28/05/2024
শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম ছিলেন আনোয়ার পাশা। তাঁর বইগুলি পড়লে বোঝা যায় কেমন স্বচ্ছ ও আপোষহীন ছিল তাঁর দৃষ্টিভঙ্গি। বিভিন্ন স্বাদের লেখা তিনি পাঠককে উপহার দিয়েছেন এবং ক্রমাগত লিখেছেন যা ক্রমেই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। লেখকের বিভিন্ন প্রবন্ধসমূহ এই প্রথম বই আকারে প্রকাশিত হলো। আশাকরি পাঠক সমাজ লেখাগুলো পড়ে বৈচিত্রময় স্বাদ অনুভব করবেন।
দেশ স্বাধীন হবার দু'দিন আগে তাঁকে চলে যেতে হয়েছে অনেক না করা কাজ ফেলে রেখে। তাঁর লেখালেখি পড়লে বুঝতে কোনো অসুবিধা থাকে না তাঁর শাহাদাতে আমাদের সাহিত্যে ও সংস্কৃতি জীবনের যে ৰতি হয়েছে তাকে কেন অপূরণীয় বলতে হয়। তাঁর স্মৃতির প্রতি রইলো গভীর শ্রদ্ধা।