মধুপোক . modhupok

মধুপোক  .  modhupok editing . translation . design . publication
(2)

মুক্তিযুদ্ধে নারীর সক্রিয়তা: আলমগীর কবিরের রেডিও কথিকা~~~মুক্তিযুদ্ধকালে আলমগীর কবির স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ইংরেজি ...
03/07/2024

মুক্তিযুদ্ধে নারীর সক্রিয়তা: আলমগীর কবিরের রেডিও কথিকা
~~~

মুক্তিযুদ্ধকালে আলমগীর কবির স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ইংরেজি ভাষায় একটি কথিকা পড়তেন। এই কথিকায় মুক্তিযুদ্ধের বিকশমান ঘটনাপ্রবাহের নানা বিবরণ, বিশ্লেষণ, ও যুদ্ধের কুয়াশা ভেদ করে নানা অনুমান ও সম্ভাবনার হদিস দিতেন আলমগীর কবির। ১৯৭১ সালের ২৮ অক্টোবর আলমগীর কবির রেডিওতে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে একটি কথিকা পড়েন। এতে দেখা যায় এদেশের নারী কেবল অত্যাচারের শিকার বা মজলুম ছিল না বরং তারা যুদ্ধপ্রক্রিয়ায় সক্রিয় ভূমিকাও নিয়েছিল।...
যে নারীদের সাক্ষাৎকার কবির নিয়েছিলেন তাঁদের বক্তব্যের পরিপূর্ণ ট্রান্সক্রিপ্ট আলমগীর কবিরের বইতে নেই। তিনি নিজে সেই নারীদের বক্তব্যের যে সারসংক্ষেপ উল্লেখ করেছেন সেটাই আমরা পাই। আজকের পাঠকেরা এই কথিকায় লক্ষ্য করবেন যে এতে আলমগীর কবির মুক্তিযুদ্ধে বাঙালি নারীর যুদ্ধপ্রচেষ্টাকে সেকালের ফিলিস্তিনের বিপ্লবী নারী ও ব্রিটিশবিরোধী বিপ্লবী নারীদের সঙ্গে তুলনা দিয়েছিলেন।

লেখা: তাহমিদাল জামি

আলমগীর কবিরের কথিকা পড়ুন এই বইতে: "শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১", আলমগীর কবির রচনা সংগ্রহ, ২য় খণ্ড

পাওয়া যাচ্ছে রকমারি ও অন্যান্য বইয়ের দোকানে

"The idea of all artistic work is to communicate. It's not just about being famous or making money, which is a great thi...
01/07/2024

"The idea of all artistic work is to communicate. It's not just about being famous or making money, which is a great thing and may make life a lot easier. But without being able to communicate at the first place with whatever artistic work you're doing, there's not much point in it, is there?
I think it's not going to work."

~ Benny Anderson ~
~ Thank You For The Music: In Conversation With Swani Zubayeer ~

Available on Rokomari.

"পিতৃ-পুরুষদের ঘৃণা করে কেউ বড় হতে পারে না। আমরা মরে গেলেও ফরাসি এমনকি উড়িয়াও হতে পারব না। সকল পশ্চাদমুখীনতার মধ্যেও আমা...
30/06/2024

"পিতৃ-পুরুষদের ঘৃণা করে কেউ বড় হতে পারে না। আমরা মরে গেলেও ফরাসি এমনকি উড়িয়াও হতে পারব না। সকল পশ্চাদমুখীনতার মধ্যেও আমাদের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব হচ্ছে রাষ্ট্রের পত্তন। অতীতকে বিশ্লেষণ করে সত্যভূমির উপর জাতির ভবিষ্যৎ নির্মাণের জন্যই জাতীয় ইতিহাসের ত্রুটি ও ব্যর্থতা উদ্‌ঘাটন করছি, বিকাশের পথে বিঘ্ন সৃষ্টির জন্য নয়। বিদ্যমান উপাদানরাজির মধ্যেই জাতি ও রাষ্ট্রকে উন্নত করা সম্ভব।"

~আহমদ ছফা~

আহমদ ছফাকে নিয়ে কেন নাচি?মাহবুব মোর্শেদ ভাইয়ের লেখাএকবার এক ব্যক্তি আমাকে বেশ চেপে ধরলেন।বললেন, আহমদ ছফার অবদান আসলে কী?...
30/06/2024

আহমদ ছফাকে নিয়ে কেন নাচি?
মাহবুব মোর্শেদ ভাইয়ের লেখা

একবার এক ব্যক্তি আমাকে বেশ চেপে ধরলেন।
বললেন, আহমদ ছফার অবদান আসলে কী? আপনারা তাকে নিয়ে এত নাচেন কেন?
আমি বললাম, প্রথম কথা হলো বুদ্ধিজীবীতা একটা জীবন্ত প্রক্রিয়া। এর মূল কাজ হলো, যা ঘটছে তার ব্যাখ্যা করা এবং জনগণকে সম্ভব প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
ফলে আহমদ ছফার সময়ে যদি আপনি বসবাস না করেন, তাকে যদি তার সময়ে অনুভব করতে না পারেন তাহলে তার বুদ্ধিবৃত্তিক অবদান আপনি অনুধাবন করতে পারবেন না।
আপনি এখন 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' পড়েন। আপনি যদি ইতিহাসের ঘটনাবলী না জানেন তবে এটাকে আপনার মামুলী ও আবেগী একটা গদ্য মনে হবে। কিন্তু, বাংলাদেশের রাজনৈতিক ও চিন্তার ইতিহাসের সঙ্গে মিলিয়ে পড়লে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এখানকার বুদ্ধিবৃত্তির অচলায়তনে বড় আঘাত এ বই।
আপনি 'অলাতচক্র' উপন্যাস হিসেবে পড়েন। ভাল উপন্যাস। কিন্তু আহামরি কিছু মনে হবে না। কিন্তু ইতিহাসের পরিপ্রেক্ষিতে পড়েন। এমন উপন্যাস লেখার সাহস এখনও কোনো বাপের বেটার হয়নি।
'গাভী বৃত্তান্ত' বেশ সমালোচিত। কিন্তু এদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নানা পরিস্থিতিতে এ উপন্যাস বহুকাল প্রাসঙ্গিক থাকবে।
একবার এক বিদগ্ধ ব্যক্তি বলছিলেন, 'বাঙ্গালী মুসলমানের মন' ঠিক গবেষণাপ্রসূত রচনা নয়। আমি বললাম, অর্ডিনারি লোকেরা গবেষণা করে আর যারা দ্রষ্টা তারা তথ্য প্রমাণ ও রেফারেন্সের ধার ধারে না। কারণ তারাই রেফারেন্স।
আহমদ ছফা দার্শনিক নন। তিনি গবেষক নন। অধ্যাপক নন। তিনি ঔপন্যাসিক, কবি, বুদ্ধিজীবী। তার প্রতিটি কাজ তার সময়ে এবং আমাদের সময়ে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিকতা ছাড়া কোনো উপন্যাস হোক আর কোনো বিরাট দর্শনের বই, সেটা দিয়ে আমাদের কাজ কী?
আহমদ ছফার যে কোনো লেখা আলোড়িত করে। নতুন চিন্তার খোঁজ দেয়। কেন দেয়? কারণ, তিনি একটা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মধ্যে ছিলেন। তার প্রতিটি কাজ এনকাউন্টার। এখানকার প্রাতিষ্ঠানিক দাপ্তরিক বুদ্ধিজীবীতাকে তিনি সবসময় চ্যালেঞ্জ করেছেন। আর নিজের সময়কে প্রয়োজনীয় বিশ্লেষণ করে গেছেন।
আমাদের দেশে হয়তো বড় কবি আছেন, বড় ঔপন্যাসিক আছেন, দার্শনিক আছেন, অধ্যাপক আছেন। কিন্তু আহমদ ছফার তুলনীয় কেউ নেই। তার মতো ভাইব্র্যান্ট, ফায়ারব্র্যান্ড বুদ্ধিজীবী নেই। তার সব কথার সঙ্গে আপনি একমত হতে পারবেন না। তার সীমাবদ্ধতাও ছিল। কিন্তু একটা সময়কে ধরতে সে সময়ের ভাষ্য রচনা করতে যে সাহস, শক্তি ও দক্ষতা লাগে সেটুকু তার পর্যাপ্ত ছিল। তিনি জমিয়ে রাখতেন, কথা বলতেন। সবচেয়ে বড় কথা, কাজের কথা বলতেন। সতর্ক ও সাবধানী বুদ্ধিজীবীতার সময়ে আহমদ ছফার প্রাসঙ্গিকতা সহজে ফুরাবার নয়।

মধুপোক প্রকাশিত সলিমুল্লাহ খানের সকল বইতে ~~ ৩০% ছাড় ~~।আজ মুসাফির পাঠচক্র বক্তৃতামালার প্রথম দিনে। সন্ধ্যা ৬টা থেকে রাত...
28/06/2024

মধুপোক প্রকাশিত সলিমুল্লাহ খানের সকল বইতে ~~ ৩০% ছাড় ~~।

আজ মুসাফির পাঠচক্র বক্তৃতামালার প্রথম দিনে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আজ সলিমুল্লাহ খান বক্তৃতা করবেন "ইতিহাস বিশারদ আবু মহামেদ হবিবুল্লাহ" বিষয়ে।

আহমদ ছফা জীবনভর রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন। জীবনের উপান্তে আসিয়া তিনি একবার লিখিয়াছিলেন, 'রবীন্দ্রনাথ স্বয়ং একটি ...
27/06/2024

আহমদ ছফা জীবনভর রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরাগী ছিলেন। জীবনের উপান্তে আসিয়া তিনি একবার লিখিয়াছিলেন, 'রবীন্দ্রনাথ স্বয়ং একটি মহাসাগর– যার তল কোথায়, বিস্তৃতি কতদূর, অদ্যাবধি তা মানুষের অনুসন্ধানের সাধ্যের বাইরে থেকে গেছে।' তাঁহার মতে, 'রবীন্দ্রনাথ যেমন বাঙালীর আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা, সমৃদ্ধি এবং পূর্ণতার প্রতীক, তেমনি বিশ্বসাহিত্যের একজন নমস্য ব্যক্তিত্ব–কবিদের কবি, দার্শনিকদের দার্শনিক এবং ধর্মগুরুদেরও ধর্মগুরু।'

এই কথাগুলির কোন কোনটি হয়ত খোদ আহমদ ছফার বেলায়ও খাটিবে। জীবদ্দশায় আহমদ ছফা লিখিত ও কথিত রবীন্দ্র রচনাবলি কখনো এক জায়গায় সংগৃহীত হয় নাই। এই প্রথম তাঁহার এসব রচনা এক খণ্ডে প্রকাশ পাইল।

এই গ্রন্থে মোট পনেরটি (তর্জমাশুদ্ধ ষোল) লেখা পাইবেন। ইহাদের মধ্যে ইংরেজি লেখাটি এবং তাহার বাংলা তর্জমার প্রথম প্রকাশ এখানেই। আরো সাতটি রচনা এই প্রথম কোন গ্রন্থে স্থান পাইতেছে। দুইটি লেখা আহমদ ছফার দুই দীর্ঘতর রচনার রবীন্দ্রনাথ-প্রাসঙ্গিক অংশবিশেষ। সকল লেখা যথাবিহিত সম্পাদনার পর এই গ্রন্থে মুদ্রিত হইয়াছে।

পাইবেন রকমারিতে। আর দেরি কেন? লিংক মন্তব্যের ঘরে

Within the pages of this petite volume lies a singular gem: an exclusive interview with ABBA’s Benny Andersson, first af...
26/06/2024

Within the pages of this petite volume lies a singular gem: an exclusive interview with ABBA’s Benny Andersson, first after a break of twenty-six years.
In this intimate conversation with Swani Zubayeer, Prof. Andersson elaborates on his musical upbringing in Stockholm to the chance formation of ABBA, and candidly recounts pivotal moments, including his debut composition and the band’s meteoric rise to stardom.
The 2004 interview also delves into profound insights regarding his creative process, musical influences, and the significance of originality and cultural heritage in artistic expression.
Being published for the first time after two decades, Prof. Andersson’s observations resonate with prophetic wisdom in today’s music landscape.

Now available on Rokomari.com. Link on Comments.

মধুপোকের সমস্ত বই, সবসময়ই পাওয়া যায় রকমারিতে। আপনার কপি বুঝে নিন।
25/06/2024

মধুপোকের সমস্ত বই, সবসময়ই পাওয়া যায় রকমারিতে। আপনার কপি বুঝে নিন।

"ভাল ছবি বাস্তবকে কেন্দ্র করে হবে, তবে শুধুমাত্র বাস্তবে সীমিত থাকলেই হবে না। একজনের উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম...
24/06/2024

"ভাল ছবি বাস্তবকে কেন্দ্র করে হবে, তবে শুধুমাত্র বাস্তবে সীমিত থাকলেই হবে না। একজনের উপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা রেখে দিলেই তো বাস্তবধর্মী ভাল ছবি হচ্ছে না। এর জন্য চাই একটা দৃষ্টিভঙ্গি, একটা শিক্ষিত মানসিকতা [?]। একটা ভাল ছবি আমাদের সমস্যাগুলি সম্বন্ধে সচেতন করবে, আমাদের প্রকৃত অবস্থাটা বোঝাতে সাহায্য করবে, সামাজিক হঠকারিতা এক্সপোজ করবে। [সমাজের প্রতি নিজের দায়িত্ব এবং অন্যদের সঙ্গে সম্পর্ক, অনুভূতির বিশ্লেষণ, নতুন টেকনিকাল শিল্প-প্রয়োগ–এসবের অধীনেই একটা ভাল ছবি তৈরি করা যায়। তাছাড়া আমাদের সংজ্ঞা দিয়ে দিতে হবে, স্পষ্ট করে দিতে হবে, জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের মন এবং মিডিয়ামের মধ্যে একটা সার্থক সংযোগ স্থাপন করতে হবে, সৎ হতে হবে, বাস্তব হতে হবে এবং সবচেয়ে বড় কথা রুচি এবং শিক্ষার পরিচয় বহন করতে হবে। শুধু বিকৃতিবর্জিত ছবিই ভাল [ছবি] নয়, যার সামাজিক মূল্য থাকবে, সেটাই ভাল ছবি।"

~চলচ্চিত্র ও জাতীয় মুক্তি: আলমগীর কবির রচনা সংগ্রহ (১ম খণ্ড)~

নতুন বইয়ের কাজ শেষ পর্যায়ে।ডামি কপিতে কাজ করিতেছেন কবি উপল বড়ুয়া।শী ঘ্র ই  আ সি তে ছে। শুধুমাত্র মধুপোক হইতে।
15/06/2024

নতুন বইয়ের কাজ শেষ পর্যায়ে।
ডামি কপিতে কাজ করিতেছেন কবি উপল বড়ুয়া।
শী ঘ্র ই আ সি তে ছে।
শুধুমাত্র মধুপোক হইতে।

"মুখের ভাষা দীর্ঘ-দিনের বাঁচার,মুখের ভাষা অগুনতি মানুষের জীবন সংগ্রামের প্রতীক মাটিতে অমরাবতী রচনার স্মারক অঙ্গুরীয়যখন ক...
13/06/2024

"মুখের ভাষা দীর্ঘ-দিনের বাঁচার,
মুখের ভাষা অগুনতি মানুষের জীবন সংগ্রামের প্রতীক মাটিতে অমরাবতী রচনার স্মারক অঙ্গুরীয়
যখন কেড়ে নিতে চাইল
যখন চোখের সামনে মেলে ধরল কবরের বিবর্ণ কাফন
যখন উজ্জ্বল দিনের বদলে নিশুতিকে রেখে বলল তোমরা এরি বোরকায় ঢাকো আশা, ভাষা, বীর্য, ব্যঞ্জনা সব
আর নিজেরাও থাক নিচ্ছিদ্র অন্ধকারে শুয়ে?
তখন জবাবে কামানের মত

গর্জন করে উঠল জনতা না, না
শুধু অন্ধকারকে সাথী করে বাঁচব না আমরা,"

~আহমদ ছফা~
~আহমদ ছফা রচনাবলি (উত্তরখণ্ড)~
~কবিতা: রক্তের স্মারকলিপি~

পুরো ২৬ বছর তিনি কোন সাক্ষাৎকার দেন নাই।এই দীর্ঘ বিরতির পর তিনি পণ ভাঙলেন। রাজি হলেন আমাদের সানী জুবায়েরের সাথে কথা বলতে...
12/06/2024

পুরো ২৬ বছর তিনি কোন সাক্ষাৎকার দেন নাই।
এই দীর্ঘ বিরতির পর তিনি পণ ভাঙলেন।
রাজি হলেন আমাদের সানী জুবায়েরের সাথে কথা বলতে।
তখন ২০০৪।
কি কারণে সেই সাক্ষাৎকার এতদিন টেপবন্দী পড়ে ছিল।
তুমুল জনপ্রিয় অ্যাবা ব্যান্ডের সেই লোকটি বেনি অ্যান্ডারসন।
দীর্ঘ ২০ বছর পর বেনির সাথে সানীর সেই কথোপকথন প্রকাশিত হলো Thank You for the Music শিরোনামে। একমাত্র মধুপোক থেকে।
পাওয়া যাচ্ছে রকমারিতে। ঈদের বিশেষ ছাড়ে।

Agamee Prakashani থেকে প্রকাশিত 'বাংলাদেশে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন: কয়েকটি জবানবন্দী' বইটি সম্পাদনার কাজে যুক্ত ছিল...
10/06/2024

Agamee Prakashani থেকে প্রকাশিত 'বাংলাদেশে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন: কয়েকটি জবানবন্দী' বইটি সম্পাদনার কাজে যুক্ত ছিল মধুপোকের কিছু সদস্য।

বইটি সম্বন্ধে সলিমুল্লাহ খান বলেন,

"১৯৭১ সালের পর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে যে নির্দয় আচরণ করিয়াছিল তাহাকে এক মুসলমানের দেশে আরেক মুসলমানের আচরণ বলা যায় না–সে ছিল আফ্রিকা কি এশিয়ার তথাকথিত 'অসভ্য' বা 'বর্বর' দেশে সভ্য এযুরোপিয়া জাতির বর্ণবাদী, মানবতন্ত্রবিরোধী আচরণ বিশেষ। আঁদ্রে মালরো–আজ হইতে ৪৪ বছর আগে–লিখিয়াছিলেন, এই সত্যে যদি কাহারও সন্দেহ থাকে তাহারা এখানে একত্রিত ছাব্বিশ জন প্রত্যক্ষদর্শীর বিবরণ পড়িয়া দেখিতে পারেন।"

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবির বিস্তর কথিকা পাঠ করেন। তার ...
09/06/2024

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইংরেজি অনুষ্ঠানে সাংবাদিক ও চলচ্চিত্রকার আলমগীর কবির বিস্তর কথিকা পাঠ করেন। তার মধ্যে একাশিটি কথিকার বয়ান নিয়ে ১৯৮৪ সালে প্রকাশ করেন 'দিস ওয়াজ রেডিও বাংলাদেশ ১৯৭১'। স্বাধীনতার পঞ্চাশ বছরের মাথায় বইটির তর্জমা আলমগীর কবির রচনা সংগ্রহ দ্বিতীয় খণ্ড আকারে প্রকাশিত হয়েছে।

এখানে অন্তর্ভুক্ত কথিকামালার প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের মুক্তিসংগ্রামের ন্যায্যতা বিশ্বব্যাপী তুলে ধরা। মুক্তিযুদ্ধের ক্ষণে ক্ষণে উদ্ভুত অভাবিতপূর্ব প্রশ্নের ও অনিবার্য প্রসঙ্গের অনবদ্য বিশ্লেষণ এসব কথিকা। এতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনা, বিশ্ব নেতৃবৃন্দ আর নানান পরাশক্তির ভূমিকার কথা। আরো আছে গেরিলা ও সম্মুখযুদ্ধের পদ্ধতিগত কৌশল, স্বাধীন বাংলাদেশের রূপকল্প এবং অন্যান্য প্রসঙ্গের অন্তর্ভেদী আলোচনা।

রকমারিতে পাওয়া যাবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি ১৯৭১ সালে জাতীয় মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্...
08/06/2024

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কুশলী সমিতি ১৯৭১ সালে জাতীয় মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঢেলে সাজানোর উপযোগী একটি নীতিমালা প্রস্তুত করে। জহির রায়হান, আলমগীর কবির ও সৈয়দ হাসান ইমামের নির্দেশনায় প্রণীত পরিকল্পনার উদ্দেশ্য ছিল চলচ্চিত্রকে সমাজ বদলের হাতিয়ার বানান, চলচ্চিত্র শিল্পী ও কুশলীদের স্বার্থরক্ষা আর এ শিল্পের বিকাশ সার্থক করা। এই পরিকল্পনা মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী বাংলাদেশ সরকারের হাতে জমা দেওয়া হয়, ডিসেম্বরে বিজয় অর্জনের পর নীতিমালার খসড়ায় সামান্য পরিমার্জনাও করা হয়, কিন্তু বাস্তবায়নের পথে আর কোন অগ্রগতি ঘটে নাই।

চলচ্চিত্র শিল্প জাতীয়করণ নীতিমালা এ দেশের সংস্কৃতি আন্দোলনের ঐতিহাসিক দলিল- মুক্তিকামী জনসাধারণের স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক।

Within the pages of this petite volume lies a singular gem: an exclusive interview with ABBA’s Benny Andersson, first af...
07/06/2024

Within the pages of this petite volume lies a singular gem: an exclusive interview with ABBA’s Benny Andersson, first after a break of twenty-six years. In this intimate conversation with Swani Zubayeer, Prof. Andersson elaborates on his musical upbringing in Stockholm to the chance formation of ABBA, and candidly recounts pivotal moments, including his debut composition and the band’s meteoric rise to stardom.

Only from Modhupok.

আলমগীর কবির রচনা সংগ্রহের ১ম খণ্ড “চলচ্চিত্র ও জাতীয় মুক্তি”। ইহাতে দুর্লভ ও অগ্রন্থিত প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতি আর...
05/06/2024

আলমগীর কবির রচনা সংগ্রহের ১ম খণ্ড “চলচ্চিত্র ও জাতীয় মুক্তি”। ইহাতে দুর্লভ ও অগ্রন্থিত প্রবন্ধ-নিবন্ধ, বক্তৃতা-বিবৃতি আর সাক্ষাৎকার মিলাইয়া মোট ৪৫টি রচনা। বইটির ভূমিকা লিখিয়াছেন সলিমুল্লাহ খান।

রকমারিতে পাওয়া যাইবে।

"কোন সাহিত্য বা সংস্কৃতি কারো প্রতিদ্বন্দ্বী হয় না। সাহিত্য-সংস্কৃতি হচ্ছে প্রবাহে প্রবাহে সম্মিলন। ধর্ম প্রতিদ্বন্দ্বী ...
04/06/2024

"কোন সাহিত্য বা সংস্কৃতি কারো প্রতিদ্বন্দ্বী হয় না। সাহিত্য-সংস্কৃতি হচ্ছে প্রবাহে প্রবাহে সম্মিলন। ধর্ম প্রতিদ্বন্দ্বী হতে পারে, হয়। কিন্তু সাহিত্য-সংস্কৃতি কখনোই হয় না।"

~বাংলা সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে আহমদ ছফা~

"কী সুন্দর কারুকাজ। কালান্তরে এসব এখন আমাদের বড় গর্বের লোকজ শিল্পকলা। অতিসাধারণ মানুষগুলোর ঐসব শৈল্পিক গুণাবলি দেখে আমরা...
03/06/2024

"কী সুন্দর কারুকাজ। কালান্তরে এসব এখন আমাদের বড় গর্বের লোকজ শিল্পকলা। অতিসাধারণ মানুষগুলোর ঐসব শৈল্পিক গুণাবলি দেখে আমরা ক্ষান্ত হচ্ছি। আমরা সকলে কি জানি এসব রচনার আড়ালে কত দুঃখ, বেদনা, হাসি, কান্না লুকিয়ে আছে। গৃহস্থবাড়ির বউ। সকল দিক সামাল দেয়া তার কাজ। তবুও কারো মন পাবার জো নেই। শাশুড়ি, ননদী কথার ফোঁড়ন দিয়েই চলেছে। বউটির শৈল্পিক মন এরই ফাঁকে ফাঁকে বসছে কাঁথা নিয়ে। এখানেও শান্তি নেই, কোলের যে শিশুটি উঠোনে আপন মনে খেলছিল সেও মাকে বসতে দেখে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে আবদার করছে দুধ খাবে বলে। এমনি পরিবেশে তাঁরা রচনা করেছেন এমন অসাধারণ লোকজ শিল্পকলা। বিশ্ববরেণ্য শিল্পী ভ্যান গঘ সম্পর্কে বলা হয় তাঁর ছবিতে লাল রঙের প্রয়োজন হলে তিনি তুলি প্যালেটে না নিয়ে সেটি ডুবিয়ে দিতেন তাঁর হৃৎপিণ্ডে। গ্রামবাংলার শিল্পীদের এসব কাঁথা দেখলে আমারও মনে হয় সামাজিক নানান প্রতিকূল পরিবেশে ওঁরা এসব শিল্পকলা রচনা করেছেন। সুইয়ের প্রতিটি ফোঁড়ন ওঁদের সেই ফোঁড় খাওয়া হৃৎপিণ্ডের কথাই আমাকে বারবার মনে করিয়ে দেয়।"

~ নকশী কাঁথা সম্পর্কে এস.এম সুলতান~
(নাদভী ২০২৩: ১২৮)

"কাজী নজরুল ইসলামকে কখনো কখনো 'মুসলমান কবি' বলা হইলেও তিনি শুদ্ধ মুসলমানের কবি ছিলেন না। হিন্দু-মুসলমান নির্বিশেষ আধুনিক...
01/06/2024

"কাজী নজরুল ইসলামকে কখনো কখনো 'মুসলমান কবি' বলা হইলেও তিনি শুদ্ধ মুসলমানের কবি ছিলেন না। হিন্দু-মুসলমান নির্বিশেষ আধুনিক বাংলা কবিতার আবাহনে তিনি উদ্বোধকের কিংবা অগ্রপথিকের ভূমিকাও পালন করিয়াছিলেন।

কাজী আবদুল ওদুদ হয়ত এ সত্যে সন্দিহান ছিলেন কিন্তু তাঁহার একান্ত অনুরাগী আবদুল কাদির মনে করিতেন, 'অতি-আধুনিক বাংলা সাহিত্যের বিবর্তনে' নজরুল ইসলাম 'পুরোধার ভূমিকা' গ্রহণ করিয়াছিলেন।"

~সলিমুল্লাহ খান~
~ঠাকুরের মাৎস্যন্যায়~

"রবীন্দ্রনাথের সামগ্রিক জীবন-সাধনার প্রতি তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক দৃষ্টি ফেললে ক্রমশ মনে বিশ্বাস সঞ্চারিত হয় যে রবীন্দ্রনা...
29/05/2024

"রবীন্দ্রনাথের সামগ্রিক জীবন-সাধনার প্রতি তীক্ষ্ণ বিশ্লেষণাত্মক দৃষ্টি ফেললে ক্রমশ মনে বিশ্বাস সঞ্চারিত হয় যে রবীন্দ্রনাথ অত্যন্ত দূরের মানুষ। তাঁকে ধরি ধরি ছুঁই ছুঁই মনে করলেও তিনি সম্পূর্ণভাবে ধরাছোঁয়ার অতীতই থেকে যান এবং একই কারণে দুর্বোধ্য না হলেও রবীন্দ্রনাথকে বুঝতে হলে সাধনা, শ্রম, নিষ্ঠা এবং সর্বোপরি সময়ের প্রয়োজন অপরিহার্য।

রবীন্দ্র সাহিত্যের পাঠক মাত্রই অবগত আছেন যে রবীন্দ্রনাথ তাঁর রচনায় কড়া আলো কদাচিৎ ব্যবহার করেছেন। রবীন্দ্র সঙ্গীতের সমধর্মী সূক্ষ্ম, মিহি, সর্বব্যাপ্ত ও সর্বভুক একধরনের চেতনায় পুষ্ট রবীন্দ্রনাথের সাংস্কৃতিক অবদান। তিনি যে যুগের চৌহদ্দিতে লালিত-পালিত, সংবর্ধিত তার আগের কিংবা পরের যুগে বাংলা সাহিত্যে জীবনের শ্রেয়োবোধের সঙ্গে সৌন্দর্যচেতনার এমন সুনিবিড় মিলন কোথাও ঘটেনি। এ অসম্ভব একমাত্র রবীন্দ্রনাথের সাধনাতেই সম্ভব হয়েছে। তাই রবীন্দ্রনাথের সর্বপ্রধান গুণ, আবার প্রকারান্তরে দুর্বলতাও বটে।"

~আহমদ ছফা~
~গরিবের রবীন্দ্রনাথ (১ম সংস্করণ)
~সম্পাদনা: সলিমুল্লাহ খান

চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্পর্কে আলমগীর কবির বলেন,"কোন প্রয়োজন নেই। বিশেষ করে আমাদের দেশে এ সময়ে জনগণের সচেতনতার প্রেক্ষি...
25/05/2024

চলচ্চিত্র সেন্সর বোর্ড সম্পর্কে আলমগীর কবির বলেন,

"কোন প্রয়োজন নেই। বিশেষ করে আমাদের দেশে এ সময়ে জনগণের সচেতনতার প্রেক্ষিতে এটা সময় এবং প্রয়োজন অনুপযোগী। তাদের এত উন্নতির পর তাদের মাথার উপর একটা টিপিকাল মধ্যবিত্ত সংস্থাকে বসিয়ে দেবেন, তাদের কি ভাল লাগে কি না, তারা কি গ্রহণ করবে কি না—এসব নির্ধারণ করা আমার কাছে অন্যায় মনে হয়।
আমাদের মধ্যবিত্তের চরিত্র সম্বন্ধে আমরা জানি।জনগণ যে কতখানি এগিয়ে রয়েছে তাদের চেয়ে তাও জানি। আজ যারা পেছনে পড়ে রয়েছে, তাদেরকে ক্ষমতা দিয়ে জনগণের বিচারবুদ্ধি সম্বন্ধে এতটা সন্দেহ অযৌক্তিক। জনগণ বুঝে নিতে পারবে, ঠিক চিনে নিতে পারবে—এতটা বিশ্বাস আজ জনগণকে করতেই হবে।"

~গ্রন্থ: চলচ্চিত্র ও জাতীয় মুক্তি~
~আলমগীর কবির রচনা সংগ্রহ (১ম খণ্ড)~

"চারদিকে তাকালাম। অনেকখানি দূরে মাঠের মধ্যে চুপচাপ বসে রয়েছে একদল কুকুর। ধারেকাছে চিল বা শকুনের কোন চিহ্ন নেই। একজন বলল,...
22/05/2024

"চারদিকে তাকালাম। অনেকখানি দূরে মাঠের মধ্যে চুপচাপ বসে রয়েছে একদল কুকুর। ধারেকাছে চিল বা শকুনের কোন চিহ্ন নেই। একজন বলল, আগে আগে আকাশ কালো করে শকুনের দল ঘুরে বেড়াত। খেয়ে খেয়ে মানুষে এখন ওদের অরুচি ধরে গেছে। কিন্তু বাড়ির পোষা কুকুরগুলো এখন আর বাড়ির ভাত খায় না। তারা দিনরাত মাঠেঘাটে ঘুরে মড়া খেয়ে বেড়ায়।"

~মুক্তিযুদ্ধের স্মৃতিচারণায় কবি সুভাষ মুখোপাধ্যায়~

~গ্রন্থ: ক্ষমা নেই~

পাগলার ঘোড়াঘোড়া একটা কিনিয়াছিলাম এক পাগলের কাছে। নিজেই আঁকিয়াছিল সে, আপন হাতে,আর উহা ছিল অবিকল ঘোড়ার মতন, উহার নয়নযুগল য...
21/05/2024

পাগলার ঘোড়া

ঘোড়া একটা কিনিয়াছিলাম এক পাগলের কাছে। নিজেই আঁকিয়াছিল সে, আপন হাতে,
আর উহা ছিল অবিকল ঘোড়ার মতন,
উহার নয়নযুগল যদি বা বসিয়াছিল নাকের ছেদা বরাবর।
কাণ্ডটা ইচ্ছা করিয়াই
করিয়াছিল সে, যেন লোকে দেখে
কেমন পাগল সে
আর বেশি বেশি ছবি কেনে।
আমি একটা কিনিয়াছিলাম।
শুদ্ধ দেখিতে পাইতেছিলাম ঘোড়াটা,
সন্ধ্যাবেলা
সূর্যের কান ফাটিয়া লোহু ঝরিছে যখন,
ফার বনে ঠায় দাঁড়াইয়া।

মূল: পেন্টি সারিকস্কি
অনুবাদ: সলিমুল্লাহ খান

"যে বস্তুর নাম 'ন্যায়বিচারের অভীপ্সা' তাহার গোড়ায় আছে মাৎস্যন্যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ১৯৪৭ সালের বঙ্গবিভাগও মূলত এমন ...
19/05/2024

"যে বস্তুর নাম 'ন্যায়বিচারের অভীপ্সা' তাহার গোড়ায় আছে মাৎস্যন্যায়। উদাহরণস্বরূপ বলা যায়, ১৯৪৭ সালের বঙ্গবিভাগও মূলত এমন এক আদি মাৎস্যন্যায়েরই ফল।

পার্থ চট্টোপাধ্যায় এই সত্যের স্বীকৃতি দিয়াছেন। 'বঙ্গের দ্বিতীয় বিভাজন' নামধেয় প্রবন্ধে তিনি দেখাইয়াছেন, কি পশ্চিমবঙ্গে কি বাংলাদেশে ইতিহাসের স্মৃতিকথা এই মাৎস্যন্যায়ের সত্য লুকাইয়া রাখিতেই আজ অধিক তৎপর।"

~সলিমুল্লাহ খান~
~ঠাকুরের মাৎস্যন্যায়

ছবি: নির্ঝর নৈঃশব্দ

"বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পদযাত্রার পেছনে রয়েছে একুশের চেতনার প্রভাব, যে কারণে বাঙ্গালি জাতিসত্তা খুঁজে পাওয়া যায় আম...
18/05/2024

"বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পদযাত্রার পেছনে রয়েছে একুশের চেতনার প্রভাব, যে কারণে বাঙ্গালি জাতিসত্তা খুঁজে পাওয়া যায় আমাদের চলচ্চিত্রে।

এ দেশে চলচ্চিত্রের যে সূচনাকাল, [সেই] প্রথম যুগে উল্লেখযোগ্য যেসব চলচ্চিত্র কর্মী ছিলেন তাঁরা প্রায় সবাই ভাষা আন্দোলনের সৈনিক। যেমন: আলাউদ্দিন আল আজাদ, জহির রায়হান, কলিম শরাফী, বেবী ইসলাম, গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, এমনকি খান আতাও।' পরবর্তীকালে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময় অনেকেই চেতনা থেকে বিচ্যুত হন।"

~চলচ্চিত্র ও জাতীয় মুক্তি~
~আলমগীর কবির রচনা সংগ্রহ~

"এ যুদ্ধ প্রমাণ করেছে যে মধ্যযুগের ইতিহাসের পাতা থেকে উঠে আসা ঠিক সেই আদিম বর্বর এই পাকবাহিনী। আধুনিক সভ্যতা ও মূল্যবোধ ...
16/05/2024

"এ যুদ্ধ প্রমাণ করেছে যে মধ্যযুগের ইতিহাসের পাতা থেকে উঠে আসা ঠিক সেই আদিম বর্বর এই পাকবাহিনী। আধুনিক সভ্যতা ও মূল্যবোধ তাদের উপর কোনরকম রেখাপাত করতে পারে নাই। সৈনিক হিশাবে তাদের চেয়ে বড় কাপুরুষ ইতিহাসে খুব কমই ছিল। একমাত্র নিরস্ত্র নরনারী আর শিশুর বিরুদ্ধে লড়াইয়েই বোধ হয় তাদের যত বাহাদুরি।"

প্রচার: ২২ ও ২৩ নবেম্বর ১৯৭১

~আলমগীর কবির রচনা সংগ্রহ, ২য় খণ্ড~
~শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১~

গত সোমবার, ১৩ মে, মধুপোক কার্যালয়ে আসিয়াছিলেন আমাদের শ্রদ্ধেয় লায়লা খন্দকার আপা। তিনি একাধারে উন্নয়নকর্মী, লেখক। আমাদের ...
15/05/2024

গত সোমবার, ১৩ মে, মধুপোক কার্যালয়ে আসিয়াছিলেন আমাদের শ্রদ্ধেয় লায়লা খন্দকার আপা। তিনি একাধারে উন্নয়নকর্মী, লেখক। আমাদের সম্পাদনায় তাঁহার চারটি বই প্রকাশিত হইয়াছে।

দীর্ঘ আড্ডায় বইপত্র, প্রকাশনা শিল্প, বিশেষ শিশুসাহিত্য, রূপকথা, কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ হেন বিষয় নাই যাহা আমাদের আলাপের বিষয় হয় নাই। সেই আলাপ সবসময় গুরুগম্ভীর থাকে নাই, হইয়া উঠিয়াছে নিটোল হাস্যরসের বিষয়।

লায়লা আপার সান্নিধ্যে আমাদের দিনটা হইয়া উঠিয়াছিল আনন্দময়। আমরা তাঁহার পুনরাগমনের অপেক্ষায় রহিলাম।

"নার্সিসাস নই আমি; আত্মরতি শিখিনি জীবনে;,তবুও আমারই ছায়া ভেসে ওঠে আশ্চর্য দর্পণে।"~মমতাজুর রহমান তরফদার (১৯৭৬:১৪৩)~প্রার...
12/05/2024

"নার্সিসাস নই আমি; আত্মরতি শিখিনি জীবনে;,
তবুও আমারই ছায়া ভেসে ওঠে আশ্চর্য দর্পণে।"

~মমতাজুর রহমান তরফদার (১৯৭৬:১৪৩)
~প্রার্থনা (সলিমুল্লাহ খান)

"আমার ছবি দেশের মুখশ্রী। আমার বন্ধুরা বলেছেন, আমার ছবিতে দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গগাঁ, রাফায়েল, পাবলো পিকাসোসহ রেন...
11/05/2024

"আমার ছবি দেশের মুখশ্রী। আমার বন্ধুরা বলেছেন, আমার ছবিতে দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, গগাঁ, রাফায়েল, পাবলো পিকাসোসহ রেনেসাঁ যুগের শিল্পীদের প্রভাব থেকে গেছে। আমি মনে করি এই প্রভাব না থাকলে তো আমার কাজগুলো আপনাদের বিবেচনায়ই আসতো না। কিন্তু তারা এটা বলতেই চান না, শিল্পের ইতিহাস তো ফর্ম ভাঙার মধ্যে, এটাই তো নৈমিত্তিক কাজ। বিশ্বশিল্পীও তা-ই করে থাকেন। নীলাকাশের ক্যানভাসে মেঘরঙের আলপনায় ছবি আঁকা হচ্ছে- আবার কয়েক মুহূর্তের মধ্যে (বাতাস প্রবল থাকলে) মুছে যাচ্ছে। নতুন আরেকটি ছবি আঁকা হচ্ছে। ফর্ম ভাঙার শিক্ষা কী শিল্পীরা এখান থেকেই নিয়েছেন। আমি আমার পূর্বসূরিদের চিন্তার দ্যোতনার বাইরে নই। কিন্তু আমার উদ্দেশ্য পৃথক। দেশাচার কালচারের কারণে চিন্তার প্রেক্ষিতের পরিবর্তন ঘটে। আমি যেমন আমার soil থেকে সরে যাইনি তেমনি symbol of energy কে ধারণ করেছি। কারণ আমার কৃষকের মাসেল হলো শক্তির প্রতীক। এই মাসেল যুদ্ধ করে মাটির সাথে, ফসল ফলায়, সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। একাত্তরে অস্ত্র নিয়ে প্রতিরোধ করে আমার কৃষক যোদ্ধা। ঘরে তৈরি অস্ত্র নিয়ে লড়াই করতে এগিয়ে আসে।"

~(সুলতান ২০১৯:১৬৭)~
~ছফার আঁকা সুলতানের মুখ~

Address

Bulbul Nikunja, 34/4 Ahmedbag
Dhaka
1214

Opening Hours

Tuesday 13:00 - 21:00
Wednesday 13:00 - 21:00
Thursday 13:00 - 21:00
Friday 13:00 - 21:00
Saturday 13:00 - 21:00
Sunday 13:00 - 21:00

Telephone

+8801612877355

Alerts

Be the first to know and let us send you an email when মধুপোক . modhupok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মধুপোক . modhupok:

Videos

Share

Category

Our Story

সম্পাদনা . অনুবাদ . নকশা . প্রকাশনা

Nearby media companies