True Pulse

True Pulse অনলাইন বিক্রেতা ও বাংলা ভাষায় স্বাস্?

নামায, রোযা, যাকাত ও ইসলামের সকল বিষয় নিয়ে পরামর্শ ও রোগ প্রতিরোধ এবং প্রতিকারের জন্য ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের প্রাকৃতিক প্রতিষেধকগুলো সম্পর্কে ধারণা নিতে এবং ব্যবহার জানতে হবে, ব্যায়াম করতে হবে, সঠিক খাদ্য নির্বাচন করতে হবে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকার উপায় জানতে হবে এবং সুস্থ্ জীবন যাত্রায় অভ্যস্থ হতে হবে। রোগের প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে। আর সেই কাজটিই সামর্থ অনুযায়

ী করে যাচ্ছে বাংলাভাষায় প্রথম ও একমাত্র ফেইসবুকভিত্তিক স্বাস্থ্যপত্রিকা .::দেহ::.

মুখবন্ধ: এই পেইজের সকল তথ্য শুধুমাত্র বাংলাভাষায় স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞানার্জন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকাশিত যা কোন অবস্থাতেই চিকিৎসকের বিকল্প নয়। রোগ নির্নয় ও তার চিকিৎসার জন্য সংশ্লিস্ট চিকিৎসকের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।

আমাদের নতুন উদ্যোগ ইউটিউবে স্বাস্থ টিপস সমূহ সুন্দর ভাবে দেওয়া হবে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।
লিংক: https://www.youtube.com/watch?v=8EC3RWBToiQ&list=UU6gkYzRx53zrHtz_92pAAAg&index=1

12/06/2024

শহরের একটি বহুতল ভবনে যত সংখ্যক গরু কুরবানী হয়ে থাকে, এই পরিমাণ কুরবানী কয়েকটি গ্রামেও হয় কি না যথেষ্ট সন্দেহ রয়েছ...

29/05/2024
স্কুল থেকে কলেজে পদার্পণ—আমাদের সন্তানদের জন্য এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। এই সময় স্খলনের নানা ফাঁদ তাদের পদে পদে ওত পে...
24/05/2024

স্কুল থেকে কলেজে পদার্পণ—আমাদের সন্তানদের জন্য এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। এই সময় স্খলনের নানা ফাঁদ তাদের পদে পদে ওত পেতে থাকে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশে গিয়ে অনেকে শেকড় ভুলে যায়। তাদের মধ্যে পরিলক্ষিত হয় নানা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। মাদক, অবৈধ প্রেম, ডিপ্রেশনের ছোবলে অনেক মেধাবী শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়।

এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের সন্তানেরা যেন নিজের জীবন ও ক্যারিয়ারকে সুসংহত রাখতে পারে, এ জন্য এবারের এসএসসি ও দাখিল সম্পন্ন করা শিক্ষার্থীদের নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি বিশেষ এক নাসীহা প্রোগ্রাম

📅 তারিখ: ৩১ মে, ২০২৪; শুক্রবার।
⏰ সময়: বিকাল ৩টা।
🗺️ স্থান: মাদরাসাতুস সুন্নাহর মাঠ (ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা)

⏰ আবেদনের শেষ তারিখ: ২৯ মে, ২০২৪ (রাত ১২টা)

🔗 আপনি যদি এবার এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়ে থাকেন অথবা পরীক্ষার্থীর অভিভাবক হয়ে থাকেন, তাহলে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন: https://forms.gle/FjEk9kEPQdq8z6iTA

09/05/2024
08/05/2024

🛎 জুম্মা রিমাইন্ডার!• সূরা কাহাফ, ইস্তেগফার, বেশি বেশি দুরুদ পড়বো এবং মুসলিম কবরবাসী ও মাজলুমদের জন্য দু'আ করবো সবাই ইনশ...
03/05/2024

🛎 জুম্মা রিমাইন্ডার!

• সূরা কাহাফ, ইস্তেগফার, বেশি বেশি দুরুদ পড়বো এবং মুসলিম কবরবাসী ও মাজলুমদের জন্য দু'আ করবো সবাই ইনশাআল্লাহ!

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…
02/05/2024

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…

পাপাচার থেকে বিরত থাকতে, হজরত ইবরাহিম আদহামের সেরা ৫ উপদেশএকবার এক লোক হজরত ইবরাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহু আলাইহি কাছে...
01/05/2024

পাপাচার থেকে বিরত থাকতে, হজরত ইবরাহিম আদহামের সেরা ৫ উপদেশ
একবার এক লোক হজরত ইবরাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহু আলাইহি কাছে আধ্যাত্মিক প্রশান্তি লাভের জন্য এসেছিলেন। ওই ব্যক্তি হজরত ইবরাহিম ইবনে আদহামকে বললেন, ‘আমি বড় অপরাধী। আমাকে এমন কিছু উপদেশ দিন, যাতে আমি পাপাচার থেকে বিরত থাকতে পারি।
হজরত ইবরাহিম ইবনে আদহাম ওই ব্যক্তির উদ্দেশ্যে গোনাহমুক্ত জীবন-যাপনের চমৎকার পাঁচটি উপদেশ তুলে ধরেছিলেন। তাহলো-
>আল্লাহর দেয়া রিজিক থেকে বিরত থাকা
> আল্লাহর জমিন থেকে বের হয়ে যাওয়া
> আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাওয়া
> মৃত্যুর ফেরেশতার কাছে সময় নেয়া
> জাহান্নামের দায়িত্বে থাকা ফেরেশতা থেকে মুক্তি চাওয়া
মনে রাখা জরুরি
আল্লাহর দেয়া রিজিক থেকে বিরত থাকা, আল্লাহর জমিন থেকে চলে যাওয়া, আল্লাহর দৃষ্টির বাইরে চলে যাওয়া, মৃত্যুর ফেরেশতার কাছে সময় নেয় এবং জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাকে তার কাজ থেকে বিরত রাখার শক্তি ও সামর্থ কারোর নেই।

সুতরাং এ পাঁচ কাজ যথাযথভাবে আদায় করতে হলে, অবশ্যই পাপ কাজ ছেড়ে দেয়ার বিকল্প নেই। উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায়ে পাপ ছেড়ে দেয়াই মুমিন মুসলমানের অন্যতম কাজ।

#ইব্রাহিম_বিন_আদহাম #ইব্রাহিম_বিন_আদহাম #ইসলামেরকথা #ইসলামিক_বানি #গুনাহ_থেকে_বাচার_উপায়

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোনো জাতি যখন যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভূ-পৃষ্ঠে চতুস্প...
30/04/2024

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোনো জাতি যখন যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি ভূ-পৃষ্ঠে চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। ~সুনান ইবনে মাজাহ ৪০১৯

হে মুসলিম উম্মাহর মেয়েরা?কী ভাবছেন? পৃথিবীতে অমুসলিম কিংবা দ্বীনহীন মানুষ আপনার যুগেই প্রথম? ইত:পূর্বে পৃথিবীতে কোনো অমু...
29/04/2024

হে মুসলিম উম্মাহর মেয়েরা?
কী ভাবছেন? পৃথিবীতে অমুসলিম কিংবা দ্বীনহীন মানুষ আপনার যুগেই প্রথম? ইত:পূর্বে পৃথিবীতে কোনো অমুসলিম কিংবা দ্বীনহীন মানুষ ছিল না?

কী নির্বোধ বোকা আপনি?
আপনি প্রেম নামক এক বিষাক্ত জিনিসের মাধ্যমে একজন অমুসলিম অথবা দ্বীনহীন মানুষকে আল্লাহ তায়ালাকে চেনানোর দায়িত্ব নিচ্ছেন, নিয়েছেন। অথচ আপনি নিজেই আল্লাহ তায়ালাকে চেনেন না? কারণ এই প্রেম নামক বস্তুটি ইসলামে বৈধ না। আপনি আল্লাহ তায়ালাকে চিনলে জানতেন, এমন কাজের বৈধতা তিনি দেননি, দেন না।

জানুন মহিলা সাহাবিদের ইতিহাস। তাদের যুগেও অমুসলিম ছিল। ছিল দ্বীনহীন মানুষ। কই তারা তো প্রেম করে কাউকে মুসলিম বানানোর দায়িত্ব কাঁধে তুলে নেয়নি। এমন দায়িত্ব কাঁধে তুলে নেননি গত হওয়া আল্লাহ প্রিয় কোনো মুসলিম নারী। অথচ আপনি সে দায়িত্ব নিয়ে নিজেকে দ্বীনের বিশাল খেদমত ওয়ালী ভাবছেন। ভাবছেন আপনি করে ফেলছেন দ্বীনের বিশাল উপকার।

হে নির্বোধ মেয়ে?
তোমার জন্য পর্দা করা ফরজ। আর পর্দা করলে কোনো পর পুরুষের সাথে কথা বলা যায় না। অথচ তুমি তো মুসলিম বানানো কিংবা দ্বীন শেখানোর নামে তার সাথে কেবল মেলামেশা করছ না; ক্ষেত্র বিশেষ বিসর্জন দিচ্ছো তোমার সতীত্ব। এ হলো তোমার দ্বীন শেখানোর নামের বিশাল উপকার।

কেন বোঝো না?
পৃথিবীতে অগণিত আলেম-উলামা থাকতে তোমার কাছেই কেন এই গুরু দায়িত্ব এলো? কেন তোমার কাছেই মানুষ দ্বীন শিখতে আর ইসলাম গ্রহণ করতে আসে। কই কোনো মেয়ে তো আসল না? কিংবা আলেমদের কাছে কেন সে গেল না? তাহলে বুঝে নাও! এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি। এসেছে শয়তানের পক্ষ থেকে। যেন কেবল তোমার ঈমান না, তোমার শরীরটাও খাবলে-খুবলে খেতে পারে; খাওয়া যায়।

যে কাজে নারীর সতীত্ব বিলাতে হয়।
যে বিষয়ে নারীর পরপুরুষের সাথে মেলামেশা করতে হয়, সে কাজ করার অধিকার তোমায় ইসলাম দেয়নি।

তোমাকে ইসলাম যে দায়িত্ব দিয়েছে সেটা হলো, পর্দা করা, সতীত্ব হেফাজত করা, পরপুরুষ থেকে দূরে থাকা।

আল্লাহ তায়ালা উম্মাহর মেয়েদের বোঝার তৌফিক দান করুন।

আমাদের দায়িত্ব, বলা, বোঝানো, সতর্ক করা। বাকি বুঝে নেওয়ার দায়িত্ব আপনার। যদিও সবার কপালে হেদায়েত জুটে না কিংবা সবাই বুঝবে না।

©~ আদিব সালেহ।

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?বর্তমানে দেশের তীব্র দাবদাহের প্রেক্ষাপটে খুব মনে পড়ছে।কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূ...
25/04/2024

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?
বর্তমানে দেশের তীব্র দাবদাহের প্রেক্ষাপটে খুব মনে পড়ছে।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এবং খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের অভিনীত একটা বিজ্ঞাপন শৈশবে বিটিভিতে প্রায়ই দেখতাম। যতদূর মনে পড়ে, কবিরাজ আবুল খায়ের গ্রামের একটি জায়গায় লোকজন জড়ো করে বলতে থাকেন-

“আল্লাহর দান এই গাছ। যারা চিনতে পারে, তারা নিজেই নিজের চিকিৎসা করতে পারে, আর যারা চিনতে পারে না তাদের জন্য আছি আমি। আমি কবিরাজ। গাছ নিয়ে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন।”

কবিরাজ – “গাছ আমাদের কি কামে লাগে?”
জনতা — “গাছ আমাগো অনেক কামে লাগে।”
কবিরাজ –“যেমন?”
জনতা –“গাছ আমাদের নানা রকম ফল দেয়।”
কবিরাজ — “আর?”
জনতা — “গাছ আমাদের ছায়া দেয়।”
কবিরাজ — “আর?’
জনতা — “লাকড়ি দেয়, চুলা জ্বালাই।”
কবিরাজ – “আর?”
জনতা — “কাঠ দিয়া খাট পালঙ্ক বানাই।”
কবিরাজ — “হের লাইগা-বেবাক গাছ কাইটা ফালাইতাসে। কিন্তু আসল কথাটা কেউ কইলেন না। দমের কথা ! প্রতিটা নিঃশ্বাসের লগে আমরা যে অক্সিজেন নেই, সেটা কে দেয়?”

“ভাইসব… একেকটা গাছ একেকটা অক্সিজেনের ফ্যাক্টরি। আর দেয় ওষুধ যা আমি আপনাগো পৌঁছাইয়া দেই। সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?”

বৃক্ষ মালিক — “কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?”
কবিরাজ — “আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?”
বৃক্ষ মালিক — “আছিলো, কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।”
বৃক্ষ মালিক — “আছিলো , কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “আপনের গাছ?”
বৃক্ষ মালিক — “হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।”
কবিরাজ — “গাছ লাগাইছিলো কে?”
বৃক্ষ মালিক — “আমার বাবায়।”
কবিরাজ — “আপনি কী লাগাইছেন ?”
বৃক্ষ মালিক — “আমি কী লাগাইছি?”
কবিরাজ — “হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে।”

কবিরাজ আবারো সবাইকে জড়ো করে বলতে শুরু করেন —
“আমি আর আপনাগোর কবিরাজ নাই। আপনারা চাইলেও আমি আর ওষুধ দিতে পারুম না।
প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই। সাপ্লাই শেষ। গাছ নাই তো আমার ওষুধও নাই। লাকড়ি বানায়া চুলায় দিছি, খাট পালঙ্ক বানায়া শুইয়া রইছি, টেকার দরকার পড়ছে গাছ কাটছি। যা কাইটা ফালাইসি তা কি পূরণ করছি? বাপ দাদার লাগানো গাছ কাটছি। নিজেগো সন্তানের জন্য কী রাখছি?
অক্সিজেনের ফ্যাক্টরি ধীরে ধীরে শেষ হইতাসে। চোখ ভইরা সবুজ দেখি না। ভবিষ্যতে কেমনে দম লইবেন?”

জনতা- “আহো, মিয়া ভাই তোমারে নিয়া একটা চারা গাছ লাগাই আর মনে মনে কই সবুজ দুনিয়া দেখতে চাই, বুক ভইরা দম নিতে চাই। আর আমাদের সন্তানেরা, তোমাগোর লাইগ্যা টাকার গাছ লাগাইলাম। অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম।“

হিন্দু যুবকরা পরিকল্পিতভাবে এগুলো করছে।
25/04/2024

হিন্দু যুবকরা পরিকল্পিতভাবে এগুলো করছে।

গা-কাটা দিয়ে উঠে, এ ধরনের কর্মকান্ড দেখলে!
21/04/2024

গা-কাটা দিয়ে উঠে, এ ধরনের কর্মকান্ড দেখলে!

ফরিদপুরের মধুখালীতে পঞ্চপল্লী এলাকার একটি মন্দিরে আগুন লাগে। মন্দিরের পাশেই পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টয়লেট নির্মাণ কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আগুনের ঘটনায় তাদের সন্দেহ করে হামলা চালিয়ে আশরাফুল ও আরশাদুল নামে দুই ভাইকে হত্যা করে উগ্রবাদী হিন্দুরা,

তথ্যসুত্র: চ্যানেল ২৪

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪

বাংলাদেশের অসচেতন মুসলমানদের ফাঁসাতে সংঘবদ্ধ হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দির ও প্রতিমা ভাঙ'চুর করে দা'ঙ্গা বাধিয়ে নিজেদে...
21/04/2024

বাংলাদেশের অসচেতন মুসলমানদের ফাঁসাতে সংঘবদ্ধ হিন্দুরা নিজেরাই নিজেদের মন্দির ও প্রতিমা ভাঙ'চুর করে দা'ঙ্গা বাধিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় তার কয়েকটা প্রমাণ তথ্যসূত্র সহ দেওয়া হলো:

(১) সিরাজদিখানে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ – (https://www.dailynayadiganta.com/more-news/547112/)

(২) কুড়িগ্রামে মুসলমানদের ফাঁসাতে প্রতিমা ভাংচুর করে হিন্দুদের মিথ্যা মামলা –
(https://www.dailynayadiganta.com/more-news/547112/)

(৩) মেয়ের জামাইকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর –
(https://www.bd-journal.com/bangladesh/46683/)

(৪) নারায়ণগঞ্জের রূপগঞ্জে শত্রুকে ফের মামলায় ফাঁসাতে নিজ মন্দিরে আগুন – (http://archive.is/aiwMo)

(৫) কুমিল্লায় দুই ভায়রা ভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দূর্গার প্রতিমা ভাংচুর – (http://archive.is/ekG1x)

(৬) রংপুরে নিরীহ মুসলমানকের ফাঁসাতে মূর্তি ভাঙ্গলো হিন্দুরা – (http://archive.is/yhNgI)

(৭) রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল জোর পূর্বক মূর্তি বসিয়ে – (http://archive.is/Ognbd)

(৮) ভোলার লালমোহন উপজেলায় প্রতিমা ভাংচুরের নামে মিথ্যে মামলায় যুবলীগ নেতাকে ফাসিয়েছে হিন্দুরা – (http://archive.is/SSd5Y)

(৯) পিরোজপুরে স্থানীয় হিন্দুদের দ্বন্দ্বে মূর্তি ভাংচুর – (http://archive.is/Z0BT6)

(১০) কুড়িগ্রামে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে মন্দিরে তালা দিলো হিন্দুরা – (http://archive.is/LQyCn)

(১১) নাটোরে দুর্গা প্রতিমা ভাংচুরকারী হিন্দু আটক – (http://archive.is/0Trpk৬)

(১২) সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কা : পীরগঞ্জে নিরীহ ব্যক্তিকে ফাঁসাতে মূর্তি ভাঙচুর – (https://archive.is/yhNgI)

(১৩) মঠবাড়িয়ায় রাতের আঁধারে প্রতিমা ভাংচুর – (https://archive.is/Z0BT6)

(১৪) রূপগঞ্জে পারিবারিক মন্দিরে আগুন, ফের মামলায় ফাঁসাতে নাটক বলে দাবি প্রতিপক্ষের – (https://archive.is/aiwMo)

(১৫) কুড়িগ্রামে কমিটির দ্বন্দ্বে মন্দিরে তালা – (https://archive.is/LQyCn)

(১৬) লালমোহনে যুবলীগ সভাপতিকে মিথ্যে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সাধারন জনতার বিক্ষোভ – (https://archive.is/SSd5Y)

(১৭) পঞ্চগড়ে ৩ মন্দিরের প্রতিমা ভাঙচুর, সদস্য প্রার্থীসহ আটক ২ –
(https://www.banglatribune.com/713683)

(১৮) প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা চুরির অভিযোগ – (https://archive.is/wKPRl)

(১৯) কুড়িগ্রামের ফুলবাড়ীতে মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ –
(https://www.voabangla.com/amp/6694385.html)

(২০) মন্দিরের ‘জমি নিয়ে বিরোধে’ প্রতিমা ভাঙচুর –(https://www.newsbangla24.com/news/160070)

(২১) ঠাকুরগাঁওয়ে মন্দির দখল নিতে সনাতনী-ইসকন সংঘর্ষ, পুলিশের গুলি –
(https://archive.is/JbP92)

(২২) কুমিল্লায় দুই ভায়রাভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দূর্গার প্রতিমা ভাংচুর – (https://archive.is/ekG1x)

(২৩) রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল জোর পূর্বক মুর্তি বসিয়ে –
(https://archive.is/Ognbd)

(২৪) বামনায় দুর্বৃত্তদের হামলায় মন্দির ও প্রতিমা ভাঙচুর –(https://www.kalerkantho.com/online/country-news/2020/02/05/871090)

 #উপলব্ধি জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের...
04/04/2024

#উপলব্ধি
জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। সম্পদ আগে এবং ইবাদত পরে।

এজন্য আমরা প্রায় সবাই দিনরাত চেষ্টা করি যে যেভাবে পারি, চুরি করে অথবা ডাকাতি করে অথবা অন্য কোন উপায়ে যাকে তাকে ঠকিয়ে যেভাবে পারি আগে সম্পদ অর্জন করি। এরপর এই অবৈধ সম্পদের অর্থে কয়েকবার হজ করে, মসজিদ মাদরাসায় বড় অংকের টাকা দান করে, গরীব এতিমখানায় খাইয়ে, বিভিন্ন দাতব্য সংস্থায় দানখয়রাত করে একেবারে বেহেস্ত কনফার্ম হয়ে যাবে।

রমাদান মাসে সারা পৃথিবীর মানুষ যেখানে ইবাদত মশগুলে সময় পার করে সেখানে বাংলাদেশের অনেকেই কিভাবে একে অন্যকে ঠকানো যায় সেই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের দেশে সবাই মুসল্লি। মসজিদ মুসল্লিতে ভরপুর। কিন্তু ঈমানী শক্তিতে আমাদের মনোবল খুবই দুর্বল।

আমাদের দেশে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে সর্বদা নিজেকে ইসলামি ব্যক্তি হিসাবে সবখানে জাহির করে সেও সুযোগ পেলে সাধারণ কিছু টাকা-পয়সার কাছে হঠাৎ নিজেকে হারিয়ে ফেলে। এজন্য বলি যে মৃত্যু চিরসত্য সে মৃত্যু নিয়ে আমরা খুব কমই চিন্তা করি।

আমাদের সততা সাধারণ টাকার কাছেই প্রতিনিয়ত হেরফের হয়ে যায়। অথচ মৃত্যুর পর একজন মৃত ব্যক্তির কি হিসাব নিকাশ শুরু হবে সেটি উপলব্ধি করতে পারলে আমরা কিছুতেই এত খারাপ হতাম না, আমরা কিছুতেই অন্যের হক মারার চিন্তা করতাম না, এমনকি আমরা কিছুতেই অন্যের সাথে দুর্ব্যবহারের চিন্তা করতাম না।
©

31/03/2024
ফ্রুটিকার এড, দু'জন মে*য়ে দু'জন ছে*লে, মে'য়েগুলোর মা'থা'য় হি'জা'ব, ছে'লেগুলোর হাতে লা'ল ফিতা, জো*ড়া মিলিয়ে ফ্রুটিকা ড্রি...
31/03/2024

ফ্রুটিকার এড, দু'জন মে*য়ে দু'জন ছে*লে, মে'য়েগুলোর মা'থা'য় হি'জা'ব, ছে'লেগুলোর হাতে লা'ল ফিতা, জো*ড়া মিলিয়ে ফ্রুটিকা ড্রিংক করছে আর প্রণয়ের চাহনি নিয়ে মুগ্ধ নয়নে হাসছে।

ক্লোজআপের কাছে আসার গল্প, ফ্রুটিকার ফ্রী মি'ক্সিং এড, কি মনে করেন? এগুলো স্বা'ভা'বি'ক!

আপনার বুঝে উঠার আগেই ওরা লুকিয়ে লুকিয়ে ফ্রী মি'ক্সিং ঢু'কি'য়ে দিচ্ছে, আপনি এবং আপনার ছে*লে মে*য়ে এগুলো দেখে অভ্যস্ত হবেন আর হি*ন্দু মু'স'লি'ম প্রে'ম বিষয়গুলোকে স্বাভাবিক মনে হবে।

ওরা পুরো চ'ক্রা'ন্ত নিয়ে মাঠে নামছে, অনলাইনে অফলাইনে প্রচুর চ'ক্রা'ন্ত নিয়ে কাজ করে যাচ্ছে।
এসব প্রকাশ্যে শুরু হতে আর বেশি দূরে নয়।

এজন্যে এসবের বি'রু'দ্ধে প্র'তি'রো'ধ গড়ে তুলুন, নিজে স'ত'র্ক হোন অন্যকে স'ত'র্ক করুন।

ক্রেতাশূন্য ইসলামি বইমেলা: প্রচারের অভাবে অনেকে জানেই না!জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের দক্ষিণ গেটে ইসলামিক ফাউন্ডেশন আয়ো...
31/03/2024

ক্রেতাশূন্য ইসলামি বইমেলা: প্রচারের অভাবে অনেকে জানেই না!

জাতীয় মসজিদ বাইতুল মুকাররামের দক্ষিণ গেটে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ইসলামি বইমেলা। চলবে চাঁদরাত পর্যন্ত।
কিন্তু প্রচারের অভাবে বলতে গেলে স্টল প্রাই ফাঁকা। সম্ভব হলে মেলা থেকে ঘুরে আসতে পারেন।

আমাদের স্বাধীনতা দিবসের উপহার পাঠানো হয়েছে।
26/03/2024

আমাদের স্বাধীনতা দিবসের উপহার পাঠানো হয়েছে।

26/03/2024

এই ব্রিজটির নাম ফ্রান্সিস স্কট কী ব্রিজ। আমেরিকার ম্যারিল্যান্ডের বাল্টিমোর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। একটু আগে একটা জাহাজ ব্রিজটিতে ধাক্কা দেয়। আর তাতেই নিমিষেই ধ্বসে পরে ব্রিজটি। তখন ব্রিজের উপর থাকা বহু গাড়ি যাত্রী সহ পানিতে পড়ে যায়।

সরকারের পক্ষ থেকে একটি বার্তা এলো যে, এবার কোনো ইফতার পার্টি করা হবে না। আমি এটাকে খুব সাধারণ ঘটনা মনে করি না। ইফতার পার...
23/03/2024

সরকারের পক্ষ থেকে একটি বার্তা এলো যে, এবার কোনো ইফতার পার্টি করা হবে না। আমি এটাকে খুব সাধারণ ঘটনা মনে করি না। ইফতার পার্টি করা হবে না— এ ঘোষণা আপনি কেন দিলেন? কৃচ্ছ্রতাসাধনের জন্য?

এই দেশ থেকে লক্ষ-কোটি টাকা পাচার হয়ে যায় সেটার বিচার করেন না। একটা ব্যবসায়িক গোষ্ঠী ৬টা ব্যাংক খালি করে দিচ্ছে তার কোনো বিচার করছেন না। ১০০ কোটি টাকার প্রকল্প ৩০০ কোটি বানিয়ে ২০০ কোটি লুটপাট করছে, সেগুলোর কোনো খবর নেই। সামান্য একটা ইফতার পার্টির আয়োজন করতে কয়েক হাজার টাকা লাগে সেটা যখন আপনি বন্ধ করে দিচ্ছেন কৃচ্ছ্রতার কথা বলে, তখন মনে হয় এটি একটি উসকানি।

-ড. আসিফ নজরুল

সোসাল মিডিয়ায় প্রচার করুন, এদেরকে বয়কট করুন!! বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২৯৫ক ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপ্র...
23/03/2024

সোসাল মিডিয়ায় প্রচার করুন, এদেরকে বয়কট করুন!!

বাংলাদেশ দণ্ডবিধি আইনের ২৯৫ক ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বাংলাদেশের যে কোনো নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অসদুদ্দেশ্যে লিখিত বা মৌখিক বক্তব্য দ্বারা কিংবা দৃশ্যমান অঙ্গভঙ্গি দ্বারা সংশ্লিষ্ট ধর্মটিকে বা কারো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা করে বা অবমাননার চেষ্টা করে, সে ক্ষেত্রে সেই ব্যক্তিকে দুই বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক প্রতিমা রানী বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ করার পরেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে শুধুমাত্র অ্যাকাডেমিক্যাল কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ ক্লাসে রাসুল (সাঃ) কে নিয়েও অশালীন ভাষায় কটূক্তি করেছিল এই হিন্দুত্ববাদী দুর্বৃত্ত। ইসলামবিদ্বেষী ডাঃ প্রতিমা রানী বিশ্বাসকে আইনের আওতায় না এনে, বরখাস্ত না করে মহাখালী বদলি করা হলো!

এ কেমন শাস্তি? এরা এভাবে সহজেই পার পেয়ে যায় বলেই এই ঘটনাগুলো বারবার ঘটে চলছে।

21/03/2024

আপনার সন্তান-কে কেমন দেখতে চান____?

Address

Motijheel
Dhaka
1000

Telephone

+8801629339639

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Pulse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Pulse:

Videos

Share

Category