি সর্বোচ্চ চেষ্টা করেও তাদের মধ্যে ৩ জন শিশুকে বাঁচাতে পারেননি। সেদিনই তিনি ঠিক করেন এই পরিস্থিতি তিনি বদলাবেন৷ রিসোর্সের অভাবে যেন আর কোনো শিশুকে [ম]রতে না হয়৷

ডাক্তার জোবায়ের চিশতি অস্ট্রেলিয়ায় কাজ করার সময় কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রশার এর মাধ্যমে নিউমোনিয়ায় আক্রান্ত ফুসফুসকে কার্যক্ষম রাখার পদ্ধতি দেখেন কিন্তু তা ছিলো অনেক ব্যয়বহুল। দেশে ফিরে তিনি আইসিডিডিআরবি তে যোগ দিয়ে একটি স্বল্পমূল্যের ডিভাইস বানানোর কাজে লেগে যান যাতে করে নিউমোনিয়া আক্রান্ত শিশুরা বাঁচতে পারে। তিনি একটি পরিত্যক্ত শ্যাম্পুর প্লাস্টিক বোতল নিয়ে তাতে পানি ভরেন এবং প্লাস্টিক সাপ্লাই টিউবের মাধ্যমে স্বল্পমূল্যের একটি ডিভাইস তৈরি করেন যা নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হতে পারে। দুই বছরের গবেষণার পর তিনি ল্যানসেটে গবেষণাপত্র প্রকাশ করেন। তার এই আবিষ্কার বেশ কার্যকরী৷ হাসপাতালগুলোতে নিউমোনিয়ায় শিশু মৃত্যুহার তিনি ৭৫% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দামী ভেন্টিলেটরের দাম যেখানে প্রায় ৮-১৫ লক্ষ টাকার মত, সেখানে প্লাস্টিকের এই যন্ত্র তৈরি করতে খরচ হয় মাত্র ২০০ টাকার মত!

২০১৭ সালে তার এই আবিষ্কার বিশ্বে চমক সৃষ্টি করে।
পাশাপাশি ২০১৫ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত নিউমোনিয়ায় ইনোভেশন সামিটে 'মোস্ট প্রমিজিং চাইল্ডহুড নিউমোনিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড’ অর্জন করে তার এই আবিষ্কারটি৷ ডাক্তার জোবায়ের চিশতি তার এই ডিভাইস দিয়ে কো[ভি]ড-[১৯] এর রোগীদেরও প্রাণ রক্ষা করতে কাজ করেছেন বাংলাদেশ সরকারের সাথে।

কীভাবে কাজ করে এই যন্ত্র:

নিউমোনিয়া হলে শিশুদের অক্সিজেন দিতে হয়। তখন অক্সিজেন সিলিন্ডারের নলের সঙ্গে প্লাস্টিকের পানির বোতলের নলের একটি অংশ সংযুক্ত করা হয়। যখন শিশুটি শ্বাস নেয় তখন ওই নলের মাধ্যমে পানির বোতলে বুদবুদ তৈরি হয়। এতে বোতলের মধ্যে একটি চাপ তৈরি হয়। যা ফুসফুসকে সচল রাখতে সাহায্য করে, ফুসফুস চুপসে যেতে বাধা দেয় এবং নিঃশ্বাসের সঙ্গে অক্সিজেন নেওয়া সহজ করে।

ডাক্তার জোবায়ের চিশতির এই আবিষ্কার সারা বিশ্বের দরিদ্র্য মানুষের কাছে এক আশীর্বাদস্বরূপ। বিশ্বব্যাপী শিশুদের প্রাণ বাঁচানো এই যুগান্তকারী আবিষ্কার আমাদের গর্বের এক উৎস।

Tawfique Hasan
Team Science Bee

বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একট...
23/12/2023

বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত্র একটি।

বিশ্বের ০.৩ শতাংশ নারীর মধ্যে দুটি জরায়ু রয়েছে। আর একই সাথে দুটি জরায়ুতেই সন্তান ধারণ করার ঘটনা দশ লাখের মধ্যে মাত...

ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক!ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এক ভুয়...
23/12/2023

ঢাকা মেডিকেলে ভুয়া নারী চিকিৎসক আটক!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার তাকে আটক করে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।

প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তিনি নীলক্ষেত থেকে চিকিৎসকদের ব্যবহারের অ্যাপ্রোন ও নকল চিকিৎসকের আইডি কার্ড কিনেছেন। প্রায় একমাস যাবত তিনি এপ্রোন পড়ে ঢাকা মেডিকেলে ঘোরাফেরা করতেন বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেন এ নারী। এছাড়াও ডাক্তারদের এপ্রোন পরে তাদের মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরির কথাও স্বীকার করেন তিনি।

অভিযুক্ত ভুয়া চিকিৎসকের নাম মুনিয়া। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে ভাড়া থাকেন বলে জানিয়েছেন এই নারী।

Living alone, eating alone and walking alone.... 💪 💪💪
23/12/2023

Living alone, eating alone and walking alone.... 💪 💪💪

🙂
23/12/2023

🙂

কোন জায়গার বাসিন্দা হতে চান?🥱©
23/12/2023

কোন জায়গার বাসিন্দা হতে চান?🥱

©

একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে বলবো, বাঁচতে চাইলে খেঁজুরের কাঁচা রস খাওয়া বাদ দিন। নিজের পরিবার এবং অন্যকে খেতে না ক...
22/12/2023

একজন পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে বলবো, বাঁচতে চাইলে খেঁজুরের কাঁচা রস খাওয়া বাদ দিন।
নিজের পরিবার এবং অন্যকে খেতে না করুন।
নিপাহ ভাইরাস আজকের বিষয় না।
১০-১২ বছর যাবত বহু মানুষ মা***রা গেছে, এখনও যাচ্ছে শুধু অবহেলার কারণে।

21/12/2023

ছোট - বড় রাত কোনো ফ্যাক্ট না, সব রাতই নির্ঘুম!

20/12/2023

আমাদের দেশ স্বাধীন করছে যে প্রজন্ম!
আমাদের সূর্য সন্তান।
তাদের কথা বলার স্মার্টনেস , বোল্ডনেস দেখে অবাক হবেন।

আর আমাদের বর্তমান টিকটক প্রজন্ম কে দেখুন। লজ্জা রাখবেন কোথায়?

20/12/2023

🫡🫡

❤️
20/12/2023

❤️

ঘোরতর বিপদ সামনে। এভাবে চলতে থাকলে এমনি ঠুস করে মরে পড়ে থাকা লাগবে।যত্রতত্র কোম্পানির লোকজন দিয়ে সেল টার্গেট দেয়া বন্...
19/12/2023

ঘোরতর বিপদ সামনে।
এভাবে চলতে থাকলে এমনি ঠুস করে মরে পড়ে থাকা লাগবে।
যত্রতত্র কোম্পানির লোকজন দিয়ে সেল টার্গেট দেয়া বন্ধ না হলে এই অবস্থার উন্নতি হবে না।

আর কঠোর নিয়ম করা উচিত কেনাবেচায়।

রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত চারজনের ...
18/12/2023

রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।

রাজ্যটিতে বর্তমানে এক হাজার ৩২৪ জন করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। এছাড়াও গত শনিবার এ ভাইরাসে আক্রান্ত ...

18/12/2023

নিপাহ ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস বা বাদুড় খাওয়া আংশিক ফল
খাওয়া থেকে বিরত থাকুন !

কি হইলো এডা? 🥺
18/12/2023

কি হইলো এডা? 🥺

MSN ~ under DU
18/12/2023

MSN ~ under DU

17/12/2023

আগে রাজা- নবাবরা নর্তকী ভাড়া করে নাচ দেখতো, বিনোদন নিত !
আর এখন আমরা ফ্রীতেই অনলাইনে দেখতে পাই রিলস, টিকটকের সুবাদে 😁 🥵

এডি কিসু হইলো ? 😁
17/12/2023

এডি কিসু হইলো ? 😁

2 eagle parents took turns getting covered in snow to protect their eggs from the California storm!
16/12/2023

2 eagle parents took turns getting covered in snow to protect their eggs from the California storm!

এই সেই খুলনার ভ্রাম্যমান বিরিয়ানি..
16/12/2023

এই সেই খুলনার ভ্রাম্যমান বিরিয়ানি..

ডায়াবেটিস রোগীদের জন্য...
15/12/2023

ডায়াবেটিস রোগীদের জন্য...

15/12/2023

বিজয়ের রক্তিম শুভেচ্ছা !
Happy Victory Day~Bangladesh 🇧🇩 🥳

অ্যাহ্, তাই নাকি ? 🙆🏻‍♂️
15/12/2023

অ্যাহ্, তাই নাকি ? 🙆🏻‍♂️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milan K. Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All