22/10/2024
আগে এলাকার ছেলেরা ভাবতো ভদ্র,ধার্মিক,চরিত্রবান হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
বিত্তশালী অনেক পরিবার তার মেয়ের জন্য এমন ছেলে খোজতো। সেটা যতই বেকার ও দরিদ্র হোক৷ তারা জানতো একটা ভালো ছেলের হাতে দিলেই মেয়ে সুখী হবে৷
আর এখন ছেলেরা জানে প্রতিষ্ঠিত হলে বিয়ের বাজারে তার কদর বেশি।
সে প্রতিষ্ঠিত হবার আগে প্রেম,জ্বিনা যাই করুক। সে টাকার জোরে ভালো মেয়ে পাবেই।
এজন্য আজ ছেলেরা ভালো হবার প্রতিযোগিতা করে না। চরিত্র রক্ষার চেষ্টাও করে না। সে ভালো করেই জানে বিয়ের আগে ফুর্তি করি,আবাসিক হোটেলে যাই। যাই করিনা ক্যান।
ক্যারিয়ার হলে বিয়ে দুই চোখ বন্ধ করে করা যায়।
তো এই সমাজে ডিভোর্স হবে না। ডিভোর্স কী হবে পশু পাখির মাঝে৷