Mega It Farm

Mega It Farm DIGITAL MARKETER BY
MOBIN AHMED (01721827317)

07/04/2024

জানিনা আগামী রমজানে বেঁচে থাকবো কিনা ? তবে রমজানের উছিলায় আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন।🤲

ঢাকা শহরের কিছু এলাকার কয়েকটা বাড়ির মানবতার প্রাচীরের দৃশ্য!এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে যাক! #মানবতা
20/02/2024

ঢাকা শহরের কিছু এলাকার কয়েকটা বাড়ির মানবতার প্রাচীরের দৃশ্য!

এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে যাক!
#মানবতা

04/02/2024

এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবসায়িক বৃদ্ধির জন্য কার্যকর উপায়ে ব্যবহৃত হতে পারে। ইনস্টাগ্রামে চিত্র, ফেসবুকে বিজ্ঞানপ্রিয়তা, এবং টুইটারে সংক্ষেপে এবং স্বভাবে আপনার নিজস্ব ধারণা দেওয়ার জন্য আপনি আপনার কন্টেন্টগুলি এই প্ল্যাটফর্মগুলির জন্য অনুপ্রযোগী হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও, প্রবন্ধ এবং ইভেন্ট নোটিশগুলি সহ প্রতি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার জন্য পর্যাপ্ত হতে পারে।আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সঠিক সমাধানের জন্য যোগাযোগ করুন.....

Contact Line................................
Phone Number : 01721827317

#ডিজিটালমার্কেটিং #বিশেষজ্ঞ

1 সপ্তাহে শিখেই Freelance Marketplace গুলোতে Service দেওয়া যায় এমন কিছু Skill এর List করে দিচ্ছি।💬 নোট: এগুলো সহজ কিন্...
02/02/2024

1 সপ্তাহে শিখেই Freelance Marketplace গুলোতে Service দেওয়া যায় এমন কিছু Skill এর List করে দিচ্ছি।
💬 নোট: এগুলো সহজ কিন্তু Long Term Service দেওয়া যায়। আর Skill বাড়লেও Future এ Growth Opportunity থাকে।

1️⃣ 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗠𝗘𝗗𝗜𝗔 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗠𝗘𝗡𝗧📱
যেকোনো Business এর ক্ষেত্রেই Social Media Manager অনেক Value add করে। Day to day Business Operation এ এটা একটা বড় Pain Point Client দের জন্য।

💰SMM Virtual Assistant এর minimum hourly rate হলো 5$/hour, মনে সপ্তাহে 20 ঘণ্টা (দিনে 4 ঘণ্টা) কাজ করলেও তাদের মাসে Minimum 400$ Salary হয়।

মজার ব্যাপার হলো এটায় একবার Client Onboard করে ফেলে, আপনি আপনার Friend বা ছোট ভাই বোন কে শিখিয়ে একসাথে আরো Client Onboard করতে পারবেন।

🧢 Mainly এই কাজ গুলো থাকে:
- Social Media Account Management
- Reply to comments
- Creating content
- Scheduling posts
- Engagements (যেমন: Comment & Chat এর Reply করা)

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Small business owner
- Entrepreneur
- Content Creator / Influencer
- Shopify Store

💣Free Tools যা Use করতে পারেন:
- Buffer ( https://buffer.com )
- Hootsuite ( www.hootsuite.com )

▫️
▫️
▫️
2️⃣ 𝗕𝗔𝗦𝗜𝗖 𝗩𝗜𝗗𝗘𝗢 𝗘𝗗𝗜𝗧𝗜𝗡𝗚 🎥
Short Form Video Content যেমন Shorts, Reels এর Demand নিয়ে আলাদা করে কিছু বলার নাই।
একজন Content Creator এর Major একটা Pain Point হলো বড় Video থেকে Shorts বা Reels বানানো।

এখন সব Business ই তাদের Long Form Video কে Short Form এ Convert করে Upload করে।

🧢 Mainly এই কাজ গুলো থাকে:
- Edit video canvas
- Add subtitles
- Add intro / outro part
- Background noise removal
- Stabilize video
- Color grading (সব সময় লাগে না)

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
YouTube, Instagram, TikTok Business Profiles
- Content Creators
- Youtubers
- Vloggers
- E-commerce stores

💣Free Tools যা Use করতে পারেন:
- CapCut ( www.capcut.com/tools/online-video-editor )
- ClipChamp ( www.clipchamp.com )
- Adobe Express ( www.adobe.com/express/create/video )

▫️
▫️
▫️
3️⃣ 𝗩𝗜𝗥𝗧𝗨𝗔𝗟 𝗔𝗦𝗦𝗜𝗦𝗧𝗔𝗡𝗖𝗘 💼
যেকোনো Business এর Growth Stage এ Repetitive কাজগুলোর জন্য আরেকজনের Help লাগে। Virtual Assistance অনেক রকমের হতে পারে, তাই আপনার Skill আর Preference অনুযায়ী যেকোন একটা দিক বেছে নিতে হবে।
যেমন: আপনি চাইলে Solopreneur (1 জন ই যেখানে Business চালাচ্ছে) অথবা E-commerce Strore Owner এর Virtual Assistant হতে পারে।

🧢 Mainly এই কাজ গুলো থাকে:
- Regular Mail Check করা
- Call attend করা
- Setup meetings
- Set Calendar Schedules
- Order Fulfillment
- Daily reports
- Managing Groups or Pages
- Community Moderations
- Qualify Leads
- Bookkeeping

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Solopreneurs
- Popular YouTubers
- E-commerce Strore Owners
- Personal Trainers
- Business Coaches
- Agency Owner
- Amazon Sellers

▫️
▫️
▫️
4️⃣ 𝗦𝗘𝗢 𝗕𝗔𝗦𝗜𝗖𝗦 🔍
SEO অনেক বড় একটা Sector. বেশি কিছু SEO এর কাজ প্রায় সব Business এই লাগে।

🧢 Mainly এই কাজ গুলো থাকে:
- Google My Business SEO
- Local SEO (Google Map Listing)
- Local Citation Profiles
- Fix Google Indexation Issue
- Create Web 2.0 Backlinks
- Image SEO
- Fix Broken Links
- YouTube Video SEO
- Website SEO using Yoast Plugin
- E-commerce Product SEO

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Local Business
- Service Based Business
- One Product Stores
- YouTuber
- E-commerce Store

▫️
▫️
▫️
5️⃣ 𝗖𝗢𝗣𝗬𝗪𝗥𝗜𝗧𝗜𝗡𝗚 𝗕𝗔𝗦𝗜𝗖𝗦 📝
Copywriting Sales এর অনেক Important একটা Part, আপনি Product বা Service কে যত Better ভাবে Represent করতে পারবেন, সেটার Sell করার সম্ভাবনা তত বেড়ে যাবে।

আপনাকে বই লিখতে পারতে হবে না, Copywriting এর মধ্যে সহজে করা যায় এমন অনেক গুলো Category আছে।

🧢 এই কাজ গুলো করতে পারেন:
- Profile Description/Bio Writing
- E-commerce Product Description
- Social Media Posts, Captions
- Write Article from Videos
- About us page copywriting
- Email Marketing Copywriting
- Squeeze Page Copywriting
- Newsletter Copywriting
- YouTube Reels Video script writing
- YouTube Video description writing
- Product Promotion Landing Page Copywriting

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Marketer
- Digital Marketing Agency
- E-commerce Store
- Content Creators
- Business Website
- Consultation Businesses
- E-learning websites

▫️
▫️
▫️
6️⃣ 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗠𝗘𝗗𝗜𝗔 𝗚𝗥𝗔𝗣𝗛𝗜𝗖𝗦 🎨
Social Media এর Content Creative Design করলে সেটা একই Client কে Monthly বা Regularly Service দেওয়া যায়।

🧢 এই কাজ গুলো করতে পারেন:
- Social Media Ads Creative
- Carousel Ads Creative
- Twitch Banner, Backgrounds
- YouTube Video Thumbnails
- Reels Thumbnail Design
- Web Banner Design
- Product Feature Image Design
- Event/Webinar Cover Design
- Custom Pinterest Pin Design

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Influencer
- Online Coach
- Local Shops
- YouTuber
- E-commerce Store
- Amazon Sellers
- Shopify Stores

▫️
▫️
▫️
7️⃣ 𝗪𝗘𝗕𝗦𝗜𝗧𝗘 𝗖𝗨𝗦𝗧𝗢𝗠𝗜𝗭𝗔𝗧𝗜𝗢𝗡 🌐

Website Design অনেক বড় হলেও, অনেকেই জানে না যে WordPress, Shopify এর মত CMS গুলোতে Customization Service দিয়েই Website বানানো যায় Coding Knowledge লাগে না। Basic HTML & CSS জেনে নিলে ভালো।

🧢 এই কাজ গুলো করতে পারেন:
◼️WordPress Customization
- WordPress Landing Page Design
- Learn: Divi Builder, Elementor, Oxyzen Builder
- Gravity Forms, WP Forms Setup Service
- WordPress Speed Optimization
- WordPress Bug Fixing
- Wocommerce Website
- E-learning Website
- WordPress Security Setup

◼️Shopify Customization
- Shopify Landing Page Design
- Learn: Sh**un, Pagefly Builder

◼️ E-learning Website CMS
- Thinkific
- Kajabi
- Teachable

◼️ Webflow Website Design
◼️ Sales Funnel & Automation
- Clickfunnels
- ActiveCampaign
- GetResonse
- MailChimp

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- Dropshipping Business
- Local restaurants
- Law Firms
- Local Services Websites
- Plumbing Website
- Roof-fixing Website
- Home Renovation Website
- Construction Website
- Medical Website
- Sales Funnel
- Business Coach
- Personal Trainers
- Beauty Products Shop
- Fashion E-commerce Store
- E-learning
▫️
▫️
▫️
8️⃣ 𝗘-𝗖𝗢𝗠𝗠𝗘𝗥𝗖𝗘 𝗦𝗘𝗧𝗨𝗣 & 𝗠𝗔𝗡𝗔𝗚𝗘𝗠𝗘𝗡𝗧 🛍️
একটা Ecommerce Business ই কিছু Repitative কাজ থাকে যা প্রত্যেকদিন করতে হয়। সেগুলোতে Virtual Assistant দরকার হয়।

🧢 এই কাজ গুলো করতে পারেন:
Wocommerce or Shopify Store Management
- 1 Product Dropshipping Store Setup
- Product Landing Page Design
- Shopify Landing Page Copywriting
- Product Research
- Product Upload
- Product Description Writing
- E-commerce Order Fulfillment
- Shopify Web Banner Design
- E-commerce Customer Support
- Reputation Management
- Email Campaign Setup
- Email Template Design
- Manage & Optimize Ads
- E-commerce SEO

💼 সাধারণত এই Client দের বেশি দরকার হয়:
- E-commerce Stores
- Beauty & Fashion
- Healthcare Products
- POD Store
- Dropshipping Business
- Shopify
- WordPress
- Bigcommerce

www.sobardorkar.com
𝗔𝗽𝗻𝗮𝗿 𝗦𝗵𝗼𝗽

আধুনিক ব্যবসা পরিবর্তনশীল এবং রয়েছে নিজেদের উত্কৃষ্টতার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ডিজিটাল প্রতিস্থান অত্যন্ত গুরুত্...
01/02/2024

আধুনিক ব্যবসা পরিবর্তনশীল এবং রয়েছে নিজেদের উত্কৃষ্টতার দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ডিজিটাল প্রতিস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনার ব্যবসার ডিজিটাল প্রকাশ বাড়াতে সাহায্য করতে উপস্থিত আছি। আমাদের একটি দক্ষ দল আছে যা আপনার ব্যবসা কে ডিজিটাল পর্বে আগাত করতে সাহায্য করতে প্রস্তুত।

Contact Line................................
Phone Number : 01721-827317

#ডিজিটালমার্কেটিং #বিশেষজ্ঞ

🎥 সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়:📝🎥 সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট তৈরি:🛠🔰সোশ্যাল মিডিয...
31/01/2024

🎥 সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়:📝
🎥 সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট তৈরি:🛠
🔰সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করা হ'ল একটি কুশল ও ক্রিয়াশীল অংশ। লোগদের মনোযোগ জোগানোর জন্য, আপনি যে ধরণের কনটেন্ট পোস্ট করতে পারেন তা জানা গুরুত্বপূর্ণ। ভিডিও, চিত্র, এবং স্টোরি ফরম্যাটে আপনার কনটেন্ট ভাগ করা এবং পাবলিকের সাথে সংযোগ করা সোশ্যাল মিডিয়ায় আপনার প্রতিষ্ঠানের জন্য উচ্চ ইঞ্জিন উত্পন্ন করতে সাহায্য করতে পারে।✅
💼 দক্ষ সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য কৌশল:⚙
🔰সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন তৈরি করা ব্যাপক পরিসরে আপনার ব্র্যান্ডকে প্রচার করতে সাহায্য করতে পারে। সক্ষম ক্যাম্পেইন তৈরির জন্য, আপনাকে লক্ষ্যগুলি সুস্থ এবং মৌলিক করে তৈরি করতে হবে, আপনার কাস্টমারদের সাথে সম্পর্ক গড়তে সাহায্য করতে হবে এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলি ব্যবহার করে জনপ্রিয়তা বাড়াতে হবে। এটি আপনার কাস্টমারদের জোগানোর এবং আপনার কাছে তাদের আকর্ষণ করতে সাহায্য করতে পারে, এবং এটি আপনার ক্যাম্পেইনের সাফল্য মাপা এবং পূর্বানুমান করার জন্য আপনাকে একটি ভাল এবং পরিমাপযুক্ত অ্যানালিটিক্স প্ল্যান থাকতে হবে।✅
💼 ব্যবসা বৃদ্ধির জন্য Instagram/Facebook/Twitter ব্যবহার:📲
🔰এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবসায়িক বৃদ্ধির জন্য কার্যকর উপায়ে ব্যবহৃত হতে পারে। ইনস্টাগ্রামে চিত্র, ফেসবুকে বিজ্ঞানপ্রিয়তা, এবং টুইটারে সংক্ষেপে এবং স্বভাবে আপনার নিজস্ব ধারণা দেওয়ার জন্য আপনি আপনার কন্টেন্টগুলি এই প্ল্যাটফর্মগুলির জন্য অনুপ্রযোগী হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও, প্রবন্ধ এবং ইভেন্ট নোটিশগুলি সহ প্রতি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার জন্য পর্যাপ্ত হতে পারে।✅
📌সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়গুলির উপর এই পোস্ট এবং সোশ্যাল মিডিয়ায় আপনার ব্র্যান্ড পুনর্নির্মাণ করতে হেল্পফুল তথ্য দেওয়ার জন্য আশা করি। 🚀📱🌐

Contact Line................................
Phone Number : 01721827317

#ডিজিটালমার্কেটিং #বিশেষজ্ঞ

🚀 আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি: আপনার অনলাইন সাক্সেসের সঠিক পার্টনার 🌐📌আমরা একটি সুষ্ঠ ও উন্নত ডিজিটাল মার্কেটিং এজে...
29/01/2024

🚀 আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি: আপনার অনলাইন সাক্সেসের সঠিক পার্টনার 🌐
📌আমরা একটি সুষ্ঠ ও উন্নত ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যা আপনার ব্যবসার অনলাইন উপস্থিতির মাধ্যমে সফলভাবে অগ্রগতি করতে সহায় করতে প্রস্তুত।

Contact Line................................
Phone Number : 01721827317

#ফেসবুকমার্কেটিং #এডভান্সডগাইড #সোশ্যালমিডিয়া #ব্যবসাৰসংকোচন

আমাদের সেবায় আপনার ব্যবসা উন্নত করুন। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এসইও,  এবং অন্যান্য সেবাদি প্রদান করছি।  আসু...
28/01/2024

আমাদের সেবায় আপনার ব্যবসা উন্নত করুন। ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এসইও, এবং অন্যান্য সেবাদি প্রদান করছি। আসুন আলোচনা করি কিভাবে আমরা আপনার ব্যবসা উন্নত করতে সাহায্য করতে পারি।

Contact Line................................
Phone Number : 01721827317

#ফেসবুকমার্কেটিং #এডভান্সডগাইড #সোশ্যালমিডিয়া #ব্যবসাৰসংকোচন

অনলাইনে ব্যবসা করে সফল হতে চান! প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে,Mega IT Farm আছে আপনার পাশে।আমর...
26/01/2024

অনলাইনে ব্যবসা করে সফল হতে চান! প্রফেশনাল ভাবে ফেসবুক মার্কেটিং এর পূর্ণাঙ্গ সমাধান নিয়ে,
Mega IT Farm আছে আপনার পাশে।

আমরা রিয়েল ডলার দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করে থাকি। ফলে আপনার পেইজ থাকবে নিরাপদ এবং রেস্ট্রিক্টেড মুক্ত। তাই আপনি হবেন আমাদের সাথে দীর্ঘ দিনের ব্যবসায় যুক্ত।
আমাদের সার্ভিস সমূহঃ
Facebook:
✅ ১। প্রোফেশনাল ফেসবুক পেজ সেটআপ।
✅ ২। পোস্ট বুস্ট।
✅ ৩। ভিডিও বুস্ট।
✅ ৪। ফেসবুক লাইক, ফলোয়ার।
✅ ৫। লটারি বুস্ট।
✅ ৬। কবিরাজি বুস্ট।
✅ ৭। হারবাল বুস্ট।
✅ ৮। ব্যাটিং সাইট বুস্ট।
✅ ৯। পোস্টার ডিজাইন।
✅ ১০। কভার, লোগো ডিজাইন।
✅ ১১। ভেরিফাই ফেসবুক এড একাউন্ট।
✅ ১২। যেকোনো নামের ফেসবুক ভেরিফাই।

তাই এখনি মেসেজ করুন Mega IT Farm এ পেইজে। কল করুন 01721827317এই নাম্বারে। অথবা হোয়াটসঅ্যাপ এ মেসেজ করুন।

💡 #ফেসবুকমার্কেটিং #এডভান্সডগাইড #সোশ্যালমিডিয়া #ব্যবসাৰসংকোচন

ফেসবুক মার্কেটিং নিয়ে একটি এডভান্সড গাইড! আপনার ব্যবসা কিভাবে উন্নত করতে পারে এবং আপনি কীভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যা...
24/01/2024

ফেসবুক মার্কেটিং নিয়ে একটি এডভান্সড গাইড! আপনার ব্যবসা কিভাবে উন্নত করতে পারে এবং আপনি কীভাবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সফল হতে পারেন, তার সব নিয়ম এই গাইডে! 📈 আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে
Contract Line.............
Phone Number : 01721-827317

💡 #ফেসবুকমার্কেটিং #এডভান্সডগাইড #সোশ্যালমিডিয়া #ব্যবসাৰসংকোচন

21/06/2022

কোটি টাকার মূলধন আছে আপনার কাছে – নিজের দিকে তাকান:
নিজের জীবনে এই রকম একটা ইমেজ তৈরি করুন, আজ থেকেঃ
১। আপনি একজন বিশ্বাসী মানুষ, আপনি কাউকে ঠকাতে পারেন না
২। আপনি যে কোন কাজে ব্যাপক ভাবে লেগে থাকতে পারেন, হাল ছেড়ে দেয়ার মানুষ নন আপনি
৩। আপনি যে কোন মূল্যে আপনার দেয়া কথা রাখেন, ব্যাপক কমিটেড
৪। আপনি ভীষণ পরিশ্রমী, কাজ পাগল একজন মানুষ ও ব্যাপক শেখার আগ্রহ আছে আপনার
৫। আপনি সহজেই মানুষের সাথে মিশতে পারেন এবং নেটওয়ার্ক ম্যানটেইন করেন
৬। আপনি একজন পজিটিভ মানুষ, নেগেটিভ বিষয় গুলো থেকে সবসময় নিজেকে দূরে রাখেন এবং
৭। আপনি একজন ভালোমানুষ এবং মানুষের জন্য কাজ করতে ভালোবাসেন।
এই গুন গুলো আপনাকে নিশ্চিতভাবে মুল্ধন যোগাতে সাহায্য করবে - যা আমাকে করেছে।
শুধু ভালো আইডিয়া থাকলেই আপনার প্রোজেক্টে কেউ বিনিয়োগ করতে এগিয়ে আসবে না, সাথে উপরের ৭ টা কোয়ালিটিও আপনার লাগবে।
আপনাকেই খুঁজছে – কোন এক বিনিয়োগকারী আপনার স্বপ্নের প্রোজেক্টে বিনিয়োগ করার জন্য।

♻️ সেলের আগে ব্র্যান্ডিং করুন, সঠিকভাবে ফেইসবুক মার্কেটিং করুন:🔰  একটি বিজনেসকে বড় করতে হলে বা বিজনেস থেকে অনেক ভাল সেল ...
21/06/2022

♻️ সেলের আগে ব্র্যান্ডিং করুন, সঠিকভাবে ফেইসবুক মার্কেটিং করুন:

🔰 একটি বিজনেসকে বড় করতে হলে বা বিজনেস থেকে অনেক ভাল সেল পেতে হলে সবার আগে দরকার বিজনেস ব্র্যান্ডিং। কেন বিজনেস ব্র্যান্ডিং দরকার সেটার আগে বোঝা দরকার ব্র্যান্ডিং বা ব্র্য্যন্ড ভ্যালু কী?
ব্র্যান্ডিং বা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে বিশ্বাস। অর্থাৎ কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে অনায়াসেই ভরসা করতে পারে। কাস্টমার পন্য ক্রয় করে না-কাস্টমার বিশ্বাস ক্রয় করে।
কাস্টমারের প্রবলেম সমাধান বা উপকার হয় এমন কাজ বা সার্ভিস প্রদান করে আমরা ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পারি। অনেক সময় দেখে থাকি বড় বড় কোম্পানি অ্যাড/বিলবোর্ডে সচেতনতা মূলক বা ইন্ডাইরেক্টলি প্রোডাক্টের কন্টেন্ট দিয়ে থাকে। এবং এখান থেকে তারা প্রত্যক্ষভাবে কোন সেল জেনারেট করে না। কিন্তু এরপরেও তারা কেন করে থাকে? কারন এর মাধ্যমে তারা তাদের কাস্টমারের খুবই কাছে থাকে। যখন আপনি সবসময় কোন ব্র্যান্ডের ইমেজ, পোস্টার, বিলবোর্ড, টিভিসি, অনলাইন অ্যাড দেখবেন, তখন আপনি অবচেতন মনেই ঐ ব্র্যান্ডকে ভালবেসে ফেলবেন।
এতে আপনি ঐ কোম্পানি ছাড়া অন্য কাউকে ভাবতে পারবেন না। আপনি সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারলে সেল এমনিই আসবে।
♻️ ব্র্যান্ডিংয়ের সুবিধাঃ

✅ বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
✅ অনেক মানুষ আপনার বিজনেস কে চিনবে।
✅ লয়াল কাস্টমার পাওয়া যায়।

সঠিকভাবে ফেসবুক মার্কেটিং করে কীভাবে আপনার বিজনেসকে ব্র্যান্ডিং করবেন?

✅ আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট/সার্ভিস রেডি করুন।
✅ পেইজে কবে, কখন, কোন ধরনের কন্টেন্ট দিবেন সেটা আগেই প্ল্যান করুন।
✅ পেইজের ইন্সাইট দেখে অডিয়েন্সের ইন্টারেস্ট জেনে বিজনেসকে সাজান।
✅ পেইড মার্কেটিং এর জন্য বাজেট রাখুন।
✅ কাস্টমারকে প্রায়োরিটি দিন।
✅ ফেসবুকের সব ধরনের অ্যাড নিয়ে কাজ করুন।

আপনি এক মাস আগে থেকে প্ল্যান করে আগালে সহজেই আপনার বিজনেস কে ব্র্যান্ডিং করতে পারেন।

♻️ Digital marketing কী ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে অনলাইনে পণ্য  প্রচার করাকেই বোঝায় | এই মার্কেটিং এর মাধ্যমে আমরা ব...
21/06/2022

♻️ Digital marketing কী

ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে অনলাইনে পণ্য প্রচার করাকেই বোঝায় | এই মার্কেটিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পণ্য দ্বারা কাজ করে থাকি |

♻️ ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

🔰 ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কী

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা সমূহ নীচে আলোচনা করা হল:
১। Digital Marketing এর মাধ্যমে ঘরে বসেই বাবসা পরিচালনা করা যায়।
২। মার্কেট রিসার্চ করে পণ্য ক্রয় বিক্রয় করা যায়।
৩। ঘরে বসেই কাস্টমারের কাছে পণ্য সম্পর্কে জানানো যায়।
৪। টার্গেট কাস্টমার বের করা যায় এবং প্রোডাক্ট সেল করা যায়।
৫। অল্প খরচে পণ্যর মার্কেটিং করা যায়।
৬। কম খরচে অধিক মুনাফা অর্জন করা যায়।
ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সবচাইতে বেশি মানুষের কাছে পণ্যের প্রচার করা যায় এবং ব্যবসায়িক সফলতা পাওয়া যায়।

🔰 উপসংহার:
পরিশেষে বলতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবী। আপনি যদি ধৈর্য্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন তাহলে ধরে নিবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত।

কোন ব্যবসা শুরু করতে চান কিন্তু কি কি কারণে পারছেন না? কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসবেন – ৭ টা টিপস ? ১। সাহসের অভাব ...
21/06/2022

কোন ব্যবসা শুরু করতে চান কিন্তু কি কি কারণে পারছেন না?
কিভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসবেন – ৭ টা টিপস ?
১। সাহসের অভাব – আমরা অনেকে সাহস করতে পারি না শুরু করার।
২। মুল্ধনের অভাব – খুব অল্প টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়, আমাদের ইউটিউব চ্যানেলের উদ্যোক্তাদের গল্প গুলো দেখুন।
৩। কি পণ্য বা সেবা দিয়ে শুরু করবেন তা নিয়ে সংশয় – আপনি যা করতে ভাললাগে ও যে কাজ করে আপনি কখনো ক্লান্ত হবেন না, এমন কিছু দিয়ে শুরু করুন তবে কিছু একটা ব্যতিক্রম থাকতে হবে।
৪। পরিবারের অসহযোগিতা বা আস্থার অভাব – পরিবারের দোয়া নিয়ে শুরু করতে হবে, পার্টটাইম কোন ব্যবসা করে পরিবারকে দেখান যে আপনিও পারেন। পরিবারকে কনভিন্স করতে না পারলে কাস্টমারকে কনভিন্স কিভাবে করবেন...
৫। লোকে কি বলবে? – লোকে বলবেই, শুনবেন না। আপনার কাজ ও এগিয়ে যাওয়াই একদিন সব কথার জবাব দিবে।
৬। আমি কি পারবো? যদি না পারি... – আপনি পারবেন এই বিশ্বাস সবার আগে নিজের মাঝে তৈরি করতে হবে, তার জন্য শিখতে হবে ও প্রশিক্ষণ নিতে হবে।
৭। অস্থিরতা ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন – স্থিরতা ও দৃঢ়তা দরকার, শুরু করে দিতে হবে এবং লেগে থাকতে হবে।.. তারপর শুধুই এগিয়ে যাওয়া।

বিজনেস ফান্ডের জন্য যেভাবে এগুতে হবেঃ১। একটা প্রোজেক্ট প্রপোজাল বা বিজনেস প্ল্যান বানাতে হবে (এটা কিভাবে তৈরি করতে হবে ত...
21/06/2022

বিজনেস ফান্ডের জন্য যেভাবে এগুতে হবেঃ
১। একটা প্রোজেক্ট প্রপোজাল বা বিজনেস প্ল্যান বানাতে হবে (এটা কিভাবে তৈরি করতে হবে তা ব্যসিক অ্যাকাউন্টিং ক্লাসের ভিডিও তে দেয়া আছে)।
২। এই প্রোজেক্ট প্রপোজাল আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবদের বন্ধু বান্ধব, ও আপনার এতদিনের নেটওয়ার্ক – যাকে আপনার কাজে লাগবে তাদের কাছে আপনার আইডিয়া সেল করতে হবে ফান্ডের জন্য।
৩। আপনি যেহেতু সৎ ও আপনাকে বিশ্বাস করা যায়, আপনি পরিশ্রমী, আপনি কমিটমেন্ট যে কোন মূল্যে রাখেন এবং আপনার বিজনেস আইডিয়া ভালো, আপনাকে বিজনেস করার জন্য তারা টাকা দিবে পার্টনার হিসাবে।
৪। আপনি সেলসে ভালো, আপনার কোন বন্ধু বা আত্মীয় একাউন্টিং এ ভালো, অন্যজন লিডারশীপ/ম্যানেজমেন্ট ভালো, আরেকজন টেকনিক্যাল/ডিজিটাল সাইডে ভালো এবং পঞ্চম জনের কাছে ফান্ড আছে – আপনারা খুঁজে এই ৫ জন মিলে বিজনেস শুরু করতে পারেন।
৫। ছাত্র জীবন থেকেই টিউশানি করে বা পার্ট টাইম কাজ করে বিজনেসের প্রাথমিক পুঁজি সংগ্রহ করতে পারেন।
৬। যারা চাকরী করছেন তারা মাসে মাসে কিছু সেভিংস করে এবং ৫.০০ টার পর অন্য কোন পার্ট টাইম কাজ করে মুল্ধন জোগাড় করতে পারেন। শুরু করুন।

মার্কেটিং কিভাবে করবেন ?১। সবার আগে যেটা দরকার টা হলে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে এসেছেন তা আপনার কাস্টমা...
21/06/2022

মার্কেটিং কিভাবে করবেন ?
১। সবার আগে যেটা দরকার টা হলে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মার্কেটে এসেছেন তা আপনার কাস্টমার গ্রুপ/ সেগমেন্ট কে জানানো।
২। এটা এখন মুলত নেটওয়ার্কিং ও ব্রান্ডিংয়ের সময় - যার নেটওয়ার্কিং ও ব্রান্ডিং যত ভাল বা যত বেশী, তাঁর সেল তত বেশী।
৩। কোয়ালিটি ভিজিট - এটা হল ডোর টু ডোর মার্কেটিং। কেউ একটা ভিজিট করে একটা কাস্টমার পায়, কেউ ১০ টা ভিজিট করে ১ সেল পায়। যদি ১০ টাতে না হয় তখন ১১, ২৫......১০০ জনকে নক করতে হবে......কিন্তু হবেই।
৪। লিফলেট, বিল বোর্ড, ফেস্টুন ও ব্যানার যথেষ্ট কাজে দেয়। এখানেও প্রয়োজনে সেল বাড়ানোর জন্য সংখ্যা বাড়াতে হবে।
৫। ফেসবুক এখন বেশ জনপ্রিয় মার্কেটিং টুলস - আপনার বিজনেসের অবশ্যই একটা ফেসবুক পেইজ থাকা দরকার। ডিজিটাল মার্কেটিং সারা দেশে আপনার বিক্রয় ছড়িয়ে দেয়ার জন্য এটা খুব কাজে দিবে।
৬। একটু বড় চিন্তা করলে একটা ওয়েবসাইট থাকা দরকার।
৭। যেই প্রোডাক্টই বিক্রি করেন না কেন, আপনার কাস্টমারের একটা তালিকা বা ডাটাবেজ সংরক্ষন করবেন। নতুন যেই প্রোডাক্টই আপনি আনবেন তা পুরনো কাস্টমারকে জানাবেন। সেল বাড়বে।
৮। কাস্টমারের প্রতি যত্ন, সম্মান ও ভালো ব্যাবহার - নিশ্চিত ভাবে আপনার বিক্রি বাড়াবে এবং রিপিট কাস্টমার বাড়বে।
৯। কোয়ালিটি প্রোডাক্ট দেয়া অর্থাৎ কোন অবস্থাতেই খারাপ পণ্য না দেয়া, বাজার মূল্যের চেয়ে দাম বেশী না রাখা - তাতে কাস্টমারের আপনার প্রতি আস্থা বাড়বে এবং সে আরও ১০ জনকে আপনার কথা বলবে, বিক্রি বাড়বেই।
১০। বিক্রয়ের স্থান, শোরুম বা অফিস যতটা সম্ভব সুন্দর, আকর্ষণীয় ও পরিষ্কার রাখা, যাতে কাস্টমার এসে একটা ভাল পরিবেশ পায় - তাতে আপনার জায়গায় কাস্টমারের ভিড় বাড়বে।
১১। নিজেকে একজন ভালো সেলসম্যান হিসাবে তৈরি করা।
খুব বেশী দরকার নেই, এই ১১ টা ফলো করেন, আপনার বিক্রি নিশ্চিতভাবে বাড়বেই।

রিটারর্গেটিং এডস কি আর কাজ করবে না? ফেসবুক পিক্সেল কি হারিয়ে যাবে?হাই আজকে আমরা কথা বলবো । সার্ভার সাইট ট্রেকিং নিয়ে ।সা...
21/06/2022

রিটারর্গেটিং এডস কি আর কাজ করবে না? ফেসবুক পিক্সেল কি হারিয়ে যাবে?

হাই আজকে আমরা কথা বলবো । সার্ভার সাইট ট্রেকিং নিয়ে ।

সার্ভার সাইট ট্রেকিং কি?

-- আসলে এটি হচ্ছে গুগল এনালাইটিকস, মতো অলটারনেটিভ একটি মাধ্যম। গুগল এবং ফেসবুক তাদের ইউজারদের ডাটা পারমিশন ছাড়াই কালেক্ট করে সেটি বিক্রি করে ।
,
এতে ইউজারদের ডাটা প্রাইভেসি থাকে না । অনইচ্ছা সত্ত্বেও এডস দেখতে হচ্ছে । আর এনালাইটিকস একজন
,
ডিজিটাল মার্কেটারের প্রধান হাতিয়ার । যদি ই্উজারদের বিহেবিয়ার পরিক্ষা নাই করতে পারে তাহলে কিভাবে কন্টেন্ট, কনভারশন অপটিমাইজেশন করবে ।
,
আর এটির বাধা হিসেবে দাড়িয়েছে বিভিন্ন এডস ব্লকার টুলস, ব্রাউজার তারা ই্উজারদের তথ্য নেওয়ার সময় পারমিশন চায় ।
,
রিটারগেটিং এডস দেখাতেও বাধা পায় । মূলত এই ব্রাউজার গুলো থার্টপার্টি কুকিজ গুলাকে রিমুভ করে দেয় ।
,
আর এই জন্যই কিছু দিন আগে এ্যাপেল তাদের সকল ডিভাইসের ফেসবুকে ইউজারদের তথ্য সেয়ার করার পুর্বে পারমিশন চেয়ে নেয় । এতে করে ফেসবুকেরে কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয় ।
,
যদি এমনটি চলতে থাকে তাহলে আপনার আমার মতো ফেসবুক পেইজ , ওয়েবসাইট ভিত্তিক সকল উদ্দোক্তাদের কিহবে ।
,
না খেয়ে মরতে হবে রাইট ? এতো টাকা খরচ করে কাস্টমার, অডিয়েন্স তৈরি করলেন যাদের কে রিটারগেটিং করবেন ভেবেছিলেন । আর ইউজার যদি ব্রেভ ভাউজার , এডস ব্লকার ই্উজ করে তাহলে তো ।
,
সেই আবার পুনরায় নিউ ইউজার হয়ে গেলো । তাতে আপনার প্রয়োজনের চেয়ে অপ্রয়োজন টাকা এডস এর পিছনে খরচ করতে হবে ।
,
আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে : এটি হতে অনেক দেরি । আর অনেক ইউজার তো এই টেকনিক্যাল বিষয় বুঝবে না । তাহলে আপনাকে আমি বলি ব্রেভ বাউজার কিন্তু বসে নাই ।
,
এডস ব্লকার টুলস কিন্তু বসে নাই বস । তারা প্রতিনিয়ত এডস চালিয়ে আপনাকে আমাকে সচেতন করতেছে ।
,
আর আমি যদি আপনাকে বলি । যে আপনি আমার এই টুলসটি ব্যবহার করলে আপনি আর বিরক্তিকর এডস দেখা থেকে মুক্তি পাবেন । আপনি নিজেই ট্রেক করতে পারবেন । তাহলে আপনি কেন ক্রোম বাউজার ছেড়ে ব্রেভে আসবেন না?
,
তাহলে আসুন এটির অলটারনেটিভ সমাধান কি এসেছে মার্কেটে সেটি নিয়ে বলি । মূলত উদ্দোক্তা মার্কেটাদের কথা মাথায় রেখে মার্কেটে নতুন কনসেপট আসলো । সেটি হলো সার্ভার সাইট ট্রেকিং মানে এখন আর থার্ট পার্টি কুকিজ এর উপর নির্ভর করতে হবে না ।
,
ব্রেভ এখন আর ঠেকিয়ে রাখতে পারবে না । কুকিজ ক্লিন করে দিলেও লাভ হবে না ।
,
কারন এখন ডিরেক্ট আপনার সার্ভারে কাস্টমার ডেটাবেস তৈরি হবে । সার্ভারথেকে সরাসরি আপনি রির্টাগেটিং ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন । তবে এর জন্য নিদির্ষ্ট এমাউন্টের অর্থ আপনাকে পে করতে হবে ।
,
আশা করি বুঝতে পেরেছেন । সেইদিন আর বেশি দুরে নয় এটি প্রমান করে দেয় মের্টাভার্সের দুনিয়ার কথা । যেখানে কাস্টমার নিজেরে তথ্য নিজে বিক্রি করে টাকা ইনকাম করবে ।
,
ক্রেডিট: Yeasin Arafat
,
যদি ভুল কিছু বলে থাকি কমেন্টে জানাবেন. যদি আপনার কিছু এড করার থাকে কমেন্টে সেটি লিখে দিবেন আমি এডিট করে এড করে দিবো ধন্যবাদ সবাইকে ।

প্রায় ১ যুগ আগের কথা, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে সেলস্‌ নেটওয়ার্ক তৈরি করে, মাসে প্রায় ৪/৫ কোটি টাকার সেলস্‌ জেনারেট...
21/06/2022

প্রায় ১ যুগ আগের কথা, নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে সেলস্‌ নেটওয়ার্ক তৈরি করে, মাসে প্রায় ৪/৫ কোটি টাকার সেলস্‌ জেনারেট করতাম। সেখান থেকে মাসে ৪/৫ লাখ টাকা কমিশন পেতাম। যা কি না মূল সেলস্‌ ভ্যালুর ১ শতাংশেরও কম।

সেলস্‌ নেটওয়ার্কে কয়েক হাজার এক্টিভ কর্মী কাজ করতো, যাদের সম্মিলিত সেলস্‌ ভেল্যু এর উপর কমিশন পেতাম, যা কিনা উন্নত সফটওয়ার টেকনোজি ছাড়া কখনই পসিবল হতো না। যেমনটি ব্যাংক গুলো লক্ষ লক্ষ ইউজারকে সফটওয়ার টেকনোলজী ছাড়া কখনও বর্তমান সময়ের মতো দ্রুত ও সহজলভ্য সেবা দিতে পারতো না।

এখন প্রায় ১ যুগ পরে, ডিজিটাল মার্কেটিং এর মধ্য দিয়ে আমার ক্লায়েন্টরা মাসে ৮-১০ লাখ টাকার সেল করে ৪/৫ লাখ টাকা মাসে কামায়, যা কি না, মূল সেলস্‌ ভ্যালুর প্রায় ৪০-৫০ শতাংশ।

১ যুগ আগে মানুষকে বুঝাতাম, সিড়ি নয় লিফটের মতো টেকনোলজী হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। বর্তমান বাস্তবতা হচ্ছে, লিফট নয় রকেটের মতো গতিশীল টেকনোলজী হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং প্রসঙ্গ আসলেই ফেসবুক, গুগলের মতো ডেটা ড্রিভেন প্ল্যাটফর্মের কথা সামনে আসবেই। এসব প্ল্যাটফর্ম থেকে ডেটা ব্যবহার করে মার্কেটিং করার জন্য বছরের পর বছর সময় ব্যয় করে হাজার হাজার মানুষের নেটওয়ার্ক তৈরি করার কোন প্রয়োজন পড়ে না।

ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোর ডেটা ব্যবহার করে ২০২২ সালের বাকি ৮ মাসে আপনি যা করতে পারবেন, বাস্তবতা হচ্ছে ১ যুগ পূর্বে টানা ৪ বছর অমানুষিক পরিশ্রম ও স্রোতের বিপরীতে সব কিছু তোয়াক্কা না করে যতটুকু অর্জন করেছিলাম, তার চাইতেও বেশি অর্জন করা পসিবল।

নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী গুলো শুধু সেলস্‌ হিসাব রাখা ও কমিশন জেনারেট করার জন্য সফটওয়ার টেকনোলজী ব্যবহার করে থাকে। তাদের কাছেও ফেসবুক-গুগলের মতো বড় সাইজের না হলেও একটা প্রমান সাইজের মূল্যবান ডাটা থাকে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, খুব কম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানীই আছে যারা তাদের ডেটাকে ডিজিটাল মার্কেটিং করার জন্য ব্যবহার করছে বা তাদের অনুসারিদের করতে দিচ্ছে।

আমি খুব কাছে থেকে দেখেছি ৪৫ লাখ মানুষের ডেটা হাতে থাকার পরেও মাত্র ৪৫ হাজার মানুষকে নিয়ে কাজ করতে বা এত অল্প পরিমান ডেটার সঠিক ব্যবহার করতে। বর্তমানেও যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী দেশে কাজ করছে তাদের কেউই ডেটার উপযুক্ত ব্যবহার করে না বা করতে জানে না।

মাঝে মাঝে ভাবি, কেমন হতো যদি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানী গুলো তাদের ডেটাকে ডিজিটাল মার্কেটিং এ কাজে লাগাতো। পাশাপাশি কমিশন জেনারেটের মধ্যে ডিজিটাল শব্দটিকে সীমাবন্ধ না করে, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলোকেও পন্য/সেবা বিক্রয়ের জন্য ব্যবহার করতো।

যুগের চাহিদা ও টেকনোলজীর সাথে তাল মিলিয়ে চলতে না পারায়, পৃথিবী বিখ্যাত মোবাইল কোম্পানী নকিয়াকে আমরা দেখেছি মোবাইল টেকনোলজীর রেসে প্রায় হারিয়েই যেতে। ১৯২০ সালে আমেরিকার একজন ফেরিওয়ালার হাত ধরে জন্ম নেয়া ও ১৯৩০ সালে আধুনিক নেটওয়ার্ক মার্কেটিং ধারনার প্রবর্তন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কার্যতঃ শুধুমাত্র কমিশন জেনারেটের এক বিস্ময়কর টেকনোলজী হিসাবেই থেকে যাওয়া নেটওয়ার্ক মার্কেটিং টেকনোলজীও কি, তাহলে দিন দিন সেদিকেই এগিয়ে যাচ্ছে?

বুস্টিং আর আগের মতো কাজ করছে না! বিকল্প কিছু কি করার আছে? ফ্রি ওয়েবিনার এ অংশগ্রহন করে জেনে নিন,🔴 বুস্টিং কাজ করছে না, স...
21/06/2022

বুস্টিং আর আগের মতো কাজ করছে না! বিকল্প কিছু কি করার আছে? ফ্রি ওয়েবিনার এ অংশগ্রহন করে জেনে নিন,

🔴 বুস্টিং কাজ করছে না, সমস্যা কোথায়?
🟢 রিটার্গেট মার্কেটিং কি ও এর সুবিধা সমূহ?
🟢 রিটার্গেট মার্কেটিং করতে কি কি লাগে?
🟢 রিটার্গেট মার্কেটিং ওয়েব সাইট ছাড়া কিভাবে করতে হয়?
🟢 রিটার্গেট মার্কেটিং কনসেপ্ট বিস্তারিত।

ওয়েবিনার শেষে বুজতে পারবেন, কিভাবে প্রমোশন করলে টেকসই অনলাইন ব্যাবসা তৈরি করা যায় ও কিভাবে প্রয়োজন অনুযায়ী ব্যাবসার সেলস্‌ নিয়ন্ত্রণ করতে পারবেন।

কোন বিজনেস আইডিয়া কিভাবে পিচ করতে হয় ফান্ডের জন্য?আপনার একটি ভালো আইডিয়া আছে কিন্তু বিজনেস করার টাকা নেই। আপনি সেই আইডিয়...
21/06/2022

কোন বিজনেস আইডিয়া কিভাবে পিচ করতে হয় ফান্ডের জন্য?
আপনার একটি ভালো আইডিয়া আছে কিন্তু বিজনেস করার টাকা নেই। আপনি সেই আইডিয়াকে ইনভেস্টরদের কাছে প্রেজেন্ট করে ও আপনার আইডিয়া সেল করে আপনি ইনভেস্টমেন্ট ফান্ড জোগাড় করতে পারেন।
অনেকের অনেক খুব ভালো ভালো আইডিয়া শুধু মাত্র বুঝিয়ে ও গুছিয়ে ভাবে বলতে না পারার কারণে সুপ্ত থেকে যায় বা হারিয়ে যায়। সেজন্য একজন স্বপ্নবাজ মানুষের অবশ্যই জানা উচিৎ কিভাবে আপনার স্বপ্নের আইডিয়া টা পিচ করতে হয়।
আপনার মাথায় যখনি কোন আইডিয়া আসে তা অন্যকে বোঝানোর জন্য বা প্রেজেন্ট করার জন্য ৫ টা বিষয় আপনাকে তৈরি করতে হবে ঃ
১। সমস্যা: প্রথমেই যে সমস্যাটা সমাধান আপনি করতে যাচ্ছেন তা একটা গল্প আকারে ছোট করে বলবেন।
২। সমাধান: আপনার আইডিয়াটা কোন একটা সমস্যার সমাধান হতে হবে বা কোন একটা পুরনো সমস্যাকে সহজ করে দিতে পারে অথবা কিছুটা আধুনিকীকরণ করতে হবে – সেই সমাধান টার বাস্তব ভিত্তিক ধারণা বলবেন।
৩। ফান্ড: এই আইডিয়া বাস্তবায়ন করতে কত টাকা লাগবে? আপনি নিজে কোন অংশ ইনভেস্টমেন্ট করবেন কিনা, নাকি পুরোটাই ইনভেস্টরের কাছে চাইবেন, নাকি লোণও লাগবে – তা প্রেজেন্টেশানে থাকতে হবে।
৪। মার্কেট এনালাইসিস: যে প্রোডাক্ট বা সার্ভিস টা আপনি বাজারে আনছেন, তা ইতিমধ্যেই মার্কেটে আছে কিনা, থাকলে তাঁরা কেমন করছে? ভালো করলে বা না করলে – কেন ভালো করছে বা করছেনা। আপনার আর কোন কম্পিটিটর আছে কিনা, মার্কেট সেগমেন্ট কি হবে, কারা কাস্টমার হবে? প্রাইস কত হবে? কেন আপনি বেস্ট – এটা নিয়ে তথ্য ও ফিগার থাকতে হবে।
৫। ফিনান্সিয়াল এনালাইসিস: মার্কেটে আসা পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে, কবে ব্রেক ইভেনে আসবে, Return on Investment (ROI) কত? কবে থেকে সেলস শুরু হবে, মাসিক সেলস ও খরচ কত, ৩ বছরের লাভ ও ক্ষতি – এই সব কিছু নিয়ে তথ্য ও ফিগার থাকতে হবে প্রেজেন্টেশানে।
এই আইডিয়া পিচ বানাতে ও প্রেজেন্ট করতে গিয়ে যে ৭ টা বিষয় মাথায় রাখতে হবে ঃ
১। প্রেজেন্টেশান টা অবশ্যই আপনি নিজে বানাবেন এবং যেখানে যেখানে অন্যের সাহায্য নিতে হয় নিবেন।
২। আপনি হয়তো সেলসে ভালো কিন্তু ফাইনান্সিয়াল এনালাইসিসে ভাল না, বিষয়টা ভালো করে বুঝে নিবেন। একেবারেই না বুঝলে টীম হিসেবে প্রেজেন্ট করবেন, যদিও সেই সুযোগ আপনি নাও পেতে পারেন।
৩। এই ৫ টা পয়েন্ট বোঝানোর জন্য আপনি ৩-৫ মিনিট সময় পাবেন তাই পুরো বিষয়টি বার বার প্র্যাকটিস করে নিবেন। এবং সময়ের দিকে লক্ষ্য রাখবেন ও সময় মতো শেষ করবেন।
৪। বিদেশিরা কেউ না থাকলে ইংরেজিতে প্রেজেন্ট করতেই হবে এমন কোন কথা নয়, আপনি বাংলাতেও বলতে পারেন। আমাদের “৩০ দিনের কথা বলার জড়তা কাটানো” সেশান এক্ষেত্রে ব্যাপক কাজে লাগবে।
৫। সারাক্ষণ আপনার পিঠ দেখিয়ে স্লাইডের দিকে তাকিয়ে কথা বলবেন না। তাতে আপনাকে খুব কনফিডেন্ট মনে হবে না। যাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করবেন, তাঁদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন।
৬। একটা পাঞ্চ লাইন দিয়ে ক্লোজিং করার চেষ্টা করবেন, যাতে আপনার আদর্শ, সততা, দর্শন ও কনফিড্যান্স ফুটে উঠে।
৭। প্রেজেন্টেশান শেষে জাজ বা ইনভেস্টরের যদি কোন প্রশ্ন থাকে অত্যন্ত দৃঢ়তার সাথে তার উত্তর দিবেন যাতে তাঁদের মনে হয় আপনি আপনার স্বপ্নের আইডিয়া নিয়ে যথেষ্ট হোম ওয়ার্ক করেছেন।

 ব্যবসায় সেল বাড়ানোর দারুণ ৫ কৌশলঅনলাইন ব্যবসায় সেল বা বিক্রি বাড়ানোর জন্য নির্দিষ্ট সহজ কিছু ফর্মুলা খুবই কার্যকর। যেকো...
21/06/2022


ব্যবসায় সেল বাড়ানোর দারুণ ৫ কৌশল
অনলাইন ব্যবসায় সেল বা বিক্রি বাড়ানোর জন্য নির্দিষ্ট সহজ কিছু ফর্মুলা খুবই কার্যকর। যেকোন অবস্থাতেই এই ব্যাপারগুলো ঠিক রাখলে ইনশাআল্লাহ পরিচিতি ও বিক্রি বেড়ে যাবে
১. আমার প্রোডাক্টের মান বাড়াতে হবে:
প্রতিযোগীতা আগে বাড়তে হলে কিছু জিনিস আমাকে বেশি দিতেই হবে। হয় একই দামে অন্যদের থেকে পরিমাণে বেশি দিবো, নয়তো মান ভালো দিবো, নয়তো সার্ভিস দিবো, নয়তো কিছু ফ্রি দিবো। কিছু না কিছু আমাকে দিতেই হবে কাস্টমারকে যা তারা অন্যদের থেকে পাবে না। তাহলেই ন্যাচারাল মার্কেটিং ভালো হবে।
২. গেটআপ সুন্দর করতে হবে:
বিক্রি বাড়াতে কাস্টমারকে বেশি সময় রাখতে অফলাইনে আমরা কি করি?
ভালো করে ডেকরোরেশন কিনি, প্লাস্টিকের ফুল, লাইট দিয়ে সাজাই, সুগন্ধী- এয়ারফ্রেশনার দেই, এসি লাগাই, কাঁচের কাজ করি, টাইলস দেই, চেয়ার-সোফা ভালো করি।
অনলাইনে আমার দোকান-ঘর-অফিস হলো আমার ফেইসবুক পেজ, আমার প্রোফাইল, আমার ওয়েবসাইট।
এখানে ফুল- লাইট- ঝাড়বাতি হলো কন্টেন্ট। সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে সাজাতে হবে।
অনলাইনে সুগন্ধী - এসি হলো উপকারী কন্টেন্ট, উপকারী তথ্য।
এখানে কাঁচের কাজ-টাইলস- হলো সুন্দর একটা লোগো এবং সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার। লোগো বাজে বা অস্পস্ট হলে তা কখনোই ব্রান্ড করতে পারে না। অনেক সময় শুধু লুক বাজে হবার কারণে ফুড, ফ্যাশন ইত্যাদি স্টার্টআপগুলো প্রতিদিন অসংখ্য কাস্টমার হারায়।
অনলাইন বিজনেসের ভালো গদিওয়ালা আরামদায়ক চেয়ার হলো ভালো ভিডিও। ভিডিও এখন সবচাইতে বেশি চলছে। ভিডিও কথা ও দৃশ্যর উপর সেল হৃাসবৃদ্ধি অনেকখানি নির্ভর করে।
মানুষ এগুলোর জন্যই আমার পেজে যাবে। মানুষ এগুলো দেখতেই আমার ওয়েবসাইটে সময় কাটাবে। আর বেশি সময় কাটালে বেশি পরিচিত হবে। বিশ্বাস বাড়বে। এবং এক সময় আমার থেকেই জিনিসপত্র কেনা শুরু করবে।
৩. পরিমিত ও ভদ্র ব্যবহার:
অনলাইন এবং অফলাইনের ব্যবসায় শাইন করতে হলে, চকমক ঝকঝক করতে হলে ভালো ও ভদ্র ব্যবহারের কোন বিকল্প নাই।
এর জন্য কিন্তু প্রতি কথায় জি স্যার, জি ম্যাম, জি হুজুর করে করে গলে পড়তে হবে না। মিথ্যা আশ্বাস কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দিতে হবে না।
ব্যালেন্সড আন্তরিকতাই বরংচ সবচাইতে সুন্দর।
নারীদের জন্য অবশ্য একটু বিপদ, ভালো করে সুন্দর করে কথা বললে শুধু অযাচিত প্রেমে-বিয়ের প্রস্তাব আসতে থাকে। এজন্য ব্যবসা গোছানোর সাথে সাথে বাড়তি একজন পুরুষ পার্টনার বা বিক্রয় কর্মী খুজতে থাকতে হয়।
৪. জায়গা বুঝে কাস্টমার খোজা:
দেখুন প্লেস বুঝে দোকান দিলে ছাইপাশও হু হু করে বিক্রি হতে থাকে এটাতো আমরা বুঝি।
আবার জানি ভার্সিটির পাশে বই-ফুচকার দোকান চলে ভালো। কিন্তু ভার্সিটি আর কলেজের সামনে সাধারণত ইট পাথরের দোকান ততটা চলবে না, এটাও আমরা ভালো বুঝি।
অনলাইনেও কিন্তু এমন ব্যাপার আছে। যেখানে আমার পণ্যের কাস্টমাররা ভীড় করে, ঘোরাফেরা করে আমাকে কিন্তু সেই পেজ, সেই গ্রুপই টার্গেট করে মার্কেটিং করতে হবে।
অডিয়েন্সের ইন্টারেস্ট বুঝে সেখানে ইভেন্ট করতে হবে, স্পনসর নিতে হবে, টার্গেট করে বুস্টিং করতে হবে।
৫. কাস্টমার চাহিদা বোঝা:
কাস্টমারের মন বোঝার চেষ্টা করতে হবে। তাদের আলাপ শুনতে হবে। তাদের কথা পড়তে হবে। তাদের মেসেজ চেক করতে হবে। তাদের কমেন্ট বুঝতে হবে।
তারা কি চায়?
কি সমস্যায় তারা বিরক্ত হচ্ছে?
বাড়তি কি দিলে খুশি?
এগুলো বুঝে পণ্য ও সার্ভিস হৃাস বৃদ্ধি করলে অবশ্যই ব্যবসা বা প্রতিষ্ঠান বসে থাকবে না। তুফানের গতিতে এগিয়ে যাবে ইনশা আল্লাহ।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Mega It Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mega It Farm:

Videos

Share

Nearby media companies