বিজ্ঞানচিন্তা
বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন।
প্রতি মাসে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ খবর, আবিষ্কার, উদ্ভাবন, বিজ্ঞানায়োজন, বিজ্ঞানী ও গবেষকদের সাক্ষাৎকার, বিজ্ঞান প্রজেক্ট, গণিত বিষয়ক বিভিন্ন আয়োজন, বিভিন্ন অলিম্পিয়াডের প্রস্তুতি, বিজ্ঞান কুইজসহ বিভিন্ন বিষয় নিয়েই বিজ্ঞানচিন্তা।
আমাদের দেশে বিজ্ঞান ম্যাগাজিন কম। তা ছাড়া, উন্নত মান ও নির্ভুল তথ্যের লেখার সমস্যাও আছে। বিজ্ঞানচিন্তা বিশেষজ্ঞ লেখকদের লেখায় সমৃদ্ধ। যাঁরা বিজ্ঞান বিষয়ে সবকিছু সহজে জানতে চান, তাঁদের কাছে বিজ্ঞানচিন্তা অনায়াসে অগ্রাধিকার পেতে পারে। বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমাদের সম্পাদকীয় নীতিমালার অন্যতম প্রধান উদ্দেশ্য।
The Prothom Alo’s monthly magazine called Biggan Chinta which will feature latest invention, achievement and opportunity in the world of science and technology. “Biggan Chinta” is the most popular bangla science magazine online. The science magazine began its journey officially on 15th October, 2016, Saturday at the Prothom Alo’s Karwan Bazar office.