ইবরাত পাবলিকেশন

ইবরাত পাবলিকেশন সভ্য চেতনার নব্য প্রকাশ

'শব্দফুলের মালা' নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর যে অনুভূতির স্বাক্ষী হয়েছি আমরা..! 🌺
19/11/2023

'শব্দফুলের মালা' নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর যে অনুভূতির স্বাক্ষী হয়েছি আমরা..! 🌺

26/10/2023

বাইতুল মোকাররমের ইসলামী বইমেলা থেকে কে কে আপনারা 'শব্দফুলের মালা' বইটি সংগ্রহ করেছেন?

সমকালীন বরেণ্য লেখক, শ্রদ্ধেয় আরিফুল ইসলাম ভাইয়ের হাতে আমাদের প্রকাশিত 'শব্দফুলের মালা' বইটি তুলে দিয়েছি আমরা। উনি মুচকি...
18/10/2023

সমকালীন বরেণ্য লেখক, শ্রদ্ধেয় আরিফুল ইসলাম ভাইয়ের হাতে আমাদের প্রকাশিত 'শব্দফুলের মালা' বইটি তুলে দিয়েছি আমরা। উনি মুচকি একটি হাসি দিয়ে বলেছেন—ইবরাত অনেক দূর এগিয়ে যাক! অনেক ভালো ভালো কাজের মাধ্যমে পাঠকদের অন্তরে বেঁচে থাকুক!

'শব্দফুলের মালা' চলে যাচ্ছে রিয়েল মাদ্রিদ স্পেনে।
14/10/2023

'শব্দফুলের মালা' চলে যাচ্ছে রিয়েল মাদ্রিদ স্পেনে।

বাইতুল মোকাররমের মাসব্যাপী ইসলামী বইমেলায় থাকছি আমরাও। আমাদের বেস্টসেলার বই 'শব্দফুলের মালা' পাবেন ৫৪ নং স্টলে। মেলায় আস...
14/10/2023

বাইতুল মোকাররমের মাসব্যাপী ইসলামী বইমেলায় থাকছি আমরাও। আমাদের বেস্টসেলার বই 'শব্দফুলের মালা' পাবেন ৫৪ নং স্টলে।

মেলায় আসুন, বই কিনুন!
ইসলামী সাহিত্য ও সংস্কৃতির সাথে থাকুন! ধন্যবাদ।

06/10/2023

জুমাবারের কুইজ!

জুমার নামাজ কখন ফরজ করা হয়েছিল?

03/10/2023

আমাদের বেস্টসেলার গল্পগ্রন্থ 'শব্দফুলের মালা' বইটি আপনাদের কেমন লেগেছে?

28/09/2023

আজকের কুইজ!

মেরাজ কখন সংঘটিত হয়েছিল?

21/09/2023

আমাদের সদ্য প্রকাশিত 'শব্দফুলের মালা' বইটি কে কে সংগ্রহ করেছেন?

আর যারা পড়েছেন কেমন লাগলো বইটি আপনাদের কাছে?

এই অনুভূতিগুলো আমাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়!
16/09/2023

এই অনুভূতিগুলো আমাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগায়!

 #বুকরিভিউ১পাঠক হিসেবে যখন আমি নারীদের লেখা কোনো বই পড়ে মুগ্ধ হই, তখন ভালো লাগার পাশাপাশি এক ধরনের গর্ববোধ কাজ করে। গর্...
14/09/2023

#বুকরিভিউ১

পাঠক হিসেবে যখন আমি নারীদের লেখা কোনো বই পড়ে মুগ্ধ হই, তখন ভালো লাগার পাশাপাশি এক ধরনের গর্ববোধ কাজ করে। গর্ববোধ করি এজন্য যে, এই লেখিকা নারীরা তাদের মূল্যবান সময়কে পরচর্চা, পরনিন্দার মতো আনপ্রোডাক্টিভ কাজে ব্যয় না করে লেখালেখির মতো একটি সৃজনশীল কাজে ব্যয় করেছেন- তাই।

নিঃসন্দেহে লেখালেখি প্রোডাক্টিভ নারীদের জন্য একটি চমৎকার অপশন। কারণ লেখালেখি ঘরে বসেই করা যায়, নিজের সুবিধা মতো সময়ে করা যায় এবং সর্বোপরি লেখালেখির মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চা হয়।

’শব্দ ফুলের মালা’ বইটি এমনই সৃজনশীল ২১ জন নারীদের বৈচিত্র্যময় লেখার একটি সংকলন, যা আমাকে অনেকদিন পর মানসিক তৃপ্তি দিয়েছে।

আপনি যদি একজন চিন্তাশীল পাঠক হন, যিনি গল্পের মধ্য থেকে মূল্যবান মেসেজ আহরণ করতে পারেন তবে বইটি সংগ্রহে রাখতে পারেন।

আপনি যদি সচেতন সুহৃদ হন, যিনি আত্মীয়া, বান্ধবী বা পরিচিতজনকে উপহারের মাধ্যমে ইসলামিক দাওয়াহ দিতে চান তবে বইটি উপহার দিতে পারেন।

দৃষ্টিনন্দন প্রচ্ছদ এর এই বইটি নিজের সংগ্রহে রাখা বা উপহার দেওয়ার জন্য ইসলামিক সাহিত্যিক জগতে এক অনন্য সংযোজন।

শুভকামনা লেখিকাদের, তাদের দারুন লেখনির জন্য।

ধন্যবাদ ইবরাত পাবলিকেশন কে এই চমৎকার আয়োজনের জন্য।

লিখেছেন—বোন Habiba Mubasshera(জাযাকিল্লাহ)

13/09/2023

নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিষয়ক কোন বইটি আপনার পড়া হয়েছে?

'শব্দফুলের মালা' বইটি পড়ে এক বোনের পরিবর্তনের গল্প! গল্পটি আপনার হৃদয়কেও নাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ! যে গল্পে হৃদয় গলে!...
08/09/2023

'শব্দফুলের মালা' বইটি পড়ে এক বোনের পরিবর্তনের গল্প! গল্পটি আপনার হৃদয়কেও নাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ! যে গল্পে হৃদয় গলে!🌺

31/08/2023

কেনো প্রি-অর্ডার করছেন না?
আজ তো শেষ দিন!
আর কখন করবেন?
আর মাত্র ৫ ঘণ্টা বাকি!

31/08/2023

আজ থেকে 'শব্দফুলের মালা' বাংলাবাজার এভেইলেবল পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। পাইকারি সেলার ভাইয়েরা এখন বাংলাবাজার থেকেই বইটি সরাসরি সংগ্রহ করতে পারবেন।

যেসব শপে পাওয়া যাচ্ছে 'শব্দফুলের মালা'বইটি—

১.তারুণ্য প্রকাশন
ঠিকানা—ইসলামী টাওয়ার, দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা। শপ নং—১৩

২.পড়প্রকাশ Poroprokash
ঠিকানা—গিয়াস গার্ডেন বুক কমপ্লেক্স, ফাস্ট ফ্লোর, বাংলাবাজার, ঢাকা। শপ নং—১০৭

৩.মাকতাবাতুল মদিনাহ
ঠিকানা—কওমী মার্কেট, দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা। শপ নং—১৬

৪.Al Hikmah Bookshop
ঠিকানা—কওমী মার্কেট, ফাস্ট ফ্লোর, বাংলাবাজার, ঢাকা।
শপ নং—১৮

অসংখ্য ধন্যবাদ উপরন্তু সব শপার ভাইদের। ইবরাতের বাংলাবাজারের সুহৃদ পরিবেশক হওয়ার জন্য। আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন! আমীন।

অসম্ভব রকমের সুন্দর না ফটোগ্রাফিটা..?আজকাল ছেলেরাও কি দারুণ ফটোগ্রাফি করে!ফটো ক্লিক—Shahab Khan
30/08/2023

অসম্ভব রকমের সুন্দর না ফটোগ্রাফিটা..?
আজকাল ছেলেরাও কি দারুণ ফটোগ্রাফি করে!

ফটো ক্লিক—Shahab Khan

28/08/2023

[আবারো একটি বিশেষ বিজ্ঞপ্তি]

পাঠকদের বিশেষ অনুরোধে 'শব্দফুলের মালা'-[জীবনের রকমি গল্পভাষ্য] বইয়ের প্রি-অর্ডারের সময়সীমা ২৫ তারিখে শেষ হবার পরে আমরা সেটিকে বাড়িয়ে আরো ৩ দিন করেছিলাম। কিন্তু তাতেও পাঠকদের অভিযোগের শেষ নেই! কেনো আর বাড়ানো হলোনা? মাত্র ৩ দিন কেনো বাড়ানো হল? তার থেকে না বাড়ালেই ইভানোভিচ হতো! এমন সব অভিযোগের শিকার হচ্ছি আমরা।

তাই এই মাত্র প্রকাশক প্যানেল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—ইবরাত টীম পাঠকদের অনুরোধের মায়ায় পড়ে আবারো প্রি-অর্ডারের সময়সীমা বাড়াতে বাধ্য হচ্ছে। শেষ ঘোষণা এটাই যে, শব্দফুলের মালার প্রি-অর্ডার আগামী ৩১ শে আগস্ট তথা রোজ বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত চলবে ইন শা আল্লাহ।

তবে হ্যাঁ..!

তাই বলে কি যারা ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার করে ফেলেছেন, তারা বুঝি এই ভাবছেন যে, আমরাও তাহলে ৩১ তারিখের পর বই পাবো? এত কষ্ট করে তাহলে আগে অর্ডার করেছি কেনো? প্রশ্ন তো আসতেই পারে। আমাদের হলেও আসতো! সেই প্রশ্নের জবাব আপনারা অলরেডি পেয়ে গেছেন। কারণ, অলরেডি বই অনেকে হাতেও পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ।

নতুন যারা অর্ডার করছেন বা করবেন, আপনাদের ব্যথিত হবার কোনো কারণ নেই। আপনাদের বইগুলো আগেরদিন কুরিয়ার করলে পরেরদিন সকালেই সবার প্রদত্ত ঠিকানায় কুরিয়ার করা হবে ইন শা আল্লাহ। প্রতিশ্রুতির একচুলও নড়চড় হবেনা ইন শা আল্লাহ। আমরা জানি আপনারা বইটি ছুঁয়ে দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছেন। আমরাও ঠিক ততটাই এক্সাইটেড হয়ে আছি আপনাদের খুশিগুলো দেখার জন্য ইন শা আল্লাহ।

ইবরাত পাবলিকেশন
[সভ্য চেতনার নব্য প্রকাশ]

বই আমাদের স্টকে চলে এসেছে আলহামদুলিল্লাহ!🥰
26/08/2023

বই আমাদের স্টকে চলে এসেছে আলহামদুলিল্লাহ!🥰

25/08/2023

[একটি বিশেষ বিজ্ঞপ্তি]

পাঠকদের বিশেষ অনুরোধে 'শব্দফুলের মালা'-[জীবনের রকমি গল্পভাষ্য] বইয়ের প্রি-অর্ডারের সময়সীমা আরো ৩ দিন বাড়ানো হলো। প্রি-অর্ডার চলবে আগামী ২৮ শে আগস্ট, রোজ-সোমবার রাত ১২ টা পর্যন্ত ইন শা আল্লাহ।

তবে হ্যাঁ..!

তাই বলে কি যারা ইতোমধ্যে বইটির প্রি-অর্ডার করে ফেলেছেন, তারা বুঝি এই ভাবছেন যে, আমরাও তাহলে ২৮ তারিখের পর বই পাবো? এত কষ্ট করে তাহলে আগে অর্ডার করেছি কেনো? প্রশ্ন তো আসতেই পারে। আমাদের হলেও আসতো!

তাদের জ্ঞাতার্থে বলছি—আপনাদের বইগুলো পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আগামিকাল সকালেই সবার প্রদত্ত ঠিকানায় কুরিয়ার করা হবে ইন শা আল্লাহ। প্রতিশ্রুতি একচুলও বরখেলাফ হবেনা ইন শা আল্লাহ। আমরা জানি আপনারা বইটি ছুঁয়ে দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছেন। আমরাও ভীষণ এক্সাইটেড আপনাদের খুশিগুলো দেখার জন্য ইন শা আল্লাহ। আর একটু মধুর বিড়ম্বনাদায়ক সবরের অপেক্ষা করুন তাহলে..! কি, করবেন তো ইন শা আল্লাহ?

ইবরাত পাবলিকেশন
[সভ্য চেতনার নব্য প্রকাশ]

25/08/2023

কি বলেন আপনারা?
প্রি-অর্ডারের সময়সীমা কি আমরা আর বাড়াবো..?
বাড়ানো উচিত হবে কি?
হলে কেনো? না হলে কেনো না?

25/08/2023

প্রিয় পাঠক!
আজই কিন্তু প্রি-অর্ডারের শেষ দিন। তো দেরি না করে আপনার কপিটি আজই অর্ডার করে ফেলুন। ৩৫% ছাড়ে 'শব্দফুলের মালা' আর কখনো কিন্তু পাবেন না!

প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার!শব্দফুলের মালা [জীবনের রকমারি গল্পভাষ্য]আঁকাবাঁকা মেঠোপথ। দু'ধারে বিশাল তেপান্তরের...
15/08/2023

প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার!
শব্দফুলের মালা [জীবনের রকমারি গল্পভাষ্য]

আঁকাবাঁকা মেঠোপথ। দু'ধারে বিশাল তেপান্তরের মাঠ। তেজী সূর্যের রোদ ঝলসানো আকাশ। উত্তপ্ত গরমের বেদম তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। কখনো একপশলা বৃষ্টি হয়েছে এখানে, ভাবা দুষ্কর! দূরে-অদূরে নেই কোনো মানবমূর্তির চিহ্নছায়া। এক ঢোক পানির খোঁজে পাগলের মত ছোটাছুটি, এদিকসেদিক বিরতিহীন লুটোপুটি, তবু পাওয়া যায়নি পানির দেখা। ধু ধু বিজন মাঠের সীমানা জুড়ে সুনসান নিস্তব্ধতা ঢেউ খেলে যাচ্ছে। মনে হচ্ছে কেউ এখানে এর আগে ভুলেও পা ফেলেনি। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবন তবুও সুখ খোঁজে। জীবন কত আকস্মিক তাই না?

'শব্দফুলের মালা' বইটি বর্তমান সময়ের ২১ জন জনপ্রিয় লেখিকার গল্পগাঁথা দিয়ে সাজানো। খুব যত্ন করে শব্দ ও বাক্যের সুতোয় রচয়িতারা বুনেছেন ২১টি গল্প। সুতোগুলো নানা রঙা। কোনোটিতে আছে যাপিত দিনের রূঢ় বাস্তবতা। কোনোটিতে আছে অব্যক্ত বেদনার হাহাকার। কোনোটিতে আছে একপশলা সুখের দোলা। আবার কোনোটি হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টির মতো হাসি ও কান্নার সংমিশ্রণ। আমাদের জীবনের মতোই গল্পগুলোর চরিত্র ভিন্ন ও বৈচিত্র্যময়।
আল্লাহর অশেষ করুণা ও মেহেরবানীতে দীর্ঘ অপেক্ষার পর ইবরাত থেকে প্রকাশিত হতে যাচ্ছে যাপিত জীবনের অলিগলি থেকে উঠে আসা জীবনের রোমাঞ্চকর একগুচ্ছ দারুণ গল্পসংকলন 'শব্দফুলের মালা'।

লেখিকাবৃন্দ : সিহিন্তা শরীফাহ, নাইলাহ আমাতুল্লাহ, সারিন শফি অদ্রিতা, হামিদা মুবাশ্বেরা, মাজিদা রিফা, উম্মে মুসআব, রেহনুমা বিনতে আনিস, আফরোজা হাসান, মোরশেদা কাইয়ুমী, জুওয়াইরিয়া কাজিমা, সিরাজুম মুনিরা, জুমানা মুশতারী, যাহরাহ্ আয়াত, ফাতেমাতুল বুশরা, আফিফা বিনতে আমীন, জাকিয়া সুলতানা, সাজেদা আল হোসাইনী, বিনতে এমদাদুল হক, সীমু আক্তার, সালমা বিনতে শামস, খাদিজা বিনতে মুজাম্মেল
পৃষ্ঠাসংখ্যা : ১৭৬
প্রচ্ছদমূল্য : ৩০৮ টাকা
প্রি-অর্ডার মূল্য : ২০০ টাকা (৩৫% ছাড়)

•বি.দ্র.—অনলাইন বুকশপ ও পাইকারী সেলারদের জন্যেও রয়েছে বিশাল ছাড়।

•বইটির প্রি-অর্ডার চলবে ২৫ শে আগস্ট, ২০২৩ পর্যন্ত, ইন শা আল্লাহ।

আপনার কপিটি অর্ডার করতে নক করুন আমাদের ইনবক্সে। অথবা কল করুন—01838587257 এই নাম্বারে।

ইবরাত পাবলিকেশন
[সভ্য চেতনার নব্য প্রকাশ]

আমাদের এ বইটির জন্য কে কে আপনারা অধীর আগ্রহে ব্যকুল হয়ে আছেন?খুব জ্বলদি আসছে প্রি-অর্ডারের ঘোষণা! আশা করছি শীঘ্রই আমরা ব...
13/08/2023

আমাদের এ বইটির জন্য কে কে আপনারা অধীর আগ্রহে ব্যকুল হয়ে আছেন?

খুব জ্বলদি আসছে প্রি-অর্ডারের ঘোষণা! আশা করছি শীঘ্রই আমরা বইটি আপনাদের হাতে তুলে দিতে পারবো ইন শা আল্লাহ।

উদাস কেটে যাচ্ছে দিনগুলো। বেলকনির রেলিঙে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো মাহবুবা। বুকের ভেতরটা হুহু করে উঠলো হঠাৎ। সব যেন ...
04/07/2023

উদাস কেটে যাচ্ছে দিনগুলো। বেলকনির রেলিঙে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো মাহবুবা। বুকের ভেতরটা হুহু করে উঠলো হঠাৎ। সব যেন শূন্য। সবকিছু শূন্যতায় হাহাকার করছে। হৃদয়ের একদম ভেতর থেকে একরাশ তপ্ত নিশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো মাহবুবা। তার হাতে ধূসর রঙের একটি ডায়েরি। এই ডায়েরিটা তার ভীষণ প্রিয়। এতে সে তার যাপিতজীবনের মন খারাপের গল্প টুকে রাখে। তার মাঝেমধ্যে মনে হয়—এই ডায়েরির মতো আপন এই পৃথিবীতে কেউ নেই আর। ডায়েরিটা তাকে সঙ্গ দেয়, তার মন খারাপের গল্প লিখতে দেয় সাদা পাতায়।

চোখ বন্ধ করে বেলকনির রেলিঙে মাথা এলিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেললো মাহবুবা। আজকের বিকেলটা ভারি বিষণ্ণ লাগছে। সবকিছু কেমন স্তব্ধ, নিজেকে ভীষণ একাকী লাগছে। দমবন্ধকর সময়গুলো পার করতে করতে কেমন হাঁপিয়ে উঠেছে ও। হঠাৎ হঠাৎ তার ইচ্ছে করে পাখিদের মতো উড়ে বহুদূরে কোথাও চলে যেতে। যেখানে সে থাকবে একা, সেখানে এমন কেউ থাকবে না যাদের কথাগুলো তীরের মতো বুকের ভেতর আঘাত হানে।

যেখানে বলা হবে না বন্ধ্যা নারী মানেই অলক্ষ্মী। মাহবুবা মাঝেমধ্যে তার ডায়েরিকে প্রশ্ন করে—আচ্ছা সত্যিই কি বন্ধ্যা নারী মানেই অলক্ষ্মী? তাদের পরশে এলে বাচ্চাদের সমস্যা হয় কিংবা অশুভ কিছু হয়? প্রশ্নগুলো পড়ে থাকে, কোনো উত্তর আসে না। কখনো উত্তর আসবে কিনা তাও জানা নেই তার।

—এভাবে আর কতদিন চলবে মাহবুবা? আমার ভাইয়েরও তো বয়স যাচ্ছে।

মাহবুবা চমকে উঠলো আচমকা। পেছন ফিরে দেখে শাশুড়ি এবং ননদী দাঁড়িয়ে আছে। চেয়ার টেনে দিয়ে তাদের বসার জন্য ইশারা করলো সে। বসতে বসতে ননদী পাল্টা প্রশ্ন ছুঁড়ে–

—চুপ করে আছো কেন? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করছি, না?

মাহবুবার শাশুড়ি বিরক্তি প্রকাশ করে বলল–

—কাকে কী বলছিস? আমি তো ১৫ বছর থেকে একই কথা বলছি। কিন্তু কোনো জবাব পাইনি। ওর মতো বেহায়া মেয়ে আমি এই জগতে দুইটা দেখিনি। এতো কথা শুনছে তারপরও আমার ছেলের ঘাড় থেকে নামছে না। আমার ছেলের জীবনটা বরবাদ করে দিলো।

(তারপর? তারপরের অংশটুকু জানতে হলে অপেক্ষা করতে হবে 'শব্দফুলের মালা'র প্রকাশ পর্যন্ত। শীঘ্রই আসছে ইন শা আল্লাহ। চয়িত অংশটুকু এ বইয়ের বেস্ট ইন্টারেস্টিং একটি গল্প থেকে নেওয়া। জীবনমুখী এমন ২১ টি গল্প দিয়ে সাজানো ইবরাতের এবারের পরিবেশনা 'শব্দফুলের মালা'।)

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আসছে ইবরাতের নতুন চমক!যাপিত জীবনের অলিগলি থেকে উঠে আসা জীবনের রোমাঞ্চকর একগুচ্ছ গল্পমালা দিয়ে ত...
20/06/2023

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আসছে ইবরাতের নতুন চমক!

যাপিত জীবনের অলিগলি থেকে উঠে আসা জীবনের রোমাঞ্চকর একগুচ্ছ গল্পমালা দিয়ে তৈরি আমাদের এবারের অনবদ্য আয়োজন—'শব্দফুলের মালা'।


•বই : শব্দফুলের মালা (জীবনের রকমারি গল্পভাষ্য)
•লেখিকাবৃন্দ : সিহিন্তা শরীফাহ, নাইলাহ আমাতুল্লাহ, সারিন শফি অদ্রিতা, হামিদা মুবাশ্বেরা, মাজিদা রিফা, উম্মে মুসআব, রেহনুমা বিনতে আনিস, আফরোজা হাসান, মোরশেদা কাইয়ুমী, জুওয়াইরিয়া কাজিমা, সিরাজুম মুনিরা, জুমানা মুশতারী, যাহরাহ্ আয়াত, ফাতেমাতুল বুশরা, আফিফা বিনতে আমীন, জাকিয়া সুলতানা, সাজেদা আল হোসাইনী, বিনতে এমদাদুল হক, সীমু আক্তার, সালমা বিনতে শামস, খাদিজা বিনতে মুজাম্মেল
•সম্পাদনায় : উস্তাদ জুবায়ের রশীদ, উস্তাদ সাঈদ ইফরাত
•প্রুফ সমন্বয় : রঈস ইসলাম, জুওয়াইরিয়া কাজিমা
•প্রচ্ছদ : ইলিয়াস বিন মাজহার

বি.দ্র. বইটির প্রি-অর্ডার কুরবানীর ঈদের পর শুরু হবে ইন শা আল্লাহ।

06/06/2023

কেমন ভাই আপনি? ওরে আবার মুখে এক গাল দাড়িও আছে দেখি মা শা আল্লাহ! নিজস্ব সাইটে ইয়া বড় বড় ইসলামিক গল্প-প্রবন্ধও লিখেন!

অথচ আপনার বোন মেকাপ করে ফেস খুলে ফেইসবুকে পিক আপলোড দিচ্ছে; এখানে সেখানে বেপর্দায় ঘুরে বেড়াচ্ছে; আর আপনি এই বিষয়ে তাকে কঠোরতা না করে, সতর্কতা না করে উল্টো সেসব পিকে লাভ রিয়েক্ট দিচ্ছেন! ছিহ, ছিহ, ধিক আপনার মতো মর্ডান মুসলিম ভাইয়ের প্রতি! নিজের ঘর-ই নাই ঠিক, আরেকজনকে কোন্ মুখে বলছেন বেঠিক?

—প্রতিযোগিতার ঘোষণা:•আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় পাঠকবৃন্দ! আমরা ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম ...
29/05/2023

—প্রতিযোগিতার ঘোষণা:

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় পাঠকবৃন্দ! আমরা ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে, আমরা শীঘ্রই আমাদের পাঠকদের জন্য একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। দীর্ঘদিন ইবরাত থেকে কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়নি। আপনারা অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন যে, আমরা যেনো শীঘ্রই ইবরাত থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করি। আপনাদের অনুরোধ কি আমরা ফেলতে পারি? না, পারি না।

তাই আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হলো—''ইবরাত হ্যান্ড রাইটিং প্রতিযোগিতা ২০২৩''

অনেকেই হয়তো বুঝে গেছেন যে, আমাদের এবারের প্রতিযোগিতা হচ্ছে–সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। ইবরাত থেকে এমন আয়োজন এবারই প্রথম। এতে সর্বমোট ৪ টি ক্যাটাগরি থাকবে। যেমন—

(ক) আরবী হ্যান্ড রাইটিং
(খ) বাংলা হ্যান্ড রাইটিং
(গ) ইংরেজী হ্যান্ড রাইটিং
(ঘ) উর্দু হ্যান্ড রাইটিং


প্রতিযোগিতার নিয়মাবলী:

১.প্রত্যেক প্রতিযোগীকে উপরোল্লিখিত ক্যাটাগরি থেকে সর্বনিম্ন ৩ টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে হবে। তবে যিনি সবগুলো ক্যাটাগরিতে অর্থাৎ ৪ টি বিভাগেই অংশগ্রহণ করবেন, তিনি ফলাফল নির্বাচনের সময় অন্যান্যদের থেকে এগিয়ে থাকবেন। তাই সবাই আপ্রাণভাবে চেষ্টা করবো-যেন সবগুলো ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারি।

২.প্রতিযোগিতার সময়সীমা হলো আজ থেকে নিয়ে অর্থাৎ ২৮.৫.২০২৩ ইং তারিখ থেকে নিয়ে ১০.৬.২০২৩ ইং তারিখ পর্যন্ত। এটাই চূড়ান্ত সময়সীমা। এরপর আর কোনো সময় বৃদ্ধি করা হবেনা।

৩.প্রতিযোগীদের সবাইকে প্রত্যেক ক্যাটাগরির জন্য পৃথক পৃথক পোস্ট করতে হবে। আর অবশ্যই পোস্টটি করতে হবে ''ইবরাত পাঠক প্রিয়জন'' গ্রুপে। গ্রুপের লিংক কমেন্টবক্সে দেওয়া আছে। গ্রুপে সবাইকে পোস্ট করার সময় অবশ্যই #ট্যাগ ব্যবহার করতে হবে। সাথে সাথে নাম, পোস্ট নাম্বার এবং প্রতিযোগিতার নামও উল্লেখ করতে হবে। এ বিষয়গুলো আমরা যেন না ভুলি সেই দিকে সজাগ দৃষ্টি রাখবো ইন শা আল্লাহ। যেমন—

#ইবরাত_হ্যান্ড_রাইটিং_প্রতিযোগিতা_২০২৩
নাম—মুহা. আব্দুল্লাহ বা অমুক অমুক
পোস্ট নং—এত এত

৪.ফলাফল নির্বাচনীর ক্ষেত্রে সবগুলো ক্যাটাগরিতে অংশগ্রহণকারী এমন ৩ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। ১ম, ২য়, ৩য়। এবং তাদের প্রত্যেককেই আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে ইন শা আল্লাহ। ধারনার চেয়ে বেশি কিছু থাকবে। যা আপনারা কল্পনাও করতে পারবেন না! ইবরাত সবসময়ই পাঠকদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, আপনারা সে বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। আমরা পুরস্কারের কথা এখানে উল্লেখ করে আয়োজনটিকে ছোট করতে চাচ্ছিনা।



আমরা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে প্রতিযোগীদের কতটুকু করে লিখতে হবে তা নিম্নে উল্লেখ করে দিচ্ছি।

▪️আরবীর জন্য যতটুকু লিখতে হবে—

সাইয়িদুল ইসতিগফার–

‎اللّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

▪️বাংলার জন্য যতটুকু লিখতে হবে—

''নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু (সবই একমাত্র মহামহিয়ান) আল্লাহর জন্য। যিনি (এই তামাম দুনিয়ার) সমস্ত সৃষ্টিকুলের রব।''(সুরা আল-আনআ'ম, আয়াত ক্রম–১৬২)

▪️ইংরেজীর জন্য যতটুকু লিখতে হবে—

Abu Hurayra 'may Allah be pleased with him' –said, ''I heard the Messenger of Allah, peace and blessings be upon him, say, ‘By Allah, I ask Allah’s forgiveness and turn towards Him in repen-tance more than seventy times a day.'' (Sahih al-Bukhari)

▪️ উর্দূর জন্য যতটুকু লিখতে হবে—

جس شخص كو ئ ن*ك كام كر ے گا خواه وه مرد ہو ياعورت بشرطيكه صاحب ايمان ہو تو ہم اس شخص كو با لطف زندگي ديں گے اور ان كے اچهے كا مو ں كے عوض ميں ان كا اجر ديں گے.

বি.দ্র. উর্দু লেখাটা অনেকটা হুবহু আরবী স্টাইল হয়ে যায় মোবাইলে টাইপ করার সময়। আমাদের পোস্টেও তেমনটাই হয়েছে। তাই আপনাদের সুবিধার্থে আমরা কমেন্ট বক্সে উক্ত লেখাটির মূল উর্দূ ধরন কেমন হবে, তার একটি স্কীনশর্ট দিয়ে দিয়েছি। আপনারা সেটি ফলো করতে পারেন।

আরেকটি কথা–উপরোল্লিখিত প্রতিটি লেখা সাদা রাফখাতার উপর লিখতে হবে। কোনো মার্জিন বা রুল করা খাতায় লেখিত লেখা গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ সবাইকে। সবার জন্য দুআ এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।

পরিচালনা ও পরিবেশনায়
ইবরাত পাবলিকেশন
॥সভ্য চেতনার নব্য প্রকাশ॥

28/04/2023

ইন শা আল্লাহ ইবরাত পাবলিকেশন থেকে এমন একটি অসাধারণ কাজ আসছে যা আপনি ভাবতেও পারবেন না..!

ইবরাত! আপনাদের অনাবিল ভালোবাসার এক বর্ণিল নাটাইয়ের নাম। স্বপ্নীল বাতায়নের নাম। যে নাটাইয়ের বিনিসুতোর টানে আমরা অনন্য এক ...
20/10/2022

ইবরাত! আপনাদের অনাবিল ভালোবাসার এক বর্ণিল নাটাইয়ের নাম। স্বপ্নীল বাতায়নের নাম। যে নাটাইয়ের বিনিসুতোর টানে আমরা অনন্য এক সুখের পেয়ালা হাতে নিয়ে যাত্রা শুরু করেছিলাম বছর দেড়েক আগে। তখন অসম্ভবকে সম্ভবের আল্পনায় এঁকেছিলাম আমরা সামান্য কয়েক টুকরো আশার ছক-ছড়ি দিয়ে। একমুঠো জীবন জোছনার মোহনার জন্যে আমরা জীবনযুদ্ধের গভীর তলদেশে বারবার ডুবে যেতে যেতেও যাইনি। হারাতে গিয়েও হারাইনি কালের প্রবল কালো স্রোতের আঁধারে। কারণ, আমাদের প্রত্যাবর্তনের নাটাই আমাদের ঘুড়িয়ালদের হৃদয়ের ক্যানভাসে লৌহপ্রাচীরের মতো লাগোয়া ছিল। ছিল শক্ত বাঁধনের বন্ধনীতে বাঁধা। তাই তো আজও ইবরাত সবার হৃদয়ের সাথে অবিচ্ছেদ্যভাবে গাঁথা। ইন শা আল্লাহ গাঁথা থাকবে সারা জীবনতক।

একবুক জীবন পুঁতির মালা দিয়ে আমরা বুনন করেছিলাম সাতরঙা রঙধনুর কাল্পনিক দৃশ্যপট। হৃদয় ফলকে অঙ্কিত করেছিলাম পরিশুদ্ধ হৃদয়ের বাসন্তী-বাতাস। একমাত্র জীবনের বকুল ফোটানো শিশিরের স্রোতে আমরা অবগাহন করবো এবং আপনাদের করাবো বলে। আমাদের সেই অগ্রযাত্রায় কয়েকজন রঙিন প্রজাপতি নিয়ে আমরা ছোট্ট নীল আকাশে উড়াউড়ি শুরু করেছিলাম সাহসী দর্পে। আজ সেই আকাশের বিশালতা বেড়েছে। বেড়েছে লাল-নীল-হলুদ ঘুড়িদের আনাগোনা।

একসময় যে বীজের উন্মেষ স্বপ্নেও কেউ ভাবেনি, ঘুর্ণাক্ষরেও কল্পনা করেনি সেই ১ (এক) এর শূন্যস্থান পূরণ হয়েছে আজ ১০ (দশ) হাজার অগুণতি ডালপালাময় বটবৃক্ষের মাধ্যমে। আর এর শুকরিয়া ও প্রশংসার যত ধরন হতে পারে, সবই আল হাকিম ও আল-হাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
ঠিক শুরুর দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তিলে তিলে গড়ে ওঠা ইবরাতের সাথে আপনারা যারা জুড়ি-মেল-বন্ধন জুড়ে রেখেছেন এবং বর্তমানেও জুড়ে আছেন আপনাদের সবাইকে ইবরাত পরিবারের পক্ষ থেকে এক আকাশ শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহ আমাদের সামনের দিনগুলো যেন আরও অত্যুজ্জ্বল এবং আলোকময় করেন, সোনালি বিকিরণে ঝলমল করে দেন এবং আপনাদের দ্বারে দ্বারে পরিশুদ্ধ জীবনের সুনির্মল রৌশনি পৌঁছে দেয়ার তাওফিক দান করেন! আমীন।


বিশেষ কৃতজ্ঞতায়
ইবরাত প্রকাশনা পর্ষদ

16/10/2022

সুপ্রিয় পাঠকবৃন্দ! আমরা দুপুরে ঘোষণা দিয়েছিলাম সমগ্র বাংলাদেশ থেকে আমরা বিভাগওয়ারি ইবরাত প্রিয়জন নির্বাচন করেছি। ইবরাত থেকে দেশব্যাপী এমন সুন্দর আয়োজন এবারই প্রথম। এখন থেকে আমরা প্রতি তিন মাস পরপর এই আয়োজনটা করবো ইন শা আল্লাহ। এখন থেকে আগামী তিন মাস যাদের এক্টিভিটি (অর্থাৎ ইবরাতের পেইজ ও আইডিতে) বেশি দেখা যাবে তারাই হবেন আমাদের পরবর্তী ত্রৈ-মাসের ইবরাত প্রিয়জন। এবারের সৌভাগ্যবান প্রিয়জনরা হলেন–

(ক) ঢাকা বিভাগ থেকে–Mohima Akter

(খ) রাজশাহী বিভাগ থেকে–Al-Takvir Ahmed Jisan

(গ) চট্টগ্রাম বিভাগ থেকে–Arman Aziz Mahmudi

(ঘ) রংপুর বিভাগ থেকে–Farah Ul Fath

(ঙ) সিলেট বিভাগ থেকে–M A Munim

(চ) খুলনা বিভাগ থেকে–Shila Binte Shahadat

(ছ) বরিশাল বিভাগ থেকে–Sadiya Humayra

(জ) ময়মনসিংহ বিভাগ থেকে–Md Abdullah

এবারের প্রিয়জনদের সবার জন্যে আমাদের ইবরাত পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক কৃতজ্ঞতা ও নির্মল ভালোবাসা। আপনাদের আগামীর দিনগুলো হোক সুন্দর, সুখময় এবং সুখপাঠ্য। সামনের দিনগুলোতে আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন বলে আমাদের বিশ্বাস ইন শা আল্লাহ। বই হোক শুদ্ধ জীবন বুননের বাতায়ন। অন্তরের প্রশান্তি রসায়ন। সবার জন্যে একচাঁদ শুভকামনা। ধন্যবাদ।

বি.দ্র.—যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা দ্রুত আমাদের পেইজে নক করুন!

সৌজন্যে–ইবরাত পাবলিকেশন
সভ্য চেতনার নব্য প্রকাশ।

সভ্য চেতনার নব্য প্রকাশ

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আবারও বাংলাদেশের বিশ্বজয়। গোটা বিশ্বকে পিছনে ফেলে মহাগ্রন্থ আল কুরআনের যে জয়ে...
22/09/2022

বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আবারও বাংলাদেশের বিশ্বজয়। গোটা বিশ্বকে পিছনে ফেলে মহাগ্রন্থ আল কুরআনের যে জয়ের অধ্যায় বাংলাদেশের স্বর্ণের টুকরা হাফেজে কুরআনরা গত বেশ কয়েক বছর ধরে লিখে চলেছে, সত্যিই তা আমাদের জন্যে মহা গৌরবের। নিঃসন্দেহে সর্বকালের সব সাফল্যগুলোর মধ্যে সেরা থেকেও সেরা সাফল্য। কুরআন ঐশ্বরিক মহাগ্রন্থ। আর তা বক্ষে ধারনকারীও মহান ব্যাক্তিত্ব। এ জয়ের আয়োজন ও সংবর্ধনা এ জমিনে না হলেও আসমানে তিনি অবশ্যই করবেন ইন শা আল্লাহ।

পবিত্র মক্কায় অনুষ্ঠিত ২০২২ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে ঢাকা মিরপুর মারকাযু ফায়জুল কুরআনের মেধাবী ছাত্র 'হাফেজ সালেহ আহমদ তাকরীম' দেশের মুখ উজ্জ্বল করে ৩য় স্থান অর্জন করায় ইবরাত পরিবার ও ইবরাতের সর্বশ্রদ্ধেয় প্রিয় পাঠকদের পক্ষ থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সহস্র ফুলেল শুভেচ্ছা। রব্বে কারীম তাঁর এই মহৎ বান্দাকে কুরআনের খাদেম হিসেবে ক্ববুল করুন! এবং তাকে সমুন্নত এ কৃতিত্বের সুফল হিসেবে দ্বি-জগতেই মহাপুরস্কারে পুরস্কৃত করুন! আমীন।

সৌজন্যে
ইবরাত প্রকাশক প্যানেল
(সভ্য চেতনার নব্য প্রকাশ)

28/08/2022

মেঘরঙা আকাশ। নিয়ন আলোয় আবছা আঁধার ধরনী। কেমন নিথর-নিঃশব্দ পরিবেশ। যেন নিঃসীম আমবশ্যা। ভোর থেকে টিনের চাল গড়িয়ে টিপটিপ বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি বৃষ্টি। তার সঙ্গে আবার উত্তুরের হিম ধরা শীতল সমীরণ। শীত শীত বাতাস। একেবারেই হীমশীতল। যেন কালবৈশাখের প্রত্যাগমন এবার আষাঢ় ঋতুতে হয়েছে। সাতসকালে শরীর ছমছমে এই জাড় সমীরণে ঠাণ্ডায় গা হড়কে উঠেছে রাহাতের। পায়ের তলায় রাখা ফুলেল নকশিকাঁথা টেনে নিয়ে শরীরে মুড়িয়ে নিয়েছে সে। একটু স্নিগ্ধমাখা ওঁমে ঘুমের ঘোরটা আরও বাড়াতেই তার এমন ঠুনকো প্রয়াস। কার্যমতে তন্দ্রা গভীরেও নামতে চলেছিল রাহাতের। ঠিক এমন মুহূর্তেই কোথা থেকে মা সালেহা বেগম এসে আতকা হাজির। হাঁক ছেড়ে বাক ছাড়লেন –

-রাহাত, এই রাহাত! কিরে এখনো কাঁথা মুড়িয়ে তুই ঘুমাচ্ছিস? ফজরের সালাত না পড়ে তুই কীভাবে এমন দিব্যি আরামে শুয়ে আছিস? কয়টা বাজে তোর কোনো খেয়াল আছে সেদিকে? ঘড়ির কাঁটা ৫টার ঘর ছেড়ে গেছে। পনের বিশ মিনিট পর ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে। ওঠ, ওঠ। জ্বলদি উঠে ওযু করে নামাজ পড়ে নে। কিরে কি বলছি তোকে? ওঠ, ওঠ। আর শুয়ে থাকিস না! নামাজ পড়ে নিজেকে শয়তানের ধুম্রজাল থেকে মুক্ত করে সারাদিনের জন্যে এবার নিজেকে মহান আল্লাহর জিম্মায় সোপর্দ কর! (1)

(1) রেফারেন্স—

'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হয়ে গেলো।' (সুবহানাল্লাহ) (সহিহ মুসলিম, হাদিস ক্রম: ১৩৭৯)

বি.দ্র.–বরেণ্য অনুবাদক সম্পাদক ও সাহিত্যিক সাঈদ ইফরাত ভাইয়ের কলমে ইবরাত পাবলিকেশন থেকে প্রকাশিতব্য একমাত্র উপন্যাসধারার বই 'আতশকাঁচ' থেকে সামান্য একটু..!

ধানমণ্ডি ল্যাবএইড হসপিটাল। বাংলাদেশের বহুল পরিচিত, বৃহৎ ও যথেষ্ট সেবা প্রদানকারী হসপিটালগুলোর মধ্যে এটি সেরা ও অন্যতম এক...
14/08/2022

ধানমণ্ডি ল্যাবএইড হসপিটাল। বাংলাদেশের বহুল পরিচিত, বৃহৎ ও যথেষ্ট সেবা প্রদানকারী হসপিটালগুলোর মধ্যে এটি সেরা ও অন্যতম একটি প্রাইভেট হসপিটাল। এর একদম নীচতলায় কাউন্টার। কাউন্টারের বাম পাশে শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার। অনেক বাবা-মা’রা তাদের বাচ্চাদের নিয়ে বসে আছেন। সিরিয়াল আসলে একে একে তাদের বাচ্চাদের নিয়ে ডক্টরস রুমে যাবেন। চোখ পড়লো অন্য কিছুতে। ঠিক ওখানটার বরাবর বাহির থেকে একজন নগ্নপদ বিশিষ্ট লোক সেই ফজরের পর থেকেই দেখছি পায়চারি করে যাচ্ছেন। হন্যে হয়ে ঘোরাঘুরি করছেন। ত্রিশোর্ধ্ব হবে বয়স। চল্লিশ ছুঁইছুঁই হবে মেইবি। গায়ে মেটে কালারের পুরোনো টি-শার্ট। তাও তিন তালি দেয়া তিন জায়গায়। বুকে-পিঠে দু'জায়গায় আবার দু'টুকরো নেই। পরনে সাদা রংয়ের লুঙ্গি। ময়লায় কুচকুচে এ লুঙ্গি দেখে প্রথমে এটি যে সাদা কোনো লুঙ্গি ছিল তা বুঝতে প্রচুর কষ্ট হচ্ছিল আমার। লোকটি হাসপাতালের ভেতরও ঢুকছেন না আবার কেনো জানি সরছেনও না এখান থেকে। এগারো তলার উপর থেকে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে যে, লোকটি খালি ছটপট ছটপট করছেন। একটু অপেক্ষাগারে বসছেন আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছেন। এদিক থেকে ওদিক ছোটাছুটি করছেন। কেমন জানি অস্থিরতা অস্থিরতার ছাপ দেখা যাচ্ছে লোকটার সারাটা চেহারা জুড়ে। তাকে এভাবে দেখে কৌতূহলের রেশ ভাঙতে নিচে নেমে এলাম। ডাক্তারের রুম থেকে যেই বাবা-মা'রাই বাচ্চাকে নিয়ে বেরুচ্ছে তাদের ভীষণ মায়া করে জিজ্ঞেস করছেন–

'স্যার-ম্যাডাম! আপনাগো বাবুটার কী হইছে? ক্যান এইখানে বাবুরে নিআইছেন?'

তার অমন প্রশ্ন কারও কারও কাছে খুব অসংলগ্ন মনে হলো। বিতিকিচ্ছিরি হয়ে ঠেকল। আবার কারও কাছে বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। অল্প কয়েকজনই তাদের বাচ্চার এটা হয়েছে, ওটা হয়েছে বলে জবাব দিয়েছে। আর বাকি সবাই তাকে তিরিক্কির স্বরে পাগল, উন্মাদ ও অকর্মা বলে ঝাড়ি দিয়েছে। ভাজেভাবে গলা ছেড়ে যাচ্ছেতাই বলে গালাগাল করেছে। তবুও সে সবার কাছে দু'হাত তুলে বিনয়চিত্তে বলছে–অনেক অনেক ধইন্যবাদ স্যার একটু কথা বলার জন্যে।

এবার আর ঠায় দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি। গ্লাস টেনে বের হয়ে লোকটির সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটি আমাকে ওভাবে আচানক তার সামনে গিয়ে দাঁড়ানোতে বোধ হয় একটু ভয় পেয়েছে। মাথা নুইয়ে ছোট্ট করে গলা খেকর দিয়ে জিভের আগায় তোলা থুথু দিয়ে কণ্ঠ ভেজালো প্রথমে। এরপর নয়ন লোরে গড়গড় করে ঝর্ণার জলের স্রোতের মতো চোখের পানি ফেলতে লাগল। তার অমন অকস্মাৎ কান্নার কোনো কারণ খুঁজে পেলাম না আমি। বারকয়েক তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলাম। কান্না থামাতে বললাম। কিন্তু না, লোকটি অনবরত কেঁদেই যাচ্ছিল। যেনো পৃথিবীর তামাম মানুষের সব দুঃখ-কষ্ট, বিরহ-বেদনা সে একা বয়ে যাচ্ছে।

এভাবেই চলে গেল বেশ খানিকটা সময়। অনেক্ষণ পর তার কান্নার গলা কিছুটা থেমে আসতে দেখা গেল যেন। এবার লোকটি কাঁধে ঝুলে থাকা গামছাটা দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল–

‘‘ভাইজান! আমি ছোডোগাডো একটা ভ্যান গারি ছালাই। মাইনষের ভারী ভারী ওঝনের জিনিসপত্র এক্কান থেইক্কা আরেক্কানে নিয়া যাই। বিনিময়ে যা ভাড়া পাই তা দিয়া ৩ পোলা, ১ মেয়ে আর ওগো মা’রে নিয়া কোনোরকম ডালভাত খাইয়া দিন পার করি। সপ্তাহখানেক ধইরা বড় পোলাটার ভীষণ জ্বর। জ্বরের ছোটে নাওয়া-খাওয়া কিছুই করবার পারেনা। হেই লগে কাশও আছে খুব। কাল রাইত ধইরা কাশের লগে রক্তও যাইতাছে খুব পোলাটার মুখ দিয়া। ছোখ মেইল্লা দুনিয়াটা যে দেখবো হেই শক্তিও নাই শরীলে। গত দুইদিন মাত্র ৩ টা ভাড়া টানছি। হাজার ১২০০ টাকা হইবো কামাইছি। কাইল রাইতে পোলার মা কইতাছে–আমার পোলারে আমনে ভালা একটা ডাক্তর দেহান গো! নাইলে পোলাটার কখন না জানি কি হইয়া যায়। গত ৭/৮ দিন ধইরা ক্যান পোলাটার জ্বর-ই ছাড়তাছেনা? হের লাইগা আমি হসপিটালের সামনে আইসা সব বাবা-মা’গোরে জিগাইতাছি তাগো বাইচ্চার কী অসুখ? যার বাইচ্চার অসুখের লগে আমার পোলাটার অসুখের মিল পামু ওই বাইচ্চার সিলিপের ওষুধগুলা আমার পোলাটার লাইগা ওষুধ দোকান থেইক্কা কিনা নিয়া যামু। কারণ, আমার কাছে আছেই তো ১২০০ টাকা। ১০০০ হাজার টাকা যদি ভিজিট-ই দিয়া দিই ডাক্তাররে, তাহলে ওষুধ কিনবার পারুম না আবার। হের লাইগাই এহানে আইসা সকাল থেইক্কা ঘুরঘুর করতাছি। যদি কারও বাইচ্চার রোগের লগে আমার পোলার রোগটা মিললা যায়! দোয়া কইরেন ভাইজান! আমি ওইদিকে যাই। ওইতো আরেকজন বাহির হইছে চেম্বার থেইকা।’’

এই কতটুক কথা বলতে না বলতেই লোকটি আবার হনহন করে কাঁদতে কাঁদতে ওই দিকে ছুটে গেল। এবার তার কান্নার ভাষা আমি কিছুটা বুঝতে পেরেছি। আহ! বাবারা বুঝি এমনই হয়! অথচ সব সন্তান তো এমন হয় না। বাবাদের মতো এমন বিশাল মনের অধিকারীও হয় না। তাই কুরআনের আয়াতটিই হোক আমাদের সবার জীবনের করুণ বাস্তব ও চূড়ান্ত কার্যকরিতার বাহার! আমীন।

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

(সুরা বনী ইসরাইল, আয়াত ক্রম–২৪)

লিখেছেন–সাঈদ ইফরাত
প্রকাশক, অনুবাদক ও সম্পাদক।

প্রিয় পাঠক! আপনাদের বহুল আকাঙ্খিত গ্রন্থ 'চেঞ্জ অফ লাইফ' বইয়ের প্রচ্ছদ প্রস্তুত আলহামদুলিল্লাহ।শীঘ্রই আসছে ইন শা আল্লাহ।...
28/06/2022

প্রিয় পাঠক! আপনাদের বহুল আকাঙ্খিত গ্রন্থ 'চেঞ্জ অফ লাইফ' বইয়ের প্রচ্ছদ প্রস্তুত আলহামদুলিল্লাহ।

শীঘ্রই আসছে ইন শা আল্লাহ।

বই : চেঞ্জ অফ লাইফ
লেখক : ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফী
ভাষান্তর : মারুফ আল হাসান, সাঈদ ইফরাত
সম্পাদনা : নাইলাহ আমাতুল্লাহ
শাস্ত্রীয় সম্পাদনা : ওস্তায ইলিয়াস আশরাফ হাফিযাহুল্লাহ
প্রুফ নিরীক্ষণ : জুয়াইরিয়া বিনতে রিদওয়ান
প্রচ্ছদ : আহমাদুল্লাহ ইকরাম

ইবরাত পাবলিকেশন
সভ্য চেতনার নভ্য প্রকাশ

26/06/2022

প্রিয় পাঠক!
ইবরাতের দ্বিতীয় বই অনুবাদগ্রন্থ নির্ধারণ করা হয়েছে।
জ্বী, বহুল কাঙ্খিত বই ''চেঞ্জ অফ লাইফ''ই হতে যাচ্ছে আমাদের দ্বিতীয় গ্রন্থ ইন শা আল্লাহ।

05/06/2022
ইবরাত পাবলিকেশনের সম্মানিত লেখক, অনুবাদক, সম্পাদক, পাঠক, ডিলার এবং শুভানুধ্যায়ী সহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ...
01/05/2022

ইবরাত পাবলিকেশনের সম্মানিত লেখক, অনুবাদক, সম্পাদক, পাঠক, ডিলার এবং শুভানুধ্যায়ী সহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আজ ১ই মে, ২০২২ থেকে নিয়ে ১০-ই মে, ২০২২ পর্যন্ত আমাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১১-ই মে, ২০২২ তারিখ থেকে আমাদের সকল কার্যক্রম পুনরায় চালু হবে ইনশা আল্লাহ।
আপনাদের সবার ঈদ হোক সুন্দর ও আনন্দময়। আরও বেশি মজবুত হোক ভ্রাতৃত্বের বন্ধন, প্রগাঢ় হোক আত্মীয়তার জুড়ি মেলবন্ধন। প্রিয়জনের সাথে কাটানো সময়গুলো আরও বেশি বাঙময় ও স্মরণীয় হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা রামাদান, সাহরি, ইফতার, তারাবি এবং ঈদকে কবুল করে নিন। আমাদের তাকওয়া ও দ্বীনদারিতা বাড়িয়ে দিন। আমাদের সময়ে, কাজে ও সম্পদে বারাকাহ দান করুন। আমিন।

তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ইবরাত পাবলিকেশন
সভ্য চেতনার নব্য প্রকাশ

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাগুজে সন্তান আজ পৌঁছে গেছে মুহতারাম Shamsul Arefin Shakti ভাইয়ের করকমলে। ইবরাতের জন্যে পাহা...
01/03/2022

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাগুজে সন্তান আজ পৌঁছে গেছে মুহতারাম Shamsul Arefin Shakti ভাইয়ের করকমলে। ইবরাতের জন্যে পাহাড়সম শুভকামনা ও আগামীর পথচলার জন্যে অনেক অনেক দোয়া দিলেন শক্তি ভাই আলহামদুলিল্লাহ। রব আমাদের এ প্রথম কাজটিকে সর্বমহলে সমাদৃত করুন! আমিন।

লোকেশন—একুশে বইমেলা প্রাঙ্গণ।
তারিখ—১-৩-২০২২ইং

বি.দ্র.—বইটি এখন বইমেলায় রাহনুমা প্রকাশনী -এর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং ১৫০।

আসছেন তো..?দেখা হবে ইন শা আল্লাহ একটি সুন্দর বইয়ের শহরে।
15/02/2022

আসছেন তো..?
দেখা হবে ইন শা আল্লাহ একটি সুন্দর বইয়ের শহরে।

প্রি-অর্ডারের ঘোষণা :-----------------------------প্রিয় পাঠক, দীর্ঘ অপেক্ষার প্রহর মাড়িয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে—‘বইমেলা...
10/02/2022

প্রি-অর্ডারের ঘোষণা :
-----------------------------

প্রিয় পাঠক, দীর্ঘ অপেক্ষার প্রহর মাড়িয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে—‘বইমেলা ২০২২’। আবারও শুরু হচ্ছে বইয়ের জমকালো উৎসব। প্রাণের এই উৎসবে আপনাদের সবার প্রিয় 'ইবরাত পাবলিকেশন' নিয়ে আসছে অসাধরণ এক চমক। প্রিয় লেখিকার অসাধারণ এক বই নিয়েই আমাদের এবারের এ অগ্রযাত্রা ও শুভ আয়োজন। আর এই উৎসবকে আরও আনন্দঘন করে তুলতে প্রথমবারের মতো প্রি-অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় সব উপহার।

আমাদের এ ‘বইমেলা প্যাকেজ’ প্রি-অর্ডার চলাকালীন সময়ে পাচ্ছেন ৩৫% পর্যন্ত বিশাল ছাড়। সাথে আরও থাকছে...

১. একটি আকর্ষণীয় চাবির রিং
২. একটি প্রিমিয়াম বুকমার্ক
৩. সাথে আরও থাকছে লেখিকার অটোগ্রাফ

প্রি-অর্ডারের তারিখ : চলবে ১০ ই ফেব্রুয়ারি থেকে ২২ এ ফেব্রুয়ারি পর্যন্ত।

বি.দ্র. প্যাকেজটির সাথে উপহারগুলো কেবলমাত্র প্রি-অর্ডার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য। তাই আজই বইটি সংগ্রহ করার জন্যে নক করুন আমাদের ইনবক্সে। নতুবা আপনার পছন্দের যেকোনো অনলাইন ও অফলাইন শপে প্যাকেজটি বুক করে রাখুন!

বইটি যেসব অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে...

১. রকমারি ডট কম
২. ওয়াফি লাইফ
৩. নিয়ামাহ বুকশপ
৪. তাক্বওয়া বুকশপ
৫. তৌহিদ অনলাইন বুকশপ
৬. সমীচীন ডট কম

বই : আধুনিকতার আড়ালে
লেখিকা : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
বাইন্ডিং : পেপারব্যাক
প্রচ্ছদ মূল্য : ২৩০ টাকা
প্রি অর্ডার মূল্য : ১৪৯ টাকা
প্রকাশকাল : একুশে বইমেলা ২০২২ ইংরেজি


অর্ডার করতে আমাদের সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন নিচের নাম্বারগুলোতে...

☎️ 01848462386
☎️ 01930234443
☎️ 01781-235568

ইবরাত পাবলিকেশন
(সভ্য চেতনার নব্য প্রকাশ)

Address

Dhaka

Telephone

+8801838587257

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইবরাত পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইবরাত পাবলিকেশন:

Share

Category