Ansar vdp Help desk / unofficial

Ansar vdp Help desk / unofficial please like our page

04/02/2022

চট্টগ্রাম সি বিচ

ভিডিওর লিংক নিচে দেয়া আছে।---★অঙ্গীভূত আনসার গার্ড অনুমোদন,প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত নীতিমালা। ★আমাদের প্রতিটি ভিড...
04/02/2022

ভিডিওর লিংক নিচে দেয়া আছে।---
★অঙ্গীভূত আনসার গার্ড অনুমোদন,প্রশাসন ও ব্যবস্থাপনা সম্পর্কিত নীতিমালা।
★আমাদের প্রতিটি ভিডিও আপনাদের অতি জরুরী।
আপনাদের সকলের কথা চিন্তা করেই আমরা ভিডিও তৈরি করে থাকি।
ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
https://youtu.be/BRvBErecwnk

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ফের নতুন নিয়োগ-২০২২/পদ সংখ্যা - ৪০০০। পোষ্টটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন।
31/01/2022

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ফের নতুন নিয়োগ-২০২২/
পদ সংখ্যা - ৪০০০।
পোষ্টটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন।

26/01/2022

উপজেলা আনসার কোম্পানি কমান্ডারের অসাধারন বেহালার সুর।
শেয়ার বাংলাদেশ আনসার ভিডিপি আন অফিসিয়াল পেইজ।

26/01/2022

আমরা হলাম বাংলাদেশের আনসার বাহিনী।
Bangladesh Ansar Force/
সকলে শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন।

আনসার মোঃ শাওন মিয়া , সিলেট ওসমানী নগর থেকে রক্তদানে প্রস্তুত। যে কোনো সময়ে মানবতার কাজে এগিয়ে আসবেন তিনি। নিজের ইচ্ছাকে...
23/01/2022

আনসার মোঃ শাওন মিয়া , সিলেট ওসমানী নগর থেকে রক্তদানে প্রস্তুত। যে কোনো সময়ে মানবতার কাজে এগিয়ে আসবেন তিনি।
নিজের ইচ্ছাকে মানবতার সাথে বিলিয়ে দিতে চান তিনি।
[ আমাদের চারপাশে এমন হাজারো শাওন মিয়া আছে যারা মানবতার কল্যানে কাজ করে ]

আপনিও হয়ে যেতে পারেন, আরেকজন শাওন মিয়া।
মানবতায় অংশ নিতে,
আপনার নামঃ
ঠিকানাঃ
কর্মস্থলঃ
মোবাইল নং
রক্তের গ্রুপঃ

এবং নিচের দেয়া পেইজ এবং গ্রুপ লিংকে এড হন।
এবং পেইজে মেসেজ দিন।

পেইজঃ https://www.facebook.com/Ansar-vdp-Help-desk-unofficial-104752354895201/

গ্রুপঃ
https://facebook.com/groups/918735068839863/

আজ না হয় কাল, রক্তের প্রয়োজন হতে পারে আপনারও।

[ একবার চিন্তা করে দেখুন তো ]

আপনার স্ত্রী,বোন,কিংবা নিকট আত্নীয় কেউ রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে। কিংবা ডেলিভারির সময় রক্ত দিতে না পারলে বাঁচার আসঙ্খা নেই।
ঐ মুহুর্তে আপনি কী করবেন?
তাই প্রয়োজনে মানুষের পাশে দাড়ান, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রয়োজনে হয়তো তার উত্তম প্রতিদান দিবে।
সদস্য হন কিংবা না হন,তবু মানবতার কল্যানে এগিয়ে আসতে পোষ্টটি শেয়ার করুন।
হয়তো আপনার শেয়ারে আরেক ভাই মানবতার কল্যানে যুক্ত হবে।

বি.দ্রঃ আমরা ৬৪ জেলা থেকে ৬৪ জন মডারেটর যুক্ত করতে চাই।
আগ্রহীগন লিংক গ্রুপে জয়েন হয়ে, গ্রুপে কমেন্ট করবেন।

https://facebook.com/groups/918735068839863/
গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মোঃ টিপু সুলতান স্টাফজির বাবা হার্ট স্ট্রোক করে, জাতীয় হৃদরোগ ইন্সটি...
20/01/2022

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মোঃ টিপু সুলতান স্টাফজির বাবা হার্ট স্ট্রোক করে, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ ভর্তি আছেন।
তিনি সকলের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
আমরা সকলে টিপু স্টাফজির বাবার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, যেনো স্টাফজির বাবা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এবং মহান আল্লাহ তাকে সকল বিপদ থেকে মুক্ত রাখেন।

আনসার আবু হায়দার, সিলেট গোলাপগঞ্জ থেকে রক্তদানে প্রস্তুত। যে কোনো সময়ে মানবতার কাজে এগিয়ে আসবেন তিনি। নিজের ইচ্ছাকে মানব...
17/01/2022

আনসার আবু হায়দার, সিলেট গোলাপগঞ্জ থেকে রক্তদানে প্রস্তুত। যে কোনো সময়ে মানবতার কাজে এগিয়ে আসবেন তিনি।
নিজের ইচ্ছাকে মানবতার সাথে বিলিয়ে দিতে চান তিনি।
[ আমাদের চারপাশে এমন হাজারো আবু হায়দার আছে যারা মানবতার কল্যানে কাজ করে ]

আপনিও হয়ে যেতে পারেন, আরেকজন আবু হায়দার।
মানবতায় অংশ নিতে,
আপনার নামঃ
ঠিকানাঃ
কর্মস্থলঃ
মোবাইল নং
রক্তের গ্রুপঃ

এবং নিচের দেয়া পেইজ এবং গ্রুপ লিংকে এড হন।
এবং পেইজে মেসেজ দিন।

পেইজঃ https://www.facebook.com/Ansar-vdp-Help-desk-unofficial-104752354895201/

গ্রুপঃ
https://facebook.com/groups/918735068839863/

আজ না হয় কাল, রক্তের প্রয়োজন হতে পারে আপনারও।

[ একবার চিন্তা করে দেখুন তো ]

আপনার স্ত্রী,বোন,কিংবা নিকট আত্নীয় কেউ রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে। কিংবা ডেলিভারির সময় রক্ত দিতে না পারলে বাঁচার আসঙ্খা নেই।
ঐ মুহুর্তে আপনি কী করবেন?
তাই প্রয়োজনে মানুষের পাশে দাড়ান, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রয়োজনে হয়তো তার উত্তম প্রতিদান দিবে।
সদস্য হন কিংবা না হন,তবু মানবতার কল্যানে এগিয়ে আসতে পোষ্টটি শেয়ার করুন।
হয়তো আপনার শেয়ারে আরেক ভাই মানবতার কল্যানে যুক্ত হবে।

বি.দ্রঃ আমরা ৬৪ জেলা থেকে ৬৪ জন মডারেটর যুক্ত করতে চাই।
আগ্রহীগন লিংক গ্রুপে জয়েন হয়ে, গ্রুপে কমেন্ট করবেন।

https://facebook.com/groups/918735068839863/
গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

আজ না হয় কাল, রক্তের প্রয়োজন হতে পারে আপনারও।সময়মত সেবা পেতে, মেসেজ করুনআপনার নামঃঠিকানাঃকর্মস্থলঃরক্তের গ্রুপঃমোবাইল নং...
16/01/2022

আজ না হয় কাল, রক্তের প্রয়োজন হতে পারে আপনারও।
সময়মত সেবা পেতে, মেসেজ করুন
আপনার নামঃ
ঠিকানাঃ
কর্মস্থলঃ
রক্তের গ্রুপঃ
মোবাইল নং-
[ একবার চিন্তা করে দেখুন তো ]

আপনার স্ত্রী,বোন,কিংবা নিকট আত্নীয় কেউ রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে। কিংবা ডেলিভারির সময় রক্ত দিতে না পারলে বাঁচার আসঙ্খা নেই।
ঐ মুহুর্তে আপনি কী করবেন?
তাই প্রয়োজনে মানুষের পাশে দাড়ান, স্বয়ং সৃষ্টিকর্তা আপনার প্রয়োজনে হয়তো তার উত্তম প্রতিদান দিবে।
সদস্য হন কিংবা না হন,তবু মানবতার কল্যানে এগিয়ে আসতে পোষ্টটি শেয়ার করুন।
হয়তো আপনার শেয়ারে আরেক ভাই মানবতার কল্যানে যুক্ত হবে।

বি.দ্রঃ আমরা ৬৪ জেলা থেকে ৬৪ জন মডারেটর যুক্ত করতে চাই।
আগ্রহীগন কমেন্ট করবেন।

https://facebook.com/groups/918735068839863/
গ্রুপে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

[ জনসচেতনতায় পোষ্টটি শেয়ার করুন ]★গবেষণা বলছে, ওমিক্রন আক্রান্ত হতে ত্বকে আমবাতের মতো Rash দেখা যায়। পিঠে কিংবা ত্বকের ক...
16/01/2022

[ জনসচেতনতায় পোষ্টটি শেয়ার করুন ]

★গবেষণা বলছে, ওমিক্রন আক্রান্ত হতে ত্বকে আমবাতের মতো Rash দেখা যায়। পিঠে কিংবা ত্বকের কোনও অংশে লাল লাল চাকা চাকা Rash দেখলে সতর্ক হন। জ্বরের সময় কিংবা জ্বর সেরে গেলে এমন Rash দেখা দিতে পারে। দেখা গিয়েছে, ওমিক্রন শরীরে বাসা বাঁধলে আমবাতের মতো Rash হচ্ছে রোগীদের।

জ্বরের পর যদি ত্বকে চুলকানি অনুভব করেন, তাহলে ফেলে রাখবেন না। ওমিক্রনের (Omicron) একটি লক্ষণ হল চুলকানি। হাতে, পায়ে, মুখে এমনকি শরীরের কোনও অংশ চুলকানি হলে সতর্ক হন। এর সঙ্গে বমি বমি ভাব, মাথা ব্যথা, গলা ব্যথা হলে ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন। যত তাড়াতাড়ি চিকিৎসা করাবেন, তত তাড়াতাড়ি মুক্তি মিলবে।

করোনা ও ওমিক্রন উভয় রোগের ক্ষেত্রেই ত্বকে ফুসকুড়ি দেখা যাচ্ছে। ঘাড়ের পিছনে ফুসকুড়ি, পায়ের আঙুলে ফুসকুড়ি হতে পারে করোনা কিংবা ওমিক্রন আক্রান্ত রোগীদের। শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে কি না তা নির্ধারণ যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তা হল আরটি-পিসিআর (RTPCR)। নাক থেকে কিংবা গলা থেকে লালা সংগ্রহ করার পর সেই নমুনাটির আরটি পিসিআর করা হয়। আর কেউ ওমিক্রন আক্রান্ত কি না তা জানার জন্য করতে হবে এস-জিন-ড্রপ পরীক্ষা। এই পরীক্ষা সব জায়গায় হয় না। ফলে কঠিন বোঝা কোনও রোগী ওমিক্রন আক্রান্ত কিনা। তাই ত্বকে কোনও রকম সংক্রমণ দেখা দিতে তৎক্ষণাত ডাক্তারি পরামর্শ নিন।

কথা গুলো তেতো হলেও সত্য।আবেদন করে হাজারো যুবক মাঠে যায়।কয়জনই বা ইউনিফর্ম পরিধান করতে পারে।চাকরি ছোট হোক কিংবা বড়,আপনি তা...
15/01/2022

কথা গুলো তেতো হলেও সত্য।
আবেদন করে হাজারো যুবক মাঠে যায়।
কয়জনই বা ইউনিফর্ম পরিধান করতে পারে।
চাকরি ছোট হোক কিংবা বড়,আপনি তাকে সম্মান জানান, দেখবেন পৃথিবী আপনাকে শ্রদ্ধা জানাবে।

আনসার বাহিনীর গর্বিত সৈনিক,নুরুল হাকিমের মত আপনিও হতে পারেন একজন মানবতার ফেরিওয়ালা। রক্ত দিলে শরিরের কোনো ক্ষতি হয় না,বর...
15/01/2022

আনসার বাহিনীর গর্বিত সৈনিক,নুরুল হাকিমের
মত আপনিও হতে পারেন একজন মানবতার ফেরিওয়ালা।
রক্ত দিলে শরিরের কোনো ক্ষতি হয় না,বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
[শুভেচ্ছা ও অভিনন্দন নুরুল হাকিমের জন্য ]

সকলের শেয়ার কামনা করছি।মহৎ কাজে এগিয়ে আসুন।মানবিক সেবায় আরেক ধাপ এগিয়ে যাবো আমরা।আমাদের এই মানবিক কার্যক্রম কোনো দাপ্তরি...
14/01/2022

সকলের শেয়ার কামনা করছি।
মহৎ কাজে এগিয়ে আসুন।
মানবিক সেবায় আরেক ধাপ এগিয়ে যাবো আমরা।
আমাদের এই মানবিক কার্যক্রম কোনো দাপ্তরিক কার্যক্রম নয়।যদি মনে করেন, তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারন,৷ মানবতার কল্যানের জন্য আমাদের এই ব্যতিক্রম ধর্মী কার্যক্রম।

★আপনি যদি রক্তদানে আগ্রহী হোন, তবে Comment Box এ আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা,এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন।
হয়তো কারো জীবন বাঁচানো মাধ্যম হতে পারেন আপনিও।

★তো চলুন রক্তদান সম্পর্কে কিছু যেনে নিই-

★কেন রক্তদান করবেন?
১. প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে !

২. হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে/বিপদে অন্য কেউ এগিয়ে আসবে।

৩. নিয়মিত রক্তদানে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম।

৪. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।

৫. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বেড়ে যায়।

৬. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’

৭. নিজের মাঝে একধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন । "আমাদের ছোট পরিসরের এই জীবনে কিছু একটা করলাম" এই অনুভুতি আপনার মনে জাগ্রত হবে এই ব্যাপারে নিশ্চিত করছি :)

★কারা রক্তদান করতে পারবেন?
১) ১৮ বছর থেকে ৬০ বছরের যেকোনো সুস্থদেহের মানুষ রক্ত দান করতে পারবেন।
২) শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি রক্ত দিতে পারবেন
৩) আপনার ওজন অবশ্যই ৫০ কিলোগ্রাম কিংবা তার বেশি হতে হবে।
৪) চার (৪) মাস অন্তর অন্তর রক্তদান করা যায়।
৫) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে।
৬) শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এ্যাজমা, হাপানি যাদের আছে তারা রক্ত দিতে পারবেন না।
৭) রক্তবাহিত জটিল রোগ যেমন-ম্যালেরিয়া, সিফিলিস , গনোরিয়া, হেপাটাইটিস , এইডস, চর্মরোগ , হৃদরোগ , ডায়াবেটিস , টাইফয়েড এবং বাতজ্বর না থাকলে।
৮) আপনাকে চর্মরোগ মুক্ত হতে হবে।
৯) মহিলাদের মধ্যে যারা গর্ভবতী নন এবং যাদের মাসিক চলছে না।
১০) আপনাকে অবশ্যই হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইডস, ক্যান্সার, যক্ষা, সিজোফ্রেনিয়া এবং ম্যালেরিয়া রোগমুক্ত হতে হবে। তবে কিছু রোগ আগে যেগুলোতে আক্রান্ত রোগীরা নির্দিষ্ট সময় পর রক্ত দিতে পারেন। যেমন, টাইফয়েডে আক্রান্ত রোগী-১২ মাস, ম্যালেরিয়ার রোগী-তিন মাস পর রক্ত দিতে পারবেন।
১১) কোন বিশেষ ধরনের ঔষধ ব্যবহার না করলে। যেমন- এ্যান্টিবায়োটিক।

কিছু ভুল ধারনা:-
১. রক্ত দান করার সময় মোটেও ব্যথা লাগে না। শুধূমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে।
২. রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে - এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে।
৩. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না - এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্ত দান করতে পারবেন, যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে।
৪. উচ্চরক্তচাপের কারণে রক্তদান করা যায় না - এটিও ভুল ধারণা। রক্তদানের সময় ব্লাডপ্রেসার ১৮০সিষ্টোলিক ও ১০০ডায়াষ্টোলিকের মাঝে থাকলে রক্ত দেওয়া যায়।
৫. রক্তদানের পর আপনি কোনো প্রকার অসস্থি বোধ করবেন না কিংবা অজ্ঞান হয়ে যাবেন না। এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)।https://youtu.be/3-vjYTs4SZQকন্ডাক্টর, গ্রেড...
14/01/2022

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)।https://youtu.be/3-vjYTs4SZQ
কন্ডাক্টর, গ্রেড-ডি (কাউন্টারম্যান) শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করেছে বিআরটিসি।
বিস্তারিত ভিডিওতে।
লিংকে প্রবেশ করে ভিডিও ওপেন করুন।
https://youtu.be/3-vjYTs4SZQ
এবং আবেদনের লিংক ভিডিও Description Box এ দেয়া আছে।

আনসারের বেতন বৃদ্ধি নিয়ে কতটা সত্যতা পাওয়া যায় তা সঠিক ভাবে বলা যায় না।তবে ভিডিওতে কিছু যুক্তি সংগত কথা আছে।যদি সঠিক হয়,...
12/01/2022

আনসারের বেতন বৃদ্ধি নিয়ে কতটা সত্যতা পাওয়া যায় তা সঠিক ভাবে বলা যায় না।
তবে ভিডিওতে কিছু যুক্তি সংগত কথা আছে।
যদি সঠিক হয়, তবে আল্লাহর কাছে শুকরিয়া।
https://youtu.be/fSKeXSYSEyI

আজ হেডলাইনটা এমন হওয়ার কথা না। কিছু কিছু অফিসারদের লোভ লালসার জন্য ডিপার্টমেন্টের সম্মান দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।যাকে ...
06/01/2022

আজ হেডলাইনটা এমন হওয়ার কথা না। কিছু কিছু অফিসারদের লোভ লালসার জন্য ডিপার্টমেন্টের সম্মান দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে।
যাকে খুশি গ্রাম থেকে নিয়ে ডিউটি বসাবে। যে কিনা আনসার সম্পর্কে কোনো ধারনাই রাখে না।
প্রতিবাদ জানাই ঐ সকল আনসার অফিসারদের কার্যকলাপের উপর।

আর সাংবাদিক ভাইয়েরা একটু বেশি বাড়াবাড়িই করতেছে।আপনারা কোনো ভালো দিক কী কখনও তুলে ধরছেন? বরং সর্বদা বাহিনীর মান ক্ষূন্য বিষয় গুলো টানা হ্যাচরা করতেছেন।
যারা মাঠে কাজে নেমেছে তাদের খাবারের ব্যবস্থা কী আপনারা করে দিবেন।আজ এমন নিউজ সেনাবাহিনী নিয়ে করতেন, তখন বুঝতেন বিষয়টা কী দাড়ায়।

পুরো সংবাদটি তুলে ধরা হলোঃ

ভোটাররা দিচ্ছেন ভোট, আনসার সদস্যরা করছেন রান্না
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:০৬
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৮:২৯

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজঃ

ভোটকেন্দ্রের ভেতরে ভোটাররা দিচ্ছেন ভোট আর আনসার সদস্যরা করছেন রান্না। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসূলপুর ইউনিয়নের আয়মা জামালপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এমন দৃশ্য দেখা যায়।

মহিলা আনসার সদস্য মাহমুদা খাতুন ও আমিনুর রহমান বলেন, ভোটকেন্দ্রে ডিউটি করতে এসেছি। দুপুরের খাবারের জন্য আমরা রান্নার কাজ করছি।

কেন্দ্রে ভোট দিতে আসা ফারুক হোসেন বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে আসা নিরাপত্তা কর্মীরা রান্নার কাজে ব্যস্ত থাকায় ভোট কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

গ্রামবাসী মাহমুদা ও সখিনা বেগম বলেন, আমাদেরকে মহিলা গ্রাম পুলিশ মাছুদা খাতুন ডেকে এনে রান্নার কাজে লাগিয়েছে। রান্না করা খাবার কারা খাবে তা জানি না।

গ্রাম পুলিশ মাছুদা খাতুন বলেন, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার তাকে রান্নার দায়িত্ব দিয়ে রান্না শেষ করতে বলেছেন। তার নির্দেশমতো রান্না করে নিচ্ছি।

আয়মা জামালপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আহসান হাবিব বলেন, এই কেন্দ্রে ১৭ জন আনসার ও ৫ জন পুলিশ সদস্য রয়েছে। নিজেদের খাবারের জন্য আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা রান্না করছে।

05/01/2022

০১ জানুয়ারী ২০২২ থেকে সাধারন আনসার/এপিসি/পিসি ৬ টি অফারের পরিবর্তে ২ টি অফার পাবেন-
★ ১ টি গ্লোবাল
★ ১ টি রিজিওনাল
সূত্রঃ DG Ansar VDP
আইসিটি শাখা।
(শেয়ার পোষ্ট)

05/01/2022
প্রতিনিয়ত যারা আনসার বাহিনীর সৈনীক হওয়ার স্বপ্ন দেখছেন, আশা করি ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে-ভিডিওর লিংকটি নিচে দেয়া হ...
04/01/2022

প্রতিনিয়ত যারা আনসার বাহিনীর সৈনীক হওয়ার স্বপ্ন দেখছেন, আশা করি ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে-ভিডিওর লিংকটি নিচে দেয়া হলো👇
https://youtu.be/nc-70ZhnMiA
তবে সবার ভাগ্যে সব চাকরি থাকে না। তাই বলে আশা ছেড়ে দিলে হবে না। সব সময় চেষ্টা করতে হবে জীবনে ভালো কিছু করার জন্য।
আর কোনো কাজকেই ছোট করে না দেখে তার প্রতি সম্মানের সাথে এগিয়ে গেলে জীবনে বড় কিছু করা সম্ভব।
আশা করি, কেউ কোনো প্রকারের বাজে মন্তব্য করবেন না।

শতর্কীকরনঃ দালাল থেকে সাবধান, কারো কোনো প্রকার প্রলভনে পড়ে নিজের কষ্টের অর্থকে বিস্বর্জন দিয়েন না।

https://youtu.be/nc-70ZhnMiA

এভাবে আর কত?কথাকাটাকাটির জেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আনসার কমান্ডার আহত হয়েছেন।সোম...
03/01/2022

এভাবে আর কত?

কথাকাটাকাটির জেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর হামলায় আনসার কমান্ডার আহত হয়েছেন।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আনসার কমান্ডার তাহের উদ্দিন। রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের কনকোর্স হলে নিরাপত্তা কর্মী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে এক দর্শনার্থীকে প্রবেশ করাচ্ছিলেন। বিষয়টি দেখে ফেলেন সেখানে কর্তব্যরত আনসার কমান্ডার তাহের উদ্দিন। তিনি বিমানবন্দরের প্রবেশ ফটকে ইসমাইলকে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আনসার কমান্ডার তাহেরের মাথায় সজোরে আঘাত করেন ইসমাইল। এতে তাহের মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিমানবন্দর এলাকায় যাত্রীরা বিরূপ পরিস্থিতির শিকার হন। প্রায় এক ঘণ্টা সেখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করে।

সিলেট ওসমানী বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশগামী এক ছেলের সঙ্গে তার বাবার কনকর্স হলে ঢোকা নিয়ে বিপত্তির সৃষ্টি হয়। ওই ব্যক্তিকে নিরাপত্তা কর্মীর ঢুকতে দেওয়া নিয়ে আনসার কমান্ডার জেরা করলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তা কর্মী ইসমাইল হাতে থাকা ওয়াকিটকি দিয়ে আঘাত করায় আনসার কমান্ডার তাহের আহত হন।

তিনি বলেন, বিষয়টি নিষ্পত্তির দিকে এগুচ্ছে। এরপরও এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাধারন আনসারের রেশন তালিকা, কে কতটুকু পাবে। https://youtu.be/UFPiPjJGdlcহেডলাইন দেখেই অনেকে বুঝতে পারছেন বিষটি সাধারন আন...
02/01/2022

সাধারন আনসারের রেশন তালিকা, কে কতটুকু পাবে।
https://youtu.be/UFPiPjJGdlc

হেডলাইন দেখেই অনেকে বুঝতে পারছেন বিষটি সাধারন আনসারের রেশন নিয়ে। তবে এখানে ভিডিওতে বাড়তি রেশনের কথা উল্লেখ করে বলা হয়েছে।
চলুন লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নেই।
https://youtu.be/UFPiPjJGdlc
তবে জানিনা আসলে কতটুকু সত্য বা মিথ্যা।
ভরসা একটাই যখন হাতে পাবো তখন বলতে পারবো সত্য মিথ্যা কোনটা।

নতুন বছরে যে সকল বিষয় নিয়ে বাজেট প্রণয়নে থাকছে, বাংলাদেশ সাধারন আনসার।বিস্তারিত ভিডিওতে -
01/01/2022

নতুন বছরে যে সকল বিষয় নিয়ে বাজেট প্রণয়নে থাকছে, বাংলাদেশ সাধারন আনসার।
বিস্তারিত ভিডিওতে -

31/12/2021

জীবন গেলো জঙ্গলে, যৌবন গেলো কম্বলে।
গানের শেষ অংশ অনেকটা যুক্তি সংগত।

নতুন বছরের আগমনে নতুন করে সাজিয়ে তোলো নতুন জীবন,সুখী সুন্দরময় জীবন হোক সকলের আগামীর পথ চলা।২০২২ নিয়ে আসুক সকলের আনন্দময় ...
30/12/2021

নতুন বছরের আগমনে নতুন করে সাজিয়ে তোলো নতুন জীবন,
সুখী সুন্দরময় জীবন হোক সকলের আগামীর পথ চলা।
২০২২ নিয়ে আসুক সকলের আনন্দময় জীবন।

বি.দ্রঃ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাদের উক্ত পেইজের ছবি এবং পোষ্ট কপি করে বিভিন্ন পেইজ এবং গ্রুপে দেয়া হচ্ছে।
যদি আপনাদের কোনো ছবি,পোষ্ট,কিংবা ব্যানার ভালো লেগে থাকে, তবে অনুমতি সাপেক্ষে পোষ্ট কপি করবেন।

সাধারন আনসারদের মনে লুকানো আছে, অনেক কষ্ট অনেক বেদনা।যা সব জায়গায় ইচ্ছা থাকলেও বলতে পারে না।সকলে আশাবাদী ২০২২ এ সাধারন আ...
30/12/2021

সাধারন আনসারদের মনে লুকানো আছে, অনেক কষ্ট অনেক বেদনা।
যা সব জায়গায় ইচ্ছা থাকলেও বলতে পারে না।
সকলে আশাবাদী ২০২২ এ সাধারন আনসারগন নতুন কোনো আশার আলো ফিরে পাবে।
যার বদৌলতে কিছুটা হলেও মনে আশা পূর্ণ হবে।

সাধারন আনসারে নতুন নিয়োগ,আবেদন শুরু আজ ২৭/১২/২১ থেকে শেষ সময় ৩১/১২/২১ পর্যন্ত।
27/12/2021

সাধারন আনসারে নতুন নিয়োগ,আবেদন শুরু আজ ২৭/১২/২১ থেকে শেষ সময় ৩১/১২/২১ পর্যন্ত।

Bangladesh Ansar & VDP
26/12/2021

Bangladesh Ansar & VDP




মাননীয় প্রধানমন্ত্রী, জানি সাধারন আনসারের চাকরিটা স্থায়ী কিংবা সরকারি না। তবুও আপনার কাছে অনুরোধ,সাধারন আনসারে সারাজীবন ...
26/12/2021

মাননীয় প্রধানমন্ত্রী,
জানি সাধারন আনসারের চাকরিটা স্থায়ী কিংবা সরকারি না। তবুও আপনার কাছে অনুরোধ,সাধারন আনসারে সারাজীবন চাকরি করে বৃদ্ধ বয়সে যেনো না খেয়ে দিন কাঁটাতে না হয়।
এর সুদৃষ্টি কামনা করছি।

শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা।যোগ দিন বাংলাদেশ আনসার বাহিনীতে। নিরাপত্তা এবং দেশ সেবায় অংশ নিন।
25/12/2021

শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা।
যোগ দিন বাংলাদেশ আনসার বাহিনীতে। নিরাপত্তা এবং দেশ সেবায় অংশ নিন।

সাধারন আনসারে নতুন নিয়োগ -আবেদন শুরুঃ ২৭/১২/২১-৩১/১২/২১ পর্যন্ত।বিস্তারিত ওয়েব সাইটে। ১ম কমেন্টে লিংক-
25/12/2021

সাধারন আনসারে নতুন নিয়োগ -
আবেদন শুরুঃ ২৭/১২/২১-৩১/১২/২১ পর্যন্ত।
বিস্তারিত ওয়েব সাইটে। ১ম কমেন্টে লিংক-

দেশ সেবায় অংশ নিন,বাংলাদেশ আনসারে যোগ দিন।বাংলাদেশ আনসারে নতুন নিয়োগ।★★★বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম...
25/12/2021

দেশ সেবায় অংশ নিন,বাংলাদেশ আনসারে যোগ দিন।
বাংলাদেশ আনসারে নতুন নিয়োগ।
★★★
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম সহযোগী বাহিনী ‘সাধারণ আনসার’। বর্তমানে বাংলাদেশের আনসার ভিডিপিতে প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য আছে ৫০৯৮৭ জন। আর এসকল সাধারণ আনসার সদস্যগণ দেশের বিভিন্ন ৪৬৩৬ টি সংস্থায় সংযুক্ত রয়েছেন। এ সকল সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপুর্ন সরকারি প্রতিষ্ঠানে যেমন বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশনসহ শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ পরিবহন, রেল স্টেশন ও গণপরিবহণের সিকুরিটি দিয়ে আসছেন। সকল সরকারি ও সরকারী স্থাপনার নিরাপত্তা বিধান করছেন আনসার ভিডিপির সাধারণ আনসারের সদস্যরা।

সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবৎ আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সুচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে । চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পুর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে ।

★প্রার্থীর যোগ্যতাঃ

★বয়সঃ ১৮ হতে ৩০ বছর
★শারীরিক যোগ্যতাঃ উচ্চতা – সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি, দৃষ্টি শক্তি- ৬/৬
★শিক্ষাগত যোগ্যতাঃ মিনিমান জেএসসি/অষ্টম শ্রেণী/ সমমান পাস
★জাতীয়তাঃ বাংলাদেশি।

★প্রয়োজনীয় কাগজপত্রঃ

শিক্ষাগত যোগ্যতার মুল সনদপত্র
জাতীয় পরিচয়পত্রের মুল কপি
চারিত্রিক সনদপত্রের মূল কপি
নাগরিকত্ব সনদপত্রের মুল কপি
অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের প্রেবেশপত্র) মূল কপি
সকল ডকুমেন্টের গেজেটেভ অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ চোর) কপি পাসপোর্টসাইজের রঙ্গিন ছবি
প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, ক্ষেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।

★অঙ্গীভূত হওয়ার পর বেতন ও সুযোগ-সুবিধাঃ

প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০ টাকা এবৎ পার্বত্য এলাকয় ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন ।
প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন যা ৯৭৫০/- টাকা হারে দেয়া হবে।
দুই ইউনিট রেশন ভর্তুকি মুল্যে প্রদান করা হবে ।
কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ...
25/12/2021

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়েতে ‘খালাসী’ পদে মোট ১০৮৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নামঃ খালাসী।

পদসংখ্যাঃ মোট ১০৮৬ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতনঃ ৮,২৫০-২০,০১০/-টাকা।

আবেদনের শেষ তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২১ থেকে আবেদন করা যাবে। শেষ তারিখ ২৬ জানুয়ারি, ২০২২।

সূত্র : বাংলাদেশ রেলওয়ে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ansar vdp Help desk / unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies



You may also like