03/07/2024
মুক্তিযুদ্ধে নারীর সক্রিয়তা: আলমগীর কবিরের রেডিও কথিকা
~~~
মুক্তিযুদ্ধকালে আলমগীর কবির স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ইংরেজি ভাষায় একটি কথিকা পড়তেন। এই কথিকায় মুক্তিযুদ্ধের বিকশমান ঘটনাপ্রবাহের নানা বিবরণ, বিশ্লেষণ, ও যুদ্ধের কুয়াশা ভেদ করে নানা অনুমান ও সম্ভাবনার হদিস দিতেন আলমগীর কবির। ১৯৭১ সালের ২৮ অক্টোবর আলমগীর কবির রেডিওতে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা নিয়ে একটি কথিকা পড়েন। এতে দেখা যায় এদেশের নারী কেবল অত্যাচারের শিকার বা মজলুম ছিল না বরং তারা যুদ্ধপ্রক্রিয়ায় সক্রিয় ভূমিকাও নিয়েছিল।...
যে নারীদের সাক্ষাৎকার কবির নিয়েছিলেন তাঁদের বক্তব্যের পরিপূর্ণ ট্রান্সক্রিপ্ট আলমগীর কবিরের বইতে নেই। তিনি নিজে সেই নারীদের বক্তব্যের যে সারসংক্ষেপ উল্লেখ করেছেন সেটাই আমরা পাই। আজকের পাঠকেরা এই কথিকায় লক্ষ্য করবেন যে এতে আলমগীর কবির মুক্তিযুদ্ধে বাঙালি নারীর যুদ্ধপ্রচেষ্টাকে সেকালের ফিলিস্তিনের বিপ্লবী নারী ও ব্রিটিশবিরোধী বিপ্লবী নারীদের সঙ্গে তুলনা দিয়েছিলেন।
লেখা: তাহমিদাল জামি
আলমগীর কবিরের কথিকা পড়ুন এই বইতে: "শুনছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১", আলমগীর কবির রচনা সংগ্রহ, ২য় খণ্ড
পাওয়া যাচ্ছে রকমারি ও অন্যান্য বইয়ের দোকানে