20/11/2023
খ্যাতিমান লেখক ড. ইউসুফ আল কারযাবি (রাহিমাহুল্লাহ) রচিত হালাল হারামের বিধান বইটি অত্যন্ত উপকারী ও সাধারণদের জন্য একপ্রকার অবশ্যপাঠ্য একটি গ্রন্থ। বিশ্বের অনেক স্বনামধন্য স্কলার ও অসংখ্য আলিম এ বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পাশাপাশি মুসলিম সমাজে এ বইটির গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এর কারণ সম্ভবত এটা যে, শুধু হালাল-হারামের ওপর রচিত এমন সতন্ত্র বই ইতোপূর্বে কখনো রচনা করা হয়নি; যেমনটি লেখক দাবি করেছেন। তাই সঙ্গত কারণেই মুসলিম সমাজে বইটি ব্যাপকভাবে সমাদৃত।
এ বইতে প্রতিটি মুসিলমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়েছে; তাছাড়া একজন মুসলিমের মনে বিভিন্ন সময় হালাল-হারাম সম্পর্কে নানা প্রশ্ন জাগে যে, আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম? এইটা হারাম, কিন্তু ওইটা হালাল হওয়ার কারণ কী? সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে।
বই : হালাল-হারামের বিধান
লেখক : ড. ইউসুফ আল কারযাবি
ভাষান্তর : উস্তায আসাদুল্লাহ ফুয়াদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন