প্রিয় মন,
সব্বাই তোমাকে ভালোবাসবে না। কেউ কেউ ভালোবাসবে, কেউ কেউ ঘেন্না করবে। কেউ প্রশংসা করবে, কেউ নিন্দে করবে। কেউ খুব ভালো বন্ধু ভাববে, কেউ শত্রু ভেবে হিংসা করবে। কেউ খুব প্রায়োরিটি দিয়ে মাথায় তুলে রাখবে, কেউ অবহেলা করতে করতে ছুঁড়ে ফেলে দেবে। কেউ অপেক্ষা করবে, কেউ বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কেউ খবর না পেলে দুশ্চিন্তায় দুশ্চিন্তায় শুকিয়ে যাবে, কেউ বিপদে পড়েছ জেনেও পাশ কাটিয়ে চলে যাবে। কেউ না চিনেও সবটা বুঝবে, কেউ সবটা বুঝেও অচেনা হয়ে যাবে। কেউ কথা না দিয়েও সারা জীবন থেকে যাবে, কেউ সারা জীবনের কথা দিয়েও হুট করে চলে যাবে৷ কে আপন, কে প্রিয়জন, কে তোমায় আগলে রাখবে সেটা বুঝতে শিখো।🖤
#viralreelsfb #vlog #view
মানুষকে ভালোবাসতে নেই। তাদের বেশি ভালোবাসলেও সমস্যা আবার কম বা ভালো না বাসলেও তাদের সমস্যা। তাদের বেশি ভালোবাসলে তারা বিরক্ত হবে আবার কম বা ভালো না বাসলে অভিযোগ৷ করবে।তাদের প্রতি যত্নশীল হলে,তাদের রাগ জেদ অভিমান অভিযোগ সহ্য করলে, তাদের গুরুত্ব দিলেই তারা নিজেদের গুরুত্বপূর্ণ ভাবতে থাকে। তাদের জন্য এতকিছু করার পর৷ তারা আপনাকে আগলে নেওয়ার পরিবর্তে আপনাকে সস্তা ভাববে, অপমান করবে,অবহেলা করবে। আবার যদি তাদের সাথে সামান্য দুরুত্ব রেখে চলেন তখন তারাই বলবে, আপনি স্বার্থপর,অহংকারী, আপনার ego, attitude বেশি, আপনি মানুষকে ভালোবাসতে জানেন না। অথচ তারা যে আপনাকে সম্মান দিবে না, সঠিকভাবে মূল্যায়ন করবে না এতে তাদের কোনো দোষ নেই। আবার যাকে নিজের থেকেও বেশি ভালবেসে ফেলবেন, যাকে হারানোর ভয় পাবেন সেই আপনাকে বাদ দিয়ে অন্য কাওকে আগলে রাখবে। স্বার্থের দুনিয়ায় এজন্যই কাওকে ভা
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি নিজের ঘরে নিজেকে পবিত্র করে (ওজু করে) অতঃপর ফরজ সালাত আদায়ের জন্য আল্লাহর ঘরের (মসজিদে) কোন একটির দিকে হেঁটে যায়, তার এক কদম তার গুনাহ মাফ করে দেয় এবং আরেক ধাপ। তার মর্যাদা (জান্নাতে) উন্নীত করবে।"
[মুসলিম]
পৃথিবীর শ্রেষ্ট ধর্ম ইসলাম।
খুব শিগগিরই আসছে রমাদান ❤️❤️❤️❤️❤️🌸🌸🌺
ফুলকে প্রশ্ন করলাম তুমি সুগন্ধি কোথায়?
সে জবাবে বলে আমার নবির থেকে।
দুনিয়াতে আমাদের কত আয়োজন অথছ মৃত্যু এসে সব আয়োজন সমাপ্তি করে।