Boibinimoy.com - বইবিনিময়.কম

Boibinimoy.com - বইবিনিময়.কম মাত্র ১-৯% পাওয়া যাবে সব বই, কেননা এসে গ?

নতুন লুকে বইবিনিময় ডট কম, ভিজিট করেছো কী?😃
23/01/2023

নতুন লুকে বইবিনিময় ডট কম, ভিজিট করেছো কী?😃

কালকে থেকে শুরু হচ্ছে আবারো অর্ডার নেওয়া...📦মাত্র ১-৯% মূল্যে যেকোন বই, সাথে আগের মতই থাকছে ফ্রি হোম ডেলিভারী 🛵।অর্ডার ক...
19/01/2023

কালকে থেকে শুরু হচ্ছে আবারো অর্ডার নেওয়া...📦
মাত্র ১-৯% মূল্যে যেকোন বই, সাথে আগের মতই থাকছে ফ্রি হোম ডেলিভারী 🛵।
অর্ডার করতে ভিজিট করোঃ boibinimoy.com

Finally, we are coming back...🥹Hope you guys will support us as before. 💕✅ We will start taking orders from 20th January...
10/01/2023

Finally, we are coming back...🥹
Hope you guys will support us as before. 💕

✅ We will start taking orders from 20th January 2023.

03/11/2022

বেশি না, মাত্র ২-৩ জন বইপাঠকও যদি ৪-৫ হাজার করে অনুদান (ঋণ/ধার) দেন, তাহলেই আপাতত আমাদের চলবে 😃।
বইবিনিময় আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে 🥰।

29/10/2022

বেশি না, মাত্র ২-৩ জন বইপাঠকও যদি ৫,০০০ করে অনুদান দেন, তাহলেই আপাতত আমাদের চলবে 😃।
বইবিনিময় আপনাদের প্রতি চিরঋণী হয়ে থাকবে 🥰।

✅ আমাদের কীভাবে অনুদান দিবেন.
➡️ Bkash/Nagad:
01815655825
(Personal Account, Send money)
➡️Bank Account:
20502076700070400
Islami Bank Bangladesh Limited
Uttara Branch.

⛔ বিঃদ্রঃ
এতসবকিছু আপনার কাছে কনফিউজিং মনে হলে, আমাদের হেল্প লাইনে কল করুন। আমরা আপনাকে সব গুছিয়ে ব্যখ্যা করবো।
☎️ 01815655825
☎️ 01728710615
☎️ 09638635958
☎️ 09611584493
(10am - 10 pm)

✅ আমাদের মোট কত টাকার প্রয়োজন/কত অনুদান নিবো?➡️ ১৫,০০০-২০,০০০ টাকা।✅ কেন আমাদের অনুদানের প্রয়োজন?➡️ দীর্ঘদিন আমাদের কার্...
28/10/2022

✅ আমাদের মোট কত টাকার প্রয়োজন/কত অনুদান নিবো?
➡️ ১৫,০০০-২০,০০০ টাকা।

✅ কেন আমাদের অনুদানের প্রয়োজন?
➡️ দীর্ঘদিন আমাদের কার্যক্রম বন্ধ ছিলো, ফলে কোম্পানো রি-স্টার্ট করার জন্য বর্তমানে নগদ কিছু অর্থের প্রয়োজন।
পাশাপাশি বইবিনিময়ের একটি নতুন সেগমেন্ট আসছে "বইয়ের ভাগাড়"। যেটি সক্রিয় করার জন্যও প্রয়োজন নগদ অর্থের।

✅ আপনি কেন আমাদের অনুদান দিবেন?
➡️ একজন বইপাঠক হিসেবে, নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে, ডোনেট অথবা অর্থ ধার/লোন দিয়ে সাহায্য করতে পারেন।

⏩ অনুদানের ধরনঃ
📁 ১] এককালীন (ডোনেট, অফেরতযোগ্য)
সর্বনিম্ন - ৫০ টাকা।
সর্বোচ্চ - যত খুশি।

ব্যাখাঃ এটি হলো একবারে অনুদান, চিরতরে। এই অর্থ অফেরতযোগ্য। অর্থাৎ, আপনি টাকাটি পুরোপুরি কোম্পানীকে দান করছেন আজীবনের জন্য।

📁 ২] ৬ মাসকালীন (৬ মাস পর ফেরত পাবে)
সর্বনিম্ন - ৫০০ টাকা।
সর্বোচ্চ - যত খুশি।

ব্যাখাঃ এটি চিরতরে অনুদান নয়। এই অর্থ ফেরতযোগ্য। অর্থাৎ, আপনি টাকাটি পুরোপুরি কোম্পানীকে আজীবনের জন্য দান করছেন না।
বরং একটি অর্থ ধার/লোন দিয়ে সাহায্য করছেন, যেটা কোম্পানি আবার আপনাকে ৬ মাস পর ফেরত দিবে।

✅ অনুদানকারীদের জন্য কি থাকছে?
➡️ একককালীন সর্বনিম্ন ৫০০ টাকা, কিংবা ৬ মাসকালীন সর্বনিম্ন ১৫০০ টাকা অনুদান করলেই পাবেন আমাদের থেকে ছোট্ট উপহার, একটি "বইপোকা টি-শার্ট।"
এছাড়া, সকল অনুদানকারীই পাবেন সার্টিফিকেট।
এবং সকল অনুদানকারীকেই আমাদের ওয়েবসাইটে ফিচার করা হবে।

✅ আমাদের কীভাবে অনুদান দিবেন.
➡️ Bkash/Nagad:
01815655825
(Personal Account, Send money)

➡️Bank Account:
20502076700070400
Islami Bank Bangladesh Limited
Uttara Branch.

অনুদানের সময় রেফারেন্স এ আপনার নাম এবং একক/৬ মাসকালীন অনুদান, তা উল্লেখ করলেই হবে।অনুদান পাওয়ার পর আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।
এছাড়া অনুদান পাঠিয়ে আপনি নিজেই আমাদের কল করতে পারেন অথবা পেইজে ইনবক্স করতে পারেন।

অনুদানকারীদের, অনুদান পাওয়ার প্রমাণস্বরূপ বইবিনিময় কর্তৃপক্ষ স্বাক্ষরিত একটি স্লিপ দেওয়া হবে।

⛔ বিঃদ্রঃ
এতসবকিছু আপনার কাছে কনফিউজিং মনে হলে, আমাদের হেল্প লাইনে কল করুন। আমরা আপনাকে সব গুছিয়ে ব্যখ্যা করবো।

☎️ 01815655825
☎️ 01728710615
☎️ 09638635958
☎️ 09611584493
(10am - 10 pm)

⤴️ ৭৫,০০০ এর ভিতর অন্তত ৫০/৬০ হাজার টাকার বই রিটার্ন আসলেও আমরা খুশি।⤴️ নভেম্ভরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রিটার্ন আনা...
26/10/2022

⤴️ ৭৫,০০০ এর ভিতর অন্তত ৫০/৬০ হাজার টাকার বই রিটার্ন আসলেও আমরা খুশি।

⤴️ নভেম্ভরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে রিটার্ন আনা।
আমরা ইতিমধ্যে সকল পাঠকের সাথে কথা বলে রিটার্নের বিষয়টি কনফার্ম করছি।
অনেকেই কল ধরছে, কেউ কেউ ধরছে না।সকলের সহযোগীতা কাম্য।

✅ আমাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহযোগিতা করতে চাইলে, আর্থিকভাবে আমাদের সাহায্য করতে পারেন।
Bkash/Nagad:
01815655825
Bank:
20502076700070400
Islami Bank Bangladesh Limited
Uttara Branch

✅ আমরা কি কার্যক্রম বন্ধ করেছি?▶️নাহ, আমরা আমাদের কার্যক্রম কেবল সাময়িক স্থগিত রেখেছিলাম।✅ এতদিন কেন বন্ধ ছিলো?▶️ আমাদের...
20/10/2022

✅ আমরা কি কার্যক্রম বন্ধ করেছি?
▶️নাহ, আমরা আমাদের কার্যক্রম কেবল সাময়িক স্থগিত রেখেছিলাম।

✅ এতদিন কেন বন্ধ ছিলো?
▶️ আমাদের টিমের কেউই ডেডিকেটেড় টিম মেম্বার না, সবাই স্টুডেন্ট। পার্ট টাইম হিসেবে আমরা কোম্পানী তে কাজ করি।
বিগত কয়েক মাস জুড়ে টিম মেম্বাররা সবাই ব্যস্ত ছিলাম।
কারো ভার্সিটি এডমিশন, কারো টেস্ট, কারো বোর্ড এক্সাম- সবমিলিয়ে কোম্পানী চালানোর মত সাপোর্ট পাওয়া যাচ্ছিলো না।
সেজন্য বাধ্য হয়ে সাময়িক কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। তবে আমরা আশা রাখছি, ভবিষ্যতে আর এমন হবে না ইনশাআল্লাহ।

✅কবে নাগাদ কার্যক্রম শুরু হবে?
▶️ ইনশাআল্লাহ ডিসেম্বর ১০ তারিখ।
২০২০ সালের ১০ ডিসেম্বর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, সেই তারিখেই আবার রি-ওপেনিং করার প্লান রয়েছে।
বিঃদ্রঃ তবে একান্তই সম্ভব না হলে, ১ জানুয়ারী, ২০২৩ সাল থেকে কার্যক্রম শুরু করা হবে।

✅কেন এখনই কার্যক্রম শুরু করছি না?
▶️ প্রধাণত দুইটি কারণে।
১) ওয়েবসাইতে একটি বড় রকমের আপডেট আসছে। এখন থেকে বইবন্ধুরা নিজেরা সরাসরি বই পাঠককে বই ধার দিয়ে আয় করতে পারবে।
(পাশাপাশি পূর্বের পদ্ধতিও চালু থাকবে)।

২) এটি অত্যন্ত দুঃখের ব্যাপার যে, বর্তমানে বইবিনিময়ের প্রায় ৩ শতাধিক বই এখনো বইপাঠকের কাছে জমা পড়ে আছে।
নানা কারনে সেগুলো রিটার্ন আসেনি আমাদের কাছে।
হয় পাঠকের হেয়ালির কারনে, কিংবা আমাদের গাফলতির কারণে।

এই বইগুলোর বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকারও বেশি। এই বিপুল সংখ্যক বই সংগ্রহ ছাড়া আমরা কোনভাবেই কার্যক্রম পুনরায় শুরু করতে পারবো না।
আমরা শীঘ্রই এই বইগুলো পুনরায় রিটার্ন আনার ব্যবস্থা করবো।
আর আরো ভালো হয় যদি পাঠকেরা নিজে সুন্দরবন কুরিয়ারে আমাদের রিটার্ন পাঠাতে পারেন এই ঠিকানায়-

"সাফায়েত হোসাইন
বইবিনিময় ডট কম
সুন্দরবন কুরিয়ার, উত্তরা ৬ নং সেক্টর ব্রাঞ্চ
মোবাইলঃ 01815655825, 01728710615"

আমিই মিসির আলি, শেষ বিকেলের মেয়ে ও বইপোকার স্টক শেষ।কেবল কেউ কেউ হিমু ও মৃন্ময়ীর মন ভালো নেই' এই দুইটি ব্যাগের অল্পকিছু ...
06/06/2022

আমিই মিসির আলি, শেষ বিকেলের মেয়ে ও বইপোকার স্টক শেষ।
কেবল কেউ কেউ হিমু ও মৃন্ময়ীর মন ভালো নেই' এই দুইটি ব্যাগের অল্পকিছু স্টকে আছে।

অর্ডার কনফার্ম করতে চাইলে আপনার নাম, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার এবং ঠিকানা দিন।

অথবা সরাসরি অর্ডার করুনঃ
https://tinyurl.com/boibinimoy-bag

২ টি গুরুত্বপুর্ণ আপডেট 📢☑️ কিছু সংখ্যক ব্যাগপ্যাক আবারো রি-স্টক করা হচ্ছে। শীঘ্রই অর্ডার নেওয়া শুরু হবে। ২-১ দিনের মাঝে...
01/06/2022

২ টি গুরুত্বপুর্ণ আপডেট 📢

☑️ কিছু সংখ্যক ব্যাগপ্যাক আবারো রি-স্টক করা হচ্ছে। শীঘ্রই অর্ডার নেওয়া শুরু হবে। ২-১ দিনের মাঝেই।

☑️যাদের কাছে অনেক পুরনো রিটার্ন আছে, সেগুলো কালেক্ট আবারো কালেক্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যাদের কাছে এর আগেও একাধিক বার যাওয়া হয়েছে, এবারো তাদের থেকে রিটার্ন কালেক্ট করতে ব্যর্থ হলে, তাদের জরিমানা করা হবে।

রিটার্ন পার্সেলের কোন বই হারিয়ে ফেললে, অথবা কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে-
+8801815655825
+8801728710615
(10 am-10pm)

We are temporarily closed. Hopefully, After updating our website and new features, we'll be back soon with something bet...
13/05/2022

We are temporarily closed. Hopefully, After updating our website and new features, we'll be back soon with something better in the new venture

Estimated time of arrival: 15 July 2022

Stay with us, Stay with Boibinimoy.
Thank you.
-Boibinimoy.com

আগামী ২৪ তারিখ থেকে ২৬ তারিখের মাঝে, সব ব্যাগ ও নোটপ্যাড গুলো ক্রমাণ্বয়ে কুরিয়ার করা হবে ইনশাআল্লাহ। প্রায় ১ মাস পর তোমা...
23/03/2022

আগামী ২৪ তারিখ থেকে ২৬ তারিখের মাঝে, সব ব্যাগ ও নোটপ্যাড গুলো ক্রমাণ্বয়ে কুরিয়ার করা হবে ইনশাআল্লাহ।

প্রায় ১ মাস পর তোমাদের ব্যাগ পেতে হচ্ছে, এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। আশা করি পাঠকরা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ফেইসবুক পেইজে পোস্ট, স্টোরি ইত্যাদির মাধ্যমে বার বার দেরি হওয়ার কারণ উল্লেখ করলেও কিছু কাস্টমার একটু বেশিই ক্ষেপে গিয়েছিলেন, অনেকে অনেক কথা শুনিয়ে মেসেজ,পোস্ট ও কমেন্ট করেছেন।

তাদের দোষ আমরা দিতে চাই না, ৭ দিনের পার্সেল, ১ মাস পর পেতে কার ভালো লাগে, বলো?
তবুও, আশা করি সবাই আমাদের পাশে থাকবেন।
দেরি হওয়ার জন্য আবারো দুঃখিত।

📢 কেউ যদি কোন ব্যাগ/নোটপ্যাড এর অর্ডার ক্যানসেল করতে চান, আগামী ১২ ঘন্টার মাঝে +8801815655825 এই নাম্বারে কল করে ক্যানসেল করুন।

এবারের ২০২২ বইমেলায় বিক্রি হয়েছে ৫২ কোটি টাকার বই।আর করোনার আগের সর্বশেষ বইমেলা, অর্থাৎ ২০২০ বইমেলায় বিক্রি ছিলো ৮২ কোটি...
17/03/2022

এবারের ২০২২ বইমেলায় বিক্রি হয়েছে ৫২ কোটি টাকার বই।
আর করোনার আগের সর্বশেষ বইমেলা, অর্থাৎ ২০২০ বইমেলায় বিক্রি ছিলো ৮২ কোটি টাকা...

অর্থাৎ, বই বিক্রি কি আগের চেয়ে কমেছে?
উহু, মোটেই না।
গতবছরের এলোপাতাড়ি বইমেলায় বিক্রি ছিলো মাত্র সাড়ে ৩ কোটি টাকা।
সেই তুলনায় ভালোই ঘুরে দাড়িয়েছে এবারের বই মেলার প্রকাশনীগুলো।

২০২২ এ বিক্রিঃ ৫২ কোটি টাকার বই
২০২১ এ বিক্রিঃ ৩.৫ কোটি টাকার বই
২০২০ এ বিক্রিঃ ৮২ কোটি টাকার বই

সমস্ত ক্রেডিট কেবল তোমাদের মত পাঠকদের 😎।

12/03/2022

তোমরা অনেকেই পেইজে ইনবক্স করছো, ইমেইল করছো, কল করছো - যে ব্যাগ/নোটপ্যাড বা বই পাবে কিনা?
-জ্বি ভাইয়া পাবে, অবশ্যই পাবে।
আশা করছি অতি শীঘ্রই অফিসে পূর্বের অবস্থা ফিরে আসবে।
কার্যক্রম পুনরায় স্বাভাবিক হলে ইনশাআল্লাহ অতি দ্রুতই তোমাদের সবার পার্সেল কুরিয়ারে দেওয়া হবে।
হয়তো আর সর্বোচ্চ ১ সপ্তাহ লাগবে।

বিঃদ্রঃ প্রচুর পরিমানণ মেসেজ ও কল আসছে, সবার টা রিপ্লাই করা সম্ভব না হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত 😔।

09/03/2022

অফিসে জ্বরের প্রাদুর্ভাব দেখা দেওয়ায়, করোনা সংক্রমণ সন্দেহে বইবিনিময় ডট কম এর সকল কার্যক্রম আপাতর স্থগিত আছে।
বই ডেলিভারী অথবা রিটার্ন, ব্যাগ ডেলিভারী ও নোটপ্যাড ডেলিভারী সবকিছু এজন্য আটকে আছে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শীঘ্রই ডেলিভারী ও রিটার্ন শুরু হবে।
সবাইকে ধৈর্য্য ধরার আহবান।

04/03/2022
দুঃখিত, দুঃখিত, দুঃখিত 😥😥তোমরা যারা ব্যাগ অর্ডার করেছো দ্বিতীয় কিস্তিতে, তারা এখনো ব্যাগ হাতে পাওনি।এজন্য আমরা আন্তরিকভা...
02/03/2022

দুঃখিত, দুঃখিত, দুঃখিত 😥😥
তোমরা যারা ব্যাগ অর্ডার করেছো দ্বিতীয় কিস্তিতে, তারা এখনো ব্যাগ হাতে পাওনি।
এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যদিও আমাদের ডেলিভারী শুরুর কথা ছিলো ২৬ তারিখ থেকে, কিন্তু কারখানার কিছু সমস্যার কারণে ব্যাগের স্টকে শর্টেজ ছিলো। যার ফলে ব্যাগগুলো কারখানা থেকে প্রিন্টিং এর জন্য যেতে পারেনি।

আলহামদুলিল্লাহ আজ সকল ব্যাগ প্রিন্টিং হাউজে পৌচেছে। প্রিন্ট হয়ে আমাদের অফিসে আসা মত্র আমরা সকল ব্যাগ কুরিয়ার করে দিবো ইনশাআল্লাহ।

নোটবুকের ব্যবহার আমাদের সবসময়ই করা হয়ে থাকে। বিভিন্ন জিনিস নোট করে রাখতে এর চেয়ে কনভিনিয়েন্ট আর কিছু নেই। কিন্তু কেমন হয়...
28/02/2022

নোটবুকের ব্যবহার আমাদের সবসময়ই করা হয়ে থাকে। বিভিন্ন জিনিস নোট করে রাখতে এর চেয়ে কনভিনিয়েন্ট আর কিছু নেই। কিন্তু কেমন হয় যদি সেই গুরুত্বপূর্ণ নোটবুকটি আমাদের মত বইপ্রেমীদের জন্য স্পেশালি তৈরি করা হত?
এজন্যই আমরা প্রাথমিকভাবে নিয়ে আসলাম দুইটি সুন্দর ডিজাইনের নোটবুক:

১. সাজিদরা পথ হারায় না
২. আমি মিসির আলি নই

স্টক খুবই সীমিত। আসলেই অনেক সীমিত! তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলার জন্য অবগত করা হলো।

Anyway,আশা করি নোটবুকগুলো সবার পছন্দ হবে। নিচে নোটবুক সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া হলো:

সাইজ: A5
কাভার: ২৫০ GSM
(এর উপরে আরো একটি এক্সট্রা প্লাস্টিক কাভার দেওয়া আছে)
কাগজ: ৮০ GSM
পৃষ্ঠা: ১৫০
বাইন্ডিং: স্পাইরাল বাইন্ডিং
রেগুলার মূল্য: ১৭০ টাকা
ছাড় মূল্য: ১৪৯ টাকা

অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্টে দেওয়া গুগল ফর্ম টি ফিলআপ করেও অর্ডার করতে পারেন।

Address

Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Boibinimoy.com - বইবিনিময়.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boibinimoy.com - বইবিনিময়.কম:

Videos

Share