BAF Shaheen College Facts

BAF Shaheen College Facts Proud to be Blue

Sakt Londa Vs Pookie -©️ Abrar Jim
12/10/2024

Sakt Londa Vs Pookie

-

©️ Abrar Jim

11/10/2024

🚨 BAFSKCC CC Category Performance 💙❤️
Note: Shanti Rehman 2.0 🐸

——

——

Take it as a Fun 😐 No Offence ⛔️

Photo of the Year 2024 😌😐
10/10/2024

Photo of the Year 2024 😌😐

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে,শহীদ আহনাফের স্বরনে স্মৃতি স্বারক উন্মোচন 🖤বিএএফ শাহীন কলেজ ঢাকা
29/09/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে,
শহীদ আহনাফের স্বরনে স্মৃতি স্বারক উন্মোচন 🖤

বিএএফ শাহীন কলেজ ঢাকা

২০২৪ -এর বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে নিহত মেধাবী ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে "শহিদ আহনাফ মেমোরিয়াল"-এ...
29/09/2024

২০২৪ -এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মেধাবী ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে "শহিদ আহনাফ মেমোরিয়াল"-এর উদ্ধোধন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বি এ এফ শাহীন কলেজে ঢাকা'র মেধাবী ছাত্র শহিদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে নির্মিত" শহিদ আহনাফ মেমোরিয়াল"- এর উদ্বোধন অনুষ্ঠান ২৯শে সেপ্টেম্বর ২০২৪ তারিখ (রবিবার )অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন,বিবিপি,ওএসপি,জিইউপি,এন এসডব্লিউসি ,পিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ,শহিদ আহনাফের পিতা-মাতা, ছোট ভাই এবং শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য যে , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন গত ৪ ঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বি এ এফ শাহীন কলেজ ঢাকা'র একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। শাহীন কলেজ কর্তৃপক্ষ শহিদ আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি মেমোরিয়াল স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে "আহনাফ দিবস "হিসেবে কলেজে উদযাপনের ঘোষণা দেন। এছাড়া আহনাফের ছোট ভাইকে বি এ এফ শাহীন কলেজ ঢাকা'য় বিনা বেতনে পড়াশোনার সকল দায়িত্ব গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় তার ছোট ভাইকে ইতোমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়েছে এবং ২৯ শে সেপ্টেম্বর (রবিবার )২০২৪ তারিখ "শহিদ আহনাফ মেমোরিয়াল "উদ্বোধন করা হয়। এর মাধ্যমে কলেজ পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত বাস্তবে রূপ পেল।

শহিদ আহনাফ একজন অকুতোভয় বীর ।ছাত্র আন্দোলনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে অন্যদের ন্যায় নেমে আসে রাজপথে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে।ভবিষ্যতে তার এই আত্মত্যাগ সকল শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা দিবে।

২৪ - এর ছাত্র আন্দোলনে বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষার্থী শহিদ শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ এর স্মরণে স্মৃতিস্তম্ভ উন্মোচন ক...
28/09/2024

২৪ - এর ছাত্র আন্দোলনে বিএএফ শাহীন কলেজ ঢাকার শিক্ষার্থী শহিদ শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ এর স্মরণে স্মৃতিস্তম্ভ উন্মোচন করেছে BAF Shaheen College Dhaka

ALL IS WELL 😌🔥
23/09/2024

ALL IS WELL 😌🔥

বিএএফ শাহীন কলেজ ঢাকা এর নিরাপত্তাকর্মী জনাব আবুল হাসেম আংকেল অদ্য রাত ৯ঃ৪০ ঘটিকার সময় দুনিয়ার সফর শেষ করেছেন -ইন্নালি...
15/09/2024

বিএএফ শাহীন কলেজ ঢাকা এর নিরাপত্তাকর্মী জনাব আবুল হাসেম আংকেল অদ্য রাত ৯ঃ৪০ ঘটিকার সময় দুনিয়ার সফর শেষ করেছেন

-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই মানুষটাও আমার শাহীন কলেজের প্রিয় মানুষদের মধ্যে একজন ছিলেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

আমিন।

Grab Yours Now !!! 🔰
06/09/2024

Grab Yours Now !!! 🔰

💙❤️
27/08/2024

💙❤️

25/08/2024

ছিনতাইকারী cooked by শাহীন কলেজের ছাত্রদের হাতে।

23/08/2024
Beautiful Memories on Modern Shaheen 💙❤️
23/08/2024

Beautiful Memories on Modern Shaheen 💙❤️

23/08/2024

All Eyes on
Dhaka Shaheen
🔰 Links in the 🔰
Comment Section

বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এডজুডেন্ট স্কোয়াড্রন লিডার জামিলুর রহমানের টর্চারের শিকার এক ছাত্র-বৈষম্যে বিরোধী ...
23/08/2024

বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
এডজুডেন্ট স্কোয়াড্রন লিডার জামিলুর রহমানের টর্চারের শিকার এক ছাত্র-বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
এডজুডেন্ট স্কোয়াড্রন লিডার জামিলুর রহমানের টর্চারের শিকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র-

যেখানে অনেক কলেজের প্রিন্সিপাল রা ছাত্রদের সমর্থন জানিয়েছে আমাদের শাহীনের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার ও ভিপি( এডমিন) এর ইন্ধনে এসব ঘটনা , ঘটেছে । সেই সাথে যেসব শিক্ষক শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একতা পোষণ করেছিলো, তাদেরও নানা ভাবে প্রেসারাইজ করেছে যেন উনারা ছাত্রদের পাশে না থাকেন।

আরেকটা বিষয় ফটোগ্রাফি ক্লাবের মডারেটর , যিনি নানা কুকর্ম করেও সাহসিকতা বীরত্বের সাথে ঘুরে বেড়াচ্ছে, উনার সমর্থনদাতাও আমাদের এড্জুডেন্ট।

এসব ঘটনার পরও উনারা কীভাবে স্বপদেক বহাল আছে, তা আসলেই অবাক করা বিষয়।অনেকে হয়রানির ভয়ে এতদিন মুখ খুলে নি।

আমি মনে করি এখনই সময় উনাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার। আমরা আওয়াজ তোলার আগেই প্রিন্সিপাল, ভিপি( অ্যাডমিন), এডজুডেন্ট কে সরায় দেয়ার পরিকল্পনা চলছে, যেন ইমেজ সংকট তৈরি না হয়।

23/08/2024

দু:খিত! এই ক্রান্তিকালীন সময়েও একটা অফ টপিকে কথা বলতে হচ্ছে। বি এ এফ শাহীন কলেজ ঢাকা'র সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

বর্তমানে কর্মরত মিজান স্যারের নামে এই পর্যন্ত অসংখ্য এলিগেশন এসেছে। শাহীনের জুনিয়রদের একাধিকবার হয়রানি করা সহ আন্দোলন চলাকালীন সময়ে ক্লাবের পেজ থেকে কোনো পোস্ট দিতে না দেওয়া, স্টাফ রুমে ঢুকে শিক্ষকের সাথে যাচ্ছেতাই ব্যবহার করা ইত্যাদি। এছাড়াও ঢাকা শাহীন ফটোগ্রাফি ক্লাবকে তিলে তিলে নষ্ট করার পিছনে অন্যতম কারিগরও তিনি। এক্স শাহীন এবং ফটোগ্রাফি ক্লাবের সাবেক প্যানেল মেম্বার হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা শাহীনে এমন কোনো শিক্ষকের ঠাঁই হোক তা কেউ চায় না। নারী কেলেংকারি ও ক্লাবের মেম্বারদের জিম্মি করে রাখার অভিযোগে এই নিকৃষ্টতম শিক্ষকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঢাকা শাহীন কর্তৃপক্ষ এবং সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানাচ্ছি।

কনটেক্সট ১: https://www.facebook.com/share/p/c3zACeqMyBEpbuHH/?mibextid=WC7FNe

কনটেক্সট ২: https://www.facebook.com/share/wHsVJuUwgdUyG7A6/?mibextid=WC7FNe

প্রোফাইল লিংক: https://www.facebook.com/Mizanju37?mibextid=LQQJ4d

It’s time to kick the garbage out of Shaheen.





Address

BAF SHAHEEN COLLEGE DHAKA
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when BAF Shaheen College Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category