BASHU Bangladesh Foundation

BASHU Bangladesh Foundation বাংলায় মাতি উল্লাসে আর মানসিকতায় হই উন্নত।
Bangla is Our Language and We work to spread Bangla

20/12/2024
স্যারকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।
12/11/2024

স্যারকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই।

মাহবুব কবির মিলন স্যারকে ওএসডি করার কথা শুনে ভীষণ মর্মাহত হয়েছি। Mahbub Kabir Milon স্যার শুধু সরকারের একজন অতিরিক্ত সচিব নয়, সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তিনি যেভাবে কাজ করার চেষ্টা করেছেন সেটার প্রশংসা করতেই হবে। সরকারি চাকুরি করে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি একটা মানুষ সারাক্ষণ দেশের কথা ভাবছেন, নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন, এগুলো অবশ্যই ভালো দিক।

দেখেন, একটা মানুষ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে যোগ দিয়ে রীতিমত যুদ্ধ শুরু করলেন। এরপর তাকে সরিয়ে রেলে দেওযা হলো। মাত্র কয়েকমাস আগে রেলে যোগ দিয়েও থেমে থাকলেন না মাহবুব স্যার। রেলের টিকেট চোরাকারবারীদের ভাত মেরে তিনি নাম, ভোটার আইডি নাম্বার সম্বলিত অনলাইন টিকেটের প্রচলন করার কাজ করেছেন।

আমরা দেখেছি মাহবুব স্যার দেশের মানুষের জন্য তিনি দপ্তর থেকে দপ্তরে ছুটে বেড়িয়েছেন। এমনও হয়েছে তিনি কাজ করেন এক দপ্তরে, কিন্তু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নানা বিষয়ে কাজ করেছেন। এমনও হয়েছে অন্য দপ্তরের মন্ত্রীর মিটিংয়ে যাওয়ার জন্যে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন। একজন ক্যাডার কর্মকর্তা হয়েও কনফারেন্স রুমে চেয়ার পাননি, দাঁড়িয়ে থেকেছেন! তবুও গিয়েছেন শুধুমাত্র অনিয়মের চিত্র মন্ত্রীর সামনে তুলে ধরার জন্যে! এগুলোর প্রশংসা তো করতেই হবে।

এই তো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে বেশ কয়েকদিন আগে তিনি একটা স্বপ্নের কথা বললেন। ১০ জন অফিসার নিয়ে তিন মাসে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অনুমতি চাইলেন। এই চাওয়াই কী তবে কাল হলো!

আমি ভীষণ মর্মাহত। শুধু মিলন স্যারের জন্য নয়, সব সৎ সরকারি কর্মকর্তাদের জন্য আমার এই কষ্ট। হ্যা, এই দেশে নানা বিষয় নিয়ে আমি লিখি। উদ্দেশ্য একটাই এই দেশ আর দেশের মানুষেরা ভালো থাকুক। সৎ মানুষগুলো তাদের লড়াই অব্যাহত রাখুক।

আমার কাছে মনে হয় সৎ মানুষগুলো একা। তাই এদেশে যখন কোন সরকারি কর্মকর্তা সততার সাথে লড়াই করেছেন, দেশ ঠিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমি তাদের ভক্ত হয়েছি। নিজে থেকে যোগাযোগ করি, তাদের লড়াইয়ে পাশে থাকার চেষ্টা করেছি।

পাশে থাকতে চেয়েছি কারণ, আমার মনে হয়েছে, এই দেশের রাজনীতি বা আমলাতন্ত্র অসাধারণ সৎ কর্মকর্তা চায় না, তারা চায় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা কেরানি যে শুধু চেয়ারে তোয়ালে দিয়ে বসে থাকবে, বিশাল হাবভাব নেবে, ঘুষ খাবে নয়তো সারাজীবন নির্বিবাদে স্বপ্নহীন একটা চাকুরি করে অবসরে যাবে। এমন কর্মকর্তা দিয়ে দেশ বদলানো যাবে না। বরং দেশ বদলাবে স্বপ্ন দেখা কিছু লড়াকু সৎ মানুষ দিয়ে।

আমি দেখেছি সরকারি চাকুরির মধ্যে থেকেও অনেক সৎ কর্মকর্তা এই দেশটাকে ভালোবেসে নানা উদ্যোগ নেন। কিন্তু সবসময় দেখেছি, সাধারণ মানুষ তাদের ভালোবাসলেও তাদের পেশার অন্যরা সবসময় বসে থাকে কীভাবে তাদের ঘায়েল করা যায়। এসব কারণে সৎ সরকারি কর্মকর্তারা নানাভাবে পিছিয়ে পড়েন।

সত্যি বলছি, আমলাতন্ত্রে আমার বিশ্বাস না থাকলেও ভালো ও সৎ আমলাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস ছিল। সে কারণেই অসাধারণ কর্মকর্তা মুনীর চৌধুরী, ইউসুফ ভাই কিংবা মাহবুব কবির মিলন স্যারদের মতো যারা চেষ্টা করেন তাদের আমি বেশ শ্রদ্ধা করি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনপ্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন মাহবুব কবির মিলনকে কোন অপরাধে ওএসডি করা হলো। দুর্নীতিমুক্ত দেশের কথা বলা অপরাধ? আর ওএসডি যদি করতেই হয় তাহলে তো দুর্নীতি আর ব্যর্থতার দায়ে যাদের বিচার হওয়ার কথা তারা সব সিনিয়র সচিব হয়ে যাচ্ছেন। আর যারা চেষ্টা করছেন তারা হচ্ছেন ওএসডি।

হ্যা,মাহবুব কবির মিলন মানুষ, ফেরেশতা না। কাজেই তার ভুল থাকবে। কিন্তু নিরাপদ খাদ্য আন্দোলন বা রেলের টিকিট নিয়ে তিনি যা করেছেন সেগুলো বাদ দিলাম, হার্টের রিংয়ের দাম কমানোর যে লড়াই তিনি করেছেন সেটাই তো বেঁচে থাকার জন্য যথেষ্ট। উনি একা যা করেছেন বহু কর্মকর্তা বা বহু দপ্তর ২০-২৫ বছরেও তা করতে পারেননি। আফসোস এই দেশে দুর্নীতি করলে পদোন্নতি হয় আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা ধারণা দিলে সেই ধারণা আইনসম্মত হয়নি বলে তাকে ওএসডি করা যায়।

নীতি নির্ধারকদের বলবো, মাহবুব কবির মিলন স্যারকে কাজে লাগান। তাকে এমন কোন দপ্তরে দেন যেখানে তিনি কাজ করতে পারবেন। তিনি যে সৎ কর্মকর্তাদের নিয়ে উইং করার কথা বলেছেন সেরকম কিছু হলে মন্দ কী!

🫡 একজন মাহবুব কবির মিলন
✍️ By Shariful Hasan on Sunday, September 6, 2020

এতো গেলো লেখকের গল্প। আমাদের বাশুর গল্প বলি, আমাকে দেওয়া ইনবক্সে হিজিবিজি মেডিকেল রিপোর্ট ডিকোডিং এর উসিলায় পুলিশের চৌকশ অফিসার সাগর কবিরুল ভাইয়ের পোস্টের প্রেক্ষিতে নানা কাঠখড় পেরিয়ে
ডাক্তারের স্পষ্টাক্ষরে প্রেসক্রিপশন লেখার আদালতের রায়টা স্যারের মাধ্যমে আমরা পাই।

ভোক্তা অধিকারে অভিযোগের প্রেক্ষিতে জরিমানাকৃত প্রতিষ্ঠানের অর্থের কিছু % ভোক্তাদেরকেই দেবার চরম আইডিয়াটা স্যারের।

যানবাহনের ভেতরেও যানবাহনের নাম্বার প্লেট বসানোর আইডিয়াটাও উনার।

তিনি সেই ব্যক্তি প্রধানমন্ত্রী (পলাতক হাসিনা) এর আমলে সাহস করে ভিডিওবার্তায় বলেছিলেন - "১০ মানুষ আমাকে দেন আর সুযোগ দেন। আমি বাংলাদেশ পাল্টে দিবো।"

এই ভিডিও দেখে চাকরিটাই বসে গেল তাঁর! আমরা হাসিনার রেজিমের সব কাজ থেকে সরে গেলাম চিরোতরে...

আজকে বিপ্লবী সরকারের প্রতি আমাদের উদাত্ত আহবান স্যারকে উপদেষ্টা করুন।

মাহবুবুর কবির মিলন স্যারসহ বাকিদের নাম প্রকাশ করে লাইভ করেছি গতকাল। তাঁকে মূল্যায়ন না করলে বাংলাদেশ অবমূল্যায়িত হয়ে থাকবে।

তাঁকে রেল বা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে জাতি দেখতে চায়।

- Xenon Xihaan

11/11/2024

বিপ্লব কি হাত ছাড়া হয়ে যাচ্ছে?

09/11/2024

কে এই নূর হোসেন?

23/10/2024

HSC তে ফেল করে আবার নাকি আন্দোলন!
অটোপাসের নানা দিক...

02/10/2024

দেশের প্রধান পালিয়ে গেল, থানাগুলো আজো খালি, পুড়ে ছাই! বিগত সরকারের প্রায় সবাই পলাতক! সেখানে মামলা বহাল থাকে কীভাবে আর সাজাও কীভাবে হয়!

30/09/2024

গু ম হওয়া, আ য় না ঘরের ব ন্দি দেরকে ফিরে পাওয়া কি খুব কঠিন?

Address

Shahbag
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when BASHU Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BASHU Bangladesh Foundation:

Videos

Share

এক নজরে বাশু

৫২'র ভাষা আন্দোলনের চেতনা, ৭১ এর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ধারণ, ঠিক বানান, শুদ্ধ টাইপিং, বাংলার গান, ইতিহাস প্রচারণা, বাংলার প্রতিভা পরিবেশন, জনসচেতনতার অনুধাবন, জাগরণবোধ, মানসিকতার পরিবর্তন, বাংলা একাডেমির সবশেষ সংশোধন প্রচার এবং শিক্ষাকে গণ্ডিমুক্ত করার প্রত্যয়ে ২০১৫ সাল থেকেই কাজ করছে বাশু।বাশু বাংলাদেশ এর অঙ্গসংগঠন হিসেবে বানানের নজরদারিতা এবং শুদ্ধিতে কাজ করে থাকে বাশু বানান শুদ্ধকারী। হোক বাংরেজি বা বাংলা কিংবা ইংরেজি; সেই শব্দকে ঠিকভাবে উপস্থাপনে অনুধাবিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বাশুর শব্দযোদ্ধারা।