কাঠ গোলাপ

কাঠ গোলাপ I have not g*ined any qualifications to speak of myself.

04/08/2024

কত বলছিলো আঙ্কেল প্লিজ গেইটটা একটু খুলেন। (কুমিল্লা),💔🥹

04/08/2024

ইয়া আসমানের মালিক! আমাদের এইভাবে বিজয় উল্লাস করার তৌফিক দিন। মাবুদ অনেক তো সহ্য করেছি আর কত সুযোগ দিবেন তারে।

রাতের শাহবাগ🚩
কেউ ভাবতে পারেনি এই জেনারেশনের ছেলে মেয়ে দেশকে এতোটা ভালোবাসতে পারে🤍

24/11/2023

মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায়, তখন আমরা অসহায় নিরুপায় হয়ে যাই 🙂

একটা সম্পর্কের মধ্যে সব থেকে যেটা বেশি জরুরি দরকার সেটা হলো -- একে অন্যকে বুঝতে পারা।সম্পর্কের মধ্যে বোঝাপড়া থাকলে সেই স...
03/11/2023

একটা সম্পর্কের মধ্যে সব থেকে যেটা বেশি জরুরি দরকার সেটা হলো -- একে অন্যকে বুঝতে পারা।
সম্পর্কের মধ্যে বোঝাপড়া থাকলে সেই সম্পর্কে কখনো ফা'টল ধরে না।

সম্পর্কের মধ্যে সব সময় ছোট্ট ছোট্ট বিষয় গুলোকে ফলো করতে হয়, এই যেমন - মানুষটা রা'গ করলো কিনা, বা তার রা'গের কারন কি। মানুষটার আপনার উপর অভি'মান জমছে কি না।আপনার কোনো কথা বা কাজে সে ক'ষ্টে পাচ্ছে কি না,তার কোন জিনিসটা ভালো লাগে,সে কোন জিনিসটা পছন্দ করে, তার শখ কি,তার স্বপ্ন কি??
বাস্ এই ছোট্ট ছোট্ট বিষয় গুলোর প্রতি ন'জর দিন। তখন সম্পর্কটা আর জটি'ল থাকবে না।দেখবেন সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছে৷
তখন আর সম্পর্ক নড়'বড়ে থাকবে না, বরং ঘরের খুটি যেমন মজমুত সম্পর্কটাও ঠিক তেমন মজমুত হয়ে যাবে।

hmm
29/10/2023

hmm

27/10/2023
না ভাই চুরি করে আনছি 🔪😒
27/10/2023

না ভাই চুরি করে আনছি 🔪😒

Alhamdulillah
09/08/2023

Alhamdulillah

30/07/2023

• দুনিয়াতে ৪০০০ রকমের ভাষা থাকলেও,
• আযান কিন্তু একই ভাষায়! 🥰
• সুবহানআল্লাহ! 💙☘️

29/07/2023

সেজদা ও প্রার্থনার মাধ্যমে বুকটা ভাবতেই যে ভরে উঠে আমার জন্য শুধুই আমার রব আছেন...এর চেয়ে শান্তি ও ভরসার স্থল পৃথিবীতে কিচ্ছু নেই❤

14/06/2023

সব কিছুই কৃত্রিম, প্রকৃতিই হলো একমাত্র আল্লাহ তায়ালার তৈরি নিজস্ব শিল্প🥰🥰

14/06/2023

অসাধারণ সাদা ময়ূরের নাচ 🥰🥰

12/06/2023

তোমার রঙিন আকাশের ছায়ায় পরেছি প্রতি ভুবন😍😍

11/06/2023

মাশ আল্লাহ 🥰🥰

28/05/2023

ব্যস্ত থাকা ভালো কিন্তু এতটাও নয় যে আপনার ব্যস্ততার কারণে আপনার প্রিয়জন নিজের গুরুত্ব হারাবে এবং নিজেকে অবহেলিত মনে করবে।

25/05/2023

.এই রোদ বৃষ্টি অপরূপ সৃষ্টি সবই তোমার দান প্রিয়তম।এই রোদ বৃষ্টি অপরূপ সৃষ্টি সবই তোমার দান প্রিয়তম।🥰🥰

24/05/2023

আমার সারাটাদিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম😍

সবটুকু দিয়ে কাউকে ভালোবাসলে, দিনশেষে নিজেরই আর ভালো থাকা হয়ে ওঠে না...!💔
16/05/2023

সবটুকু দিয়ে কাউকে ভালোবাসলে, দিনশেষে নিজেরই আর ভালো থাকা হয়ে ওঠে না...!💔

_ কঠিন এক পৃথিবী... 🙂🥀"মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে।🖤🤞                   _কিন্তুু সত্যি কথা বললে সবাই প্রমান        ...
16/05/2023

_ কঠিন এক পৃথিবী... 🙂🥀
"মিথ্যা কথা বললে সবাই বিশ্বাস করে।🖤🤞

_কিন্তুু সত্যি কথা বললে সবাই প্রমান
খুঁজে। 💔🥀😔

আপনার মা কখনও আপনাকে এভাবে চুল আঁচড়িয়ে দিয়েছে🥰🥰                    #
14/05/2023

আপনার মা কখনও আপনাকে এভাবে চুল আঁচড়িয়ে দিয়েছে🥰🥰

#

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যা...
12/05/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

🥱
08/05/2023

🥱

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when কাঠ গোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাঠ গোলাপ:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All