Broken Heard

Broken Heard ❤️👑 king 👑❤️
-যেতে চাই বহুদূরে তবে কারো
ক্ষতি না করে,,,🙂🥀

18/05/2024

Ekta_Chilo_Sonar_Konna___একটা_ছিল_সোনার_কন্যা_।_Subir_Nandi___Cover___Modhu_Raie


MD Onoy Islam
MD Lalin Islam

18/05/2024

Ekta_Chilo_Sonar_Konna___একটা_ছিল_সোনার_কন্যা_।_Subir_Nandi___Cover___Modhu_Raie

MD Onoy Islam
MD Lalin Islam

18/01/2024
রাত কিবা দিন; কেউই ফেরার নেইঅথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!কোথাও কোনো অসম্পূর্ণতা নেইঅথচ মনে হয় আমি সম্পূর্ণ দিকশূন্য! র...
12/12/2023

রাত কিবা দিন; কেউই ফেরার নেই
অথচ মনে হয় আমি অপেক্ষা করে আছি!
কোথাও কোনো অসম্পূর্ণতা নেই
অথচ মনে হয় আমি সম্পূর্ণ দিকশূন্য!

রাত তবুও জেগে থাকে ভোরের আশায়
আমাকে জাগিয়ে রাখে কোন হতাশায়!
কোথাও শব্দ নেই,ডাকছে না কেউ
অথচ বুকের ভিতর ভাঙনের ঢেউ!

বই : মন খারাপের মন ভালো নেই
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ 🤍

11/12/2023

দূরে একটা আকাশ মতো ঘর
ঘরের ভেতর পাখির মতো তুমি।
রাত পেরিয়ে, ঘাত পেরিয়ে ফিরে —
দেখি, উড়ে গেছো, গৃহ বিরানভূমি।

11/12/2023

- আজও ভালোবাসি, কালও ভালোবাসবো
- তুমি ভালোবাসলে ও বাসবো, না বাসলেও
বাসবো......!🙃🙃

29/10/2023

- একটা ভুল হলেই লোক মুখ ফিরিয়ে নেয়😐

- অথচ মায়ের সাথে কত ভুল করেছি মা কখনো
মুখ ফিরায়নি.!❣️🥀

16/09/2023

আমাকে একদিন চিঠি লিখবেন?
অনেক কথার চিঠি।
যেন সময় ফুরিয়ে গেলেও শব্দেরা না ফুরায়।

আমি লিখতে গিয়ে–
প্রথমেই লিখলাম ''ভালোবাসি''।
আর কোনো শব্দ না।কিচ্ছুটি না।

আচ্ছা 'ভালোবাসি'
এর চেয়ে নাতিদীর্ঘ চিঠি আর কি হতে পারে?

বই : বিরামচিহ্ন • ছবি : মুনিরা
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

16/09/2023

❤️যোগাযোগ না হলেও🌹 কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে,🥀

16/09/2023

- ভালো থেকো নীলা,
ভুল কিছু হয়ে গেলে ক্ষমা করে দিয়ো।
- ভুল তো করেছন ই,
কিন্তু আমি ক্ষমা করবো না।
- তাহলে শাস্তি দাও।
- কী শাস্তি দিব, আপনিই বলুন।
- না না তুমিই বলো।
- আচ্ছা আমি যা শাস্তি দেব তাই মেনে নেবেন?
- হ্যাঁ, মেনে নেবো।
- ভেবে বলুন।
- ভেবেই বলেছি।

নীলা কিছুটা সরে আসে।
হাতের কাজ গুলো তুলে রেখে সামনে এসে দাঁড়ায়।
মুখোমুখি হয়ে টান করে কাঁধে হাত রাখে আমার।
তারপর চোখে চোখ ফেলে বলে;
তাহলে শাস্তি স্বরূপ বাকিটা জীবন
আমার সাথে থেকে যান।

কবিতা : যাবজ্জীবন
ভালোবাসি একটি কবিতার নাম

16/09/2023

আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।

'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না।
সেটা আমি জানি। টের পাই।

ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান।
তবুও একটু কথা পাঠান, প্লিজ!
আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব! 'বিষম ভীষণ' এর মতোন!

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

16/09/2023

কবিকে কাঁটা দিলে— কবি বাড়িয়ে দেন ফুলের ঘ্রাণ।
ফুল দিলে বিপরীতে গড়ে তুলেন ফুলের বাগান।
শুধু দুঃখ দিলে ফেরত না দিয়ে— তা দিয়ে কবিতা বানান।
আমার যা কিছু কবিতা— তা আপনাদের দুঃখেরই অবদান।

সালমান হাবীব - কবিতায় গল

16/09/2023

আপনত্বের অধিকার খাটাতে গিয়ে
অপরাধী হবার চেয়ে - অন্য মানুষ হয়ে
দূরত্ব পোষা ঢের ভালো।

-🌿📝

আমাকে যে ভুলে গেছে তার কথা মনে হলে বুকে জমে শোক,আমাকে যে ভুলে আছে–তারে মনে রাখা আমার এক পুরোনো অসুখ!আমি তার খোঁজ করি রোজ...
29/08/2023

আমাকে যে ভুলে গেছে
তার কথা মনে হলে বুকে জমে শোক,
আমাকে যে ভুলে আছে–
তারে মনে রাখা আমার এক পুরোনো অসুখ!

আমি তার খোঁজ করি রোজ
খোঁজ করি— আলোহীন প্রাতে
দিনের শুরুতে খুঁজি, খুঁজি তারে নিশুতি রাতে
এইভাবে কেটে যায় দিন, কাটে দিবস যামিনী রোজ,
একদিন ফিরে এসে দেখে;
তারে খুঁজে ফেরা সেই আমিটাই নিখোঁজ!

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

11/08/2023

বৃষ্টির দিনে মোটরসাইকেল চালাতে কেমন লাগে আপনার?

27/07/2023

দেখি"কে মরিচ বের করতে পারে"
দামী ফোন ছাড়া"সম্ভব না🤣😅🤣
🌶️🌶️🌶️🌶️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Broken Heard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Broken Heard:

Videos

Share

Category