BASHU Bangladesh Foundation

BASHU Bangladesh Foundation বাংলায় মাতি উল্লাসে আর মানসিকতায় হই উন্নত।
Bangla is Our Language and We work to spread Bangla
(16)

গণস্বাক্ষর কার্যক্রম 👇 বিজয় দিবস উদযাপন উপলক্ষে বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন বানান শুদ্ধকারী (বা’শু) এবং বা’শু বাংল...
16/12/2023

গণস্বাক্ষর কার্যক্রম 👇
বিজয় দিবস উদযাপন উপলক্ষে বানান শুদ্ধিভিত্তিক সামাজিক সংগঠন বানান শুদ্ধকারী (বা’শু) এবং বা’শু বাংলা চর্চা সংঘ এর
👉 ১টি দাবি -
‘’নভেম্বর ১৭-কে জাতীয় শুদ্ধ বানান দিবস হিসেবে ঘোষণা চাই’’ ✊

আপনি কি এই দাবিতে একমত?

ডিসেম্বর ১৬, ২০২৩

>> অবশ্যই একমত ✌️

18/11/2023
আপনার সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার, ক্রেস্ট, লিফলেট, আইডি কার্ড ছাড়াও প্রিন্ট ও অফসেট সম্পর্কিত সব ধরনের কাজ ক...
26/10/2023

আপনার সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানার, পোস্টার, ক্রেস্ট, লিফলেট, আইডি কার্ড ছাড়াও প্রিন্ট ও অফসেট সম্পর্কিত সব ধরনের কাজ করাতে পারবেন এখন বাশু দোকানঘর এন্ড প্রিন্টিং হাউজ থেকেই।

আপনাকে আমরা রুচিসম্মত ডিজাইনের পাশাপাশি বানানের শত ভাগ নিশ্চয়তা দিচ্ছি। যা বাশু এর স্পেশালিটি৷ সিলেটের উপশহরে আমরাই প্রথম নিয়ে এসেছি বিয়ের কার্ড, ব্যানার, ক্রেস্টের সমাহার।

আশা করছি আমাদের পাশেই থাকবেন।
শীঘ্রই শুভ উদ্বোধন...

আমাদেরকে সাপোর্ট করবেন।

09/09/2023

📢 📣
এখন থেকে যেকোনো বানানের জিজ্ঞাসাসহ ট্রান্সলেশন ও প্রুফরিডিং এর সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের কল সেন্টারের নম্বরে।
আমরা দিচ্ছি আপনাকে বানানের সবধরনের সার্ভিস একদম নামমাত্র মূল্যে!

📞 কল সেন্টার নাম্বার- ০১৯৩১৯৭২৪০৫

📢 YOU CAN CALL US FOR ANY PROOFREADING OR TRANSLATION RELATED PROBLEMS. OUR CALL CENTRE IS OPEN NOW!

📞 FOR DETAILS CALL US +8801919972405

বলুন তো কী এটা?
08/09/2023

বলুন তো কী এটা?

প্রুফরিড আর ট্রান্সলেশন দলে যুক্ত হতে আগ্রহীদের জন্য যারা কাজ করতে এবং শিখতে চান। লিংক কমেন্টে দেওয়া আছে।
04/09/2023

প্রুফরিড আর ট্রান্সলেশন দলে যুক্ত হতে আগ্রহীদের জন্য যারা কাজ করতে এবং শিখতে চান। লিংক কমেন্টে দেওয়া আছে।

19/08/2023
শুধুমাত্র সিলেটে যারা বাশু বাংলা চর্চা সংঘ Bangla Language Club নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা নিচের লিংক এ ক্লিক করে আমাদের ...
25/07/2023

শুধুমাত্র সিলেটে যারা বাশু বাংলা চর্চা সংঘ Bangla Language Club নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা নিচের লিংক এ ক্লিক করে আমাদের সিলেট অঞ্চলের চ্যাটবক্সে যুক্ত হতে পারেন। সিলেটি উচ্চারণ দূর করে আপনিও হতে পারবেন একজন দক্ষ উপস্থাপক, বাটাভু সংশোধক ও নিজের জেলার দর্শনীয় স্থান ও নানা সংস্কৃতির সাথে পরিচিত হতে পারার সুযোগ।

শুধুমাত্র সিলেটে আছেন যারা, সিলেটকে তুলে ধরে, সিলেট ও সিলেটি নিয়ে কাজ করতে চান তারা যুক্ত হোন। 👇

https://m.me/j/AbYkfqndjBfr_fdx/
👆

কীভাবে দেখছেন বিষয়টা?
01/07/2023

কীভাবে দেখছেন বিষয়টা?

কয়েক বছর আগে, কোরবানি ঈদের জন্য কেনা ছাগল আমার দুই মেয়ে ঘরে নিয়ে এসেছিলঘরে না ঠিক, রুমেছাগলকে প্রথমে সেস্রায়ে আনতে হয়েছে...
30/06/2023

কয়েক বছর আগে, কোরবানি ঈদের জন্য কেনা ছাগল আমার দুই মেয়ে ঘরে নিয়ে এসেছিল

ঘরে না ঠিক, রুমে

ছাগলকে প্রথমে সেস্রায়ে আনতে হয়েছে লিফটে করে বাসায়... সে আসবেই না

২ দিন পরে, ঈদের দিন সকালে তাকে সেস্রায়ে বের করতে হয়েছে বাসা থেকে... সে যাবেই না

কেনই বা যাবে, সে তো বাসায় মজা পেয়ে গেছে

আমি শিওর আর ৩/৪ দিন থাকলে আমার মেয়েরা তাকে পটি ট্রেইন করিয়ে দিতে পারত

সে গোসল করেছে বাথটাবে, আমার মেয়েদের সাথেই

পুরো বাসায় সে গলায় দড়ি ছাড়া ঘুরেছে

ইচ্ছে হলেই ড্রয়েং রুমে যেয়ে পিপি করছে... তো ইচ্ছে হলে সোফার উপরে বসে পাতা চিবাচ্ছে

প্রথম প্রথম আমারই বিরক্ত লাগত... হয়ত খেতে বসেছি, সে খাবার টেবিলে আমার সামনে এসে করুণ চেহারা করে তাকিয়ে আছে

একটু ভাত দিলাম... সে ভাতও খেলো

আলু দিলাম, তাও খেলো... লেবু চিপে দিয়ে ডাল দিয়ে ভাত দিলাম, তাও খেলো

ছোট মেয়ে ফান্টা দিলো, তাও খেলো

কাস্টারড, ডিমের হালুয়া, ফালুদা সবই তার প্রিয়

ঈদের আগের দিন বাজার করতে বের হবো মেয়েদের নিয়ে... গেটের কাছে জুতা পরতে এসে দেখি ছাগল করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে

“বাবা, পুরো বাসায় লেক্সাস একা কেমনে থাকবে?... ভয় পাবে তো”

ও হ্যাঁ তার নাম লেক্সাস... কারণ বাসায় এসে প্রথম সে লেক্সাস বিস্কুটের কৌটা শেষ করেছে দেখে তার নাম দেয়া হয়েছে লেক্সাস

পরে দেখা গেলো সে সব খায়... তার নাম কাস্টারড দিলেও মানাত... পরে আর আলসেমি করে নাম চেঞ্জ করা হয়নি

যাই হোক, আগোরা যাব ঈদের বাজার করতে, বাসায় লেক্সাস একা কেমনে থাকবে?

ওকে গাড়িতে করে নিয়ে গেলাম

গাড়ি পার্ক করে নামতে যাব, মেয়ে বলছে, “বাবা পুরো গাড়িতে লেক্সাস একা কেমনে থাকবে?... ভয় পাবে তো… তুমি গাড়িতে বসে থাকো প্লিজ”

আমি আর লেক্সাস গাড়িতে বসে ছিলাম... সেও আমার দিকে তাকিয়ে আছে, আমিও তার দিকে

তার কোন ভ্রূক্ষেপ নেই

উল্টা গাড়ির টিস্যু পেপার বক্সের ৪/৫ টা টিস্যু খেয়ে ফেলেছে

ঈদের দিন সকালে আমার দুই মেয়ে তাদের নিজেদের বাথরুমে লেক্সাসকে গোসল দিলো... একটু পর নিচে নিয়ে যাওয়া হবে একে কোরবানির জন্য

আমার দুই মেয়ে সমানে কাঁদছে

বাসা থেকে বের হওয়ার আগে লেক্সাস আমার নতুন কেনা বাটার জুতা খেয়ে ফেলতে নিলো

কোন মতে কোলে করে ওকে লিফটে উঠানো হলো… সে ভ্যে ভ্যে করেই যাচ্ছে

দুই মেয়ে বারান্দা দিয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে

হুজুর আসলো... কসাই আমার হাত থেকে তাকে নিলো

লেক্সাস আমার দিকে তাকানোরও সুযোগ পায়নি... মুহূর্তেই কসাই তাকে উল্টে ফেললো

হুজুর আমার দিকে তাকিয়ে বলছে ‘নাম দেন, কী নামে জবেহ হবে?’

হুজুরের ছুরি লেক্সাসেস গলা বরাবর অপেক্ষা করছে

বারান্দা থেকে দুই মেয়ের চিৎকার শুনছি, “বাবা প্লিজ, বাবা প্লিজ”

(প্রতিটা পশুর এরকম কোন না কোন গল্প থাকে শিওর... প্রত্যেক গরুই কারো না কারো পালা গরু তো বটেই... কেউ না কেউ থাকবেই সেই পশুটার পিছে, যার সেই পশুর দঁড়িটা ছেড়ে দিতে একটু হলেও বুক কাঁপবে

এ বছর প্রায় ১ কোটি ৪১ হাজার পশুকে কোরবানি দেয়া হয়েছে
..এদের মধ্যে, আমাদের আশেপাশেরই কয়জনের কোরবানি কবুল হয়েছে আই ডাউট

আই স্ট্রংলি ডাউট

দুর্নীতির টাকায় কোরবানি দেয়াও তো এক ধরনের দুর্নীতি

সুতরাং প্লিজ এই ঈদে ঘুষ/ দুর্নীতির টাকা দিয়ে পশু কিনে কেউ কোরবানি অন্তত দিবেন না প্লিজ

বিশ্বাস রাখেন; এতে, আশেপাশের কেউ খুশি না হলেও... উপরওয়ালা অন্তত খুশি হবে আপনার উপর

এই একটা ভালো কাজ অন্তত করলেন

‘বাবা প্লিজ, বাবা প্লিজ’ শুনতে থাকার পরেও, “করেন জবাই” বলতে কলিজা লাগে

সেই কলিজাটা থাকলেই তবে প্লিজ কোরবানি করতে আসবেন... তা না হলে, অন্য যেকোন হত্যাকারীর মত, আপনিও একজন হত্যাকারী... ধর্ম তো আপনার জন্য জাস্ট উসিলা, টাকা উড়িয়ে লোক দেখিয়ে করা এই মার্ডার কেইসটা ঢাকার।

লেখা- R Hossain

জামালপুর বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী "আফরিন জাহান নিঝুম" জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়া...
30/06/2023

জামালপুর বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী "আফরিন জাহান নিঝুম" জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেইম এ হ্যান্ডবলে বিজয়ী হয়ে স্বর্ণপদক অর্জন করেছে।

অভিনন্দন! নিঝুম 🏐

30/06/2023

কিছু মানুষ এমন থাকবেই...

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?একদম...
29/06/2023

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?
সে কি জ্যাক?
যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল?

একদম না! তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো। মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।

- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।

- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।

- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।

- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

ঈদ মুবারাক
28/06/2023

ঈদ মুবারাক

আমাদের নতুন পথচলা-বাশু বাংলা চর্চা সংঘ Bangla Language Club-এ যুক্ত থাকুন সবাই 🙂 https://www.facebook.com/banglalanguage...
28/01/2023

আমাদের নতুন পথচলা-
বাশু বাংলা চর্চা সংঘ Bangla Language Club-এ যুক্ত থাকুন সবাই 🙂
https://www.facebook.com/banglalanguageclubbashu

ব্যাচ- ০১৫দিন ক্লাস করার পর এখন চলছে কম্পিউটারে নিজের দক্ষতা যাচাই
23/01/2023

ব্যাচ- ০১
৫দিন ক্লাস করার পর এখন চলছে কম্পিউটারে নিজের দক্ষতা যাচাই

02/01/2023
22/12/2022

ঢাকা জেলার নামকরণের ইতিহাস I জেলা পরিচিতি I পর্ব-২

21/12/2022
20/12/2022
01/12/2022

পথচলার শুরু থেকেই বাশু পরিবারের পর্দার আড়ালের এক অবিচ্ছেদ্য অংশ হলেন জনাব কবিরুল সাগর - Kabirul Sagor, যার সহযোগিতায় আমরা অর্জন করেছি স্পষ্টাক্ষরে ডাক্তারের প্রেসক্রিপশন লেখার আদালতের রায়, শুদ্ধ করতে পেরেছিলাম দেশের পুলিশ 'চেকপোস্ট' বানানটি। যিনি বাশুর পাশে থেকেছেন একজন নিয়ন্ত্রক হিসেবেও।

এমনকি 'নামের বানান হোক বাংলায়' বাশু'র এই উদ্যোগে সাড়া দিয়ে তিনি তাঁর ইংরেজি ফেসবুক আইডির নাম বাংলাতে রূপান্তর করেছেন।

আজকে তাঁর জন্মদিন। বাশু পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের একরাশ শুভেচ্ছা। ভালোবাসা নিরন্তর। 🎈🎈🎉

আপনাকে পাশে পেয়ে আমরা গর্বিত

Happy Birthday To Kabirul Sagor 🎉🎈🎊
Wish You All The Best...

মিলিয়ে নিন আপনার উত্তর :)
13/11/2022

মিলিয়ে নিন আপনার উত্তর :)

English 2nd paper Solved!
Dhaka Board HSC 2022

Solved By NAHID SIR
(Dihan Nahid)
Admin, BASHU Bangladesh

07/11/2022

VR Study -II- বাশু বাংলাদেশ এ এবার ভিন্ন কিছুর আয়োজন শুরু...
চলে আসুন আপনিও 🙂
পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। শেয়ার করতে ভুলবেন না :)

06/11/2022

Extreme Entertainment নিবেদিত নাটিকা
'আজব রিকশাচালক'

তে আর দেরি কেনে?
31/10/2022

তে আর দেরি কেনে?

শুধুমাত্র সিলেট অঞ্চলের সদস্য ও শব্দযোদ্ধা হিসেবে যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক তারা নিবন্ধন করে নিন। আমরা সিলেট অঞ্চলে শব্দযোদ্ধা নিয়োগ দিচ্ছি।

If You are Interested working with us as a Member. Then You are at the Right Place.
To become a Member In Sylhet Zone, Please Fill the Registration Form given below or Scan The QR Code.

Registration Link
https://form.jotform.com/223033966369463
.
#শব্দযোদ্ধা_নিয়োগ_সিলেট_বাশু

09/10/2022

VR Study -II- বাশু বাংলাদেশ এর উদ্যোগে স্বপ্নালয় - Showpnaloy এ আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ক্যাম্পেইনের চুম্বক অংশ

YouTube HD- https://youtu.be/X6xcQDiaiw0

16/09/2022

আমাদের জীবনের অর্ধেক কেটে যায় পড়াশোনায় বাকি অর্ধেক চাকরিতেই। নেই খেলার মাঠ আছে শুধু অযাচিত বিনোদন। আমরা ভিআর টেকনোলজির নামও শুনেছি কি না সন্দেহ! এবার বাশু চর্চা কেন্দ্রতে একটু ভিন্ন আমেজ আনার চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি বিনোদনের দরকার আছে সবার। তাই রোমাঞ্চকর এই আয়োজনের শুরু হতে যাচ্ছে দ্রুত। আমাদের সাথেই থাকুন 🙂
https://fb.watch/fA2Ua_ggji/

📢 সুযোগ! 📢আপনার একটি ল্যাপটপ বা পিসি আছে এবং আপনি ভিডিও এডিটিং শিখে আমাদের সাথে কাজ করতে চান?  তাহলে আপনাকে আমরা প্রশিক্...
15/09/2022

📢 সুযোগ! 📢

আপনার একটি ল্যাপটপ বা পিসি আছে এবং আপনি ভিডিও এডিটিং শিখে আমাদের সাথে কাজ করতে চান? তাহলে আপনাকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদের সাথে কাজ করার উপযোগী করে গড়ে তুলব।

বিনামূল্যে Basic Video Editing শিখতে আগ্রহী ( Wondershare Filmora 9) হলে "আগ্রহী" লিখে মন্তব্য করুন।

Skill Development Project এর অংশ হিসেবে VR Study -II- বাশু বাংলাদেশ এর জন্য ভিডিও সম্পাদনাতে আপনাকে সুযোগ দেওয়া হবে এবং বাশু এর নানা ভিডিও সম্পাদনার কাজে আপনাকে যুক্ত করা হবে।

১ম ক্লাসটি আপনাকে আমরা ফ্রিতে করাবো। তারপর ধাপে ধাপে পেইড কোর্সও চাইলে স্বল্পমূল্যে শিখে নিতে পারবেন।

তাহলে আর দেরি কেন? এখনই সুযোগটি লুফে নিন।

সাড়া দিন
14/09/2022

সাড়া দিন

বাশু চিঠি উৎসব এ - ২০ নম্বরে থাকা এই চিঠিটা কে পাঠিয়েছিলেন, মনে আছে?

VR Study -II-  বাশু বাংলাদেশ আমাদের নতুন একটি পথচলার নাম। বাংলাদেশে এই প্রথম 'ভ্রমণে শিক্ষাদান' এই চিন্তাধারা নিয়ে আমরাই...
17/08/2022

VR Study -II- বাশু বাংলাদেশ আমাদের নতুন একটি পথচলার নাম। বাংলাদেশে এই প্রথম 'ভ্রমণে শিক্ষাদান' এই চিন্তাধারা নিয়ে আমরাই কাজ করছি। ভ্রমণের পাশাপাশি এবার যুক্ত করতে যাচ্ছি ডিজিটাল ছোঁয়া! ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তিকে ব্যবহার করে পরীক্ষামূলকভাবে বাংলা, ইংরেজি ও বাংলিশ বানানের সমাধানে ভিডিও বানিয়েছি আমরা। ধীরে ধীরে পেজে আপলোড করা হবে।
VR Headset থেকে শুরু করে পেজটি কীভাবে আপনার কাজে আসবে সবকিছুই আমরা প্রকাশ করবো।
পেজটি লাইক দিয়ে নতুন এই যাত্রায় আপনিও পাশে থাকুন আমাদের।
পেজ লিংক-
https://www.facebook.com/VRstudyBASHU
Experinence THE Virtual Reality (VR) Also Learning & Traveling
TOUR -II- TUTORIAL

12/08/2022

বাংলাদেশে চায়ের ইতিহাস

Address

Shahbag
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when BASHU Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BASHU Bangladesh Foundation:

Videos

Share

এক নজরে বাশু

৫২'র ভাষা আন্দোলনের চেতনা, ৭১ এর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ধারণ, ঠিক বানান, শুদ্ধ টাইপিং, বাংলার গান, ইতিহাস প্রচারণা, বাংলার প্রতিভা পরিবেশন, জনসচেতনতার অনুধাবন, জাগরণবোধ, মানসিকতার পরিবর্তন, বাংলা একাডেমির সবশেষ সংশোধন প্রচার এবং শিক্ষাকে গণ্ডিমুক্ত করার প্রত্যয়ে ২০১৫ সাল থেকেই কাজ করছে বাশু।বাশু বাংলাদেশ এর অঙ্গসংগঠন হিসেবে বানানের নজরদারিতা এবং শুদ্ধিতে কাজ করে থাকে বাশু বানান শুদ্ধকারী। হোক বাংরেজি বা বাংলা কিংবা ইংরেজি; সেই শব্দকে ঠিকভাবে উপস্থাপনে অনুধাবিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বাশুর শব্দযোদ্ধারা।

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All