28/02/2018
https://m.youtube.com/watch?feature=share&v=AfNAqSU0k6o
#সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্য অনুরোধ করছি #
'বাবর' (পুরো নাম জহিরউদ্দিন মুহাম্মদ বাবর)
পিতা-মরহুম মোহাম্মদ হোসেন আহাম্মদ।
জন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর রামগড়।।
দূরারোগ্য এক রোগ হয়েছে তার। সংক্ষেপে রোগটাকে বলা হয় MND। মানে Moto neoro disease. এটি খুব Rare একটি Disease। সারা বাংলাদেশে MND রোগী আছে হাতে গোনা সাত জন। পৃথিবীতে MND রোগীর সংখ্যা খুব অল্প।
(উল্লেখ্য, স্টিফেন হকিংন্স বর্তমানে MND রোগে আক্রান্ত।)
এই রোগে মানুষের শরীরের সেলগুলো ধীরে ধীরে মরে যায়। একটা পর্যায়ে রোগী বিছানায় পড়ে যায় এবং কয়েক বছরের মধ্যে মারা যায়। MND’র কোন চিকিৎসা নেই।
এখনো পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি।
MND’র কোন চিকিৎসা না থাকলেও রোগের প্রথমিক পর্যায়ে এক ধরনের থেরাপির সুযোগ আছে। যে থেরাপির ফলে রোগীর মরতে বসা সেলগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব।
বাবর মানসিকভাবে শক্ত।
বাবর হাসতে হাসতে বলে,
“ আমার এই রোগটা খুব Rare।
আমাকে নিয়ে ডাক্তাররা গবেষণা করে যদি কোন উপকার পায় তাহলে আমি ডাক্তারদের সেই সুযোগটা দিতে চাই!'
বাবর শক্ত মনের মানুষ। বাবরের আশেপাশে আরো কিছু শক্ত মনের মানুষ আছে। তারা এত সহজে বাবরকে হারতে দিতে চায়না। সামনে পথ Steam cell Therapy । এই থেরাপী ভারতের চেয়ে চীনে বেশি সহজলভ্য এবং খরচ কম।
বাবরকে চায়নাতে নিয়ে এই থেরাপী দেওয়ার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন!
বাবরের বাবা মারা গেছে ২০১৫ সালে। একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম কর্তাপ্রধান যখন অনুপস্থিত থাকে তখন সে পরিবারের আর্থিক অবস্থা কেমন থাকে তা বর্ণনার প্রয়োজন পড়েনা!
আমাদের কাছে আছে ৯০ হাজার টাকা।
(আরো দরকার প্রায় ১৪ লক্ষ ১০ হাজার টাকা!)
সবার সহযোগিতা পেলে এটা খুব কঠিন কোন কাজ হবে না।
বাবরের শিক্ষা জীবন -
দাখিল -রামগড় গনিয়াতুল উলুম মডেল ফাজিল মাদ্রাসা (২০০৮)।
ডিপ্লোমা -জোরারগঞ্জ টেক্সটাইল (২০১২)।
বি এস সি- গ্রিণ ইউনিভার্সিটি (২০১৭)।
সাহায্য পাঠাতে যোগাযোগ:
রায়হান- +8801823256384
জিতু-+8801794204499
সোহাগ-+8801777693388
বিকাশ-01823256384 (পার্সোনাল)
রকেট-018232563845
ব্যাংক একাউন্ট- ৫৪২২১০০০০৭২৩৬ (সঞ্চয়ী হিসাব)
মোহাম্মদ রায়হান।
সোনালী ব্যাংক, রামগড় শাখা।।
একজন স্বপ্নবাজ তরুণের বাঁচার আকুতি|ফেনী জেলার সোনগাজী উপজেলার ওলামা বাজার এলাকার জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিশ.....