Kishor Alo - কিশোর আলো

Kishor Alo - কিশোর আলো কিশোরদের রঙিন পত্রিকা

বড়দিনের আমেজ শেষ হতে না হতেই মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। ‘বক্সিং ডে’ ম্যাচ নিয়ে উত্তেজনা পুরো ইংল্যান্ডজুড়ে। বড়দিন ...
26/12/2024

বড়দিনের আমেজ শেষ হতে না হতেই মাঠে ফিরেছে প্রিমিয়ার লিগ ফুটবল। ‘বক্সিং ডে’ ম্যাচ নিয়ে উত্তেজনা পুরো ইংল্যান্ডজুড়ে। বড়দিন উদযাপন শেষে কেমন চলছে দলগুলর প্রস্তুতি? ম্যাচউইক ১৮-এর আগে দলগুলোর প্রস্তুতি কেমন?

টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠার স্বপ্ন ছিল চেলসির চোখে-মুখে। কিন্তু এভারটনের সঙ্গে ড্র করে সে স.....

ফ্রান্সে এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে তাঁরা তেজস্ক্রিয়তার গবেষণাকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। এই আবিষ্কার মেরি কুরি এবং...
26/12/2024

ফ্রান্সে এই যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে তাঁরা তেজস্ক্রিয়তার গবেষণাকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। এই আবিষ্কার মেরি কুরি এবং পিয়েরে কুরিকে আন্তর্জাতিক খ্যাতির পাশাপাশি নোবেলও এনে দেয়।

রেডিয়াম মূলত পিচব্লেন্ড নামে পরিচিত ইউরেনিয়াম আকরিক থেকে পৃথক করা হয়। আবিষ্কারের সময় পিয়েরে এবং মেরি কুরি খেয়....

যেভাবে খেলবে...
26/12/2024

যেভাবে খেলবে...

তুমি যাতে বুঝতে পারো, এই ঘুঁটি বা বোতামটি তোমার। এগুলো হলেই তুমি খেলাটি শুরু করতে পারবে। লুডোর ছক্কায় যত দাম পড়বে, ....

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণ...
26/12/2024

কমেন্টে উত্তর দিয়ে জিতে নাও পুরস্কার! পুরো উত্তরটিই লিখতে হবে কমেন্টে, 'ক', 'খ' বা '১ম', '২য়'... এ রকম লিখলে উত্তর গ্রহণযোগ্য হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ১ জন গ্রামীণ ডানোনের সৌজন্যে পুরস্কার হিসেবে পাবে গিফট বক্স।

জমজমাট এই কুইজ প্রতিযোগিতায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ১টি করে প্রশ্ন দেওয়া হবে। প্রতি শুক্র/শনিবার ঘোষণা করা হবে পুরো সপ্তাহের বিজয়ীদের নাম।

www.kishoralo.com

এই প্রজন্মের সদস্যরা এমন একটি সময়ে বেড়ে উঠেছে, যেখানে প্রযুক্তি ও ইন্টারনেট খুব সাধারণ একটা বিষয়। শৈশব থেকেই তারা এসব প্...
26/12/2024

এই প্রজন্মের সদস্যরা এমন একটি সময়ে বেড়ে উঠেছে, যেখানে প্রযুক্তি ও ইন্টারনেট খুব সাধারণ একটা বিষয়। শৈশব থেকেই তারা এসব প্রযুক্তির সঙ্গে বড় হয়েছে। এমনকি তাদের একটা নিজস্ব ভাষাও তৈরি হয়েছে। কিন্তু কারা এই জেন জি? তাদের বৈশিষ্ট্য কী?

বর্তমানের অনেক কিশোর কারও সঙ্গে কথা বলার চেয়ে টেক্সট করতে পছন্দ করে। এই প্রজন্মের হয়তো চিঠি লিখে বার্তা পাঠাতে হ.....

নতুন খাদ্য প্রযুক্তির লক্ষ্য শুধু খাদ্যের গুণগত মান উন্নয়ন করা নয়। এই খাবার স্বাস্থ্যের চাহিদা পূরণ করবে, ওজন নিয়ন্ত্রণ ...
26/12/2024

নতুন খাদ্য প্রযুক্তির লক্ষ্য শুধু খাদ্যের গুণগত মান উন্নয়ন করা নয়। এই খাবার স্বাস্থ্যের চাহিদা পূরণ করবে, ওজন নিয়ন্ত্রণ করবে। খাওয়াদাওয়ার অভিজ্ঞতায় আনবে বৈচিত্র্য।

পুষ্টির পাশাপাশি খাদ্য উৎপাদনেও চলছে বড় ধরনের পরিবর্তন। যেমন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বিশেষ প্রজাতির কলার ডিএন....

অপ্রত্যাশিত এই ফুটবল ম্যাচ যে সৈন্যদের মধ্যে সাময়িক আনন্দ এবং ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে তা নিয়ে সন্দেহ নেই।
25/12/2024

অপ্রত্যাশিত এই ফুটবল ম্যাচ যে সৈন্যদের মধ্যে সাময়িক আনন্দ এবং ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে তা নিয়ে সন্দেহ নেই।

তবে ২৫ ডিসেম্বরের সকালে যুদ্ধক্ষেত্রে অন্য রকম দৃশ্য দেখা যায়। জার্মান সৈন্যরা তাদের ট্রেঞ্চ থেকে বড়দিনের গান গ....

আমি টিয়া পাখি আর তার ছানাগুলোকে জানালা দিয়ে দেখতাম। পাখির ছানাগুলো আমার বন্ধু হয়ে ওঠে। একদিন স্কুল থেকে এসে দেখি...
25/12/2024

আমি টিয়া পাখি আর তার ছানাগুলোকে জানালা দিয়ে দেখতাম। পাখির ছানাগুলো আমার বন্ধু হয়ে ওঠে। একদিন স্কুল থেকে এসে দেখি...

পাখির ছানাগুলো আমার বন্ধু হয়ে ওঠে। একদিন স্কুল থেকে এসে দেখি পাখির বাসাটি নেই! আমি আর মা মিলে অনেক খোঁজার পরও পাখি.....

বড়দিনের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্রিসমাস ট্রি। এর জন্য বিশ্ব কাকে ধন্যবাদ দেবে? জেনে নাও এই লেখায়।
25/12/2024

বড়দিনের উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্রিসমাস ট্রি। এর জন্য বিশ্ব কাকে ধন্যবাদ দেবে? জেনে নাও এই লেখায়।

বড়দিনে যে সান্তাক্লাজকে আমরা দেখি, তিনি খুব হাসিখুশি আর মজার এক চরিত্র। কিন্তু বাস্তবে সেন্ট নিকোলাস ছিলেন একটু .....

চোখ জ্বালাপোড়া করে। মনে হয় বুঝি আগুন লেগে গেছে। এ সময় চোখ থেকে পানি বের হয়—মনে হয় যেন কান্না করছি। কেন এমন হয়?
25/12/2024

চোখ জ্বালাপোড়া করে। মনে হয় বুঝি আগুন লেগে গেছে। এ সময় চোখ থেকে পানি বের হয়—মনে হয় যেন কান্না করছি। কেন এমন হয়?

জিনিসটা একদিকে যেমন অনেক ঝাঁঝালো, অন্যদিকে কমলার খোসা ছাড়ানোর সময় ছোট ছোট ফোঁটা আকারে ছিটকে বেরিয়ে আসে।

প্রায় খ্রিস্টপূর্ব ৩,৫০০ সালের দিকের কথা। সে সময়ে চাকা তৈরি হতো কাঠ দিয়ে। এখনো আমরা গ্রামে যে গরু মহিষের গাড়ি দেখি, যা...
24/12/2024

প্রায় খ্রিস্টপূর্ব ৩,৫০০ সালের দিকের কথা। সে সময়ে চাকা তৈরি হতো কাঠ দিয়ে। এখনো আমরা গ্রামে যে গরু মহিষের গাড়ি দেখি, যাতে থাকে কাঠের চাকা, ঠিক তেমন। এখনকার সঙ্গে তখনের পার্থক্য হলো...

এক চাকাযুক্ত সাধারণ গাড়িকে বলে ‘হুইলব্যারো’। প্রাচীন গ্রীকরা এটি উদ্ভাবন করেছিল। নৌকা চালাতে, সুতা কাটার চরকা ....

কোনো পর্যটককেই তারা বিমুখ করতে চায় না। ফলে কখনো নিভে যায় না ক্রজিউই ডোমেকের বাতি। তাই হয়তো তারা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘...
24/12/2024

কোনো পর্যটককেই তারা বিমুখ করতে চায় না। ফলে কখনো নিভে যায় না ক্রজিউই ডোমেকের বাতি। তাই হয়তো তারা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘ক্রজিউই ডোমেক কখনো ঘুমায় না।’

ক্রুকড হাউসটি কেবল ইট-পাথরের গাঁথুনি নয়; ভবনটি স্থাপত্য নকশায় প্রচলিত বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ধারণাকে ভেঙে ....

অভিযানের সময় তাঁরা চাঁদের পৃষ্ঠের বিশদ পর্যবেক্ষণ করেন এবং প্রথমবারের মতো চাঁদের পেছনের অংশের (ফার সাইড) ছবি তোলেন।
24/12/2024

অভিযানের সময় তাঁরা চাঁদের পৃষ্ঠের বিশদ পর্যবেক্ষণ করেন এবং প্রথমবারের মতো চাঁদের পেছনের অংশের (ফার সাইড) ছবি তোলেন।

এই অভিযানের উল্লেখযোগ্য যে ব্যাপারটি ছিল তা হল- ‘পৃথিবী চাঁদের দিগন্তের ওপরে উদীয়মান’ এমন এক ছবি যা ‘আর্থরাইজ’ .....

জানতে...
24/12/2024

জানতে...

মহাশূন্যে আমার ওজন হবে প্রায় শূন্য। কারণ, সেখানে তেমন কোনো বল আমার ওপর আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে না। মহাশূন্যে প...

‘এই, এই ছেলে! তাকাও এদিকে…’ বারান্দা থেকে পর্দা ঠেলে প্রবেশ করেছে আরও একজন…দেখতে হুবহু…মানে যাকে বলে জেরক্স কপি…সামনে বস...
24/12/2024

‘এই, এই ছেলে! তাকাও এদিকে…’ বারান্দা থেকে পর্দা ঠেলে প্রবেশ করেছে আরও একজন…দেখতে হুবহু…মানে যাকে বলে জেরক্স কপি…সামনে বসে থাকা মানুষটার ক্লোন যেন! এ রকমও কি সম্ভব?

মা যখন বুকে পাথর নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে, আমি তো পাশেই থাকি। কিন্তু প্রাণপণে লড়েও পারি না মাকে একটু ছুঁয়ে দিতে...

প্রিমিয়ার লিগে বড়দিন আসে ফুটবলের আবহে। বড়দিনে শীর্ষে থাকা দলকে অনানুষ্ঠানিক শিরোপাধারী হিসেবেও ধরে নেন অনেকে। গত ১৫ মৌসু...
23/12/2024

প্রিমিয়ার লিগে বড়দিন আসে ফুটবলের আবহে। বড়দিনে শীর্ষে থাকা দলকে অনানুষ্ঠানিক শিরোপাধারী হিসেবেও ধরে নেন অনেকে। গত ১৫ মৌসুমে ১০ বারই শিরোপা বাড়ি নিয়েছে বড়দিনে শীর্ষে থাকা দলগুলো। বড়দিনের আগে শেষ সপ্তাহটা কেমন গেল দলগুলোর?

দারুণ ফর্মে থাকা এনজো মারেসকার শিষ্যরা গোলের হদিস খুঁজে পাননি গুডিনসন পার্কে। নতুন ম্যানেজমেন্টের অধীনে এ যেন এ....

Address

19 Karwan Bazar
Dhaka
1215

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+88028180078

Alerts

Be the first to know and let us send you an email when Kishor Alo - কিশোর আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishor Alo - কিশোর আলো:

Videos

Share

Category

আমার পৃথিবী অনেক বড়

কিশোরদের রঙিন পত্রিকা। প্রকাশিত হয় প্রতি মাসের ৫ তারিখ