Krishnokoli

Krishnokoli Singer, Songwriter, Art activist Verified
(14)

একজন গানের লোক ও সংস্কৃতি কর্মী হিসেবে আমি মনে করি, সংস্কৃতির ওপর যেকোন অজুহাত প্রয়োগে তাকে বিপর্যস্ত করা হলে, তা আদতে দ...
25/11/2024

একজন গানের লোক ও সংস্কৃতি কর্মী হিসেবে আমি মনে করি, সংস্কৃতির ওপর যেকোন অজুহাত প্রয়োগে তাকে বিপর্যস্ত করা হলে, তা আদতে দেশের আপাদো বিপর্যয়ের কারন ঘটাবে, সাম্রাজ্যবাদী সাংস্কৃতিক কর্মকান্ড তখন ঘাড়ের ওপর চড়ে বসবে। নিদারুণ কষ্ট পেলাম, কতৃপক্ষ দ্বায়িত্ব শক্ত হাতে পালন করতে পারলে, এসব ঠুনকো বিষয় ধোপে টিকতো না। নিন্দা....

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম ও স্থানীয় মুসল্লিদের আপত্তিতে বন্ধ হয়ে গেছে লালন ‘মহতী সাধুসঙ্গ ও লালন মেলা’ নামের এক....

ভালো থেকো প্রিয়, আমার ছোটো খালা, ফিরোজা ফেরদৌস পেশায় ডাক্তার, যেখানেই থাকতেন, নিজের বাসার একটা ঘর পাড়ার মানুষের বিনে পয়স...
24/11/2024

ভালো থেকো প্রিয়,
আমার ছোটো খালা, ফিরোজা ফেরদৌস পেশায় ডাক্তার, যেখানেই থাকতেন, নিজের বাসার একটা ঘর পাড়ার মানুষের বিনে পয়সার মেডিকেল এমার্জেন্সি বানিয়ে রাখতেন, আমি তখন পঞ্চম শ্রেনীর ছাত্র, পাশের বস্তির এক অল্প বয়সী পোয়াতি মেয়ের রাত ১ টায় পেটের বাচ্চা উল্টে, পানি ভেঙ্গে গেল। সারা খুলনায় বিদ্যুৎ নেই। অগত্যা খালাই সমাধান। আমরা মোমবাতি হ্যারিক্যান জড়ো করলাম, তখন নানা বাড়িতেই সবাই থাকি। খালা কিশোরী মাকে নিয়ে ঢুকলেন, বেরুলেন প্রায় ঘন্টা খানেক বাদে, ওফ্ খালার সে হাসি মুখ মৃত্যুবধি ভুলবো না।
খালা আমার বড়ই আলসে ছিলেন, ডাক্তারি পাশ করেছেন তাঁর ইমিডিয়েট বড় বোন পড়তেন, তিনি শুয়ে শুনতেন, এভাবে। সবার ছোটো হলে কি হবে, আমার মা সবার বড় ছিলেন, কিন্তু হাসপাতাল থেকে ফিরেই ঘ্যান ঘ্যান করতেন, বড় বু মাথা টিপে দে, পানি দে নানা কিছু, হয়তো তখন মাও কলেজ ঠেঙ্গিয়ে ফিরলেন। আমি তো আমার এই খালাকে হিংসে করেই বড় হয়েছি। কত গুচ্ছের স্মৃতি আছড়ে পড়ছে। তখন ২ কি ৩ বয়স আমার, নানাভাই দুজোড়া ঝুনা নারকেল বেঁধে দুবগলে দিয়ে সাঁতার শেখাতেন, এ দেখে ছোটলা সিলেট মেডিকেলে গেলেন, প্রথম ছুটিতে ক"মাস বাদে ফিরে দেখলেন আমরা নারকেল নিয়েই সাঁতরাচ্ছি। রেগে গিয়ে দিলেন ছুঁড়ে মাঝপুকুরে, পড়ি মরি করে ঘাটে উঠে বুঝলাম, সাঁতরাতে পারি।
নিজের ভুলে পথ হারিয়েছি অনেকবার, মা খালারা সবাই হতাশ, শুধু ছোটলা বলতেন, "ওকে নিয়ে চিন্তা নেই, ও হারালেও ফিরবে", জানি না কেন, এ কথায় এত জোর ছিলো, ঠিক সাঁতারের মতো, পথ হারাতে হারাতেও বিপথে যেতে পারিনি।
খালা তোমার ফুলস্টপ সময়টা একটু আগেই এসে গেল। আমি আরেক বার মা হারা হলাম, আদর।
ছবিটা: ২৮ এপ্রিল ২০২৩

ধন্যবাদ ডেইলি স্টার, বিশেষ করে মামুন ও শিপলুকে।
14/11/2024

ধন্যবাদ ডেইলি স্টার, বিশেষ করে মামুন ও শিপলুকে।

Watch her interview with The Daily Star on Star Connects

শুভ দীপাবলি। আমার গান কিন্তু অন্যে মালিক, এখন এটাই দিলাম আপাতত
31/10/2024

শুভ দীপাবলি। আমার গান কিন্তু অন্যে মালিক, এখন এটাই দিলাম আপাতত

KriShnOkoLi IsLam

ভরপুর প্রাণ!
30/10/2024

ভরপুর প্রাণ!

Found on Google from observerbd.com

23/10/2024

See you, Tomorrow, Thursday evening at jatra biroti, Banani.

২৪ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ৮ টায় গান শোনাবো যাত্রা বিরতিতে। নতুন কিছু গান গাইবো এবার। গানের দল ও কৃষ্ণকলির আমন্ত্রণ রই...
20/10/2024

২৪ অক্টোবর, বৃহস্পতিবার, রাত ৮ টায় গান শোনাবো যাত্রা বিরতিতে। নতুন কিছু গান গাইবো এবার। গানের দল ও কৃষ্ণকলির আমন্ত্রণ রইলো সবাইকে

An exclusive musical evening by গানের দল ও কৃষ্ণকলি, to be arranged at the Gallery space of Jatra Biroti.
8:00pm, Thursday, 24th October, 2024.

Tickets at 1200 BDT.
Call for tickets: 01321126922

Krishnokoli, a prominent Bangla singer, renowned for her inclusive appearances in folk and indigenous genres, having several national and international awards, will be singing her famous pieces on a rare evening this month. Book your tickets now to ensure your presence at this exclusive event.

Capacity: 70 individuals only.

সুন্দর ভাবে দূর্গা পুজো সম্পন্ন হয়েছে, বিজয়ার শুভেচ্ছা
13/10/2024

সুন্দর ভাবে দূর্গা পুজো সম্পন্ন হয়েছে, বিজয়ার শুভেচ্ছা

শারদীয় শুভেচ্ছা
09/10/2024

শারদীয় শুভেচ্ছা

সুখসময়… studio
03/10/2024

সুখসময়…
studio

29/09/2024

বাঁচা খাঁচার এত বড়াই....

26/09/2024

অনাকাঙ্ক্ষিত অনিবার্য কারণ বশত আগামীকাল যাত্রা বিরতিতে প্রেমান্দলোনের শেষ পর্বের "গানের দল ও কৃষ্ণকলি" র পরিবেশনাটি অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুক্ষিত। পরিবর্তিত তারিখ জানিয়ে দেয়া হবে ঠিক সময়।

নতুন গান গাইবো কিছু।  আমন্ত্রণ রইলো
25/09/2024

নতুন গান গাইবো কিছু। আমন্ত্রণ রইলো

প্রেমান্দোলনের ১৩তম দিনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কৃষ্ণকলি।
গানের দল ও কৃষ্ণকলি শিরোনামে এই আয়োজনটি শুরু হবে রাত ৮ টায়।

সময়: রাত ৮:০০টা
দিন: শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর
স্থান: গ্যালারি, যাত্রা বিরতি
টিকেট: ১২০০৳
টিকেটের জন্য যোগাযোগ: 01321126922

19/09/2024

মব জাস্টিস, পাহাড়ী-আদিবাসী শোষণ, লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতি, ধর্মের নামে নারীর প্রতি সহিংসতা, চিকিৎসায় অপরাজনীতি, তাবেদারি শিল্পী সমাজের পদলেহন ক্রিয়াকলাপ সহ সকল ধরনের অপরাধ ও অপরাজনীতি ইউনুস সরকার খেয়াল করবেন। না হলে সুযোগ সন্ধানী প্রতিবিপ্লবের নামে, এত গুলো তরুণ প্রাণের মর্যাদা কলুষিত হবে। সেক্ষেত্রে আরো অনেক রক্তপাতের আশংকা তৈরি হবে। স্বাভাবিক সম্মানের লড়াই সর্বসাধারনের। সেটা প্রতিষ্ঠা করতে যা করাবার, তাই করুন। জনগন সাথে এখনো আছে। প্রতিহত নয় প্রগতি আনায়ন করুন।

17/09/2024

আসাদুজ্জামান নূরের সাথে বিদুৎ উন্নয়ন নিয়ে আমার চরম দ্বিমত ছিলো। ব্যক্তি জীবনে আমরা ঝগড়া করেছি অনেকবার, কিন্তু তাঁর রাজনৈতিক বিবেচনার সাথে দ্বিমত হলেও, আমি তাঁর পক্ষে লড়াই করতে রাজি।
বাকের ভাই শুধু নয়, অভিব্যক্তিক শিল্প তিনি, তাঁর অপমান সহ্য করবো না।
এমন কি, আমার ছেলে নিখিল বাহিনীর গুলিবিদ্ধ, এর উত্তর চাইবার পরও।

17/09/2024

আজ ১৭ সেপ্টেম্বর আমার মা, মেহেরুন নেসার মৃত্যু দিবস। এই চরম সময়ে আনন্দ, বেদনা, ভয় পাওয়ার পর কারো কাছে ঝাঁপিয়ে পড়ে হাসতে বা কাঁদতে পারি না।

09/09/2024

অন্নেকদিন পর একটা শুভসংবাদ পেলাম। জামিল স্যারকে অভিনন্দন। নিরেট বিতর্কহীন শক্তিশালী চেতনার শিল্প বন্ধুজন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Krishnokoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category