Kishor Alo - কিশোর আলো

Kishor Alo - কিশোর আলো কিশোরদের রঙিন পত্রিকা

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই জয়। অভিনন্দন বাংলাদেশ।
23/12/2023

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওডিআই জয়। অভিনন্দন বাংলাদেশ।

প্রতিবছর দ্বিগুণ হারে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। সঙ্গে বেড়ে চলেছে বরফ গলার পরিমাণ। কম ঘনত্বের হালকা বরফের মেরু অঞ্চলে তাই...
22/12/2023

প্রতিবছর দ্বিগুণ হারে বাড়ছে পরিবেশের তাপমাত্রা। সঙ্গে বেড়ে চলেছে বরফ গলার পরিমাণ। কম ঘনত্বের হালকা বরফের মেরু অঞ্চলে তাই আটকে পড়ছে ভালুকগুলো।

মেরু অঞ্চলের বরফ ঠান্ডা আবহাওয়াতেই বসবাস তাদের। শীত বেশি বাড়লে আশ্রয় নেয় গুহায়। দেহের চর্বিকে কাজে লাগিয়ে সেই কয়...

যদি ব্যবসায়ী ছোট বাক্সের তুলনায় বেশি বড় বাক্স পাঠান, তাহলে ৯৬ বাক্স আম পাঠাতে কতটি কার্টন লাগবে?
22/12/2023

যদি ব্যবসায়ী ছোট বাক্সের তুলনায় বেশি বড় বাক্স পাঠান, তাহলে ৯৬ বাক্স আম পাঠাতে কতটি কার্টন লাগবে?

বিশাল আকারের এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে ২৯০ জন যাত্রী। বর্তমানে তুরস্কে ট্রানজিট বাস হিসেবে চালু রয়েছে এটি। এই বাস...
22/12/2023

বিশাল আকারের এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে ২৯০ জন যাত্রী। বর্তমানে তুরস্কে ট্রানজিট বাস হিসেবে চালু রয়েছে এটি। এই বাস তৈরি করেছে তুরস্কের আকিয়া কোম্পানি। বাসটি দেখতে বিশাল হলেও এর সুরক্ষা, চালানো এবং উচ্চ লোড ক্ষমতা রয়েছে।

বিশাল আকারের এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে ২৯০ জন যাত্রী। বর্তমানে তুরস্কে ট্রানজিট বাস হিসেবে চালু রয়েছে এটি...

কেউ রাস্তার পাশে বসে ভিডিও গেম খেলছে, কেউ আবার হাঁটতে হাঁটতে ফেসবুক চালাচ্ছে, টিকটক দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ছে একে অন্য...
22/12/2023

কেউ রাস্তার পাশে বসে ভিডিও গেম খেলছে, কেউ আবার হাঁটতে হাঁটতে ফেসবুক চালাচ্ছে, টিকটক দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ছে একে অন্যের গায়ে। ছোটন দেখল, তার বয়সী একটা ছেলে মুঠোফোন দেখে হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার পাশের ড্রেনে পড়েই যাচ্ছিল, আরেকজন তো রাস্তার পাশে বসে থাকা এক ভিক্ষুককে মাড়িয়েই চলে যাচ্ছিল!...এসব দেখে মন খারাপ করে ছোটন বাসায় চলে এল। এখন সে তার পুরোনো বন্ধু ও তার বাবার পুরোনো বদলির জায়গাকে খুবই মিস করছে।

কেউ রাস্তার পাশে বসে ভিডিও গেম খেলছে, কেউ আবার হাঁটতে হাঁটতে ফেসবুক চালাচ্ছে, টিকটক দেখতে দেখতে হেসে গড়িয়ে পড়ছে এক...

তালিকার ১০ নম্বর বাসটি জার্মানির। ১ নম্বরটিও। মাঝে আছে সুইডেন, ব্রাজিল, তুরস্কের বাসও।
22/12/2023

তালিকার ১০ নম্বর বাসটি জার্মানির। ১ নম্বরটিও। মাঝে আছে সুইডেন, ব্রাজিল, তুরস্কের বাসও।

বাড়ির বাইরে বের হয়ে আমাদের জুতা পরব, ঠিক ওই সময় দেখতে পেলাম, আমাদের এক বন্ধুর এক জোড়া জুতার একটি নেই। বন্ধু খুবই দুশ্চিন...
22/12/2023

বাড়ির বাইরে বের হয়ে আমাদের জুতা পরব, ঠিক ওই সময় দেখতে পেলাম, আমাদের এক বন্ধুর এক জোড়া জুতার একটি নেই। বন্ধু খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। আমরাও দুশ্চিন্তায় পড়ে গেলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও আমরা জুতা পেলাম না। একটা জুতা পরেই বাড়িতে যেতে হলো বন্ধুকে।

বাড়ির বাইরে বের হয়ে আমাদের জুতা পরব, ঠিক ওই সময় দেখতে পেলাম, আমাদের এক বন্ধুর এক জোড়া জুতার একটি নেই। বন্ধু খুবই দুশ...

‘পুরোনো বইয়ের এই আরেক মজা। অনেক রকম লেখা মেলে ভেতরে। কোনোটা মজার, কোনোটা মন খারাপ করা। এমনকি কখনো কখনো অনেক পুরোনো চিঠিও...
22/12/2023

‘পুরোনো বইয়ের এই আরেক মজা। অনেক রকম লেখা মেলে ভেতরে। কোনোটা মজার, কোনোটা মন খারাপ করা। এমনকি কখনো কখনো অনেক পুরোনো চিঠিও পেয়েছি আমি বইয়ের ভেতরে।’

আঙ্কেল, আপনি না বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের নীলক্ষেতে একটা দারুণ পুরোনো বইয়ের জায়গা আছে। আপনি ফ্রি থা...

সূর্যের সাপেক্ষে বছরের কিছু সময় উত্তর গোলার্ধের অংশটা একটু কাছে চলে আসে, আবার কিছু সময় একটু দূরে থাকে। এর ফলে, যখন কাছে ...
21/12/2023

সূর্যের সাপেক্ষে বছরের কিছু সময় উত্তর গোলার্ধের অংশটা একটু কাছে চলে আসে, আবার কিছু সময় একটু দূরে থাকে। এর ফলে, যখন কাছে থাকে, তখন গরম পড়ে। আর দূরে থাকলে, সূর্যের আলো কম পড়লে হয় শীতকাল।

পৃথিবী তো এক জায়গায় স্থির নেই। নিজের কক্ষপথে সূর্যের চারপাশে ঘুরছে (এ জন্য বছর হয়)। আবার নিজের অক্ষ, মানে মাঝের লাঠ....

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণ...
21/12/2023

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণযোগ্য হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ৩ জন করে আড়ং ডেইরির সৌজন্যে পুরস্কার হিসেবে পাবে ভ্যানিলা মিল্ক ড্রিংক।

জমজমাট এই কুইজ প্রতিযোগিতায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১টি করে প্রশ্ন দেওয়া হবে। সাতদিন পর পর ঘোষণা করা হবে পুরো সপ্তাহের বিজয়ীদের নাম।

www.kishoralo.com

ব্যান্ডটির সব সদস্যই যোগ দিলেন সেনাবাহিনীতে। এ দুজনের আগে সোমবার সেনাবাহিনীতে যোগ দেন আরও দুই সদস্য আরএম ও ভি। বিটিএসের ...
21/12/2023

ব্যান্ডটির সব সদস্যই যোগ দিলেন সেনাবাহিনীতে। এ দুজনের আগে সোমবার সেনাবাহিনীতে যোগ দেন আরও দুই সদস্য আরএম ও ভি। বিটিএসের সিনিয়র তিন সদস্য জিন, জেহোপ আর সুগা তো আগে থেকেই সামরিক বাহিনীতে দায়িত্বরত আছেন।

১৮ থেকে ২৮ বছর বয়সী সামর্থ্যবান সব দক্ষিণ কোরীয় তরুণকে প্রায় দুই বছরের জন্য সামরিক বাহিনীতে বাধ্যতামূলক প্রশ....

এক ব্যাংকে একদল ডাকাত ঢুকেছে। ডাকাত ঢুকতে দেখে ব্যাংকের ম্যানেজার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকদের বললেন, ‘সব এক্সিট গেট ...
21/12/2023

এক ব্যাংকে একদল ডাকাত ঢুকেছে। ডাকাত ঢুকতে দেখে ব্যাংকের ম্যানেজার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকদের বললেন, ‘সব এক্সিট গেট বন্ধ করে দাও।’ দ্রুত সব এক্সিট গেট বন্ধ করে দিলেন সিকিউরিটির সদস্যরা। তারপরও ডাকাতেরা খুব আরামে টাকা নিয়ে বেরিয়ে গেল। রেগে গেলেন ব্যাংকের ম্যানেজার।
ম্যানেজার: এটা কী করে হলো?
সিকিউরিটি: স্যার, আমরা তো সব এক্সিট গেট বন্ধ করায় ব্যস্ত ছিলাম। ডাকাতগুলো এন্ট্রান্স গেট দিয়ে বেরিয়ে গেছে।

আরও কৌতুক পড়ো এখানে।

: কোন জিনিস দেয়ালের ভেতর দিয়ে হাঁটার ক্ষমতা দেয়? | : দরজা।

বিভিন্ন কারণে আমি দুঃখ-দুর্দশায় ভুগি। যেমন আমি নিজেকে খুব একা মনে করি। আমি তেমন কথা বলি না, কিন্তু যখন বলি মনে হয়, আমাকে...
21/12/2023

বিভিন্ন কারণে আমি দুঃখ-দুর্দশায় ভুগি। যেমন আমি নিজেকে খুব একা মনে করি। আমি তেমন কথা বলি না, কিন্তু যখন বলি মনে হয়, আমাকে অবহেলা করা হয়...

বিভিন্ন কারণে আমি দুঃখ-দুর্দশায় ভুগি। যেমন আমি নিজেকে খুব একা মনে করি। আমি তেমন কথা বলি না, কিন্তু যখন বলি মনে হয়, আ.....

গরু রচনার সঙ্গে মিলিয়ে বাবা রচনা লিখলাম। আমার বাবা একজন মানুষ। তাঁর দুটি হাত ও দুটি পা আছে। তাঁর লেজ নেই। তাঁর দুটি চোখ,...
21/12/2023

গরু রচনার সঙ্গে মিলিয়ে বাবা রচনা লিখলাম। আমার বাবা একজন মানুষ। তাঁর দুটি হাত ও দুটি পা আছে। তাঁর লেজ নেই। তাঁর দুটি চোখ, দুটি কান, একটি মুখ ও একটি নাক আছে। তবে তাঁর কোনো শিং নেই। তিনি ফ্ল্যাটে থাকেন, গোয়ালঘরে থাকেন না...

গরু রচনার সঙ্গে মিলিয়ে বাবা রচনা লিখলাম। আমার বাবা একজন মানুষ। তাঁর দুটি হাত ও দুটি পা আছে। তাঁর লেজ নেই।

নানা রকম সবজির ছড়াছড়ি। মুলা, শসা, লেটুস আর আদা আছে। মাংসের দিক দিয়ে ফারাওয়ের রান্নাঘর বেশ সমৃদ্ধ। হাঁসের মাংস, উটপাখি, ভ...
21/12/2023

নানা রকম সবজির ছড়াছড়ি। মুলা, শসা, লেটুস আর আদা আছে। মাংসের দিক দিয়ে ফারাওয়ের রান্নাঘর বেশ সমৃদ্ধ। হাঁসের মাংস, উটপাখি, ভেড়া, গরু এবং ষাঁড়ের মাংসের প্রচুর জোগান আছে ফারাওয়ের জন্য।

নানা রকম সবজির ছড়াছড়ি। মুলা, শসা, লেটুস আর আদা আছে। মাংসের দিক দিয়ে ফারাওয়ের রান্নাঘর বেশ সমৃদ্ধ। হাঁসের মাংস, উটপ.....

আঙুর ফল টক! জাপানের ইশিকাওয়া প্রদেশে জন্মানো এই আঙুর অনেকের কাছে খেতে টক লাগে। টক হলেও এর দাম প্রতি গুচ্ছ ১ লাখ ৩১ হাজা...
21/12/2023

আঙুর ফল টক! জাপানের ইশিকাওয়া প্রদেশে জন্মানো এই আঙুর অনেকের কাছে খেতে টক লাগে। টক হলেও এর দাম প্রতি গুচ্ছ ১ লাখ ৩১ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এভাবে একটি আঙুরের দাম পড়ে প্রায় ৪৪ হাজার টাকা!

আঙুর ফল টক! জাপানের ইশিকাওয়া প্রদেশে জন্মানো এই আঙুর অনেকের কাছে খেতে টক লাগে। টক হলেও এর দাম প্রতি গুচ্ছ ১ লাখ ৩১ ...

শনির এই শক্তিশালী বলয় টিকে থাকার কথা আরও ১০ কোটি বছর। তবে এখনই কেন বলয় উধাও হয়ে যাবে? জেনে নাও এই লেখায়।
21/12/2023

শনির এই শক্তিশালী বলয় টিকে থাকার কথা আরও ১০ কোটি বছর। তবে এখনই কেন বলয় উধাও হয়ে যাবে? জেনে নাও এই লেখায়।

শনির এই শক্তিশালী বলয় টিকে থাকার কথা আরও ১০ কোটি বছর। তবে এখনই কেন বলয় উধাও হয়ে যাবে?

আমি অনেকক্ষণ কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। জিজ্ঞেস করেছি, সেনাপ্রধান হতে চাইলে কী করতে হবে? তিনি বলেছেন, ‘অনেক...
20/12/2023

আমি অনেকক্ষণ কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। জিজ্ঞেস করেছি, সেনাপ্রধান হতে চাইলে কী করতে হবে? তিনি বলেছেন, ‘অনেক বেশি জানতে হবে, শরীরচর্চা করতে হবে, শারীরিক সক্ষমতা তৈরি করতে হবে।’

আমি অনেকক্ষণ কথা বলেছি, অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। জিজ্ঞেস করেছি, সেনাপ্রধান হতে চাইলে কী করতে হবে? তিনি বলেছেন,...

বছরের পর বছর ভিগানেল্লার লোকেরা এটিকে তাঁদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন। শীতকালে সূর্যের দেখা ছাড়াই জীবন যাপন করতেন। এ...
20/12/2023

বছরের পর বছর ভিগানেল্লার লোকেরা এটিকে তাঁদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন। শীতকালে সূর্যের দেখা ছাড়াই জীবন যাপন করতেন। একসময় স্থানীয় একজন স্থপতি একটি আইডিয়া নিয়ে এলেন এ অবস্থার পরিবর্তন করতে। আইডিয়াটা খুব সহজ কিন্তু কাজের। কোনোভাবে আয়না লাগিয়ে গ্রামে সূর্যের আলো ফেলা গেলেই তো সমস্যার সমাধান হয়ে যায়!

বছরের পর বছর ভিগানেল্লার লোকেরা এটিকে তাঁদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন। শীতকালে সূর্যের দেখা ছাড়াই জীবন যাপ.....

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণ...
20/12/2023

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণযোগ্য হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ৩ জন করে আড়ং ডেইরির সৌজন্যে পুরস্কার হিসেবে পাবে ভ্যানিলা মিল্ক ড্রিংক।

জমজমাট এই কুইজ প্রতিযোগিতায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১টি করে প্রশ্ন দেওয়া হবে। সাতদিন পর পর ঘোষণা করা হবে পুরো সপ্তাহের বিজয়ীদের নাম।
www.kishoralo.com

ভ্যান গঘের কাজের সবচেয়ে বড় প্রদর্শনী হয় ১৯০৫ সালে। আমস্টারডামের স্টেডেলিজক মিউজিয়ামে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ভ্যান গঘের ...
20/12/2023

ভ্যান গঘের কাজের সবচেয়ে বড় প্রদর্শনী হয় ১৯০৫ সালে। আমস্টারডামের স্টেডেলিজক মিউজিয়ামে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ভ্যান গঘের ৪৮০টির বেশি পেইন্টিং ছিল। এই প্রদর্শনীর পর ভিনসেন্টের কাজের দাম দ্রুত বেড়ে যায়। এই প্রদর্শনীর জন্য ভিনসেন্টের পেইন্টিং বাছাই থেকে শুরু করে প্রদর্শনীতে কাজ করা পরিচারকদের অর্থ প্রদান পর্যন্ত সবকিছুতে জড়িত ছিলেন জোহানা।

থিও সব সময় চাইতেন তাঁর ভাইয়ের কাজকে সবার সামনে তুলে ধরতে। স্বামীর এই ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন জোহানা। ছেলেকে নি.....

মাত্র ১২ বছর বয়সে অ্যাজমার সমস্যা ধরা পড়ে তাঁর। ডাক্তারের পরামর্শ ছিল লম্বা সময় ধরে দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা থেকে দূরে...
20/12/2023

মাত্র ১২ বছর বয়সে অ্যাজমার সমস্যা ধরা পড়ে তাঁর। ডাক্তারের পরামর্শ ছিল লম্বা সময় ধরে দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা থেকে দূরে থাকার। কিন্তু ফুটবল যাঁর রক্তে, তাঁকে কি আর আটকে রাখা সম্ভব? বেকহাম এই অ্যাজমা নিয়েই মাঠ কাঁপিয়েছেন। ম্যানচেস্টার-মাদ্রিদ থেকে মিলান, রাজত্ব করেছেন ফুটবলের মাঠে।

মাত্র ১২ বছর বয়সে অ্যাজমার সমস্যা ধরা পড়ে তাঁর। ডাক্তারের পরামর্শ ছিল লম্বা সময় ধরে দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা থে....

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদ জলবায়ু পরিবর্তনকে প্রথম দেশ হিসেবে ‘গ্রহগত জরুরি অবস্থা’ ঘোষণা করে। জলবায়ু ...
20/12/2023

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদ জলবায়ু পরিবর্তনকে প্রথম দেশ হিসেবে ‘গ্রহগত জরুরি অবস্থা’ ঘোষণা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের অবস্থান সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ। অথচ মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ নির্গমন করে বাংলাদেশ।

‘আমাদের বসবাসের জন্য আছে একটাই পৃথিবী। পৃথিবীর জলবায়ু রক্ষা করতে না পারলে মানুষকে রক্ষা করা যাবে না। আর জলবায়ু ক.....

কামিন্সের দামি খেলোয়াড়ের রেকর্ড টিকল মাত্র দুই ঘণ্টা। কামিন্সকে পেছনে ফেলে জায়গাটা দখল করে নিলেন তাঁরই সতীর্থ মিচেল স্টা...
20/12/2023

কামিন্সের দামি খেলোয়াড়ের রেকর্ড টিকল মাত্র দুই ঘণ্টা। কামিন্সকে পেছনে ফেলে জায়গাটা দখল করে নিলেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন তিনিই।

প্যাট কামিন্সের নাম উঠতেই কুকুর-বিড়াল খেলা শুরু হলো দলগুলোর মধ্যে। কামিন্সের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেই দা...

এভাবেও ফিরে আসা যায় ❤ অভিনন্দন, সৌম্য সরকার!  ছবি : International Cricket Council (ICC)
20/12/2023

এভাবেও ফিরে আসা যায় ❤
অভিনন্দন, সৌম্য সরকার!



ছবি : International Cricket Council (ICC)

তোমার মস্তিষ্ককে বুদ্ধির ব্যায়ামের জন্য আরও তীক্ষ্ণ করতে চাইলে নিচের দুইটি সমস্যার সমাধান বের করো।
19/12/2023

তোমার মস্তিষ্ককে বুদ্ধির ব্যায়ামের জন্য আরও তীক্ষ্ণ করতে চাইলে নিচের দুইটি সমস্যার সমাধান বের করো।

আগামীকাল বাংলা একাডেমি প্রাঙ্গণের আমতলায় প্রথমা প্রকাশন বইমেলা শুরু হচ্ছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত। চলে আসুন আপনিও।
19/12/2023

আগামীকাল বাংলা একাডেমি প্রাঙ্গণের আমতলায় প্রথমা প্রকাশন বইমেলা শুরু হচ্ছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত। চলে আসুন আপনিও।

বিশ্বের প্রথম মেট্রোরেল কিন্তু ছিল মাটির নিচে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরে লাখ লাখ যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। বিশ্ব...
19/12/2023

বিশ্বের প্রথম মেট্রোরেল কিন্তু ছিল মাটির নিচে। প্রতিদিন বিশ্বের বিভিন্ন শহরে লাখ লাখ যাত্রী পরিবহন করছে মেট্রোরেল। বিশ্বব্যাপী প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮০ লাখ যাত্রী এই যোগাযোগব্যবস্থার মাধ্যমে চলাচল করেন।

বিশ্বের দীর্ঘতম মেট্রোর প্রথম দুইটিই চীনে। সবচেয়ে দীর্ঘ মেট্রো নেটওয়ার্ক সাংহাইয়ে, যার দৈর্ঘ্য ৮০৩ কিলোমিটার। .....

কথা হোক নিঃসঙ্কোচে।আবেগ ও শব্দের বুননে ফুটে উঠুক বাবা-মেয়ের সম্পর্কের অব্যক্ত অনুভূতিগুলো, পরস্পরকে লেখা চিঠির মাধ্যমে।চ...
19/12/2023

কথা হোক নিঃসঙ্কোচে।
আবেগ ও শব্দের বুননে ফুটে উঠুক বাবা-মেয়ের সম্পর্কের অব্যক্ত অনুভূতিগুলো, পরস্পরকে লেখা চিঠির মাধ্যমে।

চিঠি জমা দিন www.celebratingdaughters.pro ওয়েবসাইটে অথবা মেইল করুন [email protected]–এ।

বাছাইকৃত চিঠি নিয়ে প্রকাশিত হবে বই এবং সেরা চিঠি লেখকেরা পাবেন বিশেষ পুরস্কার।

বাড়ি ছেড়ে ঢাকায় হোস্টেলে থাকতে প্রথম প্রথম আমার খুব কষ্ট লাগত এবং এখনো লাগে। তবু সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্...
19/12/2023

বাড়ি ছেড়ে ঢাকায় হোস্টেলে থাকতে প্রথম প্রথম আমার খুব কষ্ট লাগত এবং এখনো লাগে। তবু সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার বেশ কয়েকজন নতুন বন্ধুও হয়েছে। কলেজের আবৃত্তি দল, গণিত ক্লাব ও লেখককুঞ্জ ক্লাবে যুক্ত হয়েছি। ধীরে ধীরে সবকিছু ভালো লাগতে শুরু করেছে...

ধীরে ধীরে আমি ৩০৪ নম্বর কক্ষে পৌঁছে গেলাম। স্মৃতিতে মনে পড়ে গেল ১৮ আগস্টের লিখিত ও ২৫ আগস্টের মৌখিক পরীক্ষার কথা। ...

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কনসার্ট করতে আসছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার। এ উপলক্ষে ফেসবুকে ‘অডভেঞ্চার’ না...
19/12/2023

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কনসার্ট করতে আসছে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার। এ উপলক্ষে ফেসবুকে ‘অডভেঞ্চার’ নামে একটি ইভেন্ট পেজও খোলা হয়েছে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় প্রাকৃতিক পরিবেশে গান, গল্প আর দুর্দান্ত কিছু চমক নিয়ে শ্রীমঙ্গলের সংগীতপ্রেমীদের সামনে উপস্থিত হবে এই ব্যান্ড।

কিশোর-তরুণদের পছন্দের ব্যান্ড অড সিগনেচারের জনপ্রিয় গান আছে অনেক। ‘তুমিও পারো’, ‘প্রস্তাব’, ‘ঘুম’-এর মতো দারুণ স.....

সেদিন নিল মউপের ফাউলে যদি লেনো উঠে না যেতেন, নতুন করে নিজেকে আর খুঁজে পাওয়া হতো না মার্তিনেজের। কোপা আমেরিকার পেনাল্টি স...
19/12/2023

সেদিন নিল মউপের ফাউলে যদি লেনো উঠে না যেতেন, নতুন করে নিজেকে আর খুঁজে পাওয়া হতো না মার্তিনেজের। কোপা আমেরিকার পেনাল্টি সেভ, বিশ্বকাপ ফাইনালের শেষ মিনিটে সেভ; সবটা অধরাই থেকে যেত। কে জানে, হয়তো এখনো একটা আন্তর্জাতিক শিরোপার জন্য আফসোসে পুড়তেন লিওনেল মেসি।

বিশ্বকাপের শুরুটা হলো হোঁচট খেয়ে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার পর সৌদি আরবের কাছে হেরে শুরু হলো বিশ্বকাপ মৌসুম। গ.....

করোনায় উল্টেপাল্টে যাওয়া শিক্ষাবর্ষের কারণে গত কয়েক বছর এই ছুটিটা ঠিকঠাক টেরই পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক হয়ে ফিরেছে, ...
19/12/2023

করোনায় উল্টেপাল্টে যাওয়া শিক্ষাবর্ষের কারণে গত কয়েক বছর এই ছুটিটা ঠিকঠাক টেরই পাওয়া যায়নি। সবকিছু স্বাভাবিক হয়ে ফিরেছে, ফিরেছে ছুটির আমেজটাও। বছরজুড়ে এত এত পড়াশোনা শেষে শীতের মৌসুমের এই ছুটিও তাই একটু বিশেষভাবেই কাটানো উচিত।

তুমি যদি অ্যানিমে পছন্দ করো, তবে দেখতে পারো কিমি নো না ওয়া (ইয়োর নেম) ও স্পিরিটেড অ্যাওয়ে। জাপানের ভিন্ন দুই জায়গার ...

দেহের তাপ ধরে রাখা এবং ঠান্ডা অনুভব করার ক্ষমতা কমতে শুরু করে প্রায় ৬০ বছর বয়স থেকে। মধ্যবয়স্ক পুরুষের তুলনায় একই বয়সী ন...
18/12/2023

দেহের তাপ ধরে রাখা এবং ঠান্ডা অনুভব করার ক্ষমতা কমতে শুরু করে প্রায় ৬০ বছর বয়স থেকে। মধ্যবয়স্ক পুরুষের তুলনায় একই বয়সী নারীর ঠান্ডা কম লাগতে পারে। এর জন্য দায়ী তাদের হরমোনের পরিবর্তন। খেয়াল করলে দেখা যায়, ছোটরা ঠান্ডায় কাঁপতে শুরু করে। সে তুলনায় তাপমাত্রা কম না হওয়া পর্যন্ত কাঁপতে শুরু করেন না বয়স্ক ব্যক্তিরা।

দেহের আকৃতির জন্য মানুষের ঠান্ডার অনুভূতি কমবেশি হতে পারে। শরীরপৃষ্ঠের ক্ষেত্রফল যত বড়, ঠান্ডায় শরীর তত বেশি তাপ...

অ্যানিমে-কথন
18/12/2023

অ্যানিমে-কথন

সিরিজে নারী চরিত্রের আধিক্য লক্ষণীয়, তবে ক্ষমতার ক্রমে শীর্ষ খেলোয়াড়দের বেশ কয়েকজন পুরুষ চরিত্র। নিউ ওয়ার্ল্ড অ....

একটি কম টি-শার্ট বানালে বেঁচে যাবে একজন মানুষের ৯০০ দিনের খাবার পানি!
18/12/2023

একটি কম টি-শার্ট বানালে বেঁচে যাবে একজন মানুষের ৯০০ দিনের খাবার পানি!

একটি সুতির টি–শার্ট বানাতে দরকার হয় প্রায় ২ হাজার ৭০০ লিটার পানি! পৃথিবীর ৯৭ শতাংশ পানি লবণাক্ত। ২ শতাংশ পানি বরফ .....

পৃথিবীর বুকে আজ যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ৫২ আর ৭১-এর চেতনাই তার মূল শক্তি।
18/12/2023

পৃথিবীর বুকে আজ যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ৫২ আর ৭১-এর চেতনাই তার মূল শক্তি।

এই বিজয়ের ৫২ বছর হয়ে গেল। ১৯৭১ সাল থেকে ২০২৩—মুক্তিযুদ্ধ আর আমাদের বিজয়ের ৫২ বছর পূর্ণ হলো। একই সঙ্গে এ বছর পূর্ণ .....

সবার কাছে শুনে বাবলুর আগ্রহ আরও বাড়তে লাগল। দূর থেকে হোক কাছ থেকে হোক শিয়াল দেখতে চায় সে। কিছুদিন পরই সুযোগটা এসে গেল...
18/12/2023

সবার কাছে শুনে বাবলুর আগ্রহ আরও বাড়তে লাগল। দূর থেকে হোক কাছ থেকে হোক শিয়াল দেখতে চায় সে। কিছুদিন পরই সুযোগটা এসে গেল...

সবার কাছে শুনে বাবলুর আগ্রহ আরও বাড়তে লাগল। দূর থেকে হোক কাছ থেকে হোক শিয়াল দেখতে চায় সে। কিছুদিন পরই সুযোগটা এসে .....

Address

19 Karwan Bazar
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+88028180078

Alerts

Be the first to know and let us send you an email when Kishor Alo - কিশোর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishor Alo - কিশোর আলো:

Videos

Share

Category

আমার পৃথিবী অনেক বড়

কিশোরদের রঙিন পত্রিকা। প্রকাশিত হয় প্রতি মাসের ৫ তারিখ

Nearby media companies