Natural hub bd

Natural hub bd -Human to human relationship should be like open sky.

23/10/2023

মূসাপুর,নোয়াখালী।

02/10/2023

তারেই বা দুঃখ দেই ক্যামনে যে বেসেছিলো একবেলা ভালো!

©আসলাম ভাই

@আমজাদ হোসেন

20/07/2022
29/10/2021

-নিজেরে শুধরাইতাছি! আপনেগো দোয়া প্রার্থী।!

26/07/2021

বন্ধে মায়া লাইছে,পিরিতি শিখাইছে....

10/07/2021

High Life

12/02/2021

নাবিলার আম্মা আর পাশা অবশেষে বন্ধু হলেন।--[ব্যাচেলর পয়েন্ট]--

23/12/2020

তুই হন? আই হোসোইন!!

25/11/2020

আমি ভাষণ হিগী নাই...

When someone asks me "kire ki kinli eid e"
24/05/2020

When someone asks me "kire ki kinli eid e"

29/03/2020

জানুয়ারীর ১৫ তারিখ থেকে মার্চ এর ২০ তারিখ পর্যন্ত,বিশ্বের সেরা ২০ টি দেশে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যার একটি গ্রাফচার্ট।

27/03/2020

নোয়াখালীতে জ্বর কাশিতে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে

24/03/2020

আইইডিসিআর-এ ফোন করে সংযোগ না পাওয়ার অভিযোগ অনেক ভুক্তভোগীর। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও পরামর্শ পাওয়া দুষ্কর। পাওয়া গেলেও বিদেশফেরত কারো সংশ্লিষ্টতা না থাকলে পরীক্ষা করা হচ্ছে না। ফলে রোগীর প্রকৃত সংখ্যা পাওয়া যাচ্ছে না বলে মনে করেন অনেক চিকিৎসকরাও। তাদের মতে, সামাজিকভাবে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছেন অনেকেই।

23/03/2020

China disinfects entire cities to fight coronavirus outbreak, some twice a day.

এখনই করে ফেলুন অনলাইনে করোনা ভাইরাস টেষ্ট। -সতর্ক থাকুন!
17/03/2020

এখনই করে ফেলুন অনলাইনে করোনা ভাইরাস টেষ্ট।
-সতর্ক থাকুন!

আইডিয়াঃ ডাঃ ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী, রেজিস্ট্রার (মেডিসিন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল & Doctoroncall

17/03/2020

সরকার বাহাদুর!
করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে সময় থাকতেই সঠিক সিদ্ধান্ত নিন। বিশ্বের বাঘা বাঘা সব অর্থনীতির দেশগুলো আক্রান্ত হওয়ার অনেক আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিল। জনগনকে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছিল। আক্রান্ত হলে রোগীদের সঠিক সেবা দেয়ার জন্য ডাক্তার নার্সদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছিল। সকল সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতালে চিকিৎসা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছিল।

এরপর যখন দেশগুলিতে ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়া শুরু হলো তখন তারা গোটা দেশকে সতর্ক করলো। এক পর্যায়ে দেশে জরুরী অবস্থা জারি করলো। নিজেরাই সারা দুনিয়া থেকে নিজেদেরকে এক প্রকার বিচ্ছিন্নই করে ফেললো। এসব কিছুই ঐ দেশগুলির সরকার করেছে তাদের দেশের নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তার জন্য, সকলের কল্যাণের জন্য।

কিন্তু আফসোস! আমাদের দেশে কি হচ্ছে!!

আজকে একটি জাতীয় দৈনিকে পড়লাম, করোনাভাইরাস সনাক্ত করতে এখন পর্যন্ত মাত্র ২৬৮ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। তাদের হাতে আর মাত্র ১৭৩২টি কিট আছে। তার মানে হলো, আইইডিসিআর আর মাত্র ১৭৩২ জন মানুষকে পরীক্ষা করে দেখতে পারবে যে তারা করোনাভাইরাসে আক্রান্ত কি না! নমুনা সংগ্রহের জন্য নতুন কিট কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনা আইইডিসিআর কর্তৃপক্ষ।

কি ভয়াবহ ব্যাপার!!

দেশের বিভিন্ন জেলার সরকারী-বেসরকারী হাসপাতালগুলির কি অবস্থা! তাদের প্রস্তুতি দেখার কি কেউ আছে? তাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জামাদী কি আছে? হাসপাতালগুলির ডাক্তার নার্স কি করোনা রুগীদের সেবায় প্রশিক্ষিত? তাদের কাছে করোনা সনাক্তকরণ কিট আর কবে পৌঁছাবে?

সারাদেশে একমাত্র আইইডিসিআরের একটি মাত্র ল্যাবরেটরীতেই হচ্ছে করোনা সনাক্তের পরীক্ষা!

চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বা অন্য বিভাগগুলির মানুষ কি সব রোগ সনাক্তের জন্য ঢাকায় আসবে? মানুষ সব ঢাকায় এলে ঢাকার অবস্থা কি হবে? আইইডিসিআরের একটি মাত্র ল্যাবরেটরী কি পারবে পরিস্থিতি সামাল দিতে?

আল্লাহ, আল্লাহ .. ভাবতেই পারছিনা কিছু!

সরকারী হিসেবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ (আসলে কতো আল্লাহ তায়ালাই ভালো জানেন)। সরকার এখনি যদি করোনা রোধে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও কার্যকরী ব্যবস্থা গ্রহন না করে তবে আমাদের দেশে যে ঘনবসতি, আর আমরা যেমন অসচেতন তাতে (আল্লাহ না করেন) আক্রান্তের সংখ্যা এই ১০ থেকে ১০০০০-এ পৌঁছাতে সময় নেবে না দুই সপ্তাহও!

তাই সরকার বাহাদুরের নিকট বিনীত অনুরোধ করছি, যথেষ্ট হয়েছে। এবার আপনার সচেতন হোন, আমাদেরকেও সচেতন করুন। একটি উৎসবকে আনন্দমুখর করতে গিয়ে হয়তো আপনারা এদিকে অতোটা সিরিয়াস হতে পারেননি, এবার হোন। এবার দেশের মানুষের জীবন রক্ষায় মনোনিবেশ করুন। প্রয়োজনে জেলা উপজেলার কিছু উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে হলেও করোনায় আক্রান্ত রুগীর সেবায় বিদেশ থেকে সরঞ্জামামাদী আনুন, পর্যাপ্ত পরিমানে কিট আনুন, ডাক্তার নার্সদের ভাইরাস প্রতিরোধক এপ্রোন আনুন। ফেস মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার কিংবা সাবান ঘরে ঘরে পৌঁছে দিন। পর্যাপ্ত এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখুন। সরকারী হাসপাতালে পাশাপাশি বেসরকারী হাসপাতালগুলোকেও ব্যবহারের জন্য প্রস্তুত রাখুন। সাসপেক্টেড রুগীদের থাকার জায়গাগুলো মানসম্মত, স্বাস্থ্যসম্মত করুন।

মনে রাখবেন, আপনাদের অবহেলা আর অদূরদর্শীতার কারনে যদি গরীব এই দেশে (আল্লাহ না করেন) করোনাভাইরাস ছড়িয়ে পরে তাহলে এর খেসারত আগামী ১০০ বছরেও দেয়া যাবে কিনা সন্দেহ আছে।

আল্লাহ তায়ালা করোনাভাইরাস নামক এই গজব থেকে প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে হেফাজত করুন।

© Masood Sayedee - মাসুদ সাঈদী

16/03/2020

করোনা ভাইরাস সহ দূরারোগ্য ব্যধি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা!

বাংলাদেশের সফলতম অধিনায়ক Mashrafe Bin Mortaza অধিনায়ক হিসেবে তার যাত্রা শেষ করলেন সতীর্থদের কাঁধে চড়ে। Thank You Captain...
06/03/2020

বাংলাদেশের সফলতম অধিনায়ক Mashrafe Bin Mortaza অধিনায়ক হিসেবে তার যাত্রা শেষ করলেন সতীর্থদের কাঁধে চড়ে।

Thank You Captain! 🌺

   SOCIAL BAIT© Olin Akram Asha
21/01/2020






SOCIAL BAIT

© Olin Akram Asha

19/01/2020

Mawlana Mamunul Haque is a leader like leader 🔥🔥

16/01/2020

উপমহাদেশের সেরা বক্তাদের একজন।
-আল্লামা তারেক মনোয়ার হুজুর। ❤
আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুন।

12/01/2020

আজহারীকে নিয়ে হিংসে হয় ভন্ডদের ধোলাই Abdullah Al Amin and M***i Amir Hamza

14/12/2019

She Said Yes In A Sunflower Field 🌻💍

13/11/2019

আমি কথা কই না ডরাইয়া,আমার কথা যায় গ্যা ছরাইয়া।

13/11/2019

চাঁদ উঠেছিল গগনে । Roddur Roy Song Remix | Bangla new song by Cover Buzz

12/11/2019

Japan

Emerald Lake, Yoho National Park
12/11/2019

Emerald Lake, Yoho National Park

Eshop-ই শপ
10/11/2019

Eshop-ই শপ

Address

Dhaka
Dhaka
3800

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural hub bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Natural hub bd:

Videos

Share

Category



You may also like