English Adda - ইংলিশ আড্ডা

English Adda -  ইংলিশ আড্ডা Muhammad Al-amin
Jagannath University ; Dhaka
(1)

25/04/2023

# কিছু_মনে_রাখার_বিষয়:

∆ Sick & ill
অল্প সময়ের জন্য অসুস্থ হলে sick আর দীর্ঘ সময়ের জন্য হলে ill হবে।

∆ Cool & cold
আরামদায়ক ঠান্ডা হলে cool আর কষ্টদায়ক হলে cold হয়।

∆ Hot & warm
আরামদায়ক গরম হলে warm
আর কষ্টদায়ক হলে Hot হবে ।

∆ Handsome & beautiful
ছেলেরা Handsome আর মেয়েরা beautiful হয় ।

∆ In time & on time
ঠিক সময়ে হলে on time
আর ঠিক সময়ে না হলে in টাইম ।

∆ low & short
ব্যক্তির ক্ষেত্রে short আর বস্তুর ক্ষেত্রে low হয় ।

∆ Put & keep
অল্প সময়ের জন্য রাখলে put আর দীর্ঘ সময়ের জন্য বুঝালে keep হয়।

∆ drown & sink
প্রাণী ডুবলে drown আর বস্তু ডুবলে সিনক

∆ Hope & wish
বাস্তব আশার ক্ষেতে hope & অবাস্তব আশার ক্ষেত্রে wish হয়।

∆ Revenge & Avenge
নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে revenge & অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিলে Avenge হয়।

08/10/2022

Don’t stress too much over worldly matters.
Worrying about the future or regretting the past
is a waste of time. Leave it to the Almighty.

05/10/2022

'When you suffer a loss,
Remember that The Almighty rewards you for your patience & endurance far more than what you have lost...'

05/10/2022

Don’t panic, don’t be frustrated, don’t worry.
You’re exactly where the Almighty wants you
to be at this point in time. Whatever you’ve
experienced so far is all part of His Divine Plan.
It will shape and mould you into the person
you’re meant to be..

25/11/2021

#ইংরেজি_বড়_বাক্য_অনুবাদ_করার_সহজ_কৌশল!

একটি সূত্র বা ফর্মুলা দিয়ে অর্থাৎ একটা Basic Sentence Structure দিয়ে যে কোন ইংরেজি বাক্য লিখুন …
আপনাকে আর অসংখ্য নিয়ম শিখতে হবে না স্রেফ এই একটা নিয়ম শিখেই প্রায় Translation (অনুবাদ) খুব সহজেই করতে পারবেন … তাছাড়া এই structure টি আন্তজার্তিকভাবে ভাবে স্বীকৃত। সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।
এই নিয়ম Translation (অনুবাদ) ও Freehand writing :: Essay, short note, summary এর জন্য অনেক কাজে আসবে ….
Sentence Structure/Sequence : S AV O1O2 D1D2 M1M2 PTR
S ✛ A ✛ V ✛ O1 O2 ✛ D1 D2 ✛ M1 M2 ✛ P ✛ T ✛ R …
➩ S = Subject (কে/কার ,কারা)
➩ A = Adverb of frequency = (Always, usually, normally, generally, often, frequently, sometimes, never, occasionally, hardly, rarely, seldom, ever etc.)
➩ V = Verb (ক্রিয়া )
➩ O1 = Object কাকে? বা (কাকে ক্রিয়া করে)ব্যক্তি বাচক )
➩ O2 = Object (কি করে) বস্তু বাচক)
➩ D1 = Direction (কোথা হতে) (গতি থাকতেহবে) = from
➩ D2 = Direction (কোন দিকে) (গতি থাকতেহবে) = to/towards
➩ M1 = Modifier/adverb (কিভাবে)
➩ M2 = Modifier (কার সাথে)= with/whom
➩ P = Place (স্থান) বা কোথায়? as/by/with
➩ T = Time (সময়) বা কখন?
➩ R = Reason (কারণ) বা কেন? = to/for
কিভাবে বাক্য তৈরি করুনবেনঃ
১) প্রথমে বাংলা বাক্যের ক্রিয়া পদটা (V = Verb ) বাহির করতে হবে
১) এইবার ক্রিয়া পদ বা Verb এর দিকে খেয়াল করেন, এবার Verb বা ক্রিয়া পদকে উপরের
অক্ষর গুলা দিয়া যে যে প্রশ্ন করা হয়েছে সেই সেই প্রশ্ন করে উত্তর গুলো খুঁজে বের করুনুন
২) এরপর এই উপরের অক্ষর গুলা যেই অর্ডার বা ক্রম অনুযায়ি সাজানো আছে, আপনি প্রশ্ন গুলার উত্তর সেই অর্ডারে বা সিরিয়াল বা
ক্রমতে সাজান … যে প্রশ্নের উত্তর পাবেন না অর্থাৎ যে উপাদান থাকবে না তা বাদ যাবে
৩) এইবার ইংরেজিে ট্রান্সলেট করে ফেলুন
:: আসুন এবার structure অনুযায়ী অনুবাদ করুনি:
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।
:: এখানে structure টি মিলিয়ে নিই : (S A V O1O2 D1D2 M1M2 P T R)
S = Subject (কে/কার) = বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh cricket team)
A = Adverb of frequency = সর্বদা (always)
V = Verb = অনুশীলন করে (practices)
O1 = Object (কাকে) = *
O2 = Object (কি) = ক্রিকেট (cricket)
D1 = Direction (কোথা হতে ) = from = *
D2 = Direction (কোন দিকে ) = to/towards = *
M1 = Modifier/adverb (কিভাবে) = স্বত:স্ফুর্তভাবে (spontaneously )
M2 = Modifier (কার সাথে)= with = স্টিভ রডসের সাথে (with Steave Roads)
P = Place (স্থান)= স্টেডিয়ামে ( in England's stadium )
T = Time (সময়) = প্রতিদিন সকালে (everyday)
R = Reason (কারণ) = to/for = বিশ্বকাপ জয়ের জন্য (to win the world cup)
:: অনুবাদ :
বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বত:স্ফুর্তভাবে স্টিভ রডসের সাথে ইংল্যান্ডের স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে।
Bangladesh Cricket Team practice Cricket spontaneously with Steave Roads in England's stadium every morning to win the world cup.

NB: একটি বাক্যে কিছু উপাদান নাও থাকতে পারে।কিন্তু সুন্দর ইংরেজি লেখার জন্য structure টি অনুসরণ করা হয়।

24/11/2021

যারা ইংরেজি ভাষাটা নিজেদের দখলে আনতে চান, কিন্তু খুব একটা পরিশ্রম করতে চান না, এই পোস্টটা তাদের জন্য। আমার ধারণা স্কুল এবং কলেজে পড়া শিক্ষার্থীরা এই পোস্টটা দারুণভাবে কাজে লাগাতে পারবে।

তো হাবিজাবি না বকে কাজের কথা শুরু করে দেই। ইংরেজির ভোকাবুলারি, রিডিং স্পিড, লিসেনিং এবং স্পিকিংয়ের জন্য খুব সহজ এবং মজার যে পাঁচটা অভ্যাস আমরা গড়ে তুলতে পারি সেগুলো হচ্ছে:

১. কমিক বই পড়ার অভ্যাস করা
কমিক বই কেবল বাচ্চাদেরকেই পড়তে হবে এমন কোনো কথা নেই। ধরেই ইংরেজির খটমটে একটা বই দিয়ে রিডিং অভ্যাস শুরু করা, আর কমিক বই দিয়ে শুরু করার মাঝে পার্থক্য ব্যাপক। কমিক বই পড়ার পর্বটা আনন্দের এবং দ্রুত। খুব বেশি কথা না থাকায় যে কটা শব্দ আপনি বুঝবেন না সেগুলো খুব সহজেই বের করে নিতে পারবেন এবং বইয়ের সব ছবি আপনাকে শব্দগুলো মনে রাখতে সাহায্য করবে।
কমিক বইয়ের পর্ব শেষ হলেই সহজ ভাষায় লেখা অন্যান্য সব ইংরেজি গল্পের বই বা উপন্যাসে হাত দিতে পারেন। এক্ষেত্রে হ্যারি পটার সিরিজ একটা চমৎকার উদাহরণ হতে পারে।

২. ইংরেজি গান শোনা
আমরা যারা গান শুনতে পছন্দ করি তাদের জন্য এই পদ্ধতিটা কাজের। যে গানটা আমাদের পছন্দের সেটার লিরিক দেখে নেয়া এবং একসাথে গুনগুন করার চেষ্টা ভোকাবুলারি, লিসেনিং এবং মুখের জড়তা কাটতেও সাহায্য করে।

৩. Ted Talk
ইন্টারনেট জিনিসটা অনেকটা আলাদিনের যাদুর প্রদীপের মতো। ঘষা দিলেই দৈত্য বের হবে। আপনার কাছে জানতে চাইবে আপনি কী চান। কেবল তিনটা ইচ্ছা নয়, যত খুশি তত।
আপনি বুদ্ধিমান হলে সবার আগে ইউটিউবকে চাইবেন। আরেকটু চালু হলে সেখান থেকে খুঁজে নিবেন Ted Talk! কী নেই Ted Talk-এ! কী জানতে চান আপনি? কীসে আপনার আগ্রহ? সার্চ দিন। একই সাথে বিভিন্ন মজার জিনিস জানতে পারছেন এবং নিজের অজান্তেই একটা ভাষা শিখছেন! এরচেয়ে চমৎকার ব্যাপার আর কী হতে পারে!

৪. অ্যাপ ব্যবহার করা
প্লে স্টোরে ইংরেজিতে বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলার জন্য বেশ কিছু ফ্রি অ্যাপ আছে। বর্তমানে বহুল ব্যবহৃত অ্যাপের মধ্যে একটা হচ্ছে Speak English। স্পিকিং ভালো করার জন্য কথা বলার কোনো বিকল্প নেই। সুতরাং, Speak English, Practice English, Fluent English, Hello English যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়েই শুরু করে দিতে পারেন।

৫. অ্যানিমেটেড মুভি দেখা
ইংরেজি শেখার জন্য মুভি দেখার কোনো বিকল্প নেই। যারা মুভি দেখতে পছন্দ করে এটা তাদের জন্য সবচেয়ে সেরা পদ্ধতি।
যেহেতু অ্যনিমেটেড মুভিগুলোতে তুলনামূলক ধীর গতির এবং স্পষ্ট ইংরেজি ব্যবহার করা হয় সুতরাং ইংরেজি শিখেত এরচেয়ে সহজ, সুন্দর এবং কার্যকরি উপায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না বলে একটা বাজি ধরলে, সেই বাজিতে হারার কোনো সম্ভাবনা নেই।
যেকোনো মুভি প্রথমে সাবটাইটেল সহ এবং পরে সাবটাইটেল ছাড়া দেখার অভ্যাস করা যেতে পারে। How to train your dragon, Thinker bell, Despicable me, Up, Zootopia, Wall-E, Astro boy, Brave, Frozen, Tangled সহ আরো এমন অসংখ্য অসাধারণ অ্যানিমেটেড মুভি আছে যেগুলো আপনার ইংরেজি শেখার যাত্রাটাকে অদ্ভুতরকম আনন্দময় করে তুলতে পারে।

তো আর দেরি কীসের? মিলিয়ে দেখুন উল্লিখিত কটা অভ্যাস আপনার মধ্যে আছে, আর কটা গড়ে তুলতে হবে।
শুভকামনা!

26/09/2021
Preposition
25/09/2021

Preposition

24/09/2021

অনুবাদ:
Basic to Advance-

বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার সবচেয়ে ভাল কৌশল°:

থেরাপী ১: সর্বপ্রথম Verb বের করতে হবে। কারণ, এটা পারলে খুব সহজে আপনি Subject, Object, Prepositional Phrase বের করতে পারবেন।
আর বাংলায় Main Verb থাকে বাক্যের শেষে (সাধারণত) । যদি Main Verb না থাকে, তাহলে বুজে নিবেন- সেখানে Auxiliary verb আছে।

উদাহরণ:
"বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে" (প্রথমাংশ)

এখানে Verb হল - দিয়ে থাকে (usually give)
এইবার Verb'কে প্রশ্ন করুন ( কে / কারা / কাদের ) দিয়ে, যদি উত্তর পান তাহলে এই উত্তর হবে Subject
◑ কে দেয়? উত্তর আসবে বিবাহ দেয়। অর্থাৎ এখানে বিবাহ( marriage) হল বাক্যের Subject.

আবার,

Verb'কে প্রশ্ন করুন ( কি/ কাকে) দিয়ে,
উত্তর আসলে ধরে নিবেন এইটাই Object.

◑ কি দেয়? উত্তর আসবে - সামাজিক নিরাপত্তা দেয়। অর্থাৎ এখানে ( Object ) হল Social Security.

তাহলে আমরা Subject + Verb + Object পেয়েছি। এখন শুধু বাড়তি অংশই অনুবাদ করা দরকার।
◑ নারীদের (Prepositional Phrase)
to women.

এইবার সম্পূর্ণ অনুবাদঃ
Subject + Verb + Object + Prepositional Phrase

Marriage usually gives social security to women.

আবার, Action Verb না থাকলে Auxiliary verb দিয়ে করতে হবে।

যেমন:

" ব্যাংকটির মালিক কেন্দ্রীয় ব্যাংক"।

দেখুন এখানে বাক্যের শেষে "ব্যাংক" আছে, তার মানে এখানে কোন Action verb নাই। সুতরাং Auxiliary দিয়ে করতে হবে।

✪ অনুবাদ- The owner of the bank is Central Bank.

মনে রাখবেন, যার সাথে বিভক্তিযুক্ত (Preposition) থাকে, তাকে পরে অনুবাদ করতে হয়।

যেমন-
"বাংলাদেশের প্রেসিডেন্ট"
(The president of Bangladesh).
দেখুন এখানে বাংলাদেশের সাথে "এর" যুক্ত ছিল তাই এর আগে "of" preposition আনা হয়েছে।
তদ্রূপ
"ব্যাংকের মালিক" The owner of bank.

15/09/2021
08/06/2021

◑ ইংরেজিতে বক্তৃতা শুরু এবং শেষ করতে পারেন,, How you can start and finish your presentation in English.
☞ থেরাপী (Starting) 1-
Assalamualaikum.Hello everyone. At the beginning of my speech, I would like to thank to Honorable (instructor/moderator/Sir) for giving me a chance to say something today's selected topic. This is (name). Today my topic is (topic's name) that...

☞থেরাপী(Starting) 2-
Thank you sir/ brother for calling me here. Hello everybody, good day/evening to you all. Hope all of you are fine and I am also fine. This is (name) I am very glad to be here. Now, I am going to talk about something (topic's name). Dear friends.....
☞ থেরাপী(Starting) 3-

My heartiest thanks who has given me a chance to say something in front of all of you. Hello everyone, Good day/evening to you all. I am (name). Everyone has described about (topic's name). So, I also want to say something about (it/topic's name) . Dear friends........
থেরাপী(Ending) 1-
That's all in regard of the topic for the time being. Thank you so much for the purpose of your kind attention. Hope to see you again with another awesome topic if Almighty Allah wants. Stay well till than. Allah hafej.
➤ থেরাপী(Ending)2-

In a nutshell, these are all in the subject of it. Thank you very much to all of you with a view to listening my short speech with a patience. Stay well.

ইংরেজি উচ্চারণের 50 টি নিয়মনিয়ম-1ঃশব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।example:Knowled...
21/05/2021

ইংরেজি উচ্চারণের 50 টি নিয়ম

নিয়ম-1ঃশব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
example:
Knowledge (নলেজ) – জ্ঞান
Knight (নাইট) – অশ্ব।
Knee (নী) – হাটু।

নিয়ম-2ঃW এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।

example:
Write (রাইট) – লেখা।
Wrong (রং) – ভুল।
Who (হু) – কে।
Wrestling (রেস্টলিং) – কুস্তি।

নিয়ম-3ঃশব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।
example:
Name (নেইম) – নাম।
Come (কাম) – আসা।
Take (ঠেইক) – নেওয়া।
Fake (ফেইক) – ভূয়া।

নিয়ম-4ঃM+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
example:
Bomb (বম) – বোমা।
Comb (কৌম) – চিরুনি।
Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
Thumbnail (থামনেল) – ছোট।

নিয়ম-5ঃWord এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।

Design (ডিজাইন) – আকা।
Resign (রিজাইন) – পদত্যাগ করা।
Reign (রেইন) – রাজত্ব।
Feign (ফেইন) – উদ্ভাবন করা।

নিয়ম- 6ঃL+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
example:
Calm (কাম) – শান্ত।
Alms (আমজ) – ভিক্ষা।
Palm (পাম) – তালগাছ।

নিয়ম- 7 ঃশব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।

example:
Lecture (লেকচার) – বক্তৃতা।
Century (সেঞ্চুরী) – শতক।
Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
Structure (স্ট্রাকচার) – গঠন।

নিয়ম-8ঃConsonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।

example:
Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
Diamond (ডায়ামন্ড) – হীরক।
Liar (লায়ার) – মিথ্যাবাদী।
Liability (লাইয়াবিলিটি) – দায়।

নিয়ম-9ঃI+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।

example:
First (ফার্স্ট) – প্রথম।
Birth (র্বাথ) – জন্ম।
Bird (বার্ড) – পাখি।
Circle (সার্কেল) – বৃত্ত।

নিয়ম-10ঃ৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।

example:
Mice (মাইস) – ইদুর।
Rice (রাইস) – চাউল।
Wise (ওয়াইস) – বিজ্ঞ
Size (সাইজ) – আয়তন।

নিয়ম-11ঃConsonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।

example:
Null (নাল) – বাতিল
But (বাট) – কিন্তু।
Nut (নাট) – বাদাম
Cut (কাট) – কাটা।

নিয়ম-12ঃI G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।

example:
Night (নাইট) – রাত্র।
Sight (সাইট) – দৃশ্য।
Might (মাইট) – হতে পারে।

নিয়ম-13ঃ “I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।

example:
Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।

নিয়ম-14ঃConsonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।

example:
Rail (রেইল) – রেলের লাইন।
Nail (নেইল) – পেরেক
Straight (স্ট্রেইট) – সোজা।

নিয়ম-15ঃO+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।

example:
Document (ডকিউমেন্ট) – দলিল।
Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।

নিয়ম-16ঃI+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।

example:
Dire (ডায়্যার) – ভয়ংকর।
Mire (মায়্যার) – কাদা।
Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।

নিয়ম-17ঃU I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।

example:
Guilty (গিল্টি) – দোষী।
Guilt (গিল্ট) – দোষ।
Build (বিল্ড) – নির্মাণ করা।

নিয়ম-18ঃE A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।

Dear (ডিয়্যার) – প্রিয়।
Fear (ফিয়্যার) – ভয়।
Bear (বিয়্যার) – বহন করা।

নিয়ম-19ঃ

EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।

example:
Heart (হার্ট) – হৃদয়।
Earth (আর্থ) – পৃথিবী।
Earn (আর্ন) – আয় করা।

নিয়ম-20ঃConsonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।

Feather (ফেদার) – পালক।
Tread (ট্রেড) – পদদলিত করা।
Leader (লিডার) – সর্দার।

নিয়ম-21ঃশব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।

example:
Peer (পিয়্যার) – সমকক্ষ।
Steer (স্টিয়্যার) – হাল ধরা।
Deer (ডিয়্যার) – হরিণ।

নিয়ম-22ঃP+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।

example:
Psyche (সাইকি) – আত্মা
Psycho (সাইকো) – মন।
Psora (সৌরা) – খোসপাচঁড়া।

নিয়ম-23ঃশব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।

example:
Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
Rustle (রাসল) – খসখস শব্দ।
Nestle (নেসলে) – বাসা বাঁধা

নিয়ম-24ঃইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
example:
Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।

নিয়ম-25ঃশব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
example:
Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
Boar (বোর) – শূকর।
Boat (বোট) – নৌকা।
Road (রোড) – রাস্তা।

নিয়ম-26ঃE+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।

example:
Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।

নিয়ম-27ঃশব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।

Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।

নিয়ম-28ঃConsonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।

example:
Coin (কইন) – মুদ্রা।
Foil (ফইল) – পাত।
Join (জইন) – যোগদান করা।

নিয়ম-29ঃশব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।

example:
Road (রৌড) – রাস্তা।
Loan (লৌন) – ঋণ।
Toad (টৌড) – ব্যাঙ।

নিয়ম-30ঃUI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত।

example:
Guide (গাইড) – পথ প্রদর্শক।
Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।

নিয়ম-31ঃশব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।

example:
Rent (রেন্ট) – ভাড়া।
Comet (কমিট) – ধূমকেতু।
Comment (কমেন্ট) – মন্তব্য।

নিয়ম-32ঃEE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।

example:
Need (নীড) – প্রয়োজন।
Feel (ফীল) – অনুভব করা।
Steel (স্টীল) – ইস্পাত।
Meek (মীক) – বিনম্র

নিয়ম-33ঃR+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।

example:
Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
Branch (ব্রাঞ্চ) – শাখা।
Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।

নিয়ম- 34ঃC এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।

example:
Center (সেন্টার) – কেন্দ্র।
Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
Cell (সেল) – কোষ।
Circle (সার্কেল) – বৃত্ত।

নিয়ম- 35ঃY সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।

example:
Fly (ফ্লাই) – উড়া।
Shy (শাই) – লজ্জা।
Buy (বাই) – ক্রয় করা।
Toy (টই) – খেলনা।
Joy (জয়) – আনন্দ।

Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।

City (সিটি) – শহর।
Funny (ফানি) – আনন্দ করা।
Happy (হ্যাপি) – খুশি।
Policy (পলিসি) – নীতিমালা।

নিয়ম-36ঃশব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।

example:
Solemn (সলেম) – গুরুগম্ভীর।
Condemn (কনডেম) – দোষারোপ করা।
Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।

নিয়ম-37ঃইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।

example:
Tough (টাফ) – কঠিন।
Enough (ইনাফ) – যথেষ্ট।
Mighty (মাইটি) – বলশালী।
High (হাই) – উচ্চ।

নিয়ম-38ঃIGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।

example:
Night (নাইট) – রাত্র।
Dight (ডাইট) – সাজানো।
Fight (ফাইট) – লড়াই।
Tight (টাইট) – টানটান।

নিয়ম-39ঃConsonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।

example:
Doubt (ডাউট) – সন্দেহ।
Debt (ডেট) – ঋণ।
Doubtful (ডাউটফুল) – সন্দিহান।

নিয়ম-40ঃশব্দের শেষে que এর উচ্চারণ “ক”।

example:
Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।

নিয়ম-41ঃLK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে।

example:
Talk (টক) – আলাপ।
Walk (ওয়াক) – হাটা।
Chalk (চক) – খড়ি।

নিয়ম-42ঃKN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।

example:
Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।

নিয়ম- 43ঃকোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”।

example:
Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।

নিয়ম- 44ঃকোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।

example:
Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
Tube (টিউব) – নল।
Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।

নিয়ম- 45ঃকোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।

example:
Blue (ব্লু) – নীল।
Glue (গ্লু) – শিরিসের আঠা।
True (ট্রু) – সত্য।

নিয়ম- 46ঃকোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়।

example:
Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
Hue (হিউ) – রং।
Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।

নিয়ম-47ঃকোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়।

example:
N**e (নুড) – নগ্ন, ন্যাংটা।
Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।

নিয়ম- 48ঃU এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।

example:
Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
Number (নাম্বার) – সংখ্যা।
Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।

নিয়ম- 49ঃLM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।

example:
Film (ফিল্ম) – চলচ্চিত্র।
Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।

নিয়ম- 50ঃUI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়।

example:
Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা।

Parts Of Speech শেখার সহজ নিয়ম:⏩1. যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, m...
14/04/2021

Parts Of Speech শেখার সহজ নিয়ম:
⏩1. যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়।যেমনঃ Education, Importance, etc . They like education .
⏩2. শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়।যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি।His friend will not do illegal matter.
⏩3. Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়।যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly. It was slow.
⏩4. শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়।যেমনঃ build, beautify, made ইত্যাদি।
⏩ 5. a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়।যেমনঃ Importance →Important. b) শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়) c) শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ awfulness,(ভয়ানকতা)awful (ভয়ানক) d) শব্দের শেষে hood/
dom বাদ দিয়ে Adjective হয়।যেমনঃ falsehood(মিথ্যা কথা)false(মিথ্যা) e) শব্দের শেষে tion বাদ দিয়ে t/te যোগ করলে verb হয়।যেমনঃ conection →conect. f) শব্দের শেষে ment বাদ দিয়ে verb হয়। যেমনঃ enjoyment(উপভোগ)enjoy(উপভোগ করা) g) শব্দের শেষে ance বাদ দিয়ে verb হয়। যেমনঃ acceptance(গ্রহণ )accept(গ্রহণ করা) h) শব্দের শেষে age বাদ দিয়ে verb হয়। যেমনঃBreakage(ভাংগন)Break(ভাংগা)।
⏩6. শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়।যেমনঃdecontaminate(দূষণ হতে মুক্ত করা)contaminate(দূষণ করা)disconnect (পৃথক করা)connect(পৃথক)immortal) অমরনশিল)mortal (মরণশীল
⏩7. যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়। যেমনঃbeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা)flower (ফুল)enable ( সামর্থ্য হওয়া )able ( সামর্থ্য)
⏩8. যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়।যেমনঃbroaden (প্রশস্থ করা)broad( প্রশস্থ)signify(চিহ্নিত করা)sing(চিহ্ন)
⏩9. verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ করে noun গঠন করা হয়।যেমনঃ calculate (গণনা করা )calculator (যে গণনা করে )
⏩10. verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃconclude(সমাপ্ত করা )conclusion (সমাপ্ত)
⏩11. verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃcarry (বহন করা)carrier (বহনকারী)
⏩12. verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা)Television (দূরদর্শন)
⏩13. verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion (চিত্তবিনোদন)
⏩14. verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAscent(আরোহণ করা) Ascension (আরোহণ)
⏩15. verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAdmit(ভর্তি করা)Admission(ভ
র্তি)
⏩16. verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAccelerate(অধিকতর দ্রুত চলা)Acceleration(বেগ বিদ্ধি)
⏩17. verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃmeasure(পরিমাপ করা)measurable (যাহা পরিমাপ করা যায় এমন)
⏩18. verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃAppreciate(প্রশংসা করা)Appreciation(প্রশংসনীয়)
⏩19. verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃClassify (শ্রেণী বিভাগ করা)Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য).
⏩20 . verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃstratify(স
্তরে স্তরেগথিত হওয়া)stratified(স্তরিভুত)
⏩21. verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে ‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃDiffuse (ছাড়াইয়া দেওয়া)Diffusive(ব্যাপক)
⏩22. verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়।যেমনঃproduce (উৎপাদন করা)productive(উৎপাদন যেখানে Article ব্যবহ্যত হয় না 1. proper noun (Aminul, Faysal, Rani, Laboni, ……) ,road, place, village, town, city, country, language এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। যেমনঃ Incorrect: The Saiket is the name of my nephew. Correct : Saiket is the name of my nephew (ভাগিনেয় বা ভ্রাত্রিপুত্র). 2. verb, pronoun, Adjective, Adverb, Preposition, conjunction, proper noun এবং Article এর পূর্বে Article ব্যবহ্নত হয় না। possessive from ( his, her, their, my, our, your, yours, hers, its, own, jeem’s) এর পূর্বে ও পরে এবং adjective এর পরে Article ব্যবহ্নত হয় না। 3. খেলার নামের এবং daily routine –এর অংশ হিসাবে খাবার সংক্লান্ত নামের পূর্বে Article বসে না।যেমনঃInc: They play a cricket. Corr: They play cricket. Inc: He had a dinner at night. Corr: He had dinner at night. 4. স্বাভাবিকভাবে Abstract noun (গুনবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না। যেমনঃInc: The honesty is a great virtue. Corr: Honesty is a great virtue. 5. স্বাভাবিকভাবে Material noun (বস্তবাচক বিশেষ্য পদ) এর পূর্বে article বসে না।যেমনঃInc: The gold is a precious metal. Corr: Gold is a precious metal. 6. School, College, market, bed, hospital, prison, mosque, sea, temple, church, court, ইত্যাদি স্থানে যাওয়া বুঝালে এদের পূর্বে article বসে না।যেমনঃ Inc: I go to the college. corr: I go to college. কিন্ত স্থানগুলোতে অন্য উদ্দেশ্যে যাওয়া বুঝালে article বসে। যেমনঃ Inc: I went to hospital to see my ailing friend . Corr: I went to the hospital to see my ailing friend. 7. নিজের father, mother, sister, brother, uncle, aunt, baby, cook, nurse, ইত্যাদি পূর্বে article বসে না।যেমনঃ Inc: The father will come home tomorrow. Corr: Father will come home tomorrow.

পিঁপড়া ইংরেজি ant.....• সবচেয়ে বড় সাইজের ant কে আমরা কি বলি ?" Elephant "• সবচেয়ে মেধাবী ant কে আমরা কি নামে ডাকি ?"...
14/04/2021

পিঁপড়া ইংরেজি ant.....• সবচেয়ে বড় সাইজের ant কে আমরা কি বলি ?
" Elephant "• সবচেয়ে মেধাবী ant কে আমরা কি নামে ডাকি ?
" Brilliant "• স্থায়ী ভাবে যে ant আপনার বাসায় থাকে, তাকে কি নামে ডাকেন ?
" Permanant "• যে ant সুন্দর পোষাক পড়ে থাকে তার নাম কি ?
" Elegant "• টাকা পয়সার হিসাব রাখে যে ant ?
" Accountant "• Ant কে সুস্থ করার জন্য যে ওষুধ ?
" Antibiotic "• যে ant এর বয়স ১০০ বছরের বেশী ?
" Antique "• Ant এর টুকরো ?
" Remnants"• জমাট বাধা ant ?
" Coagulants "• ট্রাফিক নিয়ন্ত্রণ করে যে ant ?
" Sergeant "• দেশের ভিতর বিদেশী ant
" Immigrant "• মা হতে চলেছে যে ant ?
" Pregnant "• Ant এর বাচ্চা ?
" Infant "• পরনির্ভরশীল ant ?
" Dependant "• আপনাকে খুব জ্বালাতন করে যে ant ?
" Irritant "• জোড়া বেধে চলে যে ant ?
" Concomitant "• আপনার সাহায্যকারী ant
" Assistant "• খুবই গুরুত্বপূর্ণ যে ant ?
" Important "• সেনাবাহিনীতে চাকরী করে যে ant ?
" Lieutenant "• নিজের স্বাধীনতার ব্যাপারে সচেতন যে ant ?
" Independant "• Ant এর খাবার বিক্রি হয় যেখানে ?
" Restaurant "• তাই প্রতিদিন ভাতের সাথে Ant খেলে আপনি সুস্থ থাকবেন, কারন তখন আপনার শরীরে থাকবে অনেক
" Antibody ".

Happy learning

11/04/2021

Day-2

hand writing

Topics :Conjunction

১.যেসব Conjunction/Transitional adverb বাক্যে ব্যবহার করা হয় অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য সেগুলো উদাহরণসহ নিম্নরূপঃ

Too
Besides
Finally
Last
Then
Further
Also
Additionally
and,
as well as,
not only…but also
Either...or
Neither...Nor
Both...and
Whether...or
As....as
Similarity
By the by
By the way

Transitional adverb:
moreover,
in addition
furthermore
again,
what’s more,
besides,
equally important,

Example Sentence;
1.In addition to/In addition
© In addition to French, she speaks Spanish.
©In addition fruit, you should eat meat.
©Regular physical exercise helps you burn those unwanted calories. In addition, it relieves stress.

2.Too
Too is an adverb. It means “overly” or “also”.
Example Sentence;
©This notebook is too expensive for me.

3.Besides
Besides is an adverb. It means “as well” or “in addition”.
Example Sentence;
©What do you like besides the apple?
©My father is nice to everyone besides me.
©Besides being a colleague, he is my best friend.

4.Finally
Finally is an adverb. It means “at last”, “eventually”. It introduces a final point.
Example Sentence;
©The bus finally arrived.
©The news finally reached my father this afternoon.

5.Last
Last means “most recent in time”, “finally”.
Example Sentence;
©Mary arrived last.

6.Then
Then means “after”, “also”, “besides”.
Example Sentence;
©My sister was very happy then.
©Talk to Samuel and then come back

7.Further
Further is an adverb. It means “also”, “additionally”, “besides”.
Example Sentence;
©He is very clever, further, his father is very rich.
©I like play football. Further, I like play basketball.

8.Also
Also means “too”, “additionally”, “besides”.
Example Sentence;
©She speaks Spanish and also speaks English.
©This question is also difficult.

9.Additionally
Additionally means “too”, “also”, “besides”.
Example Sentence;
©This restaurant will provide several free options,
©additionally, special foods can be purchased.
©Additionally, I am very tired now.

10.and
And means "add something"
Example Sentence;
©We have got a car and a bike.

11.as well as
It's means like "and" but place in different position in clause.
Example sentence:
©We have got a car as well as a bike.

Also, as well and too এর অর্থ প্রায় একই রকম। কিন্তু,Clause তারা একই যায়গায় না বসে ভিন্ন যায়গায় বসে।

Example sentence:
1.He not only smokes; he also drinks.
2.He not only smokes; he drinks as well.
3.He not only smokes; he drinks, too.

12. not only....but also
It means "শুধু এটি নয়,ঔটি ও"
Example sentences;
©We have got not only a bike but also a car.

13.Moreover
It means"অধিকিন্তু"
Example Sentence;
©Smoking makes you smell bad. Moreover, there is now clear evidence that it causes cancer.

13.furthermore
It means "besides/পাশাপাশি"
©Mr. Rai has earned the respect of laborers everywhere. Furthermore, they know they can trust him.

14.what's more
It means "extra/অতিরিক্ত"
Example sentences;
©Smoking is dangerous. What’s more, it makes you smell bad.

More Examples;
15.either . . . or( এটি অথবা ঔটি)
©You either do your work or prepare for a trip to the office. (Either do, or prepare)

16.neither . . . nor (এটি নয় তো ওটি)
©Neither the basketball team nor the football team is doing well.

17.both . . . and
©Both the cross country team and the swimming team are doing well.

18.whether . . . or
©You must decide whether you stay or you go. (It’s up to you)
©Whether you stay or you go, the film must start at 8 pm. (It’s not up to you)

19.just as . . . so
©Just as many Americans love basketball, so many Canadians love ice hockey.

20.as much . . . as
©Football is as much an addiction as it is a sport.

21.no sooner . . . than
©No sooner had we reached the auditorium than the singer started singing.
(আমরা মিলনায়তনে পৌঁছতে না পৌঁছতেই গায়কটি গান গাইতে শুরু করলো।)

22.rather . . . than
©I would rather swim than surf.

23.as . . . as
©Football is as fast as hockey is fast

*বাক্যে কারণ নির্দেশ করতে যেসব Conjunction ব্যবহৃত হয়।
Since,
for
because/because of
Why
As
So

1. for.
It means "জন্য"
Example sentences;
©I was tired after my journey, for I had been driving non-stop for twelve hours.

Notes:
যদিও ‘for’ is grammatically correct in the sentence given above, it is rarely used. We are more likely to express the same idea using the subordinating conjunctions because, since or as.

©I was tired after my journey because I had been driving non-stop for twelve hours.

OR

©As / since I had been driving non-stop for twelve hours, I was tired after my journey.

More examples are given below;

©They postponed the meeting because the chairman was ill.

©As / since the chairman was ill, they postponed the meeting.

2.because/because of/due to/so
Example sentences;
©I decided to take a break,because I felt tired.
©We were late because it rained
©Because I was ill for several months, I lost my job.
©It is raining again, so we will have to cancel the picnic.
©The match was cancelled due to / because of bad weather.

Note:Because of এর পর phrase এবং because এর পর clause বসে।

Address

Nageshwari, Kurigram
Dhaka

Telephone

01928933789

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Adda - ইংলিশ আড্ডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to English Adda - ইংলিশ আড্ডা:

Share

Category