Krishnokoli

Krishnokoli Singer, Songwriter, Art activist Verified
(14)

ফাগুনের আমন্ত্রণ সকলকে
13/02/2024

ফাগুনের আমন্ত্রণ সকলকে

17/01/2024

শুভ জন্মদিন মা

আজকে এমন কোনো তারিখ নয় যে গাল ফুলিয়ে কারোর পিঠ চাপড়াবার, হতেও পারে রোজ জন্মে দিন ক্ষণ মিলেছে, বছরে ঘুরবে বার বার। মাকে তবুও শুঁকতে দিও আরবার।।।

আমি রোজ মায়ের টেবিল আর ব্যাগ গুছিয়ে পয়সা জমাতাম, যেন মাকে একটা নতুন শাড়ি দিতে পারি,
মায়ের রুচির সামর্থ্যে, হাল ছাড়তাম না, হায়! সে এক বিরাট কাজ!

মা, তোমার সাথে অন্যায় করাটা আমার একান্ত নিজের মানসিক অন্যায়,
তুমি বারংবার আমায় বলেছিলে, "এত দিসনে, যা তোকে নিশ্বেস দেয়,"! কিন্তু, স্বভাব যায় না মলে!

মা, তোমার বেটি আমি,
ভীষণ ভাবে বেঁচে থাকবো, জেনো
আজ তোমার জন্মদিনে!

শুভ জন্মদিন মা

11/11/2023

শিল্পীর জীবন অনেক অর্জনের, সেখানে জ্ঞান মূখ্য। বিনোদন কর্মীদের এখানে টেনে হাচড়া হাচড়ির জন্যে যাদের সময় আছে, করুন। এ নিয়ে যত কথা হবে, ততই প্রমোট হবে বেসামাল মালটা।
ভাবছিলাম, সবাই এমন হাসি হাসে না, যে হাসি চির অমলিন, যে হাসি বিস্মৃত হবে না। কিন্তু বিচার হীনতার হীন প্রবৃত্তি কি ট্রাক চালকের, নাকি বেঁচে থাকা মালিকের, নাকি রোড ম্যাপের ভুল অংকের নকশাদারের, নাকি আমাদের সবার সব কিছুতে "চুপ" থাকাটা, নাকি এই তো বাঙ্গালি ও বাংলার সংস্কৃতি, আজাইরা টুট টুট করবো, কাজের কথা বাকি?

গালাগালি সমেত, ছাড়া, যাঁরা আমার পেইজ থেকে চিরতরে বেরিয়ে যাবেন, তাঁদের প্রতি সম্মান।

যাঁরা আছো ও থাকবে, তাঁদের প্রতি ভালোবাসা।
আমি সেই ট্রাকের নম্বরটার সিসিক্যাম ফুটেজ চাই। রোজ রোজ কত কিছুর ফুটেজ দেখি। আরিফের মৃত্যু মেনে নেবার জন্যে ফুটেজটা ফালতু বাংলাীপনার চেয়েও জরুরি।

মা, ১৮ বছর তুমি নেই।
17/09/2023

মা, ১৮ বছর তুমি নেই।

কখনো কখনো শব্দই পাই না। ফেসবুক ছাড়া আমরা এতটাই বিচ্ছিন্ন? শব্দহীন, খবরহীন, স্পর্শ বিহীন বানিজ্য নির্ভর কবি!ভালোবাসতাম জা...
02/09/2023

কখনো কখনো শব্দই পাই না।

ফেসবুক ছাড়া আমরা এতটাই বিচ্ছিন্ন?

শব্দহীন, খবরহীন, স্পর্শ বিহীন বানিজ্য নির্ভর কবি!
ভালোবাসতাম জানতিস, কিন্তু এত তাড়া দিয়ে মরে সিনিয়র হওয়ার জন্যে, ঝাড় খাওয়ার অপেক্ষায় থাকিস রাজীব।

29/08/2023

Happy Jackson Day

01/08/2023

শহরে গায় না পাখি, জঙ্গল হারা মশাদের কান্না!
আমার কাক হারানো শহর
হারানো রাস্তা!

Send a message to learn more

26/07/2023

অনেকবার ভেবেছি, কিন্তু প্রকাশ করিনি, "বঙ্গভঙ্গ" নিয়ে রবীন্দ্রনাথের অবস্থান বেশ নম নম ছিলো, আর সে সুবিধাটা তৎকালীন সুশীল সুবিধাবাদীদের সুযোগ লোটার জন্য দারুণ ক্ষেত্র তৈরি করেছিলো। শিল্পীর দায় সমাজে কতটা? বার বার কেন শুধু দায়বদ্ধ শিল্পীর গুহ্যদাহ হয়? বুঝি বলেই হয়তো ঝাঁকের কই হতে পারছি না।
সকলের আশীর্বাদ ও দোয়া চাই, গুহ্যদাহ থেকে মুক্তি চাই।

খুব ঠিকঠাক গানটা, কি ভালে!
21/07/2023

খুব ঠিকঠাক গানটা, কি ভালে!

Amra Hoyto Is the First Song from the album "Lutpaat" by Ahmed Hasan Sunny.Written and Composed by Ahmed Hasan SunnyMusic Arrangements By Jahid NirobMusic Vi...

Dhaka Sessions Full Episode
15/07/2023

Dhaka Sessions Full Episode

DHAKA SESSIONS is delighted to feature গানের দল ও কৃষ্ণকলি [gaan'er dol o Krishnokoli].Khishnokoli formed the band in 2010, and released their first album আল...

04/07/2023

@যাঁরা নতুন গান কই কই করে হৈ হৈ করছিলেন, তাঁরা কি আমার "নতুন" গান শুনেছেন? খারাপ, ভালো কিছু কিন্তু জানালেও পারতেন। যাহোক, বাঙালি বটে!

আজ কি এ শহরেও পূর্ণিমা ছিলো?
03/07/2023

আজ কি এ শহরেও পূর্ণিমা ছিলো?

09/05/2023

ভালো থেকো, ভালো বাসা বাসি করে, আকাশে, নদী, পাহাড়ে, জঙ্গলে, তোমায় আমাতে!
সূর্যালোকে

Send a message to learn more

আজকে রাত আটটায়, সময় সুযোগ হলে দেখার আমন্ত্রণ রইলো
27/04/2023

আজকে রাত আটটায়, সময় সুযোগ হলে দেখার আমন্ত্রণ রইলো

২৭ এপ্রিল (বৃহস্পতিবার) সাতদিন
বিষয়: বাংলার ব্যান্ড সংগীত
সময়: রাত ৮টা

সরাসরি প্রশ্ন করতে পারেন আপনিও-
জুম- https://us06web.zoom.us/j/8653792861...
ফোন- 09612556611
হোয়াটঅ্যাপ- 01321193327
#সাতদিন

শুভ নববর্ষ
14/04/2023

শুভ নববর্ষ

আরো বিস্তারিত জানা প্রয়োজন। কেউ অবগত থাকলে জানাবেন।
24/01/2023

আরো বিস্তারিত জানা প্রয়োজন। কেউ অবগত থাকলে জানাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পিতৃপরিচয়হীন সন্তানের অভিভাবক মা হতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

টিনা Tina Ghoshal আমার ভালবাসা ছিলো এক সন্ধ্যে, আমার মন ভরাতে।
18/01/2023

টিনা Tina Ghoshal আমার ভালবাসা ছিলো এক সন্ধ্যে, আমার মন ভরাতে।

আগামীকাল যাঁরা বাজি, পটকা, ফানুস পোড়াবেন, তাঁরা একটু ধারণা রাখবেন কি? আমাদের বৃদ্ধজন আছেেন, সদ্য প্রসুত মা ও শিশু আছেন, ...
30/12/2022

আগামীকাল যাঁরা বাজি, পটকা, ফানুস পোড়াবেন, তাঁরা একটু ধারণা রাখবেন কি? আমাদের বৃদ্ধজন আছেেন, সদ্য প্রসুত মা ও শিশু আছেন, আমাদের রাস্তার কুকুর, বেড়ালরা সহ, বেওয়ারিশ(করোনাকালীন)বিদেশি কুকুর, বেড়াল আছেন।
আমরা কি প্রকৃতি বান্ধব একটা থার্টিফার্স্ট করতে পারি?

তোমার জন্যে এই কাপটা খালি খালি লাগতো। আজ পূর্ণ হলো, ❤️ লিও মেসি
18/12/2022

তোমার জন্যে এই কাপটা খালি খালি লাগতো। আজ পূর্ণ হলো, ❤️ লিও মেসি

14/10/2022

Atlantic = অতলান্ত, বাংলাটা কার করা বলুন তো?
বিঃদ্রঃ কোনো পুরুস্কার
নেই বলতে পারলে।

বিনম্র শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার, সত্যি বাংলাদেশে এরকম মান সম্পন্ন একজন জাত কবি বা শিল্পী খুব কমই ছিলো।
04/09/2022

বিনম্র শ্রদ্ধা গাজী মাজহারুল আনোয়ার, সত্যি বাংলাদেশে এরকম মান সম্পন্ন একজন জাত কবি বা শিল্পী খুব কমই ছিলো।

28/08/2022

what's on your mind?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Krishnokoli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share