Islamic Book Centre

Islamic Book Centre শুধুমাত্র ইসলামি বইয়ের অর্ডার নেওয়া হয়। আপনার পছন্দের বইটি অর্ডার করতে আমাদের পেইজে মেসেজ করুন।
(1)

02/01/2024

" অসম্ভব জেনেও আমি চাইবো,
কারন আমার রব রহমান, তার কোন অভাব নেই।

চাওয়া টা তো শুধুই আমার রবের নিকটে ইন শা আল্লাহ।
আর চাইতে পারা রবের দুয়ারে কড়া নাড়া এটাই অনেক বড় নেয়ামত।

আর দেবেন কি দিবেননা,সেটা উনার হেকমত। আমার প্রচেষ্টা আমি অব্যহাত রাখবো ইনশা'আল্লাহ!
কেননা হতাশা আমাদের জন্য হারাম।

দুয়ার উত্তর নিয়ে চিন্তা করবেন না, যতক্ষণ আল্লাহ আপনাকে দুআ করার ক্ষমতা দেন, এটি তাঁর রহমতের চিহ্ন। "

— উমর ইবনে খাত্তাব (রা.)

সমকালীন প্রকাশনীর ৬ বছর পূর্তি উপলক্ষ্যে সব বইয়ে ৫০% ছাড়। সময় সীমিত। দ্রুত আপনার পছন্দের বইগুলো অর্ডার করুন Islamic Book...
22/12/2023

সমকালীন প্রকাশনীর ৬ বছর পূর্তি উপলক্ষ্যে সব বইয়ে ৫০% ছাড়। সময় সীমিত। দ্রুত আপনার পছন্দের বইগুলো অর্ডার করুন Islamic Book Centre পেইজ থেকে।💟

20/12/2023

আলোচনা সাপেক্ষ:
আজ সারাদিন অর্ডার করলেই ডেলিভারি চার্জের সাথে ২০০-২৫০৳ মূল্যের ১টি বই একদম ফ্রী!

নূন্যতম অর্ডার: ১০০০৳

19/12/2023

আপনাকে ১টি বই উপহার দিলে কোনটি নিতে চাইবেন?

09/12/2023

'কোনো বান্দা অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করলে এর ছাপ তার আমলে দেখা যায়। আর কোণো বান্দার প্রত্যাশা বৃদ্ধি পেলে সে মন্দ আমল করতে থাকে।'
— হাসান (রহ.)
সূত্র: তাবিয়িদের চোখে দুনিয়া, পৃঃ ৯৭

08/12/2023

'মানুষের সামনে দুমুখো হয়ো না। মানুষের সামনে দেখাচ্ছ, তুমি আল্লাহকে ভালোবাসো, আর তারাও তোমার কথা শুনে প্রশংসা করছে; অথচ বাস্তবে তোমার অন্তরে উল্টো চিত্র ভাসছে।'
— মুহাম্মাদ ইবনু আবু আয়েশা (রহ.)
সূত্র: শুআবুল ঈমান, ৫/৩৬০

শিশু কিশোরদের নিয়ে লেখা অসাধারন একটা বই- প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।বিখ্যাত লেখক ইয়াহইয়া ইউসুফ নদবীর লেখা ...
08/12/2023

শিশু কিশোরদের নিয়ে লেখা অসাধারন একটা বই- প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

বিখ্যাত লেখক ইয়াহইয়া ইউসুফ নদবীর লেখা শিশু কিশোর সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১০টি খণ্ড একত্রে এখানে সন্নিবেশিত হয়েছে। একজন মানুষকে ভালবাসতে হলে সেই মানুষটির সম্পর্কে জানতে হয়। যত বেশী জানবেন তত বেশী ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। আর তাই উনার বিষয়ে হাজার হাজার কিতাব প্রতিনিয়ত রচিত হলেও যেন পুরোটা জানা হয়নি, যেন আরো কিছু নতুন করে জানলাম, যেন তারপরও কিছু বাকী রয়ে গেল। আশা করি এই কিতাবটিও আমাদের রাসূলকে আরো বেশী ভালোবাসার, আরো বেশী জানার আঞ্জাম জোগাবে। বইটি ছোটদের জন্য লেখা হলেও মূলত ছোট-বড় সবার জন্যই এটি পাঠ্য হতে পারে।

বই: প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লেখক : ইয়াহইয়া ইউসুফ নদভী
বিষয়: সীরাতে রাসূল (সা.)
পাঠক শ্রেণি: শিশু কিশোর
প্রকাশনী : মাকতাবাতুল আশরাফ

© আবু হাসানাত

07/12/2023

যে কেউ বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। যাকে তাকে বন্ধু বানানোও ঠিক নয়। মনে রাখবেন, খারাপ বন্ধুর চেয়ে বন্ধুহীন উত্তম। বন্ধুহীন চেয়ে প্রকৃত পূণ্যবান বন্ধু উত্তম।

বই: বেস্ট ফ্রেন্ড
লেখক: মুহাম্মদ নুরুল ইসলাম।

study corner 💛🧡P©
30/11/2023

study corner 💛🧡

29/11/2023

একমাত্র কা"ফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।"🤍

(সূরা ইউসুফ-৮৭)

জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ নেয়ামত হল মহামহিম রব আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তায়ালাকে দেখে সেদিন তাদের হ...
26/11/2023

জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ নেয়ামত হল মহামহিম রব আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তায়ালাকে দেখে সেদিন তাদের হৃদয় শিহরিত হবে, তাদের চক্ষু প্রশান্ত হয়ে যাবে। মহা আনন্দের সাথে উপভোগ করতে থাকবে তারা সেই অনুপম দৃশ্য।

বই: মহিমান্বিত সালাত
মূল: আবদুর রাজ্জাক আল বদর
অনুবাদ: জমীর মাসরুর

26/11/2023

যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উত্তর দিবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে!!
সুবহানাল্লাহ-❤️‍🩹

- [আবু দাউদ: ৫২৭]

26/11/2023

'পরিপূর্ণ মানসিক শান্তি' একমাত্র আল্লাহর
দিকেই রয়েছে!"🖤
__ [সূরা:রাদ- আয়াত :২৮]

21/11/2023

"ফা'ইন্নামা আল উসরি ইউসরা,ইন্নামা আল উসরি ইউসরা"
অর্থঃ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি,অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।
(সুরা ইনশিরাহ,আয়াত ৫-৬) ।💗🖤

19/11/2023

“আমার সঙ্গী হবেন ? বিনিময়ে আপনাকে আমি একশোটি উট প্রদান করবো !” - ফাতেমা বিনতে মোরবা নামক এক ই'হুদী সুন্দরী বললো।

সুন্দরী যুবতীটি যাঁর দিকে তাকিয়ে আছে , তাঁর চেহারা লাবণ্যে ঝলমল করছে। সুদর্শন এই যুবকের নাম আব্দুল্লাহ। মনটাও তাঁর আশ্চর্য সুন্দর। লোভনীয় প্রস্তাবে তাঁর কোনো আগ্রহ দেখা গেলো না। তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়ে একটি কবিতা পাঠ করলেন।

বললেন- “হারাম অপেক্ষা মৃত্যু শ্রেয়। আপনি যা বলছেন , তা অবৈধ ও অপূরণযোগ্য। কী করে সম্ভব অন্যায় কামনা পূর্ণ করা। যারা পবিত্র , তারা স্বীয় সম্ভ্রম ও চরিত্র রক্ষা করে।”

~ মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বই থেকে

17/11/2023

শীঘ্রই আপনি তা পেয়ে যাবেন যেটার জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছেন!
ইনশাআল্লাহ 🤲

16/11/2023

আকাশ পরিমাণ অনিশ্চয়তার মধ্যে 'আল্লাহ ভরসা' আর 'আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন'
এই দুইটা কথা আমাকে অনেক বেশি স্বস্তি দেয়!

''ইনশাআল্লাহ, সবকিছু ঠিক হয়ে যাবে''❤️

আল্লাহ দিতে কতক্ষণ? 🤲
14/11/2023

আল্লাহ দিতে কতক্ষণ? 🤲

13/11/2023

মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বুঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান!

- হযরত আলী (রাঃ)

বই: বুকপকেটে প্রেমপত্র শায়েখ আতিকুল্লাহ হাফি:
13/11/2023

বই: বুকপকেটে প্রেমপত্র
শায়েখ আতিকুল্লাহ হাফি:

এমন বই কার কার আছে?!
12/11/2023

এমন বই কার কার আছে?!

11/11/2023

তর্ক করে স্ত্রীর সাথে জয়ী হওয়ার চেষ্টা করবেন না কখনো৷ তর্কে জয়ী হতে চাওয়াটা মেয়েলী স্বভাব। আপনি একটা বললে ওরা দশটা বলবে। এভাবে কথা বাড়তেই থাকবে। তার চেয়ে স্ত্রীকেই কথা বলার সুযোগ দিন। সে যখন দেখবে কবি নীরব, তখন আর বেশিক্ষণ বকবক করার স্কোপ পাবে না। একসময় নিজেই রণেভঙ্গ দিয়ে বলবে, ধুত্তোরি! আমি কি ম*রা মানুষের সাথে কথা বলছি!
রাগ কমে গেলে তার হাতে হাত রেখে বলুন, তুমি যতই আমাকে ঝাড়ি দাও না কেন, এই হাত আমি ছাড়ব না। একেবারে জান্নাত অবধি ধরে রাখব শক্ত করে।
দেখবেন, সে তখন অন্তর থেকেই একটা অনুশোচনা বোধ করতে থাকবে। মনে মনে ভাববে, মানুষটাকে হুদাই বকাঝকা করলাম। প্রত্যুত্তরের চেয়ে নীরব থাকা সাংসারিক লাইফে অনেকটা মাখনের মতো কাজ করে।

~ জাকারিয়া মাসুদ ভাই

ইনশাআল্লাহ
09/11/2023

ইনশাআল্লাহ

08/11/2023

মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
আপনার ভালো ব্যবহারটাও সাদকাহ হিসেবে গণ্য হতে পারে ।

“সুন্দর কথা সদকা স্বরূপ”।
____ (সহীহ বুখারীঃ২৭০৭)

06/11/2023

কিসের এতো অ'ভি'যো'গ ?

- দিন শেষে যে মহান আল্লাহ্ (ﷻ) পরিপূর্ণ সুস্থতা, হায়াত এবং সম্মানিত রিজিকের সাথে জীবিত রেখেছেন এটাই তো অনেক অনেক বড় নিয়ামত।
আলহামদুলিল্লাহ্‌!

কোনো একদিন আপনি আর আমি 🥰🥰
06/11/2023

কোনো একদিন আপনি আর আমি 🥰🥰

02/11/2023

গুপ্তধন পেতে হলে তোমাকে পবিত্র পথ অনুসরণ করতে হবে। সৃষ্টিকর্তা সবার জন্য এক একটা পথ তৈরি করে রেখেছেন।
তোমাকে শুধু পবিত্র পথ গুলো অনুসরণ করতে হবে ।

বই : দ্যা আলকেমিস্ট
~পাওলো কোয়েলহো।

01/11/2023

_মা পৃথিবীর শ্রেষ্ঠ
নিয়ামত💜

হে আল্লাহ আপনি সকলের দোয়া কবুল করুন, আমীন।
01/11/2023

হে আল্লাহ আপনি সকলের দোয়া কবুল করুন, আমীন।

01/11/2023

“ব্যাপারটা অদ্ভুত না? একজনের 'মৃত্যু নিশ্চিত' ঘোষণা হয়ে গেছে, তার পূর্বসূরিরাও ইতোমধ্যে দুনিয়া ছেড়ে চলে গেছে, তাও সে খেলতামাশায় ব্যস্ত!”
— হাসান বাসরি (রহ.)

(আল-মুজালাসাহ ওয়া জাওয়াহিরিল ইলম, ৮৪৩)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Book Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share