সমকালীন প্রকাশন

সমকালীন প্রকাশন ইসলামের বার্তাসমুহ সমসাময়িক কাল, পরি?
(172)

পৃথিবীতে ইসলামের পুনঃপ্রতিষ্ঠা চৌদ্দশত বছর আগে হয়ে থাকলেও, এর বার্তা সামসময়িক কাল, পরিবেশ এবং পরিস্থিতিতেও মানবজাতির জন্য সমানভাবে কার্যকর। মানবসৃষ্ট ধর্মসমুহ সেকেলে হয়ে পড়লেও, ইসলামের বাণী বর্তমান সময়েও প্রতিটি দৃষ্টিকোণ থেকেই সম্পু্র্ণরুপে আধুনিক এবং প্রাত্যহিক জীবনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

ইসলামের বার্তাসমুহ সমসাময়িক কাল, পরিস্থিতি এবং বাস্তবতায়ও মানবজাতিকে কীভাবে আলোর পথে, শান্তির পথে এব

ং কল্যাণের পথে ধাবিত করতে পারে সেসব বিষয়ে গবেষণামূলক কিছু কাজ চিন্তাশীল পাঠকদের নিকট তুলে ধরতেই সমকালীন প্রকাশনের পথচলা।

খ্যাতিমান লেখক ড. ইউসুফ আল কারযাবি (রাহিমাহুল্লাহ) রচিত হালাল হারামের বিধান বইটি অত্যন্ত উপকারী ও সাধারণদের জন্য একপ্রকা...
20/11/2023

খ্যাতিমান লেখক ড. ইউসুফ আল কারযাবি (রাহিমাহুল্লাহ) রচিত হালাল হারামের বিধান বইটি অত্যন্ত উপকারী ও সাধারণদের জন্য একপ্রকার অবশ্যপাঠ্য একটি গ্রন্থ। বিশ্বের অনেক স্বনামধন্য স্কলার ও অসংখ্য আলিম এ বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পাশাপাশি মুসলিম সমাজে এ বইটির গ্রহণযোগ্যতা ও পাঠকপ্রিয়তা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এর কারণ সম্ভবত এটা যে, শুধু হালাল-হারামের ওপর রচিত এমন সতন্ত্র বই ইতোপূর্বে কখনো রচনা করা হয়নি; যেমনটি লেখক দাবি করেছেন। তাই সঙ্গত কারণেই মুসলিম সমাজে বইটি ব্যাপকভাবে সমাদৃত।
এ বইতে প্রতিটি মুসিলমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়েছে; তাছাড়া একজন মুসলিমের মনে বিভিন্ন সময় হালাল-হারাম সম্পর্কে নানা প্রশ্ন জাগে যে, আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম? এইটা হারাম, কিন্তু ওইটা হালাল হওয়ার কারণ কী? সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে।
বই : হালাল-হারামের বিধান
লেখক : ড. ইউসুফ আল কারযাবি
ভাষান্তর : উস্তায আসাদুল্লাহ ফুয়াদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন

20/11/2023

আমি জানি শয়তান মুমিনদের মাঝে বিরোধ লাগিয়ে দিতে চায়। আমি কখনো আমার মুসলিম ভাইদের বিরুদ্ধে শয়তানের সাহায্যকারী হবো না।
= ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[মাজমূউল ফাতাওয়া: ৩/২৭১]

একটি মহিলা মাদরাসার পাঠাগারে এক গুচ্ছ  সমকালীন!সমকালীন প্রকাশন, শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।
19/11/2023

একটি মহিলা মাদরাসার পাঠাগারে এক গুচ্ছ সমকালীন!

সমকালীন প্রকাশন,
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।

19/11/2023

"মেঘ রোদ্দুর বৃষ্টি" একটি সুন্দর, ঝরঝরে গল্পের বই।

পড়েছেন?

আলহামদুলিল্লাহ, কিয়ামতের আলামত বইটির প্রথম মুদ্রণ শেষ।
18/11/2023

আলহামদুলিল্লাহ, কিয়ামতের আলামত বইটির প্রথম মুদ্রণ শেষ।

18/11/2023

'সালেম' গল্পটি পড়ে কেউ কাঁদেননি এমন কেউ আছেন?..
মা, মা, মা এবং বাবা

18/11/2023

মা, মা, মা এবং বাবা বইটি কতবার পড়েছেন?

18/11/2023

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "তোমাদের পূর্ববর্তীদের মাঝে যত মারাত্মক রোগ ছিলো, সেগুলো তোমাদের মাঝে চলে এসেছে। হিংসা এবং রেষারেষি সবকিছুকে মুণ্ডিয়ে ফেলে। মুণ্ডানো দ্বারা উদ্দেশ্য চুল মুণ্ডানো নয় বরং দ্বীনকে মুণ্ডিয়ে দেয়া।" ..
তিরমিজি

বেলা ফুরাবার আগে পড়ার পর একজন পাঠকের অনুভূতি... বইটি পড়েছেন?
18/11/2023

বেলা ফুরাবার আগে পড়ার পর একজন পাঠকের অনুভূতি...

বইটি পড়েছেন?

"যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ্‌ তাকে এর থেকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন।"বই - জীবন পথে সফল হতেলেখক - শাই...
17/11/2023

"যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ্‌ তাকে এর থেকে উত্তম প্রতিদান দিয়ে থাকেন।"

বই - জীবন পথে সফল হতে
লেখক - শাইখ আব্দুল কারীম বাক্কার হাফিযাহুল্লাহ
ভাষান্তর - আব্দুল্লাহ মজুমদার

17/11/2023

সমকালীন প্রকাশনের "বায়তুল্লাহ : প্রস্তুতি, বিধান ও সফরনামা" বইটা পড়েছেন?

17/11/2023

সমকালীন প্রকাশনের নতুন তিনটা বই কে কে পড়েছেন?

১. কিয়ামতের আলামত
২. ভ্রান্তির সমাধি
৩. আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ।

16/11/2023

প্রতি জুমাবারে সুরাহ কাহাফ পাঠকারীদের জন্য থাকবে বই উপহার।

উপহার পাবেন মোট তিনজন।
পাঠ শেষ করে কমেন্টে 'কমপ্লিট' লিখবেন শুধু।

তাহলে শুরু করে দিন ইন শা আল্লাহ।

ছবির বাক্যটি ভালোভাবে পড়ে দেখুন।..**ফেরা সিরিজ ও জীবন যদি হতো নারী সাহাবীর মতো বইগুলো দ্রষ্টব্য  ছবি : সংগৃহীত
16/11/2023

ছবির বাক্যটি ভালোভাবে পড়ে দেখুন।..
**ফেরা সিরিজ ও জীবন যদি হতো নারী সাহাবীর মতো বইগুলো দ্রষ্টব্য

ছবি : সংগৃহীত

গল্পের ভেতরেও গল্প থাকে, পরিচ্ছেদের ভেতরেও থাকে উপ-পরিচ্ছেদ। এই গল্পটা একেবারে ডুবে যাওয়ার গল্প নয়, বরং ডুবতে ডুবতে হঠাৎ...
16/11/2023

গল্পের ভেতরেও গল্প থাকে, পরিচ্ছেদের ভেতরেও থাকে উপ-পরিচ্ছেদ। এই গল্পটা একেবারে ডুবে যাওয়ার গল্প নয়, বরং ডুবতে ডুবতে হঠাৎ মাঝ-সাগরে জাহাজের মাস্তুল পেয়ে যাবার মতোই। এই গল্পটি হারিয়ে যাবার গল্প নয়, বরং নিজেকে নতুনভাবে ফিরে পাবার উপাখ্যান।
-
দুজন হিন্দু বোন, যারা আশৈশব দেব-দেবীর পূজো-অর্চনা করেছে, মণ্ডপে যারা নিবেদন করেছে গভীর অনুরাগের নৈবেদ্য, তারা কোন জাদুকরী মন্ত্রে খুঁজে পেল ইসলাম? মন্দিরের ঘণ্টার শব্দ, পূজো-পার্বনের কীর্তনের সুর যাদের রক্তে মেশা, তারা কেনই-বা মগ্ন হলো মিনার থেকে ধেয়ে আসা আযানের ধ্বনিতে? ‘ফেরা-২’ এমনই এক যাপিত-জীবনের উপাখ্যান । মনিকা থেকে আয়িশা আর নীলম থেকে মারইয়াম হয়ে ওঠার এক অশ্রুসজল গল্প।
-
বইয়ে আয়িশার দুআগুলো ছিল অন্তরে প্রভাব ফেলার মতো । সে দুআগুলো থেকে একজন পাঠক খুঁজে পাবে ঈমান বৃদ্ধির উপকরন আর তাওয়াক্কুলের শিক্ষা ।
তবে একটা অপূর্নতা রয়ে গিয়েছে মনে হয়েছে । সেটা হচ্ছে, আয়িশার বিয়ের পর মারইয়ামের কি হয়েছিল সেটা বইয়ে আসেনি । সে কি দ্বীনের উপর অটল ছিল নাকি বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছিল?!

ফেরা ২

কার্টিসি : এম সিফাত হাসান

14/11/2023

বই : তিনিই আমার প্রাণের নবি ﷺ
নবিজির ব্যাথা ও যন্ত্রনা কিছুটা কমে আসে। তিনি তাঁর ঘর থেকে বের হন। সাহাবিগণ তখন সালাত আদায় করছিলেন। স্নিগ্ধ ও উজ্জ্বল চেহারায় নবিজি ﷺ বের হলেন। তাঁর জীবন-সাধনার সফল দৃশ্যটির প্রতি শেষবারের মত তিনি চোখ বুলিয়ে নিতে চাইলেন। তিনি ভাবলেন, এরা সকলেই মূর্তিপূজক ছিল। অথচ আজ মহামহিম আল্লাহর দরবারে সিজদা করছে। একটি পবিত্র আনন্দ তার চোখেমুখে উদ্ভাসিত হলো, তার পবিত্র মুখে বিজয় ও শুকরিয়ার স্নিগ্ধ হাসি ফুটে উঠল।
সাহাবগিণ নবিজিকে কিছুটা সুস্থ দেখে আবেগে এতটাই উদ্বেলিত হয়েছিলেন যে, তারা খুশি ও আনন্দে নামাজ ভঙ্গ করার উপক্রম করেছিলেন। সেই পবিত্র হাসি আবার তাঁদের মাঝে ফিরে এসেছে, যা কিছুদিন অদৃশ্য ছিল।
নবিজি ﷺ ঘরে ফিরে আসেন। কিন্তু হঠাৎই ব্যাথা আগের চেয়ে শক্তিশালী হয়। মা আয়িশা অপেক্ষায় ছিলেন। নবীজি তার কোলে মাথা রাখলেন আর বললেন-—‘বরং পরম বন্ধুর সান্নিধ্য চাই, বরং পরম বন্ধুর সান্নিধ্য চাই।’ অতঃপর তিনি...

সমকালীন প্রকাশন
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান

14/11/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

ইদানীং আপনারা কোন বইগুলো পড়ছেন?

এখন আপনাদের যে গল্পটা শােনাব, তা এক দরিদ্র যুবকের। এটা এতই বিস্ময়কর একটি ঘটনা যে, তার মুখে না শুনলে আমি কখনাে বিশ্বাসই ...
13/11/2023

এখন আপনাদের যে গল্পটা শােনাব, তা এক দরিদ্র যুবকের। এটা এতই বিস্ময়কর একটি ঘটনা যে, তার মুখে না শুনলে আমি কখনাে বিশ্বাসই করতাম না। দামেশকের এক গ্রামে যুবকটির ছােট্ট একটি বইয়ের দোকান ছিল। এটাই তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। যুবকটি তখনাে অবিবাহিত। যৌবনের তাড়নায় নিজেকে আর কোনােভাবেই ধরে রাখতে পারছিল না সে। একদিন পাশের গ্রামের এক পতিতার সাথে তার দেখা হলাে। মেয়েটা মিষ্টি কথা আর রূপ-লাবণ্যে যুবকের মন জয় করে নিল। খারাপ কাজে রাজি করিয়ে ফেলল মুহূর্তের মাঝে। যুবকটি তখন দোকানপাট সব বন্ধ করে মেয়েটার পেছন পেছন রওনা দিলাে। উল্লেখ্য, কয়েক বছর আগে যুবকটি হজ করেছে। হাঁটতে হাঁটতে তার হজের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, 'আল্লাহর কসম! আমি আমার হজটিকে মাটি করতে পারব না।’ যেই কথা সেই কাজ। সে ঐ মেয়েটিকে রেখে সােজা বাড়ি ফিরে আসে।
এই যুবক যা করেছে আল্লাহর ভয় এবং আনুগত্যের কারণেই করেছে। পরদিন সকালে সে আবার দোকান খুলে বসে। আশ্চর্যজনকভাবে সেদিন দোকানে এলাে এলাকার নেতৃস্থানীয় একজন ভদ্রলােক। এসেই জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ?
যুবক উত্তর দিলাে, ‘জি না!’
লােকটি বলল, বিয়ের উপযুক্ত একটি মেয়ে আছে আমার। তােমার পরিবারের লােকদের এসে দেখে যেতে বলাে। যুবক মনে মনে ভাবল, ‘নিশ্চয়ই মেয়েটির কোনাে সমস্যা আছে। তা না হলে বাবা নিজেই প্রস্তাব দেবে কেন?’
বাড়ি ফিরে সে পরিবারের লােকদেরকে মেয়ের বাড়িতে পাঠাল। উদ্দেশ্য ছিল তারা গিয়ে পছন্দ হলে প্রস্তাব দিয়ে আসবে। মেয়েটিকে পছন্দ হয়েছিল তাদের। ফলে কিছুদিনের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল।
এক মাস যেতে না যেতেই যুবকটির শ্বশুর তাকে ব্যাবসায়িক অংশীদার করে নেয়। চিন্তা করুন, গ্রামের সামান্য দোকানদার মাত্র কয়েক দিনের ব্যবধানে বড় ব্যবসায়ী হয়ে ওঠে কী বিস্ময়করভাবে!
সেই ভদ্রলােক দুনিয়া থেকে বিদায় নিয়েছে বহু বছর হয়ে গেছে। কিন্তু যুবক আজ বড় বড় ব্যবসায়ীর সাথে বাণিজ্যিক পার্টনার হিসেবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আল্লাহর আনুগত্যের কারণেই আল্লাহ তার নগদ বিনিময় দান করেছেন। একজন উম্মত হয়ে সে ইউসুফ আলাইহিস সালামের তাকওয়ার স্মৃতি জাগ্রত করেছিল। লাস্যময়ী নারীর আবেদনের সামনে যুবকটি উচ্চারণ করেছিল সেই অমর বাণী—
‘আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, তিনি আমার রব। তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় সীমালঙ্ঘনকারীরা সফলকাম হয় না।’ [সুরা ইউসুফ, আয়াত : ২৩]
এভাবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি আচারে-উচ্চারণে আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। যেকোনাে হারাম কাজের মুখােমুখি হলে আল্লাহর হুকুমের সামনে নত হােন। আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যের ফলে ধন-সম্পদ আপনার কাছে দ্বিগুণ, তিনগুণ, শতগুণ হয়ে আসতে থাকবে।
-
"তিনিই আমার রব" (দ্বিতীয় খণ্ড) বই থেকে...

©M Sifat Hasan

12/11/2023

নফসের ধোঁকা সবচেয়ে বড় ধোঁকা।

10/11/2023

সমকালীন প্রকাশনের সিরাতে বিষয়ক বই :

১. নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
২. তিনিই আমার প্রাণের নবি
৩. কে উনি?
৪. নবি জীবনের গল্প
৫. সিরাজাম মুনিরা

কোনটা পড়েছেন?

10/11/2023

হাঁটতে হাঁটতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।'

এ কথা শুনে মুআযের হৃৎকম্পন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।

এরপর নবিজি তার কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।

কতটা কষ্ট আর হৃদয় পোড়ার বেদনা লুকিয়ে আছে ‘আমার কবরের পাশ দিয়ে’ কথাটির মাঝে!
বই : তিনিই আমার প্রাণের নবি (সা.)
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফী

08/11/2023

রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা... ..
মা, মা, মা এবং বাবা

নিশ্চয়ই কিয়ামত অতি নিকট। অথচ আমরা কতই উদাসীন! আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা,...
08/11/2023

নিশ্চয়ই কিয়ামত অতি নিকট। অথচ আমরা কতই উদাসীন! আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা, মনগড়া প্রথা ও প্রচলিত অপব্যাখ্যায় আক্রান্ত আমাদের অনেকেই। কিয়ামত সম্পর্কে
মুসলিম জীবনের সকল গুরুতর সমস্যা নিরসন সম্পর্কে বিশুদ্ধ ও পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে বহু মুসলিম আজ পথভ্রষ্টতায় নিমজ্জিত। ঈমান-আমলে ও আকিদা সব যেন হারাতে বসেছে আমাদের এই প্রজন্ম।

মুসলমানদের এসকল গুরুতর সমস্যা নিরসনে সম্পুর্ণ কুরআন ও হাদিসের বলোকে লেখা " কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা"।

এই বইয়ে যা যা পাওয়া যাবে :
👉মাহদি ও ঈসা (আ) এর আগমন
👉দাজ্জালের ভয়াবহ ফিতনা
👉ইয়াজুজ-মাজুজের বিপর্যয়
👉দাব্বাতুল আরবের আর্বিভাব
👉কিয়ামতের নিদর্শনাবলি
👉নবিজির সঙ্গে সম্পৃক্ত কিয়ামতের নিদর্শনাবলি
👉অর্থের ফিতনা
👉মালহামা কুবরা
এছাড়া আরো অনেক বিষয় সবিস্তারে আলোচনা করা হয়েছে।

বই : কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা
লেখক : মীযান হারুন
প্রকাশনী : সমকালীন প্রকাশন

অফিসের সালাত আদায়ের জায়গায় এসে দ্রুত সালাত আদায় করছেন—যাতে এরপরই খাবার খেতে পারেন। হঠাৎ আপনার পাশে কেউ একজন এসে দাঁড...
08/11/2023

অফিসের সালাত আদায়ের জায়গায় এসে দ্রুত সালাত আদায় করছেন—যাতে এরপরই খাবার খেতে পারেন। হঠাৎ আপনার পাশে কেউ একজন এসে দাঁড়ায়। সালাতের ভেতরেই তার কণ্ঠস্বর শুনে আর পারফিউম শুঁকে বুঝতে পারলেন, তিনি আপনাদের ডিরেক্টর। তখন আপনার সালাতে মনোযোগ ভর করে; রুকু-সিজদা হয়ে যায় দীর্ঘ। সবশেষে সালাম ফিরিয়ে বুকভরা প্রশান্তি নিয়ে চলে যান।

এটা ভাববেন না, আপনি সালাতের হক আদায় করতে পেরেছেন। বরং ভাবুন, আপনি ডিরেক্টর সাহেবের সঙ্গে তাল মিলিয়ে সালাত আদায় করেছেন। ভেবে দেখুন, ডিরেক্টরের চেয়ে আল্লাহ তাআলাই বরং মনোযোগ পাওয়ার বেশি উপযুক্ত। আপনার ডিরেক্টরও কিন্তু সিজদা দিচ্ছেন ওই রবের জন্যই—যার জন্য আপনি সিজদা দিচ্ছেন।
বই: আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ
লেখক: উস্তায মাহমুদ তাওফিক

08/11/2023

সমকালীন প্রকাশনের কোন বইটি আপনি সবাইকে পড়তে বলবেন?

অনেস্ট অপিনিয়ন দিবেন প্লিজ।

১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরাইলি পণ্য বর্জন অভিযানে ম্যাকডোনাল্ড হারিয়েছে ৪00 মিলিয়ন ডলার।পেপসি হারিয়েছে ৬০০ ম...
07/11/2023

১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরাইলি পণ্য বর্জন অভিযানে

ম্যাকডোনাল্ড হারিয়েছে ৪00 মিলিয়ন ডলার।
পেপসি হারিয়েছে ৬০০ মিলিয়ন ডলার।
কোকাকোলা হারিয়েছে ৬৫০ মিলিয়ন ডলার।

অতএব হে ঈমানদার ভাইয়েরা, কুনুতে নাজেলা ও খাস দোয়ার পাশাপাশি ওদের পণ্য বর্জন জোরছে অব্যাহত রাখি।

সূত্র : এক্স (সাবেক টুইটার)

07/11/2023

আমাদের দুআতে ফিলিস্তিনের ফুল-শিশুদের যেন ভুলে না যাই....!

বইটা পড়েছেন?জীবন যেখানে যেমনলিখেছেন প্রিয় লেখক আরিফ আজাদ।
06/11/2023

বইটা পড়েছেন?

জীবন যেখানে যেমন
লিখেছেন প্রিয় লেখক আরিফ আজাদ।

Dr. Zakir Naik, "The Hero" of Muslim Ummah.©
04/11/2023

Dr. Zakir Naik, "The Hero" of Muslim Ummah.
©

02/11/2023

এক পাত্রীপক্ষের কাছে আপনার আত্মীয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। তখন মনে কবেন না, তাদের সামনে নিজের পরিবারের আভিজাত্য তুলে ধরতে হবে। কথার ফাঁকে ফাঁকে দুঃসম্পর্কের অমুক সচিব, তমুক আর্মি, অমুক ভার্সিটির টিচার, তমুক সাংবাদিক— এসব উল্লেখ করতে হবে। বরং ভাবুন, এমন হলে সেখানে মেকি প্রতিযোগিতার আবহ তৈরি হবে। এই দ্বন্দ্ব বিয়ে পরবর্তী জীবনে বড় আকারে সমস্যা হয়ে দেখা দিবে।
ভেবে দেখুন, স্বামী-স্ত্রীর মধ্যকার বিচ্ছেদের মূল কারণ অনেক সময় এটাই হয়ে থাকে— ঝগড়াঝাঁটিতে এসব উচ্চপদস্থ লোকের উপস্থিতি। পারিবারিক সুখ নিশ্চিত করতে তারা কোনো উপকার করে না। এর বদলে অনেক সময় দরিদ্র পরিবার থেকে উঠে আসা স্বামী-স্ত্রীর মাঝে দারুন সৌহার্দ্য ও সুসম্পর্ক দেখা যায়। কারণ দুই পরিবারের বিনয়ী সদস্যরা বিয়ের মজলিসে গর্ব করার মত কিছু দেখায়নি। তারা কেবল দেখিয়েছে নিজেদের সত্যনিষ্ঠ চেহারা এবং সাদাসিধে পোশাক।
‘পাত্র ছোটবেলা থেকেই দায়িত্বসচেতন’; ‘পাত্রী পর্দানশীন ও অল্পেতুষ্ট’— এটাই বিয়ের ক্ষেত্রে যথার্থ উপস্থাপন। পাত্রীর মায়ের মামাতো ভাই পুলিশের এসপি আর স্বরাষ্ট্রমন্ত্রীর ডান হাত কিংবা পাত্রের ফুফা সাবেক মেয়র— এসব বলে গর্ব প্রকাশের চেয়ে পাত্র-পাত্রীর ব্যাপারে এমন সংক্ষিপ্ত ও উপকারী বক্তব্যই বেশি কার্যকরী।
”আত্মশুদ্ধির ব্যাবহারিক পাঠ” বই থেকে।

সমকালীন প্রকাশন
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।

Pregnant women in G-a-z-a are having c-sections without pain relief.
01/11/2023

Pregnant women in G-a-z-a are having c-sections without pain relief.

কোনোভাবেই ঘুম আসছে না চোখে। ঘরময় পায়চারি করতে করতে হোসেন যখন শরীরটাকে বিছানায় এলিয়ে দিতে এলো, তখন মধ্যরাত পেরিয়ে গেছে। গ...
31/10/2023

কোনোভাবেই ঘুম আসছে না চোখে। ঘরময় পায়চারি করতে করতে হোসেন যখন শরীরটাকে বিছানায় এলিয়ে দিতে এলো, তখন মধ্যরাত পেরিয়ে গেছে। গোটা তল্লাট মরণ-ঘুমে আচ্ছন্ন। হেমন্তের দীর্ঘ রাত, দৃষ্টির অনুকূলে কুয়াশার ঘন আবরণ ব্যতীত আর কোনোকিছুই দৃশ্যমান নয়। নিবিড় নিস্তব্ধতার এই নৈশপ্রহরে বহুদূর থেকে ভেসে আসা কয়েকটা খাকি শেয়ালের অস্পষ্ট হাঁকডাক ছাড়া তামাম ধরণিই থমথমে হয়ে আছে যেন।

মহীয়সী নামক গল্প থেকে......
আরিফ আজাদ লিখিত, জীবন যেখানে যেমন বই থেকে।

30/10/2023

জীবন পরিবর্তনকারী বই :

১. মা, মা, মা এবং বাবা
২. ফেরা সিরিজ
৩. তিনিই আমার রব সিরিজ
৪. যে জীবন মরিচীকা
৫. প্রত্যাবর্তন সিরিজ

যারা পড়েছেন অনেস্ট রিভিউ দিবেন। আপনার কমেন্টের ভিত্তিতে নতুন পাঠকরা বইগুলো পড়তে আগ্রহ পাবেন ইন শা আল্লাহ।

30/10/2023

বেস্টসেলার বই -
১. বেলা ফুরাবার আগে
২. শিকড়ের সন্ধানে
৩. অবাধ্যতার ইতিহাস

পড়েছেন?

30/10/2023

নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলে উনাকে আপনি কী বলতে চান?

29/10/2023

অভিশপ্ত ইয়াহুদীদের ইতিহাস জানতে মাস্টরিড বুক - শিকড়ের সন্ধানে।

'কে উনি?' বইটি নিয়ে লেখকের কিছু কথা....আমি এমনভাবে একটা বই সাজাতে চেয়েছি, যে বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের ...
25/10/2023

'কে উনি?' বইটি নিয়ে লেখকের কিছু কথা....
আমি এমনভাবে একটা বই সাজাতে চেয়েছি, যে বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট।

যে বইটি পড়ে পাঠক-পাঠিকা গালে হাত দিয়ে ভাবনার অতলে তলিয়ে যাবে, ঘুমাতে পারবে না আর চিন্তায় চিন্তায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর পাতায় পাতায়, কুরআনের পরতে পরতে তার নবুওয়াতের সত্যতা দেখে নিতে, ভেবে বের করে শেখার চেষ্টা করবে নিজে নিজে। উনাকে অস্বীকার করার আর কোনো ভিত্তিই খুঁজে পাবে না নিজের ভেতরে। মুখে অস্বীকার করলেও, ভেতর থেকে ঠিকই জেনে যাবে, উনি নবি, সত্য নবি। আর উনাকে নবি হিসেবে সত্য জানলেই ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে যায় অন্তরের ভেতর।

ঠিক না?

অতএব, এই জানিয়ে দেয়াটাই আমার দায়িত্ব ছিল। আমার জাতির (উভয়ার্থে) প্রতি দায়িত্ব, আমার ভাষাভাষী সব ভাই-বোনের প্রতি, সব মানুষের প্রতি দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকেই সর্বশেষ বইটা লিখেছি। আমার জন্য। তোমার জন্য।

হ্যাঁ, এই বইটা আপনার। তোমার।..
মোহাম্মদ তোয়াহা আকবর

সমকালীন প্রকাশন,
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।

কিয়ামতের আলামত বইটি বিশেষ ছাড়ে সংগ্রহ করতে চলে আসুন বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমকালীন প্রকাশনের ৪৭ নাম্বার স্টলে।মেল...
25/10/2023

কিয়ামতের আলামত বইটি বিশেষ ছাড়ে সংগ্রহ করতে চলে আসুন বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমকালীন প্রকাশনের ৪৭ নাম্বার স্টলে।
মেলা চলবে আগামী ২৭ তারিখ শুক্রবার পর্যন্ত।ইনাশা আল্লাহ

25/10/2023

বায়তুল মুকাররম ইসলামি বইমেলার আর মাত্র তিনদিন বাকি।

24/10/2023

মেলা থেকে সংগ্রহ করুন সমকালীন প্রকাশনের জনপ্রিয় কিছু বই:

১. বেলা ফুরাবার আগে
২. মা, মা, মা এবং বাবা
৩. প্যারাডক্সিক্যাল সাজিদ ২
৪. পড়ো সিরিজ
৫. তিনিই আমার রব সিরিজ
৬. আমল সিরিজ
৭. হালাল হারামের বিধান
৮. কেয়ামতের আলামত
৯. ফেরা সিরিজ

Address

Islami Tower (First Floor), Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

8801616626636

Alerts

Be the first to know and let us send you an email when সমকালীন প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Our Story

কালের ঘূর্ণাবর্তে সবকিছুর পালাবদল ঘটছে। পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তা এসে গ্রাস করছে পুরোনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ-বর্জনের নিরন্তর চক্র। কালের এই চক্রে সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলেও একমাত্র ইসলাম-ই চৌদ্দশত বছর ধরে চিন্তা-চেতনা ও জ্ঞান বিকাশের অবিকৃত ও পরিপূর্ণ ধারায় রয়েছে বিরাজমান। মানবজাতির জন্য নির্দেশিকা হিসেবে নাযিল হওয়া ইসলামের বার্তাসমূহের রয়েছে সমসাময়িক ও আগামী জীবনের উপযোগিতা। ইসলামের সুমহান সেই বার্তাগুলো-ই বিশ্বাসী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সমকালীন প্রকাশন’-এর পথচলা। . সমকালীন প্রকাশন শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান।

Nearby media companies