"Gardening Bangladesh" আপাতত কোনো ধরণের গাছ এবং মাটি অনলাইনে বিক্রি করছে না। তবে পরবর্তীতে বিভিন্ন গাছ এবং মাটি অনলাইনে বিক্রির ব্যবস্থা নেয়া হচ্ছে।
"Gardening Bangladesh" এর নিজস্ব ফেইসবুক পেইজ থেকেই “Online” এর মাধ্যমে “Reasonable” দামে এবং “Quality” সম্পন্ন বাগানের জন্য বিভিন্ন ধরণের সার, বীজ, ভার্মিকম্পোস্ট, রেডি মিক্স সয়েল, কোকোপিট্, কোকো ডাস্ট, হাড়ের গুঁড়া, শিং কুচি, নিম খোল, নিম পাউডার, সরিষার খোল, ইউরিয়া, TSP, DAP, MOP, Epsom Salt, কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন, রুট/কাটিং হরমোন, বাগান করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরণের যন্ত্রপাতি এবং সব ধরণের প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করেছে।
আপনারা এখন থেকে "Gardening Bangladesh" এর ফেইসবুক পেইজ থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্য সরাসরি কিনতে পারবেন। ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কুরিয়ারের ব্যবস্থা আছে। (ডেলিভারি চার্জ প্রযোজ্য)
সুতরাং, আপনার যে কোনো পণ্যের চাহিদার কথা "Gardening Bangladesh" এর ফেইসবুক পেইজের "Inbox" এ “Message”করে আমাদের বিস্তারিত জানিয়ে রাখুন। আপনার যেইসব প্রোডাক্ট লাগবে সেগুলার নাম এবং কোনটা কতটুকু পরিমান প্রয়োজন, একসাথে লিস্ট করে আমাদের ফেইসবুক পেইজের “ইনবক্স” এ দিয়ে দিবেন। আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো।
"Gardening Bangladesh" ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং "Gardening Bangladesh" এর ফেইসবুক পেইজটি “Like”করে আমাদের সাথে সংযুক্ত থাকুন নিয়মিত “Update”পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বেশি করে গাছ লাগিয়ে পরিবেশকে সমৃদ্ধ রাখুন।