Rifat Nation

Rifat Nation Rifat Nation is a unique channel. which provides Reviews And Vlogs.

22/11/2024

সীতাকুন্ড চন্দ্রিমা পাহাড়

12/11/2024

শেরপুর জেলার ইতিহাসে বিরল ঘটনা_
নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে বাসা থেকে বের হয় সুমন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মেয়েই তার অন্য এক বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে দুইজন মিলে হ** ত্যা করে সুমনকে, আজ ৮ দিন পর সুমনের ম. *রদে. *হ মেয়ের দ্বিতীয় বয়ফ্রেন্ডের বাসার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়৷ মিন্নির থেকে কম না এই আন্নি৷

আল্লাহ তায়া’লা সুমনকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক৷ আর আন্নি সহ বাকিদের কঠিন শাস্তি দাবী করছি৷

23/11/2023

❝হে ঈমানদারগণ! তোমরা ইয়াহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ্ যালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না।❞

- (সূরা আল-মায়েদা : ৫১)।

20/11/2023

গা*লি দেয়াকে বর্তমান তরুণ প্রজন্ম একটা আর্ট মনে করেন। এই গা*লির ভেতরে কুরুচিপূর্ণ শব্দের সাথে জুড়ে দেয়া হয় মা বোন নানী বা বাবা দাদাদের।

আর এসব ব্যাপারে কেউ কোনো প্রতিবাদ ও করে না। বন্ধু বন্ধুকে বিশ্রী ভাষায় গা*লি না দিলে নাকি ক্লোজ বন্ধু হওয়া যায় না। তাছাড়া ভিজ্যুয়াল থেকে ভার্চুয়াল সব জায়গায় গা*লি দেয়াকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে বর্তমান প্রজন্ম।

আসলে এই ট্রেন্ড তরুণদের মস্তিষ্ককে দিন দিন অসুস্থ করে তুলছে।

সংগৃহীত

59+69=128tk'r  Daraz er mystry Box এ পাওয়া সেন্ডেলকিভাবে ব্যবহার করবো একটু বুদ্ধি দেন প্লিজ।
18/11/2023

59+69=128tk'r Daraz er mystry Box এ পাওয়া সেন্ডেল

কিভাবে ব্যবহার করবো একটু বুদ্ধি দেন প্লিজ।

18/11/2023

আজকে মসজিদে হুজুর সুন্দর একটা কথা বলসে। বলছে!

আপনি একটা কু"কুরকে খাওয়াইলে মানুষকে খাওয়ানোর থেকে কম সওয়াব পাবেন না। উলটা বেশিই সওয়াব পাবেন। আপনার পাঁচ টাকা দামের একটা বনরুটি খেয়ে কু"কুরটা যদি দোয়া করে যে আল্লাহ এই বান্দা আমারে খাওয়াইলো, এরে মাফ করে দাও। পীরের দোয়া কবুল না-ও হইতে পারে, ওলির দোয়া কবুল না-ও হইতে পারে কিন্তু এই কু"কুর (বো' বা প্রাণী অর্থে) বলতে দেরী কিন্তু তার দোয়া কবুল হইতে দেরী হবে না!❤️

-- সংগৃহীত

17/11/2023

ইয়া আরহামার রাহী মিন 🖤🌸

Address

Dhaka
1630

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Nation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Nation:

Videos

Share

Nearby media companies