Tithi Taaha Apon Dui Boon

Tithi Taaha Apon Dui Boon আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের ২ বোনের পেইজে আপনাকে স্বাগতম🌹🌺ধন্যবাদ🤗❤️

সম্মান করতে হয় আচরণ দেখে। বয়স দেখে না 😎
13/06/2024

সম্মান করতে হয় আচরণ দেখে।
বয়স দেখে না 😎

বাঙালি মেক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেয়ার অভ্যাস নেই।কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে,...
12/06/2024

বাঙালি মেক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেয়ার অভ্যাস নেই।কারণ অনেক ছেলেই তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে,বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে(ব্যতিক্রম আছে তবে হাতেগোনা)।অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে।অথচ বেশীরভাগ মেয়েই লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না।অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলেনা।সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে??
তাছাড়া স্ত্রীর ইচ্ছে হতে পারে দান সাদকা করতে,প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে,পছন্দের বই কিনতে।ভাবে মেয়ে বাসায় আছে টাকা লাগবে না,অথচ একটা মেয়ের কি আসলেই কিছুর প্রয়োজন হয় না??
ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে,মেয়ে মানুষের কিসের খরচ??মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই এটা একটা অযৌক্তিক কথা।প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেয়ার টাকাও অনেক মেয়েদের থাকেনা।
কয়জন বাবা,ভাই,স্বামী তার মেয়ে,বোনকে,স্ত্রীকে হাতখরচের টাকা দিচ্ছে??হাত খরচ দেয়ার কথা অনেক পুরুষদের মাথায় ই থাকেনা।বাসায় খাচ্ছে পরছে আবার টাকা লাগবে কেন??
পরিবার থেকেই আগলে রাখুন নারীদের।আপনি নিজের মেয়ের জন্য সব করবেন,স্ত্রীর জন্য কিছুই না।এটা কখনোই ইসলাম বলেনা।.
জননীর কদর নেই।জননীর বাচ্চার কদর!!!!ইসলাম নারীর যে অধিকার দিয়েছে একজন পুরুষ হিসেবে নিজের ঘরেই সে অধিকার প্রতিষ্ঠা করেন।
নিজের ঘরের মেয়েদের কে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলেন ভাইয়েরা।কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা,স্বামী,ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে।
বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে।কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারেনা।বউদের দোষ বেশী থাকে।কিছু টাকা খরচ করলেও দিন শেষে হিসাব হয় এই টাকা কোথায় খরচ হল?বউ অনেক খরুচে!!মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড এমাউন্ট বউকে দিয়ে বলুন এই টাকা তোমার ইচ্ছেমতো খরচ করো।

আপনি আপনার স্ত্রীকে তার ন্যায্য প্রয়োজনে টাকা দেওয়ার পর কখনো খোঁটা দিতে পারবেন না। এই অধিকার আপনার নেই।

বরং তার ভরণ-পোষণ সহ নিত্য প্রয়োজনাদি মেটানো আপনার নৈতিক দায়িত্ব এবং ধর্মীয় কর্তব্য। বাড়িওয়ালার ভাড়া চুকানোর সময় আমরা কখনো এমনটা ভাবি না যে, এটা তার প্রতি আমার অনুগ্রহ। দোকানীকে বিল দেয়ার সময় আমরা কখনো মনে করি না যে, তার প্রতি দয়া করছি। বরং কেউ যদি কখনো এদের সাথে অনুগ্রহ সূলভ আচরণ করে, তার কপালে চড় থাপ্পড়ও জুটতে পারে।

কখনো স্ত্রীকে বলবেন না, 'সারাদিন এতো টাকা টাকা করো কেন? টাকা দিয়ে কী করো? কামাই করো না তো, তাই বুঝো না কত কষ্টে এই টাকা কামাই।'

এমন অনেক মানুষকে চিনি, যারা ঈদ উপলক্ষে পপরিবারের জন্য আয়োজন করে শপিং করে। নানারকম ঈদসামগ্রী কিনে দেয়। অথচ স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে তাকে পুরোপুরি বঞ্চিত করে।সবারটা হলেও বউয়ের জন্য কিনার সময় কেনো জানি টাকার কম পরে যায়।স্বামীকে খুশী করতে বউ সেটাও মেনে নেন।আচ্ছা এমন কখনও হয়েছে যে আপনার পকেটে টাকা কম মায়ের জন্য কিনবেন নাকি বউয়ের জন্য?আপনি মায়ের জন্যই কিনে বাড়ি ফিরবেন।মা না পেয়ে বউ পেলে বউ খারাপ কিন্তু বউ এর ভাগ মা পেলে বউ অনেক ভালো।এমনও হতে পারে, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের দেয়ার মতো অনেকেই আছে। আপনার অন্য ভাইবোনেরা আছে।বাবা আছেন।কিন্তু আপনার স্ত্রী? তাকে দেয়ার মতো কে আছে আপনি ছাড়া?আপনিই তাকে তার পরিবার থেকে নিয়ে এসেছেন একমাত্র অভিভাবকের দাবি করে।এখন অভিভাবক হিসাবে কি দায়িত্ব আপনি পালন করলেন তার জবাব সৃষ্টিকর্তাকে কি দিবেন?বাবা ভাই যখন অভিভাবক ছিলেন তখন আরাম আয়েশে নানান আবদারে জীবন কাটানো মেয়েটিও আপনার কাছে এসে হাসিমুখে বলে "কিছু লাগবে না।" তার এই কথার পিছনের প্রয়োজন আপনি না বুঝলেও তার বাবা ভাই কিন্তু বুঝতেন।

একটা কোর্সের রেজিস্ট্রেশনের কাজ সামাল দিতে গিয়ে দেখলাম, বহু বোন তাদের ফ্যামিলির কাছ থেকে নূন্যতম হাত খরচটাও পান না। ইসলামি শারিয়াহর প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা জানিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাহিরে জব করেন না হয়তো। কিন্তু বাবা, ভাই কিংবা স্বামীর পক্ষ থেকে তাদের ন্যায্য খরচটুকুও পাওয়া হয় না।আআল্লাহর হুকুম মেনে ঘরের বাহিরে তারা উপার্জন করেন না কিন্তু তাদের মধ্যেও একটা লজ্জাবোধ থাকে যে তারা হয়তো পরিবারের পুরুষটার বোঝা।তাই তারা টাকা চাইতে লজ্জাবোধ করেন।অন্যের হক বুঝিয়ে না দিয়ে আপনি মাহফিলে মাহফিলে দৌড়াচ্ছেন? মাসের পর মাস তাবলীগে সময় দিচ্ছেন? এই ইসলাম আপনি পেলেন কোত্থেকে?

কিছু স্বামী আছে নিজের স্ত্রীকে ছাড়া বৃদ্ধ মা যে কি না ঘর থেকে বাহির হওয়া লাগে না,যার সম্পূর্ণ খরচ দেওয়ার পরও হাত খরচ দেয়,নিজের পরিবারের সবার হাত খরচ লাগে এটা সে বুঝে।কিন্তু স্ত্রীর হাত খরচ লাগে না। যে কি না সন্তানের জন্য বাহিরে বাহির হওয়া লাগে।
সে মনে করে নিজের পরিবারের জন্য সর্বস্ব দিয়ে করলেই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে💔🥲

লিখাঃ- উস্তাদ আবুল হাসানাত কাসিম

প্রকৃত পুরুষ নারীর সৌন্দর্যে আটকায় না,প্রকৃত পুরুষ নারীর সাবলীল ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায়;প্রকৃত পুরুষ নারীর শ'রী'র ...
11/06/2024

প্রকৃত পুরুষ নারীর সৌন্দর্যে আটকায় না,
প্রকৃত পুরুষ নারীর সাবলীল ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায়;

প্রকৃত পুরুষ নারীর শ'রী'র দেখে প্রেমে পড়ে না
প্রকৃত পুরুষ নারীর মিষ্টি হাসি, কাজল ভরা চোখ আর বেলিফুলে সাজানো খোপার প্রেমে পড়ে;

প্রকৃত পুরুষ শর্ট ড্রেস পড়া নারীকে দেখে হ*ট সে*ক্সি বলে না, প্রকৃত পুরুষ শাড়ি পড়া নারীকে দেখে মায়াবিনী বলে;

প্রকৃত পুরুষ অন্ধকার রাস্তায় নারীকে দেখতে পেয়ে লা*ল*সা*র হাত না বাড়িয়ে, দায়িত্বের হাত বাড়ায়;

প্রকৃত নারী পুরুষের অর্থ আর ভালো সামর্থ্যে আটকায় না, প্রকৃত নারী পুরুষের অসাধারণ ব্যক্তিত্ব ও সুন্দর মনে আটকায়;

ঠিক তেমনি...

প্রকৃত নারী পুরুষের সুদর্শন চেহারা কিংবা কোটিপত্তি দেখে প্রেমে পড়ে না, প্রকৃত নারী পুরুষের সম্মান দেওয়ার মনোভাব, ঝড়-ঝাপটা থেকে যত্নে আগলে রাখার সুন্দর প্রচেষ্টার, বিপদে-আপদে ভরসা হয়ে পাশে থাকার বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রচণ্ড ঝগড়ার পরিস্থিতিতেও নিজের ওপরে নিয়ন্ত্রণ না হারানোর সুন্দর মানসিকার প্রেমে পড়ে;

প্রকৃত নারী পুরুষের উচ্চপদস্থতায় কিংবা আয়ের উপর তার সম্মানের মাপকাঠি নির্ধারণ করে দেন না, প্রকৃত নারী পুরুষের সঙ্গিনীকে কেবল নারী হিসাবে না দেখে, নিজের একজন ভালো বন্ধু হিসেবে দেখা ও সুখ - দুঃখের কথা বিনিময় করার চমৎকারিত্বে সম্মানের মাপকাঠি নির্ধারণ করে;

প্রকৃত নারী পুরুষের কাছ থেকে শুধুমাত্র মানসিক ভাবে নয়, শারীরিক আঘাত বা লাঞ্ছনার থেকেও নিরাপত্তা আশা করেন,

যেসব পুরুষ কোনো অবস্থাতেই নারীদের শারীরিক বা মানসিক ভাবে আঘাত করে না, বরং সব অবস্থাতেই সব রকম লাঞ্ছনার হাত থেকে নারীকে রক্ষা করে আগলে রাখে, ভুল করলে আর পাঁচ জনের সামনে ছোট না করে বাড়িতে এসে বুঝিয়ে শুধরে নেয়, সেসব পুরুষ গুলো কেবল প্রকৃত পুরুষই নয় এসব পুরুষ গুলো প্রতিটি নারীর চোখে এক একটি সুপারম্যান

"প্রকৃত নারী পুরুষের চোখে লক্ষী আর প্রকৃত পুরুষ নারীর চোখে সুপারম্যান"

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh


©

11/06/2024

বউয়ের দেনমোহর পরিশোধের বেলায় টাকা নাই,স্ত্রী সন্তানের খরচ এর জন্যও টাকা নাই
কিন্তু পরিবারের লোকজন এর জন্য জনে জনে কুরবানী দেওয়ার জন্য ঠিকই টাকার অভাব হয় না। কি মনে করছো বৌধ্যের দল।কুরবানী জায়েজ হবে মনে করা বোকামি ছাড়া কিছুই না😏গোস্তই খাবি কিন্তু সওয়াবের বালাইও পাবি না। ইনশাআল্লাহ🤲

লাখ লাখ টাকায় জনের জনের নামে তো কুরবানী দেওয়াই যায়।কিন্তু হালালভাবে কয়জনই বা কুরবানী দেয়।নিজের পরিবারের লোকজন এর জন্য সর...
11/06/2024

লাখ লাখ টাকায় জনের জনের নামে তো কুরবানী দেওয়াই যায়।কিন্তু হালালভাবে কয়জনই বা কুরবানী দেয়।নিজের পরিবারের লোকজন এর জন্য সর্বস্ব দিয়ে করলেও মরার পর পরিবারের সেই লোকগুলো কিন্তু কোনো কাজে আসবে না। কোটি টাকা ইনকাম করে স্ত্রী সন্তানদের হক আদায় না করে আমোদ ফুর্তি তো করাই যায়।কিন্তু এর জন্য আজ না হয় কাল।এই দুনিয়ায় না হউক আখিরাতে তার করাগন্ডায় হিসেব দিতেই হবে।ইনশাআল্লাহ 🤲আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দিবে না। ইনশাআল্লাহ 🤲


কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের ধর্ম। যেটা সবাই স্বীকার করতে পারে না। 💔🥲
10/06/2024

কৃতজ্ঞতা এবং ঋণ
স্বীকার করা মানুষের ধর্ম।
যেটা সবাই স্বীকার করতে পারে না। 💔🥲

সুবহানাল্লাহ 🤲ইনশাআল্লাহ🤲আলহামদুলিল্লাহ🤲
09/06/2024

সুবহানাল্লাহ 🤲ইনশাআল্লাহ🤲আলহামদুলিল্লাহ🤲

09/06/2024

মানুষ যতই দামী হউক না কেন!
ভুল মানুষ আর ভুল জায়গায় পড়লে দামী মানুষটাও মূল্যহীন হয়ে যায় 💔🥲

মানুষের মতো দেখতে মানুষ হলেও সবাই সত্যিকারের মানুষ হয় না😎কিছু মানুষ দেখতে মানুষ হলেও ---বি'ষ'ধর সা'পে'র চে'য়ে'ও বি'ষা'ক্...
09/06/2024

মানুষের মতো দেখতে মানুষ হলেও সবাই সত্যিকারের মানুষ হয় না😎
কিছু মানুষ দেখতে মানুষ হলেও ---
বি'ষ'ধর সা'পে'র চে'য়ে'ও বি'ষা'ক্ত হ'য়ে থা'কে।

01/06/2024

যে নিজের ভরা থালা রেখে
অন্যের থালায় নজর দেয়
তার পেট কখনোই ভরে না
ফ্যাক্ট : পরকীয়া 😎

01/06/2024

স্বামী টাকা ইনকাম করে স্ত্রী সন্তানদের খাওয়ায়, পড়া আর থাকতে দেয়।এটাই তো অনেক বেশি করে ফেলে।আর কাজে সাহায্য করবে তো দূরের কথা 😏অনেক পুরুষ তো মনে করে বউ বাচ্চা ঘরের বিনা বেতনের দাসী 💔🥲

আসলেই বাস্তব সত্যি 😎
01/06/2024

আসলেই বাস্তব সত্যি 😎

কাবিননামার উসল এর টাকা টা কি অদ্ভুত। তাই না।আমরা মেয়েরা নিজের টাকায় গহনা কিনে পড়ি 😎🤣


ইনশাআল্লাহ 🤲
01/06/2024

ইনশাআল্লাহ 🤲

কোনো জীবনেও ভোলা যাবে না 💔💔🥲🥲
31/05/2024

কোনো জীবনেও ভোলা যাবে না 💔💔🥲🥲

বাস্তব প্রমাণিত 😎😎
31/05/2024

বাস্তব প্রমাণিত 😎😎

স্বামীর যখন টাকা থাকে না,তখন স্ত্রী ছাড়া আর কেউ পাশে থাকে না।

আর স্বামীর যখন টাকা থাকে তখন স্ত্রী-সন্তানের চেয়েও আত্মীয় স্বজনরা বেশি পাশে থাকে 🙃

তখন আত্নীয় স্বজনের আলগা পিরিত বেড়ে যায় 😎

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও ...
27/05/2024

মারজুক রাসেলের একটা কথা আছে, "তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি।"

কথাডা ডাহা সত্য। আমরা কারো-কারো কাছে দু-পয়সারও দাম পাই না; আবার কারো-কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই।

স'ম'স্যা হইলো, আমরা ঘুইরা-ফিরা তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালু'লেস। আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টের উপরে রাখে, তাদের সঙ্গ আমাদের ভালো লাগে না।

মানুষ হিসেবে আমরা যথেষ্টই বে'কু'ব। ডাইল-ভাতের হোটেলে গিয়া কাচ্চির আশায় বইসা থাকি।😊

বাস্তব সত্যি আর প্রমাণিতও


18/05/2024

কিছু মানুষকে ভদ্রতার খাতিরে সম্মান করতে হয়।
আসলে এরা সম্মান পাওয়ার যোগ্যই না😎

উপরে যিনি আছেন এক সেকেন্ডে সব তেজ মিশিয়ে দিতে ক্ষমতা রাখে। ইনশাআল্লাহ
18/05/2024

উপরে যিনি আছেন এক সেকেন্ডে সব তেজ মিশিয়ে দিতে ক্ষমতা রাখে। ইনশাআল্লাহ




অ্যাপ্রিশিয়েট করতে জানতে হয়! কেউ ভালো কিছু করলে বা অন্তত করার চেষ্টা করলে তাকে অ্যাপ্রিশিয়েট করতে শিখুন! এটাও একটা শিক্...
17/05/2024

অ্যাপ্রিশিয়েট করতে জানতে হয়! কেউ ভালো কিছু করলে বা অন্তত করার চেষ্টা করলে তাকে অ্যাপ্রিশিয়েট করতে শিখুন! এটাও একটা শিক্ষা!❤


নামের মানুষ থেকে সত্যিকারের মানুষ হওয়া অনেক বেশি জরুরি 😍🥰❤️আলহামদুলিল্লাহ🤲❤️
17/05/2024

নামের মানুষ থেকে সত্যিকারের মানুষ হওয়া অনেক বেশি জরুরি 😍🥰❤️আলহামদুলিল্লাহ🤲❤️

Give & Take 😎
15/05/2024

Give & Take 😎

আলহামদুলিল্লাহ 🤲❤️
14/05/2024

আলহামদুলিল্লাহ 🤲❤️

একদম বাস্তব সত্যি
11/05/2024

একদম বাস্তব সত্যি

বাস্তব সত্যি কথা আর প্রমাণিতও 💔🥲
08/05/2024

বাস্তব সত্যি কথা আর প্রমাণিতও 💔🥲

জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালোমানুষ হওয়া...আলহামদুলিল্লাহ 🤲❤️
08/05/2024

জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালোমানুষ হওয়া...

আলহামদুলিল্লাহ 🤲❤️

খুব নোংরা পানি যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না ;ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না।        এদ...
08/05/2024

খুব নোংরা পানি যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না ;
ঠিক তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না।
এদের ত্যাগ করা উচিত,
না হলে নিজের ক্ষতি হয়।
নোংরা চরিত্রহীন নামের মানুষগুলো খুবই ভয়ংকর রকম নোংরা মনের হয়ে থাকে💔🥲😎

মরার চিন্তা কয়জনেই বা করে😎টাকা দিয়ে মরণ থেকে বেঁচে যাবে ভাবে কিছু নির্বোধ লোক 😇🥲
08/05/2024

মরার চিন্তা কয়জনেই বা করে😎টাকা দিয়ে মরণ থেকে বেঁচে যাবে ভাবে কিছু নির্বোধ লোক 😇🥲

নামের মানুষ কিছু মুখোশধারী শয়তান 😎
08/05/2024

নামের মানুষ কিছু মুখোশধারী শয়তান 😎

10000% true
06/05/2024

10000% true

মি'থ্যেবাদীদের কখনোই!মন থাকে না,ঠ'কবাজদের কখনোই!বি'বেক থাকে না।বে'ঈমানদের কখনোই!অ'নুশোচনা হয় না,বি'শ্বাসঘা'তকদের কখনোই!ম...
04/05/2024

মি'থ্যেবাদীদের কখনোই!
মন থাকে না,
ঠ'কবাজদের কখনোই!
বি'বেক থাকে না।

বে'ঈমানদের কখনোই!
অ'নুশোচনা হয় না,
বি'শ্বাসঘা'তকদের কখনোই!
ম'নুষ্যত্ব জাগে না।

প্র'তারকদের কখনোই!
পা'প-পুণ্যের ভ'য় হয় না।
এসব জা'নোয়ারা কোনোদিনও!
মানুষ হয় না।

"মি'থ্যেবাদী, ঠ'কবাজ, প্র'তারকরা কোনোদিনও মানুষ হয় না।

#লেখালেখি




Address

Dhaka
1207

Telephone

+8801976850711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tithi Taaha Apon Dui Boon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tithi Taaha Apon Dui Boon:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All