খাঁ মা খাঁ

খাঁ মা খাঁ নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করুন.

এটি একটি ফান পেইজ.এখানকার প্রতিটি পোস্ট শুধুমাত্র হাসির খোরাক জোগানোর জন্য,এর বাইরে আমাদের কোন রাজনৈতিক বা ব্যবসায়িক কোন উদ্দেশ্য নেই। কোন ফান পোস্ট যদি কারো ব্যক্তি জীবনের সাথে মিলে যায় তাহলে সেই জন্য পেজ কর্তৃপক্ষ দায়ী নয়। যদি এই পেইজ অ্যাক্টিভিটি আপনাদের ভালো লাগে তাহলে আপনাকে স্বাগত আর যদি আপনার খারাপ লাগে দূরে থাকতে পারেন।

খুব সহজ একটা ব্যাপার এর মধ্যে কঠিন কোনো ব্যাপার নেই।
ধন্যবাদ

02/01/2024

বাংলাদেশী জামাল কদু.!!
আমার অনেক ফেভারিট একটি গান ছিল!!

16/07/2023

♥️♥️♥️

16/07/2023

চিন্তার বিষয়

হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিককে বললেন - "বাঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"হোটেল মালিক - "হ...
15/07/2023

হোটেলে মুরগির মাংস খেতে খেতে এক খদ্দের হোটেল মালিককে বললেন - "বাঃ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু।"

হোটেল মালিক - "হবেনা কেন স্যার, পোষা মুরগি, আর যা খাওয়াই - কাজু, কিসমিস, প্রোটিনেক্স... "

"কি ? মুরগি কে কাজু কিসমিস? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর।"

খদ্দের মুরগির মাংসের দাম তো দিলেনইনা, উল্টে দু হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন। কারণ খদ্দের ছিলেন Income Tax Officer।

কদিন বাদে আরেকজন খদ্দের মুরগির মাংস খেয়ে খুব খুশি বললেন -"বা! পোষা মুরগি বুঝি? তা কি খাওয়ান এদেরকে?"

হোটেল মালিক এখন অতীত থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন, বললেন "আজ্ঞে, ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা, ওই পোকামাকড়, আরশোলা এসবই খাওয়াই।"

"কি? মুরগিকে পোকামাকড় খাওয়ান? জানেন আমি Prevention of Cruelty to Edible Birds এর আধিকারিক!! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে।"

এবারও আরো দু হাজার টাকা গেল দোকানদারের।

কদিন বাদে আরেকজন খদ্দেরের একই প্রশ্নে

হোটেল মালিকের সোজা সাপ্টা জবাব, "একদম বলতে পারবোনা স্যার। রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই। কে কি কিনে খায় জানিনা।"😄😄

31/03/2023

খাঁ মা খাঁ

12/11/2022

😬😬

12/11/2022

12/11/2022

i Love you 😁😁

02/11/2022

#মিরাক্কেল

02/11/2022

#মিরাক্কেল
#হৃদয়
#বাংলাদেশ

02/11/2022

#মিরাক্কেল
#অপূর্ব

02/11/2022

#মিরাক্কেল
#পাভেল
#বাংলাদেশ

31/10/2022

খাম্বার উপরের লোকটা দোষ কি?? 🙄🙄

28/10/2022

মজা করে এক লোক তাঁর স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে ম্যাসেজ দিলো।

“ আনিকা, আমাকে মনে আছে তোমার? ”

খুব স্বাভাবিক উত্তর আনিকার।

“ হ্যাঁ, তুমি সজিব না? ”

“ না। আমাকে চিনতে পারলে না তুমি? আনিকা নামে শুধু তোমাকে আমিই ডাকতাম। ”

“ রাফিন তো? কী খবর তোমার? বিয়েটিয়ে করেছো? তুমি তো বিয়ের পাগল ছিলে। ”

লোকটা চমকে গেলো।

“ কী যে বলো আনিকা। রাফিন হতে যাবো কেনো? তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে? আমরা কক্সবাজার গিয়েছিলাম মনে নেই? ”

“ আগে বললেই পারতে। তুমি নাহিদ তো? তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে? ”

লোকটা নড়েচড়ে বসলো। তাঁদের পারিবারিক বিয়ে। তাঁর বৌ বলেছিলো সে নাকি বিয়ের আগে কোনো প্রেম করেনি।

“ না আমি নিশাচর আনিকা। সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না। এবার বলো চিনতে পারছো কী না? ”

“ আরেহ শুভ তুমি? গা-*ঞ্জা খাওয়া ছেড়ে দিছো? হোটেলের ভিতরে তুমি যেভাবে গা-*ঞ্জা খেয়েছিলে! উফ আমার মনে হলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। ”

লোকটা সিগারেট ধরালো। গরম চা নিজের মাথায় ঢেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো।

“ খুব কষ্ট পেলাম আনিকা। তোমাকে সবসময় নামিদামি মেকাপ বক্স উপহার দিতাম আমি। কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে। ”

“ মনে পড়েছে, আসিফ তুমি এখনো কেমন যেন রয়ে গেছো। কী অবস্থা তোমার? বিয়ে করেছো? ”

লোকটা চোখের পানি ধরে রাখতে পারলো না! কান্নায় ভেঙে পড়লো।

“ হ্যাঁ করেছি বিয়ে। কিন্তু আমি আসিফ না। তোমার হতভাগা জামাই! ”

বলেই বাড়ির দিকে রওনা দিলো। মিথ্যা বলার কারণে বৌকে গিয়ে পি/ টাবে। বেশিদূর না অফিস থেকে বাড়ির দূরত্ব।

সরাসরি গিয়ে জিজ্ঞেস করলো।

“ তুমি এতো প্রেম করেছ বিয়ের আগে? বললে কী আমি তোমাকে মেনে নিতাম না? ”

বৌ উল্টে ঝা/ রি দিয়ে বললো।

“ তোমার ফোন বাড়িতে রেখে গেছিলে কেনো? তোমার সাথে নিয়ে গেলে তো আমি দুঃখ পেতাম না। ”

“ ক্যান আবার? কী হয়েছে? ”

“ লাবনী ফোন করেছিলো। তোমার শরীর সাস্থের খবর নিতে। লাবনী কে? ”

“ ওহ, বলতে ভুলে গিয়েছিলাম। আমার প্রাক্তন প্রেমিকা। ”

“ ওহ, তাহলে ঝুমুর কে? যার নামে আপনার ফোনের লক? ”

“ ও আমার যাষ্ট ফ্রেন্ড। ”

“ খুব ভালো, ফেসবুকে যে মেয়েকে নিয়ে রোজ কবিতা লিখতেন সে কে? ”

“ ও প্রেমে ছ্যাকা খেয়েছে তাই শান্তনা দিতাম। ”

“ সেন্ট মার্টিন সান হোটেলের রুম নাম্বার তেরো। মেয়েটাকে নাম আমি বলবো? ”

“ এটা আর তেমন কী বিষয়? ওর শরীর খারাপ তাই ওখানে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। ”

দীর্ঘশ্বাস ছেড়ে আনিকা বললো।

“ আর কতো লুকাবেন? ”

“ কতো লুকানোর কী আছে? আমি তোমার মতো না। সবার কথা তো বলেই দিলাম। আর শুধু তিশার সাথে তিন মাসের সম্পর্ক ছিলো। ওর বান্ধবীর সাথে এক মাস। স্যারের মেয়ে বেশি কথা বলতো তাই বাদ দিয়ে দিছিলাম। জিনিয়া, মৌমিতা, লামিয়া আর সেতুর সাথে একবার করে মাত্র ঢাকার বাইরে ঘুরতে গেছি। মিম, রীমা, সনিয়া, স্বর্ণালী, আর কবিতার সাথে তো জমার আগেই বিয়ে হয়ে গেছে। নাবিলা, মাহমুদা, তানজিনা, রাত্রি, ইসরাত লিজা তো আমাকে ছ্যাকা দিয়ে চলে গেছে এটুকুই। আর তুমি? ”

আনিকা ঠা-স করে মাটিতে পড়ে গেলো। অ-জ্ঞা-ন হওয়ার আগে বললো।

“ আরেহ তুমি যে তোমার কলিগের নাম্বার থেকে ম্যাসেজ দিবে তা উনি তখনই বলে দিয়েছিলো ফোন করে। তাই মজা করেছিলাম। কিন্তু তুমি? আমার বুঝি আর বেঁচে থাকা হলো না আম্মু! ”

28/10/2022

এতো জায়গা থাকতে পাছায় গিয়ে লাগছে হইলো 😁🙄😬

28/10/2022

আই এম তো অবাক 😁😁🙄

27/10/2022

🤣😁

23/10/2022

বাবা গাড়ি কিনে দে 🤣😁😂

23/10/2022

🤣🤣

20/10/2022

কাকা জিতছেন 😬😬😁😁

20/10/2022

😁😁

20/10/2022

ছেলেরা কখনো কাঁদে না 🙄😁😁

20/10/2022

🤣😂😁

20/10/2022

স্বামী - স্ত্রীর মাঝে দীর্ঘদিন ধরে কথা বন্ধ। বিছানাও আলাদা।
এক দুপুরে হঠাৎ স্বামী অফিস ফিরে দেখলো স্ত্রী শুয়ে আছে এক যুবকের সাথে। স্বামী রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল-- স্ত্রী কৈফিয়ত দিল--

: আগে আমার কথাটা শোন। তারপর যা ইচ্ছে হয় করো।
: শোনার দরকার নেই। যা দেখছি যথেষ্ট।
: শোনই না। আমি দুপুরে খেয়ে একটু শুতে যাচ্ছি এমন সময় লোকটি এলো ছেঁড়া জামা-কাপড় পর, এক টুকরো রুটি চাইলো। তাকে ঘরে বসিয়ে খাওয়াতে গিয়ে দেখলাম, তার পায়ের জুতো ছেঁড়া। তোমার ব্যবহার না করা পুরনো জুতো থেকে এক জোড়া তাকে দিলাম। জুতো জোড়া দেবার পর দেখলাম, তোমার জুতোর সাথে ওর প্যান্টটা ঠিক মানাচ্ছে না। তখন তোমার পুরনো একটা প্যান্ট তাকে দিলাম। তারপর দেখলাম, প্যান্ট-জুতো মানালেও ওর ছেড়া শার্টটার সঙ্গে সবকিছু বেমানান দেখাচ্ছে। তাই তোমার সেই কবেকার কেনা একটা শার্ট ওকে পরতে দিলাম।

: কিন্তু ও তোমার বিছানায় কেন?
: সে কথাই তো বলছি। জামা-জুতো-প্যান্ট পরার পর লোকটি আবদার করল--তোমার স্বামী দীর্ঘদিন ব্যবহার করে না এমন আর কী আছে,দাও না!

19/10/2022


তুমি শুধুই তুমি.....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when খাঁ মা খাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All