Student Ways

Student Ways ১৯৫০ সালে ষ্টুডেন্ট ওয়েজ এর জন্ম। প্রতিষ্ঠা করেন আলহাজ্জ মো: হাবিবউল্লাহ ।
(1)

১৯৫০ সালে ষ্টুডেন্ট ওয়েজ এর জন্ম। প্রতিষ্ঠা করেন আলহাজ্জ মো: হাবিবউল্লাহ । সেই থেকে আজ প্রকাশনার ছয় দশকে ষ্টুডেন্ট ওয়েজ । বাংলাদেশে সৃজনশীল গ্রন্থ প্রকাশনা জগতে যে যাত্রা শুরু করে অদ্যবধী তা এগিয়ে চলেছে পাঠকের আস্থা ও ভালবাসা অর্জনে। বাংলা সাহিত্যে সৃজনশীল প্রকাশনার উল্লেখযোগ্য অবদানের জন্য ষ্টুডেন্ট ওয়েজ আদমজী সাহিত্য পুরস্কার , দাউদ সাহিত্য পুরস্কার, ৬ই সেপ্টেম্বর পুরস্কার , ন্যাশনাল বুক সেন্ট

ার পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার , শিশু একাডেমী পুরস্কার ও অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস‹ার লাভ করেছে । ষ্টুডেন্ট ওয়েজ প্রতি বছর দেশে বিদেশে বই মেলায়ও অংশগ্রহন করে আসছে ।

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন আনোয়ার পাশা। তাঁর বইগুলি পড়লে বোঝা যায় কেমন স্বচ্ছ ও আপোষহীন ছিল তাঁর দৃষ্টিভঙ্গি।...
28/05/2024

শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন আনোয়ার পাশা। তাঁর বইগুলি পড়লে বোঝা যায় কেমন স্বচ্ছ ও আপোষহীন ছিল তাঁর দৃষ্টিভঙ্গি। বিভিন্ন স্বাদের লেখা তিনি পাঠককে উপহার দিয়েছেন এবং ক্রমাগত লিখেছেন যা ক্রমেই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। লেখকের বিভিন্ন প্রবন্ধসমূহ এই প্রথম বই আকারে প্রকাশিত হলো। আশাকরি পাঠক সমাজ লেখাগুলো পড়ে বৈচিত্রময় স্বাদ অনুভব করবেন।

দেশ স্বাধীন হবার দু'দিন আগে তাঁকে চলে যেতে হয়েছে অনেক না করা কাজ ফেলে রেখে। তাঁর লেখালেখি পড়লে বুঝতে কোনো অসুবিধা থাকে না তাঁর শাহাদাতে আমাদের সাহিত্যে ও সংস্কৃতি জীবনের যে ৰতি হয়েছে তাকে কেন অপূরণীয় বলতে হয়। তাঁর স্মৃতির প্রতি রইলো গভীর শ্রদ্ধা।

'সাহিত্যশিল্পী আবুল ফজল' এটি শুধু আবুল ফজলের নিছক জীবনী কিংবা নিছক পেশাদারী সমালোচনা-গ্রন্থ হয়নি; হয়ে উঠেছে ফজল সাহেবের ...
26/05/2024

'সাহিত্যশিল্পী আবুল ফজল' এটি শুধু আবুল ফজলের নিছক জীবনী কিংবা নিছক পেশাদারী সমালোচনা-গ্রন্থ হয়নি; হয়ে উঠেছে ফজল সাহেবের লেখায় তাঁর সমাজ, রাষ্ট্র ও ধর্মচেতনার, এক কথায়, ঢাকার এককালীন 'মুক্তবুদ্ধি আন্দোলনের' মৌল সদস্য ও চিরপ্রবক্তা আবুল ফজলের মানস-লোক ও মননশীলতার একখানি ভালো ছবি। কোন জীবিত সাহিত্যকর্মেরও পূর্ণাঙ্গ পরিচয় নেই; তবে তাঁর সাহিত্য-কর্মের একটি মৌলিক ও প্রামাণ্য পরিচয় রয়েছে যদিও তা পূর্ণাঙ্গ নয়। ভবিষ্যতে যাঁরা একাজে হাত দেবেন, এ বই তাঁদেরকে পথ দেখাবে।

আনোয়ার পাশার আরেকটি বিশেষ উল্লেখ করবার মতো বই, 'সাহিত্যশিল্পী আবুল ফজল'। লেখক- সমালোচক মহলে সাধারণতঃ মনে করা হয়ে থাকে, জীবিত লেখক সম্পর্কে কিছু লেখা দুরূহ কর্ম। কথাটা বহুলাংশে সত্যি। অনোয়ার পাশা সেই দুরূহ কর্মে ব্রতী হয়েছিলেন। 'সাহিত্যশিল্পী আবুল ফজল' পাঠ করে সানন্দে আমরা লক্ষ্য করেছি, তিনি যে শুধুমাত্র দুঃসাহসের পরিচয় দিয়েছেন তা নয়, কঠিন সে সাধনায় সিদ্ধিও তাঁর করায়ত্ত হয়েছে।

প্রথমত: বলা দরকার, এ গ্রন্থ নিছকই জীবনী আলোচনামূলক নয়, কিংবা আবুল ফজলের সাহিত্যকর্ম বিশ্লেষণেও এ গ্রন্থ সীমায়িত নয়। এককালের বাঙালী মুসলমানের সাহিত্য আন্দোলন, তৎকালীন মুসলিম মানসের দ্বিধাদ্বন্দ্বের, বিদ্রোহের ও প্রতিক্রিয়ার পরিচিতি গ্রন্থটির মূল্যবান সম্পদ। দ্বিতীয়ত; বিগত কয়েক বছরে আমাদের সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলনে আবুল ফজল নির্ভীক নেতৃত্ব দান করেন-একথা সবারই জানা; আজ তিনি আমাদের কাছে একজন ব্যক্তি বিশেষ মাত্র নন, তাঁকে বাংলাদেশের জ্যেষ্ঠ সাহিত্যশিল্পী বললেও সবটা বলা হয় না, তিনি ছিলেন আমাদের সে সংগ্রামের অন্যতম প্রেরণা-উৎস। সর্বপ্রকার সংস্কার-বিরোধিতা, বুদ্ধির মুক্তি, মানুষের প্রতি শ্রদ্ধা এবং সর্বোপরি, স্বাজাত্য অভিমান ও বাংলা ভাষা সাহিত্য, বাঙালি সংস্কৃতির প্রতি মমত্ব-এই সকল ক্ষেত্রে শিল্পীর আত্মীয়তা আমরা লক্ষ্য করতে পারি।

24/05/2024
আজ বাংলা সাহিত্যের বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের ২৬তম প্রয়াণবার্ষিকী এবং বিশিষ্ট গবেষক-প্রাবন্ধিক জাতীয় অধ্যাপক আনিসুজ...
13/05/2024

আজ বাংলা সাহিত্যের বরেণ্য কথাশিল্পী শওকত ওসমানের ২৬তম প্রয়াণবার্ষিকী এবং বিশিষ্ট গবেষক-প্রাবন্ধিক জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের চতুর্থ প্রয়াণবার্ষিকীতে স্টুডেন্ট ওয়েজ-এর সশ্রদ্ধ স্মরণ

আজ কবি, কথাশিল্পী, নাট্যজন আলাউদ্দিন আল আজাদের জন্মদিন। তাঁর প্রতি স্টুডেন্ট ওয়েজ-এর বিনম্র শ্রদ্ধা
05/05/2024

আজ কবি, কথাশিল্পী, নাট্যজন আলাউদ্দিন আল আজাদের জন্মদিন। তাঁর প্রতি স্টুডেন্ট ওয়েজ-এর বিনম্র শ্রদ্ধা

আজ 'একাত্তরের দিনগুলি''র অসামান্য স্রষ্টা, বরেণ্য লেখক-অনুবাদক-শিশুসাহিত্যিক শহিদ জননী জাহানারা ইমামের জন্মদিনে স্টুডেন্...
02/05/2024

আজ 'একাত্তরের দিনগুলি''র অসামান্য স্রষ্টা, বরেণ্য লেখক-অনুবাদক-শিশুসাহিত্যিক শহিদ জননী জাহানারা ইমামের জন্মদিনে স্টুডেন্ট ওয়েজ-এর বিনম্র শ্রদ্ধা

আজ ১লা মে বরেণ্য প্রাবন্ধিক -অনুবাদক-দার্শনিক, প্রয়াত জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের ৯৯-তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃত...
30/04/2024

আজ ১লা মে বরেণ্য প্রাবন্ধিক -অনুবাদক-দার্শনিক, প্রয়াত জাতীয় অধ্যাপক সরদার ফজলুল করিমের ৯৯-তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি স্টুডেন্ট ওয়েজের বিনম্র শ্রদ্ধা

প্রাচীন গ্রীক সাহিত্য একদিকে যেমন চমকপ্রদ ও বিস্ময়কর, অপরদিকে তেমনি বিপুল বৈভবের অধিকারী। নাটক রচনায় গ্রীক নাট্যকাররা প্...
25/04/2024

প্রাচীন গ্রীক সাহিত্য একদিকে যেমন চমকপ্রদ ও বিস্ময়কর, অপরদিকে তেমনি বিপুল বৈভবের অধিকারী। নাটক রচনায় গ্রীক নাট্যকাররা প্রতিভার স্বাক্ষর রেখেছেন। রচনার নৈপুণ্যে হয়েছেন চিরভাস্বর। বৈশিষ্ট্যমণ্ডিত ধারা সৃষ্টির জন্য হয়েছেন শ্রেষ্ঠত্বের দাবিদার। তাদেরই কয়েকজন ট্র্যাজেডি রচয়িতার নাটকের বিষয়বস্তু, তাদের ভাবনার বৈশিষ্ট্য, তাদের অনন্যসাধারণ নৈপুণ্যের নৈবেদ্য নিয়ে প্রফেসর মোবাশ্বের আলী উপস্থাপন করেছেন 'গ্রীক ট্র্যাজেডি'।

আবেগ ও যুক্তি, তথ্য ও তত্ত্ব ইতিহাস এবং দর্শন সম্পৃক্ত রচনায় সাহিত্যের শৈল্পিক নিদর্শন 'গ্রীক ট্র্যাজেডি'র রচনা করতে গিয়ে লেখক কেবল ট্র্যাজেডির মধ্যে আবদ্ধ থাকেননি-গ্রীসের ইতিহাস ও ঐতিহ্য, সমাজ ও রাজনীতি এমনকি দর্শনের নিগূঢ় তত্ত্বেও তাঁর স্বচ্ছন্দ বিচরণ। ট্র্যাজেডির উপর আলোচনা করতে গিয়ে তাঁর এই প্রবন্ধ সম্ভার পরিণত হয়েছে বিশাল এক জ্ঞানকোষে।

World Book Day is celebrated every year on April 23. UNESCO undertakes the responsibility of the event. With the help of...
22/04/2024

World Book Day is celebrated every year on April 23. UNESCO undertakes the responsibility of the event. With the help of the event, UNESCO aims to inculcate reading habits among people, especially the youth and highlight the various issues surrounding authors, publishers and other related parties. Since Copyright is a big issue in the world of books and writing, there is always a focus on the issue on the World Book Day.

That's why, in many parts of the world, this day is also known as the World Book and Copyright Day

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ।শুভ নববর্ষ
13/04/2024

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
শুভ নববর্ষ

'স্টুডেন্ট ওয়েজ' এর পাঠকপ্রিয়, মননশীল প্রকাশনা মোবাশ্বের আলীর 'বিশ্বসাহিত্য'।বই পড়ুন,নিজেকে দীপিত করুন।
03/04/2024

'স্টুডেন্ট ওয়েজ' এর পাঠকপ্রিয়, মননশীল প্রকাশনা মোবাশ্বের আলীর 'বিশ্বসাহিত্য'।

বই পড়ুন,
নিজেকে দীপিত করুন।

আজ খ্যাতিমান ছড়াকার, শিশুসাহিত্যিক  লুৎফর রহমান রিটনের শুভ জন্মদিন। স্টুডেন্ট ওয়েজ পরিবারের পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা। শ...
31/03/2024

আজ খ্যাতিমান ছড়াকার, শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটনের শুভ জন্মদিন।

স্টুডেন্ট ওয়েজ পরিবারের পক্ষ থেকে অগণিত শুভেচ্ছা।

শুভ জন্মদিন

এমন একটি বই-বিশেষকরে একটি জীবনী-যেটির লেখক, মধ্যযুগীয় বিষয়গুলোর ওস্তাদ কারিগরের মতো, এটিকে ফুটিয়ে তুলেছেন, যেমনভাবে ব্যা...
26/03/2024

এমন একটি বই-বিশেষকরে একটি জীবনী-যেটির লেখক, মধ্যযুগীয় বিষয়গুলোর ওস্তাদ কারিগরের মতো, এটিকে ফুটিয়ে তুলেছেন, যেমনভাবে ব্যাপারগুলো ঘটেছিল তেমনিভাবে, সে কাজের মধ্যে নিজের লেখকসত্ত্বা উপস্থিত না রেখেই, যে কাজ উপরন্তু তাঁর অনবদ্য পা-িত্য ও বৃত্তান্ত-বর্ণনার খুব উল্লেখযোগ্য দক্ষতার সাক্ষ্য দেয়, এমন একটি বই আমাদের যুগে পড়তে পারা এক অসামান্য বিরল অভিজ্ঞতা। বর্ণনা সত্য হওয়া সত্ত্বেও যদি মেনে নিতে দ্বিধা-দ্বন্দ্ব হয়, অথবা এটাকে অসম্ভব রকম সাহিত্যিক কৌশল বলেও মনে হয়, ডক্টর মার্টিন লিংস অধিকন্তু তা সব প্রাথমিক যুগের ঐতিহ্যবাহী আরবী বিবরণগুলো থেকে অর্জনের মাধ্যমেই ইসলামের নবী’র দীর্ঘ প্রতীক্ষিত জীবনীতে সংযোজন করেছেন। এ বিষয়ে ইংরেজীতে অথবা অন্য কোনো ইউরোপীয় ভাষায় অতিদূর থেকেও তুলনাযোগ্য আরকোনো কাজ বর্তমান নেই।

- স্ট্যাডিজ ইন কম্পারেটিভ রিলিজিয়ন

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
25/03/2024

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

অমর একুশে বইমেলা চট্টগ্রাম ২০২৪৯ ফেব্রুয়ারি - ২ মার্চ ২০২৪প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯...
21/02/2024

অমর একুশে বইমেলা চট্টগ্রাম ২০২৪

৯ ফেব্রুয়ারি - ২ মার্চ ২০২৪
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

স্থান
সিআরবি শিরীষতলা প্রাঙ্গণ

স্টল নং ১১০

অমর একুশে বইমেলা চট্টগ্রাম ২০২৪৯ ফেব্রুয়ারি - ২ মার্চ ২০২৪প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯...
20/02/2024

অমর একুশে বইমেলা চট্টগ্রাম ২০২৪

৯ ফেব্রুয়ারি - ২ মার্চ ২০২৪
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত

স্থান
সিআরবি শিরীষতলা প্রাঙ্গণ

স্টল নং ১১০

বিদেশী জটিল ভাষায় লিখিত নির্দিষ্ট অর্থবোধক ডাক্তারী শব্দ পরিভাষাসমূহ আমাদের ছাত্র ও পাঠকদের সাহায্য করে না। কখনও শব্দসমূ...
20/02/2024

বিদেশী জটিল ভাষায় লিখিত নির্দিষ্ট অর্থবোধক ডাক্তারী শব্দ পরিভাষাসমূহ আমাদের ছাত্র ও পাঠকদের সাহায্য করে না। কখনও শব্দসমূহের সঠিক অর্থের স্থলে অন্য অর্থ গ্রহণ করা হয় এবং বিভিন্ন অর্থবোধক শব্দসমূহকে মিশিয়ে ফেলা হয়। না বুঝে পাঠককে তখন অনেক বিষয় মুখস্থ করতে হয়। ফলে ইহাদের সঠিক তাৎপর্য উপলব্ধি করা সহজ হয় না।

রোগীর এক বা একাধিক লক্ষণের মধ্যে প্রধান লক্ষণটিকে বেঁছে নিয়ে তা যতগুলো রোগ থেকে দেখা দিতে পারে- এমন সকল রোগগুলি একত্রে বর্ণনা করা হয়েছে। এই ক্লিনিক্যাল পদ্ধতি এই পুস্তকসমূহের একটি বিশিষ্ট দিক যা দিয়ে নির্দিষ্ট রোগটি নির্ণয় করা সহজ হয়েছে। যে সকল ক্ষেত্রে রোগ নির্ণয় করার জন্য রক্ত, মল-মূত্র ইত্যাদি পরীক্ষা করা অপরিহার্য ঐ সকল ক্ষেত্রে ইহাদের বিস্তারিত বিবরণ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রতিটি রোগের জন্য অদ্যাবধি আবিষ্কৃত ঔষধপত্র সমন্বিত বিস্তারিত চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

তিন খন্ডের এই পুস্তক সমূহে ব্যবহৃত ঔষধগুলি এক স্থানে শ্রেণীবদ্ধ করে ইহাদের প্রয়োগক্ষেত্র সমূহের বর্ণনা, কি ঔষধ কোন মাত্রায় কিভাবে ব্যাবহার করবেন তার বর্ণনাও দেওয়া হয়েছে। পাঠককে জানতে হবে কোন ব্যাধিতে কোথায় গেলে কি সাহায্য পাওয়া যাবে, চিকিৎসা শাস্ত্রে মডার্ণ মেডিসিন-এর তিন খন্ড বইয়ে এ সম্বন্ধে কিছু তথ্য সন্নিবেশিত হয়েছে।
এই তিন খন্ড বই পাঠ শেষে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং উপজেলা ও ইউনিয়ন সাব-সেন্টার পর্যায়ে তথা গ্রামে গ্রামে যে সকল সাধারণ চিকিৎসা সেবক রয়েছেন তারা সযতেœ রোগের অভিযোগ ও লক্ষণ পর্যবেক্ষণ করার পর রোগী পরীক্ষা করে সম্ভাব্য রোগটি কি তা স্পষ্ট বুঝতে সমর্থ হবেন এবং চিকিৎসা ব্যাবস্থাপনা করতে সক্ষম হবেন।

অনেকগুলো প্রবন্ধের সমন্বয় হয়েছে এখানে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অন্নদ...
15/02/2024

অনেকগুলো প্রবন্ধের সমন্বয় হয়েছে এখানে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, অন্নদাশঙ্কর রায়, আবু জাফর ওবায়দুল্লাহ, শওকত ওসমান, জসীম উদদীন, সৈয়দ মুজতবা আলী, মুহাম্মদ নুরুল হুদা প্রমুখ লেখকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়েছে এ গ্রন্থে। এ গ্রন্থের প্রবন্ধগুলো বিভিন্ন সময় বিভিন্ন জার্নালে, পত্রিকায়, গ্রন্থে প্রকাশ হয়েছে। সে সব প্রবন্ধকে এক মলাটে করলাম আরকি। প্রন্ধগুলো সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক ও ছাত্রদের কুব কাজে লাগবে আশা করি।

রম্য গল্পের মোড়কে সমাজের নিখুঁত বয়ান। প্রতিটি গল্প পাঠ করে পাঠক আমোদিত হবেন। সেই সাথে পাল্টে যাবে তাঁর বোধ। তিনি মুখোমুখ...
14/02/2024

রম্য গল্পের মোড়কে সমাজের নিখুঁত বয়ান। প্রতিটি গল্প পাঠ করে পাঠক আমোদিত হবেন। সেই সাথে পাল্টে যাবে তাঁর বোধ। তিনি মুখোমুখি হবেন অনেক অপ্রিয় সত্যের। অলক্ষ্যেই তিনি হয়ে উঠবেন সমাজ পরিবর্তনের আলোকিত মানুষ। রম্য কুড়াতে যেয়ে এ অমূল্য সঞ্চয় হবে তাঁর সমস্ত জীবনের পাথেয়।

“শীতের ভোরবেলাটা অনেক সুন্দর, তাই না ? ভোরের শিশির মাঠের ঘাসে হালকা রোদে ... দেখো, কি সুন্দর ঝলমলিয়ে হাসছে! এক কাপ গরম ...
13/02/2024

“শীতের ভোরবেলাটা অনেক সুন্দর, তাই না ? ভোরের শিশির মাঠের ঘাসে হালকা রোদে ... দেখো, কি সুন্দর ঝলমলিয়ে হাসছে! এক কাপ গরম চা দিয়ে আমার দিন শুরু হয়। হয়তো বা তোমারও তাই। সবকিছু এখন অনেক অজানা। তুমিই বলতে পারবে ... তোমার সকালটা কিভাবে শুরু হয়।

তোমার সাথে যোগাযোগের অনেক মাধ্যম ছিলো, কিন্তু তবুও কেন জানি আজ তোমাকে আমার চিঠি লিখতে ইচ্ছে করছে। চলে যেতে ইচ্ছে করছে সেই দিনগুলোতো, যেখানে সময় পার হতো একজন আরেকজনের চিঠি পড়ে। একবার নয়, দুইবার নয়, অগণিতবার চিঠিগুলো হাতে নিয়ে রীতিমতো মুখস্থ করে ফেলতাম। আজ এতো বছর পরে আবারও তোমার চিঠির অপেক্ষায় থাকতে ইচ্ছে করছে”।

তাকে বলার আমার আরও অনেক কথা ছিলো। আমার মনের তেমন কিছু কথা আমি এই ৯৯ চিঠিতে প্রকাশ করেছি। যারা এখনো চিঠি পড়তে এবং লিখতে পছন্দ করেন, এই বইটি তাদের জন্য।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সঙ্গে পৃথিবীর গুটিকয় মানুষের তুলনা চলে। তিনি নিম্নমধ্যবিত্ত মা—বাবার সতেরতম সšতান। স্কুল পর্যায়...
05/02/2024

বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সঙ্গে পৃথিবীর গুটিকয় মানুষের তুলনা চলে। তিনি নিম্নমধ্যবিত্ত মা—বাবার সতেরতম সšতান। স্কুল পর্যায়েরও আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণের সুযোগ তিনি পাননি। বিদগ্ধ পণ্ডিত ও অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক প্রমথ নাথ চৌধুরী লিখেছিলেন ‘স্বশিক্ষিত মানুষই সুশিক্ষিত মানুষ’। ফ্রাঙ্কলিন আনুষ্ঠানিক শিক্ষার কোনো শংসাপত্র অর্জন না করা সত্ত্বেও পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহের একাধিক ডি.লিট উপাধিতে ভূষিত হয়ে প্রমথ নাথ চৌধুরীর বক্তব্য প্রমাণ করেছিলেন। গবেষণাকর্ম ও উদ্ভাবনের জন্য রয়্যাল সোসাইটি স্বতঃপ্রণোদিত হয়ে হয়ে তাঁকে সোসাইটির সদস্য করেছিল। নোবেল পুরস্কার প্রবর্তনের আগে বিজ্ঞানে শ্রেষ্ঠতম পুরস্কার রয়্যাল সোসাইটির ‘কোপ্লে’ মেডেল প্রদান করেও তাঁকে সম্মানিত করেছিল।

তাঁর রচিত এই আত্মজীবনী বিগত তিনশ’ বছর আমেরিকার অন্যতম শ্রেষ্ট গ্রন্থ হিসেবে আদৃত হয়ে আসছে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একাধারে মুদ্রক, বিজ্ঞানী, রসিক ব্যক্তি, উদ্ভাবক, সম্পাদক, লেখক এবং আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কূটনীতিবিদ ছিলেন। তিনি দাসপ্রথা বিলোপে ও আমেরিকার স্বাধীনতালাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুর তিন শতক ধরে তাঁর নামে অসংখ্য প্রতিষ্ঠান, সড়ক, ডাক টিকিট সহ অনেক কিছু করা হয়েছে। এখনো আমেরিকার একশ ডলারের নোটে তাঁর ছবি ছাপা হচ্ছে। ফ্রাঙ্কলিন এই গ্রন্থে তাঁর সšতান ও তরুণদের অনুপ্রাণিত করার জন্য তাঁর অনন্য ও ঘটানাবহুল জীবনের কাহিনি অসাধারণ দক্ষতায় সরলভাবে চিত্রিত করেছেন। অদ্যাবধি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী কিশোর—তরুণ—প্রবীণদের কাছে অনুপ্রেরণাদায়ক অমূল্য আকর গ্রন্থ হিসেবে আদৃত হয়ে আসছে।

স্বোপার্জিত দক্ষতায়, নেতৃত্বের মোহনীয় কৃতিত্বে, ব্যক্তিত্বের দীপ্তিতে, সাহসে, সংগ্রামে ও ত্যাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ...
04/02/2024

স্বোপার্জিত দক্ষতায়, নেতৃত্বের মোহনীয় কৃতিত্বে, ব্যক্তিত্বের দীপ্তিতে, সাহসে, সংগ্রামে ও ত্যাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) ব্রিটিশ-বাংলার তথা ভারতীয় উপমহাদেশে অনন্য রাজনৈতিক নেতার মর্যাদায় আসীন। আধুনিক দক্ষিণ এশিয়ার ভাগ্য-নির্ধারক তিনজন নেতার একজন রূপে তিনি ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী (১৮৬৯-১৯৪৮) এবং পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ (১৮৭৬-১৯৪৮)-এর সঙ্গে তুলনীয়। ইতিহাসের বিচারে বঙ্গবন্ধু কৃতিত্বের বিশিষ্টতায় ও সাফল্যের গৌরবে শিখরস্পর্শী। পুরো উপমহাদেশ আচ্ছন্নকারী দুইটি প্রধান রাজনৈতিক দর্শনের মোকাবেলায় বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ও বিজয় নিশ্চিত করেছেন তিনি। অখ- ভারত এবং দ্বিজাতিতত্ত্ব, উভয়বিদ উগ্র সাম্প্রদায়িক-জাতীয়তাবাদী স্রােতের বিপরীতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িক চৈতন্যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন তিনি। ইতিহাসের বিভিন্ন কালপর্বে যে বাঙালি জাতি ধর্মান্ধতা ও উগ্র জাতীয়তাবাদের রক্তাক্ত স্রােতে ভেসে ক্ষত-বিভক্ত ও বিভাজিত হয়েছিল এবং ভারত ও পাকিস্তান কাঠামোর প্রান্তিক পরিসরে সামান্য একটি স্থান পেয়েছিল, সেই বাঙালিসত্তার নিজস্ব স্বদেশ-বাংলাদেশ, আত্মমর্যাদা ও আত্মপরিচিতির রূপকার বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যা এই গ্রন্থে ঐতিহাসিক-রাজনৈতিক-সমাজতাত্ত্বিক বিশ্লেষণে সপ্রমাণিত।

দার্শনিক ও মরমী  কবি ইবনে আরবি বিশ্বের মহান আধ্যাত্মিক শিক্ষকদের একজন।  মুহিদ্দীন (ধর্মের পুনরুজ্জীবনকারী) এবং শায়খ আল-...
03/02/2024

দার্শনিক ও মরমী কবি ইবনে আরবি বিশ্বের মহান আধ্যাত্মিক শিক্ষকদের একজন। মুহিদ্দীন (ধর্মের পুনরুজ্জীবনকারী) এবং শায়খ আল-আকবর (সর্বশ্রেষ্ঠ গুরু) হিসেবে পরিচিত, ইবনে আরবি ১১৬৪ খ্রিস্টাব্দে স্পেনের নিকটবর্তী আন্দালুসিয়ার মুরিশ গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ফুসুস আল-হিকামসহ ৩৫০টিরও বেশি গ্রন্থ রচনা করেন। জুডিয়াক, খ্রিস্ট এবং ইসলামী ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভাবধারাগুলোকে তুলে ধরেন এইসব গ্রন্থে। এছাড়াও, তিনি আরবি ভাষায় অসামান্য কিছু কবিতা লেখেন। তাঁর এই লেখাগুলো বিস্তৃত সত্তার ঐক্যের একটি সুন্দর প্রকাশ ঘটায়। প্রকাশ করে একক এবং অবিভাজ্য বাস্তবতা, যা পৃথিবীর সমস্ত মানবিক শক্তিগুলোকে প্রকটিত করে। ইবনে আরবির কবিতায় আমরা পাই, মানুষ কীভাবে পরিপূর্ণতায়, মানবিক বিচার-বুদ্ধিতে ও দক্ষতায় বাস্তবের এক সম্পূর্ণ প্রতিচ্ছবির মধ্য দিয়ে আত্মা এবং ঈশ্বরকে খুঁজে পায়। মরমীয়া কবি ইবনে আরবি ১২৪০ খ্রিস্টাব্দে দামেস্কে মৃত্যুবরণ করেন।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪স্টুডেন্ট ওয়েজ প্যাভিলিয়ন  ২৬আপনাকে স্বাগতম...
02/02/2024

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪

স্টুডেন্ট ওয়েজ
প্যাভিলিয়ন ২৬

আপনাকে স্বাগতম...

Address

9 Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801971157323

Alerts

Be the first to know and let us send you an email when Student Ways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Student Ways:

Videos

Share

Category