26/09/2023
ম্যানেজার লাগবে
পদঃ ১ জন।
যোগ্যতাঃ
- ডাক্তার কিংবা ফার্মাসিস্ট প্রাধান্য পাবে।
- দেখতে ফর্সা।
- উচ্চতা কমপক্ষে ৬ ফিট
- চেহারা বলিউডের নায়কদের মত হতে হবে।
- সিক্স প্যাক বডিবিল্ডার হতে হবে।
- অনর্গল ইংলিশে কথা বলতে জানতে হবে।
- ঘন চাপ দাড়ি থাকতে হবে।
- ক্যাটস আই হতে হবে।
- ভদ্র হতে হবে।
- গান জানলে ভালো (কাস্টমারকে মাঝে মাঝে গান শুনাবে)।
বেতনঃ ৬০০০ টাকা প্রতি মাস।
আর ৬৫০০ টাকা প্রতি মাস (মাস্টার্স বা পিএইচডি ডিগ্রী থাকলে )
ডিউটিঃ সপ্তাহে ৭ দিন বিকাল ৩ টা থেকে রাত ১২ টা। (মালিকের গাড়িতে বাসায় পৌঁছে দেয়ার সুবর্ণ সুযোগ)